1 00:00:02,460 --> 00:00:04,795 পানি ... 2 00:00:05,338 --> 00:00:07,006 ভূমি ... 3 00:00:07,632 --> 00:00:09,592 অগ্নি ... 4 00:00:09,884 --> 00:00:12,094 বায়ু ... 5 00:00:13,137 --> 00:00:16,557 আমার দাদী আমাকে পুরনো দিনের গল্প শোনাত. 6 00:00:16,641 --> 00:00:18,226 শান্তির সময়ের গল্প , 7 00:00:18,309 --> 00:00:20,978 যখন অ্যাভাটার ভারসাম্য বজায় রেখেছিলেন পানি-গোত্র , 8 00:00:21,062 --> 00:00:24,482 ভূমি-রাজ্য , অগ্নি-জাতি আর বায়ু-যাযাবরদের মধ্যে. 10 00:00:24,565 --> 00:00:27,485 কিন্তু অগ্নি-জাতির আক্রমণে সবকিছু পাল্টে যায়. 11 00:00:31,447 --> 00:00:34,992 একমাত্র অ্যাভাটার চার উপাদানেই পারদর্শী ছিলেন. 12 00:00:35,076 --> 00:00:38,538 একমাত্র তিনিই নির্দয় অগ্নিবেন্ডারদের থামাতে পারতেন. 13 00:00:38,621 --> 00:00:41,415 কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় , তিনি অদৃশ্য হয়ে গেলেন. 14 00:00:44,335 --> 00:00:46,045 ১০০ বছর পেরিয়ে গেছে , 15 00:00:46,128 --> 00:00:48,923 আর অগ্নি-জাতি যুদ্ধে বিজয়ের দ্বারপ্রান্তে. 16 00:00:50,091 --> 00:00:52,426 দুই বছর আগে , আমার বাবা সহ গোত্রের লোকেরা , 17 00:00:52,510 --> 00:00:55,930 যুদ্ধে অগ্নি-জাতির বিরুদ্ধে ভূমি-রাজ্যকে সাহায্য করতে গেছে , 18 00:00:56,013 --> 00:00:58,808 আমাকে আর আমার ভাইকে গোত্রের লোকদের দায়িত্ব দিয়ে. 19 00:00:59,976 --> 00:01:03,854 কিছু লোক বিশ্বাস করে অ্যাভাটার বায়ু-যাযাবরদের মাঝে পুনর্জন্ম নেয়নি , 20 00:01:03,938 --> 00:01:05,565 যার ফলে অ্যাভাটার চক্র ধ্বংস হয়ে গেছে. 21 00:01:05,982 --> 00:01:07,608 কিন্তু আমি আশা ছাড়িনি. 22 00:01:07,984 --> 00:01:12,863 আমি এখনো বিশ্বাস করি যেকোনো উপায়ে অ্যাভাটার পৃথিবীকে বাঁচাতে ফিরে আসবে. 24 00:01:58,075 --> 00:02:00,036 এবার আমার কাছ থেকে মাছটা পালাতে পারবে না. 25 00:02:00,328 --> 00:02:01,495 দেখে নে , কিটারা. 26 00:02:01,871 --> 00:02:03,331 মাছ কীভাবে ধরতে হয়. 27 00:02:13,924 --> 00:02:15,301 সকা , দেখ ! 28 00:02:15,593 --> 00:02:17,219 শশশ , কিটারা. 29 00:02:17,303 --> 00:02:19,305 মাছটা হাতছাড়া হয়ে যাবে. 30 00:02:19,388 --> 00:02:21,307 উমম. আমি এখনই রান্নার ঘ্রাণ পাচ্ছি. 31 00:02:21,891 --> 00:02:24,226 কিন্তু , সকা , আমি তো একটা ধরেছি. 32 00:02:26,187 --> 00:02:27,355 হেই ! 33 00:02:27,438 --> 00:02:28,689 আহ ! 35 00:02:29,106 --> 00:02:32,485 সবসময় তুই জাদুর পানি নিয়ে খেললে ... 36 00:02:32,568 --> 00:02:33,944 আমিই কেন ভিজে যাই ? 37 00:02:35,112 --> 00:02:37,615 ওহ. এটা জাদু না. এটা পানিবেন্ডিং. 38 00:02:37,698 --> 00:02:38,783 - আর এটা ... - হ্যাঁ , হ্যাঁ. 39 00:02:38,766 --> 00:02:42,328 আমাদের সংস্কিৃতির অনন্য পুরাতন কৌশল. ব্লা-ব্লা-ব্লা ... 41 00:02:42,411 --> 00:02:44,747 দেখ, আমি শুধু বলছি যে যদি আমার অদ্ভুত কোন ক্ষমতা থাকত , 42 00:02:44,830 --> 00:02:46,374 আমি সেটা নিজের ভিতরেই রাখতাম. 43 00:02:46,457 --> 00:02:48,250 তুই আমাকে অদ্ভুত বলছিস ? 44 00:02:48,417 --> 00:02:50,628 আমি তো তোর মতো মাসল বানিয়ে ... 45 00:02:50,711 --> 00:02:53,339 পানিতে সেটার প্রতিফলন দেখি না সবসময়. 46 00:03:09,188 --> 00:03:10,481 সাবধানে ! 47 00:03:11,565 --> 00:03:12,650 - আহ ! - বামে যা ! 48 00:03:12,733 --> 00:03:13,818 বামে যা ! 49 00:03:17,405 --> 00:03:19,532 আহ ! 50 00:03:19,615 --> 00:03:20,908 আহ ! 51 00:03:25,788 --> 00:03:27,039 এটাই তোর কাছে বামপাশ ? 52 00:03:27,123 --> 00:03:28,541 আমার চালানো তোর ভালো লাগেনি. 53 00:03:28,624 --> 00:03:31,794 তাহলে তোর উচিত ছিল পানিবেন্ডিং করে বরফের ভিতর থেকে আমাদের বাইরে নিয়ে আসা. 54 00:03:31,961 --> 00:03:34,630 - তার মানে সব দোষ আমার. - তোকে বাসায় রেখে আসলেই ভালো করতাম. 55 00:03:35,089 --> 00:03:36,966 মেয়েরাই যত নষ্টের গোড়া. 56 00:03:39,218 --> 00:03:43,431 তুই নারীবিদ্বেষী , নাদান , নির্বোধ ... 57 00:03:43,681 --> 00:03:46,142 আহ ! তোকে ভাই বলতেই লজ্জা লাগে ! 58 00:03:48,936 --> 00:03:51,897 মা মারা যাওয়ার পর থেকে , আমিই ক্যাম্পের সব কাজ করে আসছি , 59 00:03:51,981 --> 00:03:53,816 যখন তুই কাজ না করে সৈন্য সেজে খেলা করতিস. 60 00:03:54,024 --> 00:03:55,526 আহ , কিটারা ... 61 00:03:55,609 --> 00:03:57,570 আমিই সব কাপড়চোপড় কাচি ! 62 00:03:57,653 --> 00:04:00,364 তোর নোংরা মোজা কখনো শুঁকে দেখেছিস ? 63 00:04:00,489 --> 00:04:01,615 আমি বলছি কেমন. 64 00:04:01,699 --> 00:04:02,992 নাকে ধরলে বমি আসে ! 65 00:04:03,325 --> 00:04:05,119 কিটারা ! চুপ কর ! 66 00:04:05,202 --> 00:04:08,038 না ! অনেক হয়েছে. আমি আর তোর সাথে নেই. 67 00:04:08,247 --> 00:04:10,624 এখন থেকে নিজের পথ দেখ ! 68 00:04:12,501 --> 00:04:13,794 আহ ! 69 00:04:24,430 --> 00:04:27,391 ঠিক আছে. তোর কাজকর্ম অদ্ভুত থেকে উদ্ভটে পরিণত হয়েছে , কিটারা. 70 00:04:27,475 --> 00:04:29,185 তার মানে , এটা আমি করেছি ? 71 00:04:29,268 --> 00:04:31,812 হ্যাঁ. অভিনন্দন । 72 00:05:02,384 --> 00:05:03,636 আহ ! 73 00:05:03,719 --> 00:05:06,472 সে বেঁচে আছে. তাকে সাহায্য করতে হবে. 74 00:05:06,555 --> 00:05:08,599 কিটারা ! ফিরে আয় বলছি ! 75 00:05:08,891 --> 00:05:10,518 আমরা জানি না ওটা কী জিনিস. 76 00:05:22,029 --> 00:05:23,447 আহ ! 77 00:05:44,343 --> 00:05:45,719 অবশেষে পেলাম. 78 00:05:45,928 --> 00:05:48,347 আঙ্কেল , এটার মানে কী বুঝেতে পারছেন ? 79 00:05:48,722 --> 00:05:50,850 আমার খেলাটা শেষ নামাতে পারব না ? 80 00:05:51,058 --> 00:05:53,644 এটার মানে আমার অনুসন্ধান শেষ হতে চলেছে. 81 00:05:54,186 --> 00:05:55,396 আহ ... 82 00:05:56,814 --> 00:05:59,567 আলোটা অবিশ্বাস্য শক্তিশালী উৎস থেকে আসছে. 83 00:05:59,650 --> 00:06:00,901 নিশ্চয় এটা অ্যাভাটারের কাজ. 84 00:06:01,235 --> 00:06:04,029 হতে পারে এটা আকাশের কোন আলো. 85 00:06:04,238 --> 00:06:06,949 আমরা এই পথে আগেও এসেছি , প্রিন্স জুকো. 86 00:06:07,157 --> 00:06:10,578 আমি চাই না তুমি বিনা কারণে অস্থির হয়ে পড়ো. 87 00:06:11,745 --> 00:06:13,330 প্লিজ , বসো. 88 00:06:13,539 --> 00:06:18,002 মন জুড়ানো এক কাপ জেসমিন চা উপভোগ করো. 89 00:06:18,335 --> 00:06:20,170 আমার মন জুড়ানো চা দরকার নেই ! 90 00:06:20,254 --> 00:06:22,047 অ্যাভাটারকে আটক করা দরকার ! 91 00:06:22,256 --> 00:06:24,842 কাণ্ডারি , আলোটার দিকে চলো. 92 00:06:44,361 --> 00:06:45,529 থাম বলছি ! 93 00:07:01,962 --> 00:07:03,088 থাম তো ! 96 00:07:14,934 --> 00:07:17,269 তোমাকে কিছু জিজ্ঞাসা করতে চাই. 97 00:07:17,353 --> 00:07:18,520 কী ? 98 00:07:18,687 --> 00:07:20,814 প্লিজ , কাছে আসো. 99 00:07:20,981 --> 00:07:22,191 কী সেটা ? 100 00:07:23,525 --> 00:07:25,319 আমার সাথে পেঙ্গুইনের পিঠে চড়তে যাবে ? 101 00:07:25,778 --> 00:07:27,613 আহ ... নিশ্চয়. 102 00:07:27,905 --> 00:07:29,073 সম্ভবত. 103 00:07:30,324 --> 00:07:32,159 - আহ ! - কী হচ্ছে এখানে ? 104 00:07:32,242 --> 00:07:33,369 তুই আমাদের বল ! 105 00:07:33,452 --> 00:07:35,037 বরফের ভিতরে গেলি কীভাবে ? 106 00:07:35,120 --> 00:07:36,413 আর জমে যাসনি কেন ? 107 00:07:36,830 --> 00:07:37,873 আমার কোনো ধারণা নেই. 108 00:07:43,379 --> 00:07:44,630 আহ ! 109 00:07:45,381 --> 00:07:47,633 আপা , তুমি ঠিক আছো ? 110 00:07:48,050 --> 00:07:50,469 উঠে পড়ো , বন্ধু. 111 00:07:59,520 --> 00:08:02,398 হাহা ! তুমি ঠিকই আছো. 112 00:08:08,153 --> 00:08:09,530 এটা কোন প্রাণী ? 113 00:08:09,655 --> 00:08:11,198 আপা , আমার উড়ন্ত ষাঁড়. 114 00:08:11,281 --> 00:08:14,243 আচ্ছা. আর এ কিটারা , আমার উড়ন্ত বোন. 115 00:08:18,163 --> 00:08:20,624 বসে পড়ো ! 116 00:08:24,670 --> 00:08:26,046 আহ ! আহ ! 117 00:08:26,714 --> 00:08:28,132 সমস্যা নেই. এটা ধুয়ে নেয়া যাবে. 118 00:08:28,924 --> 00:08:30,300 আহ ! 119 00:08:30,843 --> 00:08:32,511 তো , তোমরা কি এখানেই থাকো ? 120 00:08:32,886 --> 00:08:35,514 জবাব দিস না ! তুই বিশাল লম্বা আলোটা দেখলি ? 121 00:08:35,597 --> 00:08:37,850 সম্ভবত সে অগ্নি-নৌবাহিনীর কাছে সংকেত পাঠানোর চেষ্টা করছিল. 122 00:08:37,933 --> 00:08:40,227 তাইতো , আমি নিশ্চিত ও অগ্নি-নৌবাহিনীর গুপ্তচর. 123 00:08:40,310 --> 00:08:43,230 ওর চোখের শয়তানি দেখেই সেটা বোঝা যায়. 124 00:08:45,149 --> 00:08:47,359 এই পাগলাটা আমার ভাই , সকা. 125 00:08:47,609 --> 00:08:49,111 তোমার নামটা কিন্তু এখনো বলোনি. 126 00:08:49,611 --> 00:08:51,447 আমি ... অ্যা ! 129 00:09:04,043 --> 00:09:06,045 আমি অ্যাং. 130 00:09:07,087 --> 00:09:10,299 তুমি হাঁচি দিয়ে দশ ফুট উপরে উঠেছিলে. 131 00:09:10,382 --> 00:09:11,967 সত্যিই ? আমার কাছে দশ ফুটের বেশি মনে হলো. 132 00:09:12,551 --> 00:09:14,178 তুমি তো তাহলে বায়ুবেন্ডার. 133 00:09:14,470 --> 00:09:15,637 অবশ্যই. 134 00:09:15,721 --> 00:09:18,307 বিশাল আলোকরশ্মি , উড়ন্ত ষাঁড় , বায়ুবেন্ডার ... 135 00:09:18,390 --> 00:09:20,225 মাথাটা মনে হয় সত্যিই গেছে আমার. 136 00:09:20,517 --> 00:09:22,519 আমি বাসায় যাচ্ছি মাথা ঠিক করার জন্য. 137 00:09:26,857 --> 00:09:30,110 তোমরা যদি আটকা পড়ে থাকো , আপা আর আমি তোমাদের লিফট দিতে পারি. 138 00:09:33,405 --> 00:09:34,990 ভালোই হবে , ধন্যবাদ. 139 00:09:35,240 --> 00:09:38,619 না , না ! আমি ওই লোমশ পোঁটা দানবের পিঠে উঠব না. 140 00:09:38,744 --> 00:09:42,998 তুই কি আশায় অছিস অন্য কোনো দানব এসে তোকে ঘাড়ে করে বাসায় নিয়ে যাবে , 142 00:09:43,290 --> 00:09:45,542 তুই বরফে জমে মরার আগে ? 144 00:09:50,881 --> 00:09:53,467 ঠিক আছে ! প্রথমবার যারা উড়ছ , শক্ত করে ধরে বসো. 145 00:09:53,842 --> 00:09:55,886 আপা , ইয়েপ ইয়েপ ! 146 00:10:04,978 --> 00:10:06,730 উড়ো , আপা. ইয়েপ ইয়েপ. 147 00:10:07,606 --> 00:10:10,109 ওয়াও. সত্যিই অসাধারণ উড়েছে. 148 00:10:10,359 --> 00:10:11,485 আপা একটু ক্লান্ত. 149 00:10:11,568 --> 00:10:14,696 কিছুক্ষণ বিশ্রামের পর আকাশে উড়ে উড়ে বেড়াবে. দেখে নিও. 150 00:10:18,534 --> 00:10:20,327 আমার দিকে তাকিয়ে ওভাবে হাসছ কেন ? 151 00:10:20,619 --> 00:10:22,371 ওহ. আমি কি হাসছিলাম ? 152 00:10:38,846 --> 00:10:40,597 আমি ঘুমাতে যাচ্ছি. 153 00:10:43,392 --> 00:10:46,562 ইয়াপ. মানুষের বিশ্রাম নেওয়া দরকার. 154 00:10:47,729 --> 00:10:51,483 প্রিন্স জুকো , তোমার ঘুমানো দরকার. 155 00:10:51,900 --> 00:10:53,777 যদি তোমার ধারণা সঠিক হয়ে থাকে , 156 00:10:53,861 --> 00:10:57,614 আর অ্যাভাটার যদি জীবিত থেকেও থাকে , তবুও তুমি খুঁজে পাবে না তাকে. 157 00:10:58,407 --> 00:11:04,288 তোমার বাবা , দাদা , পরদাদা সকলে চেষ্টা করে ব্যর্থ হয়েছে. 158 00:11:04,705 --> 00:11:08,167 কারণ তাদের সম্মান অ্যাভাটারকে আটক করার উপর নির্ভর করেনি. 159 00:11:08,250 --> 00:11:09,793 আমার নির্ভর করছে. 160 00:11:09,877 --> 00:11:12,129 ওই ভীতুর ডিমের ১০০ বছরের লুকানোর পালা শেষ. 161 00:11:23,724 --> 00:11:24,725 হেই. 162 00:11:25,475 --> 00:11:27,394 হেই , এত কী চিন্তা করছ ? 163 00:11:27,644 --> 00:11:29,229 আমি একটু ভাবছিলাম. 164 00:11:29,313 --> 00:11:31,148 তুমি যদি বায়ুবেন্ডার হয়ে থাকো ... 165 00:11:31,356 --> 00:11:33,650 অ্যাভাটারের কী হয়েছিল তোমার কোন ধারণা আছে কিনা. 166 00:11:34,401 --> 00:11:37,446 আহ ... না. আমি চিনতাম না তাকে. 167 00:11:37,529 --> 00:11:39,698 মাান , তাকে চেনে এমন লোকদের চিনতাম. 168 00:11:39,781 --> 00:11:41,825 কিন্তু তাকে চিনতাম না. দুঃখিত. 169 00:11:41,909 --> 00:11:43,452 আচ্ছা. একটু জানতে ইচ্ছা করছিল. 170 00:11:43,827 --> 00:11:46,413 - গুড নাইট. - স্লিপ টাইট. 171 00:12:31,083 --> 00:12:33,085 অ্যাং. অ্যাং , উঠো ! 172 00:12:33,168 --> 00:12:34,169 আহ ! 173 00:12:34,294 --> 00:12:36,713 সমস্যা নেই. আমরা এখন গ্রামে আছি. 174 00:12:36,964 --> 00:12:38,131 দ্রুত জামা পরে নাও. 175 00:12:38,215 --> 00:12:39,716 সবাই তোমার সাথে দেখা করার অপেক্ষায় আছে. 176 00:12:43,470 --> 00:12:44,638 ওহ ! 177 00:12:47,474 --> 00:12:48,517 আহ ! 178 00:12:54,481 --> 00:12:57,484 অ্যাং , এই হলো পুরো গ্রামবাসী. 179 00:12:57,985 --> 00:13:00,570 পুরো গ্রামবাসী , অ্যাং. 180 00:13:03,156 --> 00:13:06,576 সবাই আমার দিকে ওভাবে তাকিয়ে আছে কেন ? 181 00:13:07,119 --> 00:13:08,495 আপা কি আমার গায়ে হাঁচি দিয়েছে ? 182 00:13:08,745 --> 00:13:11,707 কারণ ১০০ বছরে কোনো বায়ুবেন্ডারের দেখা পাওয়া যায়নি. 183 00:13:11,915 --> 00:13:16,128 আমার নাতি-নাতনী তোমাকে পাওয়ার আগ পর্যন্ত আমরা মনে করতাম তারা বিলুপ্ত হয়েছে. 185 00:13:16,712 --> 00:13:18,213 বিলুপ্ত হয়েছে ? 186 00:13:18,297 --> 00:13:19,756 অ্যাং , উনি আমার দাদী. 187 00:13:20,132 --> 00:13:21,675 গ্রান-গ্রান বলবে. 188 00:13:22,843 --> 00:13:24,636 এটা কী কোনো অস্ত্র ? 189 00:13:24,845 --> 00:13:26,513 তুমি কোনকিছু ফুটা করতে পারবে না এটা দিয়ে. 190 00:13:26,722 --> 00:13:29,766 ফুটা করার জন্য না , এটা বায়ুবেন্ডিং করার জন্য. 191 00:13:29,850 --> 00:13:31,310 আহ ! 192 00:13:31,393 --> 00:13:33,186 জাদুর খেলা , আবার করো ! 193 00:13:33,687 --> 00:13:35,522 জাদু না , বায়ুবেন্ডিং. 194 00:13:35,856 --> 00:13:39,026 এটা আমার গ্লাইডারের চারপাশের বাতাস প্রবাহকে নিয়ন্ত্রণ করে আমাকে উড়ায়. 195 00:13:39,401 --> 00:13:41,153 শেষবার যাচাই করে দেখেছিলাম , 196 00:13:41,236 --> 00:13:42,904 মানুষ উড়তে পারেনা. 197 00:13:43,196 --> 00:13:44,740 আবার যাচাই করো ! 198 00:13:46,366 --> 00:13:47,409 আহ ! 199 00:13:47,492 --> 00:13:49,328 ওয়াও , উড়ছে. 200 00:13:52,998 --> 00:13:54,416 অসাধারণ ! 201 00:13:59,755 --> 00:14:01,089 আহ ! 202 00:14:06,428 --> 00:14:08,472 ওহ ! আমার ওয়াচ টাওয়ার. 203 00:14:12,100 --> 00:14:13,518 অসাধারণ ছিল এটা. 204 00:14:17,189 --> 00:14:18,190 আহ ! 205 00:14:18,940 --> 00:14:20,317 দারুণ. 206 00:14:20,442 --> 00:14:22,611 তুমি বায়ুবেন্ডার , কিটারা পানিবেন্ডার. 207 00:14:22,694 --> 00:14:25,072 দুজনে মিলে সারাটা দিন মাটি করো. 208 00:14:25,530 --> 00:14:26,740 তুমি তাহলে পানিবেন্ডার ! 209 00:14:26,990 --> 00:14:29,117 হুমম , কিছুটা. পুরোটা শিখিনি. 210 00:14:29,451 --> 00:14:30,869 ঠিক আছে. অনেক খেলা হয়েছে. 211 00:14:31,453 --> 00:14:33,789 আসো , কিটারা. বাসার কাজকর্ম পড়ে আছে. 212 00:14:34,164 --> 00:14:36,666 আমি আগেই বলেছিলাম. অ্যাং সত্যিকার বেন্ডার , গ্রান গ্রান. 213 00:14:36,833 --> 00:14:38,835 অবশেষে আমাকে শেখানোর মতো কাউকে পেলাম. 214 00:14:39,252 --> 00:14:42,506 কিটারা , ছেলেটাকে নিয়ে বেশি আশাবাদী হওয়ার চেষ্টা করোনা. 215 00:14:42,589 --> 00:14:44,633 কিন্তু অ্যাং স্পেশাল. এটা আমি নিশ্চিত. 216 00:14:45,092 --> 00:14:48,136 আমি ওর জ্ঞানের পরিধি অনুভব করতে পারি. 217 00:14:48,804 --> 00:14:52,057 দেখলে ? জাদুর লাঠিটা এখন আমার জিভের সাথে লেগে আছে. 218 00:14:58,980 --> 00:15:00,399 আবার. 219 00:15:00,857 --> 00:15:03,235 আহ ! হিয়া ! 220 00:15:04,528 --> 00:15:06,738 না ! 221 00:15:06,822 --> 00:15:09,825 অগ্নিবেন্ডিংয়ে শক্তি আসে নিঃশ্বাস থেকে , 222 00:15:09,950 --> 00:15:11,952 মাসল থেকে নয়. 223 00:15:12,953 --> 00:15:16,164 নিঃশ্বাস শরীরে শক্তি যোগায়. 224 00:15:16,415 --> 00:15:20,836 শক্তি বেড়ে গিয়ে তোমার অঙ্গ-প্রত্যঙ্গ দিয়ে প্রবাহিত হয়ে অগ্নি উৎপন্ন করে ! 225 00:15:20,919 --> 00:15:22,921 এবার ঠিক করে করো. 226 00:15:23,255 --> 00:15:26,466 যথেষ্ট হয়েছে. সারাদিন ধরে একই জিনিস বারবার করছি. 227 00:15:26,550 --> 00:15:28,760 পরবর্তী ধাপ শেখান. আমি পুরোপুরি প্রস্তুত. 228 00:15:28,844 --> 00:15:30,387 না ! তোমার ধৈর্য কম. 229 00:15:31,179 --> 00:15:33,473 তোমার বেসিক এখনো মজবুত হয়নি. 230 00:15:33,640 --> 00:15:34,975 আবার করো ! 231 00:15:35,308 --> 00:15:36,560 আহ ! হিয়া ! 232 00:15:39,062 --> 00:15:43,024 জ্ঞানী ঋষিদের কাছে শুনেছি অ্যাভাটার হলো শেষ বায়ুবেন্ডার. 233 00:15:43,108 --> 00:15:45,819 এখন তার বয়স ১০০ বছরের বেশি. 234 00:15:45,902 --> 00:15:48,196 ১০০ বছরে সে চার উপাদানে পারদর্শীতা অর্জন করেছে. 235 00:15:48,280 --> 00:15:51,491 তাকে পরাজিত করার জন্য আমার বেসিকের চেয়ে বেশি শেখা দরকার. 236 00:15:51,575 --> 00:15:54,119 আপনি আমাকে অ্যাডভ্যান্স অগ্নিবেন্ডিং শেখাবেন ! 237 00:15:55,662 --> 00:16:00,667 ঠিক আছে. কিন্তু তার আগে , আমাকে পাতিহাস রোস্ট শেষ করতে হবে. 238 00:16:01,626 --> 00:16:02,919 ইয়াম , ইয়াম , ইয়াম. 239 00:16:05,046 --> 00:16:09,468 সৈনিকেরা , যখন অগ্নিবেন্ডারের সম্মুখীন হবে তখন বীরবেশে এগিয়ে যাওয়াটা বিশেষ দরকার. 241 00:16:09,551 --> 00:16:12,971 পানি-গোত্রে , আমরা শেষ পর্যন্ত যুদ্ধ করি. 242 00:16:13,054 --> 00:16:16,057 সাহসই যদি না থাকে , তাহলে আমরা নিজেদের সৈনিক দাবি করি কেমনে ? 243 00:16:19,019 --> 00:16:20,353 আমার মুতু লেগেছে. 244 00:16:20,645 --> 00:16:23,315 শোনো , বাবারা যুদ্ধ থেকে ফিরে না আসা পর্যন্ত , 245 00:16:23,398 --> 00:16:26,026 তারা তোমাদেরকে গোত্রের সৈনিক হিসেবে বিবেচনা করছে. 246 00:16:26,109 --> 00:16:28,153 আর তাই কোনো মুতু করার বিরতি নেই. 247 00:16:28,320 --> 00:16:29,571 কিন্তু আমার চাপাচাপ লেগেছে. 248 00:16:31,114 --> 00:16:33,283 আচ্ছা. আর কার কার চেপেছে ? 250 00:16:37,162 --> 00:16:39,206 অ্যাং কোথায় রে ? 251 00:16:39,289 --> 00:16:41,583 গ্রান-গ্রান বলল ১ ঘণ্টা ধরে তাকে পাওয়া যাচ্ছে না. 252 00:16:42,209 --> 00:16:44,920 ওয়াও ! ভিতরে সবকিছু জমে গেছে. 253 00:16:46,671 --> 00:16:48,381 আহ ! কিটারা. ওকে যেতে বল এখান থেকে. 254 00:16:48,465 --> 00:16:50,842 এই অনুশীলন শুধুই সৈনিকদের জন্য. 255 00:16:50,926 --> 00:16:51,927 উইই ! 256 00:16:52,010 --> 00:16:53,887 হা ! হা ! হা ! 257 00:16:57,015 --> 00:16:58,892 থামো ! এক্ষুনি থামো ! 258 00:16:59,643 --> 00:17:00,977 সমস্যাটা কী তোমার ? 259 00:17:01,061 --> 00:17:03,730 যুদ্ধের সময় আমাদের আমোদ-ফুর্তি করার সময় নেই ! 260 00:17:03,855 --> 00:17:05,232 কোন যুদ্ধ ? 261 00:17:05,315 --> 00:17:06,691 এসব তুমি কী বলছ ? 262 00:17:06,942 --> 00:17:08,026 ইয়ার্কি মারছ , তাইনা ? 263 00:17:08,985 --> 00:17:10,904 পেঙ্গুইন ! 264 00:17:17,035 --> 00:17:19,204 ইয়ার্কিই মারছে , তাইনা ? 265 00:17:25,585 --> 00:17:27,420 অ্যাং ! 266 00:17:28,129 --> 00:17:30,298 হা ! হা ! হেই , চলো না ক্ষুদে বন্ধু. 267 00:17:30,382 --> 00:17:32,467 স্লেডিং করতে যাবে ? আহ ! 268 00:17:34,761 --> 00:17:36,388 আমি জানি প্রাণীদের কেমনে বাগে আনতে হয়. 269 00:17:41,810 --> 00:17:45,355 অ্যাং , আমাকে পানিবেন্ডিং শেখালে আমি তোমাকে পেঙ্গুইন ধরতে সাহায্য করব. 270 00:17:46,064 --> 00:17:47,983 চুক্তি তো হলো. 271 00:17:48,233 --> 00:17:49,818 কিন্তু একটু সমস্যা আছে. 272 00:17:50,026 --> 00:17:51,820 আমি বায়ুবেন্ডার , পানিবেন্ডার নই. 273 00:17:51,903 --> 00:17:54,447 তোমার গোত্রে শেখানোর মতো কেউ নেই ? 274 00:17:55,198 --> 00:17:59,494 না নেই. পুরো দক্ষিণমেরুতে আমিই একমাত্র পানিবেন্ডার. 275 00:17:59,661 --> 00:18:01,121 এটা তো অনুচিত. 276 00:18:01,204 --> 00:18:02,956 পানিবেন্ডারকে পানিবেন্ডিংয়ে দক্ষ হওয়া দরকার. 277 00:18:04,165 --> 00:18:05,959 উত্তরমেরুতে গেলে কেমন হয় ? 278 00:18:06,042 --> 00:18:08,253 ওখানে তো আরো একটা গোত্র আছে , তাইনা ? 279 00:18:08,378 --> 00:18:10,714 হয়তো ওখানে তোমাকে শেখানোর মতো পানিবেন্ডার আছে. 280 00:18:10,797 --> 00:18:12,591 আছে হয়তো , কিন্তু অনেক দিন হলো ... 281 00:18:12,674 --> 00:18:15,176 সমগোত্রীয়দের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন. 282 00:18:15,343 --> 00:18:18,179 উত্তরমেরু তো আর পার্শবর্তী কোনো হিমবাহে না. 283 00:18:18,263 --> 00:18:20,015 এটা পৃথিবীর অপর প্রান্তে. 284 00:18:20,140 --> 00:18:22,517 কিন্তু তুমি ভুলে গিয়েছ. আমার উড়ন্ত একটা ষাঁড় আছে. 285 00:18:22,601 --> 00:18:26,104 আপা আর আমি ব্যক্তিগতভাবে তোমাকে উত্তরমেরুতে উড়িয়ে নিয়ে যাব. 286 00:18:26,187 --> 00:18:28,231 কিটারা , আমরা তোমার জন্য শিক্ষক খুঁজে বের করব. 287 00:18:28,440 --> 00:18:30,650 এটা ... মানে ... 288 00:18:30,734 --> 00:18:33,570 আমি জানি না. আমি আগে কখনো বাসা ছাড়িনি. 289 00:18:33,653 --> 00:18:34,988 সেটা তুমি পরে ভেবে দেখো. 290 00:18:35,071 --> 00:18:38,450 কিন্তু তার আগে , আমাকে পেঙ্গুইন ধরা শেখাতে পারবে ? 291 00:18:39,326 --> 00:18:42,704 ঠিক আছে , মনোযোগ দিয়ে শোনো আমার নবীন ছাত্র. 292 00:18:42,787 --> 00:18:45,832 পেঙ্গুইন ধরা পুরাতন এবং পবিত্র কৌশল. 293 00:18:46,333 --> 00:18:48,126 পর্যবেক্ষণ করো. 294 00:18:51,546 --> 00:18:54,549 হা ! হা ! হা ! হা ! 295 00:19:03,642 --> 00:19:06,519 হা ! হা ! ইয়াহ ! 296 00:19:10,440 --> 00:19:11,691 হুউউ ! 297 00:19:15,695 --> 00:19:18,865 - আমি এটা ছোটবেলায় করতাম. - তুমি এখনো ছোট ! 298 00:19:40,804 --> 00:19:42,180 ওয়া ! 299 00:19:42,806 --> 00:19:44,641 এটা আবার কী ? 300 00:19:44,849 --> 00:19:46,518 অগ্নি-নৌবাহিনীর জাহাজ , 301 00:19:46,893 --> 00:19:49,229 আমাদের গোত্রের সাথে ঘটা বাজে ইতিহাসের সাক্ষী. 302 00:19:52,524 --> 00:19:53,900 অ্যাং , থামো. 303 00:19:53,983 --> 00:19:55,527 আমাদের এটার কাছে যাওয়ার অনুমতি নেই. 304 00:19:55,610 --> 00:19:57,237 জাহাজে বোকা বানানো ফাঁদ থাকতে পারে. 305 00:19:57,362 --> 00:19:59,989 বেন্ডার হতে চাইলে তোমাকে ভয়ভীতি দূর করতে হবে. 306 00:20:47,120 --> 00:20:50,665 জাহাজটা যখন আমার গোত্রে আক্রমণ করেছিল দাদী তখনও ছোট মেয়ে ছিল. 307 00:20:50,957 --> 00:20:53,334 এটা অগ্নি-জাতির প্রথম আক্রমণের অংশ ছিল. 308 00:20:54,294 --> 00:20:55,962 আচ্ছা. ফিরে চলো. 309 00:20:56,254 --> 00:20:57,922 সারা দুনিয়াজুড়ে আমার বন্ধু আছে , 310 00:20:58,006 --> 00:20:59,299 এমনকি অগ্নি-জাতিতেও আছে. 311 00:20:59,382 --> 00:21:00,800 আমি কোনো যুদ্ধ হতে দেখিনি. 312 00:21:00,925 --> 00:21:03,344 অ্যাং , বরফগোলার ভিতর তুমি কতদিন ছিলে ? 313 00:21:03,887 --> 00:21:06,473 জানি না. কয়েকদিন হয়তো. 314 00:21:06,681 --> 00:21:09,476 আমার মতে ১০০ বছরের বেশি. 315 00:21:10,059 --> 00:21:11,644 কী ? অসম্ভব. 316 00:21:12,103 --> 00:21:14,314 আমাকে দেখে কি ১১২ বছরের বুড়ো মনে হয় তোমার ? 317 00:21:14,564 --> 00:21:15,607 ভেবে দেখো. 318 00:21:15,690 --> 00:21:17,400 ১০০ বছর ধরে যুদ্ধ চলছে. 319 00:21:17,525 --> 00:21:20,570 আর তুমি জানোই না সেটা , কারণ কোনো-না-কোনোভাবে 320 00:21:20,653 --> 00:21:22,864 তুমি এই ১০০ বছর বরফগোলার ভিতরে ছিলে. 321 00:21:23,114 --> 00:21:24,949 এটাই একমাত্র ব্যাখ্যা. 322 00:21:26,743 --> 00:21:28,661 ১০০ বছর. 323 00:21:28,995 --> 00:21:30,705 বিশ্বাস হয় না আমার. 324 00:21:30,789 --> 00:21:32,582 দুঃখিত , অ্যাং. 325 00:21:32,665 --> 00:21:35,543 হয়তো এটার কোন ভালো দিক আছে. 326 00:21:35,877 --> 00:21:37,253 তোমার সাথে আমার দেখা হয়েছে. 327 00:21:38,963 --> 00:21:40,799 চলো. বের হই এখান থেকে. 328 00:21:47,514 --> 00:21:50,266 অ্যাং , চলো বেরিয়ে যাই. আমার গা ছমছম করছে. 329 00:21:50,600 --> 00:21:51,851 হাহ ? 330 00:21:54,270 --> 00:21:56,606 তুমি কি এটার কথাই বলেছিলে বোকা বানানো ফাঁদ ? 331 00:22:01,444 --> 00:22:02,487 আহ ! 333 00:22:10,745 --> 00:22:11,996 শক্ত করে ধরো ! 334 00:22:12,664 --> 00:22:13,832 আহ ! 335 00:22:23,550 --> 00:22:25,635 শেষ বায়ুবেন্ডার. 336 00:22:26,302 --> 00:22:28,096 বুড়ো বয়সেও বেশ চটপটে আছে. 337 00:22:29,097 --> 00:22:33,393 আঙ্কেলকে ঘুম থেকে উঠাও ! তাকে বলো আমি অ্যাভাটারকে পেয়েছি. 338 00:22:39,357 --> 00:22:41,276 সাথে তার লুকানোর জায়গাও পেয়েছি. 339 00:22:53,547 --> 00:23:35,976 Translated By : Anisur Rahman