2 00:00:05,000 --> 00:00:05,500 Subtitle Translated By M 3 00:00:05,501 --> 00:00:06,001 Subtitle Translated By Ma 4 00:00:06,002 --> 00:00:06,502 Subtitle Translated By Mam 5 00:00:06,503 --> 00:00:07,003 Subtitle Translated By Mamu 6 00:00:07,004 --> 00:00:07,504 Subtitle Translated By Mamun 7 00:00:07,505 --> 00:00:08,005 Subtitle Translated By Mamun A 8 00:00:08,006 --> 00:00:08,506 Subtitle Translated By Mamun Ab 9 00:00:08,507 --> 00:00:09,007 Subtitle Translated By Mamun Abd 10 00:00:09,008 --> 00:00:09,508 Subtitle Translated By Mamun Abdu 11 00:00:09,509 --> 00:00:10,009 Subtitle Translated By Mamun Abdul 12 00:00:10,010 --> 00:00:10,510 Subtitle Translated By Mamun Abdull 13 00:00:10,511 --> 00:00:11,011 Subtitle Translated By Mamun Abdulla 14 00:00:11,012 --> 00:00:11,512 Subtitle Translated By Mamun Abdullah 15 00:00:11,513 --> 00:00:31,513 Subtitle Translated By Mamun Abdullah 16 00:00:33,326 --> 00:00:35,869 অভিজাত দুটি বংশ, 17 00:00:36,037 --> 00:00:39,164 অপূর্ব-সুন্দর ভেরোনা শহরে তাঁদের বাস, 18 00:00:39,232 --> 00:00:42,000 আবহমান কাল ধরে চলে আসা শত্রুতা আজ নতুন মোড় নিয়েছে, 19 00:00:42,168 --> 00:00:45,462 সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে পরস্পরের হাত। 20 00:00:45,630 --> 00:00:48,215 এই দুই বংশের সাপে নেউলের সম্পর্কের মাঝে, 21 00:00:48,382 --> 00:00:51,968 জন্ম নেয় একজোড়া ভাগ্যবিড়ম্বিত প্রেমিক-প্রেমিকা; 22 00:00:52,136 --> 00:00:54,721 তাঁদের কপালে নেমে আসা অকাল মৃত্যুর ফলে 23 00:00:54,889 --> 00:00:58,141 সমাপ্ত ঘটলো তাঁদের পরিবারের কলহের। 24 00:00:58,209 --> 00:01:01,702 এমন অকাল মৃত্যুর মাধ্যমে এই দুই বংশের 25 00:01:01,770 --> 00:01:04,080 বিবাদের পরিসমাপ্তি কিভাবে ঘটেছে, 26 00:01:04,148 --> 00:01:07,984 সেই বিষয়টিই নাটকের বিষয়বস্তু, 27 00:01:08,152 --> 00:01:10,862 দুই ঘণ্টায় তা মঞ্চস্থ হবে আপনাদের সামনে। 28 00:01:30,508 --> 00:01:33,218 অভিজাত দুটি বংশ, 29 00:01:35,638 --> 00:01:39,182 অপূর্ব-সুন্দর ভেরোনা শহরে তাঁদের বাস, 30 00:01:39,350 --> 00:01:44,479 আবহমান কাল ধরে চলে আসা শত্রুতা আজ নতুন মোড় নিয়েছে, 31 00:01:44,647 --> 00:01:49,109 সাধারণ মানুষের রক্তে রঞ্জিত হয়েছে পরস্পরের হাত। 32 00:01:51,195 --> 00:01:56,700 এই দুই বংশের সাপে নেউলের সম্পর্কের মাঝে, 33 00:01:57,785 --> 00:02:02,914 জন্ম নেয় একজোড়া ভাগ্যবিড়ম্বিত প্রেমিক-প্রেমিকার জীবন কেড়ে নেয়। 34 00:02:40,328 --> 00:02:45,332 কাপুলেট বাড়ির কুকুর আমার মাথা গরম কইরা দিছে! 35 00:02:51,881 --> 00:02:53,923 শালা বাদাম ওয়ালা! 36 00:02:54,091 --> 00:02:57,469 রাজার চাকর! মর তোরা! 37 00:03:14,278 --> 00:03:19,098 - ঝগড়া আমাদের বসদের। - আর আমরা তাঁদের চেলা! 38 00:03:42,056 --> 00:03:46,309 ওরে মারে, কে যায় রে! 39 00:03:46,477 --> 00:03:50,522 দ্যাখ আমার গায়েও মাখন লেগে আছে! 40 00:03:50,689 --> 00:03:52,190 আমিও... 41 00:04:01,659 --> 00:04:05,495 - কাপুলেট কই থেকে আসলো রে! - লাগতে আসলে, ফুটা কইরা দিবো। 42 00:04:26,392 --> 00:04:30,019 ওদের দেখাই বুড়া আঙ্গুল কামড়াবো আমি, তাতেই ব্যাটারা ক্ষেপে বোম হবে। 43 00:04:47,371 --> 00:04:50,123 তুই যা! আমি পিছনে আছি! 44 00:04:51,375 --> 00:04:54,252 - তুই আমারে দেখাই আঙ্গুল কামড়ালি? - কামড়াইছি তো কি হইছে? 45 00:04:54,320 --> 00:04:56,604 তুই আমারে দেখাই আঙ্গুল কামড়ালি কেন রে? 46 00:04:56,672 --> 00:04:59,232 - আইন আমাদের দিকে আছে কি না? - নাই! 47 00:04:59,300 --> 00:05:02,527 নারে ভাই, আমি তোদের দিকে তাকাই এমনি এমনিই আঙ্গুল কামড়াইছি। 48 00:05:02,595 --> 00:05:05,555 - তুই ঝগড়া করবি? - ঝগড়া? নারে ভাই! 49 00:05:05,623 --> 00:05:08,741 কিন্তু বেশি বাড়াবাড়ি করলে আমারও আছে! আমরাও জানি কিভাবে ঝগড়া করতে হয়। 50 00:05:08,809 --> 00:05:09,809 বেশি জানিস? 51 00:05:10,895 --> 00:05:12,979 বন্ধু আসতেছে। বল জানিস। 52 00:05:13,147 --> 00:05:14,939 - হ্যাঁ, বেশি জানি! - মিথ্যা বলছিস! 53 00:05:15,524 --> 00:05:17,992 মরদ হলে পিস্তল বাহির কর! 54 00:05:20,821 --> 00:05:22,655 গাধার দল! জানিস কি করছিস? 55 00:05:30,164 --> 00:05:31,748 অস্ত্র বাহির কর! 56 00:06:02,738 --> 00:06:06,074 চাকরের সাথে তেড়িবেড়ি দেখাই লাভ আছে কোনো? 57 00:06:08,118 --> 00:06:10,036 কিরে বেনভোলিও? 58 00:06:11,288 --> 00:06:14,040 সাহস থাকলে আমার সাথে লড়। 59 00:06:15,084 --> 00:06:17,126 আমি শান্তি বজায় রাখছি। 60 00:06:17,294 --> 00:06:19,254 অস্ত্র তুলে নাও, 61 00:06:19,421 --> 00:06:22,006 দু'জনে মিলে নয়তো এদের গণ্ডগোল থামাই। 62 00:06:22,258 --> 00:06:24,342 শান্তি? 63 00:06:24,802 --> 00:06:26,678 শান্তি? 64 00:06:26,845 --> 00:06:28,888 শান্তি আমি ঘৃণা করি... 65 00:06:30,224 --> 00:06:31,933 যেমন ঘৃণা করি দোজখকে... 66 00:06:32,101 --> 00:06:33,851 সব মন্টেগুদের, 67 00:06:37,856 --> 00:06:40,483 - আর তোকে। - ব্যাং ব্যাং! 68 00:06:42,319 --> 00:06:43,653 ব্যাং! 69 00:07:15,394 --> 00:07:17,437 - আয় দোস্ত! আয়! - থাম! 70 00:07:22,568 --> 00:07:24,736 আয় দোস্ত! 71 00:08:31,637 --> 00:08:34,138 আবহমান কাল ধরে চলে আসা শত্রুতা আজ নতুন... 72 00:08:39,478 --> 00:08:41,771 খবরদার না। 73 00:08:47,653 --> 00:08:49,696 আমার বড় বন্দুকটা দাও! 74 00:08:49,863 --> 00:08:53,232 ছড়ি ছাড়া যে হাঁটতে পারে না সে খুঁজছে বড় বন্দুক। 75 00:09:00,749 --> 00:09:02,583 দাঙ্গাকারীরা, 76 00:09:02,751 --> 00:09:04,460 সবাই শান্ত হও! 77 00:09:04,628 --> 00:09:06,754 তোমাদের অস্ত্র মাটিতে ফেলে দাও! 78 00:09:08,484 --> 00:09:13,446 ভালো চাও তো সবাই হাত থেকে অস্ত্র ফেলে দাও। 79 00:09:16,849 --> 00:09:19,392 তিনটা অগ্নিকাণ্ড, 80 00:09:19,560 --> 00:09:23,229 আমি আপনাদের সাবধান করে দিচ্ছি, জনাব কাপুলেট আর মন্টেগু, 81 00:09:23,397 --> 00:09:26,399 এই নিয়ে পরপর তিনবার একই কাণ্ড ঘটলো শহরে। 82 00:09:27,609 --> 00:09:30,945 ভবিষ্যতে যদি এমন কাণ্ড আর ঘটে, 83 00:09:31,655 --> 00:09:35,199 তাহলে আপনাদের জীবন দিয়ে শহরে শান্তিরক্ষা করতে হবে। 84 00:09:49,548 --> 00:09:53,050 রোমিও কোথায়? আজ দেখেছো ওকে? 85 00:09:53,218 --> 00:09:55,928 ভাগ্য ভালো এই গণ্ডগোলের ভিতরে সে ছিলো না। 86 00:09:56,764 --> 00:09:59,557 ম্যাডাম, মনটা একটু খারাপ থাকায়, 87 00:09:59,725 --> 00:10:02,477 ভোরে ঘুরতে যাওয়ার সময় দেখেছিলাম তাঁকে। 88 00:10:02,644 --> 00:10:04,854 প্রায়ই রোমিওর চোখের জল, 89 00:10:05,022 --> 00:10:07,982 ঝড়ে পরে ঘাসের শিশিরের উপর। 90 00:10:08,150 --> 00:10:11,486 ছেলেটা আমার আলোতে বেরোয় না, 91 00:10:11,653 --> 00:10:15,031 ঘরের ভিতর একা একা থাকে। 92 00:10:15,199 --> 00:10:17,200 দরজা-জানালা লাগিয়ে। 93 00:10:17,367 --> 00:10:22,330 দিনের বেলাতেই ঘরের ভিতর ঘুটঘুটে অন্ধকার করে রাখে। 94 00:10:33,342 --> 00:10:34,884 হায় প্রেম... 95 00:10:35,052 --> 00:10:39,263 কখনো প্রেমময় ঘৃণা, কখনো ঘৃণাময় ভালোবাসা! 96 00:10:40,098 --> 00:10:43,559 সমস্ত সৃষ্টির মূলে তুমি! 97 00:10:43,727 --> 00:10:45,561 কখনো অসম্ভব হালকা, 98 00:10:45,729 --> 00:10:47,772 ভয়ঙ্কর অহংকার! 99 00:10:48,732 --> 00:10:51,943 প্রেম তুমি যা দেখাও, আসলে তা নও! 100 00:11:40,993 --> 00:11:44,537 শাদারা কালোদের ভিতর কি যে পায় বুঝি না... 101 00:11:47,583 --> 00:11:51,460 এখন আর কেউ ভালো কথা শুনতে চায় না। 102 00:11:51,628 --> 00:11:53,671 আপনারা তাহলে দূরে দাঁড়ান। 103 00:11:56,258 --> 00:11:59,468 ওর মনের দুঃখ আমাকে না বলে থাকতে পারবে না। 104 00:12:00,178 --> 00:12:02,263 আচ্ছা, চলো তাহলে যাওয়া যাক। 105 00:12:17,529 --> 00:12:19,405 শুভ সকাল, ভাই। 106 00:12:19,573 --> 00:12:21,574 সকাল কি এখনো আছে? 107 00:12:21,742 --> 00:12:23,868 এখন মাত্র নয়টা বাজে। 108 00:12:24,620 --> 00:12:26,704 আমার কাছে, দুঃখের সময় অনেক লম্বা মনে হয়। 109 00:12:30,083 --> 00:12:32,585 এত তাড়াহুড়া করে আমার বাবা গেলো নাকি রে? 110 00:12:32,753 --> 00:12:34,795 হ্যাঁ। 111 00:12:34,863 --> 00:12:36,731 তোর মনে এত দুঃখ কিসের? 112 00:12:36,798 --> 00:12:38,983 যা পেলে সময় দ্রুত চলে যেত তা পাইনি বলে। 113 00:12:39,051 --> 00:12:40,359 - প্রেমে পড়ে? - বাদ পড়ে। 114 00:12:40,427 --> 00:12:42,720 - প্রেম থেকে? - সেই মেয়েটার ভালোবাসা থেকে বাদ পড়ছি। 115 00:12:42,888 --> 00:12:44,931 সত্যিই কি ভালোবাসা উপরে থেকে শান্ত, 116 00:12:45,098 --> 00:12:47,350 আর ভিতরে ভিতরে ঝড়-তুফান বয়ে যায়? 117 00:12:47,517 --> 00:12:50,019 প্রেম জিনিসটাকে ঠিক মত না দেখলে, 118 00:12:50,187 --> 00:12:52,855 চোখে ভুল-ভাল দেখাটা মন্দ কিছু না। 119 00:12:53,023 --> 00:12:54,857 কি খাওয়া যায় বলতো? 120 00:12:55,025 --> 00:12:55,983 ..রক্তপাত হয়েছে। 121 00:12:56,151 --> 00:12:59,362 রক্ষীরা ব্যাপারটা সামলে নিয়েছে। 122 00:12:59,529 --> 00:13:00,613 কোন হতাহতের খবর... 123 00:13:00,781 --> 00:13:02,698 এখানে আবার গোলমাল কিসের? 124 00:13:02,866 --> 00:13:05,201 - আমি... - বলার দরকার নেই রে, সব জানি। 125 00:13:05,369 --> 00:13:07,954 ভালোবাসা দিয়েই সমস্ত বিদ্বেষ জয় করা যায়। 126 00:13:08,121 --> 00:13:10,373 তাহলে কেন এত ঘৃণা, কেন এত সহিংসতা! 127 00:13:10,540 --> 00:13:12,458 সমস্ত সৃষ্টির মূলে রয়েছে প্রেম! 128 00:13:12,626 --> 00:13:15,169 কখনো অসম্ভব হালকা, ভয়ঙ্কর অহংকার! 129 00:13:15,337 --> 00:13:17,964 প্রেম যা দেখায় আসলে তা না! 130 00:13:18,131 --> 00:13:20,216 এখানে প্রেমের ছোঁয়া নেই... 131 00:13:21,510 --> 00:13:23,594 তুই হাসছিস তাই না? 132 00:13:23,971 --> 00:13:25,972 নারে ভাই, আমি কাঁদছি। 133 00:13:26,139 --> 00:13:28,182 এতে কাঁদার কি আছে? 134 00:13:28,475 --> 00:13:31,811 - তোর দুঃখে কাঁদছি। - এখন যা তো। 135 00:13:31,979 --> 00:13:35,898 আমিও যাবো তোর সাথে। আমাকে রেখে যাস না। 136 00:13:43,573 --> 00:13:47,076 মন্টেগু আর আমার কিন্তু সমান জরিমানা হয়েছে। 137 00:13:47,144 --> 00:13:50,888 আমাদের মত মুরুব্বীরাই যদি গণ্ডগোল করে সে তুলনায় জরিমানা কিছুই না। 138 00:13:50,956 --> 00:13:54,517 আপনাদের দুজনেরই অনেক নাম-ডাক আছে, এতদিন ধরে মনকষাকষি করে আছেন, ব্যাপারটাই কেমন জানি। 139 00:13:54,584 --> 00:13:56,894 কিন্তু সাহেব, আমার সেই কথাটার কি হলো? 140 00:13:56,962 --> 00:14:02,049 তোমাকে তো আগেই বলেছি: মেয়েটা আমার এখনো সংসারের মতিগতি বুঝে না। 141 00:14:02,217 --> 00:14:06,303 আর দুইটা বসন্ত যাক, তারপর বিয়ের ব্যাপারে ভাববো। 142 00:14:06,471 --> 00:14:08,264 তাঁর থেকেও ছোট মেয়েরা বাচ্চার মা হয়ে যাচ্ছে। 143 00:14:08,432 --> 00:14:11,767 কম বয়সী মেয়েদের বাচ্চাদেরই কম বয়সে বিয়ে হয়। 144 00:14:11,935 --> 00:14:14,270 আজ রাতে একটা দাওয়াত দিয়েছি। 145 00:14:14,438 --> 00:14:16,897 অনেক নামী দামী মানুষ আসবে এই গরীবের বাড়িতে। 146 00:14:17,065 --> 00:14:20,651 সুন্দরী মেয়েরা ঘর আলো করে রাখে, বুঝলে? 147 00:14:21,236 --> 00:14:23,279 সে যাই হোক, 148 00:14:23,447 --> 00:14:26,407 তুমি আগে আমার মেয়ের সম্মতি আদায় করো। 149 00:14:26,575 --> 00:14:28,117 আজ রাতে তুমিও যাবে। 150 00:14:29,286 --> 00:14:31,579 তাহলে বলে ফ্যাল, কার প্রেমে পড়ে এত দুঃখ পাচ্ছিস? 151 00:14:31,747 --> 00:14:33,831 এক নারীর প্রেমে পড়েছি, ভাই। 152 00:14:33,999 --> 00:14:36,959 তাহলে আমার অনুমান একেবারে ঠিক ছিলো। 153 00:14:37,544 --> 00:14:40,129 একেবারে পাক্কা তীরন্দাজের মত! তাঁকেই ভালোবাসি আমি। 154 00:14:40,297 --> 00:14:43,424 এ আর এমন কি! তুই সুন্দর সেও সুন্দর। 155 00:14:44,384 --> 00:14:47,803 তোর নিশানা ভেস্তে গেলো। ঐ মেয়েকে পটানো এত সোজা না; 156 00:14:47,971 --> 00:14:50,389 কেঁদে মরে গেলেও তাঁর মন গলে না, 157 00:14:50,557 --> 00:14:52,975 মিষ্টি কথাতেও সে ভোলে না। 158 00:14:53,143 --> 00:14:55,853 ওয়াদা করে রাখছে নাকি কাউকে মন দিবে না? 159 00:14:56,021 --> 00:14:58,647 যেভাবে যৌবন নষ্ট করছে, তাই মনে হচ্ছে। 160 00:14:58,715 --> 00:15:02,585 - আমার কথা শোন, ঐ মেয়েকে ভুলে যা। - কিভাবে ভুলবো সেটা বল। 161 00:15:02,652 --> 00:15:05,571 একটু চোখ মেলে দ্যাখ। অন্য মেয়েরাও অনেক সুন্দর। 162 00:15:06,364 --> 00:15:08,324 এত রাগ করছিস কেন, রোমিও? 163 00:15:08,492 --> 00:15:11,118 রাগ না, উন্মাদের মত লাগছে সব। 164 00:15:11,286 --> 00:15:14,538 ঘরের মধ্যে বন্দী থেকে, না খেয়ে না দেয়ে, এসব তো অত্যাচার। 165 00:15:14,706 --> 00:15:16,423 কি অবস্থা ভাই সাহেব। 166 00:15:19,127 --> 00:15:23,923 প্রশ্ন করার আগেই বলে দিচ্ছি, বিত্তবান কাপুলেট একটি দাওয়াতের আয়োজন করেছেন। 167 00:15:24,091 --> 00:15:27,093 সেখানে উপস্থিত থাকবেন, সিনর প্লেসিনিতো এবং তাঁর স্ত্রী-কন্যারা। 168 00:15:27,260 --> 00:15:31,889 বিধবা উত্রুভিও এবং তাঁর ভাগ্নি রোজালিন সুন্দরী... 169 00:15:32,057 --> 00:15:34,892 কাপুলেট বাড়িতে রোজালিনও দাওয়াত খেতে যাবে, 170 00:15:35,060 --> 00:15:37,520 ভেরোনায় ওর মত সুন্দরী কেউ নাই। 171 00:15:37,587 --> 00:15:41,790 মন্টেগু বাড়ির লোক যদি না হোন তবে এসে এক কাপ শরাব আপনিও না হয় খেয়ে যাবেন! 172 00:15:41,858 --> 00:15:44,151 দাওয়াতে গিয়ে আমি যাকে দেখাবো 173 00:15:44,319 --> 00:15:47,071 তাঁকে দেখে তোর প্রেমিকার সাথে তুলনা করলে 174 00:15:47,239 --> 00:15:49,990 মনে হবে তোর প্রেমিকা আসলে একটা আস্ত পেত্নী। 175 00:15:50,158 --> 00:15:52,660 যাবো তো অবশ্যই, কিন্তু অন্য কোন মেয়েকে না, 176 00:15:52,828 --> 00:15:55,496 শুধু নিজের প্রেমিকাকে দেখতে যাবো। 177 00:16:01,002 --> 00:16:04,672 জুলিয়েট! 178 00:16:21,356 --> 00:16:22,731 আয়া! 179 00:16:22,899 --> 00:16:25,025 আয়া, আমার মেয়ে কোথায়? ডেকে আনো। 180 00:16:25,193 --> 00:16:27,027 আমি তো অনেক আগেই আসতে বলেছিলাম! 181 00:16:28,780 --> 00:16:30,739 জুলিয়েতা! 182 00:16:44,963 --> 00:16:48,231 আম্মাজান, আমি এখানে, বলুন কি আদেশ? 183 00:16:50,051 --> 00:16:53,012 আয়া, তুমি এখন আসো। আমাদের গোপন কথা আছে। 184 00:16:54,848 --> 00:16:58,225 আয়া, তুমি নাহয় আসো! আমি ভুলেই গিয়েছিলাম। 185 00:16:58,393 --> 00:17:00,311 তুমি সাক্ষী থাকো। 186 00:17:00,478 --> 00:17:03,689 তুমিই তো মেয়েটাকে কোলেপিঠে মানুষ করেছো। 187 00:17:03,857 --> 00:17:06,066 একেবারে জন্মের পর থেকে আয়াগিরি করছি। 188 00:17:06,234 --> 00:17:09,320 এত বছর তাঁর মায়ের দায়িত্ব আমাকেই পালন করতে হয়েছে। 189 00:17:11,489 --> 00:17:13,532 তবুও তুমি আয়া। 190 00:17:13,700 --> 00:17:15,743 আসল কথা শোনো! 191 00:17:16,411 --> 00:17:19,413 ভ্যালিয়েন্ট প্যারিস তোমাকে বিয়ে করতে চাইছে। 192 00:17:19,873 --> 00:17:21,916 পুরুষ মানুষ রে বাছা! 193 00:17:22,083 --> 00:17:25,628 এমন ছেলে লাখে একটা মেলে। একেবারে সহজ-সরল! 194 00:17:25,795 --> 00:17:28,255 ভেরোনায় এমন সুন্দর ফুল আগে ফোটেনি... 195 00:17:28,423 --> 00:17:30,549 ফোটেনি, ছেলেটার চরিত্র ফুলের মত পবিত্র... 196 00:17:30,717 --> 00:17:31,634 আয়া! 197 00:17:31,801 --> 00:17:33,636 আজকের দাওয়াতে বাসায় আসবে। 198 00:17:33,803 --> 00:17:37,223 প্যারিসের মুখ দেখে মনে হবে সৌন্দর্যের অক্ষরে 199 00:17:37,290 --> 00:17:38,991 কত বানী লেখা আছে। 200 00:17:39,059 --> 00:17:42,978 দামী কোনো বইকে সোনার মলাটে বাঁধালে, 201 00:17:43,046 --> 00:17:45,748 যেমন তার শোভা আরও বেড়ে যায়, তেমন এক সুন্দরের 202 00:17:45,815 --> 00:17:48,584 সাথে আরেক সুন্দর মিললে দুটোরই শোভা বাড়ে, 203 00:17:48,652 --> 00:17:51,612 তাঁকে পেলে তোমার সৌন্দর্য আরও বেড়ে যাবে। 204 00:17:53,198 --> 00:17:56,041 আরও বাড়বে। পুরুষের গৌরবই নারীর গৌরব। 205 00:18:03,208 --> 00:18:05,793 সরাসরি বলো, প্যারিসকে পছন্দ হয়েছে? 206 00:18:05,961 --> 00:18:08,921 আগে দেখি, তারপর বুঝবো। 207 00:18:09,089 --> 00:18:11,173 তুমি বলছো বলেই দেখবো 208 00:18:11,341 --> 00:18:13,926 এর থেকে বাড়াবাড়ি যেন না হয়। 209 00:18:16,764 --> 00:18:18,822 ম্যাডাম, অতিথিরা চলে এসেছেন। 210 00:18:18,890 --> 00:18:20,057 যাও! 211 00:18:20,225 --> 00:18:21,725 আমরা আসছি। 212 00:18:23,770 --> 00:18:25,104 জুলিয়েট! 213 00:18:31,903 --> 00:18:35,239 যারে মা, সুখের রাত সুখেই শেষ হবে। 214 00:19:23,663 --> 00:19:25,789 ব্যাটা ভুত! 215 00:19:25,957 --> 00:19:28,208 ফকির হয়ে মরবি! 216 00:19:49,939 --> 00:19:54,234 তোর বউয়ের চিঠি! 217 00:20:03,036 --> 00:20:04,495 ♪ পাগল প্রেমিক ♪ 218 00:20:04,662 --> 00:20:06,372 ♪ দৌড়ে যাও ♪ 219 00:20:06,539 --> 00:20:07,373 ♪ পালাবে কোথায় ♪ 220 00:20:09,292 --> 00:20:12,795 ♪ সুন্দরী রোজালিন ♪ 221 00:20:14,214 --> 00:20:16,757 আয় না রে রোমিও, তোকে নাচতেই হবে। 222 00:20:16,925 --> 00:20:18,342 নারে, একটুও পারবো না। 223 00:20:18,510 --> 00:20:21,929 তোর জুতা অনেক হালকা, কিন্তু আমার জুতা ভারী। 224 00:20:22,097 --> 00:20:23,347 তুই হচ্ছিস প্রেমিক মানুষ, 225 00:20:23,515 --> 00:20:26,141 প্রেমের ডানায় ভর করে আকাশে উড়ে যাবি। 226 00:20:26,309 --> 00:20:28,560 প্রেমের ভারে আমি ডুবতে বসেছি। 227 00:20:29,312 --> 00:20:32,147 কাঁটার আঘাত যেনতেন, ফুলের আঘাতে মরছিস। 228 00:20:32,315 --> 00:20:33,857 প্রেম ফুলের মতন? বরং কাঁটার মতন, 229 00:20:34,025 --> 00:20:36,902 আঘাত লাগলে মনে হয় যেন কাঁটা বিঁধছে। 230 00:20:37,070 --> 00:20:39,196 যে প্রেম আঘাত দেয়, সে প্রেমকে ছুঁড়ে ফেলে দে। 231 00:20:39,364 --> 00:20:42,282 প্রেম কাঁটার আঘাত দিলে, তুইও প্রেমকে কাঁটার আঘাত দিবি। 232 00:20:44,244 --> 00:20:46,703 সবাই বল, হেঁইয়ো! 233 00:20:46,871 --> 00:20:49,706 চল সবাই! 234 00:20:50,267 --> 00:20:54,311 - গিয়ে কোন লাভ হবে না! - এই কথা কেন বললি? 235 00:20:54,379 --> 00:20:56,380 - রাতে একটা স্বপ্ন দেখছি। - আমিও দেখছি। 236 00:20:56,548 --> 00:20:58,924 - কি স্বপ্ন তোর? - সব স্বপ্ন ভুয়া! 237 00:20:59,092 --> 00:21:01,635 বিছানায় শুয়ে স্বপ্ন দেখলে সত্যি হয়। 238 00:21:02,887 --> 00:21:06,231 তাহলে আমি যদি বলি রানী ম্যাব তোর কাছে এসেছিলো। 239 00:21:06,266 --> 00:21:08,016 রানী ম্যাব হলো পরীদের দাইমা, 240 00:21:08,184 --> 00:21:11,061 জমিদারের আঙ্গুলের আংটির উপরে 241 00:21:11,229 --> 00:21:14,440 গাঁথা মুক্তার সমান সেই রানী, 242 00:21:14,607 --> 00:21:18,193 সঙ্গে ছিলো একদল ছোট পরী 243 00:21:18,270 --> 00:21:22,814 যারা ঘুমন্ত মানুষের নাকের আশেপাশে ঘুরে বেড়ায়। 244 00:21:22,907 --> 00:21:26,160 বাদামের খোসার মত তাঁর রথ, 245 00:21:27,203 --> 00:21:30,914 রথের ছাঁদ ঘাসফড়িঙের পাখা দিয়ে ঢাকা। 246 00:21:31,082 --> 00:21:36,545 সেই রথে চেপে রানী প্রেমিকের মাথার ভিতরে ঘুরে বেড়ায়, 247 00:21:36,713 --> 00:21:38,755 তখনই প্রেমিক স্বপ্ন দেখে... 248 00:21:39,674 --> 00:21:40,757 প্রেমের; 249 00:21:40,925 --> 00:21:44,136 উকিলের আঙুলে বসলে স্বপ্নে টাকার গাছ দেখে। 250 00:21:44,304 --> 00:21:46,805 রানী যখন সিপাহীর ঘাড়ে বসে, 251 00:21:46,973 --> 00:21:50,184 তখন সিপাহী স্বপ্ন দেখে কল্লা কাটার। 252 00:21:50,351 --> 00:21:54,229 ভয় পেয়ে ঘুম থেকে জেগে উঠে দোয়া-দরুদ পড়ে আবার ঘুমায়। 253 00:21:54,397 --> 00:21:58,358 এই ডাইনি যখন ঘুমন্ত কিশোরীর কাছে যায়, 254 00:21:58,526 --> 00:22:02,571 তখন তাঁর ব্যাগে চাপ দিয়ে স্বপ্ন ছুঁড়ে দেয়, 255 00:22:02,739 --> 00:22:06,158 মেয়েরা তখন শিখে নেয় কিভাবে বাচ্চা নিতে হয়। 256 00:22:06,326 --> 00:22:07,826 এই সেই বুড়ি। 257 00:22:08,286 --> 00:22:11,121 এই সেই ডাইনি! 258 00:22:23,092 --> 00:22:25,052 থাম, মার্কুশিও, থাম! 259 00:22:26,137 --> 00:22:28,222 এগুলা সব কথার কথা। 260 00:22:30,683 --> 00:22:32,768 সত্য কথা। 261 00:22:34,812 --> 00:22:36,855 আমি স্বপ্নের কথা বলছি, 262 00:22:37,023 --> 00:22:40,192 যার শিকার হলো ছোট ছোট বাচ্চারা, 263 00:22:40,360 --> 00:22:43,028 অবাস্তব কল্পনায় যাদের জন্ম; 264 00:22:43,196 --> 00:22:48,158 যে বাতাস ঝিরঝির করে এদিক সেদিক বয়ে যায়, 265 00:22:48,326 --> 00:22:51,161 যে বাতাস উত্তরের বুকের উপর খেলা করে, 266 00:22:51,329 --> 00:22:54,039 আবার পর ক্ষণেই রেগে পালিয়ে যায়, 267 00:22:54,207 --> 00:22:56,875 দক্ষিণে শিশির কণায় পরিণত হয়। 268 00:22:57,043 --> 00:23:00,087 ঠিক সেই বাতাসই আমাদের এখানে চলে আসছে! 269 00:23:00,255 --> 00:23:03,340 খানা শেষ হয়ে গেলো, জলদি চল দেরী হয়ে যাচ্ছে! 270 00:23:03,391 --> 00:23:05,734 আমার তো মনে হয়, আগেই যাচ্ছি। 271 00:23:05,802 --> 00:23:11,473 একটা অশুভ পরিণতি স্পষ্ট দেখতে পাচ্ছে আমার মন, 272 00:23:12,850 --> 00:23:16,979 আজকের এই খুশির রাত শেষ হওয়ার আগেই সেই ভয়াবহ দিন শুরু হবে, 273 00:23:17,146 --> 00:23:19,147 আর তারপরে এক... 274 00:23:19,315 --> 00:23:23,235 নিশ্চিত মৃত্যু এসে আমার বুক থেকে 275 00:23:25,029 --> 00:23:28,156 এই সামান্য জীবনটাকে ছিনিয়ে নিয়ে যাবে। 276 00:23:30,034 --> 00:23:32,744 যিনি আড়ালে থেকে আমার জীবনের কলকাঠি নাড়ছে 277 00:23:34,122 --> 00:23:36,572 তাঁর থেকে বাঁচার উপায় নেই। 278 00:23:48,303 --> 00:23:50,178 চল প্রেমের কাঙ্গালেরা! 279 00:24:28,968 --> 00:24:30,844 নেশা লেগে গেছে। 280 00:25:06,172 --> 00:25:08,298 মুখোশ পরে কত নেচেছি 281 00:25:08,466 --> 00:25:11,677 সবগুলো সুন্দরী মেয়েদের কানেকানে বলতে পারবো। 282 00:27:26,312 --> 00:27:28,313 খুকুমণি, তোমার আম্মা ডাকছে! 283 00:27:42,245 --> 00:27:44,663 এবার কি নাচতেও চাইবে না? 284 00:27:44,831 --> 00:27:47,499 পুরুষ রে মা, একদম আসল পুরুষ! 285 00:27:58,761 --> 00:27:59,970 আরে! 286 00:28:00,137 --> 00:28:03,807 কোন সাহসে ঐ চাকরটা আমাদের দাওয়াত নাপাক করতে আসছে? 287 00:28:03,975 --> 00:28:09,020 ওরে যদি আজ জবাইও করি আমার কোন পাপ হবে না! 288 00:28:09,047 --> 00:28:12,340 আরে বাবা! এত রাগারাগি করছিস কেন? 289 00:28:12,608 --> 00:28:15,569 চাচা, ঐ ব্যাটা হলো রোমিও মন্টেগু, আমাদের শত্রু। 290 00:28:15,736 --> 00:28:17,737 - রোমিও নাকি? - হ্যাঁ সে। 291 00:28:17,905 --> 00:28:20,949 আরে থাম থাম, ওকে ঘাঁটিস না। 292 00:28:21,117 --> 00:28:23,493 গোটা শহর চলে আসলেও 293 00:28:23,661 --> 00:28:25,996 আমার বাড়িতে তার কোন অমর্যাদা হতে দিবো না। 294 00:28:26,163 --> 00:28:28,623 তাই শান্ত হো, ওকে কিছু বলিস না। 295 00:28:28,791 --> 00:28:30,125 চাচা, আমি সহ্য করতে পারবো না। 296 00:28:31,335 --> 00:28:33,420 তাঁকে সহ্য করতেই হবে। 297 00:28:34,380 --> 00:28:35,547 যা ভাগ! 298 00:28:35,715 --> 00:28:37,966 বুঝিস নাই ভদ্রলোকের বাচ্চা? আমি তাঁকে সহ্য করতে বলেছি! 299 00:28:38,134 --> 00:28:39,259 যা ভাগ! 300 00:28:39,427 --> 00:28:41,011 লজ্জার কথা, চাচা। 301 00:28:41,178 --> 00:28:43,054 আমার মেহমানের সাথে গোলমাল বাঁধাতে চাস? 302 00:29:02,199 --> 00:29:04,034 আমি কি এখনো অন্য কাউকে ভালোবাসি? 303 00:29:05,077 --> 00:29:07,120 ত্যাগ করলাম তাঁকে। 304 00:29:07,288 --> 00:29:10,332 আজ রাতে যা দেখলাম তার মত সুন্দর আর কিছুই হতে পারে না। 305 00:30:32,123 --> 00:30:35,375 যদি আমার অযোগ্য হাত দিয়ে ছুঁয়ে তোমার দেহ অপবিত্র করে থাকি, 306 00:30:35,543 --> 00:30:37,585 তাহলে শাস্তি পেতে চাই। 307 00:30:43,426 --> 00:30:47,395 তৃষ্ণার্ত মুসাফিরের মত আমার পঙ্কিল ঠোঁট জোড়া 308 00:30:47,463 --> 00:30:50,941 তোমায় চুমু খাওয়ার জন্য অপেক্ষা করছে। 309 00:30:51,517 --> 00:30:54,269 মুসাফির, তুমি নিজের দোষ হাতের উপরে দিচ্ছো, 310 00:30:54,437 --> 00:30:56,730 কিন্তু খাঁটি মুসাফির কিভাবে হওয়া যায় শোনো। 311 00:30:56,897 --> 00:31:01,026 মুসাফিরের হাত দরবেশের মত পবিত্র হতে হয়, 312 00:31:01,193 --> 00:31:04,571 চুমু খেতে হয় পাতার আড়ালে। 313 00:31:05,072 --> 00:31:08,658 আমি দরবেশও নই, আমার পাতাও নেই। 314 00:31:09,201 --> 00:31:12,662 মুসাফিররা কিন্তু ঠোট দিয়ে শুধু মুনাজাত করে। 315 00:31:13,205 --> 00:31:15,957 তাহলে তুমিই হও সেই দরবেশ, আর হাতের কাজ ঠোঁটে হোক। 316 00:31:16,125 --> 00:31:19,419 এই দোয়া কবুল করো, নইলে বিশ্বাসের ঘর ভেঙ্গে যাবে। 317 00:31:19,587 --> 00:31:23,590 দরবেশরা কিন্তু কাউকে দোয়া করলে নিজেরা নড়ে না। 318 00:31:24,300 --> 00:31:27,260 তাহলে আমার দোয়ার ফল নেওয়ার সময় নড়বে না। 319 00:31:31,807 --> 00:31:32,474 ডেভ! 320 00:31:43,944 --> 00:31:47,113 তোমার ঠোঁট ছুঁয়েই আমার সমস্ত পাপ মোচন হলো। 321 00:31:47,281 --> 00:31:49,240 আমার ঠোঁট যে পাপ নিলো তা কি ফিরিয়ে নিবে না? 322 00:31:49,408 --> 00:31:52,160 ঠোঁটের পাপ? আহারে বালিকা। 323 00:31:52,328 --> 00:31:53,912 আমার পাপ ফিরিয়ে দাও। 324 00:31:56,749 --> 00:31:58,833 কিতাব সাক্ষী রইলো। 325 00:32:06,509 --> 00:32:08,468 জুলিয়েট! 326 00:32:21,440 --> 00:32:24,400 মামণি, তোমার আম্মা কথা বলতে চায়। 327 00:32:26,278 --> 00:32:27,946 আরে আসো তো! 328 00:32:55,015 --> 00:32:57,308 মেয়েটা কাপুলেট বাড়ির নাকি? 329 00:32:59,061 --> 00:33:02,188 ছেলেটার নাম রোমিও, মন্টেগু বাড়ির ছেলে, 330 00:33:02,356 --> 00:33:04,899 মন্টেগুর একমাত্র ছেলে তোমার চিরশত্রু। 331 00:33:24,795 --> 00:33:27,839 খেলা ভেস্তে গেছে। ভালো চাইলে পালা। 332 00:33:28,340 --> 00:33:30,967 আমারও ভয় লাগছে। কেটে পড়াই মঙ্গল। 333 00:34:13,219 --> 00:34:18,223 ...লালে লাল শাহজালাল! 334 00:34:26,815 --> 00:34:29,567 আমার একমাত্র প্রেমের জন্ম হলো প্রতিহিংসা থেকে! 335 00:34:30,486 --> 00:34:33,655 অপরিচিতের পরিচয় পেতে বড্ড দেরী হয়ে গেলো! 336 00:34:33,822 --> 00:34:39,968 মনে জাগলো যে প্রেম অফুরান, শত্রুকেই বাসবো ভালো প্রেমিকের সমান। 337 00:34:51,799 --> 00:34:53,925 এখন আমি থেমে আছি। 338 00:34:54,093 --> 00:34:57,595 কিন্তু আজ এখানে রোমিওর লুকিয়ে আসাকে মধুর লাগলেও, 339 00:34:57,763 --> 00:35:00,223 একদিন তা তিক্ত মনে হবে। 340 00:35:03,811 --> 00:35:06,354 লালে লাল শাহজালাল! 341 00:35:11,068 --> 00:35:12,110 রোমিও! 342 00:35:15,281 --> 00:35:17,782 পাগলা! উন্মাদ! 343 00:35:18,033 --> 00:35:20,743 মজনু! রোমিও! 344 00:35:21,287 --> 00:35:24,163 রোজালিনের ডাগর চোখ, কপাল, 345 00:35:24,231 --> 00:35:27,433 মখমলের মত ঠোঁটের দোহাই লাগে, ফিরে আয়! 346 00:35:27,501 --> 00:35:31,671 নিখুঁত পা, আর শাঁসালো উরুর দোহাই লাগে! 347 00:35:35,467 --> 00:35:39,887 রোমিও, রোজালিন তোর জন্য পশরা সাজাই রাখছে! 348 00:35:40,055 --> 00:35:42,515 যার ক্ষত, ব্যথা শুধু সেই টের পায়। 349 00:35:42,683 --> 00:35:43,349 রোমিও! 350 00:35:44,601 --> 00:35:45,685 চললাম আমরা! 351 00:35:45,853 --> 00:35:50,481 ঠাণ্ডায় এখানে জমে মরার থেকে বাড়ি গিয়ে ঘুমানো অনেক ভালো। 352 00:36:29,313 --> 00:36:31,022 আরে! 353 00:36:31,190 --> 00:36:33,483 জানালা দিয়ে আলো দেখা যাচ্ছে না? 354 00:36:39,531 --> 00:36:41,574 ওটা পূর্বদিক, 355 00:36:41,742 --> 00:36:44,577 আর জুলিয়েট হলো ভোরের সূর্য। 356 00:36:48,540 --> 00:36:52,293 সোনালী সূর্য, ওঠো, হিংসুক চাঁদকে নিভিয়ে দাও, 357 00:36:52,461 --> 00:36:55,088 চাঁদ তো এখনই মলিন আর নিঃশেষ হয়ে গেছে 358 00:36:55,255 --> 00:36:59,133 তুমি চাঁদের ছোট হয়েও তার থেকে বেশি সুন্দর। 359 00:36:59,301 --> 00:37:02,428 চাঁদের দাসী হয়ো না, তোমায় হিংসা করে সে। 360 00:37:02,596 --> 00:37:06,933 মলিন আর শ্যাওলা ধরা চাঁদের রূপ দেখে বেকুবেরা ছাড়া কেউ প্রেমে পড়ে না। 361 00:37:09,269 --> 00:37:12,271 আরে দেখো, দেখো! 362 00:37:21,490 --> 00:37:23,991 আমার প্রেমিকা! আমার প্রেয়সী! 363 00:37:24,493 --> 00:37:26,577 টের পেয়ে গেছে! 364 00:37:34,294 --> 00:37:35,545 হায় আমার কপাল! 365 00:37:38,757 --> 00:37:40,800 কথা বলেছে। 366 00:37:40,968 --> 00:37:43,010 আবার বলো, পরী! 367 00:37:44,888 --> 00:37:46,347 রোমিও! 368 00:37:47,683 --> 00:37:49,350 রোমিও গো! 369 00:37:49,518 --> 00:37:51,561 কোথায় তুমি রোমিও? 370 00:37:56,233 --> 00:37:58,484 তোমার বাবার নাম ত্যাগ করো। 371 00:37:58,652 --> 00:38:03,531 তা না হলে, আমার ভালোবাসা চাইবে না, আমিও আর কাপুলেট নাম রাখবো না। 372 00:38:05,159 --> 00:38:07,201 আরও শুনবো, 373 00:38:07,369 --> 00:38:09,287 নাকি এখনি কথা বলবো? 374 00:38:09,455 --> 00:38:11,914 তুমি না, শুধু নামটা আমার শত্রু। 375 00:38:12,374 --> 00:38:15,168 তুমি তো মন্টেগু নও, তুমি তুমিই। 376 00:38:15,335 --> 00:38:17,295 মন্টেগু কে? 377 00:38:17,463 --> 00:38:19,255 হাত না, 378 00:38:19,423 --> 00:38:21,883 পা না, মুখ না, 379 00:38:24,094 --> 00:38:27,221 কোন মানুষের অঙ্গ-প্রত্যঙ্গও না। 380 00:38:27,806 --> 00:38:29,891 অন্য কোন নাম নাও। 381 00:38:32,269 --> 00:38:34,353 নামে কি আসে যায়? 382 00:38:34,938 --> 00:38:39,108 গোলাপকে যে নামেই ডাকো না কেন সুবাস তো মধুরই থাকবে। 383 00:38:39,276 --> 00:38:42,445 রোমিওকে অন্য নামে ডাকলেও, 384 00:38:42,613 --> 00:38:47,366 তাঁর প্রেম থাকবে একেবারে আগের মতন নিখুঁত। 385 00:38:48,494 --> 00:38:50,411 তাই রোমিও; 386 00:38:50,579 --> 00:38:54,040 তোমার নাম বাদ দিয়ে সম্পূর্ণ আমার হয়ে যাও। 387 00:38:54,208 --> 00:38:56,250 তাহলে সেই কথাই রইলো। 388 00:39:06,929 --> 00:39:08,971 তুমি রোমিও, মন্টেগু নাকি আর কিছু? 389 00:39:09,139 --> 00:39:11,432 তোমার অপছন্দের কেউ না, সুন্দরী। 390 00:39:11,600 --> 00:39:13,976 কোথায় থেকে কিভাবে টপকালে বলোতো? 391 00:39:14,144 --> 00:39:16,103 বাগানের পাঁচিল অনেক উঁচু, উঠা মুশকিল, 392 00:39:16,271 --> 00:39:18,648 এই বাড়ির কেউ দেখলে তোমার বাপের নাম ভুলিয়ে দিবে। 393 00:39:18,815 --> 00:39:21,442 প্রেমের পাখায় চেপে আমি পাঁচিল টপকেছি, 394 00:39:21,510 --> 00:39:24,111 কোন পাথরের দেয়াল প্রেমকে আটকে রাখতে পারে না, 395 00:39:24,179 --> 00:39:26,255 প্রেমিকরা যা চায় তাই করতে পারে। 396 00:39:26,323 --> 00:39:29,033 তোমার চৌদ্দগুষ্টিও আমাকে থামাতে পারবে না! 397 00:39:51,640 --> 00:39:54,559 কেউ দেখে ফেললে মেরে ফেলবে তোমাকে। 398 00:39:58,689 --> 00:40:02,149 রাতের অন্ধকারে ওদের চোখকে আমি ধোঁকা দিয়েছি। 399 00:40:02,401 --> 00:40:04,443 কিন্তু ভালো যদি নাই বাসো, 400 00:40:04,511 --> 00:40:07,154 তাহলে আমাকে বরং দেখুক সবাই। 401 00:40:07,155 --> 00:40:11,951 তোমার ভালোবাসা হারিয়ে বাঁচার কোন মানেই হয় না। 402 00:40:15,080 --> 00:40:17,164 আমি তোমার প্রেমের কাঙ্গাল। 403 00:40:56,538 --> 00:40:59,081 অন্ধকারে মুখ ঢাকা পরে গেছে, 404 00:40:59,249 --> 00:41:01,584 তা না হলে দেখতে পেতে আজ রাতে যে কথা 405 00:41:01,652 --> 00:41:04,437 বললাম তাতে লজ্জায় লাল হয়ে গেছে আমার গাল। 406 00:41:04,504 --> 00:41:06,505 ভুল ত্রুটি হলে মাফ চাইবো, 407 00:41:06,673 --> 00:41:08,716 যা বলেছি স্বেচ্ছায় আমি অস্বীকার করবো। 408 00:41:08,884 --> 00:41:11,944 কিন্তু একটা কথা সত্য করে বলতো, 409 00:41:13,055 --> 00:41:15,139 সত্যিই কি আমাকে ভালোবাসো? 410 00:41:16,808 --> 00:41:19,352 তুমি হয়তো বলবে "হ্যাঁ", আমিও তাই মেনে নিবো। 411 00:41:19,519 --> 00:41:21,979 তবুও তুমি কসম কাটবে না। কসম মিথ্যা হতে পারে। 412 00:41:22,147 --> 00:41:25,566 তাহলে রোমিও, যদি সত্যিই ভালোবেসে থাকো, তবে মুখ ফুটে বলো। 413 00:41:25,734 --> 00:41:28,152 লক্ষ্মী, ঐ যে দেখছো চাঁদ, 414 00:41:28,320 --> 00:41:31,572 গাছগুলোর উপরে রুপার টিপ পড়ে আছে... 415 00:41:31,740 --> 00:41:33,741 না না চাঁদের কসম কাটবে না, 416 00:41:33,909 --> 00:41:37,703 প্রতিমাসে চাঁদের কক্ষপথ বদলের সাথে সাথে কসমও বদলে যায়।, 417 00:41:37,871 --> 00:41:40,623 তোমার ভালোবাসাও তখন চাঁদের মত বদলে যাবে। 418 00:41:40,791 --> 00:41:43,459 তাহলে কিসের কসম কাটবো? 419 00:41:43,627 --> 00:41:45,628 কসমই কেটো না। 420 00:41:45,796 --> 00:41:47,797 তবুও যদি করতে চাও, 421 00:41:47,964 --> 00:41:51,842 তাহলে আপন আত্মার কসম করো, আমার মনের মানুষের কসম করো, 422 00:41:52,010 --> 00:41:54,053 সেটাই বিশ্বাস করবো আমি। 423 00:41:54,513 --> 00:41:56,597 আমার অন্তর থেকে... 424 00:41:57,140 --> 00:41:59,225 প্রিয়তমা... 425 00:42:08,902 --> 00:42:14,448 কসমের দরকার নেই। তোমার সাথে থাকতে ভালো লাগলেও, আজ রাতের সাক্ষাৎ মোটেও ভালো লাগছে না। 426 00:42:14,616 --> 00:42:17,993 আজকের মিলন বিচ্ছিন্ন, আকস্মিক, অবাঞ্ছিত, 427 00:42:18,161 --> 00:42:20,746 বিদ্যুতের মতই এই মিলন ক্ষণস্থায়ী, যা দেখতে না দেখতেই মিলিয়ে যায়। 428 00:42:20,914 --> 00:42:22,289 সোনা, আজকের মত বিদায়! 429 00:42:22,457 --> 00:42:25,084 তবে আজকের এই আধফোটা প্রেমের ফুলটা, 430 00:42:25,352 --> 00:42:28,220 বসন্ত বাতাসের ছোঁয়ায় পূর্ণতা পাবে আমাদের পরের মিলনে। 431 00:42:28,288 --> 00:42:29,130 শুভ রাত। 432 00:42:30,632 --> 00:42:32,174 শুভ রাত! 433 00:42:34,594 --> 00:42:36,637 আমাকে অতৃপ্ত রেখেই চলে যাবে? 434 00:42:38,765 --> 00:42:41,267 আজকের রাতে আর কি তৃপ্তি তুমি চাও? 435 00:42:43,353 --> 00:42:46,981 আমি ভালোবাসার শপথের বিনিময় চাই। 436 00:42:50,569 --> 00:42:54,971 সেই শপথ তো আগেই করেছি, তুমি চাইলে আবার করবো। 437 00:43:03,790 --> 00:43:05,332 জুলিয়েট! 438 00:43:13,300 --> 00:43:15,676 যাবার আগে তিনটা কথা বলার আছে, রোমিও। 439 00:43:15,844 --> 00:43:18,846 আমার ভালোবাসার মর্যাদা রক্ষা করতে যদি বিয়ে করতে চাও, 440 00:43:19,014 --> 00:43:21,849 তাহলে কাউকে দিয়ে খবর পাঠাবে কখন-কোথায় বিয়ে হবে, 441 00:43:22,017 --> 00:43:24,226 তারপর আমার সবকিছু তোমাকে দিবো, 442 00:43:24,394 --> 00:43:26,270 আর সারাজীবন ধরে তোমার অনুগত হয়ে থাকবো। 443 00:43:26,438 --> 00:43:28,606 তুমিই আমার জগত, তুমিই আমার প্রভু। 444 00:43:28,774 --> 00:43:29,899 জুলিয়েতা! 445 00:43:30,525 --> 00:43:32,610 এখুনি আসছি! 446 00:43:32,778 --> 00:43:35,696 কিন্তু যদি ভালো না বোঝ তো চলে যেও... 447 00:43:35,864 --> 00:43:37,865 আরে বাবা আসছি তো! 448 00:43:38,033 --> 00:43:40,785 ...বংশের মুখে চুনকালি লাগিয়ে শত্রুতা বাড়ানোর দরকার নেই। 449 00:43:42,287 --> 00:43:44,038 কালই জানাবো আমি। 450 00:43:44,206 --> 00:43:46,081 বুকের ভিতর ঢিপ ঢিপ করছে। 451 00:43:53,799 --> 00:43:55,716 হাজার হাজার শুভরাত্রি। 452 00:43:55,884 --> 00:43:59,011 তোমার আলোর কাছে হাজার রাত কিছুই না! 453 00:44:00,263 --> 00:44:01,472 জুলিয়েট! 454 00:44:03,433 --> 00:44:05,100 জুলিয়েতা! 455 00:44:09,397 --> 00:44:11,190 শুভ রাত। 456 00:44:11,210 --> 00:44:16,513 ছেলেরা যেমন বই ছেড়ে তাড়াতাড়ি উঠে পড়ে; প্রেমিক যেতে চায় 457 00:44:18,990 --> 00:44:21,075 প্রেমিকার কাছে, 458 00:44:22,410 --> 00:44:24,745 যত তাড়াতাড়ি পারে। 459 00:44:26,498 --> 00:44:27,206 রোমিও! 460 00:44:28,041 --> 00:44:30,000 কাল কখন তোমার কাছে লোক পাঠাবো? 461 00:44:31,086 --> 00:44:33,128 সকাল নয়টার সময়। 462 00:44:33,296 --> 00:44:36,465 এতটুকু সময় বিশ বছর মনে হবে। 463 00:44:36,925 --> 00:44:38,717 শুভ রাত। 464 00:44:46,476 --> 00:44:48,269 শুভ রাত। বিদায়। 465 00:44:57,779 --> 00:44:59,822 কেমন যেন এক মধুর বেদনা 466 00:44:59,990 --> 00:45:03,200 বিদায় জানাতে গিয়ে রাত ভোর হয়ে যাচ্ছে। 467 00:45:04,911 --> 00:45:08,622 জুলিয়েট! 468 00:45:31,605 --> 00:45:35,667 সমস্ত গাছ, গাছড়া, আর পাথরের মাঝেই 469 00:45:35,835 --> 00:45:39,077 লুকিয়ে আছে এক শক্তিশালী গুণ। 470 00:45:42,032 --> 00:45:44,658 একদিক দিয়ে এটা যেমন খারাপ 471 00:45:44,826 --> 00:45:47,453 আবার অন্য দিক দিয়ে দুনিয়ার জন্য উপকারীও বটে। 472 00:45:49,915 --> 00:45:53,459 আসল কথা হলো প্রয়োগ, এর উপরেই সব নির্ভর করে। 473 00:45:53,627 --> 00:45:56,337 সঠিক প্রয়োগে অনেক খারাপ জিনিস, 474 00:45:57,297 --> 00:46:00,674 ভালো ফল দিতে পারে, আবার ভুল প্রয়োগের ফলে 475 00:46:00,842 --> 00:46:04,136 কখনো কখনো ভালো জিনিসও খারাপ হয়ে যায়। 476 00:46:04,304 --> 00:46:08,641 এই পঁচা ফুলটার পাপড়ির মাঝে... 477 00:46:08,808 --> 00:46:11,477 বিষ লুকিয়ে আছে... 478 00:46:11,645 --> 00:46:13,896 আবার ঔষধিও আছে। 479 00:46:14,064 --> 00:46:18,025 এই ফুলের ঘ্রাণ নিলে প্রাণটা জুড়িয়ে যায়। 480 00:46:18,193 --> 00:46:19,735 আর খেয়ে ফেললে, 481 00:46:19,903 --> 00:46:24,198 হৃদপিণ্ড সহ সমস্ত অঙ্গ বিকল হয়ে যায়। 482 00:46:24,892 --> 00:46:29,803 মানুষের মতও সব গাছ-গাছড়ার মধ্যে দুটি বিপরীত ধর্ম রয়েছে, 483 00:46:29,871 --> 00:46:31,872 ভাল এবং মন্দ। 484 00:46:32,040 --> 00:46:36,418 মন্দের পরিমাণ বেশি থাকলে মৃত্যু ধীরে ধীরে গ্রাস করে ফেলে 485 00:46:36,586 --> 00:46:38,420 এই তৃণটিকে। 486 00:46:38,588 --> 00:46:40,589 শুভ সকাল, ফাদার! 487 00:46:40,757 --> 00:46:42,633 তথাস্তু! 488 00:46:43,885 --> 00:46:46,929 তাই তো বলি এত সকালে কে ডাকে আমাকে? 489 00:46:47,681 --> 00:46:49,348 শুভ সকাল, রোমিও। 490 00:46:49,516 --> 00:46:51,392 শুভ সকাল। 491 00:46:51,559 --> 00:46:54,061 বাছা, নিশ্চয় কোন ব্যাপার নিয়ে মাথা নষ্ট করে 492 00:46:54,229 --> 00:46:56,814 ভোর না হতেই আমার কাছে হাজির হয়েছো। 493 00:46:57,691 --> 00:47:00,526 আর তা যদি না হয়, আমার অনুমান একেবারে ঠিক... 494 00:47:01,194 --> 00:47:04,113 রোমিও হয়তো গতকাল রাতে ঘুমায়নি। 495 00:47:05,031 --> 00:47:07,992 সত্য বলতে কি- গতরাতে একটুও দু'চোখ বুজতে পারিনি। 496 00:47:08,159 --> 00:47:10,452 মাবূদ মাফ করো! রোজালিনের সাথে ছিলে? 497 00:47:10,620 --> 00:47:12,746 রোজালিন? আরে ফাদার, না! 498 00:47:12,914 --> 00:47:15,332 ঐ নাম আমি কবেই ভুলে বসে আছি। 499 00:47:15,500 --> 00:47:18,252 এই না হলো আমার শিষ্য! তাহলে কোথায় ছিলে তুমি? 500 00:47:18,420 --> 00:47:22,089 আমার শত্রুর দাওয়াতে গিয়েছিলাম, সেখানে আমাকে একজন আঘাত দিয়ে 501 00:47:22,257 --> 00:47:23,799 সে নিজেও আঘাত পেয়েছে। 502 00:47:23,967 --> 00:47:26,885 আমাদের দু'জনেরই ঔষধ আছে আপনার কাছে। 503 00:47:27,053 --> 00:47:29,513 সোজা সুজি বলোতো, বাছা, ব্যাপারটা কি। 504 00:47:29,681 --> 00:47:32,349 হেঁয়ালিতে প্রশ্ন করলে উত্তরও হেঁয়ালিতে পাবে। 505 00:47:32,517 --> 00:47:34,994 তাহলে শুনুন, আমি মন প্রাণ দিয়ে 506 00:47:35,062 --> 00:47:38,772 ধনীর দুলালী কাপুলেটের মেয়েকে ভালোবেসে ফেলেছি। 507 00:47:38,857 --> 00:47:41,541 আমাদের দেখা হয়, মন দেয়া নেয়া হয়, 508 00:47:41,609 --> 00:47:43,694 শপথও বিনিময় করে ফেলেছি। 509 00:47:44,738 --> 00:47:47,990 আমরা প্রেম নিবেদন করেছি আপনাকে বলবো বলে, 510 00:47:48,158 --> 00:47:50,868 যেন কাল আপনি আমাদের বিয়ের ব্যবস্থা করেন। 511 00:47:53,329 --> 00:47:55,497 ওরে বাপরে বাপ! 512 00:47:55,665 --> 00:47:57,666 কি আশ্চর্য পরিবর্তন! 513 00:47:57,834 --> 00:48:02,046 যে রোজালিনকে এত ভালোবাসতে তাঁকে রাতারাতি ভুলে গেলে? 514 00:48:02,213 --> 00:48:06,759 আজ কালকার ছেলে-মেয়েদের ভালোবাসা তাহলে তাঁদের অন্তরে না, শুধুই চোখের দেখায়! 515 00:48:07,302 --> 00:48:09,720 রোজালিনকে ভালোবাসার জন্য টিটকারি করছেন। 516 00:48:09,888 --> 00:48:12,765 ভালোবাসার জন্য না, তাঁকে ভুলে যাওয়ার জন্য। 517 00:48:16,102 --> 00:48:17,770 আপনি আর আমাকে... 518 00:48:18,772 --> 00:48:20,272 টিটকারি করবেন না। 519 00:48:20,440 --> 00:48:24,318 আপনি এমন কিছু করেন যেন আমি প্রেমের বদলে প্রেম পাই। 520 00:48:24,486 --> 00:48:26,487 অন্যরা বাঁধা হয়ে না দাঁড়ায়। 521 00:48:26,554 --> 00:48:28,755 বোধয় সে বুঝতে পেরেছিলো... 522 00:48:28,823 --> 00:48:32,409 তোমার ভালোবাসা শুধু মনেই, মুখ ফুটে বলতে পারবে না। 523 00:48:47,300 --> 00:48:51,553 তোমাদের দু'জনের মিলনে হয়তোবা 524 00:48:51,721 --> 00:48:55,182 দুই বংশের বিবাদ 525 00:48:55,350 --> 00:48:57,801 মিটে যেতে পারে। 526 00:49:06,027 --> 00:49:09,071 চলো, ছোকরা, আমার সাথে চলো। 527 00:49:09,322 --> 00:49:12,074 তোমাদের আমি সাহায্য করবো। 528 00:49:13,701 --> 00:49:16,453 তোমাদের দুজনের মিলনে হয়তোবা 529 00:49:16,621 --> 00:49:19,414 দুই বংশের বিবাদ মিটে যেতে পারে। 530 00:49:19,582 --> 00:49:21,583 তাই নাকি! তাহলে আমি এখুনি তৈরি হয়ে আসছি! 531 00:49:24,879 --> 00:49:29,173 ধীরে বাবা ধীরে। যত জোরে দৌড়বে তত জোরে মুখথুবড়ে পড়বে। 532 00:50:09,340 --> 00:50:12,968 রোমিওর আবার কি হলো? রাতে কি বাসায় ফিরে নাই? 533 00:50:13,136 --> 00:50:16,054 রোমিওর বাবার সাথে দেখায় হয়নি; কথা বললাম আমি। 534 00:50:16,222 --> 00:50:19,975 তাহলে আবার কি, রোজালিন ডাইনিটা এমন ভাবে কষ্ট দিচ্ছে 535 00:50:20,143 --> 00:50:22,686 বেচারা হয়তো শেষ পর্যন্ত পাগলই হয়ে যাবে। 536 00:50:22,854 --> 00:50:25,606 টিবল্ট রোমিওর বাবার কাছে একটা চিঠি পাঠিয়েছে। 537 00:50:25,773 --> 00:50:28,567 - জীবন বাজি রেখে বলতে পারি। - রোমিও কিছু বলবে না? 538 00:50:28,735 --> 00:50:30,861 যে চিঠি লিখতে পারে সেই উত্তর দিতে পারবে। 539 00:50:31,029 --> 00:50:34,364 না, চিঠি যে লিখেছে রোমিও তাঁকে দাঁত ভাঙ্গা জবাব দিবে। 540 00:50:34,532 --> 00:50:39,870 বেচারা রোমিও তো মরেই গেছে! রোজালিনের দৃষ্টির আগুনে পুড়ে ছারখার হয়ে গেছে! 541 00:50:40,038 --> 00:50:41,997 প্রেমের গান শুনে তাঁর কান ঝালাপালা! 542 00:50:42,165 --> 00:50:45,375 কিউপিডের তীরের আঘাতে ওর জীবন যায়যায় অবস্থা! 543 00:50:45,543 --> 00:50:47,794 আর সে কিনা লড়বে টিবল্টের সাথে! 544 00:50:47,962 --> 00:50:51,298 - টিবল্ট কোথাকার কে হে? - যুবরাজের বিড়ালের থেকে বড়। 545 00:50:51,883 --> 00:50:55,469 অনেক সাহসী সে, ক্যাপ্টেনও সালাম ঠুকে। 546 00:50:56,346 --> 00:50:59,139 নাচতে নাচতে গুলি করে সে। 547 00:51:00,183 --> 00:51:03,101 সময় নিয়ে, দূরে থেকে আক্রমণ করে। 548 00:51:03,645 --> 00:51:05,812 বিশ্রাম নেয় না বললেই চলে। 549 00:51:05,980 --> 00:51:09,274 এক, দুই, আর তিন বলে, 550 00:51:09,442 --> 00:51:10,359 বুকে গুলি চালায়। 551 00:51:10,526 --> 00:51:12,986 সিল্কের বোতাম তাঁর খুব পছন্দ। 552 00:51:13,446 --> 00:51:14,947 একদম যোদ্ধা। 553 00:51:15,114 --> 00:51:18,533 যোদ্ধা! খুব বড় ঘরের ছেলে, 554 00:51:18,701 --> 00:51:20,702 পিছন থেকে ছুড়ি মারতে ওস্তাদ। 555 00:51:20,870 --> 00:51:22,913 নতুন ধারার মানুষ! 556 00:51:24,457 --> 00:51:26,541 পুন্তো রিভার্সো! 557 00:51:28,419 --> 00:51:30,212 কী? 558 00:51:31,214 --> 00:51:33,298 ঐ যে রোমিও আসছে। 559 00:51:38,471 --> 00:51:40,514 কি রে, দোস্তরা! 560 00:51:40,682 --> 00:51:42,724 সিনর রোমিও, স্বাগতম! 561 00:51:43,518 --> 00:51:46,520 ফরাসীদের কায়দায় প্রেম করার জন্য ফরাসী বলছি। 562 00:51:46,688 --> 00:51:49,064 কাল রাতে আমাদের বোকা বানাইছিস তুই। 563 00:51:49,232 --> 00:51:52,067 আচ্ছা তাই নাকি, তা কিভাবে বোকা বানালাম? 564 00:51:52,235 --> 00:51:54,611 ভুল, ভুল, ভুল! তুই এখনও বুঝিস নাই? 565 00:51:54,779 --> 00:51:57,197 মাফ করে দে, দোস্ত মার্কুশিও। কাল এত কাজ ছিলো 566 00:51:57,365 --> 00:51:59,783 কিছু না বলে তাড়াহুড়ো করে চলে যেতে হয়েছে। 567 00:51:59,951 --> 00:52:01,618 তোর এতই কাজ ছিলো, 568 00:52:01,686 --> 00:52:04,780 সামান্য বলেও যেতে পারলি না! 569 00:52:05,248 --> 00:52:08,500 - সৌজন্যতার কথা বলছিস? - হ্যাঁ তাই বলছি। 570 00:52:08,668 --> 00:52:12,170 - অত ভদ্রতা দেখানোর সময় নাই। - আম না দিস আঁটি তো দিবি। 571 00:52:12,338 --> 00:52:14,381 - আমের বদলে আঁটি? - হ্যাঁ। 572 00:52:14,549 --> 00:52:16,967 তাহলে আমার এখনও দাড়ি গজায়নি। 573 00:52:17,135 --> 00:52:18,719 আরে ব্যাটা ফাজিল! 574 00:52:18,886 --> 00:52:22,139 তোর মুখে দাড়ি থাকলে বন্ধুও থাকবে। 575 00:52:22,307 --> 00:52:25,726 তুই শালা আসল বন্ধু। 576 00:52:27,020 --> 00:52:29,104 আরিব্বাস! কি দেখছি! 577 00:52:30,565 --> 00:52:32,733 শুভ সকাল। বলেন কি করতে পারি। 578 00:52:32,900 --> 00:52:35,360 তোমার সাথে একান্তে কথা বলতে চাই। 579 00:52:38,614 --> 00:52:39,656 ছিঃ! 580 00:52:40,199 --> 00:52:42,451 ছিঃ ছিঃ ছিঃ! 581 00:52:44,476 --> 00:52:46,476 এই বুড়ি তোর প্রেমিকা! 582 00:52:46,998 --> 00:52:48,957 রোমিও! 583 00:52:56,049 --> 00:52:58,133 তোর বাপের কাছে যাবি না? 584 00:52:59,010 --> 00:53:01,053 খাওয়া দাওয়া তো করতে হবে। 585 00:53:01,220 --> 00:53:02,971 তুই যা আমি আসছি। 586 00:53:05,266 --> 00:53:08,060 বিদায়, দাদী আম্মা, বিদায়! 587 00:53:10,146 --> 00:53:13,815 তোমরা দু'জনই কি বোকার স্বর্গে বাস করছো, 588 00:53:13,983 --> 00:53:17,569 এটা কোনধরনের আচরণ বলো তো দেখি। 589 00:53:17,737 --> 00:53:19,738 ছোট্ট একটা মেয়ে, 590 00:53:19,906 --> 00:53:23,617 তারপরও তুমি তাঁর সাথে যা করলে 591 00:53:23,785 --> 00:53:28,288 খুব খারাপ হয়েছে বুঝলে, এমন কেউ করে না। 592 00:53:29,415 --> 00:53:32,334 সুযোগ থাকলে তাঁকে আজ বিকালে, 593 00:53:32,502 --> 00:53:37,422 ফাদার লরেন্সের আস্তানায় যেতে বলবেন, সেখানেই আমরা 594 00:53:38,341 --> 00:53:40,175 বিয়ে করবো। 595 00:53:54,732 --> 00:53:56,775 দাইমা! কি বললো? 596 00:53:57,527 --> 00:54:00,821 - দাই মা! - আরে একটু দম নিতে দিবি তো, বলছি সব! 597 00:54:01,197 --> 00:54:03,281 হাড়গুলো সব ব্যথা করছে! 598 00:54:03,866 --> 00:54:05,951 দৌড়ে গেছি দৌড়ে এসেছি! 599 00:54:06,327 --> 00:54:08,537 পারলে আমার শরীরের হাড় দিয়ে তোমার কথা শুনতাম। 600 00:54:08,704 --> 00:54:10,622 পায়ে পরছি, বলো! 601 00:54:10,790 --> 00:54:14,584 কি জ্বালা! একটুও থামতে পারছিস না? 602 00:54:14,752 --> 00:54:17,212 দেখতে পাচ্ছিস না আমি হাঁপাচ্ছি? 603 00:54:17,380 --> 00:54:19,714 তুমি বলতে পারছো "আমি হাঁপাচ্ছি" 604 00:54:19,882 --> 00:54:22,700 আর রোমিও কি বলেছে সেটা বলতে পারছো না? 605 00:54:22,718 --> 00:54:25,512 শুধু বলো খবরটা ভালো না মন্দ? 606 00:54:25,680 --> 00:54:29,266 তোর পছন্দ একদম শাদামাটা 607 00:54:29,434 --> 00:54:31,935 কিভাবে বর পছন্দ করতে হয় তুই জানিসই না। 608 00:54:32,103 --> 00:54:35,188 রোমিও? না, না। 609 00:54:35,356 --> 00:54:38,525 চেহারা সুরতে সে অন্য যেকোনো পুরুষের থেকে ভালো, 610 00:54:38,693 --> 00:54:41,194 তাঁর পাও ভালো। 611 00:54:41,362 --> 00:54:45,365 হাত আর সারা শরীরেরও কোন তুলনা হয় না... 612 00:54:47,910 --> 00:54:51,246 এগুলা আমি আগে থেকেই জানি। বিয়ের কথা কি বললো সেটা বলো? 613 00:54:51,414 --> 00:54:52,372 ঠিক কি বলেছে? 614 00:54:52,540 --> 00:54:55,709 আল্লাগো, মাথার ব্যথা! কি যে করি! 615 00:54:56,169 --> 00:54:58,879 পিঠ ব্যথা! 616 00:54:59,672 --> 00:55:01,715 আরেক দিকে! 617 00:55:02,133 --> 00:55:03,758 পিঠের ব্যথায় মরলাম গো! 618 00:55:03,926 --> 00:55:06,845 আচ্ছা গো দাই মা, তোমাকে এতদূর হাঁটানোর জন্য মাফ চাই। 619 00:55:07,013 --> 00:55:09,431 আমার লক্ষ্মী, লক্ষ্মী, লক্ষ্মী দাইমা! 620 00:55:09,599 --> 00:55:11,808 বলো না আমার মনের মানুষ কি বলেছে? 621 00:55:11,976 --> 00:55:14,519 তোর মনের মানুষ, একদম ভদ্রলোকের মত কথা বলেছে, 622 00:55:14,687 --> 00:55:17,439 একদম সুপুরুষ, ভদ্র, মার্জিত 623 00:55:17,607 --> 00:55:19,524 বললামই তো... 624 00:55:19,692 --> 00:55:22,027 - তোর মা কোথায়? - "তোর মা কোথায়?" 625 00:55:22,195 --> 00:55:24,112 কোথায় আবার থাকবে! 626 00:55:24,280 --> 00:55:27,157 আর কেমন তোমার কথা বলার ঢং, "তোর মা কোথায়?" 627 00:55:27,325 --> 00:55:31,161 মেয়ের কথা শোনো! এতই রেগে গেছিস? একটু টিপে দিতে বললাম, আর তাঁর বাহানা দেখো! 628 00:55:31,329 --> 00:55:34,748 এত প্যাঁচাও কেন! রোমিও কি বলেছে বলবে? 629 00:55:40,254 --> 00:55:43,131 আজকে স্বীকারের জন্য বাইরে যাওয়ার কথা ছিলো তোর? 630 00:55:45,301 --> 00:55:46,426 ছিলো তো। 631 00:55:47,678 --> 00:55:51,181 তাহলে সোজা ফাদার লরেন্সের আস্তানায় চলে যাবি। 632 00:55:51,724 --> 00:55:56,043 সেখানে একজন বর দাঁড়িয়ে থাকবে তোকে বউ বানানোর জন্য। 633 00:57:04,589 --> 00:57:09,301 ভয়ানক আনন্দ সমাপ্ত হয় ভয়াবহতায়। 634 00:57:09,468 --> 00:57:12,987 বারুদ আর আগুনের মিলনে যে বিস্ফোরণ ঘটে 635 00:57:13,055 --> 00:57:15,640 তাতেই সব নিঃশেষ হয়ে যায়। 636 00:57:15,808 --> 00:57:20,312 যে মধু খুব বেশি মিষ্টি তা মানুষের খিদা নষ্ট করে দেয়। 637 00:57:20,479 --> 00:57:24,107 তাই ভালোও বাসবে মাঝামাঝি। 638 00:57:24,275 --> 00:57:27,694 আমাদের পক্ষ থেকে রোমিও কন্যাকে ধন্যবাদ জানিয়ে দিবে। 639 00:57:40,124 --> 00:57:43,251 আর কতবার বলবো রে, মার্কুশিও। চল যাই। 640 00:57:43,419 --> 00:57:47,079 আজ গরম পড়ছে খুব, কাপুলেটরাও সব বাইরে আছে, 641 00:57:49,967 --> 00:57:52,969 ওদের সাথে দেখা হলেই হাঙ্গামা হবে, 642 00:57:53,037 --> 00:57:57,190 এমন গরমের দিনে, মানুষের রক্ত সহজেই গরম হয়ে যায়। 643 00:57:57,224 --> 00:57:59,601 আমরাই বস! 644 00:58:03,064 --> 00:58:05,690 বুঝলি? তুই হলি সেই ধরণের মানুষ... 645 00:58:05,858 --> 00:58:08,902 যারা মদের দোকানে ঢুকে, 646 00:58:09,070 --> 00:58:11,738 এক পেগ খেয়ে পিস্তলটা টেবিলের উপরে রেখে, 647 00:58:11,906 --> 00:58:14,074 বলিস, "মাবূদ তোমারে আর আমার দরকার নাই" 648 00:58:14,241 --> 00:58:17,243 তারপর পরের পেগ পেটে পড়তেই 649 00:58:17,411 --> 00:58:21,247 কোন দরকার না থাকলেও পকেটে পিস্তল খুঁজিস। 650 00:58:24,043 --> 00:58:25,752 আমি কি সেই ধরণের লোক? 651 00:58:25,920 --> 00:58:29,756 তোর মত বদমেজাজি সারা ভেরোনায় একটাও নাই। 652 00:58:33,427 --> 00:58:35,512 ঐ কাপুলেটরা আসছে। 653 00:58:37,014 --> 00:58:39,766 আসুক... তাতে আমার কি। 654 00:58:41,769 --> 00:58:43,853 আমার পিছনে আয় তোরা। 655 00:58:58,119 --> 00:59:01,496 ভাই সাহেবরা, আপনাদের কারো সাথে একটা কথা বলা যাবে? 656 00:59:04,709 --> 00:59:06,751 একজনের সাথে একটা কথা বলবেন? 657 00:59:06,919 --> 00:59:08,962 যত ইচ্ছা বলুন... 658 00:59:10,005 --> 00:59:11,631 আবার কথার সাথে... 659 00:59:11,799 --> 00:59:13,532 মারপিটও হবে! 660 00:59:16,571 --> 00:59:19,155 সেজন্য আমি সবসময় তৈরি থাকি, জনাব, 661 00:59:19,223 --> 00:59:21,266 শুধু সুযোগ দিন। 662 00:59:21,434 --> 00:59:24,144 আরেকজনকে সুযোগ না দিয়ে কিভাবে সুযোগ চাও? 663 00:59:25,646 --> 00:59:26,855 মার্কুশিও! 664 00:59:27,022 --> 00:59:29,941 তুমিই রোমিওর চেলা? 665 00:59:32,778 --> 00:59:34,362 চেলা! 666 00:59:36,198 --> 00:59:38,283 আমাকে কি জোকার মনে করেছিস নাকি? 667 00:59:38,451 --> 00:59:41,494 তারমানে সব জায়গাতেই মারামারি করার পাঁয়তারা করিস! 668 00:59:41,871 --> 00:59:43,496 আয় তোকে দেখাচ্ছি! 669 00:59:43,664 --> 00:59:46,624 তোকে আঙ্গুলের ডগায় কথায় নাচাতে পারি! আর আমারে চেলা কস! 670 00:59:46,792 --> 00:59:50,462 নির্জন জায়গায় চল নইলে, তোরা শান্ত হয়ে কথা বল, 671 00:59:50,629 --> 00:59:52,797 সবাই আমাদের ঘুরে ঘুরে দেখছে। 672 00:59:52,965 --> 00:59:54,883 চোখ দেখার জন্যই। দেখে মজা নিতে দে। 673 00:59:55,050 --> 00:59:57,761 কাউকে খুশি করার জন্য আমি এখান থেকে যাবো না। 674 01:00:01,265 --> 01:00:04,925 আর ঝগড়া করে লাভ নাই, যাকে খুঁজছিলাম সে চলে এসেছে। 675 01:00:05,895 --> 01:00:07,353 মার্কুশিও! 676 01:00:09,940 --> 01:00:11,191 রোমিও! 677 01:00:19,033 --> 01:00:22,327 যতটুকু আমি তোকে চিনি তাতে তোকে 678 01:00:23,162 --> 01:00:25,813 শুধু শয়তানই বলতে পারি। 679 01:01:08,916 --> 01:01:11,000 টিবল্ট, 680 01:01:12,628 --> 01:01:15,547 আমি তোকে ভালোবাসি বলেই, 681 01:01:16,006 --> 01:01:18,049 প্রকাশ্য দিবালোকে 682 01:01:18,217 --> 01:01:21,261 আমাকে অপমান করার পরও কিছু বললাম না। 683 01:01:23,639 --> 01:01:25,932 আমি কোন শয়তান না। 684 01:01:29,186 --> 01:01:32,188 তাই, চুপচাপ চলে যা। 685 01:01:32,356 --> 01:01:34,274 তুই মানুষ চিনতে ভুল করেছিস। 686 01:01:43,242 --> 01:01:47,194 ব্যাটা, তুই আমার যে ক্ষতি করেছিস ফাঁপা বুলিতে কাজ হবে না! 687 01:01:47,204 --> 01:01:49,205 অস্ত্র বাহির কর! 688 01:01:50,165 --> 01:01:51,207 অস্ত্র বাহির কর! 689 01:01:52,626 --> 01:01:53,751 অস্ত্র বাহির কর! 690 01:01:53,919 --> 01:01:57,547 - অস্ত্র বাহির কর! - আমি তোর কোন ক্ষতিই করিনি, 691 01:01:58,173 --> 01:02:01,676 কিন্তু তোকে এতই ভালোবাসি যে 692 01:02:01,744 --> 01:02:05,446 তার কারণ তুই কল্পনাও করতে পারবি না। 693 01:02:05,514 --> 01:02:07,765 তাই, বন্ধু কাপুলেট, 694 01:02:07,933 --> 01:02:11,435 এতটুকু জেনে শান্ত হো, তোর নাম আমি নিজের নামের... 695 01:02:15,357 --> 01:02:17,233 মতই ভালোবাসি! 696 01:02:20,029 --> 01:02:22,113 শান্ত হো! 697 01:02:23,157 --> 01:02:27,410 এসব কি করছিসরে ব্যাটা কাপুরুষ! 698 01:02:37,963 --> 01:02:40,048 তোকে আমি ছাড়বো না! 699 01:02:48,891 --> 01:02:49,599 টিবল্ট! 700 01:02:50,476 --> 01:02:52,018 ব্যাটা খবিশ! 701 01:02:52,186 --> 01:02:53,686 হাঁটতে পারবি? 702 01:02:54,438 --> 01:02:56,272 আমি না গেলে কি করবি? 703 01:02:56,440 --> 01:02:59,233 ব্যাটা, তোদের নয়জনের একজনকে অন্তত মারতে পারবো! 704 01:02:59,401 --> 01:03:00,693 তাহলে আয় ব্যাটা! 705 01:03:15,167 --> 01:03:18,378 মারামারি হারাম, মার্কুশিও! 706 01:03:43,153 --> 01:03:46,906 - চোট লেগেছে? - কেটে গেছে একটু। 707 01:03:49,535 --> 01:03:51,494 একটু কেটেছে! 708 01:03:52,788 --> 01:03:53,663 একটু কেটেছে... 709 01:03:54,623 --> 01:03:56,124 একটু কেটেছে... 710 01:04:00,295 --> 01:04:03,381 তাই না, দোস্ত। বেশি লাগেনি তো। 711 01:04:03,549 --> 01:04:05,258 বেশি কাটেনি। 712 01:04:05,426 --> 01:04:09,220 কাল এসে আমারে কবর দিস ব্যাটা। 713 01:04:26,071 --> 01:04:29,782 তোরা দুই বংশই গোল্লায় যা! 714 01:04:35,497 --> 01:04:38,082 ব্যাটারা কুকুরের মত কামড়ে দিলো আমাকে! 715 01:04:38,250 --> 01:04:42,128 তোরা সবাই নির্বংশ হবি! 716 01:04:58,187 --> 01:05:00,063 যাহ! 717 01:05:22,878 --> 01:05:26,005 তুই আমাদের দু'জনের মাঝে কেন আসলি? 718 01:05:26,173 --> 01:05:28,608 তোর কারণে আমার চোট লেগেছে। 719 01:05:28,675 --> 01:05:30,760 ভেবেছিলাম সব ভালোই ভালোই শেষ হবে! 720 01:05:32,221 --> 01:05:36,140 দুইটা বংশই নির্বংশ হবে! 721 01:05:39,436 --> 01:05:41,854 না! না! 722 01:05:44,691 --> 01:05:46,818 চলেন যাই! 723 01:05:48,987 --> 01:05:50,571 চলেন যাই! 724 01:05:50,739 --> 01:05:52,782 মার্কুশিও! 725 01:06:26,358 --> 01:06:28,234 না! 726 01:07:07,608 --> 01:07:10,109 আয়রে রাত! 727 01:07:10,277 --> 01:07:14,155 আয়রে ঘুটঘুটে অন্ধকার। আমার রোমিওকে নিয়ে আয়। 728 01:07:14,406 --> 01:07:19,118 আমার মরণ হলে, তাঁকে তারাদের মাঝে ছড়িয়ে দিস 729 01:07:19,286 --> 01:07:22,663 আর রাতের আকাশটা এত সুন্দর করে সাজিয়ে দিস, 730 01:07:22,731 --> 01:07:25,741 জগতের সবাই যেন সূর্যকে না, রাতকেই ভালোবাসে 731 01:07:25,809 --> 01:07:29,278 সূর্যোদয়ের আশাও যেন কেউ কোনদিন না করে। 732 01:07:30,172 --> 01:07:33,591 আমি শুধু প্রেমের সৌধকে চিনেছি, 733 01:07:33,759 --> 01:07:35,968 কিন্তু ভোগ করতে পারিনি। 734 01:07:36,136 --> 01:07:38,846 আমার সবকিছু লুটপাট হয়ে গেছে, কিন্তু সুখ এখনও পাইনি। 735 01:07:39,389 --> 01:07:43,017 ...কি দুঃসহ যন্ত্রণা... 736 01:07:43,185 --> 01:07:46,687 যেন ঈদের আনন্দে চাঁদ রাতে শিশুর ঘুম আসে না 737 01:07:46,855 --> 01:07:50,899 নতুন পোশাক পেয়েও পরতে না পেরে যে অবস্থা হয়। 738 01:08:38,073 --> 01:08:41,534 মার্কুশিওর আত্মা এখনও বেশি দূরে যায়নি, 739 01:08:41,702 --> 01:08:43,703 তুইও তাঁর সঙ্গী হবি! 740 01:08:43,870 --> 01:08:47,531 ইহকালের মত পরকালেরও ওর সঙ্গী হবি তুই! 741 01:08:47,624 --> 01:08:49,667 মার, নাহলে, 742 01:08:49,835 --> 01:08:52,211 আমরা দু'জনেই তাঁর সঙ্গে যাবো! 743 01:08:52,921 --> 01:08:56,382 মার, নাহলে আমরা দু'জনেই তাঁর সঙ্গে যাবো! 744 01:08:56,550 --> 01:08:57,967 মার তুই, 745 01:08:58,135 --> 01:09:02,179 নাহলে আমরা দু'জনেই তাঁর সঙ্গে যাবো! 746 01:10:00,655 --> 01:10:05,242 ভাগ্যের হাতের খেলার পুতুল আমি! 747 01:10:15,087 --> 01:10:16,837 রোমিও! 748 01:10:17,714 --> 01:10:20,091 পালাও! এখনও দাঁড়িয়ে আছো! 749 01:10:26,556 --> 01:10:28,140 ভাগো! 750 01:10:28,308 --> 01:10:30,351 রোমিও! 751 01:10:43,824 --> 01:10:45,908 টিবল্ট! 752 01:10:51,081 --> 01:10:54,208 এসবের শুরু কোথা থেকে? 753 01:10:57,421 --> 01:11:00,856 বেনভোলিও, কে এই রক্তপাত শুরু করেছে? 754 01:11:02,551 --> 01:11:06,053 রোমিও বলেছিলো, "থাম, দোস্ত!" 755 01:11:07,347 --> 01:11:10,182 কিন্তু টিবল্ট মার্কুশিওর প্রাণ কেড়ে নেয়। 756 01:11:10,684 --> 01:11:12,768 টিবল্ট মেরেছে... 757 01:11:13,387 --> 01:11:15,829 তাই রোমিও তাঁকে নিজ হাতে খুন করে। 758 01:11:15,897 --> 01:11:16,647 প্রিন্স, 759 01:11:18,066 --> 01:11:19,692 ওর কথা যদি সত্যি হয়, 760 01:11:19,860 --> 01:11:22,611 আমাদের রক্তের বদলে, মন্টেগুদের রক্ত চাই। 761 01:11:22,779 --> 01:11:25,448 রোমিও... তাঁকে ভালো কথাই বলেছিলো, 762 01:11:25,615 --> 01:11:28,200 ঝগড়া করতে নিষেধ করে কিন্তু টিবল্ট তাঁর রাগ... 763 01:11:28,368 --> 01:11:29,660 সামলাতেই পারেনি। 764 01:11:29,828 --> 01:11:32,413 মন্টেগু তোর আত্মীয় হয় বলে মিথ্যা কথা বলছিস! 765 01:11:33,540 --> 01:11:36,842 আমি বিচার চাই, প্রিন্স, বিচার করতেই হবে! 766 01:11:37,586 --> 01:11:39,378 রোমিও টিবল্টকে মেরেছে... 767 01:11:39,546 --> 01:11:41,172 তাই তাঁকেও মরতে হবে! 768 01:11:43,208 --> 01:11:46,277 রোমিও টিবল্টকে মেরেছে, টিবল্ট মার্কুশিওকে মেরেছে। 769 01:11:46,344 --> 01:11:49,180 এখন টিবল্টের রক্তের মূল্য কে দিবে? 770 01:11:53,018 --> 01:11:55,811 রোমিও না, প্রিন্স। মার্কুশিওর বন্ধু হচ্ছে রোমিও। 771 01:11:55,979 --> 01:11:59,064 আইনের মতে যার মৃত্যুদণ্ড হতো সেই টিবল্টকে মেরে ফেলা হয়েছে। 772 01:11:59,232 --> 01:12:01,692 সেই অপরাধে এই মুহূর্তে তাঁকে নির্বাসন দিলাম। 773 01:12:01,860 --> 01:12:02,818 জনাব প্রিন্স... 774 01:12:02,986 --> 01:12:05,154 তোমাদের এই ব্যাপারে কোনো অজুহাত, 775 01:12:05,322 --> 01:12:08,032 অনুনয়, কান্নাকাটি, হাবি-জাবি কিছুই শুনতে চাই না। 776 01:12:08,200 --> 01:12:09,783 তাতে কোন লাভ না! 777 01:12:13,288 --> 01:12:16,332 রোমিওকে তাড়াতাড়ি সরে পড়তে বলো! 778 01:12:16,500 --> 01:12:22,546 তা না হলে, তাঁকে যেখানে দেখা যাবে সেখানেই মেরে ফেলা হবে! 779 01:12:22,714 --> 01:12:25,841 নির্বাসিত রোমিও! 780 01:12:27,135 --> 01:12:29,220 নির্বাসন... 781 01:12:30,889 --> 01:12:32,973 এর থেকে মৃত্যু বলেন! 782 01:12:33,517 --> 01:12:37,603 মৃত্যুদণ্ডের থেকে এই আদেশ অনেক ভয়াবহ। 783 01:12:38,271 --> 01:12:40,564 নির্বাসন বলবেন না। 784 01:12:41,066 --> 01:12:46,403 মৃত্যুদণ্ড থেকে অনেক ভালো দণ্ডাদেশ বেরিয়েছে, উনি তোমাকে মৃত্যুদণ্ড না নির্বাসন দিয়েছেন। 785 01:12:46,571 --> 01:12:48,906 শুধু মাত্র ভেরোনা শহর থেকে নির্বাসিত। 786 01:12:49,074 --> 01:12:52,451 ধৈর্য ধরো, জগত অনেক বিশাল। 787 01:12:52,619 --> 01:12:54,787 ভেরোনার বাহিরে কোন জগত নেই। 788 01:12:54,955 --> 01:12:59,291 ভেরোনা থেকে নির্বাসন মানে সারা দুনিয়া থেকে নির্বাসন। 789 01:12:59,459 --> 01:13:01,126 ভুল করে আমাকে নির্বাসন দিয়েছেন। 790 01:13:01,294 --> 01:13:04,338 নির্বাসন দেওয়া মানে, সোনার কুড়াল দিয়ে আমার কল্লা ফেলে দিচ্ছে 791 01:13:04,506 --> 01:13:06,507 আর মৃত্যুতে সবাই হাসাহাসি করছে। 792 01:13:06,675 --> 01:13:09,677 মহাপাপ করেছো! অভদ্রের মত কথা বলছো! 793 01:13:09,844 --> 01:13:12,680 তুমি যে অপরাধ করেছো তাঁর তুলনায় শাস্তি কিছুই না। 794 01:13:14,808 --> 01:13:16,267 লুকাও! 795 01:13:23,733 --> 01:13:26,277 - আমাকে জুলিয়েট পাঠিয়েছে! - আসুন তাহলে। 796 01:13:26,444 --> 01:13:27,903 মেয়েটার স্বামী কোথায়? 797 01:13:28,071 --> 01:13:30,114 রোমিও বেরিয়ে আসো। 798 01:13:31,700 --> 01:13:33,158 আয়া। 799 01:13:33,743 --> 01:13:35,578 সাহেব। 800 01:13:35,745 --> 01:13:37,788 এক মৃত্যুতেই সবকিছু শেষ। 801 01:13:38,957 --> 01:13:41,041 জুলিয়েটের কথা বলছেন? 802 01:13:41,501 --> 01:13:43,586 সে কোথায় আছে, কেমন আছে? 803 01:13:43,753 --> 01:13:46,839 আমার নিষিদ্ধ প্রেমের গোপন প্রেমিকা কি বলেছে? 804 01:13:47,007 --> 01:13:50,342 কিছুই বলছে না, সাহেব, শুধু কাঁদছেই। 805 01:13:50,510 --> 01:13:54,221 রোমিও-রোমিও করে উঠে দাঁড়াচ্ছে, আবার পড়ে যাচ্ছে। 806 01:13:56,850 --> 01:14:00,577 যে অভিশপ্ত হাত তাঁর আত্মীয়কে খুন করেছে 807 01:14:00,645 --> 01:14:06,025 সেই রোমিও নামটা তাঁর কানে বন্দুকের আগুনের মত বিঁধছে। 808 01:14:06,484 --> 01:14:08,944 তুমি একেবারে মরিয়া হয়ে গেছো। 809 01:14:09,112 --> 01:14:11,989 জুলিয়েট কিন্তু এখনও বেঁচে আছে। সেটাতেই খুশি থাকো। 810 01:14:12,699 --> 01:14:15,659 টিবল্ট তোমাকে মেরে ফেলতো, যদি তুমি তাঁকে না মারতে। 811 01:14:15,827 --> 01:14:17,870 সেটা ভেবে খুশি হও। 812 01:14:18,413 --> 01:14:23,292 আইন মতে মৃত্যু হতো, সেই আইনই তোমাকে নির্বাসন দিয়েছে। 813 01:14:23,460 --> 01:14:25,419 সেটা ভেবে খুশি হও। 814 01:14:25,587 --> 01:14:28,213 রহমতের একরাশ নুর ঝরে পড়ছে তোমার উপর। 815 01:14:28,381 --> 01:14:31,967 তুমি আসমান জমিন সব পেয়েও পায়ে ঠেলছো! 816 01:14:32,135 --> 01:14:36,221 আসমান জমিনের সৃষ্টি থেকে তাঁরা কি কখনো এক হতে পেরেছে? 817 01:14:36,389 --> 01:14:40,017 সাহেব, আমার মেয়ে একটা আংটি দিতে বলেছে। 818 01:14:40,185 --> 01:14:42,895 এই জিনিসটা দেখে একটু শান্তি পেলাম। 819 01:14:43,813 --> 01:14:45,314 যাও। 820 01:14:45,482 --> 01:14:47,816 যে কথা ছিলো সেটা করো এখন। 821 01:14:47,984 --> 01:14:51,153 জুলিয়েটের দো'তলার ঘরে যাবে, তাঁকে সান্ত্বনা দিবে। 822 01:14:52,072 --> 01:14:53,947 এই যে তুমি, জলদি করো! 823 01:14:54,949 --> 01:14:57,451 কিন্তু সাবধান... ভোরে পুলিশি প্রহরা বসার আগেই চলে যাবে, 824 01:14:57,619 --> 01:14:59,745 বেলা বেড়ে গেলে তুমি মাঞ্চুয়ায় যেতে পারবে না, 825 01:14:59,913 --> 01:15:03,707 সেখানেই তুমি থাকবে আর বিয়ের কথা চারিদিকে রটিয়ে দিবো, 826 01:15:03,875 --> 01:15:06,710 তোমার বন্ধুদের বুঝিয়ে বলবো, প্রিন্সের হাতে পায়ে ধরে, 827 01:15:06,878 --> 01:15:10,589 ফিরিয়ে আনবোই, ছেড়ে যাবার সময় যে কষ্ট তুমি পেলে 828 01:15:10,757 --> 01:15:13,217 ফিরবার সময় লক্ষ-কোটি গুণ আনন্দ তুমি পাবে। 829 01:15:16,680 --> 01:15:20,040 জলদি যাও! দিনের আলো ফুটার আগে বেরিয়ে যাবে! 830 01:15:20,100 --> 01:15:21,809 মাঞ্চুয়াতেই থাকবে! 831 01:15:22,227 --> 01:15:23,769 বিদায়! 832 01:15:31,236 --> 01:15:32,820 পরওয়ারদিগার! 833 01:15:32,987 --> 01:15:35,781 টিবল্টের রক্তে রোমিওর হাত রঞ্জিত হয়েছে! 834 01:15:36,408 --> 01:15:41,411 তাহলে ফুলের মত চেহারার আড়ালে সাপের মত অন্তর লুকিয়ে ছিলো! 835 01:15:41,913 --> 01:15:46,791 নোংরা ভাষায় লিখা সুন্দর করে বাঁধানো একটা বই ছিলো তবে? 836 01:15:46,793 --> 01:15:51,296 অপূর্ব প্রাসাদে নিষ্ঠুর প্রতারক লুকিয়ে ছিলো! 837 01:15:55,176 --> 01:15:57,386 আজ রাতে আর সে নিচে আসবে না। 838 01:15:59,222 --> 01:16:02,015 এমন দুর্দিনে কোনকিছু বুঝিয়ে লাভ নেই। 839 01:16:02,183 --> 01:16:05,686 দেখলে, সেও তাঁর আত্মীয় টিবল্টকে ভালোবাসতো। 840 01:16:05,854 --> 01:16:07,855 আমিও ভালোবাসতাম। 841 01:16:08,022 --> 01:16:09,648 বেশ, 842 01:16:10,775 --> 01:16:12,860 আমরা মরার জন্যই জন্মাই। 843 01:16:13,278 --> 01:16:18,282 কাল সকালেই তাঁর মনের খবর নিবো। আজ রাতে খুব মন খারাপ জুলিয়েটের। 844 01:16:27,959 --> 01:16:31,003 তাহলে কি নিজের স্বামীর নিন্দা করছি? 845 01:16:31,171 --> 01:16:34,715 আহারে বেচারা বরটা আমার, কোন মুখে তাঁর নাম নিবো, 846 01:16:34,883 --> 01:16:38,594 আর তিনটা ঘণ্টা সময় পেলে কি সব সামলাতে পারতাম না? 847 01:16:38,762 --> 01:16:42,347 আমার শয়তান ভাইটিকে কেন মারলে তুমি? 848 01:18:22,657 --> 01:18:25,701 আমার মেয়েকে বুঝায়ে-সুঝায়ে বলবো। 849 01:18:25,869 --> 01:18:29,037 আমার সব কথাই সে অক্ষরে অক্ষরে পালন করবে। 850 01:18:29,205 --> 01:18:32,916 তাতে কোন সন্দেহ নাই! 851 01:18:33,084 --> 01:18:35,168 তোমাকে বৃহস্পতিবার সব জানাবো? 852 01:18:35,336 --> 01:18:37,379 সাহেব... 853 01:18:37,547 --> 01:18:40,649 আমি তো বলি কালই বৃহস্পতিবার হলে ভালো হতো। 854 01:18:40,717 --> 01:18:43,385 তাহলে বৃহস্পতিবারের কথাই থাকলো! বেগম! 855 01:18:43,553 --> 01:18:45,554 শোবার আগে জুলিয়েটের কাছে যাবে। 856 01:18:45,722 --> 01:18:50,274 জানাবে বৃহস্পতিবার এই জনাবের সাথে তাঁর শুভ বিবাহ! 857 01:20:03,841 --> 01:20:06,760 এখনি যাবে? ভোর তো এখনো হয়নি। 858 01:20:07,720 --> 01:20:10,555 আমাকে যেতেই হবে, নইলে এখানে থেকে মরতে হবে। 859 01:20:11,099 --> 01:20:13,992 ঐ আলোটা দিনের আলো না; সত্যি করে বলছি। 860 01:20:14,060 --> 01:20:19,231 ওটা সূর্যের থেকে বেরিয়ে আসা এক উল্কা তোমাকে মাঞ্চুয়া যাবার পথ দেখাবে। 861 01:20:19,399 --> 01:20:22,734 তাই আর কিছুক্ষণ থাকো, এখনি যেও না। 862 01:20:23,111 --> 01:20:25,453 তাহলে আমাকে ধরা পড়তে দাও। 863 01:20:25,521 --> 01:20:27,072 মরতে দাও। 864 01:20:27,448 --> 01:20:29,908 এতই যদি আমার পরোয়া করো তাহলে যেতে দাও। 865 01:20:30,076 --> 01:20:33,203 মরণ চলে আসো! জুলিয়েটের ইচ্ছা পূরণ করো। 866 01:20:35,540 --> 01:20:38,959 আমি সব সহ্য করে নিতে পারবো। তাহলে কথা বলি, থেকে যাই। 867 01:20:42,213 --> 01:20:44,506 না... না! 868 01:20:45,133 --> 01:20:47,634 তাহলে তাড়াতাড়ি চলে যাও! 869 01:20:48,219 --> 01:20:51,087 এখন যাও! দিনের আলো ফুটে উঠছে। 870 01:20:51,164 --> 01:20:53,406 যত আলো আসবে, 871 01:20:53,474 --> 01:20:55,642 আমাদের জীবনে তত অন্ধকার ঘনিয়ে আসবে। 872 01:20:58,187 --> 01:20:59,646 এই যে! 873 01:21:02,108 --> 01:21:04,401 তোর মা এই ঘরের দিকে আসছে! 874 01:21:04,569 --> 01:21:06,903 ঘুম থেকে উঠেছো মা? 875 01:21:12,994 --> 01:21:14,369 জানালা খুলে দাও, 876 01:21:14,537 --> 01:21:16,980 আলো আসতে দাও, জীবনের আলো... 877 01:21:17,073 --> 01:21:18,473 নিভে যাক! 878 01:21:18,541 --> 01:21:19,624 জুলিয়েট? 879 01:21:19,792 --> 01:21:23,045 - আমাদের আর মিলন হবে? - কোন সন্দেহ নেই। 880 01:21:26,466 --> 01:21:30,594 বিশ্বাস করো, প্রিয়তমা, কষ্ট করে আমরা এত কিছু সহ্য করছি 881 01:21:30,762 --> 01:21:33,138 - সুদিন আসবে বলে। - কোথায় তুমি? 882 01:21:37,226 --> 01:21:38,268 জুলিয়েট! 883 01:21:49,363 --> 01:21:51,073 খোদা! 884 01:21:51,240 --> 01:21:53,450 আমার মনটা এমন করেছে কেন! 885 01:21:53,618 --> 01:21:58,705 তোমাকে জলের নিচে দেখে মনে হচ্ছে কবরের তলায় থাকা একটা মৃতদেহ। 886 01:22:00,208 --> 01:22:02,793 বিদায়! 887 01:22:03,336 --> 01:22:05,045 সৌভাগ্য গো, সৌভাগ্য! 888 01:22:05,213 --> 01:22:07,005 লোকে বলে তুমি চঞ্চলা। 889 01:22:07,173 --> 01:22:11,176 ওকে বেশিদিন আমার থেকে দূরে রেখো না, তাঁকে ফিরিয়ে দিও। 890 01:22:22,021 --> 01:22:24,189 তোমার বাবা সব দিকে খেয়াল রাখে, মা। 891 01:22:24,357 --> 01:22:27,484 তোমাকে এই দুঃখের মাঝে দেখে, 892 01:22:27,652 --> 01:22:30,821 একটা আনন্দের দিন বের করেছে, 893 01:22:31,405 --> 01:22:35,075 তুমি আমি কেউ এটা কল্পনাও করতে পারিনি। 894 01:22:36,077 --> 01:22:38,453 সুখের দিনটা কি মা, কোনদিন? 895 01:22:38,621 --> 01:22:41,706 বিবাহ, মামণি, আগামী বৃহস্পতিবার সকালে, 896 01:22:41,874 --> 01:22:44,960 রূপবান, তরুণ, ভদ্রলোক, জনাব প্যারিসের সাথে, 897 01:22:45,128 --> 01:22:48,421 সেন্ট পিটার গির্জায়, তুমি তাঁর স্ত্রী হয়ে, 898 01:22:48,589 --> 01:22:50,198 সুখী হবে। 899 01:22:55,263 --> 01:22:58,223 সেন্ট পিটার গির্জার কসম খেয়ে বলছি, 900 01:22:58,391 --> 01:23:01,393 তাঁর স্ত্রী হয়ে আমি কখনোই সুখী হবো না! 901 01:23:02,478 --> 01:23:04,896 তোমার বাবা আসছে। নিজেই বলো। 902 01:23:05,064 --> 01:23:06,940 এখনও কাঁদছে, বেগম? 903 01:23:07,108 --> 01:23:09,568 আমাদের বন্দোবস্তের কথা বলেছো? 904 01:23:09,735 --> 01:23:11,027 জী, সাহেব। 905 01:23:11,195 --> 01:23:13,572 কিন্তু সেকথা শুনবে না, তোমাকে ধন্যবাদও জানিয়েছে। 906 01:23:14,574 --> 01:23:17,701 মরে যাবে তবু বিয়ে করবে না। 907 01:23:21,122 --> 01:23:22,539 কেন? 908 01:23:22,707 --> 01:23:24,708 কেমনে না শুনে? 909 01:23:24,876 --> 01:23:26,918 কেন গর্ব করছে না? 910 01:23:27,295 --> 01:23:30,714 সে তো ধন্যবাদ দেয়নি, তাঁর মতো অযোগ্য মেয়ের জন্য, 911 01:23:30,882 --> 01:23:34,217 আমরা এত দামী বর যোগাড় করেছি, তবুও সে ধন্য মনে করে না? 912 01:23:34,719 --> 01:23:38,013 গর্বের কিছু নেই, কিন্তু কৃতজ্ঞ থাকবো। 913 01:23:38,181 --> 01:23:40,974 যাকে ঘৃণা করি তাঁর জন্য গর্ব করতে পারি! 914 01:23:41,142 --> 01:23:44,160 কান খুলে শুনে রাখ, তোর ধন্যবাদ আর গর্ব কিছুই চাই না! 915 01:23:44,228 --> 01:23:48,064 শুধু চাই আগামী বৃহস্পতিবার ভালোই ভালোই তৈরি হয়ে থাকবি! 916 01:23:48,132 --> 01:23:50,166 আমার কথা শান্ত হয়ে শোনো! 917 01:23:50,234 --> 01:23:51,860 ছিঃ ছিঃ! থামো! 918 01:23:52,028 --> 01:23:54,696 একদম তর্ক করবি না! একটা কথাও বলবি না তুই! 919 01:23:54,864 --> 01:23:57,131 ওগো তুমি কি পাগল হয়ে গেলে? 920 01:23:59,035 --> 01:24:02,329 চুলায় যা, পাজী মেয়ে কোথাকার! প্যাঁচামুখী শুঁটকী! 921 01:24:02,496 --> 01:24:05,582 ও আল্লাগো, এভাবে গালাগালি করা আপনার ঠিক হচ্ছে না! 922 01:24:05,750 --> 01:24:07,626 তুই চুপ কর চাকরানী! 923 01:24:07,793 --> 01:24:09,544 স্পষ্ট করে বলে দিচ্ছি। 924 01:24:09,612 --> 01:24:12,022 বৃহস্পতিবার ভালো মানুষের মত গির্জায় হাজির হবি, 925 01:24:12,089 --> 01:24:14,424 তা না হলে আমাকে কোনদিন মুখ দেখাবি না! 926 01:24:14,592 --> 01:24:17,302 তুই আমার কথা শুনবি বন্ধুকে কথা দিয়েছি। 927 01:24:17,470 --> 01:24:20,472 তুই ভিক্ষা চাস, না খেয়ে থাক, 928 01:24:20,640 --> 01:24:22,557 আর রাস্তায় গিয়ে মর, 929 01:24:22,725 --> 01:24:24,392 তুই কি করবি ঠিক কর। 930 01:24:24,560 --> 01:24:27,903 আমি তোকে মেয়ে বলে স্বীকার করবো না! 931 01:24:38,157 --> 01:24:42,619 মা গো, এভাবে আমাকে মেরে ফেলো না! 932 01:24:43,871 --> 01:24:46,790 বিয়েটা এক মাস, এক সপ্তাহ পিছিয়ে দাও। 933 01:24:46,858 --> 01:24:48,600 আর যদি তা না পারো 934 01:24:48,668 --> 01:24:52,703 তাহলে টিবল্টকে যেখানে রেখে এসেছো, সেখানেই বাসর সাজিয়ে রেখো। 935 01:24:54,090 --> 01:24:55,924 আমাকে বলবে না... 936 01:24:57,969 --> 01:25:00,053 আমি কিছু বলবো না। 937 01:25:00,888 --> 01:25:03,890 তোমার যা খুশি করো, আমার কিছু করার নাই। 938 01:25:15,111 --> 01:25:16,736 খোদা! 939 01:25:16,904 --> 01:25:19,614 দাই মাগো, কিভাবে থামাবো আমি? 940 01:25:21,534 --> 01:25:26,037 একটা কিছু বলো? একটা সান্ত্বনাও কি তুমি দিতে পারছো না, দাই মা! 941 01:25:26,914 --> 01:25:28,999 থাম, বলছি শোন। 942 01:25:30,126 --> 01:25:34,045 যে অবস্থা দাঁড়িয়েছে প্যারিসকেই বিয়ে কর তুই। 943 01:25:35,464 --> 01:25:37,549 ছেলেটা আসলেই খুব ভালো রে। 944 01:25:41,220 --> 01:25:44,597 তোর এই দ্বিতীয় বিয়েতেই সুখী হবি, 945 01:25:45,516 --> 01:25:47,600 প্রথমটা নির্বাসনের জন্য। 946 01:25:48,686 --> 01:25:50,729 যদি তা না করিস, 947 01:25:50,896 --> 01:25:53,148 তোর প্রথম স্বামী তো মরেই গেছে। 948 01:25:58,321 --> 01:26:00,363 তাছাড়া সে বেঁচে থাকলেও 949 01:26:00,531 --> 01:26:03,325 তোর আর তাঁর কোন প্রয়োজন নেই। 950 01:26:07,121 --> 01:26:09,331 মন থেকে বলছো? 951 01:26:10,666 --> 01:26:14,169 আমার একেবারে অন্তরের অন্তঃস্থল থেকে বলছি! 952 01:26:16,213 --> 01:26:17,839 তবে তাই হোক। 953 01:26:18,007 --> 01:26:19,632 কী? 954 01:26:22,845 --> 01:26:25,889 তুমি আমাকে চমৎকার সান্ত্বনা দিয়েছো। 955 01:26:27,058 --> 01:26:31,728 ভিতরে গিয়ে আমার মা'কে বলো, বাবার মনে কষ্ট দেওয়ার 956 01:26:31,896 --> 01:26:36,024 পাপ স্বীকার করতে ফাদার লরেন্সের কাছে যাচ্ছি। 957 01:26:41,447 --> 01:26:44,616 টিবল্টের মৃত্যুর জন্য সে একটু বেশিই কান্নাকাটি করেছে। 958 01:26:44,784 --> 01:26:47,494 এখন জনাব, জুলিয়েটের বাবা একদম চায় না 959 01:26:47,661 --> 01:26:50,497 শোকে সে এতখানি হা-হুতাশ করুক 960 01:26:50,664 --> 01:26:56,802 জুলিয়েটের চোখের জল বন্ধ করার জন্য তাঁর বাবাই বিয়ের জন্য তড়িঘড়ি করছে। 961 01:26:59,173 --> 01:27:02,175 আমার স্ত্রীকে দেখে খুব খুশি হলাম। 962 01:27:02,885 --> 01:27:05,178 যদি কখনো আপনার স্ত্রী হই তখন স্ত্রী ডাকবেন। 963 01:27:05,346 --> 01:27:08,056 সেই "যদিটা" হয়তো আগামী বৃহস্পতিবারেই। 964 01:27:08,224 --> 01:27:12,143 - যা হবার তাই হবে। - এটা তো শ্লোক বললে। 965 01:27:13,187 --> 01:27:15,271 স্বীকারোক্তির জন্য এসেছো? 966 01:27:15,439 --> 01:27:19,609 এখন কি আপনার সময় হবে ফাদার, নাকি আবার সন্ধ্যায় আসবো? 967 01:27:19,777 --> 01:27:23,238 আমার এখন কোন কাজ নেই, মা। 968 01:27:23,406 --> 01:27:26,366 জনাব আমাদের একটু একা ছেড়ে দিবেন? 969 01:27:26,867 --> 01:27:30,702 খোদা না করুক কারো সওয়াবের কাজে আমি বাঁধা হয়ে দাড়াই। 970 01:27:33,499 --> 01:27:37,710 জুলিয়েট, বৃহস্পতিবার সকালেই আমি তোমাকে কোলে তুলবো। 971 01:27:38,796 --> 01:27:40,797 ততক্ষণ পর্যন্ত বিদায়। 972 01:27:40,965 --> 01:27:43,007 এই সত্য চুমু রইলো তোমার জন্য। 973 01:27:51,600 --> 01:27:53,601 সে কথা আপনি শুনেননি, ফাদার। শুনলে আপনি বলতেন না। 974 01:27:53,669 --> 01:27:57,664 - এই বিপদ থেকে কিভাবে উদ্ধার পেতাম সেটাও বলতেন! - আমি কোন কুল-কিনারা খুঁজে পাচ্ছি না! 975 01:27:57,731 --> 01:27:59,649 আমার সংকল্প এই যে আপনি বাঁচানোর 976 01:27:59,817 --> 01:28:01,568 কোন উপায় খুঁজে না পান, তাহলে এটা দিয়েই 977 01:28:01,735 --> 01:28:04,404 - আমি সব সমস্যার সমাধান করে ফেলবো। - আরে থামো! 978 01:28:04,572 --> 01:28:07,866 আর একটা কথাও বলবেন না! আমি মরবোই! 979 01:28:09,034 --> 01:28:11,661 আমি একটা উপায় খুঁজে পেয়েছি, 980 01:28:11,829 --> 01:28:13,955 কিন্তু সেই পথটা খুবই ভয়ঙ্কর 981 01:28:14,123 --> 01:28:16,432 তবুও বিয়ের ব্যাপারটা থামাতে পারবে। 982 01:28:16,500 --> 01:28:18,710 তুমি যদি প্যারিসের সাথে বিয়ে 983 01:28:18,878 --> 01:28:21,546 এড়ানোর জন্য মরতে পারো, তাহলে 984 01:28:21,714 --> 01:28:25,467 সব লজ্জা থেকে মুক্তি পেতে, মৃত্যুর সমান ভয়ঙ্কর 985 01:28:25,634 --> 01:28:28,511 এই কাজটাও করতে পারবে। 986 01:28:29,346 --> 01:28:31,431 যদি পারো তো বলছি, 987 01:28:32,391 --> 01:28:35,076 আমি তোমাকে সেই ঔষধ দিবো। 988 01:28:35,645 --> 01:28:40,081 উত্তাপ আর, শ্বাস এত কমে যাবে যে সজীবতার চিহ্ন থাকবে না। 989 01:28:40,149 --> 01:28:42,734 রক্ত চলাচল বন্ধ হওয়ায় তোমার দেহের 990 01:28:42,902 --> 01:28:45,987 প্রতিটি অঙ্গ-প্রত্যঙ্গ মৃত্যুর মত শীতল, শিথিল হয়ে যাবে। 991 01:28:46,363 --> 01:28:50,700 এরপর বর এসে যখন তোমাকে বিছানা থেকে তুলতে যাবে, 992 01:28:50,768 --> 01:28:52,969 দেখবে তুমি মরে পড়ে আছো। 993 01:28:53,037 --> 01:28:55,096 তারপর তোমাকে সেই প্রাচীন গোরস্থানে রেখে আসবে 994 01:28:55,164 --> 01:28:56,956 যেখানে সব মৃত কাপুলেটদের কবর দেওয়া হয়। 995 01:28:57,124 --> 01:28:59,751 আর ঠিক এভাবে মৃতের মত তোমাকে 996 01:28:59,919 --> 01:29:02,420 বিয়াল্লিশ ঘণ্টা থাকতে হবে 997 01:29:02,488 --> 01:29:05,231 যখন জেগে উঠবে মনে হবে গভীর ঘুম থেকে উঠলে। 998 01:29:05,299 --> 01:29:07,926 ঠিক তখনই, তোমার জেগে উঠার আগেই, 999 01:29:07,993 --> 01:29:10,653 আমার চিঠি পেয়ে রোমিও সবকিছু জেনে চলে আসবে। 1000 01:29:10,721 --> 01:29:16,183 সেই রাতেই রোমিও তোমাকে মাঞ্চুয়ায় নিয়ে গিয়ে সব কিছুর হাত থেকে বাঁচাবে। 1001 01:29:16,268 --> 01:29:18,645 এই শিশিটা সঙ্গে নিয়ে শোবে, 1002 01:29:18,712 --> 01:29:21,456 ভিতরের তরল মদের মত জিনিসটা সবটুকু খেয়ে নিবে। 1003 01:29:21,524 --> 01:29:25,902 তোমার স্বামীর কাছে চিঠি দিয়ে আমি লোক পাঠাবো। 1004 01:29:38,415 --> 01:29:39,791 হ্যালো? 1005 01:30:02,898 --> 01:30:05,275 ঔষধটা যদি কাজ না করে? 1006 01:30:05,442 --> 01:30:08,528 কাল সকালে আমার বিয়ে হয়ে যাবে? 1007 01:30:12,116 --> 01:30:15,285 - ব্যস্ত নাকি? সাহায্য করবো? - না, আম্মাজান। 1008 01:30:15,452 --> 01:30:18,871 কালকের জন্য যা যা দরকার আমরা ব্যবস্থা করে ফেলেছি। 1009 01:30:19,039 --> 01:30:22,750 তাই আমাকে একা থাকতে দাও, দাই মা'কেও তোমার সাথে রেখে দিও। 1010 01:30:22,918 --> 01:30:25,044 তোমার অনেক কাজ আছে নিশ্চয়, 1011 01:30:25,212 --> 01:30:26,838 সে থাকলে উপকার হবে। 1012 01:30:27,006 --> 01:30:28,464 শুভ রাত্রি। 1013 01:30:28,632 --> 01:30:30,675 তোমার এখন বিশ্রাম করো, 1014 01:30:31,677 --> 01:30:33,928 সেটা খুব দরকার। 1015 01:30:40,394 --> 01:30:41,811 বিদায়। 1016 01:30:44,898 --> 01:30:47,483 খোদা জানে, আবার কবে দেখা হবে। 1017 01:30:50,112 --> 01:30:51,487 শুভ রাত। 1018 01:31:05,044 --> 01:31:07,086 রোমিও, 1019 01:31:07,254 --> 01:31:09,380 তোমার নামে পান করলাম। 1020 01:31:39,995 --> 01:31:43,998 মেয়েটিকে গির্জায় নিয়ে যাওয়ার ব্যবস্থা করো। 1021 01:32:41,306 --> 01:32:44,267 ভোর রাতের মিষ্টি স্বপন যদি সত্য হয় 1022 01:32:44,435 --> 01:32:48,187 তাহলে নিশ্চয় একটা না একটা সুখবর আসবেই। 1023 01:32:48,355 --> 01:32:50,815 আমি স্বপ্নে দেখেছি প্রিয়তমা এসে আমাকে মৃত দেখেছে 1024 01:32:50,983 --> 01:32:54,861 প্রেমের চুমুতে মৃত জেগে উঠে অধিষ্ঠিত হতে চাইছে 1025 01:32:55,028 --> 01:32:57,071 প্রেমের সিংহাসনে। 1026 01:32:59,074 --> 01:33:00,199 হায় আমার কপাল! 1027 01:33:00,367 --> 01:33:02,869 প্রেমের স্বপ্নতেই যদি এত আনন্দ, 1028 01:33:03,036 --> 01:33:06,289 তাহলে বাস্তবের প্রেম কত সুন্দর হবে! 1029 01:33:24,016 --> 01:33:25,683 ভেরোনা থেকে আসছে! 1030 01:33:34,276 --> 01:33:35,485 কি রে বালথাজার? 1031 01:33:35,652 --> 01:33:38,529 ফাদারের কোন চিঠি এনেছিস? 1032 01:33:38,697 --> 01:33:41,240 আমার বউয়ের? আমার বাবার? 1033 01:33:42,451 --> 01:33:46,204 আমার জুলিয়েট কেমন আছে? সে ভালো থাকলে আমি আর কিছু চাই না। 1034 01:33:49,082 --> 01:33:51,793 সে ভালো আছে, কিছুই হয়নি তাঁর। 1035 01:33:59,635 --> 01:34:01,677 তাঁর দেহ ঘুমাচ্ছে সমাধিতে, 1036 01:34:01,845 --> 01:34:05,056 আর আত্মাটা নিয়ে গেছে জীবনের ফেরেশতা। 1037 01:34:05,808 --> 01:34:07,892 দেখে এলাম কবর দেওয়া হচ্ছে। 1038 01:34:08,894 --> 01:34:11,521 সেই খবরটা তোমাকে দেওয়ার জন্য ছুটে এসেছি। 1039 01:34:17,528 --> 01:34:19,612 সত্যিই কি তাই? 1040 01:34:43,387 --> 01:34:46,097 আমি কাউকে বিশ্বাস করি না! 1041 01:34:59,403 --> 01:35:01,070 জুলিয়েট! 1042 01:35:38,609 --> 01:35:42,153 - আমি আজ রাতেই যাবো। - আরে থামো! 1043 01:35:46,158 --> 01:35:47,658 ছেড়ে দে! 1044 01:35:47,826 --> 01:35:50,661 তোমার চোখের দৃষ্টি ফ্যাকাসে দেখাচ্ছে, বিপদ হতে পারে। 1045 01:35:50,829 --> 01:35:52,663 তুই ভুল দেখেছিস! 1046 01:35:53,707 --> 01:35:56,834 ফাদার আমাকে কি সত্যিই কোন চিঠি দেয়নি? 1047 01:36:08,388 --> 01:36:10,473 না দিক। 1048 01:36:14,478 --> 01:36:16,562 জুলিয়েট, 1049 01:36:18,023 --> 01:36:20,316 আজ রাতে আমিও তোমার সঙ্গে যাবো। 1050 01:36:24,529 --> 01:36:26,614 আজ রাতে আমি যাবোই। 1051 01:37:04,820 --> 01:37:08,406 রোমিও ভেরোনার সীমান্তে প্রবেশ করেছে। 1052 01:37:17,499 --> 01:37:18,958 আমার খুব দুশ্চিন্তা হচ্ছে। 1053 01:37:19,459 --> 01:37:21,460 বিশাল দুশ্চিন্তা! 1054 01:37:21,628 --> 01:37:25,172 কোন ক্ষতি হতে পারে। 1055 01:37:27,801 --> 01:37:29,552 একটা জবাব তো দেওয়ার কথা! 1056 01:37:30,721 --> 01:37:33,222 আমি পাঠাতে পারিনি, লোক পাঠিয়েছি সে ফিরে এসেছে। 1057 01:37:34,516 --> 01:37:36,434 এই অবহেলার জন্য ক্ষতি হতে পারে। 1058 01:37:36,601 --> 01:37:39,020 চিরশত্রু কাপুলেট আর মন্টেগুকে নিয়ে আসো! 1059 01:37:52,367 --> 01:37:53,784 এক বোতল বিষ দাও আমাকে, 1060 01:37:53,952 --> 01:37:58,205 এমন বিষ যা খাওয়ার সঙ্গে সঙ্গে শিরায় শিরায় মিশে গিয়ে 1061 01:37:58,373 --> 01:38:00,416 খুব কঠিন মৃত্যু হয়। 1062 01:38:00,484 --> 01:38:04,937 তেমন বিষ আছে, কিন্তু ভেরোনার আইন হলো সেই বিষের নাম উচ্চারণ করলেই মৃত্যুদণ্ড হবে। 1063 01:38:05,005 --> 01:38:08,049 আইন তোমার বন্ধু না, দুনিয়ার আইন কোন কাজেই আসেনি তোমার! 1064 01:38:08,216 --> 01:38:10,176 তাই আমার কাছে বিক্রি করো 1065 01:38:10,343 --> 01:38:12,178 আর এটা নাও! 1066 01:38:13,889 --> 01:38:17,157 আমার দরিদ্রতা নিতে বলছে, কিন্তু মন সায় দিচ্ছে না। 1067 01:38:17,184 --> 01:38:20,227 তোমার দরিদ্রতাকে দিচ্ছি আমি, মনকে না। 1068 01:38:31,490 --> 01:38:37,870 তোমার গায়ে যদি ২০ জন মানুষের শক্তি থাকে তাহলে খাওয়ার সাথে সাথে পটল তুলবে। 1069 01:38:38,038 --> 01:38:39,663 এই নাও টাকা! 1070 01:38:42,834 --> 01:38:44,877 সবচেয়ে খারাপ বিষ আমি 1071 01:38:45,045 --> 01:38:49,714 বিক্রি করেছি, তুমি আমার কাছে কিছুই বিক্রি করোনি। 1072 01:39:12,531 --> 01:39:15,533 রোমিও এই ঘটনার কিছুই জানে না। 1073 01:39:16,201 --> 01:39:18,327 আমি মাঞ্চুয়ায় আবার চিঠি পাঠাচ্ছি। 1074 01:39:23,750 --> 01:39:26,460 এক ঘণ্টার ভিতরে জুলিয়েট জেগে উঠবে। 1075 01:39:26,628 --> 01:39:28,671 উঠেই বকাবকি শুরু করবে। 1076 01:39:37,681 --> 01:39:41,308 - এসব করবে না। - বাঁচার মতো বাঁচবি। 1077 01:39:42,310 --> 01:39:44,395 বিদায়, দোস্ত। 1078 01:39:45,063 --> 01:39:46,605 তাহলে আমি চলে যাচ্ছি। 1079 01:40:25,228 --> 01:40:27,104 মরিয়া মানুষকে বাধ্য করবে না! 1080 01:40:34,404 --> 01:40:35,905 থামো! 1081 01:40:38,950 --> 01:40:40,409 থামো! 1082 01:40:45,665 --> 01:40:48,042 আমি তোমাকে আর একবার থামতে বলবো। 1083 01:43:53,728 --> 01:43:56,313 প্রিয়তমা... 1084 01:43:57,399 --> 01:43:59,483 বউ আমার... 1085 01:44:00,110 --> 01:44:02,945 তোমার প্রাণের সব মধুটুকু মৃত্যু শুষে নিয়েছে 1086 01:44:03,113 --> 01:44:05,864 কিন্তু তোমার সৌন্দর্যকে কেড়ে নিতে পারেনি। 1087 01:44:08,660 --> 01:44:10,744 মৃত্যু তোমাকে হারাতে পারেনি। 1088 01:44:14,999 --> 01:44:20,045 তোমার গোলাপি ঠোঁট আর গাল থেকে রূপ ঝড়ে ঝড়ে পড়ছে 1089 01:44:20,630 --> 01:44:24,007 মৃত্যুর কালো পতাকা সেখানে পৌঁছাতে পারেনি। 1090 01:44:36,438 --> 01:44:40,691 জুলিয়েট, কেন তোমাকে এখনও এত সুন্দর দেখাচ্ছে? 1091 01:44:43,319 --> 01:44:47,114 তবে কি অবাস্তব মৃত্যুও তোমার প্রেমে পড়ে গেছে 1092 01:44:47,282 --> 01:44:50,576 আর বদ্ধ ঘরে তোমাকে তার প্রেয়সী করে রেখেছে? 1093 01:45:29,491 --> 01:45:30,866 দেখো। 1094 01:45:31,034 --> 01:45:34,203 আমি চিরকাল থেকে যাবো তোমার সাথে 1095 01:45:36,080 --> 01:45:41,793 আর মর্ত্যের কুৎসিত জগতে ফিরে যাবো না। 1096 01:45:49,594 --> 01:45:51,678 আমার চোখ, 1097 01:45:54,474 --> 01:45:56,683 আমার বাহু, শেষ বারের মত জড়িয়ে ধরো। 1098 01:46:04,651 --> 01:46:06,318 আর ঠোঁট... 1099 01:46:07,445 --> 01:46:09,655 মৃত্যুর আগে শেষ... 1100 01:46:13,493 --> 01:46:15,827 একবারের মত চুমু দাও... 1101 01:46:37,976 --> 01:46:40,060 মহা ঔষধ... 1102 01:46:40,603 --> 01:46:42,646 আমাকে নবজীবন দাও। 1103 01:46:47,694 --> 01:46:49,111 রোমিও... 1104 01:47:01,833 --> 01:47:04,084 কি এটা? 1105 01:47:06,504 --> 01:47:07,713 বিষ... 1106 01:47:09,507 --> 01:47:12,926 সব খেয়ে ফেলেছো, একটুও রাখোনি আমার জন্য? 1107 01:47:17,932 --> 01:47:19,975 তোমার ঠোঁট থেকেই পান করবো। 1108 01:47:20,143 --> 01:47:22,811 এখনও বিষ লেগে আছে নিশ্চয়। 1109 01:47:27,817 --> 01:47:29,901 তোমার ঠোঁট উষ্ণ! 1110 01:47:45,793 --> 01:47:47,461 তাহলে... 1111 01:47:48,671 --> 01:47:50,756 একটা চুমু খেয়েই... 1112 01:47:54,802 --> 01:47:56,887 মরলাম। 1113 01:51:59,589 --> 01:52:02,841 দেখলে তোমার শত্রুতা কি বয়ে আনলো, 1114 01:52:03,009 --> 01:52:06,636 তোমাদের কলিজার টুকরাকে কেড়ে নিলো! 1115 01:52:07,471 --> 01:52:12,142 আর আমি তোমাদের দ্বন্দ্বের মাঝে পড়ে একটা জোড়া হারালাম। 1116 01:52:16,188 --> 01:52:18,273 সবাই শাস্তি পেলো। 1117 01:52:25,698 --> 01:52:29,492 সবাই শাস্তি পেলো! 1118 01:52:33,205 --> 01:52:36,958 আজকের সকাল নিয়ে আসলো এক বিষণ্ণ শান্তি। 1119 01:52:37,126 --> 01:52:40,128 দুঃখের সূর্য আজ আর মাথা তুলে উঠবে না। 1120 01:52:40,296 --> 01:52:43,715 এই ঘটনার আরও অনেক কথা হয়তো জানা যাবে। 1121 01:52:44,467 --> 01:52:47,802 এই ঘটনার সাথে জড়িত কেউ শাস্তি পাবে, কেউ পাবে ক্ষমা। 1122 01:52:48,429 --> 01:52:55,393 রোমিও আর জুলিয়েটের এমন দুঃখের গল্প আর শোনা যায়নি। 1123 01:53:05,018 --> 01:54:07,618 Subtitle Translated By Mamun Abdullah