1
00:03:12,980 --> 00:04:28,990
অনুবাদ ও সম্পাদনা
মোহাম্মদ ইউসুফ
1
00:00:01,040 --> 00:00:04,380
আমরা দেয়ালের বাইরে ৫৭তম
বারের মতো মিশনে যাচ্ছি!
2
00:00:05,420 --> 00:00:07,320
এগিয়ে চলো!
3
00:00:12,360 --> 00:00:21,050
জিগানশিনায় যাওয়ার মিশনে স্কাউট রেজিমেন্ট
মাঝপথে ফিমেল টাইটান দ্বারা আক্রান্ত হয়।
5
00:00:21,050 --> 00:00:23,240
এরেনের মতোই মনুষ্যবাহী একটা টাইটান।
6
00:00:27,790 --> 00:00:32,090
ওটা অস্বাভাবিক কোন টাইটান না!
টাইটানরূপি কোন এক মানুষ!
8
00:00:40,220 --> 00:00:46,900
একটার পর একটা সৈনিকের মৃত্যুতে স্কাউট
রেজিমেন্ট আত্মরক্ষার্থে জঙ্গলে ঢুকে।
10
00:00:46,900 --> 00:00:49,360
কেউই পেছনের কারণটা জানতো না।
11
00:00:49,860 --> 00:00:53,530
যদি স্কোয়াড লেভি ওটাকে না
থামাতে পারে তো কে পারবে?
12
00:00:54,270 --> 00:00:55,160
সিদ্ধান্ত এখন তোমার।
13
00:00:55,830 --> 00:01:01,490
নিজেকে বিশ্বাস করো নয়তো যারা তোমায়
বাঁচানোর জন্য নিজেদের প্রাণকে বাজীতে
লাগিয়েছে তাদেরকে বিশ্বাস করো।
15
00:01:04,260 --> 00:01:05,540
আমি সামনে যেতে থাকবো!
16
00:01:10,750 --> 00:01:12,750
ফায়ার!
17
00:01:18,780 --> 00:01:22,320
এখন কি হবে তোমার জানো?
19
00:01:23,730 --> 00:01:26,850
যদি তোমার হাত এবং পা
কেটে দেই রাগ করবে?
20
00:01:27,400 --> 00:01:29,450
ওগুলো তো আবার গজিয়ে যাবে, ঠিক?
21
00:01:30,020 --> 00:01:32,650
তোমার পায়ের কথা বলছি,
টাইটানের পা না।
22
00:01:33,080 --> 00:01:36,950
তোমাকে জীবিত দরকার আমাদের।
23
00:01:47,570 --> 00:01:52,090
শত্রু দরকার পড়লে নিজের
জীবনও বিসর্জন দিতে প্রস্তুত।
24
00:01:53,070 --> 00:01:58,030
ভাবিওনি, টাইটানগুলো বেইমানটাকে বাঁচাবার জন্য
শেষ পর্যন্ত ওর টাইটান দেহে আক্রমন করব
26
00:02:00,240 --> 00:02:02,200
আমরা ফিরে যাচ্ছি।
27
00:02:03,960 --> 00:02:05,660
ফরমেশনে ফিরে আসো!
28
00:02:06,660 --> 00:02:08,730
কারানেসে ফিরে চলো!
29
00:02:13,390 --> 00:02:14,480
এরউইন?
30
00:02:14,480 --> 00:02:16,480
লেভিকে গ্যাস ভরতে পাঠালে কেন?
31
00:02:16,480 --> 00:02:17,570
নষ্ট করার মতো সময় নেই হাতে।
32
00:02:18,270 --> 00:02:19,770
আমরা দেখেছি, অন্য টাইটানেরা
ফিমেল টাইটানটাকে খেয়েছে।
33
00:02:20,260 --> 00:02:23,470
কিন্তু, ভেতরের মানুষটাকে
কেউ খেতে দেখেছ?
34
00:02:23,470 --> 00:02:24,610
আমি দেখিনি।
35
00:02:25,590 --> 00:02:26,640
তুমি বলতে চাচ্ছো...
36
00:02:26,640 --> 00:02:27,410
হ্যাঁ।
37
00:02:27,680 --> 00:02:34,270
তোমার ধারণা সত্যি হলে সে
এখন মানুষের রুপেই আছে।
39
00:02:35,350 --> 00:02:39,510
এবং, বহাল তবিয়তেই আছে।
40
00:02:40,940 --> 00:02:45,310
নিশ্চয়ই আমাদের ইউনিফর্ম
পড়ে আছে সে এখন।
41
00:02:45,740 --> 00:02:47,020
ক্যাপ্টেন লেভি?
42
00:02:48,030 --> 00:02:49,550
না, এ সে নয়!
43
00:02:49,550 --> 00:02:50,230
কে তুমি?
44
00:02:56,410 --> 00:02:57,440
গুন্থার!
45
00:03:05,270 --> 00:03:09,200
শত্রু এখন আমাদের বেশে
আমাদের সাথে যাবে।
47
00:04:50,140 --> 00:04:56,690
হাইব্রিড টাইটানটা যখন উধাও হয়ে গিয়েছিল তখন এর
ভিতরে থাকা মানুষটা মেনুভার গিয়ার পরিহিত অবস্থায় ছিল।
49
00:04:56,690 --> 00:04:59,270
যাতে ধোঁয়ার মধ্যে উড়ে পালাতে পারে।
50
00:05:00,320 --> 00:05:02,650
মনে হয় না একই ঘটনা এখানেও ঘটতে পারে?
51
00:05:02,820 --> 00:05:04,400
কিন্তু যে ভাবে আমরা এরেনকে অন্য আরেকটা
টাইটানের ভেতর থেকে বের হতে দেখেছিলাম..
53
00:05:07,610 --> 00:05:10,200
বিষয়টা এক প্রকার অসম্ভবই লাগছে।
54
00:05:11,660 --> 00:05:15,290
ওর অস্ত্র আর ইউনিফর্ম গায়েব ছিল।
55
00:05:15,960 --> 00:05:21,250
তার ওপর, এরেন ছিল বেশ দুর্বল।
ঠিকমত দাঁড়াতেও পারছিল না।
56
00:05:22,830 --> 00:05:27,540
ফিমেল টাইটানটার চিৎকার করে
অন্য টাইটানদের আকৃষ্ট করেছিল।
57
00:05:28,090 --> 00:05:31,600
আমরা সেটা অনুধাবন করতে পারিনি
বলেই মিশন ব্যার্থ হয়েছে।
58
00:05:32,710 --> 00:05:40,010
যদি তাদের ক্ষমতা টাইটান ভেদে ভিন্ন হয়, তবে
এরেনকে ব্যবহার করা ঠিক হবে না কারণ ও নবীশ।
60
00:05:41,210 --> 00:05:45,760
যদি শত্রুদের হারাতে চাই আমরা,
আমাদের ভিন্ন কিছু ভাবতে হবে।
61
00:05:48,780 --> 00:05:52,160
বাড়িতে ফিরতে পারলে মিশন সফল
বলে ধরে নেওয়া হবে, তাই না?
62
00:05:52,580 --> 00:05:58,270
তারপরই, সম্ভবত আমরা ফিমেল টাইটানের ভেতরের
মানুষটার পরিচয় খুঁজে বের করতে পারব।
63
00:05:58,960 --> 00:06:07,380
আমিও তাই ভাবছি, তারপরও কমান্ডার কীভাবে নিশ্চিত হলেন
দেয়ালের বাইরে বের হলেই শত্রু এরেনের পিছু তাড়া করবে?
66
00:06:07,380 --> 00:06:14,040
ঠান্ডা মাথায় ভাবো, ট্রস্টে হামলার পর টাইটানেরা
পরের ৫ বছরের মধ্যে কেন হামলা করেনি?
68
00:06:15,590 --> 00:06:20,770
যদিও তারা ট্রস্টের গেট ভেঙেছিল, তারপরও
কেন তারা ভেতরের গেট ভাঙেনি?
70
00:06:21,230 --> 00:06:23,940
এরেনের পাথর দিয়ে দেয়ালের ফাটল
ভরাটের সময়ও তারা বাধা দেয়নি।
71
00:06:25,190 --> 00:06:29,590
এর মানে, তাদের আরোও বড়
কোন উদ্দেশ্য আছে।
72
00:06:30,970 --> 00:06:32,580
বড় উদ্দেশ্য?
73
00:06:32,580 --> 00:06:35,620
এমন কিছু যা দেয়াল ভাঙার চেয়েও গুরুত্বপূর্ন।
74
00:06:36,120 --> 00:06:41,460
এরেনের অপ্রত্যাশিতভাবে টাইটানে রুপান্তরিত
হওয়ার মধ্যে এর কোন সম্পর্ক নেই তো?
76
00:06:41,460 --> 00:06:43,170
এটাই একমাত্র যুক্তিযুক্ত উপসংহার।
77
00:06:43,500 --> 00:06:46,090
তার মানে... ..
79
00:06:47,510 --> 00:06:55,640
এরেনের টাইটানে রুপান্তরিত হওয়ার মুহূর্তটা
যে দেখেছিল সেও একজন টাইটান!
81
00:06:58,680 --> 00:06:59,730
গুন্থার!
82
00:07:00,190 --> 00:07:01,850
এরেন, থেমো না!
83
00:07:02,270 --> 00:07:03,110
চলতে থাকো!
84
00:07:05,600 --> 00:07:07,110
কিন্তু গুন্থার...
85
00:07:08,360 --> 00:07:09,400
ওটা কে?
86
00:07:09,400 --> 00:07:10,450
এরেনকে সুরক্ষিত রাখো!
87
00:07:10,860 --> 00:07:12,280
মহা ঝামেলায় পড়া গেল!
88
00:07:12,280 --> 00:07:14,240
এলডো, কি করা যায় বলোতো?
89
00:07:14,570 --> 00:07:16,200
ঘোড়া পর্যন্ত পৌছুবার সময় নেই!
90
00:07:16,200 --> 00:07:18,160
হেডকোয়ার্টারে চলুন, যত দ্রুত পারা যায়!
91
00:07:25,420 --> 00:07:28,510
এটা কি ফিমেল টাইটান?
আর কোন টাইটান আছে নাকি?
92
00:07:28,510 --> 00:07:30,380
নিকুচি করি তোর!
94
00:07:31,030 --> 00:07:33,760
আয় তুই! তোকে মারতে
আমি একাই যথেষ্ট!
96
00:07:34,300 --> 00:07:37,350
ফিমেল টাইটান! এ কীভাবে সম্ভব?
98
00:07:37,840 --> 00:07:39,770
ওটাকে না আমরা ধরেছিলাম?
99
00:07:47,940 --> 00:07:57,080
যদি শত্রু এখন মনুষ্যবেশে থাকে, হতে পারে এটা
শক্তি সঞ্চয় করে আবারও টাইটানে রূপান্তরিত হবে।
101
00:08:01,620 --> 00:08:03,790
আমি জানতাম! খারাপ সময় ঘনিয়ে এসেছে!
103
00:08:04,580 --> 00:08:05,920
ফিমেল টাইটান!
104
00:08:14,470 --> 00:08:18,640
নরকের কিট! তোর এত সাহস! এবার আমার
হাত থেকে তোর আর নিস্তার নেই!
107
00:08:18,640 --> 00:08:19,430
না!
108
00:08:21,010 --> 00:08:23,560
আমাদের তিনজনের হাতে
ওটাকে ছেড়ে দাও।
109
00:08:23,560 --> 00:08:26,690
তুমি পূর্ন গতিতে হেড কোয়ার্টারে যেতে থাকো!
110
00:08:29,340 --> 00:08:31,490
এই টাইটানবেশি বেইমানটা অত্যন্ত ধূর্ত!
111
00:08:32,400 --> 00:08:37,450
যদি আমরা এটাকে সম্মুখ সমরে আক্রমণ করতে যাই,
বেঁচে ফেরার সম্ভাবনা শূন্যের কোঠায় বলা চলে।
113
00:08:37,820 --> 00:08:43,620
প্রয়োজন পড়লে আমাদের বড় ঝুঁকি নিতে হবে এবং
সব কিছু হারানোর জন্য প্রস্তুত থাকতে হবে।
115
00:08:43,830 --> 00:08:45,380
আমিও লড়তে চাই!
116
00:08:45,380 --> 00:08:46,130
না!
117
00:08:46,540 --> 00:08:50,380
আমাদের ওপর নির্দেশ রয়েছে! কোনভাবেই
তোমাকে ঝুঁকির মুখে ঠেলে দিতে পারবো না!
119
00:08:50,840 --> 00:08:53,920
কেন? এখনও আমাদের সামর্থ্যের ওপর
তোমার সন্দেহ আছে?
120
00:08:54,460 --> 00:08:55,740
তোমার তাই ধারণা, এরেন?
121
00:08:56,360 --> 00:08:59,470
আমরা কি এতোটাই বিশ্বাসের অযোগ্য?
122
00:09:01,970 --> 00:09:05,920
আমাদের লড়াইয়ের কৌশল না
বদলালে জয় অধরাই থেকে যাবে।
124
00:09:12,770 --> 00:09:15,040
আমার স্কোয়াডের ওপর আমার
পূর্ন বিশ্বাস আছে!
125
00:09:16,410 --> 00:09:17,780
শুভকামনা রইলো!
126
00:09:45,980 --> 00:09:49,980
আমরা ওটাকে অন্ধ করে দিয়েছি!
কিছু সময়ের জন্য ওটা অন্ধ হয়ে থাকবে!
128
00:09:49,980 --> 00:09:51,230
এর মধ্যেই এটাকে মারতে হবে!
129
00:09:51,230 --> 00:09:52,570
জীবিত ধরার প্রয়োজন নেই!
130
00:09:52,570 --> 00:09:53,360
মেরে ফেলতে হবে এটাকে!
131
00:09:53,360 --> 00:09:54,650
নির্লজ্জের মতো মর এখানে!
132
00:09:54,650 --> 00:09:56,400
বেইমানটাকে উচিত শাস্তি দিতে হবে!
133
00:10:00,360 --> 00:10:02,330
তোকে আমাদের হাত থেকে
কেউ বাঁচাতে পারবে না!
134
00:10:16,340 --> 00:10:21,550
কাধের গোঁড়া থেকে তোর হাত কেটে ফেলব,
তুই আর হাত তুলতে পারবি না!
136
00:10:26,980 --> 00:10:30,560
ওটার হাত কেটে বিচ্ছিন্ন করে ফেলো!
139
00:10:33,860 --> 00:10:34,730
হাত নিচে এখন!
140
00:10:37,300 --> 00:10:38,400
এখন ঘাড় নিশানা করো!
141
00:10:38,840 --> 00:10:42,780
শরীর থেকে মাথাটা পুরো আলাদা করে
ফেলবো! বেইমানির শাস্তি দিতে হবে!
143
00:10:48,750 --> 00:10:52,290
তারা অনেক শক্তিশালী! ফিমেল টাইটান
পুরোপুরি কোণঠাসা অবস্থায় আছে এখন!
145
00:10:52,290 --> 00:10:55,960
একই সাথে এত গোছালো আক্রমন কীভাবে সম্ভব!?
146
00:10:56,940 --> 00:11:00,580
একটাই কারণ, তারা একে
অপরকে বিশ্বাস করে!
147
00:11:01,410 --> 00:11:03,620
তারা অনেক পরিস্থিতি এভাবে
পার করে এসেছে!
148
00:11:04,180 --> 00:11:07,470
সেজন্যই গুন্থারকে হারানোর পরও
তাদের মনোবল এখনও শক্ত!
149
00:11:10,950 --> 00:11:12,100
আমি সামনে চলতে থাকি!
150
00:11:12,400 --> 00:11:17,800
যদি তাদের ওপর ভরসা রেখে সামনে চলতে
থাকি সেটাই হবে আমার আনুগত্যের প্রমাণ!
152
00:11:18,400 --> 00:11:19,870
অবশেষে আমি বুঝতে পেরেছি!
153
00:11:21,820 --> 00:11:23,240
সত্য হচ্ছে, আমি জানি না
কোনটা ভালো হবে।
154
00:11:25,480 --> 00:11:26,590
কখনোই জানতাম না।
155
00:11:27,330 --> 00:11:32,170
নিজের প্রতি ভরসা করলে ভালো
হবে নাকি নিজের কমরেডের ওপর?
157
00:11:33,130 --> 00:11:35,130
কোনটাতে কেমন ফল আসবে সেটা অনিশ্চিত।
158
00:11:39,720 --> 00:11:42,260
ঘাড়ে নিশানা করো!
159
00:11:47,040 --> 00:11:48,360
এলডো!
160
00:11:55,740 --> 00:11:56,610
কীভাবে?
161
00:11:57,880 --> 00:11:59,570
এর চোখ এত দ্রুত ঠিক হয়ে গেল!
162
00:11:59,990 --> 00:12:01,740
৩০ সেকেন্ডও পার হয়নি এখনো!
163
00:12:02,610 --> 00:12:03,790
শুধু একটা চোখ?
164
00:12:04,220 --> 00:12:09,080
এটা দুচোখের বদলে এক চোখ ঠিক করার
দিকে বেশি মনোযোগ দিয়েছিল!
166
00:12:10,010 --> 00:12:10,830
পেত্রা!
167
00:12:10,950 --> 00:12:12,290
ডানে বামে মোড় নাও!
168
00:12:13,670 --> 00:12:16,130
পেত্রা, এখুনি!
169
00:12:25,640 --> 00:12:26,850
এখন...
170
00:12:27,530 --> 00:12:28,430
মর!
171
00:12:34,730 --> 00:12:35,650
এটা কি হচ্ছে?
172
00:12:36,190 --> 00:12:37,650
আমার তরবারি একটা আচড়ও কাটতে পারেনি!
175
00:13:05,260 --> 00:13:06,140
বেইমানের বাচ্চা!
176
00:13:22,020 --> 00:13:22,910
এরেন?
177
00:13:23,800 --> 00:13:25,990
মিকাসা, যেয়ো না! দাঁড়াও!
178
00:13:26,170 --> 00:13:28,320
সেই চিৎকারটা! ঈশ্বর!
183
00:15:44,060 --> 00:15:47,000
আমি সিদ্ধান নিতে ভুল করেছিলাম!
184
00:15:48,670 --> 00:15:52,390
আমি ওদের ওপর ভরসা করেছিলাম!
185
00:15:53,240 --> 00:15:54,610
যার কারণে, সবাইকে মরতে হলো!
186
00:16:04,440 --> 00:16:13,700
যদি শুরু থেকে নিজের প্রতি বিশ্বাস রেখে লড়াই
করতাম, তাহলে শুরুতেই একে মারতে পারতাম!
188
00:16:31,090 --> 00:16:32,220
যদি তখন...
189
00:16:33,390 --> 00:16:35,290
যদি তখন টাইটানে রূপান্তরিত হতাম...
190
00:16:37,470 --> 00:16:38,430
না...
191
00:16:39,210 --> 00:16:44,850
তারও আগে যদি লড়াই করতাম...
193
00:16:46,620 --> 00:16:48,700
ক্যাপ্টেন লেভিও সেখানে ছিলেন!
194
00:16:49,140 --> 00:16:50,730
জয় আমাদের নিশ্চিত ছিল তখন!
195
00:16:51,190 --> 00:16:53,490
হয়তো এটাকে পাকড়াও করতে পারতাম!
196
00:16:53,900 --> 00:16:55,610
তুমি কোন ভুল করছো না।
197
00:16:56,600 --> 00:16:57,830
যে সিদ্ধান্ত নিতে চাও, নাও।
198
00:17:01,400 --> 00:17:02,280
আমি...
199
00:17:03,120 --> 00:17:04,500
একটা সিদ্ধান্ত নিয়েছিলাম।
200
00:17:05,830 --> 00:17:09,970
ফলশ্রুতিতে সবাইকে মরতে হলো!
201
00:17:11,550 --> 00:17:14,130
সবার মৃত্যুর পেছনে আমিই দায়ী!
202
00:17:17,090 --> 00:17:19,720
কিন্তু, আসল দোষী হচ্ছে...
203
00:17:20,270 --> 00:17:22,020
তুই!
204
00:17:34,320 --> 00:17:36,240
তোকে ছিড়ে টুকরো টুকরো করে ফেলব! .
205
00:17:36,950 --> 00:17:43,540
আমার হাত সেরে গেলেই,
তোকে ছিড়ে দু'টুকরো করে ফেলবো!
207
00:17:44,250 --> 00:17:49,290
তোর ঘাড়ের ভেতরে থাকা
বেইমানটাকে খেয়ে ফেলবো!
209
00:19:49,870 --> 00:19:51,120
এরেন!
210
00:20:13,320 --> 00:20:16,330
এরেন! যেয়ো না!
211
00:20:22,410 --> 00:20:23,710
যেয়ো না!
212
00:20:30,440 --> 00:20:31,670
ফিরিয়ে দে!
213
00:20:36,020 --> 00:20:37,500
ফিরিয়ে দে!
214
00:20:37,960 --> 00:20:39,460
আমার এরেনকে ফিরিয়ে দে!
215
00:20:57,310 --> 00:20:59,320
ফিরিয়ে দে ওকে!
216
00:21:07,640 --> 00:21:09,630
ওকে ফিরিয়ে দে!
217
00:21:13,290 --> 00:21:15,960
এটার চামড়ায় একটা আচড়ও
কাটা যাচ্ছে না!
218
00:21:18,290 --> 00:21:19,610
ও এখনও বেঁচে আছে!
219
00:21:20,040 --> 00:21:20,960
এখনও বেঁচে আছে ও!
220
00:21:21,860 --> 00:21:24,760
আমি জানি, এরেন এখনও বেঁচে আছে!
221
00:21:26,220 --> 00:21:29,930
ডাইনিটা যেখানেই যাক,
ওটাকে খুন করে ফেলবো!
222
00:21:29,930 --> 00:21:32,350
ওটার ঘাড় কেটে..
223
00:21:32,350 --> 00:21:35,690
তোমাকে বের করে নিয়ে আসবো!
224
00:21:36,460 --> 00:21:37,980
আমি দুঃখিত, এরেন..
225
00:21:38,520 --> 00:21:42,280
আর একটু অপেক্ষা করো!
226
00:21:49,660 --> 00:21:50,740
দাঁড়া বলছি!
227
00:21:51,340 --> 00:21:52,660
কে?
228
00:21:55,000 --> 00:21:56,470
আপাতত পিছু হটো!
229
00:22:02,650 --> 00:22:04,110
দূরত্ব বজায় রাখো।
230
00:22:04,560 --> 00:22:08,580
এটা বেশিদূর যেতে পারবো না!
সহ্যমাত্রার বেশি লড়েছে সে!
232
00:22:10,300 --> 00:22:12,850
টাইটানের ঘাড় ছিড়ে এরেনকে
মুখে পুরে নিয়েছে দেখলাম।
233
00:22:13,410 --> 00:22:14,850
এরেন বেঁচে আছে?
234
00:23:53,320 --> 00:23:54,490
"এরেন এখনও বেঁচে আছে!"
235
00:23:54,980 --> 00:23:56,240
"ফিরিয়ে দাও এরেনকে।"
236
00:23:56,930 --> 00:24:00,440
মিকাসার চোখের সামনে ফিমেল টাইটান
এরেনকে মুখে পুরে নিয়ে পালায়।
237
00:24:00,440 --> 00:24:05,810
মিকাসা স্কাউট রেজিমেন্টের সবচেয়ে বড় যোদ্ধা লেভির
সাথে মিলে ফিমেল টাইটানের সাথে লড়াই শুরু করে!