1
00:01:03,980 --> 00:02:30,990
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:00:01,180 --> 00:00:02,560
৮৫০ বর্ষ
2
00:00:03,520 --> 00:00:07,940
একটা হাইব্রিড টাইটান হঠাত উদয় হয়ে
আবারও দেয়ালে ফাটলের সৃষ্টি করে।
3
00:00:08,420 --> 00:00:11,780
ফলশ্রুতিতে, টাইটানেরা আবারও
ভেতরে ঢুকতে থাকে।
4
00:00:13,030 --> 00:00:16,470
টাইটানদের মুহূর্মুহ আক্রমণে
সৈন্যরা কোণঠাসা হয়ে পড়ে।
5
00:00:17,370 --> 00:00:18,530
তারপর...
6
00:00:18,870 --> 00:00:20,950
এরেন! তাড়াতাড়ি করো!
7
00:00:28,590 --> 00:00:30,990
এরেনও টাইটানদের শিকার হয়।
8
00:00:32,640 --> 00:00:34,630
মিকাসা দেখছি বিদ্যুতের মতো আগাচ্ছে!
9
00:00:35,090 --> 00:00:37,090
এত দ্রুত যাচ্ছে কীভাবে?
10
00:00:37,430 --> 00:00:40,220
ও ওর স্বাভাবিক মুডে নেই বুঝতে পারছি!
11
00:00:40,510 --> 00:00:42,430
আমাকে জিততেই হবে, যা কিছুই হোক।
12
00:00:42,430 --> 00:00:44,180
আমি বাঁচব, তোমার জন্য!
13
00:00:45,400 --> 00:00:51,860
যখন মিকাসা নিশ্চিত মৃত্যুর দিকে আগাচ্ছিল,
এক রহস্যময় টাইটানের আবির্ভাব
হয় যে অন্য টাইটানদের মারছিল।
16
00:02:38,010 --> 00:02:40,550
ওকে, স্টার্টার ডিভাইস এখনও কাজ করছে।
17
00:02:40,550 --> 00:02:42,220
সব গুলো তরবারি দিয়ে দিচ্ছি
18
00:02:42,550 --> 00:02:45,570
শুধু একটা রাখলাম।
19
00:02:46,990 --> 00:02:51,020
আমি জীবিত অবস্থায় কোন
টাইটানের পেটে যেতে চাই না।
20
00:02:57,320 --> 00:02:58,990
ন-না..
21
00:03:00,280 --> 00:03:01,050
আরমিন...
22
00:03:03,950 --> 00:03:05,950
তোমাকে একা রেখে যাবো না।
23
00:03:09,880 --> 00:03:15,340
কিন্তু, টাইটান অধ্যুষিত এলাকায়
কাউকে বয়ে নিয়ে যাওয়াটা...
26
00:03:15,340 --> 00:03:16,000
আরে ধুর, চলো!
27
00:03:18,560 --> 00:03:19,670
না!
28
00:03:20,160 --> 00:03:21,480
থামো তোমরা!
29
00:03:22,180 --> 00:03:27,270
না থামলে, আমার কারণে এরেনের
মতো তোমরাও মারা পড়বে!
31
00:03:38,860 --> 00:03:39,610
দাঁড়াও!
32
00:03:40,090 --> 00:03:41,070
আমার কথা শোনো... .
33
00:03:41,070 --> 00:03:42,360
একটা বুদ্ধি পেয়েছি!
34
00:03:42,740 --> 00:03:43,860
বুদ্ধি?
35
00:03:45,680 --> 00:03:47,490
তোমাদের দুজনকে সে
অনুযায়ী কাজ করতে হবে।
36
00:03:47,490 --> 00:03:49,790
তাই সিদ্ধান্ত তোমাদের! ...
37
00:03:50,750 --> 00:03:52,000
জানি, একটু বোকামো বুদ্ধি!
38
00:03:52,960 --> 00:03:54,830
আমরা কি ওই টাইটানটাকে
ব্যবহার করতে পারি?
39
00:03:55,170 --> 00:03:56,630
অই টাইটানটা?
40
00:03:56,630 --> 00:03:58,340
এটা অন্য টাইটানদের মারছে..
41
00:03:58,630 --> 00:04:00,760
আমাদের প্রতি কোন আগ্রহ নেই এটার।
42
00:04:00,760 --> 00:04:04,970
এটাকে সাপ্লাই এরিয়ায় কোনভাবে
নিয়ে আসা যায়?
43
00:04:05,640 --> 00:04:09,850
যদি অন্য টাইটানদের এটা আক্রমণ করে,
আমরা সবাই বেঁচে যাবো তাহলে!
44
00:04:10,810 --> 00:04:12,480
নিয়ে যাবো এটাকে?
45
00:04:12,480 --> 00:04:14,600
কীভাবে সম্ভব সেটা?
46
00:04:14,810 --> 00:04:17,770
এটা সামনে যেটাকেই পায় সেটাকেই মারছে।
47
00:04:17,770 --> 00:04:21,360
তোমরা এর আশেপাশে থাকা টাইটানদের মারবে।
48
00:04:21,860 --> 00:04:25,280
তাহলে, এটা আরও শিকার
খুঁজবে মারার জন্য।
49
00:04:25,740 --> 00:04:28,030
তারপর, শিকারের জন্য হেড
কোয়ার্টারের দিকে অগ্রসর হবে।
50
00:04:28,750 --> 00:04:31,250
ওই পাগলা টাইটান যদি ওখানে গিয়ে লুকিয়ে
থাকা সৈন্যদের ওপর হামলা করে?
51
00:04:31,580 --> 00:04:36,460
যদি প্ল্যানটা কাজ করে, হেডকোয়ার্টারের
আশেপাশে থাকা সব টাইটানরা মরবে।
52
00:04:38,380 --> 00:04:39,920
একটু চেষ্টা করাই যায়।
54
00:04:40,500 --> 00:04:41,590
সিরিয়াসলি?
55
00:04:42,080 --> 00:04:45,760
মরণের জন্য অপেক্ষা করার চেয়ে
অন্তত কিছু চেষ্টা করা ভাল।
56
00:04:46,510 --> 00:04:48,010
আরমিনের প্ল্যানটা কাজে লাগানো যাক।
57
00:04:49,250 --> 00:04:51,730
তাহলে, আমরা টিমে একটা
টাইটানকে অন্তর্ভুক্ত করছি?
58
00:04:52,270 --> 00:04:54,310
হুম।
59
00:04:57,370 --> 00:04:59,400
প্ল্যান কাজ না করলে সবাই হাসবে, ভায়া!
60
00:05:00,970 --> 00:05:03,900
হুম, কিন্তু যদি কাজ করে
সবার প্রাণই বাঁচবে!
61
00:05:04,450 --> 00:05:05,490
ইচ্ছা থাকলে উপায় হয়!
62
00:05:08,140 --> 00:05:10,410
মরার অনেক ইচ্ছা! খুব ভাল!
63
00:05:16,130 --> 00:05:18,000
আমার কোন অধিকার আছে?
64
00:05:19,930 --> 00:05:23,260
এরকম দায়িত্বপূর্ন একটা পদে থাকার?
65
00:05:29,390 --> 00:05:30,180
না।
66
00:05:31,010 --> 00:05:32,060
না!
67
00:05:32,810 --> 00:05:33,760
এটাই তো আসল সময়!
68
00:05:34,680 --> 00:05:37,100
সব টাইটানের মনোযোগ
এখন ওখানে নিবদ্ধ।
69
00:05:37,100 --> 00:05:38,580
এটাই আমাদের সুযোগ!
70
00:05:41,360 --> 00:05:42,110
এখুনি!
71
00:05:43,730 --> 00:05:45,510
হেড কোয়ার্টারের দিকে চলো সবাই!
72
00:05:57,000 --> 00:05:58,000
এটাই আমাদের একমাত্র সুযোগ!
73
00:05:58,370 --> 00:06:00,500
গ্যাস শেষ হয়ে গেলে খেলও খতম।
74
00:06:01,880 --> 00:06:03,420
সবাই ফুল স্পিডে আগাও!
75
00:06:50,860 --> 00:06:51,640
জন!
76
00:06:52,440 --> 00:06:53,430
ধন্যবাদ তোমাকে।
77
00:06:53,430 --> 00:06:55,140
ধন্যবাদ, নিরাপদেই যাচ্ছি আমরা!
79
00:06:56,560 --> 00:06:57,890
ধন্যবাদ তোমাকে।
80
00:06:57,890 --> 00:07:01,310
তুমি নেতৃত্ব দেওয়ার জন্য সঠিক ব্যাক্তি!
81
00:07:02,600 --> 00:07:04,610
পরে প্রশংসা করো!
82
00:07:14,370 --> 00:07:15,160
ধ্যাত!
83
00:07:33,860 --> 00:07:36,260
কতজন আসতে পেরেছে?
84
00:07:38,850 --> 00:07:40,480
আমার সঙ্গীদের মৃত্যুর ফায়দা লুটেছি!
85
00:07:41,060 --> 00:07:44,250
আমার নির্দেশে অনেকের জীবন ঝরে গেছে!
86
00:07:54,870 --> 00:07:58,330
তোমরা সাপ্লাই টিমের সৈন্যরা না?
87
00:07:58,760 --> 00:07:59,660
হ্যাঁ।
88
00:08:03,370 --> 00:08:04,460
জন, থামো!
89
00:08:04,460 --> 00:08:07,750
তোর মতো কাপুরুষদের বেঁচে
থাকার কোন অধিকার নেই!
90
00:08:07,750 --> 00:08:10,460
অনেকগুলো তাজা প্রাণ ঝড়ে
গেছে তোদের জন্য!
91
00:08:10,800 --> 00:08:13,430
টাইটানেরা সাপ্লাই এরিয়া ঘিরে ফেলেছিল!
92
00:08:13,430 --> 00:08:15,090
আমরা সেজন্য কিছুই করতে পারিনি!
93
00:08:15,090 --> 00:08:18,100
বিপদে উপায় খুঁজে বের
করা সৈন্যদের কাজ!
94
00:08:21,270 --> 00:08:22,050
নিচু হও!
95
00:08:28,520 --> 00:08:29,570
সেরেছে!
96
00:08:30,260 --> 00:08:32,000
এক জায়গায় অনেক বেশি মানুষ!
97
00:08:33,200 --> 00:08:34,660
দ্রুত ভেতরে ঢুকো সবাই!
98
00:08:34,660 --> 00:08:36,460
জায়গা আঁটবে না!
99
00:08:36,630 --> 00:08:38,220
মিকাসা কোথায়?
100
00:08:38,220 --> 00:08:40,580
নিশ্চয়ই কোন টাইটান খেয়ে ফেলেছে ওকে!
101
00:08:42,000 --> 00:08:43,120
এটাই স্বাভাবিক।
102
00:08:43,790 --> 00:08:45,860
এটাই বাস্তবতা।
103
00:08:47,100 --> 00:08:50,760
আমার স্বপ্নটা কি খুব বেশি
অসম্ভব প্রকৃতির ছিল?
104
00:08:51,880 --> 00:08:55,500
আমার বোঝা উচিৎ ছিল,
এটাই আসল বাস্তবতা।
106
00:08:57,010 --> 00:09:05,570
বোঝা উচিৎ ছিল, এত বড় দানবদের
হারাবার সামর্থ্য আমাদের নেই।
108
00:09:15,320 --> 00:09:16,110
কি?
109
00:09:28,890 --> 00:09:30,790
এটা কি হলো!?
110
00:09:35,090 --> 00:09:35,970
মিকাসা?
111
00:09:36,210 --> 00:09:41,760
ভাগ্যটা অনেক ভালো, ভায়া! ঢুকলাম
ভেতরে, আর গ্যাসও শেষ হলো মাত্র!
113
00:09:42,830 --> 00:09:45,520
তু-তুমি জীবিত আছো!
114
00:09:46,020 --> 00:09:47,690
তুমি পেরেছ, আরমিন!
116
00:09:47,690 --> 00:09:49,930
তোমার প্ল্যান কাজ করেছে!
117
00:09:50,370 --> 00:09:50,900
সবাই শোনো!
118
00:09:51,340 --> 00:09:54,150
ওই অদ্ভুত টাইটানটা অন্য
টাইটানদের হত্যা করছে!
119
00:09:54,650 --> 00:09:57,240
মানুষের প্রতি এটার আগ্রহ নেই!
120
00:09:58,070 --> 00:10:02,040
এটাকে ব্যবহার করতে পারলে,
সবাই বাঁচব আমরা!
121
00:10:02,870 --> 00:10:04,660
টাইটানটাকে ব্যবহার করব?
122
00:10:05,040 --> 00:10:07,040
একটা টাইটান আমাদের সাহায্য করবে?
123
00:10:07,670 --> 00:10:09,420
মনে হচ্ছে স্বপ্নের মতো!
124
00:10:09,420 --> 00:10:10,290
এটা কোন স্বপ্ন নয়!
125
00:10:11,380 --> 00:10:16,990
এটা অদ্ভুত হোক আর যাই হোক, ভেতরে
থেকেই লড়াই চালিয়ে যেতে হবে আমাদের!
127
00:10:22,220 --> 00:10:28,250
টিকে থাকার জন্য এখন
এটাই করতে হবে!
133
00:10:49,720 --> 00:10:51,250
চিন্তা করো না!
134
00:10:51,920 --> 00:10:54,510
সাধারণ টাইটানদের চেয়ে
এটা অনেক শক্তিশালী।
135
00:10:58,760 --> 00:11:03,520
যতক্ষণ বাইরে ওটা তুলকালাম চালাতে থাকবে,
এই দালান ধ্বংস হওয়ার কোন সুযোগ নেই।
137
00:11:06,070 --> 00:11:09,650
টাইটানদের সম্পর্কে কতটুকু জানো তুমি?
138
00:11:11,280 --> 00:11:13,350
আগে বেঁচে ফিরি, তারপর সব জানা যাবে।
139
00:11:14,440 --> 00:11:15,310
ঠিক বলেছ।
140
00:11:15,730 --> 00:11:17,340
আগে এখান থেকে বের হতে হবে।
141
00:11:17,840 --> 00:11:18,740
পেয়ে গেছি!
142
00:11:19,570 --> 00:11:21,610
মিলিটারি পুলিশের জিনিস এগুলো!
143
00:11:22,240 --> 00:11:24,030
ধূলোয় আচ্ছাদিত ছিল।
144
00:11:26,200 --> 00:11:28,600
এই অস্ত্র কি কার্যকরী?
145
00:11:29,540 --> 00:11:31,170
এই রাইফেলগুলো দিয়ে...
146
00:11:32,330 --> 00:11:35,380
একটা টাইটানেরও পশম ছেড়া যাবে?
147
00:11:38,010 --> 00:11:40,050
নাই মামার চেয়ে কানা
মামা অনেক ভালো।
148
00:11:40,830 --> 00:11:45,000
সাপ্লাই রুমে ৩/৪ মি. লম্বা যদি
অন্তত ৭ টা টাইটানও থাকে...
149
00:11:45,000 --> 00:11:49,510
প্ল্যানমত কাজ করলে সবগুলোকেই
মারতে পারবো আমরা।
150
00:11:50,350 --> 00:11:54,690
প্রথমে, কেন্দ্রীয় লিফটে কয়েকজনকে
নিয়ে হালকা নিচে নামতে হবে।
152
00:11:55,060 --> 00:12:00,570
তারা টাইটানদের মুখে ফায়ার করে
কিছুসময়ের জন্য অন্ধ করে দেবে!
153
00:12:01,450 --> 00:12:05,090
তারপরের ধাপটা হচ্ছে সবচেয়ে কঠিন!
155
00:12:06,410 --> 00:12:11,670
আমরা ৭ জন গোপন জায়গা থেকে
টাইটানদের অতর্কিত আক্রমণ করবো।
157
00:12:12,670 --> 00:12:21,110
অন্যভাবে বললে, এই প্ল্যানে আমাদের সবার
জীবন একটা মাত্র কোপের ওপর নির্ভর করছে!
159
00:12:22,570 --> 00:12:26,920
সাতজনকে অবশ্যই একই সময়ে এক
কোপে টাইটানদের হত্যা করতে হবে।
160
00:12:28,760 --> 00:12:40,070
সবার জীবন নির্ভর করছে আমাদের ৭ জনের ওপর,
তবে বলে রাখি সবার জীবনই ঝুঁকিতে থাকবে।
162
00:12:40,310 --> 00:12:41,830
প্ল্যানটা ভালোই।
163
00:12:41,830 --> 00:12:46,070
ভাল আবার খারাপও।
কোপ মিস হলে মরা নিশ্চিত।
165
00:12:46,270 --> 00:12:52,380
ঝুঁকির পরিমাণটা আমিও জানি, কিন্তু এর
চেয়ে ভালো প্ল্যান কারো কাছে আছে?
167
00:12:53,070 --> 00:12:54,710
এটাই একমাত্র কার্যকরী প্ল্যান।
168
00:12:54,710 --> 00:12:58,330
আমাদের হাতে আর সময়ও নেই,
এই প্ল্যানেই যা করার করতে হবে।
170
00:12:58,970 --> 00:13:00,710
আমাদের শুধু পূর্ন চেষ্টাটা করতে হবে!
171
00:13:01,020 --> 00:13:04,010
সবকিছু প্ল্যানমতোই হবে,
নিজের ওপর বিশ্বাস রেখো।
173
00:13:04,800 --> 00:13:07,220
তোমার প্রয়োজনের সময় সঠিক
সিদ্ধান্ত নেবার ক্ষমতা আছে।
174
00:13:07,430 --> 00:13:08,300
কি?
175
00:13:08,300 --> 00:13:11,720
ওই ক্ষমতাই এরেন আর আমাকে বাঁচিয়েছে।
176
00:13:12,410 --> 00:13:15,230
আমি কখন কি করলাম?
177
00:13:17,180 --> 00:13:18,730
লিফট প্রস্তুত!
178
00:13:19,150 --> 00:13:20,370
অস্ত্রও প্রস্তুত!
179
00:13:20,370 --> 00:13:21,730
সবগুলোতে গুলি ভরা!
180
00:13:22,190 --> 00:13:25,110
না বুঝলে সমস্যা নেই।
বেঁচে থাকলে পরে বুঝিয়ে বলবো।
182
00:13:25,110 --> 00:13:25,990
আচ্ছা।
183
00:13:28,520 --> 00:13:33,500
আচ্ছা, প্রশ্নটা করতেই হচ্ছে। মেনুভার
গিয়ার ছাড়া টাইটানদের মারা সম্ভব হবে?
184
00:13:33,830 --> 00:13:35,160
অবশ্যই সম্ভব হবে।
185
00:13:35,160 --> 00:13:37,460
এই টাইটানগুলো ৩/৪ মিটার লম্বা।
186
00:13:37,460 --> 00:13:39,630
হিট করাটা সহজ হবে।
187
00:13:39,630 --> 00:13:44,820
আরে, আকৃতি কোন ব্যাপার না,
শুধু ঘাড় বরাবর কোপ দিতে হবে।
189
00:13:44,820 --> 00:13:47,370
এক মিটার লম্বা, ১০ সে.মি. চওড়া কোপ!
190
00:13:47,780 --> 00:13:50,580
নয়তো, এই তরবারিটা ওদের
পায়ুপথ বরাবর ঢুকিয়ে দেব!
191
00:13:51,060 --> 00:13:53,020
দেখব এভাবে মরে কিনা!
192
00:13:53,020 --> 00:13:54,350
এটা ফাজলামি করার সময়?
193
00:13:54,350 --> 00:13:56,020
শুনেই তো গায়ে কাটা দিচ্ছে!
194
00:13:56,020 --> 00:13:58,400
বমি আসছে শুনে!
195
00:13:58,700 --> 00:13:59,760
রেইনার...
196
00:14:00,290 --> 00:14:03,460
হতে পারে এটাই তোমার শেষ রসিকতা।
197
00:14:17,110 --> 00:14:18,080
দারুন!
198
00:14:18,580 --> 00:14:19,880
এখনও ৭ টা টাইটানই আছে।
199
00:14:25,670 --> 00:14:27,220
ধীরে সুস্থে নিশানা করবে!
200
00:14:37,270 --> 00:14:39,650
আরে বাবা, আস্তে!
আমার অবস্থাও সুবিধার না!
202
00:14:45,030 --> 00:14:45,900
শান্ত থেকো!
203
00:14:48,820 --> 00:14:50,630
এই তো! সঠিক ক্ষণটা এই এলো বলে!
204
00:14:51,700 --> 00:14:56,510
যদি কেউ মরতে না চাও, এক
কোপে খেলা শেষ করে দেবে।
206
00:14:58,110 --> 00:14:59,060
শান্ত থাকো!
207
00:15:07,630 --> 00:15:09,220
আরেকটু কাছে আয়!
208
00:15:14,970 --> 00:15:16,140
ফায়ার!
209
00:15:25,400 --> 00:15:26,110
হয়ে গেছে!
210
00:15:26,320 --> 00:15:26,940
বাকি সবাই পেরেছ?
212
00:15:39,370 --> 00:15:41,460
বাবু সোনা রাগ করো না!
213
00:15:40,250 --> 00:15:41,290
ধুর!
214
00:15:41,960 --> 00:15:43,680
পেছন থেকে...
215
00:15:44,590 --> 00:15:47,170
সাশা এবং কনি, ওদের সাহায্য করো!
217
00:15:51,550 --> 00:15:55,390
হে খোদা! আমাকে বাঁচাও!
219
00:16:07,520 --> 00:16:09,490
মিকাসা!
220
00:16:09,490 --> 00:16:11,220
আমার প্রাণ বাঁচালে!
221
00:16:12,150 --> 00:16:13,240
কোন ব্যাথা পেয়েছ?
222
00:16:13,240 --> 00:16:14,530
না, তোমায় ধন্যবাদ!
223
00:16:14,530 --> 00:16:15,570
তাহলে, উঠে দাঁড়াও!
224
00:16:16,030 --> 00:16:17,170
দুঃখিত!
225
00:16:17,610 --> 00:16:18,660
ব্যাপার না!
226
00:16:18,660 --> 00:16:22,190
এই যে! আরেকটু হলে গিয়েছিলে, অ্যানি!
228
00:16:22,750 --> 00:16:25,000
ব্যাথা পাওনি বলে ভাল লাগছে।
229
00:16:25,580 --> 00:16:26,840
সবকটাকে মেরেছি আমরা!
230
00:16:27,560 --> 00:16:29,090
সাপ্লাইয়ের কাজ শুরু করা যাক।
231
00:16:29,300 --> 00:16:30,170
আমরা পেরেছি!
232
00:16:36,470 --> 00:16:38,390
আমরা বেঁচে গেছি!
233
00:16:38,390 --> 00:16:40,180
টাইটানগুলো আর ভেতরে আসবে না!
234
00:16:40,180 --> 00:16:42,350
ওই অদ্ভুত টাইটানটাকে অনেক ধন্যবাদ!
235
00:16:44,810 --> 00:16:47,610
টাইটানদের বিপক্ষে হার মেনে নিয়েছিলাম!
236
00:16:47,610 --> 00:16:49,810
এ লজ্জা কোথায় রাখি!
237
00:16:49,810 --> 00:16:51,610
ধ্যেত্তেরিকা, তোমার আবার কি হলো?
238
00:16:51,610 --> 00:16:52,860
আহাজারি পরে করো!
239
00:16:54,310 --> 00:16:59,600
মনে হয় না নেতা হওয়ার মতো কোন যোগ্যতা
আছে আমার! এরকম কথা আর বলবে না!
241
00:17:04,160 --> 00:17:06,290
আমার কথাটাকে ভুলভাবে নিয়ো না!
242
00:17:07,290 --> 00:17:09,420
তুমি শক্তিশালী নও সেভাবে!
243
00:17:10,050 --> 00:17:12,260
সেজন্যই দুর্বলদের অনুভূতি
তুমি ভালো বোঝো।
244
00:17:13,130 --> 00:17:17,100
দরকারের মুহূর্তে ভয়কে পাশ
কাটিয়ে লড়াই করো তুমি!
245
00:17:17,470 --> 00:17:20,440
তুমি না বললে এখানে আসাই
হতো না, বুঝেছ?
246
00:17:22,560 --> 00:17:24,220
সঠিক নির্দেশটাই দিয়েছিলে তুমি।
247
00:17:24,980 --> 00:17:27,940
সেজন্যই, আজ আমি বেঁচে আছি।
248
00:17:34,650 --> 00:17:35,990
সবাই প্রস্তুত?
249
00:17:35,990 --> 00:17:36,780
বের হওয়া যাক এখান থেকে!
253
00:17:44,200 --> 00:17:45,330
মিকাসা?
254
00:17:49,790 --> 00:17:51,000
এখানে কেন দাঁড়িয়ে আছো?
255
00:17:51,000 --> 00:17:52,290
আমাদের যেতে হবে!
256
00:17:52,960 --> 00:17:54,050
ওই টাইটানটাকে দেখো?
257
00:17:58,220 --> 00:17:59,420
স্বজাতিকেই খাচ্ছে?
258
00:18:03,060 --> 00:18:05,390
এটার শরীর পুনর্গঠিত হচ্ছে না!
259
00:18:06,810 --> 00:18:09,650
যদি এই টাইটানটার রহস্য ভেদ
করতে পারি হয়তো টাইটানদের...
260
00:18:10,680 --> 00:18:15,570
নির্মূলে ইতিহাসের সবচেয়ে কার্যকরী
উপায় খুঁজে পাবো আমরা!
261
00:18:16,070 --> 00:18:17,080
সে ঠিকই বলেছে।
262
00:18:17,900 --> 00:18:21,370
যদি এটার মৃত্যু হয়, আখেরে কোন
ফায়দাই হবে না আমাদের।
263
00:18:21,840 --> 00:18:27,500
ঘিরে ধরা টাইটান গুলোকে
মেরে এটাকে বাচাই, চলো?
264
00:18:27,500 --> 00:18:28,870
মাথা ঠিক আছে তো, রেইনার?
265
00:18:29,000 --> 00:18:31,500
এত কষ্ট করে বের হলাম এখান থেকে!
266
00:18:31,790 --> 00:18:36,430
যদি এটা আমাদের উপকারে আসে তো?
267
00:18:37,070 --> 00:18:40,260
হয়তো, কামানের চেয়েও
উৎকৃষ্ট আবিষ্কার হবে এটা।
268
00:18:41,110 --> 00:18:42,330
উপকারে আসবে? আমাদের?
269
00:18:42,810 --> 00:18:44,010
তুমি সিরিয়াস?
270
00:18:46,090 --> 00:18:50,650
ওই টাইটানটা থমাসকে মেরেছিল!
272
00:19:25,510 --> 00:19:26,350
বাপরে!
273
00:19:31,690 --> 00:19:33,370
মনে হয় না সাহায্যের দরকার আছে এটার!
274
00:19:41,240 --> 00:19:44,490
ওটার শক্তি শেষ হয়ে
গেছে মনে হয়।
275
00:19:45,080 --> 00:19:47,490
যথেষ্ট হয়েছে! চলো যাই!
276
00:19:47,750 --> 00:19:52,040
ওটা আমাদের কোন উপকারেই আসবে না!
একটা টাইটান সবসময় টাইটানই থাকে!
278
00:19:57,000 --> 00:19:58,380
টাইটান সবসময় টাইটানই থাকে!
279
00:20:23,110 --> 00:20:23,660
মিকাসা!
280
00:21:33,850 --> 00:21:34,890
এটা তো এরেন!
281
00:21:37,020 --> 00:21:41,980
ওর পা আবার পুনর্গঠিত হয়েছে!
282
00:21:42,860 --> 00:21:46,890
ওকে তো একটা টাইটান জীবিত খেয়েছিল!
283
00:21:47,910 --> 00:21:49,410
দেখেছিলাম...
284
00:21:58,620 --> 00:22:00,980
এটা কীভাবে সম্ভব?
285
00:22:09,690 --> 00:22:15,490
তার মানে, এরেনই টাইটানদের মেরেছে!?
287
00:23:53,140 --> 00:23:59,690
প্রত্যেকটা টাইটানকে মারার শপথ এরেনকে
রুপান্তরিত করেছিল একটা টাইটানে।
289
00:24:00,250 --> 00:24:06,280
কিন্তু, গ্যারিসন ওকে সভ্যতার প্রতি হুমকি মনে
করে ওকে শেষ করার অভিপ্রায় গ্রহণ করে!