1
00:00:02,251 --> 00:00:03,878
পানি ...
2
00:00:04,837 --> 00:00:06,214
ভূমি ...
3
00:00:06,797 --> 00:00:08,216
অগ্নি ...
4
00:00:08,883 --> 00:00:10,510
বায়ু ...
5
00:00:11,344 --> 00:00:14,597
বহুকাল আগে থেকে , চার জাতি
একসাথে মিলেমিশে বসবাস করছিল.
6
00:00:15,264 --> 00:00:18,559
তারপর অগ্নি-জাতির
আক্রমণে সবকিছু বদলে যায়.
7
00:00:19,602 --> 00:00:22,563
একমাত্র অ্যাভাটার , চার উপাদানেই পারদর্শী ,
8
00:00:22,647 --> 00:00:23,856
তাদেরকে থামাতে পারতেন.
9
00:00:23,940 --> 00:00:26,859
কিন্তু বিশ্বের সবচেয়ে বেশি প্রয়োজনের সময় ,
তিনি অদৃশ্য হয়ে গেলেন.
10
00:00:27,235 --> 00:00:28,361
১০০ বছর পেরিয়ে গেছে ,
11
00:00:28,444 --> 00:00:30,863
আর আমার ভাই আর আমি ,
নতুন অ্যাভাটার ...
12
00:00:30,947 --> 00:00:32,698
অ্যাং নামের বায়ুবেন্ডারকে খুঁজে পেয়েছি.
13
00:00:32,907 --> 00:00:35,034
আর বায়ুবেন্ডিংয়ে চমৎকার দক্ষতা থাকলেও ...
14
00:00:35,117 --> 00:00:37,703
কাউকে বাঁচানোর আগে
তার অনেক কিছু শেখা দরকার.
15
00:00:38,871 --> 00:00:41,832
কিন্তু আমার বিশ্বাস
অ্যাং পৃথিবীকে রক্ষা করতে পারবে.
16
00:00:48,176 --> 00:00:50,206
ফিরে দেখা অ্যাভাটার ...
18
00:00:50,341 --> 00:00:53,636
বিশ্বাস করতে পারছি না শেষমেষ আমরা
নিরাপদে “বা সিং সে” শহরে পৌঁছাতে পেরেছি.
19
00:00:53,886 --> 00:00:59,767
আমি চাই আমাদের নতুন ঘরটা সুন্দর দেখাক ,
বাই চান্স যদি কেউ বাসায় মেয়ে বন্ধু নিয়ে আসে.
20
00:00:59,850 --> 00:01:01,852
এখানে আমি সংসার পাতাতে চাইনা.
21
00:01:02,061 --> 00:01:04,438
আমরা তোমাদের নতুন বাসায় চলে এসেছি.
22
00:01:05,106 --> 00:01:06,706
রাজার সাথে আমাদের যুদ্ধের বিষয়ে কথা বলা দরকার.
23
00:01:06,906 --> 00:01:10,653
ভূমিরাজার সাথে তোমাদের
সাক্ষাতের অনুরোধ প্রক্রিয়াধীন রয়েছে ,
24
00:01:10,736 --> 00:01:12,780
আর অনুমোদন পেতে
এক মাসের মতো সময় লাগবে !
25
00:01:13,155 --> 00:01:16,826
এখানে যদি আমাদের এক মাস থাকা লাগে ,
তাহলে আপাকে খুঁজার কাজে সময়টা ব্যয় করা উচিত.
26
00:01:46,939 --> 00:01:49,066
টফ , হাত-মুখ
ধুয়ে রেডি হবে না তুমি ?
27
00:01:56,115 --> 00:01:57,199
আমি রেডি.
28
00:01:57,283 --> 00:01:58,826
হাত-মুখ ধুবে না তুমি ?
29
00:01:58,909 --> 00:02:02,246
একটুখানি ময়লা তোমার ...
সত্যি বলতে , সবখানে লেগে আছে.
30
00:02:02,663 --> 00:02:06,459
তুমি এটাকে বলো ময়লা , আমি এটাকে বলি
ভূমির স্বাস্থ্যকর আবরণ.
31
00:02:06,542 --> 00:02:07,668
হুমম ...
32
00:02:07,752 --> 00:02:09,128
তুমি জানো তোমরা কী দরকার ?
33
00:02:09,462 --> 00:02:11,422
সাজুগুজু করে বাইরে ভ্রমণ !
34
00:02:11,797 --> 00:02:13,257
যাওয়াই লাগবে ?
35
00:02:13,341 --> 00:02:14,884
তুমি গেলে অনেক মজা হবে.
36
00:02:19,096 --> 00:02:21,182
“দ্যা ফ্যান্সি লেডি ডে স্পা” ?
37
00:02:21,265 --> 00:02:23,142
এখানে গিয়ে কোনো লাভ নেই আমার.
38
00:02:23,601 --> 00:02:25,895
তুমি কি স্পেশাল কিছু ট্রিটমেন্ট নেয়ার জন্য প্রস্তুত ?
39
00:02:26,562 --> 00:02:28,230
নিশ্চয় , কিটারা.
40
00:02:28,314 --> 00:02:29,774
তুমি যা বলবে.
41
00:02:29,857 --> 00:02:31,692
কিন্তু তারা যেন আমার পায়ে স্পর্শ না করে.
42
00:02:41,661 --> 00:02:42,703
আহ !
43
00:02:42,787 --> 00:02:43,788
আহ ...
44
00:03:07,103 --> 00:03:08,813
এটা কিন্তু একেবারে খারাপ ছিল না.
45
00:03:09,063 --> 00:03:13,442
আমি সাধারণত এসব কাজে জড়াই না ,
কিন্তু আমার আসলে নিজেকে ... মেয়ে মেয়ে মনে হচ্ছে.
46
00:03:13,693 --> 00:03:14,735
আমি খুশি.
47
00:03:14,819 --> 00:03:16,987
তাছাড়া আমাদের
একসাথে মিলে একটু মজা করার দরকার ছিল.
48
00:03:22,326 --> 00:03:23,994
ওয়াও , দারুণ মেকাপ.
49
00:03:24,078 --> 00:03:25,079
ধন্যবাদ.
50
00:03:25,246 --> 00:03:26,997
রং মেখে সং সেজেছে মনে হচ্ছে.
51
00:03:30,209 --> 00:03:32,378
ওদের কথায় কান দিওনা.
চলো হাঁটতে শুরু করি.
52
00:03:32,712 --> 00:03:34,505
আমি মনে করি
ওকে কিউট লাগছে.
53
00:03:34,588 --> 00:03:37,466
একবার যখন তোর পোষা কুকুর-বানরের গায়ে আমরা
একটা সুইটার পরিয়ে দিয়েছিলাম ঠিক সেইরকম লাগছে.
54
00:03:40,720 --> 00:03:41,929
দারুণ বলেছিস , স্টার.
55
00:03:42,513 --> 00:03:43,889
চলো , টফ.
56
00:03:44,014 --> 00:03:46,684
না , না ,
ও আসলেই দারুণ বলেছে.
57
00:03:46,767 --> 00:03:48,185
"কুকুর-বানরের মতো."
58
00:03:50,062 --> 00:03:51,856
তুই , তুই জানিস আর কোনটা দারুণ ?
59
00:03:56,152 --> 00:03:57,737
এটা খুবই মজার ছিল.
60
00:04:00,740 --> 00:04:03,075
ওই মেয়েদের কোনো ধারণাই নেই ওরা কী বলেছে.
61
00:04:03,367 --> 00:04:04,535
সমস্যা নেই.
62
00:04:04,618 --> 00:04:06,495
অন্ধ হওয়ার সবচেয়ে ভালো দিক হলো ...
63
00:04:06,579 --> 00:04:09,874
আমার চেহারার নিয়ে মাথা ঘামিয়ে সময় নষ্ট করতে হয়না.
64
00:04:09,957 --> 00:04:11,834
আমার চেহারা কেমন তাতে আমার কোনো আসে যায়না.
65
00:04:11,917 --> 00:04:14,086
আমি কারো কাছে
গ্রগণযোগ্যতা পাওয়ার জন্য বসে থাকিনা.
66
00:04:14,587 --> 00:04:16,213
আমি নিজের পরিচয় জানি.
67
00:04:16,297 --> 00:04:18,758
তোমার এই বিষয়টাই
আমার কাছে সত্যিই ভালো লাগে , টফ.
68
00:04:19,091 --> 00:04:21,761
তুমি খুবই শক্তিশালী আর
আত্ম-বিশ্বাসী আর আত্ম-প্রত্যয়ী মেয়ে.
69
00:04:23,262 --> 00:04:25,431
আমি জানি না তোমার কাছে
আমার কথার কোনো দাম নেই , কিন্তু ...
70
00:04:25,681 --> 00:04:27,183
সত্যিই তুমি অনেক সুন্দরী.
71
00:04:27,683 --> 00:04:28,726
সত্যি ?
72
00:04:29,018 --> 00:04:30,394
হ্যাঁ , সত্যি.
73
00:04:34,899 --> 00:04:38,402
আমিও তোমার চেহারার ব্যাপারে মন্তব্য করতাম ,
কিন্তু তুমি কেমন দেখতে সে বিষয়ে আমার কোনো ধারণাই নেই.
74
00:04:39,779 --> 00:04:40,988
ধন্যবাদ , কিটারা.
75
00:04:41,071 --> 00:04:42,156
আউ !
76
00:04:55,753 --> 00:04:59,965
এটা যদি রোমান্টিক পিকনিক হয় ,
তাহলে আমার পক্ষ থেকে ফুলওয়ালাটা নেয়ার পরামর্শ থাকবে.
77
00:05:00,049 --> 00:05:05,221
না , এটা কোনো রোমান্টিক পিকনিক না ,
কিন্তু এটা বিশেষ একটা ঘটনা স্মরণ করার জন্য.
78
00:05:13,604 --> 00:05:16,565
চন্দ্রফুল হালকা ছাড়া পছন্দ করে.
79
00:05:25,533 --> 00:05:27,743
কিছু হয়নি , শশশ , শশশ.
80
00:05:27,827 --> 00:05:29,870
কিছু হয়নি , শশশ.
81
00:05:34,375 --> 00:05:37,503
♪ গাছ থেকে পাতা ... ♪
82
00:05:37,628 --> 00:05:40,130
♪ খুবই ধীরে ধীরে পড়ছে ♪
83
00:05:40,256 --> 00:05:47,096
♪ ক্ষুদ্র , পাতলা ঝিনুক যেমন ফেনায় স্রোতে ভেসে চলে ♪
84
00:05:47,471 --> 00:05:53,727
♪ পিচ্চি সৈনিক ছেলে
কুচকাওয়াজ করতে করতে বাসায় আসে ♪
85
00:05:54,103 --> 00:05:57,147
♪ সাহসী সৈনিক ছেলে ... ♪
86
00:05:59,650 --> 00:06:03,237
♪ কুচকাওয়াজ করতে করতে বাসায় আসে ♪
87
00:06:05,614 --> 00:06:06,949
ইয়াউচ !
88
00:06:24,592 --> 00:06:26,218
হেই !
89
00:06:26,302 --> 00:06:29,638
সাধারণত ,
ভুল করলে সেটা স্বীকার করে ...
90
00:06:30,014 --> 00:06:32,141
সম্মান পুনরুদ্ধার করাই সবচেয়ে ভালো.
91
00:06:34,226 --> 00:06:38,898
যখন আমি তোদের হাতের মাথায় পাবো ,
পিঠের হাড়গোড় একটাও আস্তো রাখব না !
92
00:06:39,023 --> 00:06:40,482
কিন্তু এখন না.
93
00:06:40,566 --> 00:06:41,650
ভাগো !
94
00:06:49,617 --> 00:06:50,868
তুই.
95
00:06:50,993 --> 00:06:52,703
টাকা পয়সা যা আছে
সব আমাকে দিয়ে দে !
96
00:06:56,040 --> 00:06:57,666
কী করছ তুমি ?
97
00:06:57,750 --> 00:06:58,959
ছিনতাই করছি !
98
00:06:59,043 --> 00:07:00,419
দাঁড়ানোর এই ভঙ্গিমা দিয়ে ?
99
00:07:00,502 --> 00:07:01,629
কী ?
100
00:07:01,712 --> 00:07:03,088
কী যা তা বলছিস তুই ?
101
00:07:03,172 --> 00:07:04,798
টাকা পয়সা সব দিয়ে দে , বুইড়া !
102
00:07:05,174 --> 00:07:10,220
দাঁড়ানোর নাজুক ভঙ্গিমা দিয়ে , তুমি ভারসাম্যহীন হয়ে পড়বে ,
আর তোমাকে সহজেই কুপোকাত করা যাবে.
103
00:07:12,473 --> 00:07:13,474
আহ !
104
00:07:18,729 --> 00:07:23,525
বলিষ্ঠ ভঙ্গিমায় দাঁড়ালে ,
সবাই তোমাকে দেখে ভয়ে কাঁপবে.
105
00:07:27,363 --> 00:07:28,614
এখন ঠিক আছে !
106
00:07:28,989 --> 00:07:33,243
কিন্তু সত্যি বলতে , তোমাকে দেখে তো অপরাধী বলে মনে হচ্ছে না.
107
00:07:33,619 --> 00:07:35,287
আমি জানি , আমি ...
108
00:07:35,621 --> 00:07:36,789
আসলে আমি কিছুটা বিভ্রান্ত হয়ে পড়েছি.
109
00:07:39,291 --> 00:07:41,794
তো সত্যিই কি তুমি মনে করো
আমি একজন ভালো বার্তাবাহক হতে পারব ?
110
00:07:41,877 --> 00:07:43,170
অবশ্যই !
111
00:07:44,838 --> 00:07:46,090
শুনে মনটা ভরে গেল !
112
00:07:46,715 --> 00:07:48,258
কখনো কেউ আমাকে বিশ্বাস করেনি.
113
00:07:48,717 --> 00:07:52,054
সবসময় নিজের উপর
বিশ্বাস রাখাটা সবচেয়ে ভালো ব্যাপার ,
114
00:07:52,137 --> 00:07:56,141
কিন্তু অন্যদের থেকে সাহায্য পেলে সেটা
বিশাল এক আশীর্বাদ হয়ে দাঁড়াতে পারে.
115
00:08:20,624 --> 00:08:22,793
শুভ জন্মদিন , পুত্র আমার.
116
00:08:24,670 --> 00:08:27,464
আমি যদি কোনোভাবে তোমাকে বাঁচাতে পারতাম.
117
00:08:28,799 --> 00:08:32,052
♪ গাছ থেকে পাতা ... ♪
118
00:08:32,928 --> 00:08:35,431
♪ খুবই ধীরে ধীরে পড়ছে ♪
119
00:08:35,514 --> 00:08:41,979
♪ ক্ষুদ্র , পাতলা ঝিনুক যেমন ফেনায় স্রোতে ভেসে চলে ♪
120
00:08:42,563 --> 00:08:46,316
♪ পিচ্চি সৈনিক ছেলে ... ♪
121
00:08:46,400 --> 00:08:48,110
♪ কুচকাওয়াজ করতে করতে বাসায় আসে ♪
122
00:08:49,194 --> 00:08:52,865
♪ সাহসী সৈনিক ছেলে ... ♪
123
00:08:52,990 --> 00:08:56,577
♪ কুচকাওয়াজ করতে করতে বাসায় আসে ♪
124
00:09:35,074 --> 00:09:36,200
হেই , বন্ধু.
125
00:09:36,575 --> 00:09:37,659
তোমাকে দেখে ক্ষুধার্ত মনে হচ্ছে.
126
00:09:37,743 --> 00:09:38,744
আহ !
127
00:09:42,331 --> 00:09:43,457
সত্যিই ওরা ক্ষুধার্ত.
128
00:09:45,876 --> 00:09:49,171
ডাই-লি আমাকে টাকা দিচ্ছে না
কারণ ছেলেমেয়ে আসা ছেড়ে দিয়েছে.
129
00:09:49,588 --> 00:09:52,674
আর ছেলেমেয়ে আসছে না
কারণ আমার চিড়িয়াখানা জঘন্য আর ভাঙ্গাচুরা.
130
00:09:53,258 --> 00:09:54,676
ওটা আবার কোন ধরণের প্রাণী ?
131
00:09:54,927 --> 00:09:56,220
ওহ , ওটা খরগোশ-ক্যাঙ্গারু.
132
00:09:56,303 --> 00:09:59,181
ওকে বিশাল একটা উন্মুক্ত
তৃণভূমি দিতে পারলে ও খুবই খুশি হতো.
133
00:10:00,015 --> 00:10:01,767
ও লাফাতে পারত ইচ্ছামতো.
134
00:10:04,019 --> 00:10:06,021
- কাজটা করে ফেলা যাক.
- কী বললে ?
135
00:10:06,105 --> 00:10:09,024
শহরের প্রাচীরের ঠিক পিছনেই
বিশাল উন্মুক্ত একটা জায়গা রয়েছে.
136
00:10:09,108 --> 00:10:12,277
কিন্তু কীভাবে তুমি
এতগুলো বন্য প্রাণীদের ওখানে পার করবে ?
137
00:10:12,361 --> 00:10:14,363
চিন্তু করবেন না ,
আমি প্রাণীদের বাগে রাখতে পারি.
138
00:10:35,467 --> 00:10:37,094
আমার বাঁধাক ...
139
00:10:38,220 --> 00:10:39,805
যা লুটে খা.
140
00:10:52,025 --> 00:10:54,236
আমি তো ভাবছিলাম
কাজটা অনেক সহজ হবে.
142
00:11:25,851 --> 00:11:27,561
কিন্তু আপনাদের এই ফটক খুলতে হবে !
143
00:11:27,644 --> 00:11:28,729
নাহলে কী ?
144
00:11:28,812 --> 00:11:29,813
নাহলে ওই আসছে !
145
00:11:33,567 --> 00:11:35,152
ফটক খুলো !
146
00:12:32,251 --> 00:12:35,295
তো , মিস্টার , চিড়িয়াখানারক্ষী ,
নতুন জায়গায় এসে আপনার কেমন লাগছে ?
147
00:12:35,379 --> 00:12:37,506
সাবাস , অ্যাভাটার.
148
00:12:37,589 --> 00:12:40,259
সারাজীবন পশুপাখি নিয়ে
কাজ করার ব্যাপারে তোমার ভেবে দেখা উচিত.
149
00:12:40,342 --> 00:12:43,428
মা , মিস তুষারফলক
আবার বাড়ির বাইরে এসেছে.
150
00:12:44,888 --> 00:12:47,307
তুলতুলে-চামড়া , তুমি ওখানে কী করছ ?
151
00:12:49,059 --> 00:12:52,187
মত পরিবর্তন , হয়তো তোমার
মানুষকে রক্ষা করার কাজেই লেগে থাকা উচিত.
152
00:13:15,377 --> 00:13:16,586
এখানে কী হচ্ছে ?
153
00:13:16,670 --> 00:13:18,547
"সুদীর্ঘ সব রাত পেরিয়ে ,"
154
00:13:18,630 --> 00:13:21,425
"শীতের চাঁদ উজ্জল ভালোবাসা নিয়ে জ্বলজ্বল করে."
155
00:13:21,508 --> 00:13:24,011
"বৃষ্টির মতো জ্যোৎস্নার রুপালি অশ্রু ঝরে."
156
00:13:24,469 --> 00:13:27,222
আহ , কবিতা.
157
00:13:28,932 --> 00:13:30,142
আহ !
158
00:13:32,728 --> 00:13:34,271
খুবই দুঃখিত আমি.
159
00:13:34,938 --> 00:13:36,732
কিছু একটা
আমাকে আঘাত করেছে পিছনে.
160
00:13:37,733 --> 00:13:41,111
আমি আহত হয়ে
এসে পড়েছি ... এখানে ?
161
00:13:48,452 --> 00:13:54,374
"পাঁচ , সাত , তারপর আবার পাঁচ
এই সিলেবাল মিলে হয় একটা হাইকু , বুঝলে বিশিষ্ট গেঁয়ো ভূত ?"
162
00:13:57,377 --> 00:14:03,633
"পানিগোত্রে সবাই আমাকে সকা নামে ডাকে.
তুমি গেঁয়ো ভূত কোথায় পেলে ?"
163
00:14:06,470 --> 00:14:12,434
"গলাবাজ বান্দর.
বসন্তে গাছের মাথায় উঠে নিজেকে ভাবে লম্বা."
164
00:14:12,893 --> 00:14:14,436
উউউহ ...
165
00:14:14,770 --> 00:14:19,775
"সুন্দর সুন্দর শব্দ বলে তুমি নিজেকে খুবই চালাক মনে করো.
এটা কিন্তু খুব একটা কঠিন না."
166
00:14:20,233 --> 00:14:22,110
উউউহ ...
167
00:14:22,319 --> 00:14:27,616
"স্টাইল , গঠন শিখতে সারাবছর লেগে যায়
কিন্তু কেউ এটাকে সহজ বলে না."
168
00:14:27,699 --> 00:14:33,121
"আমি এটাকে সহজ বলি. আমি যেভাবে ডিঙি নৌকার বৈঠা বাই ,
আমি সেভাবে পারব তোমাকে দিতে হারাই."
169
00:14:37,292 --> 00:14:40,003
"আছে বাদাম আর আছে ফল."
170
00:14:40,087 --> 00:14:44,466
"যখন আসে শতৎকাল , ঝরে পড়ে নির্মল আলুবোখরা ফল ,
সবসময় পিষ্ট হয় পায়ের তলায়."
171
00:14:46,968 --> 00:14:49,304
"স্কুইশ-স্কুয়াশ ,
ওই অপশব্দ লেবু দিয়ে গুলিয়ে খাও ,"
172
00:14:49,388 --> 00:14:53,517
"আমি সবসময় ঠিক তোমার পিছনেই আছি ,
ঠিক যেমন থাকে আমার ... বূমেরাং."
173
00:15:00,857 --> 00:15:04,528
"ঠিক ধরেছ , আমি সকা ,
এটার উচ্চারণের শেষে আছে 'অকা ,"
174
00:15:04,611 --> 00:15:07,489
"যুবতী মেয়েরা , কবিতা দিয়ে আমি তোমাদের পরাজিত করেছি."
175
00:15:15,705 --> 00:15:19,126
আহ , এটাতে সিলেবাল
কিছুটা বেশি হয়ে গেছে , ছোটভাই.
176
00:15:22,587 --> 00:15:23,588
আহ !
177
00:15:26,800 --> 00:15:27,926
কবিতা.
178
00:15:40,397 --> 00:15:42,566
আঙ্কেল , আমরা একটা সমস্যায় পড়েছি.
179
00:15:43,692 --> 00:15:45,444
একজন কাস্টোমার আমাদের উপর নজর রাখছে.
180
00:15:46,236 --> 00:15:49,406
এখন তাকাবেন না , কোনার টেবিলে একটা মেয়ে বসে আছে.
181
00:15:49,489 --> 00:15:51,116
ও জানে আমরা অগ্নি-জাতির লোক.
182
00:15:51,992 --> 00:15:53,660
আমি তাকাতে মানা করলাম না ?
183
00:15:54,119 --> 00:15:55,537
তুমি ঠিকই বলেছ , জুকো.
184
00:15:55,620 --> 00:15:58,081
আমি ওই মেয়েটাকে প্রায় প্রায় এখানে দেখি.
185
00:15:58,540 --> 00:16:02,085
আমার কাছে তো মনে হচ্ছে
ও তোমার উপর কিছুটা ক্রাশ খেয়েছে.
186
00:16:02,169 --> 00:16:03,170
কী ?
187
00:16:03,253 --> 00:16:04,754
চায়ের জন্য ধন্যবাদ.
188
00:16:06,590 --> 00:16:07,799
তোমার নাম কী ?
189
00:16:08,300 --> 00:16:09,593
আমার নাম লি.
190
00:16:09,676 --> 00:16:11,178
আমার আঙ্কেল আর আমি কিছুদিন আগে এখানে এসেছি.
191
00:16:11,595 --> 00:16:14,097
হাই , লি , আমার নাম জিন.
192
00:16:14,181 --> 00:16:16,099
ধন্যবাদ , আর ...
193
00:16:16,683 --> 00:16:19,978
আমি ভাবছিলাম তুমি
কিছুক্ষণের জন্য বাইরে ঘুরতে যেতে চাও কিনা.
194
00:16:20,061 --> 00:16:21,271
ও মনেপ্রাণে চায়.
195
00:16:21,646 --> 00:16:24,316
দারুণ ! আমি সূর্য ডুবে গেলে
এই দোকানের সামনে তোমার সাথে দেখা করব.
196
00:16:37,370 --> 00:16:38,497
হেই.
197
00:16:38,580 --> 00:16:40,081
বাহ , নিজেকে দেখো.
198
00:16:40,415 --> 00:16:41,791
তোমাকে খুবই কিউট লাগছে.
199
00:16:42,250 --> 00:16:45,212
আমার চুল আচড়াতে আঙ্কেলের ১০ মিনিট লেগেছে.
200
00:16:50,050 --> 00:16:52,677
তো , এখানে আসার পর
শহরটা কেমন লেগেছে তোমার কাছে ?
201
00:16:52,761 --> 00:16:53,970
মোটামুটি.
202
00:16:54,387 --> 00:16:55,972
মজা করার জন্য তুমি কী করতে পছন্দ করো ?
203
00:16:56,056 --> 00:16:57,349
কিছুনা.
204
00:16:57,432 --> 00:17:00,393
শুনছেন , স্যার , আপনি আর
আপনার গার্লফ্রেন্ড কি ফলাহার করবেন ?
205
00:17:00,477 --> 00:17:02,270
ও আমার গার্লফ্রেন্ড না !
206
00:17:08,193 --> 00:17:12,197
অন্য মেয়েদের চেয়ে ... তোমার খিদে অনেক বেশি.
207
00:17:12,572 --> 00:17:14,366
উম , ধন্যবাদ ?
208
00:17:15,825 --> 00:17:20,288
তো , লি , এখানে আসার আগে
তুমি আর তোমার চাচা কোথায় বাস করছিলে ?
209
00:17:20,413 --> 00:17:25,252
উম , আমরা বহুদিন ধরে
বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াচ্ছি.
210
00:17:25,335 --> 00:17:27,921
ওহ ! তোমরা এত বেশি ভ্রমণ করো কেন ?
211
00:17:28,004 --> 00:17:31,466
আমরা , আহ , ভ্রমণরত সার্কাসের সাথে ছিলাম.
212
00:17:31,550 --> 00:17:32,717
সত্যিই ?
213
00:17:32,801 --> 00:17:34,886
কী করতে তোমরা ?
এক মিনিট , আন্দাজ করে দেখি খাটে কিনা.
214
00:17:35,762 --> 00:17:36,763
জাগলিং করতে তোমরা.
215
00:17:38,098 --> 00:17:39,599
হ্যাঁ , আমরা জাগলিং করতাম.
216
00:17:39,683 --> 00:17:41,643
সবসময় আমি জাগলিং করা শিখতে চেয়েছিলাম.
217
00:17:41,726 --> 00:17:43,061
তুমি কি আমাকে
জাগলিং করে দেখাতে পারবে ?
218
00:17:46,147 --> 00:17:47,440
আহ ...
219
00:17:49,776 --> 00:17:51,111
ওয়া , আহ !
220
00:17:51,653 --> 00:17:53,446
অনেকদিন প্রাকটিস করা হয়নি.
221
00:17:53,530 --> 00:17:54,948
সমস্যা নেই.
222
00:17:55,782 --> 00:17:59,369
হেই , আমি তোমাকে এই শহরে
আমার প্রিয় একটা জায়গা দেখাতে চাই.
223
00:18:00,620 --> 00:18:03,373
তোমাকে অগ্নিবাতি ফোয়ারা দেখানোর জন্য আমার তর সইছে না.
224
00:18:03,456 --> 00:18:05,083
বাতির আলোয় ফোয়ারার পানি জ্বলজ্বল করে ,
225
00:18:05,166 --> 00:18:08,128
আর খুবই সুন্দরভাবে জলাকুণ্ডে প্রতিফলিত হয়.
226
00:18:10,505 --> 00:18:11,715
আমি এটা বিশ্বাস করতে পারছি না !
227
00:18:11,798 --> 00:18:13,008
ওগুলো জ্বালানো নেই.
228
00:18:16,886 --> 00:18:17,887
চোখ বন্ধ করো.
229
00:18:17,971 --> 00:18:18,972
আর উঁকি মারবে না.
230
00:18:37,073 --> 00:18:39,284
ঠিক আছে , এখন তুমি চোখ খুলতে পারো.
231
00:18:39,743 --> 00:18:41,578
ওহ , ওয়াও ...
232
00:18:45,206 --> 00:18:46,291
কী হয়েছিল ?
233
00:18:46,374 --> 00:18:47,626
ওগুলো কীভাবে জ্বলে উঠল ?
234
00:18:47,709 --> 00:18:49,044
তুমি কী করে ...
235
00:18:59,929 --> 00:19:01,431
আমি তোমার জন্য কিছু নিয়ে এসেছি.
236
00:19:01,765 --> 00:19:03,975
এটা এক কাপ ফ্রি চায়ের কুপন.
237
00:19:04,392 --> 00:19:06,936
লি , খুবই খুশি হয়েছি আমি.
238
00:19:07,896 --> 00:19:09,731
আমাকে ধন্যবাদ দিতে হবেনা ,
আইডিয়াটা ছিল আমার আঙ্কেলের.
239
00:19:09,814 --> 00:19:11,900
আঙ্কেল মনে করে তুমি আমাদের
সবচেয়ে মূল্যবান কাস্টোমার.
240
00:19:11,983 --> 00:19:13,610
তোমার আঙ্কেল ভালো একজন শিক্ষক.
241
00:19:15,362 --> 00:19:17,489
আমার কাছেও তোমার জন্য কিছু আছে.
242
00:19:17,572 --> 00:19:19,991
এখন তোমার চোখ বন্ধ করার পালা.
243
00:19:27,791 --> 00:19:28,833
সমস্যা কী ?
244
00:19:29,334 --> 00:19:30,502
জটিল সমস্যা.
245
00:19:30,585 --> 00:19:31,586
রাত হয়ে গেছে.
বাসায় যেতে হবে.
246
00:19:43,723 --> 00:19:45,558
রাতে বাইরে গিয়ে কেমন লাগল , প্রিন্স জুকো ?
247
00:19:50,647 --> 00:19:51,648
ভালোই.
248
00:23:50,576 --> 00:24:32,458
Translated By : Anisur Rahman