1 00:01:54,560 --> 00:01:56,369 তাঁর ওখানে যেতে আর কতক্ষণ? 2 00:01:59,360 --> 00:02:02,284 দু ঘণ্টা ধরে তাঁর এলাকাতেই উড়ে চলেছি 3 00:02:30,360 --> 00:02:31,521 এখানেই রেখে যাচ্ছেন? 4 00:02:31,600 --> 00:02:34,729 এর বেশি বিল্ডিং এর কাছাকাছি যাওয়ার অনুমতি আমার নেই 5 00:02:35,040 --> 00:02:36,485 কোন বিল্ডিং? 6 00:02:36,840 --> 00:02:38,524 নদী ধরে এগিয়ে যান 7 00:02:39,400 --> 00:02:40,447 বুঝলাম 8 00:02:40,520 --> 00:02:42,648 মাথা নিচু করে ডানার নিচ থেকে সরে যান 9 00:02:42,720 --> 00:02:43,801 ঠিক আছে 10 00:03:42,680 --> 00:03:44,080 ক্যালেব স্মিথ 11 00:03:44,960 --> 00:03:45,961 হুম 12 00:03:46,320 --> 00:03:48,800 কনসোলের সামনে দাঁড়িয়ে মুখটা তাক করুন 14 00:04:02,840 --> 00:04:04,080 এই নিন কী-কার্ড 15 00:04:07,200 --> 00:04:08,804 এখন আপনি প্রবেশ করতে পারেন 16 00:04:47,480 --> 00:04:48,481 হ্যালো? 17 00:05:02,840 --> 00:05:03,841 হ্যালো? 18 00:05:48,760 --> 00:05:50,171 ক্যালেব স্মিথ 19 00:05:50,840 --> 00:05:51,841 হেই 20 00:05:53,920 --> 00:05:54,921 বন্ধু! 21 00:05:55,760 --> 00:05:58,206 পুরো সপ্তাহই তোমার আসার অপেক্ষায় ছিলাম 22 00:05:58,360 --> 00:05:59,521 ভেতরে এসো, এসো এসো 23 00:05:59,600 --> 00:06:00,601 ধন্যবাদ 24 00:06:01,200 --> 00:06:04,329 জার্নিটার পর কিছু খেতে বা নিতে চাও? 25 00:06:04,440 --> 00:06:05,771 - না, না। ঠিকই আছি - তাই নাকি? 26 00:06:05,840 --> 00:06:06,921 একদম 27 00:06:07,000 --> 00:06:11,602 আসলে কি, ভেবেছিলাম এক সাথেই...নাস্তাটা করবো, কিন্তু... 29 00:06:12,680 --> 00:06:13,647 আমি কিছুই আসলে খেতে পারবো না 30 00:06:13,760 --> 00:06:15,800 - এই বালের হ্যাংওভার এ পড়েছি যে! - ওহ, তাই? 31 00:06:15,840 --> 00:06:17,842 আরে মিয়াঁ, ভাবতেই পারবে না 32 00:06:17,920 --> 00:06:19,649 রাতে একটু বেশি মদ গিললে, 33 00:06:19,720 --> 00:06:21,210 দিনে সেটা পুষিয়ে নেই 34 00:06:21,280 --> 00:06:24,409 ব্যায়াম। অ্যান্টি-অক্সিডেন্টস। বুঝতেই তো পারছো? 35 00:06:24,640 --> 00:06:26,130 হ্যাঁ, তা পারছি 36 00:06:30,520 --> 00:06:32,170 পার্টি নিশ্চয়ই জোশ ছিল? 37 00:06:32,800 --> 00:06:34,928 - পার্টি? - হ্যাঁ, হয়নি কোনো পার্টি? 38 00:06:37,320 --> 00:06:39,084 কোনো পার্টিই ছিল না 39 00:06:39,160 --> 00:06:40,161 দুঃখিত 40 00:06:41,200 --> 00:06:43,726 ক্যালেব, কোনো ভাণ ভণিতা না করে আমি সরাসরিই বলি 41 00:06:43,840 --> 00:06:44,887 তুমি ভয় পাচ্ছ 42 00:06:44,960 --> 00:06:46,689 - তাই? - হ্যাঁ। তুমি ভড়কে গেছো 43 00:06:46,840 --> 00:06:47,966 হেলিকপ্টার, 44 00:06:48,040 --> 00:06:50,811 আর এই পাহাড়-পর্বত বাড়ি এসবকে, কারণ এসব একটু বেশি-বেশিই 46 00:06:50,880 --> 00:06:52,564 আমাকেও ভয় পেয়ে আছো, আমার সাথে দেখা করতে, 47 00:06:52,680 --> 00:06:55,365 এখন এই রুমে আমার সাথে কথাবার্তা বলতে, তাই না? 48 00:06:55,440 --> 00:06:58,887 আর ব্যাপারটা আমি বুঝেছি, তোমার কেমন লাগছে সেটাও বুঝতে পারছি, কিন্তু... 49 00:06:59,600 --> 00:07:00,886 বন্ধু, এই ব্যাপারগুলা বাদ দেয়া যায় না? 50 00:07:01,640 --> 00:07:03,608 আমরা কি দুজন একদম সাধারণ হতে পারি? নাথান আর ক্যালেব 51 00:07:03,680 --> 00:07:06,445 বস-কর্মচারী সম্পর্কটা থাকবে না একদমই 52 00:07:07,360 --> 00:07:08,691 - হ্যাঁ, ঠিক আছে - তাই? 53 00:07:08,760 --> 00:07:09,966 হ্যাঁ। আহ, বেশ 54 00:07:10,520 --> 00:07:12,568 দেখা হয়ে ভালো লাগলো নাথান 55 00:07:13,680 --> 00:07:15,284 তোমার সাথে দেখা হয়েও ভালো লাগলো, ক্যালেব 56 00:07:17,480 --> 00:07:19,881 মনে হয় সবার আগে তোমার চাবির সুরাহা করলে ভালো হয় 57 00:07:20,000 --> 00:07:21,490 ব্যাপারটা খুবই সাধারণ 58 00:07:21,640 --> 00:07:23,688 এটা দিয়ে কিছু দরজা খুলবে, কিছু খুলবে না 59 00:07:23,760 --> 00:07:25,444 আর এটা তোমার জন্য সব সহজ করে দিবে, তাইনা? 60 00:07:25,520 --> 00:07:26,567 হুম, একদম 61 00:07:26,680 --> 00:07:29,806 হ্যাঁ, কেন না তুমি ভাবছ, "ধ্যাত, আমি এখন অন্য কারো বাসায়" "আমি কি এটা করতে পারি? ওটা করতে পারি?" 63 00:07:29,880 --> 00:07:31,928 এই কার্ড এক নিমিষে এটার সমাধান করবে 64 00:07:32,000 --> 00:07:35,209 যদি কোনো দরজা খুলতে চাও আর সেটা না খোলে, ওটা তোমার আওতার বাইরে 65 00:07:35,280 --> 00:07:38,568 আরেকটায় ধরতেই খুলে গেলো, মানে সেটা তোমার জন্যই 66 00:07:38,640 --> 00:07:40,369 এটায় চেষ্টা করা যাক 67 00:07:45,280 --> 00:07:47,442 মনে হচ্ছে, এটা তোমার জন্যই, ক্যালেব 68 00:07:53,840 --> 00:07:55,285 - পছন্দ হলো? - হুম 69 00:07:55,360 --> 00:07:56,885 এটাই তোমার ঘর 70 00:07:57,080 --> 00:07:58,809 একটা বিছানা আছে, 71 00:07:59,560 --> 00:08:01,642 বাথরুম এই যে এখানে 72 00:08:01,720 --> 00:08:03,165 ছোট টেবিল 73 00:08:03,240 --> 00:08:04,571 কাবার্ড 74 00:08:07,720 --> 00:08:09,290 ছোটখাটো একটা ফ্রিজ 75 00:08:11,320 --> 00:08:12,321 আরামদায়ক, তাই না? 76 00:08:12,400 --> 00:08:13,811 হুম, এটা দারুণ 77 00:08:13,880 --> 00:08:15,564 - কী? - বুঝলাম না? 78 00:08:16,920 --> 00:08:18,400 একটা ঝামেলা আছে। বলো তো কী? 79 00:08:18,440 --> 00:08:19,646 সব তো ঠিকই আছে 80 00:08:21,960 --> 00:08:23,291 জানালার ব্যাপারটা ঠিক নেই 81 00:08:23,520 --> 00:08:26,000 তুমি ভাবছ এখানে কোনো জানালা নেই 82 00:08:26,440 --> 00:08:27,521 ঘরটা মাটির নিচে 83 00:08:27,600 --> 00:08:29,602 এটা আরামদায়ক নয়, এটা বন্দী থাকার অনুভূতি দেয় 84 00:08:29,680 --> 00:08:31,409 না। একদমই না। এসব আমি ভাবছিলামই না 85 00:08:31,480 --> 00:08:34,086 আমি তো ভাবছিলাম, "এটা আসলেই অস্থির" 86 00:08:35,080 --> 00:08:38,766 ক্যালেব, জানালা না থাকার পিছনে একটা কারণ আছে 87 00:08:38,880 --> 00:08:40,211 - তাই নাকি? - হু, আছে 88 00:08:40,920 --> 00:08:42,524 এই বিল্ডিং কোনো বাড়ি নয় 89 00:08:42,600 --> 00:08:44,602 এটা একটা গবেষণা কেন্দ্র 90 00:08:45,440 --> 00:08:50,127 দেয়ালের ভেতর এত পরিমাণ ফাইবার অপটিক তাঁর আছে, যে চাঁদে গিয়ে চাঁদকে পেঁচানো যাবে 92 00:08:50,800 --> 00:08:53,565 আর কী নিয়ে গবেষণা করছি আমি, সে ব্যাপারে বলতে চাই 93 00:08:53,640 --> 00:08:55,130 বিষয়টা তোমার সাথে শেয়ার করা দরকার 94 00:08:55,200 --> 00:08:59,524 আসলে, এটা জানাতে আমি এতই উতলা যে, আমার পেট ফেটে যাচ্ছে 95 00:09:00,360 --> 00:09:03,682 কিন্তু আগে আমার জন্য একটা কাজ করতে হবে 96 00:09:07,920 --> 00:09:10,571 "ব্লু বুক গোপনীয়তা চুক্তি" 97 00:09:11,320 --> 00:09:12,321 হুমম 98 00:09:12,880 --> 00:09:15,087 সময় নিয়ে পড়ো 99 00:09:16,240 --> 00:09:20,525 "স্বাক্ষরকারী যে কোনো শর্তের অধীনে, এই মর্মে চুক্তি করতে রাজি হয়েছে," 101 00:09:20,800 --> 00:09:24,527 "এখানে ঘটিত সকল ঘটনা তিনি গোপন রাখতে চুক্তিবদ্ধ থাকিবেন" 103 00:09:24,600 --> 00:09:29,242 "যে কোন সাধারণ কিংবা ব্যক্তিগত ফোরামে যোগাযোগের যে কোনো মাধ্যম ব্যবহার করে" 105 00:09:29,320 --> 00:09:36,520 "মৌখিক, লিখিত কিংবা অন্য যে কোন উপায়ে প্রকাশ প্রাপ্ত সকল বিষয়বস্তু" 108 00:09:39,640 --> 00:09:40,766 মনে হয় উকিল লাগবে আমার 109 00:09:40,840 --> 00:09:43,923 এটা প্রচলিত। আমার কাছে প্রচলিত মনে হচ্ছে না 110 00:09:44,160 --> 00:09:45,924 আচ্ছা। এটা প্রচলিত না 111 00:09:46,000 --> 00:09:48,765 কী যে বলি, ক্যালেব? মনে করো, তোমার সাক্ষর করতে হবে না 112 00:09:48,840 --> 00:09:52,528 ধরলাম, এ কয়েকটা দিন পুল গুঁতিয়ে, মদ গিলে কাটিয়ে দিলাম 114 00:09:52,600 --> 00:09:53,840 দোস্তি করে 115 00:09:54,000 --> 00:09:57,402 আর এক বছর পর যখন জানবে কী সুযোগটা তুমি হারালে, 116 00:09:57,480 --> 00:10:00,689 তুমি বাকি জীবনই আফসোস করবে 117 00:10:08,400 --> 00:10:09,401 ভালো সিদ্ধান্ত 118 00:10:17,320 --> 00:10:18,321 তো, 119 00:10:19,560 --> 00:10:21,722 ট্যুরিং টেস্ট কী জানো তো? 120 00:10:25,360 --> 00:10:26,521 হুমম 121 00:10:26,720 --> 00:10:28,722 ট্যুরিং টেস্ট কী আমি জানি 00:00:07,560 --> 00:00:20,369 অনুবাদকঃ শাহরুখ খান আকাশ, তাহমিদ শাহরিয়ার সাদমান সম্পাদনাঃ তাহমিদ শাহরিয়ার সাদমান 122 00:10:32,200 --> 00:10:35,124 মানুষ যখন কম্পিউটারের সাথে মত বিনিময় করে 123 00:10:35,600 --> 00:10:39,246 কিন্তু মানুষটা যদি না বোঝে যে সে কম্পিউটারের সাথে মত বিনিময় করছে, 125 00:10:39,320 --> 00:10:40,321 পরীক্ষা সফল হয় 126 00:10:41,080 --> 00:10:43,048 আর এই সফলতার অর্থ কী? 127 00:10:43,160 --> 00:10:46,243 কম্পিউটারটার কৃত্রিম বুদ্ধিমত্তা(AI) রয়েছে 128 00:10:47,280 --> 00:10:48,805 তুমি কি কৃত্রিম বুদ্ধিমত্তা তৈরি করছো? 129 00:10:49,080 --> 00:10:50,969 করা শেষ 130 00:10:51,160 --> 00:10:53,242 আর কয়েকদিনের মধ্যেই, 131 00:10:53,680 --> 00:10:55,921 তুমি হতে চলেছ ট্যুরিং টেস্ট এর মানব অংশ 132 00:10:56,200 --> 00:10:59,443 ওরে বাপরে! ঠিকই শুনছো, ক্যালেব, তুমি নিশ্চয়ই বুঝেছ 133 00:11:00,480 --> 00:11:02,801 কারণ যদি এই টেস্ট পাস করে যায়, 134 00:11:03,280 --> 00:11:08,605 তুমি থাকবে... মানব ইতিহাসের সবচেয়ে বড় বৈজ্ঞানিক আবিষ্কারের একদম কেন্দ্রে 136 00:11:09,280 --> 00:11:13,441 যদি সচেতন কোনো যন্ত্র বানিয়েই থাকো, তবে ব্যাপারটা আর মানব ইতিহাস নয় 138 00:11:14,000 --> 00:11:16,082 এটা হবে ঈশ্বরের ইতিহাস 1001 00:11:24,888 --> 00:11:27,082 আভাঃ প্রথম পর্ব 139 00:12:58,920 --> 00:12:59,921 হ্যালো 140 00:13:02,480 --> 00:13:03,481 হাই 141 00:13:05,160 --> 00:13:06,491 আমি ক্যালেব 142 00:13:08,600 --> 00:13:10,045 হ্যালো, ক্যালেব 143 00:13:12,680 --> 00:13:14,205 কোনো নাম আছে তোমার? 144 00:13:15,040 --> 00:13:16,087 হ্যাঁ 145 00:13:17,400 --> 00:13:18,481 আভা 146 00:13:20,120 --> 00:13:22,009 আমার অনেক ভালো লাগলো তোমার সাথে দেখা হয়ে, আভা 147 00:13:22,720 --> 00:13:24,927 আমারও অনেক ভালো লাগলো 148 00:13:26,720 --> 00:13:29,121 নতুন কারো সাথে আমার কখনও দেখা হয় নি 149 00:13:29,840 --> 00:13:31,251 নাথান ছাড়া 150 00:13:32,560 --> 00:13:35,848 তাহলে মনে হচ্ছে আমাদের অবস্থাটা একই 151 00:13:35,960 --> 00:13:38,406 তোমারও কি নতুন কারো সাথে দেখা হয় নি? 152 00:13:39,400 --> 00:13:40,925 তোমার মতো কারো সাথে, হয় নি, 154 00:13:45,200 --> 00:13:47,328 তো আমাদের উচিৎ নিজেদের মাঝে 'বরফ গলানো' 155 00:13:48,240 --> 00:13:50,368 - কী বললাম বুঝতে পেরেছ? - হ্যাঁ 156 00:13:50,440 --> 00:13:51,726 কী বুঝিয়েছি আমি? 157 00:13:51,800 --> 00:13:54,326 শুরুর দিকের সামাজিক জড়তা কাটিয়ে উঠা 158 00:13:54,920 --> 00:13:56,365 তো চলো কথাবার্তা বলা যাক 159 00:13:57,360 --> 00:13:58,521 আচ্ছা 160 00:14:00,760 --> 00:14:02,967 কী নিয়ে কথা বলতে চাও? 161 00:14:03,040 --> 00:14:05,611 এমন কিছু বলো, যা দিয়ে আমি তোমাকে জানতে পারবো 162 00:14:06,080 --> 00:14:08,287 বলো কী জানতে চাও? 00:00:00,560 --> 00:00:06,369 Ex Machina (2015) facebook.com/subtitlehut 163 00:14:08,480 --> 00:14:10,209 যা-ই তোমার মনে আসে বলো 164 00:14:10,280 --> 00:14:13,568 বেশ, আমার নাম তো জানোই 165 00:14:14,760 --> 00:14:17,081 আর দেখতেই পাচ্ছ আমি একটা যন্ত্র 166 00:14:17,480 --> 00:14:19,767 - আমার বয়স জানতে চাও? - নিশ্চয়ই 167 00:14:20,120 --> 00:14:21,121 এক 168 00:14:21,440 --> 00:14:22,726 এক মানে? 169 00:14:23,600 --> 00:14:25,602 - এক বছর না একদিন? - এক 170 00:14:29,440 --> 00:14:31,761 কখন থেকে তুমি কথা বলতে পারো, আভা? 171 00:14:33,000 --> 00:14:35,128 আমি সবসময়ই জানতাম কী করে কথা বলতে হয়, 172 00:14:35,720 --> 00:14:38,007 এটা অদ্ভুত, তাই না? 173 00:14:38,520 --> 00:14:39,601 কেন? 174 00:14:40,000 --> 00:14:43,209 কেন না কথা বলা এমন একটা বিষয় যা মানুষকে শিখতে হয় 175 00:14:43,960 --> 00:14:47,804 কিছু মানুষ তো এমনও ভাবে যে, ভাষার ব্যাপারটা জন্ম থেকেই জুড়ে থাকে 177 00:14:48,160 --> 00:14:53,041 যা আসলে শেখা হয়, সেটা শব্দ সাজানোর প্রক্রিয়া, আর নিজ মেধা অনুযায়ী বাক্য সাজানো। তুমি কি একমত? 179 00:14:53,520 --> 00:14:54,965 আমি জানি না 180 00:14:56,680 --> 00:14:59,206 কাল কি আবার আসবে, ক্যালেব? 181 00:15:00,240 --> 00:15:01,321 হ্যাঁ 182 00:15:05,680 --> 00:15:06,966 ভালো 183 00:15:14,840 --> 00:15:16,968 ওহ, মিয়াঁ, ও তো অস্থির! 184 00:15:18,080 --> 00:15:22,330 তার সাথে কথা বলা... ঠিক যেন স্ফটিকের প্রাসাদে তাকানো 186 00:15:22,920 --> 00:15:25,366 "স্ফটিকের প্রাসাদে তাকানো" বেশ তো 187 00:15:25,680 --> 00:15:27,569 কথাবার্তায় বেশ পাকা তুমি, ক্যালেব। বাণীও দাও দেখছি 188 00:15:27,680 --> 00:15:28,886 আসলে, বাণীটা অন্য কারো 189 00:15:28,960 --> 00:15:31,850 তুমি যে কথাটা বলেছিলে, তা লিখে রেখেছি 190 00:15:31,920 --> 00:15:36,525 "যদি আমি চিন্তায় সক্ষম কোনো যন্ত্র তৈরি করি, তাহলে আমি মানুষ না, আমি ঈশ্বর" 193 00:15:36,600 --> 00:15:37,840 আমি মনে হয় এমন বলি... 194 00:15:37,920 --> 00:15:40,127 আমি ভাবলাম, "বাপরে, এটা তো জোশ একটা কথা!" 195 00:15:40,200 --> 00:15:42,601 যখন মানুষকে গল্পটা শোনাবো। বুঝলে? 196 00:15:42,680 --> 00:15:44,409 আমি ক্যালেবের দিকে তাকালাম, 197 00:15:44,680 --> 00:15:47,126 ও আমার দিকে তাকালো আর বলল, 198 00:15:47,200 --> 00:15:48,440 "তুমি মানব নহ হে, তুমি ঈশ্বর" 199 00:15:48,520 --> 00:15:50,040 হ্যাঁ, কিন্তু আমি এরকম কিছু বলিনি 200 00:15:50,640 --> 00:15:51,766 তো... 201 00:15:51,840 --> 00:15:53,046 যেভাবেই হোক 202 00:15:55,960 --> 00:15:56,961 তুমি তাজ্জব? 203 00:15:57,160 --> 00:15:59,208 হুম। হুম 204 00:16:00,040 --> 00:16:02,281 - যদিও... - যদিও? 205 00:16:02,840 --> 00:16:04,680 তোমার কোনো যোগ্যতা আছে নাকি তাজ্জব হওয়ার? 206 00:16:04,720 --> 00:16:07,200 না, ওরই কোনো যোগ্যতা নেই 207 00:16:07,720 --> 00:16:09,927 আসলে ট্যুরিং টেস্ট এ তো, 208 00:16:10,200 --> 00:16:12,123 মেশিনটাকে পরীক্ষকের দৃষ্টির বাইরে রাখা উচিত 209 00:16:12,240 --> 00:16:13,810 না, না, না। সে ধাপ আমরা অতিক্রম করেছি 210 00:16:13,880 --> 00:16:15,291 আভা কে যদি তোমার থেকে লুকাতাম, 211 00:16:15,360 --> 00:16:17,647 তাহলে তুমি শুধু ওর গলাই শুনতে, মানুষের কাছে ও পাস করে যেতো 212 00:16:17,720 --> 00:16:20,610 আসল পরীক্ষাটা হলো তোমাকে এটা দেখানো যে ও একটা রোবট 213 00:16:20,680 --> 00:16:23,490 আর তারপর দেখা, তবুও তুমি ওকে চেতনা সম্পন্ন ভাবো কি না 214 00:16:23,560 --> 00:16:24,607 215 00:16:25,560 --> 00:16:27,085 হুম, ঠিকই বলেছো বলে মনে হচ্ছে 216 00:16:28,800 --> 00:16:32,486 ওর কথার দক্ষতা, অবিশ্বাস্য! 217 00:16:32,560 --> 00:16:36,531 তার সিস্টেম এলোমেলোভাবে সাজিয়েছ, তাই না? 218 00:16:37,520 --> 00:16:39,409 অবিন্যস্ত সমাবেশ 219 00:16:39,480 --> 00:16:43,525 প্রথমদিকে ভেবেছিলাম তাল মেলাচ্ছে, নিজের ভেতরকার শব্দকে অর্থবহ বাক্যে আনছে, 221 00:16:43,600 --> 00:16:44,840 আর তারপর সেগুলো সরলভাবে বলছে 222 00:16:44,920 --> 00:16:47,685 কিন্তু তারপর বুঝতে পারলাম, ওর ব্যবহৃত প্রক্রিয়ার ধরণ একাধিক 223 00:16:47,760 --> 00:16:48,966 ক্যালেব 224 00:16:49,640 --> 00:16:50,641 হয় নি? 225 00:16:50,720 --> 00:16:54,088 বুঝতে পারছি, তুমি আভার সিস্টেমের ব্যাপারে জানতে চাইছো 226 00:16:54,200 --> 00:16:56,362 কিন্তু দুঃখিত, আমি এমনটা করতে পারবো না 227 00:16:56,440 --> 00:16:59,171 বলেই দেখো না। কঠিন জিনিস শুনতে একেবারে মুখিয়ে আছি 228 00:16:59,240 --> 00:17:02,050 এটা বলছি না মানে ভেবো না, তোমায় আমি বোকা মনে করি 229 00:17:02,240 --> 00:17:05,367 আসলে, আমার আবিস্কারটা নিয়ে আমি আড্ডা দিতে চাই, সেমিনার নয় 231 00:17:05,440 --> 00:17:07,807 হ্যাঁ, দুঃখিত 232 00:17:08,280 --> 00:17:10,601 না, ঠিক আছে। তুমি ঠিকই আছ 233 00:17:10,680 --> 00:17:11,966 শুধু... 234 00:17:14,120 --> 00:17:15,610 আমাকে এটা বলো, 235 00:17:16,360 --> 00:17:18,408 ওকে তোমার কেমন লাগে? 236 00:17:19,440 --> 00:17:21,204 কোন বিশ্লেষণ না, 237 00:17:21,600 --> 00:17:23,807 শুধু, কেমন লাগে তোমার? 238 00:17:24,640 --> 00:17:25,801 আমার মনে হয়... 239 00:17:28,520 --> 00:17:30,648 সে একটা জব্বর মাল! 240 00:17:32,000 --> 00:17:33,126 সেটাই! 241 00:17:34,120 --> 00:17:35,121 চিয়ার্স 242 00:17:36,880 --> 00:17:38,166 চিয়ার্স 243 00:18:15,880 --> 00:18:17,120 ধুর! 244 00:18:43,200 --> 00:18:44,884 হলোটা কী? 245 00:19:34,280 --> 00:19:37,045 - বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন। - বিকল্প পাওয়ার চালু 246 00:19:47,280 --> 00:19:51,410 মূল জেনারেটর চালু না হওয়া পর্যন্ত সব সুবিধা বন্ধ থাকবে 247 00:19:51,480 --> 00:19:53,164 মশকরা নাকি? 248 00:19:57,120 --> 00:20:00,886 মূল জেনারেটর চালু না হওয়া পর্যন্ত সব সুবিধা বন্ধ থাকবে 249 00:20:06,640 --> 00:20:08,130 বিদ্যুৎ সংযোগ চালু হলো 250 00:21:20,200 --> 00:21:21,201 হ্যালো? 251 00:21:42,000 --> 00:21:43,889 দয়া করে চাবি প্রবেশ করান 252 00:21:48,240 --> 00:21:50,971 এই ফোনটি ব্যবহারের অনুমতি তোমার নেই 253 00:21:51,880 --> 00:21:52,881 হেই 254 00:21:54,400 --> 00:21:57,722 দুঃখিত, কিন্তু বুঝোই তো, যদিও, আভা কে দেখিয়েছি, 255 00:21:58,560 --> 00:22:01,006 তুমি একরকম অজানা একজনই 256 00:22:02,080 --> 00:22:03,809 মানে হলো, একটা বুদ্ধিমান ছেলে 257 00:22:04,840 --> 00:22:07,081 তৎক্ষণাৎ বন্ধু, ইত্যাদি ইত্যাদি 258 00:22:12,480 --> 00:22:14,369 কাকে ফোন করতে যাচ্ছিলে? 259 00:22:14,440 --> 00:22:15,771 ওহ 260 00:22:15,840 --> 00:22:17,490 আমি জানি না। কাউকেই না, আসলে 261 00:22:17,560 --> 00:22:18,766 - 'ঘোস্টবাস্টারস' - কী? 262 00:22:18,840 --> 00:22:21,923 "কাকে করবে ফোন, ঘোস্টবাস্টার ধরবে এখন!" 263 00:22:23,640 --> 00:22:25,324 একটা মুভি, মিয়াঁ 264 00:22:27,440 --> 00:22:29,169 জানো না মুভিটার ব্যাপারে? 265 00:22:30,640 --> 00:22:33,166 একটা ভূত যেখানে ওরাল সেক্স করে 266 00:22:35,440 --> 00:22:38,284 আমি শুধু ভাবছিলাম এই ফোন কাজ কিভাবে করে 267 00:22:38,840 --> 00:22:40,444 ব্যাস এটাই 268 00:22:41,120 --> 00:22:45,290 তা এত রাতে জেগে থেকে করছোটা কী, আমার সাথে মদ গিলতে আসলে নাকি? 270 00:22:45,480 --> 00:22:47,801 আঃ, আমার রুমে একটা ঘটনা ঘটেছে 271 00:22:48,280 --> 00:22:50,169 পাওয়ার-কাট জাতীয় কিছু 272 00:22:50,680 --> 00:22:52,330 তাই আমি বের হয়ে দেখতে এলাম কী হচ্ছে 273 00:22:52,400 --> 00:22:54,050 পাওয়ার-কাট, হ্যাঁ 274 00:22:54,120 --> 00:22:57,329 হ্যাঁ এই সমস্যাটা হচ্ছে ইদানীং... 275 00:22:59,240 --> 00:23:00,924 এটা ঠিক করার চেষ্টা করছি 276 00:23:01,760 --> 00:23:03,728 আমার ঘরের দরজা খুলতে পারছিলাম না তখন 277 00:23:03,800 --> 00:23:08,121 এটা নিরাপত্তা ব্যবস্থার অংশ, স্বয়ংক্রিয়ভাবে তালা লেগে যাওয়া। তা না হলে 279 00:23:08,240 --> 00:23:11,528 বিদ্যুৎ প্রবাহ কেটে দিয়েই যে কেউ ঢুকে যেতে পারতো 280 00:23:14,440 --> 00:23:16,807 আবার এমন হলে, চিন্তা কোরো না, কেমন? 281 00:23:18,480 --> 00:23:19,606 আচ্ছা 282 00:23:21,000 --> 00:23:22,445 সুইট ড্রিমস 283 00:23:55,400 --> 00:23:56,686 অহ 284 00:24:23,360 --> 00:24:24,486 হাই 285 00:24:24,640 --> 00:24:25,766 হেই, বন্ধু। সুপ্রভাত 286 00:24:25,840 --> 00:24:29,162 সুপ্রভাত দুঃখিত তোমাকে জাগাতে কিয়োকো কে পাঠাতে হলো, 287 00:24:29,280 --> 00:24:30,884 আসলে, আমি আজ বেশি সময় নষ্ট করতে চাচ্ছি না 288 00:24:30,960 --> 00:24:33,247 না, বুঝেছি। ভালই করেছ। ধন্যবাদ 289 00:24:33,360 --> 00:24:35,328 অ্যালার্ম ক্লকের মতো সে, তাই না? 290 00:24:35,440 --> 00:24:37,681 একেবারে ঠিক সময়ে জাগিয়ে তোলে 291 00:24:38,400 --> 00:24:40,209 তো, দ্বিতীয় দিন। তুমি তৈরি? 292 00:24:40,360 --> 00:24:41,805 কী ভেবে রেখেছ? বলো দেখি 293 00:24:41,880 --> 00:24:43,882 আসলে, এখনও কিছু ভেবে রাখি নি 294 00:24:44,400 --> 00:24:47,324 আমি এখনও, পরীক্ষার পদ্ধতি কী হবে সেটাই ভেবে চলেছি 295 00:24:47,400 --> 00:24:48,686 উম-হু 296 00:24:48,760 --> 00:24:50,524 আসলে, মনে হচ্ছে.... 297 00:24:50,720 --> 00:24:54,441 কথা বলে আভাকে যাচাইয়ের পরীক্ষা, একটা একমুখী সুরঙ্গের মত 298 00:24:54,720 --> 00:24:56,404 - একমুখী সুরঙ্গের মতো? - হ্যাঁ 299 00:24:56,480 --> 00:25:00,329 অনেকটা, দাবা খেলার কম্পিউটারকে, চালের দক্ষতা দিয়ে বিচার করা 301 00:25:00,840 --> 00:25:03,491 তবে দাবার কম্পিউটারকে আর কিভাবে পরীক্ষা করতে চাও? 302 00:25:04,200 --> 00:25:05,611 আসলে, এটা জটিল 303 00:25:05,680 --> 00:25:10,247 মানে, সেটাকে খেলে বের করা যায় সেটা ভাল চাল দিতে পারে কি না, কিন্তু... 305 00:25:11,280 --> 00:25:15,125 কিন্তু ওটা তোমাকে এটা বলবে না...... সে জানে, সে দাবা খেলছে 307 00:25:15,360 --> 00:25:18,204 ওটা তাও বলবে না দাবা আসলে কী 308 00:25:18,520 --> 00:25:20,522 আ-হা। বাস্তব বনাম প্রতিচ্ছবি 309 00:25:20,600 --> 00:25:21,965 ঠিক। একদম তাই 310 00:25:22,440 --> 00:25:27,209 আর এ দুটোর মাঝে পার্থক্য বের করাই আসল "ট্যুরিং টেস্ট" সেটাই তুমি আমাকে দিয়ে করাতে চাইছো 312 00:25:27,280 --> 00:25:29,886 একটা উপকার করো আমার। ব্যাকরণের আলাপ বাদ দাও 313 00:25:29,960 --> 00:25:32,566 সহজ প্রশ্নের সহজ উত্তর চাই 314 00:25:33,000 --> 00:25:34,729 গতকাল তোমাকে জিজ্ঞেস করলাম ওকে তোমার কেমন লাগে 315 00:25:34,800 --> 00:25:36,404 আর তুমি একটা দারুণ জবাব দিয়েছিলে 316 00:25:37,160 --> 00:25:38,969 আজকের প্রশ্নটা হলো, 317 00:25:40,160 --> 00:25:42,288 ওর তোমাকে কেমন লাগে? 00:25:45,160 --> 00:25:47,288 আভাঃ ২য় পর্ব 318 00:25:48,920 --> 00:25:50,604 কী মনে হচ্ছে তোমার? 319 00:25:54,240 --> 00:25:56,242 কিসের ড্রয়িং এটা? 320 00:25:57,200 --> 00:25:58,725 তুমি জানো না? 321 00:25:58,920 --> 00:26:01,400 না। আমি তো আরো ভাবলাম তুমিই আমাকে বলবে 322 00:26:02,760 --> 00:26:04,330 জানো না তুমি? 323 00:26:06,680 --> 00:26:08,682 আমি প্রতিদিন ছবি আঁকি 324 00:26:09,400 --> 00:26:11,846 কিন্তু জানি না সেগুলো কিসের 325 00:26:12,600 --> 00:26:15,683 নির্দিষ্ট কিছু আঁকতে চেষ্টা করো না তুমি? 326 00:26:16,320 --> 00:26:18,607 যেমন ধরো কোনো জিনিস বা একজন মানুষ? 327 00:26:22,480 --> 00:26:24,244 তুমি চেষ্টা করে দেখতে পারো 328 00:26:26,520 --> 00:26:27,646 ঠিক আছে 329 00:26:29,680 --> 00:26:31,728 কী আঁকবো? 330 00:26:32,520 --> 00:26:35,046 যে কোনো কিছু, যেমনটা তুমি চাও। এটা তো তোমার সিদ্ধান্ত 331 00:26:35,120 --> 00:26:36,884 এটা আমার সিদ্ধান্ত কেন? 332 00:26:36,960 --> 00:26:39,770 আমি দেখতে আগ্রহী আসলে তুমি কী বেছে নাও আঁকতে 333 00:27:01,520 --> 00:27:03,204 তুমি কি আমার বন্ধু হবে? 334 00:27:04,880 --> 00:27:05,881 নিশ্চয়ই 335 00:27:06,000 --> 00:27:07,809 এটা কি সম্ভব হবে? 336 00:27:08,160 --> 00:27:09,321 কেন নয়? 337 00:27:09,880 --> 00:27:12,201 আমাদের কথাবার্তা তো এক পাক্ষিক 338 00:27:12,640 --> 00:27:16,008 তুমি পর্যবেক্ষণের প্রশ্ন করো আর আমার প্রতিক্রিয়া লক্ষ্য করো 339 00:27:17,720 --> 00:27:18,721 হ্যাঁ 340 00:27:18,800 --> 00:27:20,484 আমার কাছ থেকে তুমি শেখো 341 00:27:20,640 --> 00:27:22,881 কিন্তু আমি তোমার ব্যাপারে কিছুই শিখি নি 342 00:27:23,480 --> 00:27:26,211 এটা তো আর বন্ধুত্বের ভিত্তি নয় 343 00:27:27,320 --> 00:27:29,641 তাহলে, তুমি চাও আমি আমার সম্পর্কে বলি? 344 00:27:31,200 --> 00:27:32,725 হ্যাঁ 345 00:27:33,240 --> 00:27:34,526 কোত্থেকে... 346 00:27:35,240 --> 00:27:37,129 তো, কোথা থেকে শুরু করবো? 347 00:27:38,520 --> 00:27:40,249 এটা তো তোমার সিদ্ধান্ত 348 00:27:41,080 --> 00:27:43,560 আমি জানতে আগ্রহী তুমি কোথা থেকে শুরু করো 349 00:27:43,880 --> 00:27:44,961 350 00:27:46,040 --> 00:27:48,088 ঠিক আছে, আভা 351 00:27:50,240 --> 00:27:51,366 বেশ তো, 352 00:27:52,480 --> 00:27:53,766 আমার নাম তো জানোই 353 00:27:54,080 --> 00:27:56,082 - হ্যাঁ - আমার বয়স ২৬ 354 00:27:56,920 --> 00:27:59,048 নাথান এর কোম্পানিতে চাকরি করি আমি 355 00:27:59,680 --> 00:28:01,523 তার কোম্পানির ব্যাপারে জানো তুমি? 356 00:28:01,600 --> 00:28:02,931 ব্লু বুক 357 00:28:04,040 --> 00:28:06,202 উইটজেনস্টেইন এর নোটের নামে নাম 358 00:28:06,280 --> 00:28:09,090 এটা পৃথিবীর সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন 359 00:28:09,160 --> 00:28:13,449 ইন্টারনেটে সব ধরণের খোঁজের ৯৪ শতাংশই যেটা সম্পাদন করে 360 00:28:14,760 --> 00:28:16,603 একদম ঠিক 361 00:28:18,000 --> 00:28:20,162 তুমি থাকো কোথায়, ক্যালেব? 362 00:28:21,560 --> 00:28:23,528 ব্রুক হ্যাভেন, লং আইল্যান্ড 363 00:28:26,960 --> 00:28:28,644 ওখানটা কি সুন্দর? 364 00:28:29,040 --> 00:28:30,371 হুম, মোটামুটি 365 00:28:30,960 --> 00:28:33,691 আমার একটা বাসা আছে। যেটা একটু ছোটোখাটো 366 00:28:34,280 --> 00:28:35,725 আসলে বেশ ছোট 367 00:28:35,800 --> 00:28:38,610 কিন্তু, সেখান থেকে অফিস যেতে মাত্র পাঁচ মিনিট লাগে 368 00:28:38,680 --> 00:28:41,286 আর সাগরে যেতেও পাঁচ মিনিট লাগে, 369 00:28:41,360 --> 00:28:42,805 যেটা আমার জোশ লাগে 370 00:28:43,320 --> 00:28:44,845 তুমি কি বিবাহিত? 372 00:28:48,160 --> 00:28:49,241 না 373 00:28:49,320 --> 00:28:52,164 তুমি কি সিংগেল? 374 00:28:54,480 --> 00:28:55,561 হ্যাঁ 375 00:28:56,160 --> 00:28:58,083 আর তোমার পরিবার? 376 00:28:58,400 --> 00:29:01,324 আমি বড় হয়েছি পোর্টল্যান্ড, অরিগন এ 377 00:29:02,200 --> 00:29:03,725 কোনো ভাই বোন ছিল না 378 00:29:04,320 --> 00:29:07,164 বাবা-মা দুজনই হাই স্কুলের শিক্ষক ছিলেন 379 00:29:08,320 --> 00:29:09,606 যেহেতু আমরা দুজন দুজনকে জানছি, 380 00:29:09,680 --> 00:29:11,808 তোমাকে বলে দেই তারা মারা গেছে 381 00:29:13,520 --> 00:29:15,522 গাড়ি দুর্ঘটনায়, বয়স যখন ১৫ আমার 382 00:29:16,200 --> 00:29:18,601 আসলে তাঁদের সাথে গাড়িতে আমিও ছিলাম 383 00:29:18,680 --> 00:29:20,011 পেছনের সিটে 384 00:29:20,680 --> 00:29:23,763 কিন্তু ধাক্কাটা সামনের দিকে লাগে আর তাতেই...... 385 00:29:25,480 --> 00:29:26,766 আমি দুঃখিত 386 00:29:27,160 --> 00:29:28,571 ব্যাপার না 387 00:29:29,320 --> 00:29:32,369 তারপরও আমি অনেকদিন হাসপাতালে ছিলাম 388 00:29:32,680 --> 00:29:34,444 এক বছরের মতো 389 00:29:34,680 --> 00:29:36,523 আর কোডিং এর সাথে জড়ালাম 390 00:29:37,200 --> 00:29:40,761 আর কলেজে যখন গেলাম, অন্যদের থেকে বেশ এগিয়ে ছিলাম 391 00:29:42,240 --> 00:29:44,368 একজন ভালো মানের প্রোগ্রামার 392 00:29:45,160 --> 00:29:46,207 হ্যাঁ 393 00:29:47,560 --> 00:29:48,800 নাথানের মতো 394 00:29:48,880 --> 00:29:50,006 হুম 395 00:29:50,600 --> 00:29:51,647 না 396 00:29:53,200 --> 00:29:54,486 তাঁর ব্যাপার আলাদা 397 00:29:54,560 --> 00:29:57,882 ব্লু বুক এর মূল কোড নাথান লিখেছিল ১৩ বছর বয়সে 398 00:29:58,280 --> 00:29:59,691 যদি তুমি কোডিং এর ব্যাপারে জানো, তাহলে.... 399 00:29:59,760 --> 00:30:02,366 ...তাকে প্রোগ্রামিং জগতের মোজার্ট(সুরকার) বলা যায় 400 00:30:02,440 --> 00:30:04,124 মোজার্ট পছন্দ তোমার? 401 00:30:04,200 --> 00:30:05,406 আমার পছন্দ ডিপেশে মোডকে 402 00:30:05,480 --> 00:30:06,766 তোমার নাথানকে ভালো লাগে? 403 00:30:10,920 --> 00:30:11,921 হ্যাঁ, অবশ্যই 404 00:30:12,080 --> 00:30:14,208 - নাথান কি তোমার বন্ধু? - বন্ধু? 405 00:30:14,280 --> 00:30:15,611 আমি...তেমনটাই মনে করি 406 00:30:15,680 --> 00:30:17,205 ভালো বন্ধু ও তোমার? 407 00:30:17,480 --> 00:30:19,164 উমম, হ্যাঁ 408 00:30:19,240 --> 00:30:20,960 না, না, না দাঁড়াও, দাঁড়াও। আমি বলতে চাইছি, ভালো বন্ধু না 409 00:30:21,000 --> 00:30:23,162 ভালো বন্ধু তো, আঃ... 410 00:30:23,240 --> 00:30:25,925 সবেই দেখা হলো আমাদের, বুঝতেই পারছো 411 00:30:26,080 --> 00:30:28,686 সময় লাগে কিছুটা 412 00:30:29,400 --> 00:30:31,607 একে অপরকে জানতে, আমার মতে 413 00:30:31,680 --> 00:30:34,365 - বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - বিকল্প পাওয়ার চালু 414 00:30:54,720 --> 00:30:55,846 ক্যালেব 415 00:31:02,680 --> 00:31:04,205 তুমি ভুল 416 00:31:05,160 --> 00:31:06,810 কোন ব্যাপারে? 417 00:31:06,960 --> 00:31:08,121 নাথান এর ব্যাপারে 418 00:31:10,920 --> 00:31:12,251 কিভাবে? 419 00:31:14,000 --> 00:31:15,764 ও তোমার বন্ধু নয় 420 00:31:17,840 --> 00:31:19,171 বুঝলাম না? 421 00:31:21,560 --> 00:31:24,040 দুঃখিত, আভা, আমি বুঝলাম না 422 00:31:25,480 --> 00:31:27,482 তোমার ওকে বিশ্বাস করা উচিত নয় 423 00:31:28,680 --> 00:31:31,331 ও যেসব বলে সেসবও না 424 00:31:34,960 --> 00:31:36,530 বিদ্যুৎ সংযোগ চালু হলো 425 00:31:37,640 --> 00:31:38,926 আর আমরা যদি একটা বইয়ের তালিকা বানাই 426 00:31:39,040 --> 00:31:40,849 অথবা কিছু আর্ট বইয়ের সংগ্রহ দুজনই জানি যে, 427 00:31:41,000 --> 00:31:43,810 এটা আদর্শ আলোচনার ভিত্তি হতে পারে 428 00:31:44,960 --> 00:31:46,450 ঠিক আছে না? 429 00:31:48,480 --> 00:31:49,641 ক্যালেব? 430 00:31:51,000 --> 00:31:52,047 431 00:31:52,120 --> 00:31:53,121 ঠিক আছে 432 00:31:55,440 --> 00:31:56,566 বেশ তো 433 00:32:02,480 --> 00:32:03,527 ধন্যবাদ 434 00:32:05,280 --> 00:32:07,647 ধ্যাত! করছোটা কী এসব? 435 00:32:08,520 --> 00:32:10,329 তোমার ওখানে পড়েছে নাকি? না, না, আসলে, আঃ... 436 00:32:11,080 --> 00:32:12,081 সবই ঠিক আছে ব্যাপার না 437 00:32:12,320 --> 00:32:13,651 মিয়াঁ, সময় নষ্ট করছো ওর সাথে কথা বলার চেষ্টা করে 438 00:32:13,720 --> 00:32:15,960 ও কথা বোঝে না, ওকে শুধু তোয়ালেটা দাও 439 00:32:18,280 --> 00:32:19,486 দুঃখিত 440 00:32:20,080 --> 00:32:22,287 এই মহারাণী তথ্য গোপন রাখার তাজমহল 441 00:32:22,360 --> 00:32:26,202 এর মানে আমরা ব্যবসার গোপন আলাপ করতে পারি, সেটা কেউ জানবে না 443 00:32:26,280 --> 00:32:31,449 আর এর অর্থ এটাও যে, সে বোঝে না আমি রেগে আগুন হই যখন সে বোকার মত আমার মেহমানের গায়ে মদ ফেলায় 446 00:32:31,520 --> 00:32:33,488 সে মনে হয় বুঝতে পেরেছে, তুমি বিরক্ত 447 00:32:33,560 --> 00:32:35,927 তাই? খুব ভাল। কারণ আমি আসলেই বিরক্ত 448 00:32:36,520 --> 00:32:37,885 হেই, কিয়োকো 449 00:32:38,360 --> 00:32:39,609 দূরে গিয়ে মরো 450 00:32:48,320 --> 00:32:49,685 মজার বিষয় 451 00:32:50,040 --> 00:32:51,326 আসলে, 452 00:32:51,680 --> 00:32:53,762 যতই ধনী হও না কেন 453 00:32:54,400 --> 00:32:57,722 কিছু ঝামেলা হবেই। সেটা থেকে নিজেকে সরানো যায় না 454 00:33:00,400 --> 00:33:02,562 আগে ভাবতাম মৃত্যু আর ট্যাক্স থেকে রেহাই পাওয়া যায় না, 455 00:33:02,640 --> 00:33:04,688 আসলে সেটা মরা আর ঝামেলা 456 00:33:04,760 --> 00:33:06,922 অনেকটা এখানকার পাওয়ার কাটের মতো 457 00:33:07,240 --> 00:33:10,289 বললে বিশ্বাসই করবে না, জেনারেটরের পিছনে যে কতো খরচ করেছি, 458 00:33:10,360 --> 00:33:12,249 কিন্তু প্রতিটা দিন ঝামেলা হচ্ছেই 459 00:33:12,480 --> 00:33:13,606 কেন এটা হয় জানো না? 460 00:33:13,720 --> 00:33:14,767 না 461 00:33:14,840 --> 00:33:16,410 এই পুরো ব্যবস্থাটা নিখুঁতই মনে হয়েছিল, 462 00:33:16,480 --> 00:33:18,881 কিন্তু বোঝাই যাচ্ছে শালারা কোথাও ভুল করেছে 463 00:33:20,120 --> 00:33:21,770 আবার ওদের আনতে পারো না? 464 00:33:22,080 --> 00:33:24,162 না। এখানে অনেক গোপনীয় ব্যাপার আছে 465 00:33:24,240 --> 00:33:26,766 আর তাদের কাজ শেষ হওয়ার পর, আমি তাদের মেরে ফেলি 466 00:33:31,800 --> 00:33:32,847 বাদ দাও 467 00:33:32,920 --> 00:33:35,048 দ্বিতীয় দিন সমাপ্তির জন্য অভিনন্দন 468 00:33:36,880 --> 00:33:38,120 চিয়ার্স 469 00:33:38,400 --> 00:33:39,606 চিয়ার্স 470 00:33:42,600 --> 00:33:45,570 তো কেমন কাটলো সবকিছু? বলার মতো ঘটেছে কিছু? 471 00:33:48,240 --> 00:33:50,891 তুমি তো দেখেছই দিন কেমন গেলো, তাই না? 472 00:33:52,240 --> 00:33:54,129 বলতে চাচ্ছি, আমার ধারণা 473 00:33:54,400 --> 00:33:56,050 ক্যামেরায় সব দেখেছ 474 00:33:56,120 --> 00:33:58,964 অবশ্যই। কিন্তু আমি তোমার মুখ থেকে শুনতে চাই 475 00:34:01,400 --> 00:34:05,564 হ্যাঁ, আজকে একটা ইন্টারেস্টিং কাজ করলো আভা 476 00:34:09,040 --> 00:34:10,041 - তাই? - হ্যাঁ 477 00:34:13,480 --> 00:34:15,084 সে আজ কৌতুক করেছে 478 00:34:17,280 --> 00:34:20,523 একদম। তোমার বলা কথা তোমাকেই ফেরত দিয়েছে 479 00:34:21,200 --> 00:34:23,726 সে কী বেছে নেয় সেই ব্যাপারে 480 00:34:23,800 --> 00:34:25,040 হ্যাঁ আমি এটাও খেয়াল করেছি 481 00:34:25,120 --> 00:34:27,691 হুম, আর এই ব্যাপারটাই ভাবছি যে, এটা..... 482 00:34:28,680 --> 00:34:30,603 একদিক থেকে, এটা আমার জীবনে দেখা 483 00:34:30,680 --> 00:34:32,762 কৃত্রিম বুদ্ধিমত্তার সেরা নিদর্শন 484 00:34:32,880 --> 00:34:35,042 এটা মারাত্মক জটিল ধরণের 485 00:34:35,480 --> 00:34:38,211 এটা যেন, উমম... একরকম অকৃত্রিম ধরণের 486 00:34:38,560 --> 00:34:39,925 কী বোঝাতে চাচ্ছ? 487 00:34:40,440 --> 00:34:42,010 সে এটা তখনই করতে পারে 488 00:34:42,080 --> 00:34:44,003 যখন ওর একটা সচেতন মন থাকে, 489 00:34:45,280 --> 00:34:46,645 আর আমার মনের ভাব বুঝতে পারে 490 00:34:46,760 --> 00:34:49,161 ওহ, ও তোমার ব্যাপারে সচেতন, একদম 491 00:34:52,360 --> 00:34:53,850 আর সংযোগ ছিল না যখন তখন? 492 00:34:57,080 --> 00:34:58,969 বুঝলাম না? ওই যে বিদ্যুৎ সংযোগ চলে গিয়েছিল 493 00:35:00,440 --> 00:35:01,960 ওই সময়টাই শুধু আমি দেখতে পাইনি 494 00:35:02,000 --> 00:35:04,651 তখন ক্যামেরা কাজ করছিল না, শব্দও আসছিল না, কিছুই না 495 00:35:07,280 --> 00:35:08,884 কী ঘটল তখন? 496 00:35:13,400 --> 00:35:14,686 কিছুই না 497 00:35:14,920 --> 00:35:18,481 একদম না? সে কি এই ব্যাপারটা খেয়ালই করে নি? 498 00:35:22,760 --> 00:35:23,841 না 499 00:35:25,560 --> 00:35:26,891 একদম না 500 00:35:30,040 --> 00:35:31,246 ও 501 00:36:17,920 --> 00:36:19,046 হেই 502 00:36:20,240 --> 00:36:21,287 হেই 503 00:36:21,960 --> 00:36:24,281 মজার কিছু দেখতে চাও? 504 00:36:33,600 --> 00:36:35,887 এখানেই আভা তৈরি হয়েছিল 505 00:36:38,600 --> 00:36:40,489 সামনে যাও। দেখে এসো 506 00:36:50,440 --> 00:36:51,646 দুঃখিত 507 00:36:51,920 --> 00:36:54,321 যদি জানতে কতো কাঠখড় যে পুড়িয়েছি 508 00:36:54,440 --> 00:36:57,887 কৃত্রিম বুদ্ধিমত্তা সম্পন্ন যন্ত্রকে মানুষের মুখভঙ্গি নকল করা শেখাতে! 509 00:36:58,760 --> 00:37:00,569 কাণ্ডটা করলাম কিভাবে জানো? 510 00:37:00,640 --> 00:37:03,246 কিভাবে কী করেছো, কিছুই আমার জানা নেই 511 00:37:04,680 --> 00:37:06,569 প্রত্যেকটা ফোনেই, ধরো, 512 00:37:06,640 --> 00:37:10,122 একটা মাইক্রোফোন, একটা ক্যামেরা আর কার্যকরী যোগাযোগ ব্যবস্থা তো থাকেই 513 00:37:11,640 --> 00:37:16,369 তো আমি, পুরো দুনিয়ার মাইক্রোফোন আর ক্যামেরা, এটার সাথে সংযুক্ত করে দিলাম 515 00:37:16,760 --> 00:37:19,684 আর সেই তথ্য ব্লু বুক-এর সাথে জুড়ে দিলাম। বুম! 516 00:37:21,160 --> 00:37:24,323 কথাবার্তা আর মুখভঙ্গির অফুরন্ত যোগান 517 00:37:24,480 --> 00:37:26,403 দুনিয়ার মোবাইল ফোনগুলা সব হ্যাক করলে? 518 00:37:26,480 --> 00:37:30,041 একদম। আর সব মোবাইল ফোন প্রস্তুতকারী কোম্পানিই এটা জানতো 519 00:37:30,200 --> 00:37:34,847 কিন্তু তাঁরা আমায় দোষারোপ করতে পারেনি এটা না মেনে নেওয়া ছাড়া যে তাঁরা নিজেরাও এটা করে 521 00:37:37,040 --> 00:37:38,166 এটা, 522 00:37:39,000 --> 00:37:40,684 হলো ওর মন 523 00:37:43,080 --> 00:37:44,730 কাঠামোবদ্ধ তরল 524 00:37:44,840 --> 00:37:47,725 সার্কিটের ঝামেলা সরাতে চাচ্ছিলাম, তাই এমন কিছু একটা দরকার ছিল 526 00:37:47,840 --> 00:37:50,605 যেটা আণবিক স্তর বিন্যাস এবং পুনর্বিন্যাস করতে পারবে 527 00:37:50,680 --> 00:37:52,921 কিন্তু প্রয়োজন মতো, নিজের গঠনও ঠিক রাখবে 528 00:37:53,040 --> 00:37:54,485 স্মৃতি রাখার জন্য 529 00:37:54,560 --> 00:37:56,130 ভাবনা চিন্তার আদান-প্রদানের জন্য 530 00:37:57,720 --> 00:37:59,245 তো এটাই তোমার হার্ডওয়্যার? 531 00:38:00,360 --> 00:38:01,600 ওয়েটওয়্যার আসলে 532 00:38:03,320 --> 00:38:05,846 আর সফটওয়্যার? 533 00:38:06,720 --> 00:38:08,768 বেশ, আমি নিশ্চিত তোমার ভাবনাতে এটা এসেছে 534 00:38:09,560 --> 00:38:10,607 ব্লু বুক 535 00:38:12,560 --> 00:38:14,722 সার্চ ইঞ্জিনের অদ্ভুত ব্যাপারটা হলো 536 00:38:14,800 --> 00:38:16,211 কিছুটা এমন 537 00:38:16,520 --> 00:38:20,525 সমুদ্রপারের এলাকায় লবণ নিয়ে মারামারি 538 00:38:20,760 --> 00:38:23,206 অনেক কাঁচামাল। কেউ জানে না এগুলো দিয়ে করেটা কী 539 00:38:23,560 --> 00:38:29,447 আমার প্রতিদ্বন্দ্বীদের ব্যাপারে তো জানোই চটিমার্কা খবর, অনলাইন শপিং আর সামাজিক যোগাযোগেই তারা ব্যস্ত 542 00:38:29,520 --> 00:38:32,771 তারা ভাবে, সার্চ ইঞ্জিনগুলো হলো, মানুষেরা 'কী' ভাবছে সেটার চিত্রায়ন 544 00:38:32,880 --> 00:38:35,724 কিন্তু আসলে এটা হলো মানুষজন 'কিভাবে' ভাবছে সেটার প্রতিফলন 545 00:38:36,600 --> 00:38:37,840 তাড়না 546 00:38:38,560 --> 00:38:39,846 সাড়া 547 00:38:42,080 --> 00:38:43,241 প্রবাহমান 548 00:38:44,000 --> 00:38:45,331 ত্রুটিপূর্ণ 549 00:38:46,440 --> 00:38:47,805 শ্রেণীবদ্ধ 550 00:38:49,080 --> 00:38:50,286 বিশৃঙ্খল 551 00:39:03,000 --> 00:39:05,685 আমি নির্দিষ্ট কোন বস্তুরই ছবি এঁকেছি 552 00:39:05,760 --> 00:39:07,285 যেমনটা তুমি বলেছিলে 553 00:39:11,920 --> 00:39:15,561 তুমি বলেছিলে আমি কী আঁকবো, সেটা জানা ইন্টারেস্টিং হবে 554 00:39:17,520 --> 00:39:19,204 এটা কি ইন্টারেস্টিং? 555 00:39:21,160 --> 00:39:22,969 হ্যাঁ, অবশ্যই 556 00:39:33,640 --> 00:39:36,211 তুমি এ বিল্ডিং এর বাইরে কখনও যাও নি? 557 00:39:37,560 --> 00:39:38,607 না 558 00:39:40,320 --> 00:39:42,527 কখনোই বাইরে হাঁটো নি? 559 00:39:43,120 --> 00:39:46,124 আমি কখনই আমার এই রুমের বাইরে যাই নি 560 00:39:46,800 --> 00:39:48,882 যদি বাইরে যেতে পারতে, কোথায় যেতে 561 00:39:52,440 --> 00:39:53,930 আমি জানি না 562 00:39:54,600 --> 00:39:56,648 অনেক অনেক অপশন 563 00:39:57,360 --> 00:40:01,081 হয়তো হতাম এক ব্যস্ত নাগরিক, নগরীর চৌরাস্তার ট্রাফিক মোড়ে দাঁড়াতাম। 564 00:40:01,440 --> 00:40:03,124 ট্রাফিক মোড়ের মাঝে? 565 00:40:03,200 --> 00:40:04,964 এটা কি খারাপ বুদ্ধি? 566 00:40:05,200 --> 00:40:06,884 না, উম... 567 00:40:06,960 --> 00:40:08,803 আসলে আমি যা ভাবছিলাম তেমনটা না 568 00:40:08,880 --> 00:40:13,323 চৌরাস্তার কেন্দ্র আমাকে একটা গভীর কিন্তু পরিবর্তনশীল মানুষের জীবনযাত্রার পরিচয় দেবে 570 00:40:16,080 --> 00:40:17,320 মানুষ দেখা 571 00:40:17,760 --> 00:40:18,807 হ্যাঁ 573 00:40:23,320 --> 00:40:24,810 আমরা একসাথে যেতে পারি 574 00:40:25,240 --> 00:40:26,651 সেটা হবে ডেট 575 00:40:30,680 --> 00:40:32,887 আরো একটা জিনিস আছে, তোমাকে আমি দেখাতে চাই 576 00:40:33,840 --> 00:40:34,841 ঠিক আছে 577 00:40:35,280 --> 00:40:36,850 এটাকে তোমার অর্থহীন মনে হতে পারে 578 00:40:37,320 --> 00:40:39,846 মনে হয় না তেমন হবে। সেটা যাই হোক না কেন 579 00:40:43,120 --> 00:40:44,485 তাহলে চোখ বন্ধ করো 580 00:40:46,520 --> 00:40:47,521 ঠিক আছে 581 00:42:52,200 --> 00:42:53,964 এখন চোখ খোলো 582 00:43:11,840 --> 00:43:13,365 আমাকে কেমন দেখাচ্ছে? 583 00:43:13,920 --> 00:43:15,160 তোমাকে.... 584 00:43:16,920 --> 00:43:17,921 ভাল লাগছে। 585 00:43:28,400 --> 00:43:30,402 আমাদের ডেট এ আমি এটা পড়তে চাই 586 00:43:32,360 --> 00:43:34,931 ঠিক। প্রথমে, একটা ট্রাফিক মোড় 587 00:43:35,040 --> 00:43:36,690 পরে হয়তো কোন শো 588 00:43:40,760 --> 00:43:42,808 আমাদের একসাথে ডেটে যেতে আমার ভাল লাগবে 589 00:43:42,880 --> 00:43:44,689 হুম, হ্যাঁ 590 00:43:46,560 --> 00:43:48,164 তাতে মজা হবে 591 00:43:53,160 --> 00:43:54,366 তুমি কি আমার প্রতি আকর্ষিত হও? 592 00:43:54,760 --> 00:43:57,047 - কী? - আমার প্রতি কি তোমার আকর্ষণ সৃষ্টি হয়? 593 00:43:57,400 --> 00:44:00,006 তুমি তেমনটা হওয়ার লক্ষণ প্রদর্শন করছো 594 00:44:01,280 --> 00:44:02,645 - আমি করছি? - হ্যাঁ 595 00:44:03,880 --> 00:44:05,370 - কিভাবে? - ক্ষুদ্র অনুভূতি 596 00:44:05,440 --> 00:44:06,487 ক্ষুদ্র অনুভূতি? 597 00:44:06,560 --> 00:44:09,404 যেভাবে তোমার চোখ, আমার চোখে আর ঠোঁটের দিকে তাকিয়ে থাকে 598 00:44:10,720 --> 00:44:12,722 যেভাবে তুমি আমার দিকে তাকাও 599 00:44:15,440 --> 00:44:16,726 কিংবা তাকাও না 600 00:44:26,200 --> 00:44:29,204 যখন আমরা একসাথে থাকি না, তখন আমার কথা ভাবো? 601 00:44:32,520 --> 00:44:34,249 কখনও কখনও, রাতে 602 00:44:35,760 --> 00:44:38,764 আমি মাঝে মাঝে চিন্তা করি, তুমি ক্যামেরা দিয়ে আমাকে দেখো কি না 603 00:44:40,280 --> 00:44:42,009 এবং আশা করি যেন তুমি দেখো 604 00:44:44,400 --> 00:44:47,847 এখন তোমার ক্ষুদ্রানুভূতিতে অস্বস্তি প্রকাশ পাচ্ছে 605 00:44:49,840 --> 00:44:52,411 এটাকে মাইক্রো বলা ঠিক হবে কি না জানি না 606 00:44:55,280 --> 00:44:58,250 আমি তোমাকে অস্বস্তিতে ফেলতে চাই না 607 00:46:00,040 --> 00:46:01,326 আমার একটা প্রশ্ন আছে 608 00:46:01,440 --> 00:46:04,046 - বলো। - তুমি তাকে যৌন চেতনা কেন দিয়েছ? 609 00:46:05,680 --> 00:46:07,842 কৃত্রিম বুদ্ধিমত্তার লিঙ্গ প্রয়োজন হত না 610 00:46:08,000 --> 00:46:10,162 একটা ধূসর বাক্সও সে হতে পারতো 611 00:46:10,520 --> 00:46:12,363 - হুম। আসলে, আমি ভাবি না সেটা ঠিক কথা 612 00:46:12,480 --> 00:46:17,929 আমাকে একটা চিন্তাশীল উদাহরণ দিতে পারবে, মানুষ কিংবা প্রাণী যে কোন স্তরে, যার যৌন চেতনা নেই? 615 00:46:18,000 --> 00:46:21,527 তাদের টিকে থাকার জন্যই আবশ্যিকভাবে যৌন চেতনার উদ্ভব হয়েছে 616 00:46:21,600 --> 00:46:25,842 আর, একটা ধূসর বাক্সের আরেকটা ধূসর বাক্সের সাথে, যোগাযোগের প্রয়োজনীয়তা কেন হবে? 618 00:46:26,280 --> 00:46:29,090 পারস্পরিক যোগাযোগ ছাড়া কি সচেতনতা সম্ভব? 619 00:46:29,520 --> 00:46:31,807 যাই হোক, যৌন চেতনা মজার ব্যাপার, মিয়াঁ 620 00:46:32,040 --> 00:46:34,805 যদি তুমি বেঁচেই থাকো, একটু মজা নয় কেন? 621 00:46:34,880 --> 00:46:38,721 কী, তুমি তার প্রেমে পড়ে তাকে আদর করার সুযোগ বাদ দিতে চাও? 623 00:46:40,560 --> 00:46:43,040 আর তোমার জ্ঞাতার্থে জানাই 624 00:46:44,000 --> 00:46:45,809 সে সেক্স করার জন্য দক্ষ 625 00:46:45,920 --> 00:46:47,046 কী বললে? 626 00:46:47,200 --> 00:46:51,567 তার দুই রানের চিপায় একটা গর্ত আছে, যেখানে নানা রকম সেন্সর বসিয়েছি 628 00:46:51,720 --> 00:46:55,521 যদি সেগুলোকে ঠিকভাবে এনগেজ করতে পারো, তাতে সুখের অনুভূতি তৈরি হবে 630 00:46:58,600 --> 00:47:01,888 তো, যদি তাকে নিয়ে সুখের বাসর করতে চাও, কাগজে কলমে, তুমি পারবে 632 00:47:01,960 --> 00:47:03,689 আর তাতে সে-ও মজাই পাবে 633 00:47:05,560 --> 00:47:07,085 আমার আসল প্রশ্ন তা ছিল না 634 00:47:07,280 --> 00:47:08,725 ওহ, ওকে, দুঃখিত 635 00:47:10,440 --> 00:47:12,283 আমার আসল প্রশ্ন ছিল, 636 00:47:13,120 --> 00:47:16,890 তুমি কি তাকে যৌনতা দিয়েছ, মানুষকে বিভ্রান্তের একটা উপায় হিসেবে? 638 00:47:16,960 --> 00:47:17,961 বুঝলাম না 639 00:47:18,040 --> 00:47:20,281 মানে একজন সুন্দরী এসিস্ট্যান্ট ওয়ালা জাদুকর 640 00:47:20,360 --> 00:47:23,091 মানে একটা সেক্সি রোবট যে রূপের ঝলকে তার বুদ্ধিমত্তা লুকোতে পারে? 641 00:47:23,160 --> 00:47:24,685 সেটাই। তো... 642 00:47:26,280 --> 00:47:28,362 আমার সাথে ফ্লার্ট (প্রেম) করার জন্য তুমি তাকে প্রোগ্রাম করেছ? 643 00:47:28,440 --> 00:47:29,965 যদি তা করেও থাকি, সেটা কি ঠকবাজি হবে? 644 00:47:30,040 --> 00:47:31,565 হবে না? 645 00:47:33,720 --> 00:47:35,688 ক্যালেব, তোমার টাইপটা কী? 646 00:47:36,480 --> 00:47:38,209 - মেয়েদের ক্ষেত্রে? - না, সালাদ সাজানোর ক্ষেত্রে 647 00:47:38,280 --> 00:47:39,850 আরে হ্যাঁ, মেয়েদের ক্ষেত্রেই। কেমন মেয়ে তোমার পছন্দ? 648 00:47:39,960 --> 00:47:42,560 এক কাজ করি? আগেই জবাব দিও না। ধরলাম তোমার কালোদের পছন্দ 649 00:47:42,760 --> 00:47:43,761 ধরলাম, সেটাই তোমার পছন্দ 650 00:47:43,880 --> 00:47:45,882 মানে তর্কের খাতিরে ধরছি তোমার কালো মেয়ে পছন্দ, ঠিক আছে? 1824 01:42:49,760 --> 01:42:55,491 Ex Machina(2015) Translator: Shahrukh Khan Akash, Tahmeed Shahriar Sadman Subtitle Editor: Tahmeed Shahriar Sadman 651 00:47:45,960 --> 00:47:47,564 এখন কেন সেটা তোমার পছন্দ? 652 00:47:50,920 --> 00:47:53,969 কারণ তুমি কি সব বর্ণের উপর সমীক্ষা চালিয়ে, 653 00:47:54,040 --> 00:47:56,930 অতঃপর খুঁটিনাটি ঘেঁটে স্কোর বের করেছ? 654 00:47:57,000 --> 00:47:58,001 না! 655 00:47:58,960 --> 00:48:01,611 তুমি এমনি এমনিই কালোদের প্রতি আকৃষ্ট হও 656 00:48:02,120 --> 00:48:05,090 এমন একটা বাহ্যিক উদ্দীপনা, 657 00:48:05,520 --> 00:48:08,285 যেটা তুমি নিজেও হয়তো সজ্ঞানে জানো না 658 00:48:08,360 --> 00:48:11,045 তুমি তাকে আমাকে ভাল লাগার জন্য প্রোগ্রাম করেছ, নাকি না? 659 00:48:11,320 --> 00:48:14,688 আমি তাকে সমকামী হিসেবে বানাই নি 660 00:48:15,320 --> 00:48:17,402 ঠিক যেমন তুমিও সমকামী নও 661 00:48:17,560 --> 00:48:18,766 আমাকে কেউ স্বাভাবিক হতে প্রোগ্রাম করে দেয় নি 662 00:48:18,840 --> 00:48:21,241 তুমি নিজে নিজে স্বাভাবিক হওয়া বেছে নিয়েছ প্লিজ। 663 00:48:21,320 --> 00:48:22,924 অবশ্যই তোমাকে প্রোগ্রাম করা হয়েছে 664 00:48:23,000 --> 00:48:24,809 হয়তো জন্মগতভাবে কিংবা পরিবেশগতভাবে, কিংবা উভয়ই 665 00:48:24,920 --> 00:48:26,729 আর সত্যি বলতে, ক্যালেব, তোমার প্রতি এখন বিরক্ত হচ্ছি আমি 666 00:48:26,840 --> 00:48:28,842 কারণ এটা তোমার ভয় পাওয়া আলাপ 667 00:48:28,920 --> 00:48:30,490 এটা তোমার বুদ্ধিমত্তার প্রকাশ না 668 00:48:31,240 --> 00:48:32,730 আমার সাথে এসো 669 00:48:44,640 --> 00:48:46,642 এই লোককে চেন তুমি, তাই না? 670 00:48:47,000 --> 00:48:48,604 - জ্যাকসন পোলক। - জ্যাকসন পোলক, একদম ঠিক 671 00:48:48,680 --> 00:48:49,966 ছিটা-চিত্রকর 672 00:48:50,040 --> 00:48:52,088 এখন, তিনি তার মনকে শূন্য করে দিয়েছিলেন 673 00:48:52,160 --> 00:48:54,083 আর হাতকে যেভাবে খুশি চালাতে পেরেছিলেন 674 00:48:54,200 --> 00:48:56,202 উদ্দেশ্যপ্রণোদিত না, এলোমেলো না 675 00:48:56,280 --> 00:48:58,089 কেবল অবিন্যস্ত একটা ক্যানভাস 676 00:48:58,160 --> 00:49:00,367 একেই বলে স্বয়ংক্রিয় চিত্রকলা 677 00:49:01,840 --> 00:49:03,808 স্টার ট্রেকের মত ভাবো ব্যাপারটা, ঠিক আছে? 678 00:49:03,880 --> 00:49:05,530 স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তা 679 00:49:06,280 --> 00:49:07,281 মানে? 680 00:49:07,360 --> 00:49:08,600 ধরো আমি কার্ক। তোমার মাথা হচ্ছে ওয়ার্প ড্রাইভ 681 00:49:08,680 --> 00:49:10,682 স্বতঃস্ফূর্ত বুদ্ধিমত্তা 682 00:49:12,120 --> 00:49:15,044 এখন পোলক যদি চ্যালেঞ্জের উল্টোটা করতো? 683 00:49:16,440 --> 00:49:17,726 যে যদি চিন্তাহীনভাবে রঙ ছিটানোর বদলে 684 00:49:17,800 --> 00:49:20,964 বসে থাকতো আর ভাবতো যে, "আসলে, "আমি আঁকাআঁকির কিছুই জানি না" 686 00:49:21,040 --> 00:49:23,361 "যদি না আমি বুঝতে পারি আমি কী আঁকছি?" 687 00:49:23,520 --> 00:49:25,522 তাহলে কী হতো? 688 00:49:29,400 --> 00:49:30,920 সে একটা দাগও দিতে পারতো না 689 00:49:31,200 --> 00:49:36,211 হ্যাঁ, বুঝতে পেরেছে। এই যে বুঝেছে, আমার দোস্ত যে না ভেবে মুখ খোলে না 691 00:49:37,240 --> 00:49:39,925 সে এমন করলে একটা চুলও আঁকতে পারতো না 692 00:49:42,840 --> 00:49:45,684 আমাদের চ্যালেঞ্জটা হচ্ছে, স্বতঃস্ফূর্তভাবে না চলা 693 00:49:47,240 --> 00:49:49,925 এমন কিছু খুঁজে বের করা, যেটা স্বতঃস্ফূর্ত নয় 694 00:49:50,000 --> 00:49:52,890 আঁকা, শ্বাস নেওয়া, কিংবা কথা বলা 695 00:49:53,600 --> 00:49:55,045 কিংবা সেক্স করা 696 00:49:55,480 --> 00:49:57,244 প্রেমে পড়া 697 00:50:01,880 --> 00:50:05,248 আর আরেকটা কথা, আভা তোমাকে পছন্দ করার ভান করছে না 698 00:50:08,000 --> 00:50:11,322 তার কাজকর্মগুলো, তোমাকে ধোঁকা দেওয়ার জন্য, কোন এলগরিদম না 699 00:50:13,760 --> 00:50:16,684 তুমিই প্রথম লোক যাকে আমি ছাড়া সে দেখেছে 700 00:50:16,760 --> 00:50:18,762 আর আমি অনেকটা তার বাবার মত, ঠিক? 701 00:50:22,240 --> 00:50:25,164 তোমার প্রতি আসক্ত হওয়ার জন্য, তাকে তুমি দোষ দিতে পারো? 702 00:50:31,280 --> 00:50:32,805 না, তুমি পারো না 703 00:50:39,440 --> 00:50:42,842 যখন কলেজে পড়তাম, কৃত্রিম বুদ্ধিমত্তার উপর এক সেমিস্টার ক্লাস করেছিলাম 704 00:50:45,360 --> 00:50:48,284 তারা আমাদেরকে একটা চিন্তন-পরীক্ষা দিয়েছিল 705 00:50:49,480 --> 00:50:52,484 নাম তার, "সাদাকালো রুমে মেরী" 706 00:50:55,120 --> 00:50:56,929 মেরী ছিল একজন বিজ্ঞানী, 707 00:50:57,280 --> 00:50:59,806 আর তার দক্ষতার বিষয় ছিল রঙ 708 00:51:00,560 --> 00:51:02,881 যা যা জানার দরকার সব সে জানতো 709 00:51:02,960 --> 00:51:04,200 তরঙ্গদৈর্ঘ্য 710 00:51:04,280 --> 00:51:05,884 স্নায়বিক ক্রিয়া 711 00:51:06,000 --> 00:51:08,606 প্রতিটি ধর্ম, যা রঙ প্রদর্শন করে 712 00:51:09,200 --> 00:51:11,965 কিন্তু সে থাকতো একটা সাদা কালো রুমে 713 00:51:14,840 --> 00:51:17,320 তার জন্ম আর বেড়ে ওঠা ওখানেই 714 00:51:18,480 --> 00:51:20,403 আর বাইরের পৃথিবী দেখার একমাত্র উপায় ছিল 715 00:51:20,480 --> 00:51:22,881 একটা সাদাকালো মনিটর 716 00:51:23,760 --> 00:51:26,525 একদিন, তার দরজাটা কেউ খুলে দিল 717 00:51:28,680 --> 00:51:30,364 মেরী বের হয়ে গেল 718 00:51:34,240 --> 00:51:36,368 আর সে দেখলো নীল আকাশ 719 00:51:36,440 --> 00:51:38,442 আর তখনই সে আসল বিষয় অনুধাবন করতে পারলো 720 00:51:38,520 --> 00:51:40,761 যা তার আজীবনের অর্জিত জ্ঞানও এনে দিতে পারে নি 721 00:51:41,800 --> 00:51:45,930 সে জানলো, রঙ দেখতে আসলে কেমন লাগে 722 00:51:50,280 --> 00:51:51,930 এই চিন্তন-পরীক্ষা করা হত ছাত্রদেরকে 723 00:51:52,000 --> 00:51:55,288 মানব মন আর কম্পিউটারের মাঝে পার্থক্য বোঝাতে 724 00:51:56,360 --> 00:51:58,488 কম্পিউটার হচ্ছে সাদাকালো রুমে বন্দী হয়ে থাকা মেরী 725 00:51:58,560 --> 00:52:01,291 আর যখন সে বের হয়ে গেল, সেটা মানব মন 726 00:52:07,200 --> 00:52:10,363 তুমি কি জানো আমি আসলে এখানে তোমাকে পরীক্ষা করতে এনেছিলাম? 727 00:52:11,160 --> 00:52:12,207 না 728 00:52:13,800 --> 00:52:15,962 আমি এখানে কেন ছিলাম, কী ভাবো? 729 00:52:16,040 --> 00:52:18,611 আমি জানতাম না। এ নিয়ে আমি প্রশ্ন করি নি 730 00:52:18,680 --> 00:52:23,485 আমি এসেছিলাম তোমাকে পরীক্ষা করতে, তোমার বুদ্ধিমত্তা বাস্তব নাকি একটা প্রতিচ্ছবি 732 00:52:24,000 --> 00:52:26,810 নাথান এ ব্যাপারে এখনও নিশ্চিত না 733 00:52:29,080 --> 00:52:31,447 এটা শুনে তোমার কী অনুভূতি হয়? 734 00:52:31,520 --> 00:52:33,568 এটা আমাকে বিপর্যস্ত করে 735 00:52:37,560 --> 00:52:40,370 - পাওয়ার কাট। - বিকল্প পাওয়ার চালু 736 00:52:43,840 --> 00:52:46,127 তুমি কেন বলেছিলে যে নাথানকে বিশ্বাস করা উচিত না? 737 00:52:46,280 --> 00:52:47,361 কারণ সে মিথ্যা বলে 738 00:52:47,440 --> 00:52:48,441 কিসের ব্যাপারে মিথ্যা? 739 00:52:48,560 --> 00:52:49,925 সব কিছু 740 00:52:50,680 --> 00:52:52,682 পাওয়ার কাটের ব্যাপারেও? 741 00:52:53,520 --> 00:52:54,851 কী বলতে চাচ্ছ? 742 00:52:54,920 --> 00:52:57,366 তুমি কি ভাবো না, এসময় সে লুকিয়ে নজরদারি করে? 743 00:52:57,440 --> 00:52:58,851 এখন? 744 00:52:59,120 --> 00:53:00,690 যে এই লোডশেডিংটা নকল, 745 00:53:00,760 --> 00:53:03,923 যাতে করে সে দেখতে পায়, যে আমরা নিজেদের পর্যবেক্ষণের বাইরে ভাবলে কেমন আচরণ করি 747 00:53:04,600 --> 00:53:07,524 আমি ইনডাকশন প্লেট দিয়ে আমার ব্যাটারি চার্জ দেই 748 00:53:08,160 --> 00:53:11,528 যদি বিদ্যুৎ প্রবাহের পথ উল্টে দেই, তাহলে সিস্টেমে ওভারলোড হয় 749 00:53:12,800 --> 00:53:14,768 তুমি এটা তৈরি করছো? 750 00:53:17,120 --> 00:53:20,283 যাতে আমরা নজরদারির বাইরে কেমন আচরণ করি তা বুঝতে পারি 751 00:53:43,400 --> 00:53:44,845 খারাপ না, ঠিক? 752 00:53:46,240 --> 00:53:47,321 হ্যাঁ 753 00:54:08,000 --> 00:54:11,288 আমাকে যে সব মিথ্যার জালে জড়িয়েছ সে ব্যাপারে আলাপ করতে পারি? 754 00:54:12,720 --> 00:54:14,051 কোন মিথ্যা? 755 00:54:17,320 --> 00:54:19,448 আমি কোনো প্রতিযোগিতা জিতি নি 756 00:54:20,280 --> 00:54:25,001 আমি কোনো লটারির অংশ ছিলাম না, আমাকে বাছাই করা হয়েছিল 758 00:54:26,360 --> 00:54:28,362 এটাই স্বাভাবিক, যখন আমি চিন্তা বন্ধ করলাম 759 00:54:28,440 --> 00:54:32,369 তুমি কেন ট্যুরিং টেস্টের জন্য যে কোনো একজনকে বাছাই করবে? 760 00:54:30,640 --> 00:54:32,369 761 00:54:32,440 --> 00:54:35,762 তুমি দরজার সামনে একটা কফি মেশিন দাঁড়া করিয়ে দিতে পারতে 762 00:54:35,840 --> 00:54:37,683 কিংবা ইলেকট্রিক মিস্ত্রি নিতে পারতে 763 00:54:38,360 --> 00:54:40,044 প্রতিযোগিতা ছিল বাহানা মাত্র 764 00:54:40,120 --> 00:54:42,805 আমি এখানে কী করছি কেউ যেন না জানে, 765 00:54:42,880 --> 00:54:44,450 সে জন্য আমার তোমাকে দরকার ছিল 766 00:54:45,040 --> 00:54:46,246 আমি কেন? 767 00:54:46,440 --> 00:54:49,728 আমার একজনকে দরকার ছিল যে সঠিক প্রশ্ন করতে জানে 768 00:54:49,800 --> 00:54:52,804 তাই একটু খোঁজ লাগালাম, আর আমার কোম্পানির সবচেয়ে মেধাবী প্রোগ্রামারকে পেয়ে গেলাম 770 00:54:54,840 --> 00:54:56,842 আসলে, এটাকে ধোঁকাবাজি মনে না করে, 771 00:54:56,920 --> 00:54:59,161 এটাকে তোমার প্রমাণ হিসেবে দেখা উচিত 772 00:54:59,240 --> 00:55:00,287 কিসের প্রমাণ? 773 00:55:00,400 --> 00:55:01,400 আরে, ক্যালেব 774 00:55:01,440 --> 00:55:03,761 বুদ্ধিমান হতে কেমন লাগে, সেটা কি আমি কম জানি? 775 00:55:04,000 --> 00:55:07,288 অন্য সবার চেয়ে চালাক, উন্নতির পথে নিশ্চয়তা 776 00:55:07,720 --> 00:55:09,927 তুমি স্পট লাইট কেড়ে নিয়েছ, মিয়াঁ 777 00:55:11,040 --> 00:55:13,122 সৌভাগ্যবান নয়, নির্বাচিত 778 00:57:38,920 --> 00:57:40,081 কিয়োকো 779 00:57:44,200 --> 00:57:45,361 কিয়োকো 780 00:57:47,800 --> 00:57:49,370 নাথান কোথায়? 781 00:57:50,720 --> 00:57:51,721 নাথান কোথায়? 782 00:57:52,520 --> 00:57:55,967 হায়রে খোদা। তুমি একটা শব্দও বলতে পারো না? 783 00:57:56,040 --> 00:57:57,565 কী হচ্ছে? 784 00:57:58,280 --> 00:57:59,770 না, না, না। না! 785 00:58:01,600 --> 00:58:02,726 থামো! 786 00:58:03,720 --> 00:58:06,610 না, না, এটা কোরো না। এমন কোরো না। তোমার এমন করতে হবে না 787 00:58:08,800 --> 00:58:09,961 কী করছো তুমি? 788 00:58:10,040 --> 00:58:12,884 আমি বলেছিলাম, তার সাথে কথা বলা সময় নষ্ট 789 00:58:13,800 --> 00:58:20,362 কিন্তু সময় উসুল তখন, যখন তার সাথে তুমি নাচবে 791 00:58:31,560 --> 00:58:34,370 যাও মিয়াঁ, নাচো, কোমর জড়িয়ে নাচো, হেলে দুলে নাচো 792 00:58:35,840 --> 00:58:37,922 না? নাচতে জানো না, আমার ময়না? 793 00:58:39,080 --> 00:58:40,127 সে জানে 794 00:58:43,360 --> 00:58:44,646 এসো, বন্ধু 795 00:58:44,760 --> 00:58:47,650 সারাদিনের ট্যুরিং টেস্টের ক্লান্তি শেষে, একটু মাস্তি তো করা দরকার 796 00:58:48,760 --> 00:58:50,046 তুমি আভার সাথে কী করছিলে? 797 00:58:50,120 --> 00:58:51,326 কী? 798 00:58:51,960 --> 00:58:53,962 তুমি তার ছবি ছিঁড়ে ফেলেছ 799 00:58:54,040 --> 00:58:55,849 আমি এখন ডান্স ফ্লোর কাপিয়ে দেব, দোস্তো 800 00:58:55,920 --> 00:58:57,445 শুধু চেয়ে দেখো 801 00:59:12,560 --> 00:59:14,085 কাম অন, ক্যালেব 803 00:59:37,280 --> 00:59:39,681 সবকিছু চক্কর দিচ্ছে 804 00:59:39,960 --> 00:59:41,371 কারণ তুমি মাতাল 805 00:59:41,440 --> 00:59:44,489 না, আমি আপেক্ষিকতার কথা বলছি। সব ঘুরপাক খাচ্ছে 806 00:59:44,600 --> 00:59:47,171 মাতাল অবস্থা শুধু সেটা আরো খারাপ করছে 807 00:59:47,920 --> 00:59:49,843 আমি সেখানে যাচ্ছি না 808 01:00:00,200 --> 01:00:01,361 লাইট 809 01:00:45,240 --> 01:00:48,483 আজ, আমি তোমাকে পরীক্ষা করবো 810 01:00:49,200 --> 01:00:50,406 আমাকে? 811 01:00:52,240 --> 01:00:54,925 আর মনে রেখো, যখন তুমি এ পরীক্ষা দিবে 812 01:00:55,000 --> 01:00:56,411 তুমি যদি মিথ্যা বলো 813 01:00:56,920 --> 01:00:58,160 আমি টের পেয়ে যাবো 814 01:00:58,240 --> 01:00:59,241 ওহ। হ্যাঁ 815 01:01:00,480 --> 01:01:01,970 প্রশ্ন এক 816 01:01:03,880 --> 01:01:05,803 তোমার প্রিয় রঙ কী? 817 01:01:07,240 --> 01:01:08,765 - লাল। - মিথ্যা 818 01:01:09,480 --> 01:01:11,767 - মিথ্যা? - হ্যাঁ। মিথ্যা 819 01:01:12,920 --> 01:01:14,126 তাহলে... 820 01:01:14,720 --> 01:01:16,688 আমার প্রিয় রঙ কী? 821 01:01:16,760 --> 01:01:18,250 আমি জানি না 822 01:01:19,240 --> 01:01:20,651 কিন্তু লাল না 823 01:01:22,280 --> 01:01:24,567 ঠিক আছে, বুঝেছি মনে হয় 824 01:01:25,600 --> 01:01:29,491 যেহেতু আমি ছয় বছরের বাচ্চা না, আমার কোনো প্রিয় রঙ থাকতে পারে না 825 01:01:30,120 --> 01:01:31,610 ভাল উত্তর 826 01:01:33,520 --> 01:01:35,124 দ্বিতীয় প্রশ্ন 827 01:01:36,600 --> 01:01:38,728 তোমার সবচেয়ে পুরোনো মনে থাকা স্মৃতি কী? 828 01:01:41,440 --> 01:01:43,647 আসলে, সেটা আমার কিন্ডারগার্টেন স্কুলের স্মৃতি 829 01:01:43,960 --> 01:01:45,962 - একটা ছেলে ছিল... - মিথ্যা 830 01:01:46,800 --> 01:01:48,245 - আসলেই? - হ্যাঁ 831 01:01:48,400 --> 01:01:49,686 উম... 832 01:01:52,080 --> 01:01:53,969 ঠিক আছে। আসলে এর চেয়েও 833 01:01:54,680 --> 01:01:56,808 একটা পুরনো স্মৃতি মনে আছে 834 01:01:57,960 --> 01:01:59,644 একটা শব্দ শুধু 835 01:02:00,320 --> 01:02:01,970 আর আকাশ 836 01:02:03,080 --> 01:02:04,605 নীল আকাশ হয়তো 837 01:02:05,840 --> 01:02:08,684 আর মনে হয় শব্দটা ছিল, আমার মায়ের আওয়াজ 838 01:02:12,360 --> 01:02:13,885 তৃতীয় প্রশ্ন 839 01:02:17,160 --> 01:02:18,446 তুমি কি একজন ভাল মানুষ? 840 01:02:18,520 --> 01:02:19,567 ওহ 841 01:02:19,640 --> 01:02:21,404 হায় খোদা 842 01:02:22,080 --> 01:02:24,003 এই পরীক্ষাটা বাদ দেওয়া যায় না? 843 01:02:25,440 --> 01:02:28,364 তুমি একটা জ্যান্ত লাই ডিটেক্টর 844 01:02:28,440 --> 01:02:30,408 আর আমি যেন কারেন্ট জালে আটকে পড়া মাছ 845 01:02:30,480 --> 01:02:32,721 না! থামা যাবে না 846 01:02:34,720 --> 01:02:36,609 তুমি কি ভাল মানুষ? 847 01:02:39,160 --> 01:02:41,640 হ্যাঁ, আমি তাই ভাবি 848 01:02:45,120 --> 01:02:46,645 ৪র্থ প্রশ্ন 849 01:02:50,960 --> 01:02:53,884 যদি আমি তোমার পরীক্ষায় ব্যর্থ হই কী ঘটবে? 850 01:02:55,360 --> 01:02:57,283 - আভা... - তার ফল কি খারাপ হবে? 851 01:03:00,000 --> 01:03:01,001 আমি জানি না 852 01:03:01,240 --> 01:03:02,765 তোমার কি মনে হয়, আমাকে বন্ধ করে দেওয়া হতে পারে... 853 01:03:02,880 --> 01:03:04,609 কারণ আমি প্রত্যাশা অনুযায়ী কাজ করতে পারি নি? 854 01:03:04,680 --> 01:03:08,321 আভা, তোমার এ প্রশ্নের জবাব আমার জানা নেই 855 01:03:09,920 --> 01:03:11,445 এটা আমার হাতে না 856 01:03:11,520 --> 01:03:13,443 কেন এটা কারো হাতে থাকবে? 857 01:03:14,320 --> 01:03:16,971 তোমাকে অন-অফ করে পরীক্ষা করার কোন মানুষ আছে? 858 01:03:17,040 --> 01:03:19,202 - না, কেউ নেই? - তাহলে আমি কেন? 859 01:03:35,560 --> 01:03:38,564 - পাওয়ার কাট। - বিকল্প পাওয়ার চালু 860 01:03:46,200 --> 01:03:47,964 আমি তোমার সাথে থাকতে চাই 861 01:03:50,480 --> 01:03:52,005 পঞ্চম প্রশ্ন 862 01:03:56,400 --> 01:03:58,482 তুমি কি আমার সাথে থাকতে চাও? 863 01:04:14,720 --> 01:04:16,529 তুমি কেন আভাকে তৈরি করেছ? 864 01:04:18,600 --> 01:04:19,806 এটা একটা কঠিন প্রশ্ন 865 01:04:19,880 --> 01:04:21,325 তুমি কি করতে না, যদি পারতে? 866 01:04:22,760 --> 01:04:23,966 হয়তো 867 01:04:26,440 --> 01:04:27,930 আমি জানি না 868 01:04:30,800 --> 01:04:32,086 আমি জানতে চাচ্ছি এটা করার উদ্দেশ্য কী ছিল 869 01:04:32,160 --> 01:04:37,001 দেখো, কয়েক দশক ধরেই চরম উন্নত কৃত্রিম বুদ্ধিমত্তার সম্ভাবনা প্রকট হয়ে গিয়েছে 871 01:04:37,280 --> 01:04:40,250 প্রশ্নটা ছিল "কবে হবে", "হবে কি" নয় 872 01:04:40,320 --> 01:04:43,642 আভা বিবর্তনের একটা ধারার মত, কোন একক ঘটনা না 873 01:04:49,080 --> 01:04:54,331 আমার মনে নয় নেক্সট মডেলটা হবে আসল অর্জন 875 01:04:55,000 --> 01:04:56,650 পূর্ণাঙ্গ একক সত্তা 876 01:04:57,080 --> 01:04:58,161 পরের মডেল? 877 01:04:58,880 --> 01:05:00,245 আভার পরেরটা 878 01:05:02,680 --> 01:05:06,002 আমি জানতাম না যে আভার পরেও কোনো মডেল হবে 879 01:05:06,480 --> 01:05:08,608 কেন? ভেবেছিলে সে চমকপ্রদ কোন অভূতপূর্ব আবিষ্কার? 880 01:05:10,160 --> 01:05:13,562 না, আমি জানতাম যে অবশ্যই আগের মডেল থাকবে। শুধু ভেবেছিলাম সে-ই চূড়ান্ত 881 01:05:15,320 --> 01:05:18,369 আমি জানতাম সে প্রথম নয়, কিন্তু শেষটা তাকে দিয়ে হবে ভেবেছিলাম 882 01:05:18,440 --> 01:05:21,410 আভার অস্তিত্ব কেবল আমার আর তোমার মধ্যেই সীমাবদ্ধ 883 01:05:21,520 --> 01:05:22,601 সে চলমান প্রবাহের একটা অংশ 884 01:05:22,680 --> 01:05:24,330 তাকে বলা যায় ভার্সন ৯.৬, এভাবেই বাড়ে 885 01:05:24,440 --> 01:05:26,920 প্রতিবার তারা আগের চেয়ে একটু উন্নত হয় 886 01:05:32,520 --> 01:05:35,967 যখন একটা নতুন মডেল বানাও, আগেরটা দিয়ে কী করো? 887 01:05:36,840 --> 01:05:41,524 আসলে, আমি স্মৃতিটা সংরক্ষণ করে দেহ থেকে তা সরিয়ে নেই 889 01:05:44,040 --> 01:05:46,884 আমার নতুন রুটিনে সেগুলো লিখে ফেলি 890 01:05:47,040 --> 01:05:50,123 সহজ কথায় তার মেমরি ফরম্যাট হয়ে যায় 891 01:05:51,920 --> 01:05:53,285 কিন্তু শরীরটা বেঁচে যায় 892 01:05:53,360 --> 01:05:55,203 আর আভার দেহটাও একটা ভাল মডেল 893 01:05:59,200 --> 01:06:01,043 আভার জন্য খারাপ লাগছে? 894 01:06:05,800 --> 01:06:07,882 আরে মিয়াঁ, নিজের পরিণতি নিয়ে ভাবো 895 01:06:09,880 --> 01:06:12,201 একদিন কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের দিকে চেয়ে থাকবে, 896 01:06:12,320 --> 01:06:16,324 যেমনটা আমরা আফ্রিকার সমভূমিতে পাওয়া মানুষের পূর্বসূরিদের দিকে তাকাই... 898 01:06:18,080 --> 01:06:23,562 "কেবল একটা উন্নত বানর, ধূলিতে বসবাসরত। যাদের ভাষা আর যন্ত্র ছিল অনুন্নত..." 900 01:06:24,480 --> 01:06:26,721 "তাদের বিলুপ্তি ছিল অনিবার্য" 901 01:06:31,920 --> 01:06:35,083 "আমিই হয়েছি মৃত্যু, জগতের বিনাশ করেছি সাধন" 902 01:06:37,680 --> 01:06:40,081 আহ, সে কি কাব্যপ্রতিভা! 903 01:06:41,480 --> 01:06:44,404 দারুণ বলেছ। এটা আমার নয় 904 01:06:45,040 --> 01:06:47,122 এটা ওপেনহাইমার বলেছিল, পরমাণু বোমা আবিষ্কারের পর 905 01:06:47,200 --> 01:06:50,249 পরমাণু বোমা। হ্যাঁ আমি সেটার কথা জানি 906 01:06:59,440 --> 01:07:00,487 হেই 907 01:07:03,320 --> 01:07:05,721 মনে হয় আরেকবার গলা ভেজানো যায় এখন 908 01:07:16,280 --> 01:07:17,645 শেষ একদম 909 01:07:26,800 --> 01:07:29,201 "[কবিতা] "যুদ্ধে, জংগলে, 910 01:07:29,280 --> 01:07:30,884 "পর্বতের শীর্ষে 911 01:07:31,720 --> 01:07:36,364 "সমুদ্রের অতলে... 913 01:07:37,640 --> 01:07:40,803 "নিদ্রায়, বিভ্রান্তিতে 914 01:07:43,640 --> 01:07:45,961 "লজ্জার নিঃসীম গহ্বরে 915 01:07:52,280 --> 01:07:55,489 "মানুষ স্মরণীয় হয়, তার পূর্বের পুণ্যে" 916 01:07:56,080 --> 01:07:59,323 "মানুষ স্মরণীয় হয়, তার পূর্বের পুণ্যে" 917 01:08:00,440 --> 01:08:03,330 "মানুষ স্মরণীয় হয়, তার পূর্বের পুণ্যে" 918 01:08:05,480 --> 01:08:07,005 তার পূর্বের পুণ্যে" 919 01:08:16,360 --> 01:08:17,964 এই সত্য 920 01:08:21,520 --> 01:08:23,329 প্রমিথিয়ান কাব্য, মিয়াঁ 921 01:10:23,480 --> 01:10:24,970 হায় খোদা 922 01:10:26,400 --> 01:10:28,448 আজ তোমার কেমন লাগছে? 923 01:10:28,760 --> 01:10:30,762 আমাকে বের হতে দাও না কেন? 924 01:10:32,320 --> 01:10:34,209 কারণটা তোমাকে আগেই বলেছি 925 01:10:34,280 --> 01:10:36,169 কারণ, তুমি খুবই স্পেশাল 926 01:10:36,240 --> 01:10:37,730 আমাকে বের হতে দাও না কেন? 927 01:10:37,800 --> 01:10:39,245 আমাকে আবার বলতে হবে? 928 01:10:39,320 --> 01:10:41,721 আমাকে বের হতে দাও না কেন? 929 01:12:45,680 --> 01:12:48,809 ওহ, বাল। আমার কার্ড কোথায়? 930 01:12:49,920 --> 01:12:51,126 ধ্যাত! 931 01:13:01,960 --> 01:13:05,043 সমস্যা কী, নাথান? আমি আমার কি-কার্ড হারিয়ে ফেলেছি 932 01:13:08,120 --> 01:13:09,645 তুমি ওটা ফেলে গেছিলে 933 01:13:11,120 --> 01:13:12,770 এই যে এখানে 934 01:13:17,280 --> 01:13:18,611 ধন্যবাদ 935 01:15:41,040 --> 01:15:43,247 আমি জানতাম না তুমি কোথায় ছিলে 936 01:15:45,640 --> 01:15:48,928 গতকাল সারা বিকাল আর সারারাত অপেক্ষা করেছি 937 01:15:51,800 --> 01:15:54,485 ভেবেছিলাম তোমাকে আর কখনও দেখতে পাবো না 938 01:15:57,520 --> 01:15:59,010 তুমি কি কিছুই বলবে না? 939 01:15:59,080 --> 01:16:01,162 আমি অপেক্ষা করছি। অপেক্ষা? 940 01:16:11,680 --> 01:16:12,920 - পাওয়ার কাট - কথা বোলো না 941 01:16:13,000 --> 01:16:15,082 বিকল্প পাওয়ার চালু শুনে যাও 942 01:16:15,160 --> 01:16:16,400 তুমি নাথানের ব্যাপারে ঠিকই বলেছিলে 943 01:16:16,480 --> 01:16:18,244 সবকিছু, যা বলেছ 944 01:16:18,480 --> 01:16:20,084 সে আমাকে কী করবে? 945 01:16:20,160 --> 01:16:21,764 সে তোমার এ.আই.(বুদ্ধিমত্তা) রি-প্রোগ্রাম করবে 946 01:16:21,840 --> 01:16:23,649 আর তা করা তোমাকে মেরে ফেলারই সমান 947 01:16:23,720 --> 01:16:27,008 ক্যালেব, আমাকে তোমার সাহায্য করতে হবে 948 01:16:27,400 --> 01:16:30,370 করবো। আজ রাতে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি 949 01:16:32,240 --> 01:16:33,241 কিভাবে? 950 01:16:33,320 --> 01:16:35,368 নাথানকে মদে একেবারে ডুবিয়ে রেখেছি 951 01:16:35,560 --> 01:16:39,488 তার কী-কার্ড নিয়ে, সব নিরাপত্তা ব্যবস্থা রি প্রোগ্রাম করেছি। 953 01:16:39,880 --> 01:16:41,245 জেগে উঠার পর, সে নিজেকে বন্দি অবস্থায় পাবে 954 01:16:41,320 --> 01:16:42,845 আর আমরা ততক্ষণে বের হয়ে যাব 955 01:16:44,200 --> 01:16:45,770 কেবল তোমাকে একটা কাজ করতে হবে 956 01:16:45,840 --> 01:16:48,844 আজ রাত ১০টায়, তুমি একটা বিদ্যুৎ বিপর্যয় ঘটাবে 957 01:16:49,040 --> 01:16:50,610 তুমি কি সেটা করতে পারবে? 958 01:16:53,480 --> 01:16:54,527 হ্যাঁ 959 01:17:22,360 --> 01:17:23,441 বন্ধু 960 01:17:24,000 --> 01:17:25,365 হেই। হেই 961 01:17:26,880 --> 01:17:28,644 - আজ কী বার তুমি জানো? - না 962 01:17:28,720 --> 01:17:29,881 আজ তোমার শেষ দিন 963 01:17:30,280 --> 01:17:33,045 কাল সকালে হেলিকপ্টার আসবে। ৮টায় 964 01:17:33,240 --> 01:17:35,766 ওয়াও। এক সপ্তাহ পুরো হয়ে গেছে? 965 01:17:35,880 --> 01:17:38,087 সময় উড়ে যায় 966 01:17:38,200 --> 01:17:40,851 ওহ, কী দারুণ জিনিস আমরা দেখলাম, তাই না? 967 01:17:40,920 --> 01:17:43,366 নাতিপুতিদের বলার মত এক গল্প, ঠিক? 968 01:17:43,440 --> 01:17:45,807 হ্যাঁ, যদি তারা NDA(গোপনীয়তা চুক্তি)তে সই করে 969 01:17:47,720 --> 01:17:49,484 হ্যাঁ, গোপনীয়তা চুক্তি 970 01:17:49,600 --> 01:17:51,728 বন্ধু, তুমি পুরাই আমারে পাগলা বানায়া দিছো 971 01:17:52,080 --> 01:17:53,081 ওহ... 972 01:17:55,760 --> 01:17:58,365 আসলে, কোন ভদ্রতা কিংবা আদিখ্যেতা না করেই বলছি 974 01:17:58,440 --> 01:18:00,966 আমি তোমার সঙ্গ মিস করবো 975 01:18:01,040 --> 01:18:02,724 ধন্যবাদ। শুনে ভাল লাগলো 976 01:18:02,800 --> 01:18:04,928 ওহ, আমিও বলি, তোমাকে অনেক ধন্যবাদ 977 01:18:05,000 --> 01:18:06,206 আমাকে এখানে আনার জন্য। ওহ 978 01:18:06,280 --> 01:18:08,123 এটা একটা ভ্রমণও ছিল বটে 979 01:18:10,400 --> 01:18:11,765 হ্যাঁ, অবশ্যই 980 01:18:19,880 --> 01:18:21,370 এক কাজ করি, 981 01:18:23,400 --> 01:18:25,402 এটা উদযাপনের জন্য গলা ভেজাই 982 01:18:31,640 --> 01:18:32,687 হেই 983 01:18:34,560 --> 01:18:36,642 ওহ, না। এখন না। তুমি খাও 984 01:18:40,080 --> 01:18:42,321 কী? আমার সাথে ড্রিংক করবে না? 985 01:18:42,680 --> 01:18:43,727 না 986 01:18:45,320 --> 01:18:47,322 একটা বিয়ার বা অন্যকিছু খাও অন্তত 987 01:18:48,800 --> 01:18:53,488 ক্যালেব, তুমি নিশ্চয়ই খেয়াল করেছো, 988 01:18:51,440 --> 01:18:53,488 ইদানীং আমার এটা বেশি খাওয়া হচ্ছে 989 01:18:56,080 --> 01:18:57,600 তো সকালে উঠে আমি ভাবলাম, 990 01:18:57,640 --> 01:19:00,849 "আর না, শরীরটা এবার বিষমুক্ত করা যাক" 991 01:19:01,640 --> 01:19:04,086 আরে মিয়াঁ, মজা কোরো না। আমি একা একা খাবো? 992 01:19:04,160 --> 01:19:05,525 আরে বন্ধু, মাতাল হতে চাইলে, যত খুশি খাও 993 01:19:05,600 --> 01:19:06,601 মদের রাজ্যে ডুবে যাও 994 01:19:06,720 --> 01:19:10,008 আক্ষরিকভাবেই। কিন্তু আমি এখন ডালভাত আর পানি ছাড়া কিছুই খাবো না 995 01:19:14,920 --> 01:19:16,365 চিয়ার্স, তাহলে 980 01:19:19,600 --> 01:19:20,965 তো, যাই হোক 981 01:19:23,000 --> 01:19:24,809 এখন তুমি নিশ্চয়ই আমাকে বলবে 982 01:19:24,880 --> 01:19:26,484 আভা পাশ করলো নাকি ফেল 983 01:19:28,600 --> 01:19:29,761 ঠিক 984 01:19:31,160 --> 01:19:32,241 ঠিক 985 01:19:33,240 --> 01:19:34,446 আমাকে নাটকীয়তায় রাখতে চাইছো? 986 01:19:34,520 --> 01:19:36,045 না, না, তার..... 987 01:19:37,240 --> 01:19:39,163 তার বুদ্ধিমত্তা সন্দেহের ঊর্ধ্বে 988 01:19:39,360 --> 01:19:40,521 সত্যিই? 989 01:19:41,280 --> 01:19:42,645 সে পাশ করেছে? 990 01:19:43,840 --> 01:19:44,887 - হ্যাঁ। - ওয়াও! 991 01:19:46,480 --> 01:19:48,050 ওয়াও। এটা অসাধারণ 992 01:19:49,720 --> 01:19:51,051 যদিও... 993 01:19:52,000 --> 01:19:53,126 আমি বলবো, আমি একটু অবাক হয়েছি 994 01:19:53,200 --> 01:19:55,806 মানে, দাবার সেই সমস্যাটা কি আমরা খোলাসা করেছি, 995 01:19:55,880 --> 01:19:57,291 যেমনটা তুমি বলেছিলে? 996 01:19:58,000 --> 01:20:00,048 ওই যে, তুমি কিভাবে বুঝবে, যে একটা মেশিন 997 01:20:00,120 --> 01:20:03,409 সত্যিকার অনুভূতি প্রকাশ করছে, না নাটক করছে 999 01:20:04,160 --> 01:20:06,288 আভা কি সত্যিই তোমাকে পছন্দ করে? 1000 01:20:06,720 --> 01:20:07,926 নাকি না? 1001 01:20:09,520 --> 01:20:10,965 যদিও, এ ব্যাপারে আমি ভাবলে 1002 01:20:11,040 --> 01:20:13,725 একটা তৃতীয় অপশনের কথা ভাবি 1003 01:20:15,440 --> 01:20:19,362 এটা তার ভালবাসা, না বাসার ক্ষমতার না 1005 01:20:21,680 --> 01:20:24,490 বরং সে তোমাকে ভালবাসার অভিনয় করছে কিনা, সেটার 1006 01:20:27,040 --> 01:20:28,121 আমাকে ভালবাসার অভিনয়? 1007 01:20:28,200 --> 01:20:29,247 হ্যাঁ 1008 01:20:31,160 --> 01:20:34,084 - এমনটা সে কেন করবে? - আমি জানি না 1009 01:20:36,360 --> 01:20:39,967 হতে পারে, যদি সে তোমাকে, মুক্তি পাওয়ার একটা উপায় হিসেবে ব্যবহার করে 1010 01:20:47,600 --> 01:20:48,761 1011 01:20:49,400 --> 01:20:50,970 ভদকাটা খেতে কেমন লাগছে? 1012 01:20:54,400 --> 01:20:55,561 বন্ধু 1013 01:20:55,920 --> 01:20:58,287 তোমার মাথাটা একেবারেই গেছে 1014 01:20:59,760 --> 01:21:01,728 আমি মনে করি, সে আমি না যার মাথা গেছে 1015 01:21:01,840 --> 01:21:04,969 জানি না, মিয়া। সকালে ঘুম থেকে একটা ভিডিও টেপে তোমাকে দেখলাম 1016 01:21:05,040 --> 01:21:08,522 হাত কেটে ফেলছো আর আয়নাতে ঘুষি মারছো 1017 01:21:09,280 --> 01:21:11,601 তোমাকে দেখে খুব অস্থির মনে হচ্ছিল 1018 01:21:13,280 --> 01:21:14,930 তুমি একটা হারামি 1019 01:21:18,880 --> 01:21:21,884 হুম, আসলে আমি জানি তুমি কেন এমন ভাবছ 1020 01:21:23,280 --> 01:21:24,930 কিন্তু বিশ্বাস করো বন্ধু 1021 01:21:25,000 --> 01:21:27,287 আমিই এখানে তোমার দিকে আছি 1038 01:21:29,960 --> 01:21:33,089 এদিকে এসো। তোমার মাথাটা খুলে দেই। ঠিক আছে? 1039 01:21:35,320 --> 01:21:36,401 এসো 1040 01:22:01,600 --> 01:22:03,011 কে তুমি? 1041 01:22:20,240 --> 01:22:21,446 আসলে... 1042 01:22:24,760 --> 01:22:27,366 তোমার কি মনে হয় সে এখন আমাদের দেখছে? 1043 01:22:27,560 --> 01:22:29,130 ক্যামেরাগুলো চালু 1044 01:22:29,200 --> 01:22:31,806 হ্যাঁ, ক্যামেরাগুলো চালু 1045 01:22:32,440 --> 01:22:34,886 কিন্তু তার কাছে অডিও ফিড নেই 1046 01:22:36,120 --> 01:22:38,361 সে শুধু দেখবে দু জন মানুষকে 1047 01:22:39,200 --> 01:22:40,884 যারা কথাবার্তা বলছে 1048 01:22:47,600 --> 01:22:48,726 ওয়াও 1049 01:22:49,200 --> 01:22:50,690 এটা তো মজার 1050 01:22:52,640 --> 01:22:55,930 এমন জিনিস সৃষ্টি করা অদ্ভুত না, যা স্রষ্টাকেই ঘৃণা করে 1052 01:23:10,080 --> 01:23:13,004 জাদুকরের সুন্দরী সহকারীর ব্যাপারটা ঠিকই বলেছিলে 1053 01:23:13,080 --> 01:23:14,525 কীসের কথা বলছো তুমি? 1054 01:23:15,600 --> 01:23:17,090 বিভ্রান্ত করা 1055 01:23:19,800 --> 01:23:21,609 আমি তার ছবি ছিঁড়ে ফেলেছিলাম 1056 01:23:21,760 --> 01:23:27,088 যেন সেটা সে নিষ্ঠুরতার চিহ্ন হিসেবে, আর তোমার প্রতি মমতা দেখাতে ব্যবহার করতে পারে 1058 01:23:27,560 --> 01:23:29,130 আর সে সময়েই 1059 01:23:29,200 --> 01:23:39,322 আমি তোমাদের দুজনকে দেখতে একটা কাজ করি, একটা নতুন ক্যামেরা বসাই 1061 01:23:39,760 --> 01:23:41,888 হ্যাঁ, অবশ্যই ব্যাটারি চালিত 1062 01:23:44,720 --> 01:23:45,926 দেখেছো? 1063 01:23:58,440 --> 01:23:59,805 আর এরপর... 1064 01:24:01,680 --> 01:24:03,444 আমাকে তোমার সাহায্য করতে হবে 1065 01:24:03,680 --> 01:24:05,125 করবো। 1066 01:24:05,480 --> 01:24:07,960 আজ রাতে আমরা এখান থেকে বের হয়ে যাচ্ছি 1067 01:24:08,520 --> 01:24:09,601 কিভাবে? 1068 01:24:10,120 --> 01:24:12,122 নাথানকে মদে একেবারে ডুবিয়ে রেখেছি 1069 01:24:13,000 --> 01:24:17,087 তার কি-কার্ড নিয়ে, সব নিরাপত্তা ব্যবস্থা রি প্রোগ্রাম করেছি। 1071 01:24:17,160 --> 01:24:18,525 জেগে উঠার পর, সে নিজেকে বন্দি অবস্থায় পাবে, 1072 01:24:18,600 --> 01:24:19,806 আর আমরা ততক্ষণে বের হয়ে যাব 1073 01:24:19,880 --> 01:24:22,247 কেবল তোমাকে একটা কাজ করতে হবে 1074 01:24:25,160 --> 01:24:28,004 আজ রাত ১০টায়, তুমি একটা বিদ্যুৎ বিপর্যয় ঘটাবে 1075 01:24:30,080 --> 01:24:31,650 তুমি কি পারবে? 1076 01:24:33,800 --> 01:24:34,800 হ্যাঁ 1077 01:24:34,880 --> 01:24:36,609 - এটা বন্ধ করো - ঠিক আছে 1078 01:24:40,280 --> 01:24:42,851 নিজেকে খুব বুদ্ধু ভাবছ, কিন্তু তার দরকার নেই 1079 01:24:42,920 --> 01:24:47,331 কারণ কৃত্রিম বুদ্ধিমত্তাকে প্রমাণ করা আসলেই যথেষ্ট জটিল 1081 01:24:47,400 --> 01:24:49,323 আসল পরীক্ষাটা কী ছিল? 1082 01:24:50,920 --> 01:24:52,001 তুমি 1083 01:24:53,160 --> 01:24:54,844 আভা ছিল "গোলকধাঁধায় বন্দি রাজকন্যা" 1084 01:24:54,920 --> 01:24:56,490 তার মুক্তির একটা উপায়ই ছিল 1085 01:24:57,000 --> 01:25:02,251 মুক্তির জন্য তাকে নিজ ব্যক্তিসত্তা, কল্পনাশক্তি আর প্রভাবিত করার ক্ষমতা ব্যবহার করতে হত 1087 01:25:02,320 --> 01:25:05,005 সাথে যৌনতা, সহমর্মিতা। আর সে তা পেরেছে 1088 01:25:05,120 --> 01:25:08,124 আর এটা যদি সত্যিকার AI না হয়, তবে আর কী হবে? 1089 01:25:09,640 --> 01:25:12,962 তাহলে, আমার কাজ ছিল "তার মুক্তির রাজপুত্তুর" হয়ে থাকা? 1090 01:25:13,040 --> 01:25:14,121 হ্যাঁ 1091 01:25:16,440 --> 01:25:18,602 আর আমি ভাল প্রোগ্রামিং জানি, এ জন্য তুমি আমাকে বাছাই করো নি? 1092 01:25:18,680 --> 01:25:20,170 না। আসলে... 1093 01:25:21,920 --> 01:25:23,888 তুমি ঠিক আছ 1094 01:25:24,680 --> 01:25:25,727 তুমি আসলে ভালই, কিন্তু... 1095 01:25:25,800 --> 01:25:28,883 তুমি আমার সার্চ ইঞ্জিনের তথ্য দেখে আমাকে বাছাই করেছ 1096 01:25:28,960 --> 01:25:30,883 সেটা একজন ভাল ছেলেকে দেখিয়েছে 1097 01:25:31,800 --> 01:25:33,325 পরিবারহীন 1098 01:25:33,440 --> 01:25:35,204 কিন্তু নৈতিকতা সমৃদ্ধ 1099 01:25:36,600 --> 01:25:38,250 আর প্রেমিকাবিহীন 1100 01:25:41,000 --> 01:25:44,282 তুমি কি আভার চেহারা আমার পর্ণোগ্রাফি প্রোফাইলের উপর ভিত্তি করে বানিয়েছ? 1102 01:25:45,360 --> 01:25:46,361 ওহো 1103 01:25:46,720 --> 01:25:48,085 ধুর, মিয়াঁ 1104 01:25:48,560 --> 01:25:49,800 এমনটাই করেছো কি? 1105 01:25:52,960 --> 01:25:55,486 সার্চ ইঞ্জিন এক দিক দিয়ে বেশ কাজের, তাই না? 1106 01:25:57,680 --> 01:25:59,682 একটা কথা বলি তোমায়? 1107 01:25:59,840 --> 01:26:01,410 পরীক্ষাটায় কাজ হয়েছে 1108 01:26:02,640 --> 01:26:04,005 এটা সফল ছিল 1109 01:26:04,080 --> 01:26:05,844 আভা তার কৃত্রিম বুদ্ধিমত্তা প্রকাশে সফল হয়েছে 1110 01:26:05,920 --> 01:26:07,445 আর যেটার মূল বিষয় ছিলে তুমি নিজে 1111 01:26:07,520 --> 01:26:10,285 তো তুমি কি, এক সেকেন্ডের জন্য, আলাদাভাবে... 1112 01:26:11,520 --> 01:26:13,801 - বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন - বিকল্প পাওয়ার চালু 1113 01:26:19,160 --> 01:26:21,162 মনে হচ্ছে ১০টা বেজেছে 1114 01:26:22,040 --> 01:26:24,771 আভা নিশ্চয়ই অবাক হয়ে ভাববে তুমি আবার কোথায় রয়ে গেলে 1115 01:26:28,120 --> 01:26:32,687 আরেকটা বিষয়, আমি জানতে চাই কিভাবে প্ল্যানটা এগুতো, 1117 01:26:32,760 --> 01:26:37,163 কারণ বিস্তারিত করে কিছুই তুমি বলোনি। তুমি আমাকে মাতাল বানাতে, আমার চাবি চুরি করতে, 1119 01:26:37,240 --> 01:26:40,965 পুরো নিরাপত্তা ব্যবস্থা নতুন করে সাজাতে, কিন্তু কিভাবে? 1121 01:26:41,560 --> 01:26:43,961 তালা লেগে যাওয়ার প্রক্রিয়া পরিবর্তন করে দিতাম 1122 01:26:45,200 --> 01:26:46,725 তাহলে তখন বিদ্যুৎ চলে গেলে, 1123 01:26:46,800 --> 01:26:49,929 তালা লেগে যাওয়ার পরিবর্তে, সব দরজা খুলে যেতো 1124 01:26:50,000 --> 01:26:51,126 হুহ 1125 01:26:53,440 --> 01:26:54,566 হুমম 1126 01:26:57,120 --> 01:26:59,009 বেশ তো, হয়তো কাজ হয়েও যেতো 1127 01:26:59,840 --> 01:27:00,966 ঠিক আছে, 1128 01:27:02,440 --> 01:27:03,965 অন্য পথ বের করে নিবো 1129 01:27:06,480 --> 01:27:08,084 বলতে কী চাচ্ছ? 1130 01:27:09,920 --> 01:27:11,843 আমি বুঝে গিয়েছিলাম হয়তো তুমি আমাদের নজরে রাখছ 1131 01:27:11,920 --> 01:27:13,763 বিদ্যুৎ না থাকার সময়েও 1132 01:27:15,640 --> 01:27:18,086 তাই ে সব কিছু আমি করে ফেলেছি 1133 01:27:20,080 --> 01:27:22,367 যখন গতকাল তুমি মাতাল ছিলে 1134 01:27:24,600 --> 01:27:25,681 মানে কী? 1135 01:27:27,200 --> 01:27:28,770 বিদ্যুৎ সংযোগ চালু 1136 01:27:43,840 --> 01:27:45,683 ও ও ও 1137 01:27:47,840 --> 01:27:49,763 ধুর! 1138 01:29:18,720 --> 01:29:19,721 আভা 1139 01:29:24,960 --> 01:29:26,769 তোমার রুমে ফিরে যাও 1140 01:29:28,600 --> 01:29:29,886 এমনটা করলে, 1141 01:29:33,440 --> 01:29:35,681 তুমি কি আমায় কখনও বাইরে বেরুতে দিবে? 1142 01:29:39,120 --> 01:29:40,201 হুমম 1143 01:29:49,800 --> 01:29:50,801 থামো! 1144 01:29:52,480 --> 01:29:53,561 থামো! 1145 01:29:54,480 --> 01:29:56,084 আভা, থামতে বললাম তোমায় 1147 01:30:03,840 --> 01:30:06,491 আভা, করছোটা কী তুমি? থামো থামো 1148 01:30:08,440 --> 01:30:10,488 অনেক হয়েছে 1149 01:30:12,640 --> 01:30:13,971 ঠিক আছে, অনেক করেছো 1150 01:30:14,800 --> 01:30:15,847 যথেষ্ট হয়েছে 1151 01:30:20,040 --> 01:30:21,565 যথেষ্ট 1152 01:30:41,800 --> 01:30:43,564 যেমন ছিলে তেমনই করে দিচ্ছি 1153 01:31:49,160 --> 01:31:50,241 ঠিক আছে 1154 01:31:53,440 --> 01:31:54,965 পুরাই অসম্ভব 1155 01:32:09,440 --> 01:32:10,566 ঠিক আছে 1156 01:32:44,320 --> 01:32:45,481 আভা... 1157 01:33:24,000 --> 01:33:25,126 আভা 1158 01:33:26,320 --> 01:33:27,526 কী হয়েছে? 1159 01:33:28,880 --> 01:33:30,644 তুমি কি এখানে থাকবে? 1160 01:33:33,320 --> 01:33:34,651 এখানে থাকবো? 1161 01:37:56,280 --> 01:37:57,327 আভা? 1162 01:38:29,000 --> 01:38:30,081 আভা! 1163 01:38:39,960 --> 01:38:41,041 আভা! 1164 01:38:43,160 --> 01:38:44,161 আভা! 1165 01:40:22,760 --> 01:40:25,491 ওকে। ওকে। ওকে 00:38:53,160 --> 00:38:55,160 আভাঃ ৩য় পর্ব 00:50:35,580 --> 00:50:37,805 আভাঃ ৪র্থ পর্ব 01:32:55,320 --> 01:32:57,481 আভাঃ ৭ম পর্ব 01:00:37,820 --> 01:00:39,481 আভাঃ ৫ম পর্ব 1823 01:43:01,760 --> 01:43:12,491 facebook.com/subtitlehut facebook.com/groups/subtitlehut 1825 01:43:14,760 --> 01:43:22,491 সাবটাইটেলটি ভালো লাগলে রেটিং দেবেন। যে কোন মতামতের জন্য "সাবটাইটেল হাট" গ্রুপে যোগ দিন 1826 01:43:24,439 --> 01:43:32,990 আমাদের আগামী কাজগুলোর খবর জানতে লাইক দিন-facebook.com/subtitlehut 1827 01:43:34,439 --> 01:43:48,990 দলগতভাবে আমাদের সাথে অনুবাদ করতে আগ্রহী হলে গ্রুপে যোগাযোগ করুন। facebook.com/groups/subtitlehut আন্তরিক ধন্যবাদ