1 00:00:02,460 --> 00:00:04,629 পানি ... 2 00:00:04,837 --> 00:00:06,339 ভূমি ... 3 00:00:06,547 --> 00:00:08,674 অগ্নি ... 4 00:00:08,883 --> 00:00:10,468 বায়ু ... 5 00:00:11,302 --> 00:00:15,348 বহুকাল আগে থেকে , চার জাতি একসাথে মিলেমিশে বসবাস করছিল. 6 00:00:15,431 --> 00:00:18,726 তারপর অগ্নি-জাতির আক্রমণে সবকিছু পাল্টে যায়. 7 00:00:19,769 --> 00:00:22,480 একমাত্র অ্যাভাটার , চার উপাদানেই পারদর্শী , 8 00:00:22,563 --> 00:00:23,689 তাদেরকে থামাতে পারতেন. 9 00:00:23,773 --> 00:00:25,608 কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় , 10 00:00:25,691 --> 00:00:26,984 তিনি অদৃশ্য হয়ে গেলেন. 11 00:00:27,401 --> 00:00:31,197 ১০০ বছর পেরিয়ে গেছে , আর আমার ভাই আর আমি , নতুন অ্যাভাটার , 12 00:00:31,198 --> 00:00:32,865 অ্যাং নামের বায়ুবেন্ডারকে খুঁজে পেয়েছি. 13 00:00:32,949 --> 00:00:35,243 আর বায়ুবেন্ডিংয়ে চমৎকার দক্ষতা থাকলেও ... 14 00:00:35,326 --> 00:00:37,828 কাউকে বাঁচানোর আগে তার অনেক কিছু শেখা দরকার. 16 00:00:38,996 --> 00:00:42,250 কিন্তু আমার বিশ্বাস অ্যাং পৃথিবীকে রক্ষা করতে পারবে. 17 00:01:04,188 --> 00:01:06,857 এটা থেকে আশেপাশে কী আছে সেটা সম্পর্কে জানা যাবে. 18 00:01:06,983 --> 00:01:08,063 খুঁজে দেখ খাবার পাস কিনা. 19 00:01:08,109 --> 00:01:09,360 আমার খুবই খিদে পেয়েছে. 20 00:01:09,443 --> 00:01:11,279 আমি নিশ্চিত এখানে আমরা কিছু খাবার পাবো. 21 00:01:11,362 --> 00:01:13,322 অগ্নি-দিবস উৎসব. 22 00:01:13,656 --> 00:01:15,575 অগ্নি-জাতির সাংস্কৃতিক প্রদর্শনী , 23 00:01:15,783 --> 00:01:17,577 সার্কাস ম্যান , বেন্ডার , জাদুকর ... 24 00:01:18,244 --> 00:01:21,539 অগ্নিবেন্ডিং শেখার জন্য এটা আমার অনেক উপকারে আসবে. 25 00:01:21,622 --> 00:01:22,957 তোমার আরো একবার ভেবে দেখা উচিত. 26 00:01:23,040 --> 00:01:24,041 এটা দেখো. 27 00:01:24,834 --> 00:01:26,419 হেই , আমার পোস্টার ! 28 00:01:26,502 --> 00:01:28,004 ওয়ান্টেড পোস্টর. 29 00:01:28,337 --> 00:01:29,714 সমস্যা হতে পারে. 30 00:01:30,673 --> 00:01:31,966 আমি মনে করি আমাদের এখান থেকে চলে যাওয়া উচিত. 31 00:01:32,383 --> 00:01:34,093 একসময় তো আমাকে অগ্নিবেন্ডিং শেখাই লাগবে , 32 00:01:34,302 --> 00:01:37,805 আর এটাই হয়তো কিছু মাস্টরকে কাছ থেকে দেখার আমার একমাত্র সুযোগ. 33 00:01:38,014 --> 00:01:39,599 তাহলে হয়তো গিয়ে দেখে আসতে পারি আমরা. 34 00:01:39,932 --> 00:01:41,058 কী ? 35 00:01:41,142 --> 00:01:42,727 তোরা কি অগ্নি-জাতির শহরে যাবি ... 36 00:01:42,810 --> 00:01:45,730 যেখানে ওরা সবাই আগুন দিয়ে অগ্নি-সজ্জিত হয়ে আছে ? 37 00:01:45,938 --> 00:01:47,189 আমরা ছদ্মবেশে যাব. 38 00:01:47,273 --> 00:01:48,834 আর বিপদের আভাস পেলেই আমরা কেটে পড়ব. 39 00:01:48,858 --> 00:01:50,026 হ্যাঁ. 40 00:01:50,109 --> 00:01:52,737 কারণ আমরা সবসময় বিপদে পড়ার আগেই কেটে পড়ি. 41 00:02:03,414 --> 00:02:05,916 আমরা উৎসবে চলে গেলে তোমরা এখানে লোকচক্ষুর অন্তরালে থাকবে. 42 00:02:13,674 --> 00:02:15,301 ছদ্মবেশ ধারণ করো. 43 00:02:23,059 --> 00:02:25,311 তোমাকে তো দেখে চেনাই যাচ্ছেনা. 44 00:02:25,394 --> 00:02:26,771 চলো ! 45 00:02:34,695 --> 00:02:36,072 হা-হা-হা-হা ! 46 00:02:42,662 --> 00:02:45,247 সম্ভবত আমাদের নতুন কিছু ছদ্মবেশ দরকার. 47 00:02:45,456 --> 00:02:47,667 আমরা ওই রকম মুখোশ পাব কোথায় ? 48 00:02:47,875 --> 00:02:51,587 অগ্নি-উৎসবের মুখোশ নিয়ে যান এখান থেকে ! 49 00:02:51,671 --> 00:02:53,798 খুঁজে পাওয়া একেবারেই সহজ ছিল. 50 00:03:03,891 --> 00:03:05,226 হেই , খাবার পাওয়া যাবে ওখানে. 51 00:03:05,309 --> 00:03:06,310 অবশেষে খাবার পেলাম ! 52 00:03:06,811 --> 00:03:08,020 কী আছে আপনার দোকানে ? 53 00:03:08,104 --> 00:03:09,230 জ্বলন্ত অগ্নি-দানা. 54 00:03:09,313 --> 00:03:10,356 শহরের সেরা খাবার. 55 00:03:10,439 --> 00:03:11,440 আমি কিনব. 56 00:03:11,649 --> 00:03:12,692 উমম ! উমম ! 57 00:03:13,901 --> 00:03:15,277 ওহ , গরম , গরম ! 58 00:03:15,361 --> 00:03:18,030 জ্বলন্ত অগ্নি-দানা , গরম তো হবেই. 59 00:03:18,114 --> 00:03:19,115 জানিস না নাকি ? 60 00:03:19,198 --> 00:03:20,199 হেই , ওটা দেখো ! 61 00:03:22,785 --> 00:03:24,704 কোনো চিন্তা নেই , অনুগত প্রজারা , 62 00:03:24,912 --> 00:03:27,957 অগ্নিরাজকে কেউই চমকে দিতে পারবেনা ! 63 00:03:28,165 --> 00:03:29,795 - হায় মাবুদ ! - সাবধান ! 64 00:03:36,173 --> 00:03:37,341 অ্যাং , থামো. 65 00:03:37,425 --> 00:03:38,551 আমরা কোথায় যাচ্ছি ? 66 00:03:38,634 --> 00:03:39,635 আমি জানি না ... 67 00:03:39,719 --> 00:03:41,887 কিন্তু এখানে বড় একটা ভিড় জমেছে , তো ভালো কিছু হবে নিশ্চয়. 68 00:03:41,971 --> 00:03:43,156 অগ্নি-জাতি সম্পর্কে জানাটা , 69 00:03:43,180 --> 00:03:44,598 শুধুমাত্র একটা অজুহাত ছিল হয়তো. 70 00:03:52,690 --> 00:03:54,316 আমার ওই কৌশল শেখা দরকার. 71 00:03:54,400 --> 00:03:55,526 ধন্যবাদ ! 72 00:03:55,609 --> 00:03:56,652 আমার পরবর্তী কৌশল দেখানোর জন্য , 73 00:03:56,736 --> 00:03:58,696 দর্শকদের মধ্য থেকে আমার একটা ভলেন্টিয়ার লাগবে. 74 00:03:58,779 --> 00:04:00,197 উউহ , উউহ ! আমি ! আমি ! 75 00:04:00,281 --> 00:04:01,782 এটা কী করছ তুমি ? 76 00:04:01,866 --> 00:04:03,534 আমি কাছ থেকে দেখতে চাই. 77 00:04:03,617 --> 00:04:06,746 কারো মনযোগ আকর্ষণ না করাই মঙ্গলজনক হবে. 78 00:04:06,871 --> 00:04:08,622 তুমি আসলে কেমন হয় , যুবতী মেয়ে ? 79 00:04:08,706 --> 00:04:09,749 আহ ... 80 00:04:09,832 --> 00:04:11,792 আহ , ও লজ্জা পাচ্ছে. 81 00:04:11,876 --> 00:04:14,587 ওকে একটু উৎসাহ দেয়া যাক , ভায়েরা. 82 00:04:17,631 --> 00:04:19,550 আহ , যাওয়ার কথা ছিল আমার. 83 00:04:22,428 --> 00:04:26,849 এই নতুন কৌশলের নাম “ড্রাগন পোষ মানানো” ! 84 00:04:26,932 --> 00:04:28,768 তুমি হবে আমার বন্দী রাজকুমারী. 85 00:04:39,695 --> 00:04:41,197 কোনো চিন্তা নেই , বালিকা ! 86 00:04:41,530 --> 00:04:44,408 আমি এই জ্বলন্ত পশুকে পোষ মানাব ! 87 00:04:49,705 --> 00:04:51,040 এটা খুবই শক্তিশালী ! 88 00:04:51,123 --> 00:04:52,124 আমি ধরে রাখতে পারছি না ! 89 00:04:52,583 --> 00:04:53,876 ওকে সাহায্য করতে হবে ! 90 00:04:53,959 --> 00:04:55,586 না , আমরা কোনো দৃশ্য বানাতে চাইনা. 91 00:04:55,669 --> 00:04:58,005 দড়ি ... ছিড়ে যাচ্ছে ! 92 00:05:08,557 --> 00:05:10,726 হেই , তুমি কি আমাকে মঞ্চ থেকে নামানোর চেষ্টা করছ , খোকা ? 93 00:05:17,817 --> 00:05:20,110 হেই ! ওই ছেলেটা অ্যাভাটার ! 94 00:05:25,115 --> 00:05:26,659 আমার মনে হয় কেটে পড়ার সময় হয়েছে. 95 00:05:26,742 --> 00:05:27,785 আমার সাথে আসো ! 96 00:05:27,868 --> 00:05:28,994 আমি তোমাদের এখান থেকে বের করতে পারব ! 97 00:05:29,078 --> 00:05:30,079 ওইতো ওরা পালাচ্ছে ! 98 00:05:39,588 --> 00:05:40,589 ওখানে ! 99 00:05:43,467 --> 00:05:44,760 আমি আপাকে ডাকছি. 100 00:05:47,763 --> 00:05:49,807 দোয়া করি আপা যেন সত্যি সত্যি ষাঁড়ের বাঁশির আওয়াজ শুনতে পায় ! 101 00:05:49,890 --> 00:05:51,058 এই দিক দিয়ে ! 102 00:05:53,060 --> 00:05:54,854 ঠিক আছে , এই দিক দিয়ে না. 103 00:06:01,694 --> 00:06:02,695 হাহ ? 104 00:06:09,827 --> 00:06:11,662 আপা , নীচে এখানে ! 105 00:06:32,266 --> 00:06:33,642 কী সুন্দর ! 106 00:06:37,605 --> 00:06:39,648 সুন্দরভাবে আতশবাজি বিস্ফোরণ ঘটিয়েছেন. 107 00:06:39,732 --> 00:06:41,775 মনে হলো আপনি বিস্ফোরক সম্পর্কে ভালোই জানেন. 108 00:06:41,859 --> 00:06:42,860 আমার জানা রয়েছে. 109 00:06:43,277 --> 00:06:44,695 আপনি তো তাহলে অগ্নি-জাতির সৈনিক. 110 00:06:44,778 --> 00:06:45,863 ছিলাম. 111 00:06:45,946 --> 00:06:47,406 আমার নাম চেই. 112 00:06:50,075 --> 00:06:51,577 আমি একজন মানুষের গোলামি করি ... 113 00:06:51,660 --> 00:06:52,828 সত্যি বলতে , মানুষের চেয়ে বেশি কিছু , 114 00:06:52,912 --> 00:06:53,996 উনি পৌরাণিক একজন মানুষ ... 115 00:06:54,079 --> 00:06:56,040 কিন্তু বাস্তবে আছেন , জীবিত এক কিংবদন্তী ... 116 00:06:56,123 --> 00:06:57,958 সেনাপলাতক জং জং. 117 00:06:58,042 --> 00:07:00,127 একসময় অগ্নি-জাতির সেনাপ্রধান ছিলেন. 118 00:07:00,336 --> 00:07:02,254 অথবা ... অ্যাডমিরাল ছিলেন হয়তো. 119 00:07:02,463 --> 00:07:04,381 খুবই উচ্চপদস্থ সৈনিক ছিলেন. আমরা বুঝেছি. 120 00:07:04,548 --> 00:07:06,216 হ্যাঁ ! খুবই উচ্চপদস্থ ! 121 00:07:06,300 --> 00:07:08,177 কিন্তু তিনি অগ্নি-জাতির পাগলামি মেনে নিতে পারেননি. 122 00:07:08,260 --> 00:07:11,180 প্রথম ব্যক্তি হিসেবে কেবল তিনিই জীবিত অবস্থায় সেনাবাহিনী থেকে বেরিয়ে আসতে পেরেছিলেন. 123 00:07:11,263 --> 00:07:13,641 আমি দ্বিতীয় ব্যক্তি , কিন্তু পালিয়ে আসলেই তো আর লিজেন্ড হওয়া যায়না. 124 00:07:13,724 --> 00:07:14,725 সে যাই হোক. 125 00:07:15,184 --> 00:07:17,269 জং জং একজন অগ্নিবেন্ডিং প্রতিভা. 126 00:07:17,478 --> 00:07:18,771 কেউ কেউ তাকে পাগল বলে , 127 00:07:18,854 --> 00:07:20,272 কিন্তু সে পাগল না. 128 00:07:20,356 --> 00:07:21,732 তিনি আলোকপ্রাপ্ত হয়েছেন. 129 00:07:21,857 --> 00:07:23,400 তার মানে এই বনে একজন অগ্নিবেন্ডার আছে , 130 00:07:23,484 --> 00:07:24,902 কিন্তু সে অগ্নিরাজের দলের লোক না ? 131 00:07:24,985 --> 00:07:26,153 তাহলে তো তার সাথে দেখা করা দরকার ! 132 00:07:26,236 --> 00:07:27,237 সে আমাকে শেখাতে পারবে ! 133 00:07:27,571 --> 00:07:29,990 আমরা কোনো পাগল অগ্নিবেন্ডারকে খুঁজতে যাবনা. 134 00:07:30,199 --> 00:07:31,784 উনি পাগল না ! 135 00:07:31,867 --> 00:07:33,577 প্রতিভাবান ব্যক্তি ! 136 00:07:33,661 --> 00:07:36,163 আর অ্যাভাটারকে শেখানোর জন্য উপযুক্ত ব্যক্তি. 137 00:07:36,246 --> 00:07:38,499 সেজন্যই তো আমি উৎসবের ভিতরে তোমাদের ফলো করেছিলাম. 138 00:07:38,582 --> 00:07:39,959 দেখেন , সাহায্য করেছেন সেজন্য ধন্যবাদ , 139 00:07:40,042 --> 00:07:42,211 কিন্তু আমরা আজ সকালে উত্তরমেরুর উদ্দেশ্যে রওনা হবো. 140 00:07:42,294 --> 00:07:46,507 সকা , এটাই আমার একমাত্র সুযোগ একজন অগ্নিবেন্ডারের সাথে দেখা করার , 141 00:07:46,590 --> 00:07:48,926 আগ্রহের সাথে যে আমাকে শেখাতে চাইবে. 142 00:07:49,009 --> 00:07:50,719 উনার সাথে কথা বললে ক্ষতি কিসের ? 143 00:07:50,803 --> 00:07:53,263 উৎসবে যাওয়ার আগে তুই ঠিক এই কথাটাই বলেছিলি ! 144 00:07:53,347 --> 00:07:55,349 আমার কথা কেউ কখনো শোনেনা কেন ? 145 00:07:57,351 --> 00:07:58,352 আহ ! 146 00:08:01,438 --> 00:08:03,190 যেখানে আছো সেখানে থাকো. 147 00:08:11,407 --> 00:08:13,617 জং জং অ্যাভাটারকে খুঁজতে নিষেধ করেছিল তোমাকে. 148 00:08:13,701 --> 00:08:15,369 এক মিনিট. আপনারা একে অন্যকে চেনেন ? 149 00:08:15,536 --> 00:08:16,578 আবার জিগায়. 150 00:08:16,662 --> 00:08:17,871 লিন ই আমার পুরনো বন্ধু. 151 00:08:17,997 --> 00:08:19,081 তাই না , লিন ই ? 152 00:08:19,164 --> 00:08:20,582 জবান বন্ধ রাখো. চলতে থাকো. 153 00:08:30,384 --> 00:08:32,761 ভিতরে যাও. শুধু তোমার সাথে দেখা করবে. 154 00:08:32,928 --> 00:08:34,054 আরে , সমস্যা নেই. 155 00:08:34,138 --> 00:08:35,431 আমরা পরে কথা বলতে পারব. 156 00:08:35,514 --> 00:08:36,890 জং জং কি এখানেই আছে ? 157 00:08:36,974 --> 00:08:38,559 আমার তার সাথে এখনই কথা বলা দরকার. 158 00:08:38,642 --> 00:08:40,269 না. তুমি এখানেই অপেক্ষা করো. 159 00:08:40,352 --> 00:08:41,937 এখনই যাও ! 160 00:08:42,021 --> 00:08:44,189 কোনো চিন্তা নেই , সবকিছু ঠিক হয়ে যাবে. 161 00:08:44,690 --> 00:08:45,899 উনি মহান মানব. 162 00:08:45,983 --> 00:08:47,234 মহান মানব ! 163 00:08:51,989 --> 00:08:53,550 তার মানে , অ্যাভাটার এখানে এসেছিল , 164 00:08:53,552 --> 00:08:55,490 আর তোমাদের চোখের সামনে দিয়ে পালিয়ে গেছে ? 165 00:08:55,743 --> 00:08:56,827 জ্বি , স্যার. 166 00:08:56,910 --> 00:08:59,371 কিন্তু ভালো দিক হলো , উৎসব ভালোয় ভালোয় সম্পন্ন হয়েছে. 167 00:09:00,873 --> 00:09:02,791 কোনো মারামারি হয়নি. চুরির ঘটনা ঘটেনি. 168 00:09:03,167 --> 00:09:05,627 আমি তোমাদের স্থানীয় অপরাধ হারের ধার ধারিনা ! 169 00:09:05,711 --> 00:09:07,379 ওরা কোন দিকে গেছে ? 170 00:09:07,713 --> 00:09:09,048 ওরা জঙ্গলের দিকে অগ্রসর হয়েছে. 171 00:09:09,256 --> 00:09:10,549 নদীর উপরে , আমার ধারণা. 172 00:09:10,716 --> 00:09:12,634 নদীর নৌকা প্রস্তুত করো. 173 00:09:12,718 --> 00:09:14,803 অ্যাভাটারের পিছু নেবো আমরা. 174 00:09:23,520 --> 00:09:26,106 কী বলেছে ? আমি কি এখন জং জংয়ের সাথে দেখা করতে পারব ? 175 00:09:26,190 --> 00:09:27,524 উনি দেখা করবেন না তোমার সাথে. 176 00:09:27,608 --> 00:09:29,735 আমি তোমাকে এখানে নিয়ে এসেছি বলে উনি ভীষণ রেগে গেছেন. 177 00:09:29,818 --> 00:09:31,320 অবিলম্বে তোমাকে এখান থেকে চলে যেতে বলেছেন. 178 00:09:31,403 --> 00:09:33,238 যাক বাঁচা গেল ! চলো যাত্রা শুরু করি. 179 00:09:33,322 --> 00:09:34,782 কেন আমার সাথে দেখা করবে না ? 180 00:09:35,365 --> 00:09:36,742 বলেছে তুমি এখনো প্রস্তুত হওনি. 181 00:09:36,825 --> 00:09:39,578 বলেছে তুমি এখনো পানিবেন্ডিং আর ভূমিবেন্ডিংয়ে দক্ষতা অর্জন করোনি. 182 00:09:39,661 --> 00:09:41,330 এক মিনিট , এটা জানল কীভাবে ? 183 00:09:41,622 --> 00:09:43,665 উনি দেখেছিলেন তুমি কীভাবে তাবুতে ঢুকেছিলে. 184 00:09:43,749 --> 00:09:45,000 উনি ভাব দেখে বলে দেতে পারেন. 185 00:09:45,084 --> 00:09:46,293 যাই হোক আমি ভিতরে যাচ্ছি. 186 00:09:56,261 --> 00:09:57,763 চলে যাও ! 187 00:10:00,724 --> 00:10:03,477 মাস্টার , আমার অগ্নিবেন্ডিং শেখা দরকার. 188 00:10:03,560 --> 00:10:07,481 কোনো বোকাই কেবল নিজের ধ্বংস খুঁজে বেড়ায়. 189 00:10:07,815 --> 00:10:09,274 আমি অ্যাভাটার. 190 00:10:09,358 --> 00:10:11,026 - এটা আমার নিয়তি ... - নিয়তি ? 191 00:10:11,110 --> 00:10:13,362 একটা বালক নিয়তির কী জানে ? 192 00:10:13,445 --> 00:10:16,115 একটা মাছ যদি সারাটা জীবন একটা নদীতে কাটায় , 193 00:10:16,198 --> 00:10:17,950 তাহলে কি মাছটা সেই নদীর নিয়তি কী তা জানে ? 194 00:10:18,033 --> 00:10:19,201 জানে না ! 195 00:10:19,284 --> 00:10:22,287 মাছটা শুধু নিজের নিয়ন্ত্রণের বাইরে ছুটতে থাকে. 196 00:10:22,371 --> 00:10:23,997 স্রোতের সাথে হয়তো মাছটা তাল মিলিয়ে চলতে পারবে , 197 00:10:24,081 --> 00:10:26,375 কিন্তু জানতে পারবে না শেষ কোথায়. 198 00:10:26,458 --> 00:10:28,752 সমুদ্রের কথা তো কল্পনাও করতে পারবে না. 199 00:10:29,419 --> 00:10:31,088 সেটা তো ঠিক আছে ... 200 00:10:31,171 --> 00:10:32,548 কিন্তু সবকটি বেন্ডিং শৃঙ্খলায় ... 201 00:10:32,631 --> 00:10:34,883 দক্ষতা অর্জন করা অ্যাভাটারের দায়িত্ব. 202 00:10:34,967 --> 00:10:37,136 বেন্ডিং শৃঙ্খলায় দক্ষতা অর্জনের জন্য , 203 00:10:37,219 --> 00:10:40,055 অবশ্যই প্রথমে তোমার শৃঙ্খলায় দক্ষতা অর্জন করা দরকার. 204 00:10:40,305 --> 00:10:41,890 কিন্তু তাতে তোমার কোনো আগ্রহ নেই , 205 00:10:41,974 --> 00:10:43,517 তাই তোমার প্রতি আমার কোনো আগ্রহ নেই. 206 00:10:43,600 --> 00:10:45,644 এখন , চলে যাও. 207 00:10:45,727 --> 00:10:48,272 শেখান দয়া করে , শিখতে হবে আমাকে. 208 00:10:48,355 --> 00:10:49,940 হয়তো এটাই আমার একমাত্র সুযোগ. 209 00:10:50,357 --> 00:10:51,567 তুমি কি বধির নাকি ? 210 00:10:51,650 --> 00:10:55,028 তুমি শুনতে না চাইলে আমি তোমাকে শেখাব কেমন করে ? 211 00:10:55,112 --> 00:10:56,864 অগ্নিবেন্ডিং শেখার আগে অবশ্যই তোমাকে ... 212 00:10:56,947 --> 00:10:59,032 পানি আর ভূমিবেন্ডিং শিখতে হবে. 213 00:10:59,116 --> 00:11:01,160 পানি হলো প্রশান্ত আর প্রশমিত. 214 00:11:01,243 --> 00:11:03,162 ভূমি হলো অনড় আর দৃঢ়. 215 00:11:03,370 --> 00:11:04,580 কিন্তু আগুন ... 216 00:11:04,663 --> 00:11:06,373 আগুন হলো জীবন্ত. 217 00:11:06,456 --> 00:11:08,667 এটা বৃদ্ধি পায় , ছড়িয়ে পড়ে চারিদিকে. 218 00:11:08,750 --> 00:11:11,336 বেন্ডিং না করলে , একটা পাথর আপনা আপনি ছুড়ে যায়না. 219 00:11:11,545 --> 00:11:12,838 কিন্তু আগুন নিজ থেকে ছড়িয়ে পড়বে ... 220 00:11:12,921 --> 00:11:15,048 আর সামনে যা পাবে সবকিছু ধ্বংস করে দেবে , 221 00:11:15,132 --> 00:11:17,801 কারো যদি এটা নিয়ন্ত্রণ করার ইচ্ছা না থাকে ! 222 00:11:18,302 --> 00:11:19,678 এটাই আগুনের নিয়তি. 223 00:11:19,845 --> 00:11:21,180 এখনো তুমি প্রস্তুত হওনি ! 224 00:11:21,263 --> 00:11:23,265 তুমি খুবই দুর্বল ! 225 00:11:28,061 --> 00:11:29,521 তুমি আমাকে দুর্বল মনে করো ? 226 00:11:29,605 --> 00:11:31,273 অ্যাভাটার রকু ! 227 00:11:31,356 --> 00:11:32,482 না , না ! 228 00:11:32,566 --> 00:11:33,692 আমি সেটা বুঝাতে চাইনি. 229 00:11:33,775 --> 00:11:35,319 আমি হাজারো জীবনকালে হাজারো বার ... 230 00:11:35,402 --> 00:11:38,614 সবকটি উপাদানে দক্ষতা অর্জন করেছি. 231 00:11:38,697 --> 00:11:41,408 এখন , এটা আমাকে আবারো করতে হবে. 232 00:11:41,617 --> 00:11:45,996 তুমি অ্যাভাটারকে অগ্নিবেন্ডিং শেখাবে. 233 00:11:46,079 --> 00:11:47,414 আচ্ছা , আচ্ছা. 234 00:11:47,873 --> 00:11:49,708 আমি তোমাকে শেখাব. 235 00:11:49,791 --> 00:11:50,792 সত্যিই ? 236 00:11:51,043 --> 00:11:52,252 অসাধারণ ! 237 00:11:59,218 --> 00:12:00,677 তোমার অবস্থান আরো প্রশস্ত করো. 238 00:12:02,179 --> 00:12:04,014 আরো প্রশস্ত ! 239 00:12:04,097 --> 00:12:05,307 হাঁটু বাঁকা করো. 240 00:12:05,390 --> 00:12:06,850 এখন , পূর্ণ মনোনিবেশ করো. 241 00:12:07,559 --> 00:12:09,186 ভালো. ভালো ! 242 00:12:09,269 --> 00:12:10,562 এক মিনিট. এখন আমি কী করব ? 243 00:12:10,979 --> 00:12:13,774 চুপ করে থাকবে ! কথা বলাকে মনোযোগ দেওয়া বলে না. 244 00:12:13,857 --> 00:12:15,901 তোমার বন্ধুকে দেখো. ও কি কথা বলছে ? 245 00:12:15,984 --> 00:12:18,320 এমনকি ওই অনাড়ি ছেলেটাও ওর কাজের প্রতি মনোযোগ দিতে জানে. 246 00:12:18,403 --> 00:12:19,404 হেই ! 247 00:12:19,738 --> 00:12:21,698 কিন্তু আমি কিসে মনোনিবেশ করছি ? 248 00:12:21,782 --> 00:12:24,284 সূর্যের তাপকে অনুভব করো. 250 00:12:24,368 --> 00:12:29,289 এটা অগুনের সবচেয়ে বড় উৎস হওয়ার পরেও প্রকিৃতির সাথে পুরোপুরি ভারসাম্য বজায় রেখেছে. 251 00:12:29,498 --> 00:12:30,999 তো , কখন আমরা আগুন তৈরি করা শুরু করব ? 252 00:12:31,083 --> 00:12:32,918 মনোনিবেশ করো ! 253 00:12:44,054 --> 00:12:45,657 আমরা কি এত উপরে এসেছি যাতে আমি অগ্নি বিস্ফোরণ দিয়ে ... 254 00:12:45,681 --> 00:12:46,682 কোনোকিছু পুড়িয়ে না ফেলি সেজন্য ? 255 00:12:46,932 --> 00:12:48,350 এখনো আগুন পর্যন্ত যাইনি. 256 00:12:48,433 --> 00:12:49,518 মানে ? 257 00:12:50,519 --> 00:12:53,272 অগ্নিবেন্ডিংয়ে শক্তি আসে নিঃশ্বাস থেকে. 258 00:12:53,355 --> 00:12:56,024 সেজন্য তোমার নিঃশ্বাস পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসা দরকার. 259 00:12:56,858 --> 00:12:58,694 আপনি আমাকে এত উপরে নিঃশ্বাস নেওয়ার জন্য নিয়ে এসেছেন ? 260 00:12:58,777 --> 00:13:00,279 পজিশনে দাঁড়াও. 261 00:13:00,362 --> 00:13:01,405 আরো প্রশস্ত. 262 00:13:01,488 --> 00:13:02,757 - আপনি তো দেখেননি আমি ... - আরো প্রশস্ত ! 263 00:13:02,781 --> 00:13:06,034 এখন , নাক দিয়ে নিঃশ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়ো ... 264 00:13:06,118 --> 00:13:07,119 কথা না বলে. 265 00:13:11,623 --> 00:13:13,458 ভালো. করতে থাকো. 266 00:13:23,969 --> 00:13:25,321 তুমি এখানে কী করছ ? 267 00:13:25,345 --> 00:13:26,888 আমি তো তোমাকে থামতে বলিনি ! 268 00:13:26,972 --> 00:13:28,557 আমি কয়েক ঘণ্টা ধরে নিঃশ্বাস নিচ্ছি. 269 00:13:28,890 --> 00:13:30,684 তুমি নিঃশ্বাস নেয়া বন্ধ করে দিতে চাও ? 270 00:13:30,892 --> 00:13:33,186 আমি আমার সময় নষ্ট করা থামাতে চাই. 271 00:13:33,270 --> 00:13:35,105 আমি জানি কেমন করে আসন করে বসে নিঃশ্বাস নিতে হয় , 272 00:13:35,188 --> 00:13:36,273 আর সূর্যের তাপকে অনুভব করতে হয়. 273 00:13:36,356 --> 00:13:39,234 আমি জানতে চাই আঙুলের ডগা দিয়ে অগ্নিগুলি করতে হয় কীভাবে. 274 00:13:41,194 --> 00:13:43,030 আমার একটা ছাত্র ছিল একসময়. 275 00:13:43,113 --> 00:13:46,283 শৃঙ্খলা শেখার প্রতি ওর কোনো আগ্রহই ছিলনা. 276 00:13:46,366 --> 00:13:49,244 কেবল অগ্নিশক্তির প্রতিই ওর মনোযোগ থাকত. 277 00:13:49,328 --> 00:13:51,538 কীভাবে ও সেটা ব্যবহার করে ওর প্রতিপক্ষকে ঘায়েল করবে , 278 00:13:51,621 --> 00:13:54,875 আর সামনের সকল বাঁধা বিপর্যয়কে ধ্বংস করবে , 279 00:13:54,958 --> 00:13:57,878 কিন্তু আগুনের বোঝা বয়ে বেড়ানো খুবই কষ্টকর. 280 00:13:58,211 --> 00:13:59,921 ধ্বংস করে দেয়া হলো আগুনের স্বভাব , 281 00:14:00,005 --> 00:14:03,925 আর নিয়ন্ত্রণ করতে না পারলে , এটা চারপাশের সবকিছুকে ধ্বংস করে দেয়. 282 00:14:16,355 --> 00:14:17,773 নিয়ন্ত্রণ করতে শিখো , 283 00:14:17,856 --> 00:14:21,401 নাহলে নিজেকে আর ভালোবাসার সবকিছুকে ধ্বংস করার ঝুঁকিতে ফেলো. 284 00:14:31,161 --> 00:14:32,829 আপনি যা বলেছেন সেটা নিয়ে আমি ভেবে দেখেছি. 285 00:14:32,913 --> 00:14:34,581 প্রতিজ্ঞা করছি আমি আরো ধৈর্যশীল হবো. 286 00:14:35,082 --> 00:14:37,959 আমরা এখন আগুন নিয়ে কাজ করব. 287 00:14:38,043 --> 00:14:40,269 এটার জন্যই তো অপেক্ষা করছিলাম ! 288 00:14:41,421 --> 00:14:42,464 আমি বলতে চাচ্ছি ... 289 00:14:42,547 --> 00:14:43,548 শুরু করা যাক. 290 00:14:46,676 --> 00:14:48,887 আগুনের দিকে মনোনিবেশ করো. 291 00:14:49,262 --> 00:14:51,932 আমি চাই তুমি এই শিখাটা পাতার শেষ মাথায় যাওয়ার আগ পর্যন্ত ... 292 00:14:52,015 --> 00:14:54,059 যতক্ষণ সম্ভব হাতে রাখো. 293 00:14:55,477 --> 00:14:57,354 মাস্টার , আমরা একটা সমস্যায় পড়েছি ! 294 00:14:57,437 --> 00:14:58,814 কী হয়েছে ?! 295 00:14:58,897 --> 00:15:00,357 পাতার দিকে মনোনিবেশ করো. 296 00:15:00,440 --> 00:15:02,859 এটা পৃথিবীর সবচেয়ে বাজে অগ্নিবেন্ডিং নির্দেশনা. 297 00:15:02,943 --> 00:15:04,986 ঘণ্টার পর ঘণ্টা ধরে আমাকে সে শুধু মনোনিবেশ ... 298 00:15:05,070 --> 00:15:06,738 আর নিঃশ্বাস নেয়ার জন্য বলছে. 299 00:15:06,822 --> 00:15:08,615 আমি নিশ্চিত এটার ভালো কোনো কারণ আছে. 300 00:15:08,824 --> 00:15:10,992 কিন্তু আমি আরো বেশি কিছু করার জন্য প্রস্তুত. 301 00:15:24,714 --> 00:15:26,716 পেরেছি. আমি আগুন বানাতে পেরেছি ! 302 00:15:27,926 --> 00:15:29,052 অ্যাং , খুবই ভালো করেছ. 303 00:15:29,136 --> 00:15:30,679 কিন্তু এটা তোমার নিয়ন্ত্রনে রাখা উচিত. 304 00:15:30,762 --> 00:15:32,139 - ওয়া ! - সাবধানে ! 305 00:15:32,305 --> 00:15:33,723 আহ ! 306 00:15:33,807 --> 00:15:35,517 এটাকেই বলে আসল অগ্নিবেন্ডিং. 307 00:15:37,769 --> 00:15:39,354 অ্যাং , ব্যথা পাবে তুমি. 308 00:15:44,776 --> 00:15:46,278 ভাবছি সার্কাস ম্যান ওটা করে কীভাবে. 309 00:15:52,659 --> 00:15:53,952 কিটারা ! 310 00:15:54,035 --> 00:15:55,454 আমার ভুল হয়ে গেছে ! 311 00:15:56,872 --> 00:15:58,457 কিটারা , কী হয়েছে ? 312 00:15:58,665 --> 00:15:59,958 কী করেছিস তুই ? 313 00:16:00,125 --> 00:16:01,543 এটা আমি ইচ্ছা করে করিনি ! 314 00:16:01,626 --> 00:16:03,295 আমি ... আহ ! কিটারা , আমি ... 315 00:16:04,463 --> 00:16:06,190 তোকে বলেছিলাম আগুন নিয়ে খেলা না করতে ! 316 00:16:06,214 --> 00:16:07,299 দেখ কী করেছিস তুই ! 317 00:16:07,424 --> 00:16:09,301 আমার বোনকে তুই পুড়িয়ে দিয়েছিস ! 318 00:16:23,940 --> 00:16:26,067 আমার বোনকে তুই পুড়িয়ে দিয়েছিস ! 319 00:16:26,276 --> 00:16:27,986 সব দোষ আপনার ! 320 00:16:28,195 --> 00:16:29,821 আমি জানি ! এখন তোমাদের জিনিসপত্র গুছিয়ে নাও. 321 00:16:29,905 --> 00:16:31,573 এখনই তোমাদের চলে যাওয়া দরকার. 322 00:16:32,324 --> 00:16:33,742 আমার ভুল হয়ে গেছে. 323 00:16:33,825 --> 00:16:35,118 আমি চাইনি ... 324 00:16:35,202 --> 00:16:36,536 ভুল হয়ে গেছে ! 325 00:17:06,191 --> 00:17:08,193 তোমার নিরাময় করার নৈসর্গিক ক্ষমতা রয়েছে. 326 00:17:09,027 --> 00:17:12,948 কখনো কখনো পানি-গোত্রের মহান বেন্ডাররা এই ক্ষমতা পেয়ে থাকে. 327 00:17:13,031 --> 00:17:15,992 আমি সবসময় চেয়েছিলাম আগুনের এই জ্বলন্ত অভিশাপ না পেয়ে ... 328 00:17:16,076 --> 00:17:18,662 আমি যদি তোমার মতো আশীর্বাদ পেতাম. 329 00:17:18,745 --> 00:17:20,622 কিন্তু আপনি তো মহান মাস্টার. 330 00:17:20,705 --> 00:17:22,457 আপনার মতো ক্ষমতা আমি কখনোই আর্জন করতে পারব না. 331 00:17:22,541 --> 00:17:25,669 পানি নিরাময় আর প্রশান্তি বয়ে আনে. 332 00:17:25,752 --> 00:17:29,005 কিন্তু আগুন কেবল ধ্বংস আর যন্ত্রণা বয়ে আনে. 333 00:17:29,089 --> 00:17:31,550 যাদের অগ্নিবেন্ডিং করার ক্ষমতা রয়েছে , 334 00:17:31,633 --> 00:17:36,012 এটা তাদেরকে বাধ্য করে মানবতা আর বর্বরতার মাঝখান দিয়ে হাঁটতে. 335 00:17:36,179 --> 00:17:39,307 পরিণামে আমরা বিচ্ছিন্ন হয়ে পড়েছি. 336 00:17:46,147 --> 00:17:48,441 যাও , তোমার বন্ধুদের নিয়ে পালাও ! 337 00:17:48,733 --> 00:17:51,403 এখানে আর ফিরে আসবে না , ফিরে আসলে ধ্বংস হয়ে যাবে তোমরা সবাই ! 338 00:17:51,486 --> 00:17:52,737 তাড়াতাড়ি ! 339 00:18:11,089 --> 00:18:12,591 ভয় নেই , সৈনিকেরা. 340 00:18:12,674 --> 00:18:15,760 আমার পুরনো মাস্টার অনেক আগেই লড়াই করা বাদ দিয়েছে , 341 00:18:17,345 --> 00:18:19,347 তাইনা , মাস্টার জং জং ? 342 00:18:26,354 --> 00:18:28,064 কিটারা , তুই ঠিক আছিস তো ? 343 00:18:28,148 --> 00:18:29,357 আমি ঠিক আছি. 344 00:18:29,441 --> 00:18:30,650 আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার. 345 00:18:30,734 --> 00:18:31,901 অ্যাং কোথায় ? 346 00:18:39,534 --> 00:18:42,162 আমি যে অপ্রস্তুত জং জং আমাকে সেটা বুঝাতে চেয়েছিল. 347 00:18:42,245 --> 00:18:43,788 আমি গ্রাহ্য করিনি তার কথা. 348 00:18:43,872 --> 00:18:45,749 আমি আর কখনো অগ্নিবেন্ডিং করব না. 349 00:18:45,832 --> 00:18:47,417 কিন্তু তোমাকে করতে হবে. 350 00:18:47,667 --> 00:18:49,669 না , আর কখনো না. 351 00:18:49,753 --> 00:18:51,921 সমস্যা নেই , অ্যাং. আমার ক্ষত সেরে গেছে. 352 00:18:52,005 --> 00:18:53,632 কী ? কীভাবে ? 353 00:18:53,715 --> 00:18:55,175 পরে বুঝিয়ে বলব. 354 00:18:55,258 --> 00:18:56,968 কিন্তু এখন আমাদের এখান থেকে চলে যাওয়া দরকার. 355 00:18:57,135 --> 00:18:59,220 জাউ আর তার সৈনিকেরা আক্রমণ করছে. 356 00:18:59,304 --> 00:19:00,347 কোথায় ? 357 00:19:00,555 --> 00:19:01,681 নদীর কিনারায়. 358 00:19:01,765 --> 00:19:03,266 জং জংকে তারা আটক করেছে. 359 00:19:03,350 --> 00:19:04,976 তাকে সাহায্য করতে হবে ! 360 00:19:05,810 --> 00:19:06,895 নিজেকে দেখেন ... 361 00:19:06,978 --> 00:19:10,148 আপনি একসময় মহান সৈনিক ছিলেন. 362 00:19:10,231 --> 00:19:12,275 বিশ্বাস করতে পারিনা আমার প্রাক্তন মাস্টার ... 363 00:19:12,359 --> 00:19:15,070 সাধারণ বন্য বর্বর জীবনযাপন করছে. 364 00:19:15,153 --> 00:19:17,864 আমি না , বর্বরতাকে তুমি আলিঙ্গন করেছ , জাউ. 365 00:19:17,947 --> 00:19:20,492 এখন অ্যাডমিরাল জাউ হয়েছি. 366 00:19:20,575 --> 00:19:23,536 অ্যাভাটারের বিপক্ষে ওই পদবি তোমার কোনো কাজে আসবে না. 367 00:19:23,620 --> 00:19:24,996 ওর সাথে লড়তে যেও না. 368 00:19:25,080 --> 00:19:26,748 তোমার ওর সাথে লড়ার যোগ্যতা নেই. 369 00:19:26,831 --> 00:19:29,042 একটা ছেলেকে সম্ভবত আমি সামলাতে পারব. 370 00:19:29,125 --> 00:19:33,004 ওরকম সুপ্ত শক্তি আমি আগে কখনো দেখিনি. 371 00:19:34,255 --> 00:19:35,340 জং জং ! 372 00:19:35,423 --> 00:19:36,508 সেটা দেখা যাবে. 373 00:19:36,591 --> 00:19:38,259 সৈনিকেরা , আটক করো সেনাপলাতককে. 374 00:19:46,518 --> 00:19:47,727 আমরা ধোঁকা খেয়েছি ! 375 00:19:47,811 --> 00:19:49,062 জঙ্গলের ভিতরে লুকিয়েছে. 376 00:19:49,145 --> 00:19:50,647 খুঁজে বের করো ! 377 00:19:51,856 --> 00:19:55,193 দেখি আমার পুরনো মাস্টার তোকে কী শিখিয়েছে. 378 00:19:55,276 --> 00:19:57,028 তুমি জং জংয়ের ছাত্র ? 379 00:19:57,112 --> 00:19:58,988 বোরিং হওয়ার আগ পর্যন্ত ছিলাম. 380 00:20:03,827 --> 00:20:06,663 আমি দেখলাম সে তোকে মাথা নিচু করে কাপুরুষের মতো পালিয়ে যেতে শিখিয়েছে , 381 00:20:06,746 --> 00:20:10,667 কিন্তু সে তোকে অগ্নিবেন্ডিং কী করতে পারে সেটা দেখিয়েছে কিনা তাতে আমার সন্দেহ আছে ! 382 00:20:14,337 --> 00:20:15,755 ওয়া ! বেপরোয়া শট ! 383 00:20:15,839 --> 00:20:17,716 আমি তোকে দেখাব বেপরোয়া কাকে বলে ! 384 00:20:24,973 --> 00:20:26,474 কোনো আত্ম-নিয়ন্ত্রণ নেই. 385 00:20:28,893 --> 00:20:30,687 জায়গায় দাঁড়িয়ে আমার সাথে লড়াই কর , অ্যাভাটার ! 386 00:20:30,770 --> 00:20:32,230 ওহ , আমরা কি লড়াই করছিলাম ? 387 00:20:32,313 --> 00:20:34,107 আমি তো ভেবেছিলাম তুমি শুধু গা গরম করছ. 388 00:20:34,190 --> 00:20:35,316 আর না. 389 00:20:37,861 --> 00:20:39,195 এই তোমার ক্ষমতা ? 390 00:20:39,279 --> 00:20:41,781 ধ্যাৎ , অজকাল যে কাউকে অ্যাডমিরাল বানিয়ে দিচ্ছে. 391 00:20:47,871 --> 00:20:49,080 হেই ! 392 00:20:49,164 --> 00:20:50,790 আমি অ্যাডমিরাল জাউ. 393 00:20:58,965 --> 00:21:02,427 কারণটা আমি জানিনা , কিন্তু আমি ভেবেছিলাম জুকোর চেয়ে তুমি ভালো ফাইট করবে. 394 00:21:02,594 --> 00:21:03,678 আহ ! 395 00:21:05,972 --> 00:21:07,182 অনাড়ি. 396 00:21:07,265 --> 00:21:09,100 খুবই অনাড়ি. 397 00:21:21,362 --> 00:21:24,282 এখন কোথাও পালাতে পারবি না , বাচাল কোথাকার. 399 00:21:27,744 --> 00:21:29,329 এই যুদ্ধে তোমার পরাজয় হয়েছে. 400 00:21:31,498 --> 00:21:32,499 মাথা খারাপ নাকি তোর ? 401 00:21:32,832 --> 00:21:34,334 তুই তো আগুনের একটা ঘুষিও মারিস নাই. 402 00:21:34,501 --> 00:21:36,461 আমি মারিনি , কিন্তু তুমি মেরেছ. 403 00:21:42,675 --> 00:21:44,636 জং জং বলেছিল নিজের উপর কোনো নিয়ন্ত্রণ নেই তোমার. 404 00:21:53,978 --> 00:21:56,022 হেঁটে হেঁটে বাড়ি যাও ! 405 00:21:56,105 --> 00:21:57,398 অ্যাং , তাড়াতাড়ি আসো ! 406 00:21:57,482 --> 00:21:58,691 চলো ! 407 00:22:01,736 --> 00:22:03,196 এক মিনিট ! জং জং কোথায় ? 408 00:22:03,279 --> 00:22:04,864 গায়েব হয়ে গেছে. 409 00:22:04,948 --> 00:22:06,157 তারা সবাই. 410 00:22:13,998 --> 00:22:15,708 হেই , কোথায় গেছে সবাই ? 411 00:22:16,835 --> 00:22:18,211 ইয়ার্কি মেরো না আমার সাথে ! 412 00:22:27,554 --> 00:22:29,222 অ্যাং , তোমার হাত পুড়ে গেছে. 413 00:22:31,724 --> 00:22:32,725 আমি সারিয়ে দিচ্ছি. 414 00:22:45,488 --> 00:22:47,031 ওয়াও ! পানিটা জাদুর মতো কাজ করেছে. 415 00:22:47,240 --> 00:22:49,242 এটা তুই কখন শিখলি ? 416 00:22:49,325 --> 00:22:50,535 আমার এটা সবসময় জানা ছিল হয়তো. 417 00:22:51,202 --> 00:22:52,370 ওহ. ঠিক আছে , তাহলে , 418 00:22:52,453 --> 00:22:54,223 এত বছর ধরে প্রাথমিক চিকিৎসা দেয়ার জন্য ধন্যবাদ ... 419 00:22:54,247 --> 00:22:56,207 যেমন , যখন আমি গ্রিসবেরি কাঁটা গাছের ঝোপে পড়ে গেছিলাম , 420 00:22:56,291 --> 00:22:59,168 আর একবার যখন আমার বুড়া আঙুলে দুইটা বড়সি ফুটে গিয়েছিল ! 421 00:22:59,252 --> 00:23:00,461 দুইটা ? 422 00:23:00,545 --> 00:23:03,423 ও একটা দিয়ে আরেকটা বড়সি তুলতে চেয়েছিল ! 423 00:23:03,506 --> 00:23:06,134 ওহ , আর যখন আমাকে ভোঁদড়ে কামড় দিয়েছিল. 424 00:23:06,217 --> 00:23:07,760 ওটা সারিয়ে দেয়ার জন্যও ধন্যবাদ. 425 00:23:07,844 --> 00:23:09,804 দারুণ ছিল ওটা. সত্যিই উপকারে এসেছিল. 426 00:23:17,256 --> 00:23:58,748 Translated By : Anisur Rahman