1 00:01:21,978 --> 00:01:23,607 শুভ সন্ধ্যা, সোনা। 2 00:01:26,023 --> 00:01:27,232 শুভ সন্ধ্যা, মা। 3 00:01:27,233 --> 00:01:29,443 এত দেরি করে বাড়ি ফিরলি যে। 4 00:01:30,611 --> 00:01:32,278 আমার কথা শেষ হয়নি। 5 00:01:32,279 --> 00:01:34,489 আমাকে যেতে দাও তো। ভালো লাগছে না। 6 00:01:34,490 --> 00:01:36,449 ফাইজলামি পেয়েছিস? 7 00:01:36,450 --> 00:01:39,160 তোর ক্লাস তো ৩ ঘণ্টা আগেই শেষ হয়েছে। 8 00:01:39,161 --> 00:01:42,163 এতক্ষণ কোথায় ছিলি তুই? 9 00:01:42,164 --> 00:01:42,914 প্লিজ। 10 00:01:42,915 --> 00:01:46,383 জবাব দে আগে। তার আগে ছাড় নেই ! 11 00:01:50,381 --> 00:01:52,674 হাঁটাহাঁটি করছিলাম। কোনো সমস্যা? 12 00:01:52,675 --> 00:01:56,845 সারাক্ষণ ভিতরে আটকা থেকে দম বন্ধ হয়ে এসেছিল। 13 00:01:56,846 --> 00:01:59,270 - তাই বলে ৩ ঘণ্টা বাইরে ছিলি? - আর নয়তো কী ! 14 00:02:19,326 --> 00:02:21,244 অসাধারণ। 15 00:02:21,245 --> 00:02:23,206 এমনটাই ধারণা করেছিলাম। 16 00:02:33,257 --> 00:02:35,017 তোর হিসাবপত্রটা কই? 17 00:02:40,264 --> 00:02:42,474 সর্বনাশ ! 18 00:02:42,808 --> 00:02:45,565 খুব বড়লোক হয়ে গেছিস তুই? 19 00:02:47,855 --> 00:02:50,314 আমার ধূসর রঙয়ের জামাটা কে নিয়েছে? 20 00:02:50,733 --> 00:02:52,612 জানি না। 21 00:02:54,361 --> 00:02:55,861 ফেরত দাও। 22 00:03:03,287 --> 00:03:04,584 শালী ! 23 00:03:05,623 --> 00:03:07,624 টক শো-টা আমি দেখেছি। 24 00:03:07,625 --> 00:03:10,168 সেখানে লোকটা রাস্তায় যেসব কুকুর মলত্যাগ করে, তাদের মালিকদের... 25 00:03:10,169 --> 00:03:12,504 জরিমানা করার পক্ষে সাফাই গাইছিল। 26 00:03:12,505 --> 00:03:13,552 বাকোয়াজ। 27 00:03:14,048 --> 00:03:18,551 ফাজিলটা পুরুষতান্ত্রিক সমাজের পক্ষ নিয়ে কথা বলছিল। 28 00:03:18,552 --> 00:03:19,385 ভুলভাল যত্তসব। 29 00:03:19,386 --> 00:03:22,138 আমাকেও কিছু বলার সুযোগ দাও তোমরা … 30 00:03:22,139 --> 00:03:23,816 সমস্যা কী আপনার? 31 00:03:36,737 --> 00:03:38,995 হাত দুটো কেটে ফেলে দে। 32 00:03:39,990 --> 00:03:42,617 নিজের মায়ের গায়ে হাত তুলিস ! 33 00:03:47,331 --> 00:03:49,833 ফ্রকটা এমনিতেও একটু বেশি জমকালো ছিল। 34 00:03:49,834 --> 00:03:52,710 তোর বয়সী মেয়েদের এসব কাপড় মানায় না। 35 00:03:52,711 --> 00:03:54,963 এবার একটু ক্ষান্ত দাও। 36 00:03:54,964 --> 00:03:57,720 ফ্রকটা নষ্ট করে মন ভরেনি তোমার? 37 00:03:58,050 --> 00:03:59,976 - ভালো হত যদি… - কী? 38 00:04:01,470 --> 00:04:03,012 সাহস নেই বলার? 39 00:04:03,013 --> 00:04:05,603 বলা লাগবে না। আমি জানি তুই কী চাস। 40 00:04:05,683 --> 00:04:08,768 তোর জন্য একটু হলেই আমার হার্ট অ্যাটাক হয়ে যেত। 41 00:04:08,769 --> 00:04:11,312 তুই তো মনে হয় এটাই চাস ! 42 00:04:11,313 --> 00:04:14,319 থামো তো, মা। মাথা খারাপ হয়ে গেছে তোমার। 43 00:04:15,234 --> 00:04:17,160 মাথাটা আসলেই খারাপ হয়েছে। 44 00:04:17,778 --> 00:04:19,823 এতদিন বুঝিনি। 45 00:04:21,490 --> 00:04:23,366 মাফ করে দাও। 46 00:04:23,367 --> 00:04:25,910 সবসময় এমন বাড়াবাড়ি করো কেন তুমি? 47 00:04:25,911 --> 00:04:28,786 তুই নিজে কি কম বাড়াবাড়ি করিস? 48 00:04:30,791 --> 00:04:34,259 আমি দুঃখিত। সত্যিই দুঃখিত। 49 00:04:34,628 --> 00:04:36,637 দেখতে দাও। 50 00:04:46,474 --> 00:04:48,648 কিচ্ছু হয়নি। 51 00:04:51,353 --> 00:04:54,739 আমাদের বংশটাই এমন। রাগ আমাদের রক্তে মিশে আছে। 52 00:04:55,482 --> 00:04:58,109 থাক, আর কাঁদিস না। 53 00:04:59,653 --> 00:05:01,614 আমি যেয়ে কফি বানাচ্ছি। 54 00:05:02,865 --> 00:05:06,083 একসাথে খাবো। ঠিক আছে? 55 00:05:06,785 --> 00:05:08,746 কষ্ট না করলে কেষ্ট মেলে না। 56 00:05:09,788 --> 00:05:13,174 তোর আরও ক্লাস করানো দরকার। 57 00:05:13,751 --> 00:05:18,180 খালি নিজের মত চললে অ্যাপার্টমেন্টটা হাতছাড়া হয়ে যাবে। 58 00:05:18,797 --> 00:05:21,387 শুনেছিস আমার কথা? 59 00:05:22,176 --> 00:05:25,928 এই মাসের টাকাটা অনেক আগেই শোধ করেছি। চিন্তা কোরো না। 60 00:05:28,724 --> 00:05:31,976 তাছাড়া, ড্রেসটার দাম পড়েছিল মাত্র ৬,৫০০। 61 00:05:31,977 --> 00:05:35,065 বাকিটা কালকে শোধ করবো। 62 00:05:35,397 --> 00:05:37,232 একটা জিনিস বুঝি না, 63 00:05:37,233 --> 00:05:40,568 ক্লাস করাতে হিমশিম খেয়েও তোর মেকআপ... 64 00:05:40,569 --> 00:05:43,196 আর ফ্রকের পেছনে কেন যে এত টাকা খরচ করা লাগে। 65 00:05:43,197 --> 00:05:46,282 এসব ফ্রক তো কদিন পর চলবেও না। 66 00:05:46,283 --> 00:05:50,499 ফ্রকটা খুব পছন্দ হয়েছে আমার। একটা ক্লাসিক ভাব আছে এর মধ্যে। 67 00:05:51,080 --> 00:05:52,839 এর আবেদন কখনও ফুরোবে না। 68 00:05:56,168 --> 00:06:01,697 তোমারও তো মনে হয় ঠিক এরকম একটা ড্রেস ছিল। মনে পড়ে? 69 00:06:01,715 --> 00:06:03,466 কখনোই না। 70 00:06:03,467 --> 00:06:07,303 তোমারটা নামীদামী ডিজাইনারের ছিল। দেখার মত ছিল ড্রেসটা। 71 00:06:08,138 --> 00:06:10,728 এসব ড্রেসের আবেদন কখনও ফুরোয় না। 72 00:06:14,520 --> 00:06:17,063 এতক্ষণ বাতি জ্বালিয়ে রাখা লাগে? 73 00:06:36,834 --> 00:06:39,377 তোর ছাত্রদের কি উন্নতি হয়েছে একটু? 74 00:06:40,838 --> 00:06:43,215 আগের মতই আছে। 75 00:06:45,092 --> 00:06:48,762 শোবের মেয়েটাও ছিল নাকি আজ? ওকে না শুক্রবার শিখাস? 76 00:06:52,641 --> 00:06:54,187 কী অবস্থা ওর? 77 00:06:56,395 --> 00:06:58,570 মেয়েটা ভালোই মেধাবী। 78 00:06:59,398 --> 00:07:02,783 শুবার্ট-এর সংগীত শেখায় আশ্চর্যরকম আগ্রহ দেখলাম তার। 79 00:07:06,697 --> 00:07:09,703 শুবার্ট-এ তোকে যেন কেউ টপকাতে না পারে সেদিকে খেয়াল রাখিস। 80 00:07:10,159 --> 00:07:12,832 তুমি বললে তো আর হবে না। 81 00:07:13,746 --> 00:07:17,795 তুমি তো সংগীতের স-ও বোঝো না যে আমায় জ্ঞান দিচ্ছ। 82 00:07:18,167 --> 00:07:21,718 তোর স্টুডেন্টরাই দেখবি তোর আগে ভালো চাকরিবাকরি পেয়ে বসে আছে। 83 00:07:29,762 --> 00:07:33,017 এখনই হাল না ধরলে পরে পস্তাবি। 84 00:07:37,186 --> 00:07:39,147 বোকামি করিস না। 85 00:07:43,233 --> 00:07:45,693 চিন্তা কোরো না, মা। 86 00:08:00,209 --> 00:08:03,097 লা পিয়ানিস্ত্‌ 87 00:08:11,428 --> 00:08:14,220 একটু বুঝেশুঝে বাজালে ভালো হয়। 88 00:08:16,308 --> 00:08:19,444 খালি মুখস্থ বাজিয়ে গেলেই হয় না। 89 00:08:20,729 --> 00:08:23,398 কিছু কিছু জায়গা লিখিত সময়ের চেয়ে কম সময় বাজাতে হয়, 90 00:08:23,399 --> 00:08:26,567 আর কিছু কিছু জায়গা বেশি সময় বাজাতে হয়। 91 00:08:47,339 --> 00:08:50,048 ♪ অশান্তি এসেছে নেমে ♪ 92 00:08:51,802 --> 00:08:54,771 ♪ নাড়ছে দরজায় কড়া ♪ 93 00:08:55,389 --> 00:08:58,266 ♪ শান্তির প্রহর শেষ ♪ 94 00:08:58,267 --> 00:09:02,145 ♪ সংশয় দিয়েছে সাড়া ♪ 95 00:09:02,146 --> 00:09:05,273 গায়ের জোর দিয়ে বাজানো কি তোমার অভ্যাস? 96 00:09:05,274 --> 00:09:07,318 নাকি ইচ্ছা করেই তুমি এমন করো? 97 00:09:09,987 --> 00:09:12,031 ছেঁড়ে দাও। 98 00:09:17,327 --> 00:09:20,250 সবকিছু তোমার পাতে তুলে দিবে না। 99 00:09:21,582 --> 00:09:25,417 কোন জায়গা কীভাবে বাজাবে, সেটা তোমার নিজেরও একটু বুঝতে হবে। 100 00:09:26,712 --> 00:09:28,211 ছেঁড়ে দাও। 101 00:09:28,338 --> 00:09:29,553 এভাবে। 102 00:09:31,008 --> 00:09:35,553 ♪ অশান্তি এসেছে নেমে ♪ 103 00:09:35,554 --> 00:09:39,807 ♪ নাড়ছে দরজায় কড়া ♪ 104 00:09:39,808 --> 00:09:43,853 ♪ শান্তির প্রহর শেষ ♪ 105 00:09:43,854 --> 00:09:48,069 ♪ সংশয় দিয়েছে সাড়া ♪ 106 00:10:25,062 --> 00:10:29,941 চেষ্টা করতে গিয়ে ব্যর্থ হও তাও ভালো ; অন্তত আন্দাজে বাজিয়ো না। 107 00:10:31,485 --> 00:10:32,860 খালি বড় নোটগুলোই বাজাচ্ছ তুমি। 108 00:10:32,861 --> 00:10:37,030 নিজের মনের মত আঙ্গুল চালালে পুরোটাই ভেস্তে যাবে। 109 00:10:40,702 --> 00:10:43,043 প্রথম থেকে শুরু করো। 110 00:12:46,203 --> 00:12:48,746 প্রোগ্রামের জন্য এসেছেন মনে হয়। 111 00:12:48,747 --> 00:12:50,542 আমি হলাম … 112 00:12:50,916 --> 00:12:53,167 প্লিজ ভিতরে আসুন, প্রফেসর। 113 00:12:53,168 --> 00:12:54,585 হ্যালো, আন্টি। 114 00:12:54,586 --> 00:12:57,129 আপনার মা দেখি। শুভ সন্ধ্যা। 115 00:12:57,130 --> 00:12:59,340 - আমার ভাতিজার সাথে পরিচয় হয়েছে? - না। 116 00:12:59,341 --> 00:13:03,307 একটু আগেই দেখা হলো আমাদের। আমার নাম ওয়াল্টার ক্লেমের। 117 00:14:47,841 --> 00:14:50,157 কাঁপিয়ে দিয়েছেন ! অসাধারণ ! 118 00:15:19,940 --> 00:15:26,318 এত সুন্দর সংগীতমুখর সন্ধ্যা উপহার দেবার জন্য শিল্পীদের বাহবা প্রাপ্য। 119 00:15:26,321 --> 00:15:29,323 বিরতির সময়টা শিল্পীদের জন্য উপভোগ্য করে তুলতে... 120 00:15:29,324 --> 00:15:32,034 আমি পেটভর খানাপিনার আয়োজন করেছি। 121 00:15:32,035 --> 00:15:34,286 আশা করি আপনাদের সবার ভালো লাগবে। 122 00:15:34,287 --> 00:15:35,287 এখান দিয়ে যান। 123 00:15:50,011 --> 00:15:51,846 আমার বর আবার খুব রুচিশীল মানুষ … 124 00:15:51,847 --> 00:15:53,310 একটু বিরক্ত করলাম, আন্টি। 125 00:15:53,890 --> 00:15:56,600 আসলে আর অপেক্ষা করতে পারছিলাম না। 126 00:15:56,601 --> 00:15:59,728 আপনার মত প্রতিভাধর সংগীতসাধকের হাতে চুমু খাবার সুযোগটা... 127 00:15:59,729 --> 00:16:01,355 হারাতে চাই না। 128 00:16:01,356 --> 00:16:03,148 ঢং করতে হবে না আর। 129 00:16:03,149 --> 00:16:06,238 এত ন্যাকামি কোত্থেকে শিখেছ তুমি? 130 00:16:06,903 --> 00:16:10,197 এসব প্রোগ্রাম আরও বেশি বেশি হওয়া উচিৎ। 131 00:16:10,198 --> 00:16:12,366 আজকাল তো বলতে গেলে এগুলো হয়ই না। 132 00:16:12,367 --> 00:16:14,910 ভালো সংগীতের কদর হয় না এখন আর। 133 00:16:14,911 --> 00:16:17,913 মানুষ এখন শুধু ঝাকানাকা গান নিয়ে পড়ে থাকে। 134 00:16:17,914 --> 00:16:20,920 ঠিক বলেছ। ভালো সংগীতের চর্চা এখন আর হয় না। 135 00:16:21,084 --> 00:16:25,795 বেথোভেন শিখতে গিয়ে আগে মানুষ গাধার খাটুনি খাটত। 136 00:16:25,797 --> 00:16:29,258 আর আজকালকার স্কলাররা তো ব্রুকনার-এর পিচ্চি মার্কা... 137 00:16:29,259 --> 00:16:32,678 সংগীত চর্চা করেই ক্ষান্ত হয়। 138 00:16:32,679 --> 00:16:35,055 ব্রুকনার তাহলে তোমার কাছে ছেলেখেলা, 139 00:16:35,056 --> 00:16:37,350 মিঃ … ক্লেমের? 140 00:16:39,005 --> 00:16:44,739 আচ্ছা, সংগীত নিয়ে তোমার এত পাকা পাকা কথা বলার পিছনের রহস্যটা কী? 141 00:16:45,191 --> 00:16:46,942 তোমার আন্টি তো বলল তুমি... 142 00:16:46,943 --> 00:16:50,321 আমি ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছি, প্রফেসর। ইঞ্জিনিয়ারিং। 143 00:16:50,322 --> 00:16:54,116 ভায়োলিনটা ১৬২০-১৬৩০ সালে মার্সেল পিশলের-এর তৈরি। 144 00:16:54,117 --> 00:16:56,458 খুবই দুর্লভ জিনিস। 145 00:17:02,751 --> 00:17:07,669 এটাকে সেলো'র মত বাজাতে হয়। 146 00:17:07,672 --> 00:17:11,050 লেগ ভায়োল বা কুইন্টন নামে বেশি পরিচিত। 147 00:17:11,051 --> 00:17:16,722 সম্প্রতি একটা পেইন্টিংয়ে ঠিক এই যন্ত্রটাই দেখেছি। 148 00:17:16,723 --> 00:17:21,069 এই জাতীয় যন্ত্র নয়। ঠিক এই যন্ত্রটাই। 149 00:17:22,479 --> 00:17:25,481 পেইন্টিংটাতে ভিওল দা গাম্বা'র একটা কনসার্ট তুলে ধরা হয়েছে, 150 00:17:25,482 --> 00:17:30,077 যা ডিউক অগাস্টাস-এর রাজসভায় রচিত হয়েছিল। 151 00:17:30,570 --> 00:17:33,789 - কিছু এনে দেয়া লাগবে আপনাকে? - একদমই না। কেন? 152 00:17:35,867 --> 00:17:37,995 দারুণ জিনিস তো। 153 00:17:38,286 --> 00:17:39,828 এদেরকে দেখুন একটু। 154 00:17:39,829 --> 00:17:43,464 সবাই আছে খাওয়ার তালে ; সংগীত নিয়ে বিন্দুমাত্র আগ্রহ নেই। 155 00:17:46,753 --> 00:17:51,427 শুমান-এর জীবনী নিয়ে অ্যাডোর্নো'র লেখা বইটা পড়েছ? 156 00:17:52,676 --> 00:17:55,100 সেখানে শুমান-এর জীবনের শেষ দিনগুলোর কথা বলা হয়েছে। 157 00:17:55,553 --> 00:17:59,348 শুমান তখনও তার বোধশক্তি পুরোপুরি হারাননি। 158 00:17:59,349 --> 00:18:01,441 একটু হলেও ছিল। 159 00:18:02,102 --> 00:18:04,019 তিনি জানতেন তিনি পাগল হয়ে যাচ্ছেন। 160 00:18:04,020 --> 00:18:07,821 শত যন্ত্রণার পরও তিনি শেষবারের মত চেষ্টা করেন তার পতন ঠেকাতে। 161 00:18:10,276 --> 00:18:13,614 উন্মাদনা জিনিসটাকে অনেক কাছ থেকে জেনেছিলেন তিনি, 162 00:18:13,697 --> 00:18:16,204 পরাজয়ের কাছে সম্পূর্ণ নতিস্বীকারের আগে। 163 00:18:17,701 --> 00:18:20,290 আপনি শিক্ষক হিসেবে আসলেই দারুণ। 164 00:18:21,496 --> 00:18:22,995 ধন্যবাদ। 165 00:18:23,248 --> 00:18:27,132 অন্য শিল্পীর চোখে আপনার জীবন দেখার এই গুণটা সত্যিই দুর্লভ। 166 00:18:27,919 --> 00:18:29,964 আপনি নিজেও মনে হয় সেটা জানেন। 167 00:18:30,213 --> 00:18:33,385 শুবার্ট আর শুমান আমার সবচেয়ে প্রিয় শিল্পী বলেই হয়ত। 168 00:18:34,175 --> 00:18:38,011 আমার বাবা মানসিক ভারসাম্য হারানোর পর থেকে, 169 00:18:38,596 --> 00:18:42,646 আমি মানুষের মর্মপীড়া নিয়ে খুব সহজে কথা বলতে পারি। 170 00:18:45,979 --> 00:18:48,771 কিছু মুখে দিবেন বলে তো মনে হয় না ; 171 00:18:49,107 --> 00:18:52,195 আমি কি তাহলে আপনার জন্য ড্রিংক নিয়ে আসবো? 172 00:18:52,527 --> 00:18:54,287 নিশ্চয়ই। 173 00:19:03,455 --> 00:19:05,456 প্রোগ্রামে এসে কি মুসিবতেই না পড়লাম। 174 00:19:05,457 --> 00:19:09,376 ডঃ ব্লন্সকি যন্ত্রপাতি নিয়ে বকবক করে অতিষ্ঠ করে তুলেছেন। 175 00:19:10,503 --> 00:19:12,171 আচ্ছা, 176 00:19:12,172 --> 00:19:16,050 এই ক্লেমের ছেলেটা একটু বেশিই গায়ে পড়া নাকি রে? 177 00:19:16,051 --> 00:19:19,303 ওয়াল্টার ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ছে। 178 00:19:19,304 --> 00:19:22,264 কিন্তু তার সংগীত-প্রতিভাও যে কম নয়, 179 00:19:22,265 --> 00:19:25,768 সেটা তার পিয়ানো বাজানো দেখলেই আপনারা বুঝে যাবেন। 180 00:19:25,852 --> 00:19:27,528 এবার তুমি বলো, ওয়াল্টার। 181 00:19:33,818 --> 00:19:36,737 আংকেল অনেক বাড়িয়ে বলেছেন। 182 00:19:36,738 --> 00:19:40,657 প্রফেসরের এত সুন্দর পারফর্মেন্সের পর আমারটা আপনাদের পানসে লাগার কথা। 183 00:19:40,658 --> 00:19:45,503 আপনাদের জন্য আমি শনবার্গ-এর এক বিরল মিউজিক্যাল পিস বাছাই করেছিলাম, 184 00:19:46,039 --> 00:19:49,424 যাতে ভুল বাজালেও ধরা না খাই। 185 00:19:50,377 --> 00:19:52,377 জানি এটা হাসার মত কিছু না । 186 00:19:52,378 --> 00:19:56,095 আসলে একজনের কাছে শুবার্ট আর শুমান-এর মর্মান্তিক জীবনকাহিনী শুনে... 187 00:19:56,716 --> 00:19:59,510 আমি ভীষণ রকমের প্রভাবিত হয়েছি। 188 00:19:59,511 --> 00:20:02,096 তাই সিদ্ধান্ত নিয়েছি, শনবার্গ-এর বদলে 189 00:20:02,097 --> 00:20:04,640 শুবার্ট-এর করা আমার সবচেয়ে পছন্দের পিসটা বাজাবোঃ 190 00:20:04,641 --> 00:20:07,563 A Major-এ Sonata থেকে একটা ছোট অংশ। 191 00:21:20,633 --> 00:21:24,052 ♪ বুনে চলেছি না পাওয়া শত জিনিসের স্বপ্ন ♪ 192 00:21:24,053 --> 00:21:26,138 ♪ আর পরদিন সকালেই, ফিরেছি সেই চিরচেনা জগতে ♪ 193 00:21:26,139 --> 00:21:28,931 এবার সুরটা পাল্টে যাবে। 194 00:21:29,726 --> 00:21:31,727 D … D … D … 195 00:21:31,728 --> 00:21:34,780 ♪ তাতে কী? তাতে কী? ♪ 196 00:21:35,023 --> 00:21:37,649 ♪ আনন্দের সাগরে ভেসেছে তারা। ♪ 197 00:21:39,068 --> 00:21:41,695 এটা মধ্যবিত্তের একগুঁয়েমির প্রতীকী। 198 00:21:41,696 --> 00:21:45,081 ♪ যা কিছু পিছে ফেলে এসেছে তারা, ♪ 199 00:21:48,077 --> 00:21:52,044 ♪ চলার পথে ফের দেখা হবে তাদের সাথে। ♪ 200 00:21:52,415 --> 00:21:54,416 এক্সকিউজ মি, প্রফেসর। 201 00:21:54,417 --> 00:21:55,834 আপনার সাথে একটু কথা ছিল। 202 00:21:55,835 --> 00:21:57,044 বলুন। 203 00:21:57,045 --> 00:22:01,675 অ্যানা বলল, আপনি নাকি প্রোগ্রামে ওকে পারফর্ম করতে দিবেন না। 204 00:22:02,300 --> 00:22:04,593 সে এখনও সেই পর্যায়ে যায়নি যে একা পারফর্ম করবে। 205 00:22:04,594 --> 00:22:06,428 সে কি ফাঁকিবাজি করে? 206 00:22:06,429 --> 00:22:07,804 সেটা ও-ই বলতে পারবে। 207 00:22:07,805 --> 00:22:10,265 সে প্রতিদিন ৮ ঘণ্টা প্র্যাকটিস করে। 208 00:22:10,350 --> 00:22:12,768 শুধু প্র্যাকটিস করলে তো হবে না ; ভালো বাজানোও শিখতে হবে। 209 00:22:12,769 --> 00:22:15,643 সেটা ওকে কে বোঝাবে ! দেখুন ওর অবস্থা। 210 00:22:22,528 --> 00:22:25,030 শুবার্ট বাজানো এত সহজ নয়। 211 00:22:25,031 --> 00:22:27,241 আমি বলিনি যে তুমি পারবে না। 212 00:22:27,242 --> 00:22:30,034 আগে দেখি তুমি গায়ক ছেলেটার সাথে তাল দিতে পারো কিনা। 213 00:22:30,578 --> 00:22:33,548 আমার একটু তাড়া আছে। আসি। 214 00:22:35,541 --> 00:22:37,292 প্রফেসর ঠিকই বলেছেন। 215 00:22:37,293 --> 00:22:40,420 সাধনা ছাড়া কখনোই সাফল্য আসবে না। 216 00:22:40,421 --> 00:22:43,213 নাক মোছো। কি বাজে দেখাচ্ছে। 217 00:22:46,636 --> 00:22:49,262 তোমার মাকে ফোন করো। 218 00:22:50,807 --> 00:22:52,768 মাত্রই তো এলাম। 219 00:22:55,186 --> 00:22:57,563 অন্তত ৩ ঘণ্টা তো লাগবেই। 220 00:23:05,780 --> 00:23:07,990 তাহলে ট্যাক্সি নিয়ে নিবো। 221 00:23:12,245 --> 00:23:14,254 আমি এখন আর বাচ্চা নেই। 222 00:23:14,372 --> 00:23:16,298 আমার এখন যেতে হবে। 223 00:23:48,990 --> 00:23:52,826 কম্পনের জায়গাটা কি একইভাবে বাজাবো? ওপরের নোট দিয়ে শুরু করলাম। 224 00:27:02,850 --> 00:27:10,273 ♪ শান্তির নেশা কাটিয়ে অশান্তিতে মাততে দাও, ♪ 225 00:27:10,274 --> 00:27:18,274 ♪ শত রজনী পার করেছি ঘুমিয়ে, এবার একটু রেহাই দাও ! ♪ 226 00:27:21,619 --> 00:27:29,619 ♪ স্বপ্ন দেখার সময় নেই আর। ♪ 227 00:27:31,087 --> 00:27:39,087 ♪ তন্দ্রাবিলাসে থেকে কী লাভ আমার? ♪ 228 00:27:42,682 --> 00:27:50,682 ♪ স্বপ্ন দেখার সময় নেই আর। ♪ 229 00:27:52,525 --> 00:28:00,525 ♪ তন্দ্রাবিলাসে থেকে কী লাভ আমার? ♪ 230 00:28:30,605 --> 00:28:33,231 বিরক্ত করার জন্য দুঃখিত। 231 00:28:33,649 --> 00:28:35,113 কী হয়েছে? 232 00:28:35,693 --> 00:28:36,741 প্রফেসর কোহুত? 233 00:28:37,903 --> 00:28:40,031 হ্যাঁ। কী চাই? 234 00:28:40,239 --> 00:28:42,996 ক্লাস চলাকালীন সময়ে বাইরের কারোর আসা মানা। 235 00:28:43,451 --> 00:28:46,036 আমি অত্যন্ত দুঃখিত, সত্যিই। 236 00:28:46,037 --> 00:28:50,122 আসলে আপনার সাথে খুব জরুরি বিষয়ে কথা ছিল আমার। 237 00:28:50,374 --> 00:28:51,541 কোন বিষয়ে? 238 00:28:51,542 --> 00:28:55,093 অডিশনের ব্যাপারে। আমি আপনার ক্লাসে আসতে চাই। 239 00:28:56,047 --> 00:28:58,424 খুব খুশি হলাম শুনে। 240 00:28:59,133 --> 00:29:00,843 আশা করি তুমি এখানে... 241 00:29:00,844 --> 00:29:04,562 কেবল নিজের প্রতিভা জাহির করতে আসোনি। 242 00:29:05,014 --> 00:29:09,229 অডিশনের ফর্ম অফিসে গেলে পাবে। 243 00:29:09,769 --> 00:29:12,276 ১ম ফ্লোর, ১১ নম্বর রুম। 244 00:29:12,772 --> 00:29:15,523 এবার যাও ; আমরা এখন একটু ব্যস্ত। 245 00:29:15,524 --> 00:29:17,154 বাজাতে থাকো। 246 00:29:18,277 --> 00:29:19,859 শুরু করো। 247 00:29:31,290 --> 00:29:34,000 ♪ কালবৈশাখী ঝড় বুঝি দিবে হানা ♪ 248 00:29:34,001 --> 00:29:36,670 ♪ আকাশের রঙ যাবে বদলে ♪ 249 00:29:36,671 --> 00:29:39,297 ♪ মেঘের পরে মেঘ জমবে ♪ 250 00:29:39,298 --> 00:29:43,573 ♪ বাঁধভাঙ্গা গর্জন করে তোলে দিশেহারা ♪ 251 00:30:24,468 --> 00:30:27,470 - মিঃ ওয়াল্টার ক্লেমের? - জি। 252 00:30:27,471 --> 00:30:29,017 প্লিজ… 253 00:30:34,562 --> 00:30:36,938 তোমার ফর্মটা অনেক ভাবিয়েছে আমাদের। 254 00:30:36,939 --> 00:30:39,315 কোথা থেকে শুরু করতে চাও? 255 00:30:39,316 --> 00:30:41,242 আপনাদের ইচ্ছা। 256 00:30:41,444 --> 00:30:45,363 প্রফেসর, মিঃ ক্লেমের যেহেতু আপনার ক্লাসে আসতে চায়, আপনিই বলুনঃ 257 00:30:45,489 --> 00:30:48,283 প্রথমে কোনটা শুনতে চান আপনি? 258 00:30:48,284 --> 00:30:50,874 ও যেটা চায়। লিস্টের প্রথমটাই না হয় বাজাও। 259 00:30:52,037 --> 00:30:53,619 শুরু করো। 260 00:33:28,360 --> 00:33:29,824 কেমন হলো? 261 00:33:29,904 --> 00:33:32,031 ফাটিয়ে দিয়েছি। 262 00:33:33,032 --> 00:33:35,658 না, আসলেই খুব একটা খারাপ করিনি। 263 00:33:35,659 --> 00:33:37,869 সে নাকি এখানে ক্লাস করতে চায়। 264 00:33:37,870 --> 00:33:39,579 আরও তাজ্জব হবার মত ব্যাপার। 265 00:33:39,580 --> 00:33:44,000 ছেলেটা ভবিষ্যতে ইঞ্জিনিয়ারিং নিয়েই পড়বে কিনা বলা যাচ্ছে না, 266 00:33:44,001 --> 00:33:47,462 কিন্তু পিয়ানোতে তার দক্ষতা নিঃসন্দেহে প্রশংসার দাবি রাখে। 267 00:33:47,463 --> 00:33:48,755 সত্যিই অসাধারণ। 268 00:33:48,756 --> 00:33:51,507 ছেলেটা আসলেই দারুণ প্রতিভাবান। 269 00:33:51,508 --> 00:33:53,090 আপনারা কী বলেন? 270 00:33:53,594 --> 00:33:56,386 - আমি একমত। - হ্যাঁ, আমিও। 271 00:33:56,555 --> 00:33:58,185 কোনো সন্দেহ নেই। 272 00:33:58,474 --> 00:33:59,974 আপনি কী বলেন? 273 00:33:59,975 --> 00:34:04,321 আপনার রায়টাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। সে আপনার ক্লাসে আসতে চাচ্ছে। 274 00:34:06,357 --> 00:34:10,027 এত ইতিবাচক মন্তব্যের পর স্রোতের বিপরীতে যাওয়াটা কঠিন। 275 00:34:10,903 --> 00:34:14,039 আপনাদের সাথে পুরোপুরি একমত হতে পারছি না আমি। 276 00:34:14,198 --> 00:34:17,116 ছেলেটা অবশ্যই প্রতিভাবান, কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়ঃ 277 00:34:17,117 --> 00:34:19,660 ইঞ্জিনিয়ারিং থাকতে তার পিয়ানো নিয়ে মাতার কারণটা কী? 278 00:34:20,329 --> 00:34:23,038 তাছাড়া, সে অনেক দেরি করে ফেলেছে। 279 00:34:23,332 --> 00:34:27,417 তাকে নিলে বাকি স্টুডেন্টদের জন্য সেটা অন্যায় হয়ে যাবে। 280 00:34:28,671 --> 00:34:33,598 আর সত্যি বলতে, তার বাজানোর ধরনটা আমার খুব একটা সুবিধার লাগেনি। 281 00:34:34,385 --> 00:34:36,970 আপনার কথা ঠিক বুঝলাম না। 282 00:34:36,971 --> 00:34:41,265 সে তো ঠিকঠাক বাজিয়েছে বলেই মনে হলো। 283 00:34:41,266 --> 00:34:44,435 শুবার্ট নিয়ে আগেও অনেক কথা হয়েছে। 284 00:34:44,436 --> 00:34:47,857 আমরা আর সময় নষ্ট না করি। এখনও ২০ জন বাকি আছে। 285 00:34:48,023 --> 00:34:53,203 মিঃ ক্লেমেরের মত শৈল্পিক আর গুণী মানুষের খুঁত ধরার ক্ষমতা আমার নেই। 286 00:36:25,579 --> 00:36:27,208 ডিনার করতে আয় ! 287 00:36:34,671 --> 00:36:36,764 আসি, মা ! 288 00:38:41,256 --> 00:38:43,965 বসে যা ; আমি সস নিয়ে আসছি। 289 00:38:47,971 --> 00:38:50,099 টিভি বন্ধ করে দিই? 290 00:38:50,224 --> 00:38:52,185 খুব বিরক্ত লাগলে কর। 291 00:39:02,945 --> 00:39:05,119 ভালো লাগছে না? 292 00:39:07,241 --> 00:39:08,908 ক্লান্ত লাগছে খুব। 293 00:39:08,909 --> 00:39:10,538 দেখেই বোঝা যাচ্ছে। 294 00:39:10,911 --> 00:39:13,251 অডিশনের কাজকারবার কি এতই কষ্টকর? 295 00:39:13,789 --> 00:39:16,248 কষ্টকর না, একঘেয়ে। 296 00:39:17,042 --> 00:39:19,134 কষ্ট তো সবক্ষেত্রেই হয়। 297 00:39:22,047 --> 00:39:24,091 হয়েছে কী তোর? 298 00:39:24,549 --> 00:39:26,642 - কী হয়েছে? - নিজেকে একটু দ্যাখ। 299 00:39:28,345 --> 00:39:30,721 একারণেই বুঝি তোর মেজাজ খারাপ? 300 00:39:30,722 --> 00:39:32,981 আরেকটু খেয়াল করবি না ! 301 00:39:33,225 --> 00:39:35,483 মুখের রুচিটাই চলে গেল। 302 00:39:35,978 --> 00:39:40,106 "ওরে বুবু সরে দাড়া, আসছে আমার পাগলা ঘোড়া। 303 00:39:40,107 --> 00:39:42,233 পাগলা ঘোড়া ক্ষেপেছে, 304 00:39:42,234 --> 00:39:43,568 মাল ছুঁড়ে মেরেছে।" 305 00:39:43,569 --> 00:39:45,411 হ্যালো, মিঃ নাপ্রোনিক। 306 00:39:47,169 --> 00:39:48,311 হ্যালো, প্রফেসর। 307 00:39:59,668 --> 00:40:01,297 কে এই মহিলা? 308 00:40:02,296 --> 00:40:04,506 আমাকে পিয়ানো শেখান। 309 00:40:08,135 --> 00:40:10,843 মনের মাধুরী মিশিয়ে বাজাতে যেও না। 310 00:40:11,513 --> 00:40:13,973 কোথায় সুর তুলতে হয় জানো তুমি? 311 00:40:17,269 --> 00:40:20,108 মাখিয়ে ফেলছ একদম ; যাচ্ছেতাই বাজাচ্ছ। 312 00:40:21,023 --> 00:40:24,241 মাথায় সারাক্ষণ আজেবাজে ছবি ঘুরলে এমন তো হবেই। 313 00:40:33,327 --> 00:40:37,756 তোমার মধ্যে শেখার আগ্রহের কমতি আছে। 314 00:40:40,000 --> 00:40:42,709 সংগীত কেন শিখতে এসেছ তুমি? 315 00:40:43,503 --> 00:40:47,090 একটু আঙ্গুল চালাতে পারো বলে? যতই চেষ্টা করো, লাভ নেই। 316 00:40:47,549 --> 00:40:50,176 এর চেয়ে প্লেবয় ম্যাগাজিনে চাকরি নাও ; 317 00:40:50,177 --> 00:40:52,435 আমার সময়টাও বাঁচবে তাতে। 318 00:40:53,930 --> 00:40:55,346 কী? 319 00:40:57,059 --> 00:40:59,898 - আমায় ক্ষমা করে দিন। - কীসের জন্য? 320 00:41:00,979 --> 00:41:04,067 ম্যাগাজিনের দোকানে... যা হলো। 321 00:41:05,859 --> 00:41:07,488 কেন? 322 00:41:10,280 --> 00:41:12,325 ক্ষমা কেন চাইছ? 323 00:41:12,949 --> 00:41:14,793 কীসের জন্য? 324 00:41:15,243 --> 00:41:17,122 এত সহজ নয়। 325 00:41:17,245 --> 00:41:20,334 কেন ক্ষমা চাইছ সেটা আগে বলো আমাকে। 326 00:41:21,750 --> 00:41:24,210 তুমি নিজে নির্লজ্জ বলে ক্ষমা চাইছ? 327 00:41:24,211 --> 00:41:26,837 নাকি তোমার বন্ধুরা নির্লজ্জ বলে? 328 00:41:26,880 --> 00:41:30,799 নাকি মেয়েরা সব বেহায়া বলে, যাদের কারণে তোমার এই অবনতি? 329 00:41:32,552 --> 00:41:35,095 নাকি তুমি ধরা খেয়ে গেছ বলে? 330 00:41:40,185 --> 00:41:41,601 আজকে এই পর্যন্তই। 331 00:41:44,106 --> 00:41:46,980 তোমাকে মা'কে আমার সাথে দেখা করতে বোলো। 332 00:41:47,150 --> 00:41:49,989 উনাকে বিষয়টা জানানো দরকার। 333 00:41:51,988 --> 00:41:53,665 তো? 334 00:41:54,574 --> 00:41:57,164 কেন ক্ষমা চাইছ? 335 00:41:58,120 --> 00:42:00,129 বলো, আমি শুনছি। 336 00:42:01,915 --> 00:42:03,924 সময় নষ্ট কোরো না আমার। 337 00:42:05,210 --> 00:42:08,045 পরেরবার তোমার মা'কে সাথে নিয়ে এসো। 338 00:42:08,046 --> 00:42:10,172 এবার দয়া করে বিদায় হও। 339 00:42:10,173 --> 00:42:12,763 আমার ব্রেকের সময় হয়ে গেছে। 340 00:42:28,567 --> 00:42:30,066 আসি। 341 00:43:10,233 --> 00:43:12,242 এবার কিন্তু আমি ক্লাস টাইমে আসিনি। 342 00:43:12,319 --> 00:43:14,493 ব্রেক এখনও শেষ হয়নি। 343 00:43:14,863 --> 00:43:17,490 ক্লাসও তো শুরু হয়নি। 344 00:43:17,491 --> 00:43:20,571 অপেক্ষা করতে করতে আমার মার্কশিটটা নিয়ে নিই? 345 00:43:35,634 --> 00:43:38,511 - তোমাকে যে আমি নিতে চাইনি, জানতে? - না। 346 00:43:40,263 --> 00:43:43,518 আমার মনে হয়, তুমি আসলে সংগীত শিখতে আসোনি, 347 00:43:43,683 --> 00:43:46,477 বরং সুনাম কুড়াতে এসেছ। 348 00:43:46,478 --> 00:43:48,606 এটা আপনার ভুল ধারণা। 349 00:43:50,649 --> 00:43:52,823 যদি তা সত্যি হয়েও থাকে, 350 00:43:53,026 --> 00:43:55,533 তার জন্য কি আমাকে বাদ দিয়ে দিবেন? 351 00:43:56,863 --> 00:43:58,279 হ্যাঁ। 352 00:44:03,245 --> 00:44:05,455 কী কী এনেছ দেখি। 353 00:44:07,123 --> 00:44:09,501 শুবার্ট তোমাকে দিয়ে হবে না। 354 00:44:11,294 --> 00:44:14,929 - আর শনবার্গ তো… - আমি আপনাকে ইমপ্রেস করতে চাইছিলাম। 355 00:44:15,340 --> 00:44:16,715 একটা সুযোগ দিয়ে দেখুন। 356 00:44:16,716 --> 00:44:20,052 আমি জানি আমার প্রতি আপনার একটু হলেও আগ্রহ আছে। 357 00:44:20,053 --> 00:44:21,848 আপনার জন্য আমার পড়াশুনা ছেঁড়ে এসেছি আমি। 358 00:44:22,556 --> 00:44:24,481 বিশ্বাস করুন ! 359 00:44:25,016 --> 00:44:27,606 হয়তো ভাববেন আমি ফাজলামো করছি, 360 00:44:27,769 --> 00:44:30,478 কিন্তু সত্যি বলতে, প্রোগ্রামের পর থেকে, 361 00:44:31,690 --> 00:44:35,490 আপনি চুইঙ্গামের মত আমার মাথায় গেঁথে গেছেন। 362 00:44:35,819 --> 00:44:38,788 না চাইতেও উপমা টানতে হচ্ছে। 363 00:44:39,489 --> 00:44:41,866 আপনার জন্যই আমি এখানে এসেছি। 364 00:44:41,992 --> 00:44:44,285 আর মিথ্যা বলতে হবে না। 365 00:44:44,619 --> 00:44:46,331 মিথ্যা বলছি না। 366 00:44:48,123 --> 00:44:50,879 পরেরবার Opus 19-এর একটা কপি নিয়ে এসো। 367 00:44:51,710 --> 00:44:53,968 একটু কথা বলুন আমার সাথে। 368 00:44:54,921 --> 00:44:57,096 এত ফালতু সময় নেই আমার। 369 00:44:58,049 --> 00:45:01,304 দাঁড়িয়ে থেকো না। শুরু করে দাও। 370 00:45:07,225 --> 00:45:09,059 এটাই কি আপনার শেষ ক্লাস? 371 00:45:09,060 --> 00:45:10,561 প্লিজ। 372 00:45:10,562 --> 00:45:13,780 চাইলে গালি দিন ; তারপরও কিছু বলুন। 373 00:45:14,232 --> 00:45:15,274 বাইরে যেতে পারি আমরা। 374 00:45:15,275 --> 00:45:18,778 পিয়ানো বাজাও নতুবা এখান থেকে বিদায় হও। 375 00:47:25,155 --> 00:47:27,197 আসতে কিন্তু দেরি হবে। 376 00:47:27,198 --> 00:47:30,417 মেন্ডেলসন সংগীতের ওপর প্রথম রিহার্সাল আজ। 377 00:47:32,078 --> 00:47:35,879 তাই ঘনঘন ফোন করতে যেও না। লজ্জার মুখে পড়তে হবে আমাকে। 378 00:47:37,375 --> 00:47:41,460 অর্কেস্ট্রার ফাজিল লোকটা আবার এই নিয়ে ঠাট্টা করবে। 379 00:47:43,965 --> 00:47:45,215 বুঝেছ? 380 00:47:45,216 --> 00:47:47,475 বেশি দেরি হলে ট্যাক্সি নিয়ে নিস। 381 00:47:54,476 --> 00:47:58,729 এইটুকু মিথ্যা তো বলাই যায়। খুব খুশি লাগছে তোমার জন্য। 382 00:47:58,730 --> 00:48:01,982 মা ১০টার পর কল দিলে ধরার দরকার নেই। ঠিক আছে? 383 00:48:01,983 --> 00:48:03,778 চিন্তা কোরো না। 384 00:49:09,384 --> 00:49:12,010 শুভ সন্ধ্যা, মিসেস কোহুত বলছি। 385 00:49:12,011 --> 00:49:14,139 আমার মেয়েকে কি দেয়া যাবে? 386 00:52:43,389 --> 00:52:44,888 কী হয়েছে? 387 00:52:47,810 --> 00:52:48,810 মানে কী…? 388 00:52:54,817 --> 00:52:56,067 বাল ! 389 00:52:59,906 --> 00:53:01,369 পালাচ্ছিস কেন? 390 00:53:03,326 --> 00:53:05,418 কই যাস, মাগী? 391 00:54:23,698 --> 00:54:25,341 মাথা খারাপ নাকি তোমার? 392 00:54:28,619 --> 00:54:30,506 তোর বাবা আজ বিকালে মারা গেছে। 393 00:54:41,382 --> 00:54:43,142 আচ্ছা, যা-ই হোক ঘাবড়িয়ো না। 394 00:57:16,287 --> 00:57:18,580 আমাদের কথা একবার ভাবা উচিৎ ছিল তোমার ! 395 00:57:18,581 --> 00:57:20,290 এর পরিণতি কী হতে পারে, জানো? 396 00:57:20,291 --> 00:57:23,462 হাজিরা দিয়ে ধন্য করেছ আমাদের। 397 00:57:24,253 --> 00:57:26,761 এতক্ষণ কোথায় ছিলে জানতে পারি? 398 00:57:29,300 --> 00:57:31,759 কী হয়েছিল সেটা এখন বলো। 399 00:57:33,429 --> 00:57:35,430 আমার ডায়রিয়া হয়েছে। 400 00:57:35,431 --> 00:57:37,357 তোমার কি স্টেজে যেতে ভয় হচ্ছে? 401 00:57:40,019 --> 00:57:42,062 একজন পিয়ানিস্টকে আরও শক্ত হতে হয়। 402 00:57:42,063 --> 00:57:45,148 - এই অবস্থায় এখন আমি কীভাবে… - বেশি বুঝতে যেও না। 403 00:57:45,149 --> 00:57:47,193 আমরা ওপরে যাচ্ছি। 404 00:57:49,820 --> 00:57:51,863 ছেলেমানুষি কোরো না তো। 405 00:57:51,864 --> 00:57:54,490 উনারা কি খেয়ে ফেলবে তোমাকে? এটা তো কেবল রিহার্সাল। 406 00:57:57,161 --> 00:57:59,538 তোমাকে সুযোগটা দিয়ে কি আমি ভুল করলাম? 407 01:00:01,702 --> 01:00:05,580 ♪ অশান্তি এসেছে নেমে ♪ 408 01:00:05,581 --> 01:00:09,626 ♪ নাড়ছে দরজায় কড়া ♪ 409 01:00:09,627 --> 01:00:13,463 ♪ শান্তির প্রহর শেষ ♪ 410 01:00:13,464 --> 01:00:17,845 ♪ সংশয় দিয়েছে সাড়া ♪ 411 01:00:21,847 --> 01:00:29,562 ♪ বুনে চলেছি না পাওয়া শত জিনিসের স্বপ্ন ♪ 412 01:00:29,563 --> 01:00:37,492 ♪ পেরিয়ে চলেছি শত বাঁধা ♪ 413 01:03:23,904 --> 01:03:28,241 ♪ কেন আমি এড়িয়ে চলি সেই গতানুগতিকতা ♪ 414 01:03:28,242 --> 01:03:33,086 ♪ যা এনে দেয় অপরকে সফলতা, ♪ 415 01:03:35,541 --> 01:03:40,420 ♪ কেন জটিলতায় জড়াই নিজেকে, ♪ 416 01:03:40,421 --> 01:03:45,425 ♪ আপন করে নিই পথের শত কাঁটাকে? ♪ 417 01:03:45,426 --> 01:03:50,388 ♪ কেন জটিলতায় জড়াই নিজেকে, ♪ 418 01:03:50,389 --> 01:03:54,604 ♪ আপন করে নিই পথের শত কাঁটাকে? ♪ 419 01:04:02,818 --> 01:04:07,905 ♪ তবুও শেষমেশ ব্যর্থ আমি, ♪ 420 01:04:07,906 --> 01:04:12,869 ♪ ব্যর্থ নিজেকে অনুতাপ থেকে বাঁচাতে ♪ 421 01:04:17,624 --> 01:04:22,754 ♪ কীসের এই অবাধ তাড়না ♪ 422 01:04:22,755 --> 01:04:27,552 ♪ যা আমায় করে তুলছে দিশেহারা? ♪ 423 01:04:33,807 --> 01:04:38,186 আপনি হয়ত ভাবেন আমি সিরিয়াস নই ; হ্যাঁ, আমার অনেক সমস্যা। 424 01:04:38,187 --> 01:04:40,196 সেটা আমি নিজেও মানি। 425 01:04:41,190 --> 01:04:44,990 কিন্তু আমাকে শুবার্ট নিয়ে নিরুৎসাহিত করাটা একদমই উচিৎ হয়নি আপনার। 426 01:04:45,402 --> 01:04:47,278 শুবার্ট আমার ভীষণ প্রিয়। 427 01:04:47,279 --> 01:04:50,700 এমন দিনও যায়, আমাদের প্রথম ক্লাসটার মত, যখন... 428 01:04:57,873 --> 01:05:00,792 রক্ত দেখলেই আমার গা গুলিয়ে আসে। ওর কাছে যাও। 429 01:05:00,793 --> 01:05:02,920 ওর কাছে গিয়ে হিরোগিরি দেখাও। 430 01:05:10,844 --> 01:05:12,770 - কী হয়েছে? - দেখতে দাও। 431 01:05:13,889 --> 01:05:15,221 ডাক্তার ডাকো। 432 01:05:15,516 --> 01:05:19,766 দেখার কিছু নেই এখানে। সবাই এখান থেকে যাও। 433 01:05:59,986 --> 01:06:01,156 এরিকা। 434 01:07:15,135 --> 01:07:16,432 কাম অন। 435 01:07:20,015 --> 01:07:21,265 দাঁড়াও। 436 01:07:21,266 --> 01:07:22,646 কেন? 437 01:07:45,624 --> 01:07:47,336 থামো ! 438 01:07:58,011 --> 01:08:01,646 না থামলে আমি কিন্তু চলে যাবো। 439 01:08:15,404 --> 01:08:17,946 নুনুর দিকে না, আমার দিকে তাকাও। 440 01:08:18,824 --> 01:08:20,449 কোনো শব্দ করবে না। 441 01:08:20,450 --> 01:08:22,958 নড়লে কিন্তু আমি চলে যাবো। 442 01:08:47,853 --> 01:08:49,897 আমি তোমাকে ভালোবাসি। 443 01:08:50,355 --> 01:08:52,364 আমার জীবনে একমাত্র তুমিই… 444 01:08:52,607 --> 01:08:56,444 চুপ না করলে কিন্তু এখান থেকে চলে যাবো। 445 01:08:56,445 --> 01:08:58,738 কষ্ট দিচ্ছ কেন আমাকে? 446 01:10:06,139 --> 01:10:07,640 আমি আর পারছি না। 447 01:10:07,641 --> 01:10:09,816 চুপ করতে বলেছি না ! 448 01:10:10,977 --> 01:10:13,437 করতে থাকো। কাছে আসো। 449 01:10:40,507 --> 01:10:43,180 হ্যাঁ, ঠিক এভাবেই। 450 01:10:43,468 --> 01:10:45,928 করতে থাকো। থেমো না ! 451 01:10:46,847 --> 01:10:49,769 আমার সাথে কী কী করবে, সব তোমাকে জানিয়ে দিবো। 452 01:10:50,725 --> 01:10:54,692 আমার সমস্ত বাসনার কথা কাগজে লিখে দিবো। সময় করে পড়ে নিও। 453 01:10:55,230 --> 01:10:56,856 ভালো লাগেনি? 454 01:10:56,857 --> 01:10:58,984 মাঝপথে থামিয়ে দিতে পারো না তুমি। 455 01:10:59,192 --> 01:11:00,656 অমন কোরো না। 456 01:11:01,486 --> 01:11:04,071 ওটা এখন আর আমার ধরার ইচ্ছা নেই। 457 01:11:04,072 --> 01:11:05,614 থামলে কেন ! 458 01:11:05,615 --> 01:11:07,790 না মানে না ! 459 01:11:14,207 --> 01:11:16,653 আমার গায়ে হাত দিবে না, মিঃ ক্লেমের। 460 01:11:16,877 --> 01:11:19,336 নয়ত এটাই আমাদের শেষ দেখা। 461 01:11:21,840 --> 01:11:24,596 খুব বাজে একটা কাজ করলে তুমি। 462 01:11:25,469 --> 01:11:27,679 কষ্ট দিচ্ছ তুমি আমাকে ! 463 01:11:28,013 --> 01:11:29,891 খারাপ লাগছে তোমার জন্য। 464 01:11:40,942 --> 01:11:42,443 অনেক হয়েছে। 465 01:11:42,444 --> 01:11:45,117 বোকামি করে বিষয়টাকে জটিল কোরো না আর। 466 01:11:58,627 --> 01:12:00,671 তোমাকে আমি আর ছুঁবো না। 467 01:12:04,007 --> 01:12:06,680 আমি চাই তুমি এভাবেই থাকো। 468 01:12:09,179 --> 01:12:11,140 আমার দিকে ফিরে ! 469 01:12:17,395 --> 01:12:19,356 ওটা ভিতরে ঢুকিয়ো না। 470 01:12:26,780 --> 01:12:29,287 আমি কোনো বোকামি করিনি। 471 01:12:29,783 --> 01:12:31,495 বোকামি তুমি করছ আসলে। 472 01:12:33,078 --> 01:12:36,413 একটা ছেলের সাথে কী করা যায় আর কী করা যায় না, সেটা জানা উচিৎ তোমার। 473 01:12:36,414 --> 01:12:38,340 - মাগী কোথাকার ! - চুপ করো ! 474 01:12:39,334 --> 01:12:41,924 মজা শুধু তুমি নিতে পারো না। 475 01:12:43,672 --> 01:12:45,383 যদি ভেবে থাকো… 476 01:12:47,384 --> 01:12:48,965 দাঁড়াও। 477 01:12:51,137 --> 01:12:53,265 আর নড়বো না, কথা দিলাম। 478 01:12:53,556 --> 01:12:55,482 একটা শব্দও করবো না। 479 01:14:17,432 --> 01:14:22,987 তোমাকে চিঠির মাধ্যমে সমস্ত নির্দেশনা জানিয়ে দিবো। 480 01:14:23,480 --> 01:14:26,319 সরাসরি দেখা করে অথবা ফোনেও জানিয়ে দিতে পারি। 481 01:14:29,569 --> 01:14:31,827 এবার ওটা ভিতরে ঢোকাও। 482 01:14:33,073 --> 01:14:34,868 আমার দিকে ফিরে। 483 01:15:32,549 --> 01:15:34,926 একটু হাসতে তো পারো। 484 01:15:36,386 --> 01:15:37,849 হাসো। 485 01:15:38,430 --> 01:15:41,352 এত সিরিয়াস হলে কি চলে, সুন্দরী ! 486 01:16:02,370 --> 01:16:05,542 পরেরবার আরও ভালো হবে। কথা দিলাম। 487 01:16:08,001 --> 01:16:10,627 গাইতে গাইতে গায়েন। 488 01:16:13,089 --> 01:16:17,217 অন্তত ২ মাস লাগবে ; তাও পুরোপুরি সারবে না। 489 01:16:17,218 --> 01:16:19,429 সত্যিই দুঃখজনক। 490 01:16:20,054 --> 01:16:24,484 সে কিন্তু আসলেই দারুণ বাজায়। ভালো করার চেষ্টা থাকে তার। 491 01:16:24,684 --> 01:16:28,983 গতকালের রিহার্সালেও দারুণ করেছে সে; কিন্তু তারপরই যা ঘটার ঘটল। 492 01:16:31,357 --> 01:16:36,279 নিজেকে সামলান। আপনি এভাবে ভেঙ্গে পড়লে অ্যানা'র কী হবে? 493 01:16:38,990 --> 01:16:41,331 আপাতত আমাদের অপেক্ষা করতে হবে। 494 01:16:42,035 --> 01:16:44,119 সে তার বাম হাত নিয়ে যেন হেলাফেলা না করে। 495 01:16:44,120 --> 01:16:46,413 ওই হাতে আরও বেশি চর্চা দরকার তার। 496 01:16:46,414 --> 01:16:48,665 আজীবন তাকে এই কলংক বয়ে বেড়াতে হবে। 497 01:16:48,666 --> 01:16:51,710 এই বিকৃত হাত নিয়ে কীভাবে পিয়ানিস্ট হবে সে ! 498 01:16:51,711 --> 01:16:56,630 সে তো আহামরি সুন্দরও না। তার প্রতিভাই ছিল তার একমাত্র বিশেষত্ব। 499 01:16:56,633 --> 01:16:59,140 এই দিন দেখার জন্যই কি এত খাটলাম আমরা? 500 01:16:59,594 --> 01:17:01,888 খাটুনি তো সে করেছে। 501 01:17:02,889 --> 01:17:04,348 জি? 502 01:17:04,349 --> 01:17:07,768 আপনি বললেন যে আপনারা খেটেছেন। কিন্তু যা খাটার সে তো অ্যানাই খেটেছে। 503 01:17:07,769 --> 01:17:09,730 তা তো বটেই। 504 01:17:10,647 --> 01:17:12,523 কার এমন শত্রুতা তার সাথে? 505 01:17:12,524 --> 01:17:17,912 পুলিশ বলল নিশ্চয়ই অন্য কোনো স্টুডেন্ট হিংসার বশে কাজটা করছে। 506 01:17:19,864 --> 01:17:24,369 মানুষ কতটা খারাপ হলে এমন কাজ করে, ভাবতে পারেন? 507 01:17:25,161 --> 01:17:28,705 সে তো ভীষণ অন্তর্মুখী। তেমন কোনো বন্ধুবান্ধবও নেই তার। 508 01:17:28,706 --> 01:17:31,415 দোষীকে খুঁজে বের করা হবে। 509 01:17:31,793 --> 01:17:34,545 যে কাজটা করেছে, তার হাত দুটো কেটে ফেলা দরকার। 510 01:17:34,546 --> 01:17:39,508 আমার ক্লাসের সময় হয়ে গেছে। আপনাকে এখন যেতে হবে। 511 01:17:39,509 --> 01:17:43,179 অ্যানাকে বলবেন যেন সুস্থ হলে এসে দেখা করে। 512 01:17:48,810 --> 01:17:51,353 তাকে বাম হাতের ব্যাপারে সতর্ক করে দিয়েন। 513 01:17:51,688 --> 01:17:54,740 অবশ্যই। অসংখ্য ধন্যবাদ আপনাকে। 514 01:17:54,857 --> 01:17:57,693 সে অবশ্যই আসবে। সে খুব ভক্ত আপনার। 515 01:17:57,694 --> 01:17:59,868 ভরসা রাখুন, মিসেস শোবের। 516 01:18:01,990 --> 01:18:04,829 অ্যানার বদলে কে পারফর্ম করবে? 517 01:18:05,410 --> 01:18:07,119 কেউ না। 518 01:18:07,120 --> 01:18:09,828 এত কম সময়ে কোনো স্টুডেন্টই সেটা পারবে না। 519 01:18:10,248 --> 01:18:13,633 উনারা আমাকে জোর করেছেন যেন গায়কের খাতিরে কাজটা করি। 520 01:18:13,918 --> 01:18:16,518 খুব ভালো হলো তাহলে। অ্যানা শুনে খুশি হবে। 521 01:18:16,519 --> 01:18:17,528 আসি, প্রফেসর। 522 01:19:37,543 --> 01:19:38,674 থামো। 523 01:19:46,386 --> 01:19:48,145 প্রথম পাতায় যাও। 524 01:19:55,019 --> 01:19:58,654 নিজের মত করেই বাজিয়ে যাচ্ছ। কী লেখা এখানে? 525 01:19:59,816 --> 01:20:02,524 - 'পিয়ানো'। - হ্যাঁ। এরপর? 526 01:20:04,195 --> 01:20:05,278 'ফোর্তে-পিয়ানো'। 527 01:20:05,279 --> 01:20:06,494 এরপর? 528 01:20:06,656 --> 01:20:07,489 'পিয়ানিসিমো'। 529 01:20:07,490 --> 01:20:08,991 এরপর 'দিমিনুয়েন্দো', 530 01:20:08,992 --> 01:20:11,034 এরপর 'মেজ-ফোর্তে', 'ফোর্তে', 531 01:20:11,035 --> 01:20:13,662 'ফোর্তিসিমো', 'স্ফোর্জাতিসিমো'। 532 01:20:13,663 --> 01:20:17,748 শুবার্টের সংগীতের ভাষা সম্পর্কে কোনো ধারণা নেই তোমার। 533 01:20:18,334 --> 01:20:22,300 যেটাতে পটু নও, সেটা করার দরকার নেই। তুমি বরং ক্লেমেন্তি বাজাও। 534 01:20:22,547 --> 01:20:25,802 শুবার্ট কিন্তু বেশ কুচ্ছিত ছিলেন। জানতে সেটা? 535 01:20:26,592 --> 01:20:29,482 তুমি যেই সুদর্শন, তাতে কোনোকিছুতে তোমার কিছু আসা-যাওয়ার কথা না। 536 01:20:29,512 --> 01:20:32,565 আমাদের সম্পর্কটাকে এভাবে নষ্ট করছ কেন? 537 01:20:37,061 --> 01:20:40,280 - সংগীতের নিয়ম না মানলে… - কেন তোমার দিকে তাকাতে পারছি না, জানো? 538 01:20:40,565 --> 01:20:45,243 কারণ তখন তোমার ঘাড়ে চুমু দেয়ার লোভ সামলাতে পারবো না আমি। 539 01:20:46,362 --> 01:20:48,988 তোমার ঘাড়ে চুমু খাই? 540 01:21:10,720 --> 01:21:13,144 পানি এনে দিবো? 541 01:21:34,160 --> 01:21:35,872 ধন্যবাদ। 542 01:21:37,163 --> 01:21:39,338 কখন দেখা করবো তোমার সাথে? 543 01:21:40,458 --> 01:21:42,502 ফোনে কথা হবে আমাদের। 544 01:21:43,252 --> 01:21:45,879 এই উইকেন্ডে আমার সাথে ঘুরতে চলো। শুধু তুমি আর আমি। 545 01:21:45,880 --> 01:21:48,298 পারবো না ; মা'কে নিয়ে বাইরে যেতে হবে। 546 01:21:48,299 --> 01:21:49,758 যাওয়া লাগবে না। 547 01:21:49,759 --> 01:21:52,218 মা'র কথা ভুলে যাও। আমাদের কথা ভাবো। 548 01:21:52,386 --> 01:21:54,304 কত সময়ই না নষ্ট করেছি আমরা ! 549 01:21:54,305 --> 01:21:57,642 সেজন্যই কি আমাকে এখন তার খেসারত দিতে হবে? 550 01:21:58,267 --> 01:22:01,144 জান ! সবসময় অন্যের চিন্তা করা থামাও ; 551 01:22:01,145 --> 01:22:03,735 এত চিন্তা, এত সংকোচ করে কী লাভ ! 552 01:22:04,524 --> 01:22:08,241 এত নিয়মের বাণী ঝেড়ে নিজেই এখন মা'র জন্য আমাকে ঠকাচ্ছ। 553 01:22:08,486 --> 01:22:12,155 একটু বেপরোয়া হলে কোনো ক্ষতি নেই। অনুভূতিকে ডানা মেলতে দাও একটাবার। 554 01:22:12,156 --> 01:22:14,249 গায়ে পড়ছ কেন এত ! 555 01:22:19,330 --> 01:22:21,374 তুমি নার্ভাস, একারণেই তুমি কাশছ। 556 01:22:21,541 --> 01:22:24,543 কোনো ফিলিংস নেই আমার। এটা যেন মাথায় থাকে। 557 01:22:24,544 --> 01:22:27,881 কখনও যদি হয়ও, অন্তত কোনো বোকামি করবো না আমি। 558 01:22:29,757 --> 01:22:32,181 এত ভয় পেলে ভালবাসবো কী করে ! 559 01:22:33,886 --> 01:22:36,974 তোমার মত তোমার চিঠিটাও কি ভীতু? 560 01:22:41,144 --> 01:22:43,022 ধরবে না ! 561 01:22:43,354 --> 01:22:44,900 এখন না। 562 01:22:46,399 --> 01:22:48,657 যখন একা থাকবে, তখন পড়বে। 563 01:22:51,320 --> 01:22:53,572 এবার শুবার্ট বাজানো শুরু করো। 564 01:22:53,573 --> 01:22:56,412 এই রুমে সংগীত ছাড়া আর কিছু হবে না। 565 01:23:12,300 --> 01:23:13,929 'পিয়ানো'। 566 01:23:15,845 --> 01:23:19,063 ব্রাম্‌স-এর ভাষায় "কন ইন্তিমিসিমো সেন্তিমেন্তো''। 567 01:24:21,994 --> 01:24:24,162 পাগল নাকি? কী করছ এসব? 568 01:24:24,163 --> 01:24:25,997 আমি তোমাকে ফলো করেছি। 569 01:24:25,998 --> 01:24:28,041 ফোন করবো বলেছি তো একবার। 570 01:24:28,042 --> 01:24:31,545 এভাবে আমার মাথা আউলে দিয়ে তুমি ভেগে যেতে পারো না। 571 01:24:32,171 --> 01:24:34,255 তোমার মাথা আউলে দিচ্ছি? 572 01:24:34,256 --> 01:24:38,472 এমন কোথাও চলো যেখানে প্রাইভেটে কথা বলা যাবে। 573 01:24:40,763 --> 01:24:42,938 চিঠিটা কি পড়েছ? 574 01:24:43,391 --> 01:24:46,479 চিঠি-ফিঠি চাই না আমি। আমি তোমার সাথে কথা বলতে চাই ! 575 01:24:49,230 --> 01:24:51,440 তুমি এখন এখান থেকে যাও। 576 01:24:53,317 --> 01:24:56,027 ভালোবাসার মানুষকে উত্যক্ত করতে হয় না। 577 01:24:56,028 --> 01:24:58,785 সেটা বোঝার মত বয়স তোমার হয়েছে। 578 01:24:59,156 --> 01:25:01,241 আমার অনুভূতির কদর করে থাকলে, যাও। 579 01:25:01,242 --> 01:25:04,663 কাল তোমাকে ফোন করে ডেট ঠিক করে নিবো। ঠিক আছে? 580 01:25:05,204 --> 01:25:07,332 - মাথা থেকে টুপিটা সরাও। - কী? 581 01:25:40,740 --> 01:25:42,407 শুভ সন্ধ্যা। 582 01:25:42,408 --> 01:25:45,580 মিঃ ক্লেমের-এর সাথে আমার কিছু দরকারি বিষয়ে কথা আছে। 583 01:25:46,245 --> 01:25:48,503 কী বলতে চাচ্ছিস? 584 01:25:48,706 --> 01:25:51,794 তোমাকে বিরক্ত করবো না আমরা। আমরা আমার রুমে কথা বলবো। 585 01:25:52,043 --> 01:25:53,458 এসো। 586 01:25:54,420 --> 01:25:55,634 এক্সকিউজ মি। 587 01:25:55,963 --> 01:25:58,715 রুমে ঢোকার চেষ্টা করলে পরিণতি কিন্তু ভালো হবে না। 588 01:25:58,716 --> 01:26:01,843 বাসায় তো কোনো খাবারও নেই। মেহমান আসবে আগে বলবি না ! 589 01:26:01,844 --> 01:26:04,897 কষ্ট করা লাগবে না ; আমি খেয়ে এসেছি। 590 01:26:55,106 --> 01:26:57,067 আগে চিঠিটা পড়ো। 591 01:27:02,404 --> 01:27:04,081 চিঠিটা এনেছ তো সাথে? 592 01:27:06,408 --> 01:27:08,786 এনে থাকলে পড়ো, প্লিজ। 593 01:27:09,161 --> 01:27:11,206 আর কত জ্বালাবে আমাকে? 594 01:27:11,580 --> 01:27:14,419 এত কষ্ট করে চিঠি লিখতে গেলে কেন ! 595 01:27:14,708 --> 01:27:16,919 চিঠির তো কোনো কাজ নেই এখানে। 596 01:27:17,461 --> 01:27:19,755 এখানে তো আমরা অন্তরঙ্গ সময় কাটাতে এসেছি। 597 01:27:21,215 --> 01:27:23,424 এত ভয় পেয়ো না। 598 01:27:23,425 --> 01:27:26,846 তুমি যা চাও, আমিও তাই-ই চাই। কিন্তু চিঠিটা আগে পড়ো। 599 01:27:32,518 --> 01:27:35,025 এজন্যই কি দরজা বন্ধ করলাম? 600 01:27:35,563 --> 01:27:36,777 হয়তোবা। 601 01:27:37,963 --> 01:27:38,857 এরিকা। 602 01:27:39,316 --> 01:27:40,780 প্লিজ ! 603 01:27:43,154 --> 01:27:46,037 তোমার এই ছেলেমানুষি আর কতক্ষণ যে সহ্য করতে হবে ! 604 01:27:58,836 --> 01:28:00,168 ভারী আছে। 605 01:28:01,797 --> 01:28:04,055 ওখানে বসো, প্লিজ। 606 01:29:30,386 --> 01:29:33,972 "আমি হাতজোড় করলে, আমার বাঁধনটা শক্ত করে দিও, প্লিজ।'' 607 01:29:34,848 --> 01:29:38,565 ''বেল্টটা ভালো করে বেঁধে দিও।'' 608 01:29:39,144 --> 01:29:41,271 "যত টাইট হবে, তত ভালো।'' 609 01:29:41,272 --> 01:29:45,440 "এরপর আমার মুখে একগুচ্ছ কাপড় গুঁজে দিও।'' 610 01:29:47,486 --> 01:29:53,041 "শক্ত করে গুঁজে দিও, যেন আমি একটা শব্দও না করতে পারি।'' 611 01:29:55,202 --> 01:29:57,994 "এরপর, দয়া করে আমার চোখের বাঁধনটা খুলে দিও, 612 01:29:58,372 --> 01:30:01,246 আর আমার মুখের ওপর বসে পোড়ো, 613 01:30:02,584 --> 01:30:05,503 আর আমার পেটে ঘুষি মেরো, 614 01:30:05,504 --> 01:30:09,139 যাতে আমি তোমার পিছনটা চাটতে বাধ্য হই।" 615 01:30:31,697 --> 01:30:33,955 তুমি কি সিরিয়াস? 616 01:30:36,410 --> 01:30:38,704 মজা নিচ্ছ আমার সাথে? 617 01:30:41,206 --> 01:30:43,132 কোনো সুস্থ মানুষ চড় খেতে চায়? 618 01:31:04,021 --> 01:31:06,189 "মনেপ্রাণে আমি এটাই চাই। 619 01:31:06,190 --> 01:31:09,525 যেন হাত-পা পিছনে বাঁধা থাকে ; 620 01:31:09,526 --> 01:31:12,195 আমায় যেন বন্দী রাখা হয় আমার মায়ের বেডরুমের পাশের ঘরে ; 621 01:31:12,196 --> 01:31:16,407 কিন্তু আমি রবো তার ধরাছোঁয়ার বাইরে, আমার বেডরুমের দরজার পিছনে, 622 01:31:16,408 --> 01:31:18,251 পরদিন সকাল পর্যন্ত।'' 623 01:31:19,078 --> 01:31:22,249 "মা'কে নিয়ে ভাবতে হবে না। সেটা আমার মাথাব্যথার বিষয়।'' 624 01:31:23,540 --> 01:31:27,043 "অ্যাপার্টমেন্টের সবকটা রুমের চাবি নিয়ে তোমার কাছে রেখে দিও।'' 625 01:31:27,044 --> 01:31:29,379 "একটাও এখানে ফেলে রেখো না।" 626 01:31:29,380 --> 01:31:32,349 তোমার লেখার মাথামুণ্ডু কিছুই বুঝতে পারছি না। 627 01:31:41,433 --> 01:31:45,946 সাধু না সেজে এই ছাইপাঁশের ব্যাখ্যা দাও অন্তত। 628 01:32:04,706 --> 01:32:08,708 "আমি যদি তোমার কোনো কথার অবাধ্য হই, 629 01:32:09,002 --> 01:32:11,545 আমায় মেরো, প্লিজ ; 630 01:32:11,714 --> 01:32:14,766 ''ইচ্ছামত মেরো আমার মুখে।'' 631 01:32:17,928 --> 01:32:20,638 "জিজ্ঞেস কোরো, কেন আমি কেঁদে মাকে ডাকছি না 632 01:32:20,639 --> 01:32:23,808 বা কেন কোনো প্রতিবাদ করছি না।'' 633 01:32:23,809 --> 01:32:26,436 "বেশি বেশি করে আমায় শাসন কোরো, 634 01:32:26,437 --> 01:32:30,857 যেন নিজেকে অসহায় মনে হয় আমার।'' 635 01:32:30,858 --> 01:32:33,068 কী হচ্ছে ভিতরে? 636 01:32:33,318 --> 01:32:35,653 দরজা খোলো ! সিন্দুকটা সরাও। 637 01:32:35,654 --> 01:32:37,829 উনাকে ভিতরে ঢুকাবে না? 638 01:32:37,948 --> 01:32:40,283 তুমি কি চাও আমি উনার সামনে তোমাকে মারি? 639 01:32:40,284 --> 01:32:43,661 শান্ত হও ! চুপচাপ টিভি দ্যাখো ! 640 01:32:43,662 --> 01:32:45,705 না খুললে খবর আছে তোর। 641 01:32:45,706 --> 01:32:47,039 ঝামেলা কোরো নাতো ! 642 01:32:47,040 --> 01:32:48,586 খুব ভালো ! 643 01:32:55,674 --> 01:32:58,342 এই ছেলে, তোমার মধ্যে কি কোনো ভদ্রতা নেই? 644 01:32:58,343 --> 01:33:00,761 তোমার নিজের বাড়ি নাকি এটা ! 645 01:33:00,762 --> 01:33:03,305 এত সাহস কোত্থেকে আসে তোমার ! 646 01:35:24,740 --> 01:35:26,665 তুমি কি রাগ হয়েছ আমার ওপর? 647 01:35:29,369 --> 01:35:31,462 আশা করি হওনি। 648 01:35:32,456 --> 01:35:35,295 জানি লেখাটা বেশি ভালো হয়নি। 649 01:35:36,043 --> 01:35:38,502 আমি তো পিয়ানো বাজাই ; কবিতা লিখি না। 650 01:35:41,882 --> 01:35:45,267 ভালোবাসার জন্য অপ্রিয় অনেক কাজই করতে হয়। 651 01:35:48,972 --> 01:35:52,108 ভেবে দেখো ব্যাপারটা। আমার ফোন নম্বর তো আছে তোমার কাছে। 652 01:35:56,980 --> 01:36:00,235 যেমনটা বললাম, তুমি যা চাও, আমিও তাই-ই চাই। 653 01:36:01,902 --> 01:36:03,946 যা যা লাগবে, সব আছে আমার কাছে। 654 01:36:07,741 --> 01:36:10,498 তুমি তোমার মত সময় নাও। 655 01:36:18,919 --> 01:36:20,880 কথা বলবে না আমার সাথে? 656 01:36:27,260 --> 01:36:29,638 আমি কি তোমার গা গুলিয়ে দিচ্ছি? 657 01:36:31,765 --> 01:36:34,059 কিছু করার নেই। 658 01:36:35,060 --> 01:36:38,315 মার খাওয়ার আমার এই তীব্র বাসনা অনেক আগে থেকেই আছে। 659 01:36:45,153 --> 01:36:47,364 তোমার মত কারোরই অপেক্ষায় ছিলাম আমি। 660 01:36:51,326 --> 01:36:54,462 চিঠিতে যা যা লিখেছি সব সত্যি। তুমি নিজেও জানো সেটা। 661 01:36:57,416 --> 01:36:59,793 এখন থেকে, তুমি আমাকে অর্ডার দিবে। 662 01:37:03,255 --> 01:37:06,841 এখন থেকে, তুমি ঠিক করবে আমি কী পরবো। 663 01:37:07,134 --> 01:37:09,973 তোমার কোন কালার পছন্দ কখনও তো বলোনি। 664 01:37:14,683 --> 01:37:17,309 কথা বলবে না আমার সাথে? রেগে আছ? 665 01:37:22,691 --> 01:37:24,700 কিছু তো বলো। 666 01:37:26,945 --> 01:37:28,527 তুমি অসুস্থ। 667 01:37:29,406 --> 01:37:31,331 ডাক্তার দেখাও তুমি। 668 01:37:43,462 --> 01:37:45,886 আমাকে মারতে চাইলে মারো। 669 01:37:48,925 --> 01:37:51,385 আমি আমার হাত নোংরা করবো না। 670 01:37:52,763 --> 01:37:56,314 তুমি এতটাই নোংরা যে গ্লাভ্‌স পরেও কেউ ছুঁবে না তোমায়। 671 01:38:06,401 --> 01:38:08,695 সত্যি সত্যি ভালোবেসেছিলাম তোমাকে। 672 01:38:10,363 --> 01:38:12,787 তুমি নিজেও জানো না তুমি কতটা অসুস্থ। 673 01:38:14,534 --> 01:38:16,911 এখানে থাকতেও অস্বস্তি লাগছে আমার। 674 01:38:21,374 --> 01:38:22,874 বাদ দাও। 675 01:38:39,518 --> 01:38:42,269 এরপর স্প্যানিশদের সাথে তারা উত্তর আমেরিকায় এলো। 676 01:38:42,270 --> 01:38:45,525 সেখানে তাদের মুক্ত চলাফেরা থেকেই বিখ্যাত 'মুস্তাং' বাহিনীর জন্ম হয়। 677 01:38:46,024 --> 01:38:50,453 আধুনিক কাউবয়দের সবচেয়ে নির্ভরযোগ্য সঙ্গী হচ্ছে এই ঘোড়া। 678 01:38:50,570 --> 01:38:54,323 এই সমস্ত ঘোড়া খুব দ্রুতগতিসম্পন্ন এবং কষ্টসহিষ্ণু। 679 01:39:33,196 --> 01:39:35,704 লজ্জা-শরম বলতে কিছু নেই তোর। 680 01:39:39,369 --> 01:39:41,793 কী করলি ছেলেটার সাথে? 681 01:39:44,791 --> 01:39:47,049 সে কি এখনও আছে তোর রুমে? 682 01:39:48,879 --> 01:39:51,053 থাকলেও অবাক হবো না। 683 01:39:53,133 --> 01:39:55,426 এখন আর কোনোকিছুতে অবাক হই না। 684 01:40:04,060 --> 01:40:07,950 কিন্তু তোর যে বয়স, আমি বাঁধা দেয়ার কোনো ক্ষমতা রাখি না। 685 01:40:17,365 --> 01:40:18,662 বিশ্বাস হচ্ছে না। 686 01:40:21,411 --> 01:40:23,918 এত কিছু ত্যাগ দিলাম কি এই দিন দেখার জন্য ! 687 01:40:26,207 --> 01:40:28,881 এই প্রতিদান দিলি আমার ত্যাগের ! 688 01:40:36,009 --> 01:40:38,469 তুই তোর মত চালিয়ে যা। 689 01:40:38,470 --> 01:40:42,056 চাইলে দেহব্যবসাও শুরু করতে পারিস এখানে। 690 01:40:43,433 --> 01:40:46,190 মানুষ কে কী বলল কিচ্ছু ভাবতে হবে না ! 691 01:40:46,728 --> 01:40:49,021 তোর যা মর্জি, তা-ই কর ! 692 01:40:49,022 --> 01:40:50,817 আমি তোমাকে ভালোবাসি। 693 01:40:52,359 --> 01:40:55,198 থাম বলছি ! পাগল নাকি তুই? 694 01:41:00,617 --> 01:41:03,827 কি নোংরামি শুরু করলি ! পাগল হয়ে গেছিস তুই ! 695 01:41:03,828 --> 01:41:06,664 চুপ করো। তোমাকে আমি ভালোবাসি। 696 01:41:06,665 --> 01:41:08,757 আমিও তোকে ভালোবাসি। 697 01:41:10,919 --> 01:41:13,378 কিন্তু এবার একটু থাম। 698 01:41:14,965 --> 01:41:16,724 তুই একটা উন্মাদ ! 699 01:42:02,012 --> 01:42:03,771 আস্ত একটা উন্মাদ তুই। 700 01:42:05,598 --> 01:42:07,809 তোর মাথা খারাপ হয়ে গেছে। 701 01:42:20,238 --> 01:42:22,413 ঘুমা এখন। 702 01:42:25,577 --> 01:42:28,499 দুর্বল হয়ে পড়িস না। 703 01:42:30,915 --> 01:42:35,546 তুই কাল পারফর্ম কর বা না-ই কর, প্রস্তুতি নিয়ে রাখা ভালো। 704 01:42:36,963 --> 01:42:39,802 প্রোগ্রামে অনেক বড় বড় শিল্পীরাও আসবে। 705 01:43:11,456 --> 01:43:14,248 তোমার বাল বের হয়ে আছে। 706 01:44:37,500 --> 01:44:39,293 একটু কথা বলা যাবে? 707 01:44:39,294 --> 01:44:41,552 কে যেন তোর সাথে দেখা করতে এসেছে। 708 01:44:44,549 --> 01:44:47,092 তোর ছোট বোন নাকি? 709 01:44:47,093 --> 01:44:49,138 চলে যেয়েন না ; ও আসছে। 710 01:44:59,856 --> 01:45:02,196 - কী চাও তুমি? - তোমার সাথে কথা বলতে। 711 01:45:03,234 --> 01:45:04,733 বলো, শুনছি। 712 01:45:05,695 --> 01:45:07,787 এখানে বলতে পারবো না। 713 01:45:09,199 --> 01:45:10,780 ওখানে চলো। 714 01:45:14,787 --> 01:45:17,247 আমার খোঁজ পেলে কীভাবে? 715 01:45:19,209 --> 01:45:20,624 ওখানে। 716 01:45:21,461 --> 01:45:22,841 ভিতরে যাও। 717 01:45:31,054 --> 01:45:33,513 আমায় মাফ করে দাও। 718 01:45:34,098 --> 01:45:38,860 বোকামি করে ফেলছি। তোমাকে এমন মুশকিলে ফেলাটা উচিৎ হয়নি আমার। 719 01:45:40,939 --> 01:45:43,695 আমাদের আসলেই আগে কথা বলে নেয়া উচিৎ ছিল। 720 01:45:54,202 --> 01:45:56,080 মাফ করে দাও আমায়। 721 01:46:00,667 --> 01:46:02,167 কী করছ এসব? 722 01:46:02,168 --> 01:46:04,794 থামো। ওঠো এবার। 723 01:46:05,213 --> 01:46:06,379 আসো। 724 01:46:08,132 --> 01:46:09,844 আসো, আমরা এক হয়ে যাই। 725 01:46:10,885 --> 01:46:13,428 - আমাকে ভালোবাসো না তুমি? - তুমি পাগল হয়ে গেছ। 726 01:46:15,098 --> 01:46:17,605 আসো। তোমাকে ভালোবাসতে দাও। 727 01:46:18,685 --> 01:46:21,690 আমি আর কখনোই অমন কিছু লিখবো না। 728 01:46:22,063 --> 01:46:24,820 তোমার কথামত চলবো, ঠিক আছে? 729 01:46:26,317 --> 01:46:29,611 যে কেউ চলে আসতে পারে। পাগলামি কোরো না। 730 01:46:29,612 --> 01:46:31,491 ওঠো। 731 01:46:38,454 --> 01:46:40,582 দাঁড়াও, আমাকে খুলতে দাও। 732 01:46:41,249 --> 01:46:43,459 আমি খুলছি তো। 733 01:47:07,567 --> 01:47:09,609 এখানে পারবো না। 734 01:47:09,610 --> 01:47:11,157 থামো। এখানে না। 735 01:47:12,155 --> 01:47:15,029 - কী আসে যায় তাতে ! - আমি এখানে পারবো না। 736 01:47:18,911 --> 01:47:20,996 আমি জানি, তুমি চাও না আমরা বিপদে পড়ি ; 737 01:47:20,997 --> 01:47:24,631 কিন্তু আমরা ধরা খেলাম কি খেলাম না, তাতে আমার কিছু আসে যায় না। 738 01:47:25,835 --> 01:47:27,417 আমি তোমাকে ভালোবাসি। 739 01:47:44,771 --> 01:47:46,482 আমিও তোমাকে ভালোবাসি। 740 01:48:02,246 --> 01:48:03,413 আসো। 741 01:48:16,052 --> 01:48:17,764 আমাকে একটু সাহায্য করো। 742 01:48:51,212 --> 01:48:54,300 - অবিশ্বাস্য। - আমি দুঃখিত। 743 01:48:57,093 --> 01:48:58,972 ওদিকে তাকাও। 744 01:49:02,348 --> 01:49:04,476 ওদিকে তাকাও। 745 01:49:23,244 --> 01:49:25,288 আমাকে নিশ্চয়ই ঘেন্না হয় তোমার। 746 01:49:25,621 --> 01:49:27,956 - মেয়েদের মধ্যে তুমিই প্রথম বমি করলে। - সরি। 747 01:49:27,957 --> 01:49:30,500 জানি না কেন এমন হলো। 748 01:49:35,173 --> 01:49:36,968 সব ধুয়ে ফেলেছি। 749 01:49:41,929 --> 01:49:43,641 দ্যাখো, একদম পরিষ্কার। 750 01:49:44,765 --> 01:49:46,395 নবজাত শিশুর মত। 751 01:49:47,810 --> 01:49:49,895 বাইরেও, ভিতরেও। 752 01:49:49,896 --> 01:49:52,485 সব তোমার অবদান, জান। 753 01:49:53,483 --> 01:49:56,072 তুমি কি চাও আমি তোমাকে জান ডাকি? 754 01:49:56,235 --> 01:49:58,320 তুমি পারোও বটে। 755 01:49:58,321 --> 01:50:00,413 আরেকটু ধৈর্য ধরো। 756 01:50:00,490 --> 01:50:04,575 আস্তে আস্তে তোমাকে আরও নাম দিবো ; তোমার পছন্দের সব খেলা খেলবো। 757 01:50:05,703 --> 01:50:07,831 তুমি কি জানো তোমার থেকে কত গন্ধ করছে? 758 01:50:09,582 --> 01:50:13,752 এত বেশি গন্ধ করছে যে কেউ জীবনেও তোমার ধারেকাছে আসতে চাইবে না। 759 01:50:13,753 --> 01:50:17,968 গন্ধটা দূর না হওয়া পর্যন্ত এই শহরে থাকার দরকার নেই তোমার। 760 01:50:19,258 --> 01:50:23,761 খালি আমার ধোন চুষে বমি করার পর না, চেষ্টা করবে নিয়মিত কুলকুচি করার। 761 01:51:10,685 --> 01:51:12,065 কে বাইরে? 762 01:51:12,144 --> 01:51:13,275 দরজা খোলো। 763 01:51:14,772 --> 01:51:17,196 - এখনই খোলো ! - কেন এসেছ? 764 01:51:18,317 --> 01:51:20,113 দরজা খুলতে বলেছি না ! 765 01:51:22,822 --> 01:51:25,198 চুপ করো ! সারা বিল্ডিংয়ের মানুষ জেগে যাবে। 766 01:51:25,199 --> 01:51:26,781 দাঁড়াও, খুলছি। 767 01:51:32,456 --> 01:51:34,416 অমনটা আর করবে না, বুঝলে? 768 01:51:34,417 --> 01:51:37,209 - কী বলতে চাচ্ছ? - ঢং চুদাতে এসো না ! 769 01:51:38,421 --> 01:51:40,346 একটু আগেই, 770 01:51:41,340 --> 01:51:43,515 আমি তোমার বিল্ডিঙয়ের নিচে দাঁড়িয়ে 771 01:51:44,302 --> 01:51:47,762 হাত মারছিলাম। এবার কি তুমি খুশি? 772 01:51:47,763 --> 01:51:50,852 তুমি কি… এটাই চাও? 773 01:51:52,101 --> 01:51:54,975 তুমি একটা ডাইনী ! একটা বিকৃত মস্তিষ্কের মানুষ ! 774 01:51:57,023 --> 01:52:00,442 তুমি তোমার রোগ সবার মধ্যে ছড়িয়ে দিতে চাও, তাই না? 775 01:52:00,443 --> 01:52:02,152 - আমার মধ্যে ছড়াতে পারবে না ! - মাফ চেয়েছি তো। 776 01:52:02,153 --> 01:52:04,362 তোমার মাফের গুষ্ঠি চুদি ! 777 01:52:04,363 --> 01:52:06,948 গতরাতে জ্বালিয়ে মন ভরেনি? 778 01:52:06,949 --> 01:52:10,702 প্রতিরাতেই কি তুমি আসবে? চিল্লাপাল্লা করে বাড়ি মাথায় তুলছ যে। 779 01:52:11,203 --> 01:52:12,579 ঘুমোতে যান ! 780 01:52:12,580 --> 01:52:13,877 ওয়াল্টার, প্লিজ। 781 01:52:14,582 --> 01:52:17,167 - বেড়িয়ে যাও ! - যাও তো এখান থেকে ! 782 01:52:17,168 --> 01:52:18,919 এটা কি তুমি চাওনি? 783 01:52:18,920 --> 01:52:20,211 দাঁড়াও, তোমার বন্দোবস্ত করছি। 784 01:52:20,212 --> 01:52:22,969 পুলিশই তোমাকে শায়েস্তা করবে। 785 01:52:23,674 --> 01:52:26,051 আপনি নাক গলাতে কেন এসেছেন ! 786 01:52:31,349 --> 01:52:33,108 মা'র কথা ভুলে যাও। 787 01:52:33,392 --> 01:52:36,101 আমাদের হাতে সময় আছে। সারাটা রাত পড়ে আছে। 788 01:52:41,108 --> 01:52:43,651 আমাদের কথায় ফিরে আসি। 789 01:52:44,362 --> 01:52:47,782 এটাই কি চেয়েছিলে তুমি? 790 01:52:49,033 --> 01:52:50,912 তাহলে কী চাও তুমি? 791 01:52:51,243 --> 01:52:52,577 খবর আছে তোমার। 792 01:52:52,578 --> 01:52:56,039 মেয়েমানুষ বলে কি যা খুশি তা-ই করবে আমাদের সাথে ! 793 01:52:56,040 --> 01:52:57,254 ছেঁড়ে দাও আমাকে। 794 01:53:00,753 --> 01:53:02,465 অবিশ্বাস্য ! 795 01:53:03,839 --> 01:53:06,429 এই রুমে দেখি চাবি আছে। 796 01:53:06,842 --> 01:53:07,634 খোলো বলছি ! 797 01:53:07,635 --> 01:53:10,509 আপনার মেয়ের রুমেও লকের ব্যবস্থা করতে পারেন তো। 798 01:53:13,265 --> 01:53:15,226 উনাকে আমি সামলে নিয়েছি। 799 01:53:17,395 --> 01:53:20,862 "মা'কে নিয়ে ভাবতে হবে না।'' ঠিক আছে তো? 800 01:53:22,274 --> 01:53:24,615 এটাই না লিখেছিলে তুমি? 801 01:53:38,332 --> 01:53:40,756 "আমাকে অনেক চড় মেরো, জান।'' 802 01:53:42,878 --> 01:53:44,462 "অনেক জোরে মেরো ...'' না। 803 01:53:44,463 --> 01:53:47,255 "আমায় মুখে ইচ্ছামত মেরো, অনেক জোরে মেরো।'' 804 01:53:51,762 --> 01:53:54,020 জো হুকুম, জাহাঁপনা। 805 01:54:00,062 --> 01:54:01,896 এটাই কি তুমি চাও? 806 01:54:01,897 --> 01:54:03,064 থামো, প্লিজ। 807 01:54:05,568 --> 01:54:06,693 কী চাও তাহলে? 808 01:54:06,694 --> 01:54:09,747 এটা অন্তত চাই না। থামো, প্লিজ। 809 01:54:16,871 --> 01:54:18,997 কী করছ তুমি? 810 01:54:18,998 --> 01:54:21,457 - চুপ না করলে ওকে মেরে ফেলবো ! - খুনি কোথাকার ! 811 01:54:24,587 --> 01:54:26,382 থামো। 812 01:54:27,798 --> 01:54:30,425 - পানি কোথায়? - রান্নাঘরে। 813 01:54:34,847 --> 01:54:39,899 তোমার নোংরা শরীর দেখিয়ে আমায় উত্তেজিত করতে পারবে না তুমি। 814 01:54:57,495 --> 01:54:59,338 বলছিলাম কি, 815 01:54:59,705 --> 01:55:03,208 আমার কাজটা যে খুব একটা ভালো হচ্ছে না, সেটা আমি জানি। 816 01:55:05,795 --> 01:55:10,045 কিন্তু এর জন্য তুমি নিজেও কম দায়ী নও। 817 01:55:12,426 --> 01:55:14,269 এটা তো সত্যি… 818 01:55:15,304 --> 01:55:16,596 হ্যাঁ নাকি না? 819 01:55:16,597 --> 01:55:17,645 হ্যাঁ। 820 01:55:18,057 --> 01:55:19,817 আমি কি ঠিক বলছি? 821 01:55:20,059 --> 01:55:21,688 হ্যাঁ, ওয়াল্টার। 822 01:55:29,401 --> 01:55:32,787 - তুই ঠিক আছিস? - ঠিক আছি। 823 01:55:32,955 --> 01:55:36,825 একটা ছেলেকে উত্তেজিত করে তুমি হাওয়ায় মিলিয়ে যেতে পারো না। 824 01:55:54,718 --> 01:55:57,226 আমার মুখে, হাতে কিছু কোরো না ! 825 01:55:58,222 --> 01:56:00,266 খুনি কোথাকার ! 826 01:56:01,058 --> 01:56:03,233 লজ্জা হয় না তোমার? 827 01:56:04,562 --> 01:56:07,069 হাতজোড় করে বলছি, থামো। 828 01:56:08,023 --> 01:56:10,317 আমার মেয়েকে কিছু কোরো না। 829 01:56:12,027 --> 01:56:14,950 আমার মেয়েকে ছেঁড়ে দাও। 830 01:56:16,949 --> 01:56:19,373 পায়ে পড়ি তোমার। 831 01:56:19,577 --> 01:56:21,621 কেন করো এমন তুমি? 832 01:56:22,413 --> 01:56:25,287 যখনই আমি একটু শান্ত থাকি, অমনি তুমি একটা প্যাঁচ লাগিয়ে দাও। 833 01:56:27,459 --> 01:56:30,002 আমাকেও বোঝার চেষ্টা করো একটু। 834 01:56:33,507 --> 01:56:36,216 তোমার কাছে আমি পিয়ানো শিখতে চাই। 835 01:56:37,136 --> 01:56:40,307 কিন্তু সবসময় তোমার জোর খাটালে, সেটা সম্ভব হবে না। 836 01:56:42,516 --> 01:56:46,317 মানুষের অনুভূতি নিয়ে এভাবে খেলা করতে পারো না তুমি। 837 01:56:59,116 --> 01:57:02,038 আমার সাথে আরেকটু নরম হও, প্লিজ। 838 01:57:07,166 --> 01:57:09,874 এসেছি যখন, কিছু তো করেই যাবো। 839 01:58:44,013 --> 01:58:46,105 থামো, প্লিজ। 840 01:58:46,223 --> 01:58:48,766 তোমাকেও একটু রেসপন্স করতে হবে। 841 01:59:16,754 --> 01:59:19,546 মরা মাছের মত পড়ে থেকো না। 842 01:59:20,299 --> 01:59:22,343 আমায় ভালোবাসো, প্লিজ। 843 01:59:50,245 --> 01:59:53,251 তুমি কি চাও আমি চলে যাই? 844 02:01:00,107 --> 02:01:02,650 এ ব্যাপারে কাউকে না জানালে খুশি হবো। 845 02:01:04,736 --> 02:01:07,575 তোমার ভালোর জন্যই বলছি। 846 02:01:13,537 --> 02:01:16,329 একটা ছেলেকে এভাবে লজ্জা দেয়াটা ঠিক নয়… 847 02:01:16,832 --> 02:01:18,793 এটা মানা যায় না। 848 02:01:30,012 --> 02:01:31,724 সমস্যা হবে নাতো কোনো? 849 02:01:35,934 --> 02:01:38,145 কিছু লাগবে? 850 02:01:38,395 --> 02:01:40,025 ঠিক আছ তুমি? 851 02:01:42,399 --> 02:01:45,618 ভালোবাসাই সবকিছু নয়। 852 02:01:48,989 --> 02:01:50,749 দেখা হবে তাহলে। 853 02:02:01,460 --> 02:02:03,588 চলে গেছে ও? 854 02:02:04,546 --> 02:02:06,887 কিছু তো বল। ও কি চলে গেছে? 855 02:02:10,385 --> 02:02:12,062 দরজা খোল। 856 02:02:13,472 --> 02:02:15,184 কী হয়েছে? 857 02:02:15,682 --> 02:02:18,356 কথা বল আমার সাথে, দোহাই লাগে। 858 02:02:53,053 --> 02:02:54,804 হে খোদা ! 859 02:02:54,805 --> 02:02:56,814 এ কী অবস্থা তোর ! 860 02:02:57,516 --> 02:02:59,893 হারামিটা কী করল তোর সাথে? 861 02:03:06,024 --> 02:03:08,318 জলদি কর ; গাড়ি মিস হয়ে যাবে। 862 02:03:08,694 --> 02:03:11,153 হয়ে গেছে প্রায়। 863 02:03:16,493 --> 02:03:18,286 বেশি নার্ভাস হওয়ার দরকার নেই। 864 02:03:18,287 --> 02:03:20,627 তুই তোর মত পারফর্ম করবি। 865 02:03:58,160 --> 02:04:01,995 আপনার শুবার্ট শোনার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছি। 866 02:04:01,996 --> 02:04:05,791 আমি বরং আমার সিটে গিয়ে বসি। প্রোগ্রাম শুরু হতে ৮ মিনিট বাকি। 867 02:04:05,792 --> 02:04:07,753 আমিও আসছি তোমার সাথে। 868 02:04:09,171 --> 02:04:12,093 শুভ সন্ধ্যা, দেখা হয়ে খুব ভালো লাগলো। 869 02:04:12,466 --> 02:04:16,052 ওর কথা আর কী বলবো? এত সাহস এই মেয়ের। 870 02:04:16,053 --> 02:04:19,936 আপনার পারফর্মেন্স দেখবে বলে জোর করে এসেছে। 871 02:04:21,975 --> 02:04:23,984 কেমন লাগছে এখন? 872 02:04:25,103 --> 02:04:27,229 আপনাকে তো আমার পরিচয়ই দেয়া হয়নি। 873 02:04:27,230 --> 02:04:29,939 আমি মিসেস শোবের। এ হচ্ছে আমার মেয়ে অ্যানা। 874 02:04:31,151 --> 02:04:32,818 ইনি আমার মা। 875 02:04:32,819 --> 02:04:36,697 খুব ভালো লাগলো দেখা হয়ে। মেয়েকে নিয়ে নিশ্চয়ই গর্ব হয় আপনার। 876 02:04:36,698 --> 02:04:39,122 কেন? সামান্য একটা প্রোগ্রামই তো। 877 02:04:39,910 --> 02:04:42,287 সে ব্যাস তার এক ছাত্রীর হয়ে পারফর্ম করছে। 878 02:04:42,496 --> 02:04:44,372 আমার মেয়েই সেই ছাত্রী। 879 02:04:44,373 --> 02:04:45,836 আপনার সিট কত নম্বরে? 880 02:04:50,545 --> 02:04:53,172 আমাদের কাছাকাছি। 881 02:04:53,632 --> 02:04:56,884 দেরি হয়ে গেছে। আমরা একসাথে যাই? 882 02:04:56,885 --> 02:04:58,680 তুমি কি আসবে, অ্যানা? 883 02:04:59,513 --> 02:05:03,391 দেখা হবে। আমি উনার সাথে ওপরে যাচ্ছি। বেস্ট অফ লাক। 884 02:05:03,392 --> 02:05:05,101 প্রোগ্রাম এঞ্জয় করো। 885 02:05:05,102 --> 02:05:09,235 আসি, প্রফেসর। খুব ভালো লেগেছে দেখা হয়ে। 886 02:06:29,895 --> 02:06:32,817 আরে… 887 02:06:33,440 --> 02:06:35,650 আপনি এখানে ! 888 02:06:36,568 --> 02:06:38,235 জর্জ ! দেখে যাও। 889 02:06:38,236 --> 02:06:40,112 - প্রফেসর কোহুত। - অনেক শুভকামনা। 890 02:06:40,113 --> 02:06:42,990 জলদি করো, গের্দা। কোটটা আমার কাছে দাও। 891 02:06:42,991 --> 02:06:45,117 আমার কাছেই থাক। 892 02:06:45,118 --> 02:06:48,162 ছেলেমানুষ মানেই সারাক্ষণ তাড়া ! বোঝেনই তো। 893 02:06:48,163 --> 02:06:50,789 সন্ধ্যাটা অসাধারণ কাটুক আপনার। 894 02:06:50,790 --> 02:06:51,957 এসো ! 895 02:06:52,334 --> 02:06:53,792 আশা করি পরে দেখা হবে। 896 02:06:53,793 --> 02:06:57,428 শুভকামনা রইল, প্রফেসর। পারফর্মেন্স দেখার অপেক্ষায় রইলাম।