1
00:01:22,980 --> 00:02:48,990
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:00:03,160 --> 00:00:05,900
যাও, এরেন!
2
00:00:14,150 --> 00:00:21,840
৮৫০ বর্ষে প্রথমবারের মতো মানুষ টাইটান
দখলকৃত এলাকা উদ্ধারে সক্ষম হয়।
5
00:00:23,220 --> 00:00:25,530
যদিও অনেক মূল্যের বিনিময়ে।
6
00:00:28,050 --> 00:00:33,300
যারা এখানে দাঁড়িয়ে আছো, এখন থেকে
তারা স্কাউট রেজিমেন্টের সদস্য!
7
00:00:33,700 --> 00:00:37,390
এটাই আমাদের আসল স্যালুট, সৈন্যরা!
হৃদয় দিয়ে কাজ করে যাব সবাই!
9
00:00:39,260 --> 00:00:40,320
জি, স্যার!
10
00:00:44,430 --> 00:00:49,570
যারা এখানে ভয়কে দমন করে দাঁড়িয়ে আছো,
সত্যিকারের সাহসী যোদ্ধা তোমরাই!
12
00:00:50,310 --> 00:00:51,980
প্রত্যেককেই আমার বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি।
13
00:00:53,690 --> 00:01:01,490
এক মাস পর, এরউইন স্মিথের নেতৃত্বে স্কাউট
রেজিমেন্ট জিগানশিনার উদ্দেশ্যে যাত্রা শুরু করে।
16
00:01:01,490 --> 00:01:06,540
যেখানে, টাইটানদের রহস্য লুকায়িত
আছে বলে সবাই বিশ্বাস করে।
17
00:01:12,110 --> 00:01:15,300
আমরা দেয়ালের বাইরে ৫৭তম
বারের মতো মিশনে যাচ্ছি!
18
00:01:16,390 --> 00:01:18,140
এগিয়ে চলো!
20
00:03:16,060 --> 00:03:18,380
বাঁয়ে ১০ মিটার লম্বা একটা টাইটান আছে!
21
00:03:18,750 --> 00:03:24,760
এর পেটের ভেতরে কি আছে দেখার ইচ্ছা ছিল,
তবে সাপোর্ট টিমকে দিয়ে দিলাম এটা!
23
00:03:28,130 --> 00:03:28,890
ধুর!
24
00:03:29,350 --> 00:03:30,390
ক্ষতটা গভীর হয়নি।
25
00:03:31,180 --> 00:03:32,900
ওরে বাপরে!
26
00:03:37,150 --> 00:03:40,830
ওখানে তাকাবে না! সাপোর্ট টিমের হাতে
ওসব ছেড়ে দিয়ে যেতে থাকো!
28
00:03:43,110 --> 00:03:46,950
সামনে চলতে থাকো সবাই!
29
00:03:52,030 --> 00:03:58,400
শুধুমাত্র পুরনো রুটটাতে সাপোর্ট টিম সাহায্য
করবে। ওটা পার হলে পুরো উপত্যকা জুড়েই
এরপরে শুধু টাইটানদের আধিপত্য থাকবে।
31
00:03:58,800 --> 00:04:04,220
কমান্ডার এরউইনের সুসংগঠিত পরিকল্পনাই এরপরে
আমাদের এগিয়ে চলার পথে জ্বালানি দেবে।
32
00:04:04,920 --> 00:04:07,610
স্পেশাল অপ স্কোয়াডের পজিশন থাকবে এখানে।
33
00:04:10,230 --> 00:04:12,260
স্যার, একটা প্রশ্ন!
34
00:04:13,020 --> 00:04:15,150
আমার বন্ধুরা টাইটানদের বধ করতে পারবে?
36
00:04:16,520 --> 00:04:19,670
গত কয়েক মাস কিসের ট্রেনিং করেছ তাহলে?
37
00:04:20,990 --> 00:04:27,320
শোনো ছোকড়া, যুদ্ধে সবচেয়ে বুদ্ধিমান কাজ
হচ্ছে টাইটানদের সাথে লড়াই এড়িয়ে যাওয়া...
40
00:04:35,720 --> 00:04:38,170
ছড়িয়ে পড়ো সবাই! এখুনি!
41
00:04:40,220 --> 00:04:41,680
পরে দেখা হবে আবার।
শুভ কামনা রইলো।
42
00:04:42,480 --> 00:04:45,050
কোন টাইটান তোমাকে দৌড়ানি দিলে
ভয়ে আবার প্যান্ট ভিজিয়ে ফেলো না!
43
00:04:45,610 --> 00:04:47,780
হ্যাঁ, একই কথা তোমার ক্ষেত্রেও খাটে জন!
46
00:04:55,730 --> 00:05:03,780
টিমের সবাই অর্ধ বৃত্তাকারে ছড়িয়ে পড়বে।
সবাই দৃষ্টিসীমার ভেতরেই থাকবে।
নির্দিষ্ট সময় পর পর সবাই পজিশন বদলাবে।
51
00:05:04,530 --> 00:05:08,590
কেউ কোন বার্তা দিলে সেটা সবার
কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করবে।
54
00:05:33,240 --> 00:05:35,610
শান্ত থাকো! কিচ্ছু হবে না তোমার!
56
00:05:40,060 --> 00:05:45,660
ভাগ্য সুপ্রসন্ন হলে সামনের দিকের সৈন্যরা
এখানে কিছু টাইটানের দেখা পেতে পারে।
58
00:05:51,160 --> 00:05:56,700
কোন টাইটানকে চোখে পড়া মাত্র
তারা লাল ধোঁয়ার সংকেত দেবে!
59
00:05:58,860 --> 00:06:03,110
কেউ সেই লাল ধোঁয়া দেখতে পেলে
একইভাবে সেও লাল ধোঁয়ার সংকেত দেবে!
61
00:06:06,940 --> 00:06:16,770
কমান্ডার সেটা দেখতে পেলে সবুজ ধোঁয়ার সংকেত
দিয়ে সবাইকে জানিয়ে দেবে কোথায় যেতে হবে।
64
00:06:17,770 --> 00:06:26,86
এতে করে, টাইটানদের সাথে অবাঞ্ছিত লড়াই
এড়িয়ে সবাই নির্দিষ্ট লক্ষ্যে পৌছাতে পারবে।
67
00:06:28,640 --> 00:06:36,120
যদিও, সবকিছু ঠিকমত পরিকল্পনা করলেও কোন
না কোন টাইটান এসে রণযাত্রায় বাগড়া দেবেই।
69
00:06:42,890 --> 00:06:44,460
লাল... লাল
70
00:06:44,460 --> 00:06:45,920
লাল ধোঁয়ার সংকেত!
71
00:06:50,120 --> 00:06:51,800
ব্লজ! এখানে আসো!
72
00:06:54,190 --> 00:06:56,670
ধ্যাত! মেয়েটা আসলেই বেশি নার্ভাস!
73
00:06:56,670 --> 00:06:58,060
ফরমেশন অনুযায়ী আগাতে হবে!
74
00:06:58,570 --> 00:07:00,440
ব্লজ, বাঁয়ে মোড় নাও!
75
00:07:11,260 --> 00:07:13,190
তুমি যাও! আমি এটাকে দেখছি!
77
00:07:13,190 --> 00:07:14,160
জি, স্যার!
78
00:07:32,460 --> 00:07:33,720
দুঃখিত!
79
00:07:33,720 --> 00:07:36,770
ব্যাপার না! ওটার দম শেষ!
পজিশনে আসো!
81
00:07:42,020 --> 00:07:46,370
কিছু একটা গড়বড় আছে! লাল ধোঁয়ার
সংকেত দেখেছি অনেকক্ষণ হয়ে গেল!
83
00:07:46,370 --> 00:07:47,980
কিন্তু, ফরমেশন অনুযায়ী ওরা আসলো না!
84
00:07:48,470 --> 00:07:49,490
হতেই পারে না!
85
00:07:50,690 --> 00:07:57,240
শুনে রাখো, এই কৌশল শুধুমাত্র সাধারণ টাইটানদের
ক্ষেত্রেই প্রযোজ্য যাদের মতিগতি সহজেই বোঝা যায়।
87
00:08:00,160 --> 00:08:01,660
কালো ধোঁয়ার সংকেত!
88
00:08:02,290 --> 00:08:06,210
কোন টাইটান কি মানুষদের এড়িয়ে
কেন্দ্রীয় সেন্টারে যাচ্ছে?
90
00:08:06,960 --> 00:08:09,590
এর একটাই মানে দাঁড়ায়!
92
00:08:10,880 --> 00:08:12,190
এটা অস্বাভাবিক টাইটান!
93
00:08:13,870 --> 00:08:18,510
শুধু কোন উপায় না থাকলে তখনই অস্বাভাবিক
এসব টাইটানদের সাথে লড়তে হবে।
95
00:08:18,510 --> 00:08:21,100
শালা, এই পিচ্চি টাইটান ঘাম
ছুটিয়ে দেবে এখন!
96
00:08:21,100 --> 00:08:22,940
সাইস, তুমি ঘাড় নিশানা করো!
97
00:08:23,480 --> 00:08:24,900
আমি পা!
98
00:08:24,900 --> 00:08:26,230
আচ্ছা!
99
00:08:28,130 --> 00:08:33,320
সমতল ভূমিতে মেনুভার গিয়ার ব্যবহার
করাটা শুধু পাগলামিরই নামান্তর।
101
00:08:33,680 --> 00:08:36,480
কিন্তু, ফরমেশনে কোন
ওলোট পালোট হতে দেব না।
102
00:08:37,350 --> 00:08:39,980
আর্লেট হয়তো ওদিকেই আছে।
103
00:08:39,980 --> 00:08:42,810
চাচ্ছি না নতুনরা কোন টাইটানের
সাথে লড়াইয়ে জড়াক।
104
00:08:43,210 --> 00:08:44,370
হয় এখন নয়তো কখনোই না!
105
00:08:52,950 --> 00:08:54,130
এখনই সাইস!
106
00:09:01,140 --> 00:09:03,270
আপনি পেরেছেন, স্কোয়াড লিডার নেস!
107
00:09:06,030 --> 00:09:07,190
মরেছে তাহলে!
108
00:09:09,110 --> 00:09:12,370
ওহো, কোন কিছুতেই ভয় পাস না!
এই তো আমার সাহসী সঙ্গী!
110
00:09:13,210 --> 00:09:15,670
তোকে ভালোবাসিরে, শ্যালট!
111
00:09:23,970 --> 00:09:24,990
আবার?
112
00:09:25,370 --> 00:09:27,960
রেকন স্কোয়াড কি করছে ওখানে?
113
00:09:27,960 --> 00:09:31,620
মনে হচ্ছে, এটাও অস্বাভাবিক টাইটান!
ওদের দোষ দিয়ে লাভ নেই!
115
00:09:32,490 --> 00:09:37,010
আর ভাল লাগে না! চলো, আরেকবার
দাবার চাল চেলে আসি!
117
00:09:37,010 --> 00:09:37,800
আচ্ছা!
118
00:09:38,760 --> 00:09:45,370
কপালটা আজকে সত্যিই অনেক খারাপ!
এই টাইটানটা কমপক্ষে ১৪ মিটার লম্বা হবে!
120
00:09:45,720 --> 00:09:47,390
এত সহজ হবে না হয়তো মারা!
121
00:09:57,000 --> 00:09:59,370
ওরে খোদা! এটা তো অনেক
দ্রুত গতিতে দৌড়াচ্ছে!
123
00:09:59,570 --> 00:10:01,330
ওটাকে আর সামনে এগুতে দিয়ো না!
124
00:10:01,330 --> 00:10:02,030
সাইস!
125
00:10:02,530 --> 00:10:03,570
আচ্ছা!
126
00:10:37,950 --> 00:10:43,620
এটা কেমন টাইটান! এটা শুধু
অস্বাভাবিকই না, এটা বুদ্ধিমানও!
129
00:10:44,040 --> 00:10:46,850
যেমন ওই দুটো হাইব্রিড টাইটান
অথবা এরেনের মতো...
130
00:10:47,450 --> 00:10:49,830
এটা নিশ্চয়ই টাইটান্রুপি কোন মানুষ!
131
00:10:50,370 --> 00:10:51,330
কে হতে পারে?
132
00:10:51,920 --> 00:10:52,840
কেন?
133
00:10:53,320 --> 00:10:54,800
এখন কি করব আমি?
134
00:10:54,960 --> 00:10:55,970
আজ আমি শেষ!
135
00:10:55,970 --> 00:10:56,880
আমি শেষ!
136
00:10:58,610 --> 00:11:00,380
যাও! পালাও!
137
00:11:07,870 --> 00:11:09,310
ওরা কারা?
138
00:11:11,580 --> 00:11:13,810
কি চায় ওরা?
139
00:11:17,110 --> 00:11:18,980
ওদের লক্ষ্যটা কি?
144
00:11:33,420 --> 00:11:40,170
কেউ ওদের সতর্ক করে দিয়ে বলো
রেকন স্কোয়াডের সবাই মারা গেছে!
146
00:11:40,850 --> 00:11:45,450
একটা ফিমেল টাইটান সাথে করে একটা
টাইটান আর্মি নিয়ে এসেছে!
147
00:11:47,030 --> 00:11:49,560
কেউ বেঁচে আছো এখনও?
148
00:12:47,900 --> 00:12:50,160
মাথায় তো কিছুই আসছে না!
149
00:12:50,620 --> 00:12:51,840
এটা আমাকে মেরে ফেলল না কেন?
150
00:12:53,040 --> 00:12:55,040
আমার হুড উঠিয়ে...
151
00:12:55,420 --> 00:12:59,740
আ-আমার চেহারা শুধু দেখেছে? কেন?
152
00:13:00,430 --> 00:13:01,310
আরমিন!
153
00:13:02,520 --> 00:13:03,570
রেইনার!
154
00:13:04,440 --> 00:13:06,300
তুমি এখানে? ঠিক আছো তো?
155
00:13:06,840 --> 00:13:11,390
কি করছ এখানে? টাইটানদের ডেরায়
ঘোড়া ছাড়া চলাচল বিপদজনক!
156
00:13:11,390 --> 00:13:12,390
উঠো তাড়াতাড়ি!
157
00:13:12,390 --> 00:13:13,430
উঠছি!
158
00:13:15,670 --> 00:13:18,320
কালো ধোঁয়ার সংকেত দেখামাত্র
ছুটে চলে এসেছি!
159
00:13:18,320 --> 00:13:20,770
বাহ, ওটার পেছন দিকটা বেশ সুন্দর!
160
00:13:20,770 --> 00:13:22,350
ওটা অস্বাভাবিক কোন টাইটান না!
161
00:13:22,350 --> 00:13:24,400
টাইটানরূপি কোন এক মানুষ!
162
00:13:24,720 --> 00:13:25,900
কি বললে?
163
00:13:27,010 --> 00:13:29,700
পরে বলছি! আগে ধোঁয়ার সংকেত দিতে হবে!
166
00:13:31,550 --> 00:13:34,870
আরে! এখনই কেন কথা শুনছিস না?
168
00:13:36,010 --> 00:13:39,130
হেই, বাদ দাও। জন ধোঁয়ার সংকেত দিয়েছে।
169
00:13:42,170 --> 00:13:44,240
ডান দিক থেকে। ভাই, অবস্থা
সুবিধার লাগছে না!
170
00:13:44,240 --> 00:13:47,090
রাইট উইং বড্ড ঝামেলায়
ফেঁসে গেছে মনে হচ্ছে!
171
00:13:47,550 --> 00:13:50,390
মনে হচ্ছে, ডানের রেকন
স্কোয়াড ধ্বংস হয়ে গেছে!
172
00:13:50,390 --> 00:13:51,480
ওখানে প্রচুর টাইটান!
173
00:13:52,480 --> 00:13:56,850
একটা জিনিস বুঝলাম না! দ্রুত গতির
অনেক টাইটান দেখলাম এবার!
175
00:13:56,850 --> 00:14:00,56
ওদের পেছনে ফেলে এসেছি, কিন্তু রেকন
স্কোয়াড মনে হয় না সেটা পেরেছে।
177
00:14:01,000 --> 00:14:04,300
অনেক ক্ষতি হয়ে গেছে এরই মধ্যে! আমরা
সতর্ক না থাকলে একই পরিণতি আমাদেরও হবে!
179
00:14:05,040 --> 00:14:07,110
ফিমেল টাইটানটা একই পথ ধরে এসেছে!
180
00:14:07,670 --> 00:14:11,210
কোনভাবে ওটা টাইটানদের
নেতৃত্ব দিচ্ছে নাতো?
182
00:14:11,620 --> 00:14:12,830
কে? ওটা?
183
00:14:13,440 --> 00:14:15,830
ওটা আমাদের পাত্তা না দিয়ে দৌড়াচ্ছেই শুধু!
184
00:14:16,370 --> 00:14:17,300
ওটা কি অস্বাভাবিক?
185
00:14:17,620 --> 00:14:23,300
না, এটা টাইটান্রুপি কোন মানুষ!
186
00:14:23,300 --> 00:14:25,420
এরেনের মতোই সমক্ষমতার অধিকারী!
187
00:14:25,790 --> 00:14:27,170
কি বলছ এসব?
188
00:14:27,480 --> 00:14:29,860
আচ্ছা, এরকম চিন্তা কেন
মাথায় আসলো তোমার
189
00:14:31,080 --> 00:14:33,640
টাইটানরা মানুষদের খুন করে না, খেয়ে ফেলে!
190
00:14:34,070 --> 00:14:36,320
আমরা তার বদলে ওদের হত্যা করি...
191
00:14:36,320 --> 00:14:38,600
বড় ধরনের কোন বাধা বিপত্তি ছাড়াই!
192
00:14:39,090 --> 00:14:45,320
কিন্তু, সাইস যখন ওটার ঘাড়ে কোপ দিতে গেল,
ওটা সাইসকে ধরে মাটিতে আছাড় মারলো!
194
00:14:46,830 --> 00:14:50,140
ওটা ওকে শুধু খুন করেছে, কিন্তু খায়নি!
195
00:14:50,580 --> 00:14:52,870
ওটা অন্য টাইটানদের থেকে আলাদা!
196
00:14:53,530 --> 00:15:01,130
যখন হাইব্রিড টাইটান দুটো দেয়াল ভেঙেছিল, ওরা
নিশ্চয়ই সাথে করে টাইটানদের আর্মি নিয়ে এসেছিল!
198
00:15:01,730 --> 00:15:04,930
ওদের প্রধান উদ্দেশ্য হচ্ছে মানব
সভ্যতাকে ধুলোর সাথে মিশিয়ে দেওয়া!
199
00:15:06,680 --> 00:15:08,380
না, সেটাও মনে হচ্ছে না!
200
00:15:08,980 --> 00:15:11,520
ওদের গতিবিধি দেখে মনে হচ্ছে
কাউকে খুঁজছে ওরা!
201
00:15:12,000 --> 00:15:14,770
যদি এরকমই হয়, তাহলে
কাকে এবং কেন খুঁজছে?
202
00:15:15,710 --> 00:15:17,560
এরেনকে খুঁজছে নাতো?
203
00:15:17,930 --> 00:15:19,600
এরেন?
204
00:15:19,600 --> 00:15:24,100
এরেন তো লেভির স্কোয়াডে আছে। রাইট উইং।
205
00:15:24,750 --> 00:15:26,030
রাইট উইং?
206
00:15:26,660 --> 00:15:30,670
হয়তো তোমার ভুল হতে পারে,
আমি তো জানি লেফট উইং এ আছে।
207
00:15:31,850 --> 00:15:36,600
আর আমাকে বলা হয়েছে
ও সামনে আছে!
208
00:15:37,060 --> 00:15:40,040
এরেনকে সামনের ফ্রন্টে রাখার
কোন যৌক্তিকতাই নেই!
209
00:15:40,440 --> 00:15:42,920
তাহলে, ওরা কোথায়?
210
00:15:43,370 --> 00:15:46,600
হয়তো ফরমেশনের নিরাপদতম জায়গায়,
211
00:15:47,680 --> 00:15:51,590
সেক্ষেত্রে, সামনের ফ্রন্টেই আছে হয়তো বা।
212
00:15:52,220 --> 00:15:53,050
আরমিন!
213
00:15:53,410 --> 00:15:55,810
এখন এত ভাবাভাবির সময় নেই!
214
00:15:56,080 --> 00:15:59,310
ধোঁয়ার সংকেত দেওয়ার পরও পাল্টা কোন
ধোঁয়ার সংকেত পাইনি আশপাশ থেকে!
215
00:15:59,900 --> 00:16:02,330
এর একটাই মানে, টাইটানেরা আক্রমণ করেছে!
216
00:16:02,330 --> 00:16:05,540
যদি তাই হয়, ফরমেশন উলটাপালটা হলে
মিশনটাই বানচাল হয়ে যাবে!
217
00:16:05,540 --> 00:16:06,900
কি বলতে চাইছ তুমি?
218
00:16:07,310 --> 00:16:11,630
প্রার্থনা রইলো, বড় কোন
অঘটন না ঘটুক!
220
00:16:12,160 --> 00:16:15,350
নয়তো, এই মিশনই হবে আমাদের শেষ মিশন।
221
00:16:15,910 --> 00:16:19,080
মনে শুধু কু ডাক দিচ্ছে।
222
00:16:21,280 --> 00:16:23,790
কিন্তু, এই টাইটানটা আসলেই বেশ বুদ্ধিমান!
223
00:16:24,090 --> 00:16:27,750
এর কাছে আমরা ক্ষুদ্র পোকামাকড়
ছাড়া আর কিছুই নই!
224
00:16:27,750 --> 00:16:29,840
সাইসের অসহায় মৃত্যু এখনও চোখে ভাসছে!
225
00:16:30,160 --> 00:16:31,360
ঈশ্বর?
226
00:16:32,770 --> 00:16:34,340
আর কত পরীক্ষা নেবে আমাদের?
227
00:16:34,630 --> 00:16:37,630
ওহো, ভূতের মুখে রাম নাম শোনা যাচ্ছে!
228
00:16:37,630 --> 00:16:41,850
রাগ করো না কিন্তু এরকম ভীতু
চেহারার জনকে তো আমি চিনি না!
229
00:16:42,520 --> 00:16:44,390
রসিকতা করো না এখন।
230
00:16:46,440 --> 00:16:53,640
বিশ্বাস করো বন্ধুরা! আপন জনের অস্থি হাতে সেই অসহায়
মুহূর্তটা যে কতটা কষ্টের বলে বোঝাতে পারবো না!
232
00:16:54,090 --> 00:16:56,440
প্রতিটা মুহূর্তে যন্ত্রনায় ছটফট করেছি!
233
00:16:57,010 --> 00:16:59,840
তখনই বুঝেছিলাম কি করতে হবে আমাকে!
234
00:17:00,180 --> 00:17:03,100
তাই, স্কাউট রেজিমেন্টে আসা!
235
00:17:03,100 --> 00:17:05,290
এখন মজা না করে পারলে সাহায্য করো!
236
00:17:09,980 --> 00:17:14,630
হুডটা মাথায় দিয়ে চেহারা যতটা
সম্ভব আড়াল করে রাখো!
239
00:17:14,970 --> 00:17:19,580
এটা নির্দিষ্ট কাউকে খুঁজছে, তাই আমাকে বাগে
পেয়েও চেহারা দেখে আর মারেনি!
240
00:17:19,580 --> 00:17:20,760
দারুন বুদ্ধি!
241
00:17:21,210 --> 00:17:24,570
আমাদের এরেন ভেবে আক্রমণ করতে আসবে!
242
00:17:25,030 --> 00:17:30,270
তখনই রমণীর ঘাড়ে আমার তরবারিট
চুমু খাবে! বুদ্ধিটা পছন্দ হয়েছে, ভায়া!
244
00:17:31,080 --> 00:17:36,510
মিথ্যা বলবো না, এরেন! তুমি
অন্তত এরেনের মতো বুদ্ধু নও!
245
00:17:36,950 --> 00:17:38,620
আমি জানতাম, তোমার মধ্যে কিছু
না কিছু একটা আছেই!
246
00:17:39,850 --> 00:17:41,370
আচ্ছা, ধন্যবাদ!
247
00:17:41,910 --> 00:17:44,620
হঠাত অপ্রত্যাশিত এই প্রশংসার
জন্য সত্যিই ধন্যবাদ!
248
00:17:59,390 --> 00:18:01,970
এটার গতি আস্তে আস্তে
ধীর হয়ে যাচ্ছে!
249
00:18:02,390 --> 00:18:03,530
ক্লান্ত নাকি?
250
00:18:04,330 --> 00:18:06,950
গতি বাড়ালে আর সুযোগ পাবো না!
251
00:18:07,340 --> 00:18:10,190
যা করার এখুনি করতে হবে!
252
00:18:16,340 --> 00:18:19,320
বেশ, এবার আলোচনা মাফিক
কাজে নেমে পড়া যাক।
253
00:18:19,710 --> 00:18:22,200
ওটার দৃষ্টি আকর্ষণ করতে
হবে যতটা সম্ভব!
254
00:18:22,200 --> 00:18:24,570
যাতে, অন্য সবাই ফরমেশনে আসতে পারে!
255
00:18:24,570 --> 00:18:26,780
ওটার গতিবিধি বেশ বেপরোয়া!
256
00:18:27,610 --> 00:18:30,730
যদি ওটার গোড়ালিতে আঘাত করি,
মুখ থুবড়ে পড়বে!
257
00:18:31,050 --> 00:18:35,050
তবে, কোন ভুল করা যাবে না!
প্রাণে মারা যাবে না এটাকে!
259
00:18:35,550 --> 00:18:41,050
ওর ঘাড় যে ওর দুর্বলতা সেটা ও জানে।
যেটা অন্য টাইটানেরা জানে না।
261
00:18:41,050 --> 00:18:42,640
এটাকে মারা পুরোপুরি অসম্ভব!
262
00:18:43,070 --> 00:18:47,270
অন্তত, কোন সাধারণ মানুষের
পক্ষে তো সম্ভবই না!
263
00:18:50,660 --> 00:18:51,630
ইশ...
264
00:18:51,630 --> 00:18:53,890
অই দুজন যদি থাকত এখানে!
265
00:19:35,670 --> 00:19:36,530
আরমিন!
266
00:19:38,860 --> 00:19:42,310
এটা অন্য টাইটানদের মতো না!
লড়াই করতে জানে!
268
00:19:42,310 --> 00:19:43,400
সেরেছে!
269
00:19:43,400 --> 00:19:46,660
এটাকে অবমূল্যায়িত করেছিলাম!
271
00:19:51,860 --> 00:19:53,630
এটা জানে ওর দুর্বলতা কোথায়!
272
00:19:53,900 --> 00:19:54,590
জন!
273
00:19:56,190 --> 00:19:58,460
ধ্যাত! ফাঁদে আটকা পড়েছি!
274
00:19:58,800 --> 00:19:59,720
আমি শেষ!
275
00:20:00,240 --> 00:20:02,090
গিয়ারের দড়ি ধরে একটা
ঝাকুনি দিলেই আমি শেষ!
276
00:20:05,810 --> 00:20:06,820
জন!
277
00:20:06,820 --> 00:20:09,810
মেরে ফেলো এই পিশাচটাকে!
278
00:20:11,320 --> 00:20:12,310
আরমিন?
279
00:20:13,340 --> 00:20:15,010
এটা থেমে গেছে?
280
00:20:15,560 --> 00:20:16,590
এটাই...
281
00:20:16,590 --> 00:20:18,340
এটাই মার্কোকে মেরেছে!
282
00:20:18,340 --> 00:20:21,140
এই টাইটানরূপি পিশাচটা
দেয়ালের ভেতরেরই কেউ!
283
00:20:21,140 --> 00:20:23,530
প্রতিশোধ নাও!
284
00:20:29,130 --> 00:20:30,250
কি হলো?
285
00:20:31,580 --> 00:20:33,600
মাথায় আঘাত পেয়ে ভুলভাল
বকছে নাতো ও?
286
00:20:33,600 --> 00:20:35,320
মার্কো মরেছে এটার হাতে!
287
00:20:37,310 --> 00:20:38,250
রে-রেইনার?
288
00:20:39,120 --> 00:20:44,930
সাইসকে আছাড় দিয়ে মেরেছে! মন বলছে,
মার্কোকেও একইভাবে মেরেছে এটা!
290
00:20:47,800 --> 00:20:49,810
ও ঘাড় বরাবর তাক করেছে?
291
00:20:50,000 --> 00:20:51,480
এখনই সুযোগ!
292
00:20:51,480 --> 00:20:54,150
ওটার মনোযোগ আরমিনের দিকে!
294
00:21:17,040 --> 00:21:20,480
রেইনার!
295
00:21:37,410 --> 00:21:39,650
রেইনার পেরেছে!
296
00:21:39,980 --> 00:21:45,490
ভেবেছিলাম, মিকাসাই একমাত্র শক্তিশালী!
এই শালাও দেখছি কম না!
298
00:21:46,320 --> 00:21:50,080
অল্প একটু সময়! এখনই
পালাতে হবে এখান থেকে!
300
00:21:50,680 --> 00:21:54,330
এটা মানুষখেকো না হলে
আমাদের তাড়া করবে না!
301
00:22:02,740 --> 00:22:03,790
আরে বাহ!
302
00:22:03,790 --> 00:22:08,090
ডাইনিটা মনে হয় ভয় পেয়ে পালাচ্ছে!
303
00:22:09,430 --> 00:22:10,930
কি? এটা তো হওয়ার কথা না?
304
00:22:11,610 --> 00:22:13,670
ওটা তো সামনের দিকেই যাচ্ছে?
305
00:22:14,240 --> 00:22:15,250
তাহলে কি...
306
00:22:15,670 --> 00:22:17,390
এরেনকেই খুঁজছে ওটা?
307
00:23:53,410 --> 00:24:00,370
এই সাক্ষাৎ পিশাচিনীকে স্কাউট রেজিমেন্টের দক্ষ
সৈন্যরা হাজার চেষ্টা করেও মারতে পারলো না।
310
00:24:01,110 --> 00:24:08,220
জঙ্গলের আলো আধারি পরিবেশে এরেনের
সাথে দেখা হয়ে গেল ওটার।