1 00:01:00,000 --> 00:01:25,990 অনুবাদ ও সম্পাদনায়ঃ রেদওয়ান হোসেন। 2 00:02:20,040 --> 00:02:21,200 আমি দুঃখিত... দুঃখিত 3 00:02:21,400 --> 00:02:23,080 না, ঠিক আছে। 4 00:02:28,640 --> 00:02:29,970 তোমার নাম কি? 5 00:02:30,480 --> 00:02:31,640 অ্যান্ড্রু নেইম্যান,স্যার। 6 00:02:32,280 --> 00:02:33,400 তুমি কোন বর্ষের? 7 00:02:34,120 --> 00:02:35,530 আমি... প্রথম বর্ষ। 8 00:02:36,080 --> 00:02:38,890 তুমি জানো আমি কে? হ্যাঁ, স্যার। 9 00:02:39,520 --> 00:02:41,840 তাহলে তুমি জানো যে আমি বাদক খুঁজছি? 10 00:02:42,640 --> 00:02:44,130 হ্যাঁ, স্যার। 11 00:02:44,560 --> 00:02:46,280 তাহলে বাজানো বন্ধ করে দিলে কেন? 12 00:03:05,720 --> 00:03:07,560 আমি কি তোমাকে আবারো বাজানো শুরু করতে বলেছি? 13 00:03:07,880 --> 00:03:10,450 দুঃখিত, আমি.. আমি জিজ্ঞেস করেছি, তুমি কেন বাজানো বন্ধ করলে, 14 00:03:10,640 --> 00:03:13,640 আর তুমি মুখে না বলে নেচে নেচে উত্তর দিচ্ছো! 15 00:03:14,240 --> 00:03:16,640 দুঃখিত, আমি ভেবেছিলাম.. তুমি কেমন বাজাতে পারো দেখাও। 16 00:03:16,880 --> 00:03:18,400 ঠিক আছে, স্যার। 17 00:03:23,960 --> 00:03:25,530 দিগুন গতিতে বাজাও! 18 00:03:28,240 --> 00:03:31,080 দিগুন সময় না, দিগুন গতিতে। 19 00:03:31,600 --> 00:03:34,330 দ্রুত, দ্রুত! 20 00:03:52,520 --> 00:03:54,280 আহারে... 21 00:03:54,480 --> 00:03:56,320 জ্যাকেট নিতে ভুলে গিয়েছিলাম। 22 00:05:15,040 --> 00:05:16,960 মাছের চকলেট দেবো? আজকে না। 23 00:05:19,000 --> 00:05:20,570 ধন্যবাদ। হুম। 24 00:05:30,720 --> 00:05:33,640 তুমি ঠিক আছো? হ্যাঁ। 25 00:05:41,040 --> 00:05:43,770 ওহ আচ্ছা, কিভাবে হলো জানিনা, সে আজকে আমাকে বাজাতে দেখেছে। 26 00:05:45,160 --> 00:05:46,730 তারপর? 27 00:05:47,840 --> 00:05:49,280 হুম... 28 00:05:50,000 --> 00:05:53,120 তোমার এখনো অনেক পথ খোলা আছে। 29 00:05:53,440 --> 00:05:55,360 এটার মানে কি? দাড়াও... 30 00:05:55,560 --> 00:05:57,360 অনেক পথ মানে? মানে তুমিও জানো... 31 00:05:59,520 --> 00:06:00,800 এটাই জীবন। 32 00:06:01,440 --> 00:06:04,280 শোন, যখন আমার মত বয়স হবে, তোমার দৃষ্টিভঙ্গিও বদলাবে। 33 00:06:04,480 --> 00:06:07,080 আমার দৃষ্টিভঙ্গির দরকার নেই। 34 00:06:07,280 --> 00:06:08,560 দুঃখিত। 35 00:06:14,280 --> 00:06:15,720 ঠিক আছে। 36 00:06:17,280 --> 00:06:19,440 এখানে কিসমিস দিলে আমার ভালো লাগেনা। 37 00:06:20,760 --> 00:06:22,250 আগে বলোনি কেন? 38 00:06:22,480 --> 00:06:24,600 আমি এগুলো বেঁছে বেঁছে খাই। 39 00:06:27,920 --> 00:06:29,280 তোমার কথা মাথার উপর দিয়ে গেলো। 40 00:07:03,880 --> 00:07:07,120 টাটা, পরে দেখা হবে। 41 00:07:15,640 --> 00:07:18,320 এসে গেছে আমার রায়ান, ওরে ওরে! 42 00:07:18,520 --> 00:07:20,040 কি অবস্থা ভায়া? 43 00:07:20,240 --> 00:07:22,040 অনেকদিন পর। 44 00:07:22,240 --> 00:07:24,520 ড্রাম এর সামনে নেইম্যানকে দেখতে বেমানান লাগছিলো। 45 00:07:24,720 --> 00:07:25,760 কি হচ্ছে এসব। 46 00:07:26,000 --> 00:07:27,920 - কি? - সে ভালো আছে। 47 00:07:28,600 --> 00:07:30,600 - যা বল আরকি। দেখা হয়ে ভালো লাগলো। - হুম। 48 00:07:30,840 --> 00:07:31,960 কিরে, দেখতে ভালো লাগছে। 49 00:07:33,760 --> 00:07:34,800 হ্যাঁয়, কি খবর। 50 00:07:35,000 --> 00:07:36,680 দিনকাল কেমন যাচ্ছে? হ্যাঁ, খুব ভালো। 51 00:07:36,880 --> 00:07:38,240 তাই? হ্যাঁ, খুব আনন্দে কাটছে। 52 00:07:38,440 --> 00:07:39,560 ভালো। 53 00:07:40,080 --> 00:07:43,080 হ্যাঁয়, গ্রেগ এর কথায় কিছু মনে করোনা। সে একটা গাধা। 54 00:07:43,280 --> 00:07:44,320 ওহ... 55 00:07:44,560 --> 00:07:46,800 আরে ব্যাপার না... শুভ সকাল সবাইকে। 56 00:07:49,640 --> 00:07:50,970 সবাইকে শুভ সকাল। 57 00:07:51,160 --> 00:07:52,760 - শুভ সকাল। - ঠিক আছে। 58 00:07:52,880 --> 00:07:57,320 "বিল্লি জেইন" এর সুরটা করা যাক, প্রথম থেকে, ঠিক আছে? 59 00:07:58,960 --> 00:08:00,680 - কি হয়েছে? ঠিক আছে? - চলবে। 60 00:08:00,880 --> 00:08:02,800 এক দুই তিন... ঠিক আছে। 61 00:08:15,000 --> 00:08:16,040 দাড়াও। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। 62 00:08:17,160 --> 00:08:19,480 ঠিক আছে, এইবার তাহলে...রিস, কেমন? 63 00:08:19,720 --> 00:08:21,290 তিন... এই রায়ান। 64 00:08:22,160 --> 00:08:23,840 দেখেশুনে... 65 00:08:24,320 --> 00:08:25,970 আচ্ছা। 66 00:08:26,240 --> 00:08:28,120 আচ্ছা, হ্যাঁ... 67 00:08:34,040 --> 00:08:35,080 আজকে না। 68 00:08:35,320 --> 00:08:37,320 - নীচের দিকে জোর দাও। - আরেকটু আবেগ দিয়ে। 69 00:08:38,440 --> 00:08:40,720 তুমি নিজেকে নিজে অস্বস্তিতে ফেলছো যেন কিছু একটা হয়েছে। 70 00:08:40,920 --> 00:08:43,120 এটা আসলেই দুঃখজনক। 71 00:10:14,040 --> 00:10:15,690 সংক্ষেপে. 72 00:10:20,360 --> 00:10:21,520 ঠিক আছে। ঠিক আছে। 73 00:10:22,640 --> 00:10:25,720 এতেই হয়ে যাবে, শুধু মূল ড্রাম বাদকে পরিবর্তন করো। 74 00:10:26,560 --> 00:10:28,760 মূল বাদক, চল শুরু করা যাক। 75 00:10:31,040 --> 00:10:33,440 কিরে ভাই, প্র্যাকটিস করোনি নাকি? 76 00:10:43,840 --> 00:10:45,200 আমি করি? 77 00:10:56,240 --> 00:10:57,650 আকর্ষণীয়। 78 00:10:58,200 --> 00:11:00,600 নিচ থেকে, তূরী, খণ্ড ৭ আর ৮। 79 00:11:00,840 --> 00:11:02,520 তিন চার... 80 00:11:06,000 --> 00:11:07,330 তিন চার... 81 00:11:07,560 --> 00:11:09,210 আচ্ছা, ঠিক আছে। 82 00:11:09,400 --> 00:11:13,040 বাঁশি, ২৪ নং খণ্ড শেষ দুই লাইন। 83 00:11:13,240 --> 00:11:14,280 ওকে দিয়ে হবেনা। 84 00:11:14,520 --> 00:11:16,920 টেনর, ১১ থেকে শুরু করো দেখি। 85 00:11:17,120 --> 00:11:18,880 তিন চার। 86 00:11:21,040 --> 00:11:24,010 একই জিনিস, তিন চার। 87 00:11:24,720 --> 00:11:25,840 ঠিক আছে। 88 00:11:26,080 --> 00:11:29,480 তুমি প্রথম চেয়ারে বসেছো, এবার দেখি এটা কি তুমি দেখতে সুন্দর, সেইজন্য কিনা! 89 00:11:29,680 --> 00:11:31,520 তিন চার। 90 00:11:31,720 --> 00:11:33,480 হ্যাঁ, সেই জন্যই। 91 00:11:33,680 --> 00:11:38,920 ড্রাম, চল একটু দিগুন গতিতে বাজিয়ে শোনাও দেখি। 92 00:11:42,720 --> 00:11:44,210 পেছনের জন? 93 00:11:45,600 --> 00:11:47,090 একই জিনিস। 94 00:11:52,480 --> 00:11:54,760 বেইস, "ডোনা লি" থেকে পাঁচ লাইন বাঁজাও। 95 00:12:00,080 --> 00:12:01,600 ঠিক আছে। 96 00:12:06,360 --> 00:12:07,440 ড্রামার, এদিকে এসো। 97 00:12:08,200 --> 00:12:09,850 ধন্যবাদ জো। 98 00:12:10,760 --> 00:12:13,040 না না না, অন্য ড্রামার। 99 00:12:28,440 --> 00:12:32,960 রুম নম্বর B16, কাল সকাল ৬টা। দেরি করোনা। 100 00:12:40,320 --> 00:12:42,920 ঠিক আছে, সবাই শুরু থেকে করা যাক। 101 00:12:48,280 --> 00:12:49,770 এক দুই তিন। 102 00:13:00,800 --> 00:13:01,840 হ্যাঁয়, কি খবর? 103 00:13:02,040 --> 00:13:03,880 ভালো, তুমি কেমন আছো? আমি ভালো, ধন্যবাদ। 104 00:13:04,080 --> 00:13:05,360 Good. 105 00:13:05,520 --> 00:13:08,600 আগের মতই? কি চাও, যেমন...? না. 106 00:13:08,880 --> 00:13:12,280 দেখো, আমি আসলে জানিনা কিভাবে... 107 00:13:13,360 --> 00:13:17,280 আমি এখানে তোমাকে প্রায় দেখি, আর আমার মনে হয়... তুমি সুন্দর আর... 108 00:13:17,520 --> 00:13:21,960 তুমি কি কখনো আমার সাথে বাইরে বের হবে ? 109 00:13:22,640 --> 00:13:24,440 দয়া করে চলে যাও। 110 00:13:25,480 --> 00:13:26,520 ওহ আল্লাহ্‌। বের হও। 111 00:13:26,720 --> 00:13:30,200 আমি দুঃখিত, আমি খুবই দুঃখিত। আমি দুষ্টুমি করছিলাম! 112 00:13:30,400 --> 00:13:34,450 আমি তোমার সাথে দুষ্টুমি করছিলাম! হা-হা। কি? ওহ খোদা। 113 00:13:34,600 --> 00:13:36,480 হা-হা-হা. আমি দুঃখিত। 114 00:13:36,680 --> 00:13:39,680 খুব ভালোই মজা করলে! আমি আসলেই...দুঃখিত! 115 00:13:39,920 --> 00:13:41,960 আমি আসলে বুঝতে পারিনি। 116 00:13:42,160 --> 00:13:44,440 তোমার নাম কি? ঠিক আছে, ব্যাপার না। 117 00:13:44,640 --> 00:13:45,720 ওহ আমি অ্যান্ড্রু। 118 00:13:45,920 --> 00:13:47,280 অ্যান্ড্রু। হ্যাঁ। 119 00:13:47,480 --> 00:13:49,680 আমি নিকোল। পরিচিত হয়ে ভালো লাগলো নিকোল। 120 00:13:49,880 --> 00:13:51,720 আমারো ভালো লাগলো। 121 00:13:51,920 --> 00:13:55,840 তো তুমি আমাকে বেড়াতে নিয়ে যাবে? হ্যাঁ... যেতে পারলে ভালোই লাগবে। 122 00:13:56,000 --> 00:13:58,280 -তুমি কোথায় নিয়ে যাবে? -পিজ্জা খেতে। 123 00:13:58,520 --> 00:13:59,760 পিজ্জা। হুম। 124 00:13:59,960 --> 00:14:02,800 আমার পিজ্জা পছন্দ। আমি ভালো একটা পিজ্জার দোকান চিনি। 125 00:14:03,000 --> 00:14:05,920 তাই নাকি, ভালো... 126 00:14:06,120 --> 00:14:07,450 আ... 127 00:14:08,280 --> 00:14:11,680 আমি সোমবার ৭টায় ফ্রি থাকবো। 128 00:14:11,880 --> 00:14:15,160 ঠিক আছে। তুমি এখানে দেখা করতে চাও? 129 00:14:15,360 --> 00:14:17,760 ওহ হ্যাঁ, আচ্ছা, আমি করবো। আচ্ছা। 130 00:14:18,000 --> 00:14:19,520 অসাধারণ! 131 00:14:19,800 --> 00:14:21,480 তাহলে ৭টায় রইলো? 132 00:14:21,640 --> 00:14:23,290 হুম, এখানে। সন্ধ্যা ৭টা। 133 00:14:23,480 --> 00:14:25,480 আন্ড্রু, সোমবারে। ঠিক আছে। 134 00:14:25,680 --> 00:14:27,280 বিদায়। বিদায়। 135 00:14:27,880 --> 00:14:31,400 ♪ আমায় রাখে অপেক্ষায় ♪ 136 00:14:31,800 --> 00:14:39,800 ♪ 'আমি থাকবো তোমার অপেক্ষায় ♪ 137 00:15:31,240 --> 00:15:34,800 এটা এতোটা খারাপ না। সে ভালো নাচে, পর্ণ ভিডিওতেও চান্স পেতো, সে করেনি। 138 00:15:35,000 --> 00:15:37,400 - তাতে ভালো হয়েছে নাকি? - হ্যাঁ, একটু তো হয়েছে. 139 00:15:37,600 --> 00:15:39,760 - এটা আরও উচ্চমানের. - আমি এসব সামলাতে পারবো. 140 00:15:48,560 --> 00:15:51,290 গর্দভটা নরক দেখেছিলো কিনা কে জানে। 141 00:15:54,360 --> 00:15:56,080 - এটা ভালোই। - তুমি এটা পেরেছো? 142 00:15:57,560 --> 00:15:58,970 এইতো. 143 00:15:59,240 --> 00:16:01,080 আমার সাথে মশকরা করছো নাকি. 144 00:16:03,760 --> 00:16:06,080 তুমিই সেই নতুন পাবলিক? হ্যাঁ, আমি অ্যান্ড্রু নেইম্যান। 145 00:16:06,280 --> 00:16:08,640 সুর ২নং তালে ধরো, তারপর আমার পাতাগুলো পাল্টে দিয়ো. 146 00:16:08,840 --> 00:16:10,330 অবশ্যই. 147 00:16:11,800 --> 00:16:14,960 মাফ করবেন, ২নং তালটা একটু বাঁজাতে পারবেন? 148 00:16:15,520 --> 00:16:17,120 ধন্যবাদ। 149 00:16:22,400 --> 00:16:24,920 দুঃখিত, আপনি কি.. আরেকবার করতে পারবেন? 150 00:16:35,720 --> 00:16:37,720 জিনিসটা অসাধারণ। 151 00:16:37,920 --> 00:16:39,570 আমি এখন নতুন করতালটা বাজায়. 152 00:16:39,760 --> 00:16:40,960 সব ঠিকঠাক কর। 153 00:17:42,240 --> 00:17:45,640 আজকে আমরা একজন নবাগত পেয়েছি। নেইম্যান. 154 00:17:45,840 --> 00:17:49,080 ১৯ বছর বয়স। সে দেখতে দারুণ না? 155 00:17:52,840 --> 00:17:54,330 ঠিক আছে বন্ধুরা, "উইপ্ল্যাস" 156 00:18:39,200 --> 00:18:41,640 পাতা। পাতা! 157 00:18:49,880 --> 00:18:53,120 বারকার, এটা তোমার শ্বশুর বাড়ি না, তাড়াতাড়ি এসে কাজ নেই। 158 00:18:53,480 --> 00:18:55,640 ৯৩ খণ্ড 159 00:18:58,640 --> 00:19:00,400 পাঁচ ছয় এবং... 160 00:19:35,960 --> 00:19:37,530 থামো! 161 00:19:38,080 --> 00:19:42,360 এখন এই জিনিসটা আমাকে দুশ্চিন্তায় ফেলছে। আমাদের এখানে একজন সুর হারিয়ে ফেলছে! 162 00:19:43,320 --> 00:19:47,320 আমি বলার আগে, সে কি নিজে তার ভুল স্বীকার করবে? 163 00:19:49,400 --> 00:19:50,760 না? 164 00:19:51,040 --> 00:19:53,690 তাহলে হয়তো আমার কানের কাছে পোকা উড়ে গিয়েছিলো। 165 00:19:54,480 --> 00:19:56,520 একশ পনেরো. 166 00:19:58,120 --> 00:19:59,120 পাঁচ ছয় এবং.. 167 00:20:02,200 --> 00:20:03,800 না, আমার কান ঠিকই আছে। 168 00:20:04,000 --> 00:20:07,480 আমাদের এখানে অবশ্যই একজন বেসুরা আছে। 169 00:20:07,720 --> 00:20:10,840 যেই হোক, এটাই তোমার শেষ সুযোগ। 170 00:20:12,960 --> 00:20:14,400 এবং সুযোগটা শেষ হলো। 171 00:20:14,600 --> 00:20:17,720 এখন কেউ একজন ইচ্ছাকৃতভাবে বেসুরা বাজাচ্ছে, 172 00:20:17,920 --> 00:20:20,570 আর আমার ব্যান্ড এর বারোটা বাজাচ্ছে, 173 00:20:20,760 --> 00:20:23,330 অথবা সে জানেই না যে সে বেসুরা বাজাচ্ছে, 174 00:20:23,640 --> 00:20:26,800 যেটা কিনা আরও খারাপ ব্যাপার। 175 00:20:29,920 --> 00:20:31,080 রীডস. 176 00:20:31,280 --> 00:20:32,440 পাঁচ ছয় এবং.. 177 00:20:34,520 --> 00:20:36,170 বোন্স. 178 00:20:37,520 --> 00:20:38,760 পাঁচ ছয় এবং.. 179 00:20:42,000 --> 00:20:43,720 সে এখানেই। 180 00:20:56,240 --> 00:20:58,200 এল্মার ফাড, বলিস না যেন এটা তুই। 181 00:21:11,600 --> 00:21:14,600 ঠিক আছে...বাজা। 182 00:21:22,880 --> 00:21:24,530 তোমার কি মনে হয় যে তুমি বেসুরা? 183 00:21:30,720 --> 00:21:34,080 নিচে কোন গর্ত নেই যে চলে যাবি, তুই কিসের দিকে তাকাচ্ছিস? 184 00:21:34,280 --> 00:21:36,930 উপরে তাকা, আমার দিকে তাকা। 185 00:21:38,600 --> 00:21:42,040 তোর কি মনে হয়, তুই বেসুরা? 186 00:21:44,520 --> 00:21:46,840 উম... 187 00:21:47,560 --> 00:21:49,130 হ্যাঁ। 188 00:21:50,320 --> 00:21:53,320 তাহলে এতক্ষণ তুই সেটা বললি না কেন? 189 00:21:55,680 --> 00:21:57,480 তোর ভারি পাছাটা অনেকদিন রাখতে দিয়েছি গাধা। 190 00:21:57,680 --> 00:21:59,440 তোর জন্য আমার প্রতিযোগিতার বারোটা বাজতে দেবোনা, 191 00:21:59,640 --> 00:22:02,370 কারণ তুই সুরে মন না দিয়ে খাওয়ার কথা ভাবছিস। 192 00:22:02,600 --> 00:22:04,640 জ্যাকসন অভিনন্দন, চতুর্থ চেয়ার তোর। 193 00:22:04,880 --> 00:22:08,320 মেটস তুই এখনো গেলিনা, দূর হ শালা। 194 00:22:27,040 --> 00:22:30,520 আসল ঘটনা হলো, মেটস বেসুরা ছিলোনা, তুই ছিলি, এরিক্সন। 195 00:22:31,280 --> 00:22:32,640 কিন্তু সে জানতো না। 196 00:22:32,960 --> 00:22:35,040 আর এটাই সবচেয়ে খারাপ। 197 00:22:38,160 --> 00:22:41,360 এখন ১০ এ যাও, ফিরে এসে আমরা নবাগতকে বাঁজাতে দেবো। 198 00:22:51,440 --> 00:22:53,720 দুই, দুই, তিন. দুই, দুই, তিন. 199 00:22:54,680 --> 00:22:58,730 সে যদি বাঁশি বাজানোর দিকে আরেকটু চেষ্টা করতো... 200 00:23:02,320 --> 00:23:04,000 আন্ড্রু. 201 00:23:07,560 --> 00:23:10,210 মা বাবা সঙ্গীতজ্ঞ ছিলেন? না. 202 00:23:10,400 --> 00:23:14,000 তারা কি করে?? আমার বাবা লেখক। 203 00:23:14,240 --> 00:23:15,320 ওহ, তিনি কি লিখেছেন? 204 00:23:16,200 --> 00:23:19,200 আসলে উনাকে শিক্ষক বললেই মানায়। ওহ. 205 00:23:19,520 --> 00:23:22,000 কলেজ?? পেনিংটন উচ্চ বিদ্যালয়। 206 00:23:23,800 --> 00:23:27,850 তোমার মা সম্পর্কে বলো? তিনি কি করেন? জানিনা। আমি ছোট থাকা অবস্থায় তিনি চলে গেছেন। 207 00:23:28,320 --> 00:23:29,840 তাহলে পরিবারের কেউ সঙ্গীতজ্ঞ না? 208 00:23:31,520 --> 00:23:33,720 তাহলে তোমাকে ভালো সঙ্গীতজ্ঞদের সুর শুনতে হবে। 209 00:23:34,040 --> 00:23:36,800 বাডি রিচ, জো জোনস... 210 00:23:37,200 --> 00:23:41,120 চার্লি পার্কার মরে ভুত হয়ে গিয়েছিলো 211 00:23:41,320 --> 00:23:44,480 কারণ জো তার মাথায় করতাল ছুড়ে মেরেছিলো! 212 00:23:45,120 --> 00:23:46,880 বুঝতে পারছো আমি কি বলছি? হুম. 213 00:23:47,920 --> 00:23:50,280 শোন, আসল বিষয় হচ্ছে... শান্ত থাকা। 214 00:23:51,000 --> 00:23:52,840 সংখ্যা নিয়ে চিন্তা করবে না. 215 00:23:53,040 --> 00:23:55,610 তোমাকে নিয়ে কে কি বলছে সেগুলো কানে নেবেনা। 216 00:23:57,120 --> 00:23:59,200 তুমি লক্ষ্য অর্জন করতে এখানে এসেছো। 217 00:23:59,720 --> 00:24:01,760 তুমি বিশ্বাস করো এই কথা? 218 00:24:02,400 --> 00:24:03,760 হ্যাঁ। 219 00:24:05,560 --> 00:24:07,130 বলো। 220 00:24:09,200 --> 00:24:11,200 আমি লক্ষ্য অর্জন করতেই এখানে এসেছি। 221 00:24:13,760 --> 00:24:15,090 ভালো। 222 00:24:16,600 --> 00:24:19,570 ঠিক আছে তাহলে, উপভোগ করো। 223 00:24:46,600 --> 00:24:48,120 ঠিক আছে বন্ধুরা, "উইপ্ল্যাস" 224 00:24:48,880 --> 00:24:52,400 লয় একটু কম হবে, ঠিক আছে? নেইম্যান, তোমার সেরাটা দাও। 225 00:24:55,040 --> 00:24:56,530 শুরু করা যাক। 226 00:24:57,000 --> 00:24:58,080 পাঁচ ছয় এবং... 227 00:25:14,760 --> 00:25:16,840 আরেকটু আবেগ লাগাও। 228 00:25:27,400 --> 00:25:28,640 আমরা বাডি রিচ পেয়ে গেছি। 229 00:25:38,040 --> 00:25:40,520 একটু ভুল হয়েছে। এটা ১৭ তে নিয়ে যাও। 230 00:25:43,000 --> 00:25:44,410 প্রস্তুত? 231 00:25:45,040 --> 00:25:46,240 পাঁচ ছয় এবং... 232 00:25:51,760 --> 00:25:53,330 আমার লয় এর সাথে মিলছে না। 233 00:25:54,760 --> 00:25:56,090 শুরু করো. 234 00:25:56,320 --> 00:25:57,520 পাঁচ ছয় এবং... 235 00:26:00,480 --> 00:26:03,160 কম্পন ১৮ তে হবে। শুরু করো... 236 00:26:04,080 --> 00:26:05,280 পাঁচ ছয় এবং... 237 00:26:07,680 --> 00:26:10,160 ১৭ খন্ডের শেষ চার লাইন। 238 00:26:10,360 --> 00:26:11,850 বুঝেছো? 239 00:26:12,120 --> 00:26:14,240 পাঁচ ছয় সাত... 240 00:26:16,760 --> 00:26:19,730 আমার সুরের সাথে মিলছে না। হয়ে যাবে, চিন্তা করোনা, আবার হোক। 241 00:26:19,920 --> 00:26:21,960 পাঁচ ছয় সাত... 242 00:26:24,280 --> 00:26:26,960 তুমি তাড়াহুড়ো করছো। আবার হোক। 243 00:26:27,320 --> 00:26:29,440 পাঁচ.. প্রস্তুত? আচ্ছা. 244 00:26:29,880 --> 00:26:32,000 পাঁচ ছয় এবং... 245 00:26:34,080 --> 00:26:35,320 ধীরে করছো, কাছাকাছি... 246 00:26:39,400 --> 00:26:40,890 আমি ইঙ্গিত দিলে তখন। 247 00:26:41,120 --> 00:26:43,240 পাঁচ ছয় সাত... 248 00:26:45,800 --> 00:26:48,840 দ্রুত হচ্ছে। পাঁচ ছয় সাত... 249 00:26:51,320 --> 00:26:54,440 ধীরে হচ্ছে। পাঁচ ছয় সাত... 250 00:27:18,880 --> 00:27:22,200 তোমার মাথার দিকে কেন চেয়ার ছুড়ে মারলাম, তুমি জানো, নেইম্যান? 251 00:27:22,880 --> 00:27:24,960 আমি জানিনা। তুমি অবশ্যই জানো। 252 00:27:25,480 --> 00:27:28,160 লয় এর জন্য? তুমি ধীরে করছিলে না দ্রুত? 253 00:27:30,480 --> 00:27:31,560 আমি জানিনা। 254 00:27:34,000 --> 00:27:35,520 শুরু করো। পাঁচ ছয়, সাত... 255 00:27:35,720 --> 00:27:37,240 চার থেকে গাধা! আমার দিকে তাকাও! 256 00:27:38,000 --> 00:27:39,280 এক, দুই, তিন, চার। 257 00:27:39,480 --> 00:27:41,920 এক, দুই, তিন, চার। এক, দুই, তিন... 258 00:27:42,120 --> 00:27:44,240 এখন, আমি ধীরে করছিলাম না দ্রুত? 259 00:27:44,800 --> 00:27:46,800 আমি জানিনা। আবার গুনো। 260 00:27:47,120 --> 00:27:49,480 এক, দুই, তিন, চার। এক, দুই, তিন, চার। 261 00:27:49,680 --> 00:27:52,080 এক, দুই, তিন, চার। দ্রুত না ধীরে? 262 00:27:52,280 --> 00:27:54,520 দ্রুত। তাহলে তুমি জানো পার্থক্য কোথায়! 263 00:27:54,720 --> 00:27:57,160 আমার ব্যান্ডের বারোটা বাজাতে চাইলে, 264 00:27:57,400 --> 00:27:59,200 তোমার চোদ্দ গুষ্টির বারোটা বাজাবো। 265 00:27:59,840 --> 00:28:01,280 এখন তুমি বাচাল থাকবে, 266 00:28:01,480 --> 00:28:03,000 নাকি তুমি আলসে থাকবে, 267 00:28:03,240 --> 00:28:05,840 নাকি তুমি আমার সময়মত বাজাবে? 268 00:28:06,080 --> 00:28:08,120 আপনার সময়েই বাজাবো। 269 00:28:08,600 --> 00:28:11,170 এটা কি বলো? "২১৫ মাত্রার চতুর্থাংশের সমান." 270 00:28:11,360 --> 00:28:13,440 ২১৫ পর্যন্ত গুনো। এক, দুই, তিন, চার, 271 00:28:13,640 --> 00:28:15,680 এক, দুই, তিন, চার। এতো দেখি গাধা! 272 00:28:15,920 --> 00:28:20,200 একটা মানুষ যে সত্যি গাধা হতে পারে জানতাম না। তাহলে আমাকে বুঝে নিতে হবে যে তুমি লয়ও পড়তে জানোনা। 273 00:28:20,400 --> 00:28:23,210 তুমি কি কখনো মিউজিকও পড়নি? এটা কি? অষ্টম বিন্দু। 274 00:28:23,400 --> 00:28:25,640 হ্যাঁ, এটা কি? দীর্ঘ লয় বিন্দু। 275 00:28:26,000 --> 00:28:27,200 আমাকে ১০১ তম অনুচ্ছেদ শুনাও. 276 00:28:28,960 --> 00:28:33,040 এসব কি, তোমাকে গান গাইতে বলল কে? ড্রাম বাজিয়ে শুনাও! 277 00:28:33,240 --> 00:28:35,440 থামো! এখন আমার প্রশ্নের উত্তর দাও। 278 00:28:35,640 --> 00:28:39,080 তুমি কি দ্রুত বাজাচ্ছিলে, নাকি ধীরে? 279 00:28:40,400 --> 00:28:42,000 জবাব দাও! দ্রুত! 280 00:28:47,000 --> 00:28:48,920 হায়রে খোদা। 281 00:28:49,560 --> 00:28:52,400 তুমি কি এখানে বিরহের নাটক করতে এসেছো? 282 00:28:52,600 --> 00:28:56,490 আমাকে দেখতে কি নাটক এর পরিচালক মনে হচ্ছে? তোমার নিশ্চয়ই মন খারাপ। 283 00:28:56,680 --> 00:28:58,400 মন খারাপ? না. 284 00:28:58,600 --> 00:29:00,480 না? তাহলে তুমি বাজে ড্রাম বাজাওনি? 285 00:29:00,680 --> 00:29:03,880 আমি খারাপ বাজিয়েছি. তাহলে তোমার মন খারাপ? হ্যাঁ নাকি না? 286 00:29:04,360 --> 00:29:06,080 হ্যাঁ, তোমার মন খারাপ। 287 00:29:06,280 --> 00:29:07,320 হ্যাঁ. 288 00:29:07,520 --> 00:29:09,720 বল সেটা। আমার মন খারাপ। 289 00:29:09,920 --> 00:29:12,730 পুরো ব্যান্ড শুনে মত করে বলো। 290 00:29:13,200 --> 00:29:16,400 আমার মন খারাপ জোরে. 291 00:29:16,640 --> 00:29:18,760 আমার মন খারাপ। আরও জোরে! 292 00:29:18,960 --> 00:29:20,320 আমার মন খারাপ। 293 00:29:20,520 --> 00:29:23,880 তুমি হলে বন্ধুবান্ধবহীন, অকাজের একটা গাধার বাচ্চা, 294 00:29:24,080 --> 00:29:27,560 যার মা তার বাবাকে ছেড়ে চলে গেছে, যখন সে জানতে পারলো তার ছেলে আসলে একটা গাধা! 295 00:29:27,760 --> 00:29:30,440 আর এখন যে আমার ব্যান্ডে এসে কেঁদে কেঁদে বন্যায় ভাসিয়ে দিচ্ছে, 296 00:29:30,640 --> 00:29:32,560 যেন নয় বছরের একটা মেয়ে। 297 00:29:32,760 --> 00:29:35,680 তোমার বাপের কসম, শেষবারের মত বলছি, 298 00:29:35,880 --> 00:29:38,320 আরও জোরে বল! আমার মন খারাপ!! 299 00:29:38,720 --> 00:29:40,370 কার্ল। 300 00:29:41,800 --> 00:29:44,480 আরও অনুশীলন করো, নেইম্যান। 301 00:29:45,760 --> 00:29:49,360 "উইপ্ল্যাস," ১২৫ নং খন্ড। 302 00:29:49,600 --> 00:29:51,720 দ্রুত তালে। 303 00:29:51,920 --> 00:29:53,000 পাঁচ ছয় এবং... 304 00:32:28,120 --> 00:32:29,280 জায়গাটা সুন্দর। 305 00:32:29,640 --> 00:32:33,800 হ্যাঁ। এখানে যে গানটা বাজায় সেটা আমার খুব পছদের। 306 00:32:34,000 --> 00:32:35,000 হুম. 307 00:32:35,160 --> 00:32:38,800 আসলে খাবারটাও ভালো, কিন্তু... না, পিজ্জাটা আসলেই ভালো। 308 00:32:40,600 --> 00:32:42,040 "ঘুম ভাঙ্গার কালে।" 309 00:32:42,600 --> 00:32:44,640 কি? এই গানটার নাম। 310 00:32:45,080 --> 00:32:46,120 ওহ! হা, হা! 311 00:32:46,360 --> 00:32:50,120 জ্যাকি হিল, ১৭ই জুলাই, ১৯৩৮ 312 00:32:50,360 --> 00:32:52,120 বব হিল ড্রাম বাজাচ্ছিলেন। 313 00:32:54,120 --> 00:32:57,840 তোমাকে যতবার থিয়েটারে দেখেছি, তোমার চোখ সবসময় ফ্লোর এর দিকে থাকে। 314 00:32:58,080 --> 00:33:00,810 তাই নাকি? ওহ... হুম। 315 00:33:01,600 --> 00:33:05,240 আমার বাবা বলেছে... কারও সাথে চোখাচোখি হলে আমার সমস্যা হয়। 316 00:33:06,200 --> 00:33:09,400 আমার মা বাবাও আমার সমালোচনা করে। 317 00:33:09,600 --> 00:33:12,440 যখন ছোট ছিলাম, মা বলেছিলো আমার চিবুক নাকি অনেক বড়। 318 00:33:12,640 --> 00:33:14,320 আর তাই কোন ছেলে আমাকে পছন্দ করেনা। 319 00:33:14,520 --> 00:33:16,090 তাই? এটা ঠিক না। হ্যাঁ। 320 00:33:16,280 --> 00:33:18,400 সে বলছে এটা নাকি আমার বাবার অভিশাপ ছিলো। 321 00:33:18,640 --> 00:33:20,960 এটা জ্যাই লিনোর মত। দেখছো। 322 00:33:21,160 --> 00:33:23,320 না এটা নয়। হ্যাঁ এটা ঠিক। 323 00:33:23,560 --> 00:33:26,840 মনে হয়না... আমার একদম মনে হয়না। আসলে, এটা সুন্দর। 324 00:33:27,040 --> 00:33:31,600 তোমার চিবুক অনেক... সুন্দর, অনেক! হা-হা-হা. 325 00:33:32,080 --> 00:33:33,800 তোমার মা একদম পাগল। 326 00:33:34,000 --> 00:33:36,600 আমার বয়সে থাকতে সে নাকি অভিনেত্রী হতে চেয়েছিলো। 327 00:33:37,560 --> 00:33:40,480 তোমার সম্পর্কে বলো? আমার সম্পর্কে? 328 00:33:40,840 --> 00:33:42,120 তুমি কোথায় পড়ো? 329 00:33:42,640 --> 00:33:44,360 আমি ফোরডহামে যাই। 330 00:33:45,360 --> 00:33:46,400 কোন সাবজেক্টে পড়? 331 00:33:46,840 --> 00:33:48,880 আমি কোন নির্দিষ্ট বিষয় নিয়ে পড়িনা। 332 00:33:49,600 --> 00:33:54,000 কিন্তু, কি নিয়ে পড়ালেখা করতে চাও? আমি আসলে জানিনা। 333 00:33:54,440 --> 00:33:56,040 আমি এখনো জানিনা। 334 00:33:57,120 --> 00:33:59,240 তাহলে ফোরডহাম কি অন্যান্য স্কুল এর মতই? 335 00:33:59,440 --> 00:34:02,330 না আমি অনেক স্কুলে আবেদন করেছিলাম, ফোরডহাম আমাকে নিয়েছে। 336 00:34:02,560 --> 00:34:06,240 তুমি সেফারে কেন যাও? এটা দেশের সবচেয়ে সেরা মিউজিক স্কুল। 337 00:34:07,160 --> 00:34:08,760 ফোরডহাম ফোরডহাম এর মত। 338 00:34:21,760 --> 00:34:24,280 সত্যি বলতে আমার ওখানে ভালো লাগেনা। 339 00:34:24,600 --> 00:34:26,760 -না? -না। 340 00:34:27,000 --> 00:34:28,600 আমি... 341 00:34:28,840 --> 00:34:33,200 আমি জানিনা। মনে হয় ওখানকার মানুষগুলো, মনে হয় ওরা আমাকে পছন্দ করেনা। 342 00:34:33,800 --> 00:34:37,520 আমি এরিজোনা থেকে, আর মনে হয় সেটা তারা জেনে যায়। 343 00:34:38,120 --> 00:34:40,770 - সেফারের মানুষগুলো নেয়েও আমার এই রকম একটা অনুভুতি হয়। - তাই? 344 00:34:40,960 --> 00:34:43,280 হুম। মনে হয় তারা আমাকে খুব একটা পছন্দ করেনা। 345 00:34:43,480 --> 00:34:46,000 কিন্তু আমি একদম... একদম... 346 00:34:46,200 --> 00:34:49,320 আমি একদম পাত্তা দেইনা। আমার মনে হয়...এটা বদলায়। 347 00:34:49,560 --> 00:34:52,530 জানোইতো মানুষ বদলায়, চিন্তাও বদলে যায়। 348 00:34:52,720 --> 00:34:54,210 না, না, আমি জানি, আমি জানি। 349 00:34:54,960 --> 00:34:56,560 আমি আসলে... 350 00:34:59,520 --> 00:35:01,400 আমার মাঝে মাঝে একঘরে মনে হয়. 351 00:35:04,280 --> 00:35:05,800 আমি জানিনা। 352 00:35:07,760 --> 00:35:11,120 মনে হয় সবাই আমাকে এড়িয়ে চলছে কিন্তু আসলে এমনটা নয়। 353 00:35:11,320 --> 00:35:13,440 কলেজে, তুমি হয়তো জানো। 354 00:35:14,200 --> 00:35:17,480 হয়তো আমিই একমাত্র যার এমন মনে হয়, আমি জানিনা। 355 00:35:21,280 --> 00:35:23,480 আমি এখনো বাবার সাথে মুভি দেখতে যাই। 356 00:35:54,920 --> 00:35:57,840 - হ্যাঁয় কি খবর? - দেখা হয়ে ভালো লাগলো। 357 00:35:58,040 --> 00:36:02,720 আর হ্যাঁ, এটাই কি সেই এভা? ওয়াও. 358 00:36:02,920 --> 00:36:05,920 শেষবার যখন দেখেছিলাম তখন খুব ছোট ছিলো। 359 00:36:06,240 --> 00:36:08,200 তুমি কি বাদ্য বাজানো শুরু করেছো? 360 00:36:08,400 --> 00:36:09,760 সে গত সপ্তাহ থেকে পিয়ানো শিখছে। 361 00:36:09,960 --> 00:36:13,080 হ্যাঁয় তোমার যখন কলেজে পড়ার বয়স হবে, তুমি কি আমাদের ব্যান্ডে এসে বাজাবে? 362 00:36:13,280 --> 00:36:15,240 ভালো হবেনা? তুমি আমার দলের পিয়ানো শিল্পী হবে? 363 00:36:15,480 --> 00:36:16,970 অসাধারণ, হাত লাগাও, মা। 364 00:36:17,160 --> 00:36:19,080 - আচ্ছা, দেখা হয়ে ভালো লাগলো। - আমারো ভালো লাগলো। 365 00:36:19,320 --> 00:36:21,240 শো শেষে দেখা হবে। অবশ্যই। 366 00:36:21,440 --> 00:36:22,880 ভালো থেকো. 367 00:36:25,600 --> 00:36:27,090 শুনো হাঁদারাম এর বাচ্চারা! 368 00:36:27,520 --> 00:36:29,600 তাড়াতাড়ি করো। মিউজিক ধরো। 369 00:36:31,960 --> 00:36:35,930 শুধু "আইরিন" বাজবে। সেট ১ সবার আগে ছন্দ ধরবো। 370 00:36:36,120 --> 00:36:39,720 ট্যানার, তোর যন্ত্র কিন্তু ঝামেলা করতে পারে, তাল মিলিয়ে চলবি, ঠিক আছে? 371 00:36:39,960 --> 00:36:42,040 ছন্দ আর একক তাল, খণ্ড ৪৫ 372 00:36:42,240 --> 00:36:43,810 আমরা লয়টা ওই জায়গায় গিয়ে ধরবো? 373 00:36:44,000 --> 00:36:48,080 ১০৬ খণ্ড, ফাটাবো, মনে রাখবে আমরা তলোয়ারে শাণ দিয়ে এসেছি। 374 00:36:48,560 --> 00:36:51,680 সবাই খেয়াল করে, লিঙ্কন কমিটি এই প্রতিযোগিতা করে... 375 00:36:51,880 --> 00:36:54,320 এটা বুঝতে যে কার প্রতি তারা আগ্রহী আর কার প্রতি নয়। 376 00:36:54,560 --> 00:36:57,880 আর এখানে এসে আমি আমার মর্যাদা জলে ভেসে যেতে দেবোনা... 377 00:36:58,080 --> 00:37:00,200 কিছু ঠোঁট কাটা, হাত ভাঙ্গা, 378 00:37:00,440 --> 00:37:03,600 মুখ বাকা মজনু বাদকদের সুর এর জন্য। 379 00:37:03,800 --> 00:37:05,600 আরেকটা বিষয়। এটা আমাকে দাও। 380 00:37:05,800 --> 00:37:08,400 আমি যদি এরকম জিনিস আরকেবার আমার চোখের সামনে দেখি, 381 00:37:08,600 --> 00:37:12,280 খোদার কসম আমি তার চৌদ্দ গুষ্টি উদ্ধার করবো। 382 00:37:12,480 --> 00:37:15,840 তোরে লাত্থি মারার আগে আমার চোখ এর সামনে থেকে ভাগ! 383 00:37:16,160 --> 00:37:17,920 স্টেজে যাবে, সারিবদ্ধভাবে, এক্ষুনি। 384 00:37:19,920 --> 00:37:22,000 আমি তোকে এখনো দেখছি, বান্দর! 385 00:37:33,920 --> 00:37:36,120 তাড়াতাড়ি, জলদি জলদি হাত লাগাও। তাড়াতাড়ি। 386 00:37:46,880 --> 00:37:50,680 সেফার মিউজিক স্কুল, স্টুডিও বাদক। 387 00:38:46,480 --> 00:38:48,920 সেকেন্ড সেট এর জন্য এটা হাতে রাখো। 388 00:38:57,640 --> 00:38:59,050 সে অলস কিন্তু গাধা না। 389 00:38:59,240 --> 00:39:01,970 আমার মনে হয় সে একটা ক্যারিয়ার চায়, অলস হয়েছে তাতে কি। 390 00:39:02,160 --> 00:39:06,050 ফাড এর এখনো ফিরে আসার কোন উপায় আছে... তো সে সুযোগটা জলে দেবে কেন? 391 00:39:06,280 --> 00:39:08,760 আমাকে সুরগুলো আরেকবার দেখতে হবে। এইতো এখানেই। 392 00:39:10,960 --> 00:39:13,360 তোমার কাছে নেই কেন? ফাইলটা কোথায়? 393 00:39:14,720 --> 00:39:17,120 মজা করছো? এখানে ছিলেনা? না... 394 00:39:17,320 --> 00:39:20,740 বিশ্বাস করো, আমি দুই সেকেন্ড আগেই এখানে রেখেছিলাম। আশেপাশে কোথাও হবে। 395 00:39:20,960 --> 00:39:23,080 তুমি দেখেছিলে নাকি...? তুমি এমন বোকার মত কাজ কেমনে করলে? 396 00:39:23,280 --> 00:39:25,640 আমি জানিনা, হয়তো দারোয়ান এসে নিয়ে গেছে... দারোয়ান? 397 00:39:25,880 --> 00:39:28,400 ফাইলটা খোঁজ এক্ষুনি! দারোয়ান নিয়ে গেছে?! 398 00:39:29,000 --> 00:39:32,120 তুই আমারে শেষ করলি! আমি শেষ! 399 00:39:32,320 --> 00:39:34,240 ফাইলটা খোঁজ! আমি দুঃখিত। 400 00:39:34,440 --> 00:39:36,240 ট্যানার! 401 00:39:41,640 --> 00:39:44,080 কি সমস্যা, তোমরা কোথায় ছিলে? 402 00:39:44,280 --> 00:39:47,010 আমাদের একটা সমস্যা হয়েছে। তাই, এটা কিন্তু সেই সময় না। 403 00:39:47,400 --> 00:39:50,740 আমি নেইম্যানকে আমার ফাইলটা দিয়েছিলাম, আর সে সেটা হারিয়ে ফেলেছে। 404 00:39:50,840 --> 00:39:53,080 নেইম্যান হারিয়ে ফেলেছে? হ্যাঁ, স্যার। 405 00:39:53,320 --> 00:39:55,240 ফাইলটা তোমার হেফাজতে থাকার কথা. 406 00:39:55,440 --> 00:39:57,640 তুমি সেটা নেইম্যানকে কেন দিলে? তাই নয় কি? 407 00:39:57,840 --> 00:40:01,160 তুমি কোন গাধাকে ক্যালকুলেটর দিলে সে সেটা দিয়ে টিভিতো খুলতে চাইবেই। 408 00:40:01,360 --> 00:40:04,720 এখনি লাঠি নাও আর তাড়াতাড়ি স্টেজে যাও। আমি...আমি পারবোনা। 409 00:40:05,520 --> 00:40:06,880 তুমি...পারবেনা? 410 00:40:07,080 --> 00:40:11,400 আমি স্টেজে যেতে পারবোনা, আমি নকশাটা জানিনা, মুখস্ত নেই। 411 00:40:13,160 --> 00:40:16,360 আমার সাথে মশকরা করছো? আমি... তুমিতো জানোই। 412 00:40:16,720 --> 00:40:19,200 আমার মিউজিকটা দরকার, ওটাই আমার স্মৃতি, আমাকে দেখে দেখে মনে করতে হয়। 413 00:40:19,400 --> 00:40:21,280 - দেখে দেখে? - এটা চিকিৎসাধীন অবস্থা। 414 00:40:21,520 --> 00:40:23,640 চিকিৎসাধীন অবস্থা? তুমি কি, গাজনির আমির খান নাকি? 415 00:40:23,840 --> 00:40:25,120 যাও, গিয়ে মিউজিক বাঁজাও! 416 00:40:26,280 --> 00:40:27,640 - আমি পারবোনা। - আমি পারবো। 417 00:40:32,760 --> 00:40:35,440 তোমার "উইপ্ল্যাস" স্মরণে আছে? হ্যাঁ স্যার, প্রতিটা অংশ। 418 00:40:38,120 --> 00:40:42,120 ঠিক আছে। দেখো, ওইখানে গিয়ে আবার বলোনা আমিও আমির খান হয়ে গেছি। 419 00:40:42,320 --> 00:40:45,440 আর তুমি গত মাসে অনুশীলনে যা করেছো, তার চেয়েও ভালো করতে হবে। 420 00:40:45,640 --> 00:40:47,480 কারণ আমি এতোদূর এসে হেরে যেতে চাইনা। 421 00:40:47,680 --> 00:40:50,520 লাঠি নিয়ে এসো আর তাড়াতাড়ি স্টেজে গিয়ে বসো, সবাই স্টেজে! 422 00:42:16,000 --> 00:42:17,920 আর প্রথম স্থানে, 423 00:42:18,120 --> 00:42:20,000 সেফার মিউজিক স্কুল. 424 00:42:33,600 --> 00:42:36,360 হ্যাঁয়, আমার ফাইলে ভুলেও হাত দিয়োনা। 425 00:42:46,120 --> 00:42:48,400 ড্রামে একদম হাত দেবেনা। 426 00:42:53,280 --> 00:42:55,760 আচ্ছা তাহলে কাজ শুরু করা যাক। 427 00:42:56,120 --> 00:43:00,090 ট্যানার এখানে কি করছো? আজকে মুল বাদকরা থাকবে, বিকল্পদের জন্য সময় নেই। 428 00:43:01,960 --> 00:43:05,040 "চেরোকি", শুরু থেকে। 429 00:43:13,720 --> 00:43:17,800 ট্যানার তুমি কি মূর্তি হয়ে গেলে নাকি? যাও যাও! তাড়াতাড়ি উঠে পড়ো। 430 00:43:24,680 --> 00:43:28,280 নেইম্যান এর পাতা পাল্টে দিতে ভুলোনা। শুরু করা যাক... 431 00:43:28,760 --> 00:43:31,120 এক, দুই, তিন, চার; দুই, দুই, তিন, চার। 432 00:43:52,480 --> 00:43:54,050 তোমার হাত এ কি হয়েছে? 433 00:43:54,400 --> 00:43:56,800 - ড্রাম বাজাতে বাজাতে নাকি? - হ্যাঁ, এ কিছু না। 434 00:43:57,000 --> 00:43:59,080 তো স্টুডিও ব্যান্ডে দিনকাল কেমন যাচ্ছে? 435 00:43:59,320 --> 00:44:00,360 ভালো. 436 00:44:00,560 --> 00:44:02,520 হ্যাঁ, মনে হয় সে আমাকে খুব পছন্দ করে। 437 00:44:04,280 --> 00:44:07,090 আর তার পরামর্শ তোমার কাছে অনেক কিছু, তাইনা? 438 00:44:08,400 --> 00:44:09,480 হ্যাঁ। 439 00:44:12,200 --> 00:44:13,530 থালাটা একটু ধরবে? 440 00:44:15,200 --> 00:44:17,600 জিম, বেশি রান্না হয়ে গেছে। 441 00:44:17,720 --> 00:44:18,880 চাবাতেও হচ্ছে না! 442 00:44:21,000 --> 00:44:23,760 সে শুধু হেসেছিলো। অ্যান্ডি, ড্রাম বাজানো কেমন হচ্ছে? 443 00:44:24,280 --> 00:44:27,920 হ্যাঁ, খুব ভালো যাচ্ছে। আমিই মূল ড্রাম বাদক এখন... 444 00:44:28,120 --> 00:44:31,600 - হ্যাঁয়. - অভিনন্দন! 445 00:44:31,800 --> 00:44:33,290 টম ব্রেডি. 446 00:44:34,480 --> 00:44:36,200 - তুমি শুনেছ নাকি, জিম? - না, কি হয়েছে? 447 00:44:36,440 --> 00:44:39,720 ট্রাভিস এই বছর MVP তে নাম লিখিয়েছে। এতো অসাধারণ, ট্রাভিস! 448 00:44:39,920 --> 00:44:42,400 হ্যাঁ, আর ডাস্টিন UN এর নতুন সদস্য হতে যাচ্ছে, 449 00:44:42,600 --> 00:44:45,410 শীঘ্রই সে বৃত্তি পাবে, তখন না জানি কি হয়। 450 00:44:45,760 --> 00:44:47,680 আর জিম, বছরের সেরা শিক্ষক হয়েছে। 451 00:44:47,880 --> 00:44:49,680 - আরে, হ্যাঁয়, শোন... -আসলে, বুঝতেই পারছো। 452 00:44:49,880 --> 00:44:52,240 এটা মেধাবীদের টেবিল, এটা অসাধারণ। 453 00:44:53,520 --> 00:44:56,680 আর অ্যান্ডি, তোমার ড্রামিং নিয়ে। সবকিছু ভালো যাচ্ছেতো, অ্যান্ডি? 454 00:44:56,920 --> 00:44:59,320 হ্যাঁ, আসলে খুব ভালোই যাচ্ছে, খুব ভালো। 455 00:44:59,520 --> 00:45:01,880 আমি এখন সেফারের সেরা Jazz বাদকদলের একজন, 456 00:45:02,240 --> 00:45:04,600 যার মানে আমি... এটা দেশের সেরা। 457 00:45:04,840 --> 00:45:07,000 আর আমি এখন মূল বাদক, 458 00:45:07,200 --> 00:45:09,800 তো আমি প্রতিযোগিতায় বাজানো শুরু করেছি। 459 00:45:10,000 --> 00:45:12,520 আসলে আমিই হলাম পুরো ব্যান্ড এর সবচেয়ে কম বয়সী বাদক। 460 00:45:12,720 --> 00:45:16,560 তোমরা কি জানতে পারো মিউজিক প্রতিযোগিতায় কারা জেতে? এটা সবাইকে বলে? 461 00:45:17,520 --> 00:45:19,640 না। স্টুডিও কি তোমার চাকরীর ব্যাবস্থা করবে? 462 00:45:20,120 --> 00:45:21,480 না এটা আসলে স্টুডিও নয়, 463 00:45:21,680 --> 00:45:24,570 এখানে আসলে সবকিছু শিখানো হয়। কিন্তু হ্যাঁ এটা ক্যারিয়ারের একটা বড় ধাপ হবে। 464 00:45:24,760 --> 00:45:27,960 ভালো লাগলো জেনে যে তুমি সেটা বুঝতে পেরেছো, এটা বেশ একটা সুবিধার মনে হচ্ছেনা। 465 00:45:28,400 --> 00:45:31,290 হ্যাঁয়, তুমি কি সপ্তাহের খেলা সম্পর্কে আমাদের বলবে? 466 00:45:31,480 --> 00:45:34,800 - নিজের নাম কিভাবে উজ্জ্বল করলে! - আমি মাঠ স্পর্শ করে ৯৩ পয়েন্ট করেছি! 467 00:45:35,040 --> 00:45:36,720 স্কুল রেকর্ড, স্কুল রেকর্ড! 468 00:45:36,960 --> 00:45:39,930 সত্যি নাকি? অসাধারণ! এটা তৃতীয় শ্রেণীর খেলা। 469 00:45:43,560 --> 00:45:47,320 এটা কারলিটন ফুটবল, এটা দ্বিতীয় শ্রেণীর খেলাও না, তৃতীয় শ্রেণীর। 470 00:45:48,400 --> 00:45:50,320 তোমার কোন বন্ধু আছে অ্যান্ডি? না. 471 00:45:50,560 --> 00:45:53,450 তাই, কেন নেই? আমি জানিনা, হয়তো আমার কোন প্রয়োজন পড়েনি। 472 00:45:53,680 --> 00:45:55,200 ভালো, কেউ না থাকলে তুমি কার সাথে বাজাবে? 473 00:45:55,440 --> 00:45:57,640 লেনন আর ম্যাক-কারটন নামের বন্ধু ছিলো না? 474 00:45:57,840 --> 00:46:01,240 জো জোন্স মাথায় ঢাল ছুড়ে মারার আগে, চার্লি পার্কার কাউকে জানতো না। 475 00:46:01,480 --> 00:46:02,810 তাহলে এটাই তোমার সাফল্যের সূত্র? 476 00:46:03,000 --> 00:46:06,600 আমার মনে হয় বিংশ শতাব্দীর সেরা মিউজিশিয়ান হতে যেকোনো সূত্রই খাটে। 477 00:46:06,800 --> 00:46:09,270 ৩৪ বছর বয়সে গিয়ে শুয়ে পড়ে থাকা আর ঘরভর্তি হেরোইন... 478 00:46:09,440 --> 00:46:11,830 আমার মতে সাফল্যের সূত্র হতে পারেনা। 479 00:46:12,080 --> 00:46:15,200 আমি মদ খেয়ে মরি, ৩৪ এ ভেঙ্গে পড়ি আর ডিনারে এসে আমাকে নিয়ে কথা বলতে শুনি, 480 00:46:15,400 --> 00:46:19,480 তার চেয়ে পয়সা আর প্রশান্তি নিয়ে ৯০ পর্যন্ত বেঁচেও কেউ আমাকে কেউ মনে না রাখুক। 481 00:46:19,680 --> 00:46:21,960 কিন্তু তোমার বন্ধুরা তোমায় মনে রাখবে, সেটাই বলছি। 482 00:46:22,160 --> 00:46:24,600 আমরা কেউ চার্লি পার্কার এর বন্ধু না। আমিও এটাই বলছি। 483 00:46:24,800 --> 00:46:28,520 ট্রাভিস আর ডাস্টিন, তাদের অনেক বন্ধু আর অনেক লক্ষ্য। 484 00:46:28,760 --> 00:46:30,800 আমি নিশ্চিত একদিন তারা স্কুলের সেরা বোর্ড প্রেসিডেন্ট হবে। 485 00:46:31,000 --> 00:46:32,760 তোমার মনে হয় তুমি আমাদের চেয়ে সেরা? 486 00:46:32,960 --> 00:46:35,800 তুমি একটু বেশি বুঝো। তুমিনা UN এর মডেল? আমি তোমাকে প্রশ্ন করি... 487 00:46:36,000 --> 00:46:38,920 তোমার মনে হয় কারলিটন ফুটবল পান্তা ভাত? একবার খেলতে এসো। 488 00:46:39,120 --> 00:46:41,520 চারটা শব্দ তুমি NFL এও শুনতে পাবেনা। 489 00:46:41,720 --> 00:46:44,560 মিষ্টি কে খাবে? লিংকন সেন্টারে সেটা শোনা যায়? 490 00:47:17,160 --> 00:47:21,050 ঠিক আছে, সবাই বের হও। বের হওয়ার সময় দরজার সামনে থেকে চার্টটা নিয়ে নাও। 491 00:47:21,240 --> 00:47:26,400 অনুশীলন আজ রাত ৯টায়, এই সময়টাতেই তোমরা এটা শিখে নেবে। 492 00:47:31,200 --> 00:47:34,010 নেইম্যান, একটু দাড়াও। হুম. 493 00:47:38,720 --> 00:47:41,240 এই লয়ে দাগগুলো দেখতে পাচ্ছ? 494 00:47:41,800 --> 00:47:44,240 "৩৩০ দাগ এক চতুর্থাংশ সময়ে." ওহ! 495 00:47:44,560 --> 00:47:47,080 একেই বলে দিগুন গতিতে বাজানো। 496 00:47:47,520 --> 00:47:50,760 এটার জন্যই তুমি এখানে এসেছো, ঠিক? অবশ্যই। 497 00:47:51,960 --> 00:47:55,400 এটা ভাগ্য বলতে হয়, সম্প্রতি আমার অন্য একটা ছেলেকে চোখে পড়েছে, 498 00:47:55,760 --> 00:47:59,080 অনুশীলন ঘরে দিগুন গতিতে বাজানোর চেষ্টা করছিলো। 499 00:47:59,520 --> 00:48:00,680 তাই আমি তাকে সেই সুযোগটা দিলাম। 500 00:48:02,440 --> 00:48:04,760 দেরি করেছি? একদম সময়মত। 501 00:48:04,960 --> 00:48:06,800 ভেতরে এসো কোনেলি। 502 00:48:07,000 --> 00:48:10,280 তোমরা একে অপরকে চেনো, তাইনা? হ্যাঁ, নাসসু ব্যান্ড। 503 00:48:10,480 --> 00:48:11,520 হ্যাঁয়, কি খবর অ্যান্ড্রু। 504 00:48:12,480 --> 00:48:16,720 আমি নেইম্যানকে অস্থায়ী প্রধান বানিয়েছিলাম, কিন্তু সামনে যে প্রতিযোগিতাটা আসছে... 505 00:48:16,920 --> 00:48:20,360 আমি চাই তাতে যেন সবচেয়ে সেরা সুরটা পাওয়া যায়। 506 00:48:20,560 --> 00:48:22,480 এটার কথাই তো হচ্ছে তাইনা? 507 00:48:24,800 --> 00:48:27,240 আমি কোনেলিকে সকালে এই চার্টটা দিয়েছিলাম। 508 00:48:27,440 --> 00:48:30,440 এখন শুধু তোমাদের দুইজনকে তোমাদের সেরাটা দিতে হবে, ঠিক আছে? 509 00:48:30,640 --> 00:48:33,800 তো নেইম্যান ড্রাম এর কাছে যাও, আমরা প্রথম থেকে শুরু করবো। 510 00:48:34,000 --> 00:48:35,440 ঠিক আছে। 511 00:48:38,000 --> 00:48:41,280 তাল এর সময় নিয়ে চিন্তা না করলেও চলবে, শুধু সুর এর দিকে মন দাও। 512 00:48:46,520 --> 00:48:48,010 ঠিক আছে? 513 00:48:49,160 --> 00:48:51,160 এক, দুই... 514 00:48:57,440 --> 00:48:59,280 আমার সুর এর সাথে মিলছে না। কোনেলি? 515 00:48:59,480 --> 00:49:02,210 আমি প্রথম থেকে করতে পারবো। কোনেলি, এগিয়ে যাও। 516 00:49:02,400 --> 00:49:05,480 - আমি পারবো... - না, আমরা কোনেলিকে দেখবো। 517 00:49:11,680 --> 00:49:13,090 যদি কিছু মনে না করো? 518 00:49:19,920 --> 00:49:21,640 - ঠিক আছে, প্রস্তুত? - হ্যাঁ। 519 00:49:21,960 --> 00:49:24,690 এক এবং দুই এবং... 520 00:49:31,280 --> 00:49:33,000 নিখুঁত, কোনেলি। ওহ, হায়রে খোদা। 521 00:49:33,240 --> 00:49:36,280 দেখ, আমার কাছে একেই বলে স্টুডিও ব্যান্ড এর সৌন্দর্য। 522 00:49:36,480 --> 00:49:39,160 এসেছো বিকল্প হিসেবে, কে জানতো তুমিই প্রধান হয়ে যাবে। 523 00:49:39,360 --> 00:49:41,400 হায়রে খোদা, এসব কি হচ্ছে? ধন্যবাদ। 524 00:49:41,600 --> 00:49:43,640 এই ফালতুটা? 525 00:49:47,560 --> 00:49:49,160 ফ্লেচার। 526 00:49:50,160 --> 00:49:52,760 ধন্যবাদ ভাই। যাও। 527 00:49:53,640 --> 00:49:56,400 ফ্লেচারকে নিয়ে চিন্তা করোনা, সে যত গর্জায় ততটা বর্ষায় না। 528 00:50:03,120 --> 00:50:05,280 দেখুন, আমিও এই চার্টটা বাজাতে পারবো। 529 00:50:05,520 --> 00:50:08,680 এখন সেই সময় না, খোদার কসম। আমি পারবো, ঠিক আছে? 530 00:50:08,880 --> 00:50:12,320 আমি বললাম এখন না! তুমি যদি কাজটা চাও, অর্জন কর। 531 00:50:32,080 --> 00:50:33,800 আমি সবকিছু হারিয়ে ফেলছি।. 532 00:50:34,000 --> 00:50:36,650 এই কারণে আমার মনে হয় না আমাদের একসাথে থাকার উচিত। 533 00:50:37,560 --> 00:50:41,000 আর আমি এটা নিয়ে অনেক চিন্তা করেছি, আর এটাই হতে চলেছে, বুঝলে? 534 00:50:41,200 --> 00:50:43,480 আমি যা চাই সেটা পেয়েই ছাড়ি! 535 00:50:43,720 --> 00:50:46,530 আর যেহেতু আমি সেটা করছি, আমার আরও সময় লেগে যাবে। 536 00:50:46,720 --> 00:50:49,040 আমি তোমার সাথে বেশি সময় পর্যন্ত থাকতে পারবোনা। 537 00:50:49,240 --> 00:50:51,720 আর যখন আমি তোমার সাথে থাকি, আমার ড্রাম বাজানোর কথাই চিন্তায় আসে। 538 00:50:51,920 --> 00:50:55,840 আমি Jazz,আমার চার্ট এসব! এই জন্য, তুমি আমাকে নিরুৎসাহিত করা শুরু করবে। 539 00:50:56,440 --> 00:51:00,360 আর তুমি বলবে আমি ড্রাম বাজানো ছেড়ে দেই, তোমাকে নিয়ে বেশি সময় কাটাই, 540 00:51:00,560 --> 00:51:05,220 আর আমি সেটা পারবো না। আমিই তোমাকে বলছি যেন তুমি আমাকে ড্রাম বাজাতে মানা না করো। 541 00:51:05,320 --> 00:51:08,640 আমরা একে অপরকে ঘৃণা করতে শুরু করবো। আর সেটা অনেক খারাপ হবে। 542 00:51:08,840 --> 00:51:10,680 আর তাই এই কারণে, 543 00:51:10,920 --> 00:51:13,960 আমি এখানেই সম্পর্ক শেষ করে দিতে চাই। 544 00:51:21,720 --> 00:51:23,800 কারণ আমি সেরা হতে চাই। 545 00:51:25,960 --> 00:51:28,120 আর তুমি সেটা নও? 546 00:51:29,560 --> 00:51:31,480 আমি সেরাদের সেরা হতে চাই। 547 00:51:33,040 --> 00:51:35,850 আর আমি এই কাজে তোমাকে বাধা দেবো? 548 00:51:37,200 --> 00:51:38,800 হ্যাঁ। 549 00:51:41,000 --> 00:51:43,200 তুমি জানো আমি এই কাজে তোমাকে বাধা দেবো। 550 00:51:43,400 --> 00:51:45,680 তুমি এটা সত্যিই মনে করো। 551 00:51:45,880 --> 00:51:47,400 হ্যাঁ। 552 00:51:49,880 --> 00:51:52,560 আর আমি তোমার কাছে কেউ না! 553 00:51:54,680 --> 00:51:57,000 ঠিক, তোমার সাথে দেখে হলে, তোমার আচরণ বাজে ছিলো 554 00:51:57,200 --> 00:51:59,770 কারণ আমি এমন একটা মেয়ে যে জানেনা সে কি চায়. 555 00:51:59,960 --> 00:52:03,560 আর তুমি লক্ষ্য পেয়ে গেছো, তুমি সেরা হতে চাও, আমাকেই ভুলে যেতে চাও! 556 00:52:03,800 --> 00:52:06,280 আর সেইজন্য, তুমি আমাকে কোন সময়ই দিতে পারবেনা, 557 00:52:06,480 --> 00:52:09,400 কারণ তোমার আরও বড় কিছু অর্জন করতে হবে। 558 00:52:11,960 --> 00:52:13,200 এটাই আমি বলতে চাইছি। 559 00:52:13,440 --> 00:52:15,680 তোমার কি হয়েছে? 560 00:52:18,200 --> 00:52:20,160 ঠিক বলেছো, আমাদের একসাথে থাকা উচিত নয়। 561 00:52:28,080 --> 00:52:30,080 ঠিক আছে, ধন্যবাদ। 562 00:52:43,280 --> 00:52:45,400 ধ্যাত! ধ্যাত! 563 00:53:04,320 --> 00:53:05,890 হচ্ছনা কেন শালা! 564 00:53:06,120 --> 00:53:07,690 মর তুই! 565 00:53:07,880 --> 00:53:09,370 মর! 566 00:53:09,840 --> 00:53:12,240 হয়ে যা শালা! হয়ে যা! 567 00:53:23,960 --> 00:53:25,800 উম... 568 00:53:27,640 --> 00:53:30,920 দুঃখিত, আমরা নতুন বাদক পেয়েছি! রায়ান কোনেলি। 569 00:53:31,800 --> 00:53:33,680 উম...ওহহ 570 00:53:35,560 --> 00:53:37,280 আমি দুঃখিত। 571 00:53:37,680 --> 00:53:40,250 তোমরা কি...কষ্ট করে বাদ্যগুলো এক মিনিট নিচে রাখবে? 572 00:53:54,360 --> 00:53:56,440 এক মিনিট এটা শুনো। 573 00:54:01,320 --> 00:54:03,400 ছয় বছর আগে... 574 00:54:04,920 --> 00:54:09,000 আমি অনুশীলন রুম এর পাশে শুনি একটা ছেলে ঠিকভাবে বাজাতে চেষ্টা করছিলো। 575 00:54:09,680 --> 00:54:14,360 সে দ্বিতীয় বর্ষের ছিলো আর সে সেফারে অনেক আশা নিয়ে এসেছিলো। 576 00:54:17,160 --> 00:54:19,080 তোমাদের মতই। 577 00:54:21,480 --> 00:54:26,320 কিন্তু সত্যটা ছিলো...সে জানতো না কোথা থেকে শুরু করবে, 578 00:54:29,000 --> 00:54:31,120 আর সে সংগ্রাম করে যাচ্ছিলো। 579 00:54:34,440 --> 00:54:38,920 তার শিক্ষকরা বলছিলো, "হয়তো এটা তোমার জন্য না"। 580 00:54:40,920 --> 00:54:43,040 কিন্তু তারা যা দেখেনি, আমি তা দেখেছিলাম। 581 00:54:43,240 --> 00:54:46,160 ওই ভীত, পাতলা ছেলেটা, 582 00:54:46,360 --> 00:54:49,990 নিজেকে কষ্ট দিচ্ছিলো কারণ সে তার সুর ঠিক করতে পারছিলো না। 583 00:54:50,160 --> 00:54:52,480 আমি তার মধ্যে একটা উদ্যম দেখি। 584 00:54:52,720 --> 00:54:55,370 আর আমি তাকে স্টুডিও ব্যান্ডে রাখি। 585 00:54:55,600 --> 00:54:57,320 যখন সে স্নাতক শেষ করে, 586 00:54:57,560 --> 00:55:00,800 লিংকন সেন্টারে সে তৃতীয় ভেঁপু বাদক হয়। 587 00:55:01,000 --> 00:55:03,570 এক বছর পর সে প্রথম হয়ে যায়। 588 00:55:03,760 --> 00:55:05,840 আর এখন তোমরা তার বাজনাই শুনছো। 589 00:55:07,560 --> 00:55:10,080 তার নাম ছিলো শন কেইসি। 590 00:55:18,120 --> 00:55:20,520 আজ সকালে শুনলাম 591 00:55:21,720 --> 00:55:23,440 যে... শন 592 00:55:25,400 --> 00:55:27,600 গতকাল মারা গেছে। 593 00:55:29,400 --> 00:55:31,560 গাড়ি দুর্ঘটনায়। 594 00:55:35,200 --> 00:55:36,690 আর আমি শুধু... 595 00:55:38,920 --> 00:55:42,400 ...বলতে চাই, সে খুব সুন্দর বাদক ছিলো। 596 00:55:49,160 --> 00:55:51,320 আমার মনে হলো তোমাদের সেটা জানা উচিত। 597 00:55:59,000 --> 00:56:00,680 আমি দুঃখিত। 598 00:56:04,920 --> 00:56:06,410 আচ্ছা। 599 00:56:08,600 --> 00:56:15,210 কাজে ফেরা যাক, কি বল? "ক্যারাভেন" এর ১০৫ খণ্ড করি? 600 00:56:20,840 --> 00:56:22,840 দুইটা খন্ড বেশি করবো। 601 00:56:23,240 --> 00:56:25,040 এক এবং দুই এবং... 602 00:56:30,440 --> 00:56:32,120 ঠিকমতো হচ্ছেনা কোনেলি! উম... 603 00:56:33,760 --> 00:56:35,440 আমি এটা নেইম্যানকে করাতে চাই। 604 00:56:40,560 --> 00:56:43,210 নেইম্যান, হয়তো এখন তোমার তোমাত্র স্থান ধরে রাখার সময় এসেছে। 605 00:56:46,920 --> 00:56:48,490 এক এবং দুই এবং... 606 00:56:52,000 --> 00:56:54,760 না, আমার মনে হচ্ছেনা! ট্যানার। 607 00:57:05,520 --> 00:57:07,240 এক এবং দুই এবং... 608 00:57:08,120 --> 00:57:09,840 ধ্যাত ফালতু! 609 00:57:12,080 --> 00:57:14,810 কোনেলি, তাড়াতাড়ি ড্রাম সামনে বসো! 610 00:57:20,760 --> 00:57:24,650 যতক্ষণ এই বান্দরগুলো বাজাতে পারছে না ততক্ষণ এখানে থাকবো, যত সময় লাগে! 611 00:57:25,480 --> 00:57:27,320 এক এবং দুই এবং... 612 00:57:29,440 --> 00:57:32,360 মনে হচ্ছে পুরো রাত লেগে যাবে। নেইম্যান। 613 00:57:34,320 --> 00:57:37,130 এক এবং দুই এবং... 614 00:57:37,320 --> 00:57:38,890 আমার তালের সাথে মিলছে না! 615 00:57:42,040 --> 00:57:44,770 দুঃখিত বন্ধুরা, তোমাদেরকে এসবের মধ্যে নিয়ে যাওয়ার জন্য! 616 00:57:46,480 --> 00:57:49,370 কারও যদি কফি খেতে বা মন ভালো করতে যেতে হয় 617 00:57:49,560 --> 00:57:51,210 যাই হোক, এখনই সেরা সময়! 618 00:57:51,440 --> 00:57:55,240 কারণ আমি যতক্ষণ কোন ড্রামারকে ঠিকমতো বাজাতে না দেখবো ততক্ষণ চালিয়ে যাবো। 619 00:57:55,440 --> 00:57:58,010 বাদকদের প্রতি দুঃখ প্রকাশ করছি। 620 00:57:58,240 --> 00:58:01,320 সত্যি, দশ মিনিট, বিশ মিনিট, এক ঘন্টা যা লাগে, 621 00:58:01,520 --> 00:58:04,800 শুনতে পেলে রামছাগল? তোমরা ৪০০ মাত্রায় কাজটা করে দিলেই হয়! 622 00:58:05,040 --> 00:58:07,200 কোনেলি ড্রামের সামনে এসে বসো। 623 00:58:22,720 --> 00:58:26,800 তুমি কি এর চেয়ে জোরে বাজাতে পারোনা, কচ্ছপের বাচ্ছা কোথাকার? 624 00:58:27,680 --> 00:58:31,120 মা তোমাকে ছেড়ে চলে গেছে, তাতে কি। ড্রাম ছেড়ে উঠে পড়! 625 00:58:33,360 --> 00:58:39,080 আর এই আসলো মিঃ গে, পশ্চিমা সভ্যতার উজ্জ্বল নক্ষত্র! 626 00:58:39,320 --> 00:58:43,530 দুঃখ, এটা কোন বিরহের অনুষ্ঠান না, আমরা কোন উচ্চাঙ্গ সঙ্গীত এর আসর করছি না! 627 00:58:43,720 --> 00:58:46,720 তাই হাতটা যত দ্রুত পারো ঘুরাও, করা যাবে? 628 00:58:46,960 --> 00:58:48,920 এক, দুই, এক, দুই! 629 00:58:51,840 --> 00:58:53,040 ধারের কাছেও নেই! 630 00:58:53,240 --> 00:58:55,680 চল এবার আইরিশ ঠেলাগাড়িকে দিয়ে শুরু করি, 631 00:58:55,920 --> 00:58:58,960 তুমি... তোমাকে দেখতে আসলেই একটু একটু কার্টুন এর মত লাগে! 632 00:58:59,160 --> 00:59:00,920 আমি তোমাকে ডরিমন ডাকবো! 633 00:59:22,240 --> 00:59:23,920 দূর হও! 634 00:59:27,520 --> 00:59:30,000 তুমি নিচে কি দেখছো... নিচে কোন জাদুর লাঠি নেই। 635 00:59:30,200 --> 00:59:31,640 ওহ সিটটা ঠিকঠাক করছো, আসলেই?! 636 00:59:31,880 --> 00:59:34,360 পুরো সময়ে এটাই তোমার সমস্যা ছিলো? সিট উচ্চতা? 637 00:59:34,560 --> 00:59:36,130 এখন সেই সমস্যার সমাধান হয়েছে? 638 00:59:36,440 --> 00:59:38,040 যাও! 639 00:59:43,360 --> 00:59:44,850 ধূর! দূরে গিয়া মর! 640 00:59:45,480 --> 00:59:47,050 নেইম্যান। 641 00:59:50,520 --> 00:59:53,120 হয়তো, এটাই সময়, 642 00:59:53,360 --> 00:59:56,640 তোমার জেগে উঠার; তুমি কি বলো? 643 00:59:57,000 --> 00:59:58,520 দেখিয়ে দাও। 644 01:00:02,320 --> 01:00:03,360 ধীর হয়ে যেওনা! 645 01:00:06,920 --> 01:00:08,600 ধরে রাখো! 646 01:00:10,000 --> 01:00:11,920 দ্রুত! 647 01:00:29,040 --> 01:00:30,720 দ্রুত! 648 01:00:37,240 --> 01:00:38,810 দ্রুত! 649 01:00:41,520 --> 01:00:42,640 দ্রুত! 650 01:00:43,080 --> 01:00:44,840 দ্রুত! 651 01:00:52,880 --> 01:00:54,680 বাজাতে থাকো! 652 01:00:57,640 --> 01:01:00,530 বাজাতে থাকো! বাজাতে থাকো! বাজাতে থাকো! 653 01:01:02,360 --> 01:01:04,200 থেমোনা। 654 01:01:20,640 --> 01:01:22,480 নেইম্যান। 655 01:01:24,040 --> 01:01:25,280 তুমি স্থানটা অর্জন করলে। 656 01:01:28,480 --> 01:01:31,880 সহযোগীরা, ড্রাম সেট থেকে রক্তগুলো মুছে ফেলোতো দেখি? 657 01:01:35,040 --> 01:01:37,240 আচ্ছা, আমরা এখন শুরু করতে পারবো। 658 01:01:59,480 --> 01:02:02,840 আগামীকাল বিকাল ৫টা, ডুনেলেনে যাবো! 659 01:02:03,520 --> 01:02:07,160 ওখানে যাওয়ার আগে কমপক্ষে দুই ঘন্টা সময় নিজেকে প্রস্তুত করে নেবে, ঠিক আছে? 660 01:02:07,360 --> 01:02:09,040 নিজ দায়িত্বে ভ্রমণ করবে! 661 01:02:09,520 --> 01:02:12,170 না করলে, আমি কিছুই করতে পারবো না। 662 01:03:17,520 --> 01:03:20,560 ক্যাব কোথায় পাওয়া যায় বলতে পারবেন? ক্যাবকে ফোন করে বলতে হবে। 663 01:03:20,760 --> 01:03:23,650 তারা বললো ক্যাব এর অফিস এখানে? তোমাকে ফোন করতে হবে, না হলে পাবেই না। 664 01:03:23,840 --> 01:03:25,170 তাহলে কার ভাড়া করার দোকানটা কোথায়? 665 01:03:31,640 --> 01:03:34,400 খুলুন দয়া করে, খুলুন! এখনো খোলা আছে! 666 01:03:34,600 --> 01:03:37,330 এখনো খোলা আছে! তাড়াতাড়ি, তাড়াতাড়ি! 667 01:03:53,200 --> 01:03:54,240 হ্যাঁ, হ্যালো? 668 01:03:54,440 --> 01:03:56,800 ভাই, তুমি কোথায়? ৫টায় আসার কথা ছিলো! 669 01:03:57,000 --> 01:03:59,840 আমি জানি, আমি জানি, এইতো এসে গেছি। আমি কাছাকাছি। 670 01:04:00,040 --> 01:04:01,880 আমরা ২০মিনিট এর মধ্যে স্টেজে উঠবো. আমি জানি. 671 01:04:02,080 --> 01:04:04,730 ফ্লেচার কোনেলিকে অনুশীলন করাচ্ছে. ধ্যাত শালার.. আচ্ছা! 672 01:04:04,920 --> 01:04:06,840 তুমি ওই টাকলাকে বলে দাও... 673 01:04:07,040 --> 01:04:08,690 আমি প্রায় চলে এসেছি, ঠিক আছে? 674 01:04:10,840 --> 01:04:12,680 হ্যাঁয়, দুঃখিত আমি দেরি করে ফেলেছি। 675 01:04:13,040 --> 01:04:16,160 আচ্ছা, তোমার কর্মব্যস্ততা শেষ করে আসতে পেরেছো তাহলে! 676 01:04:16,360 --> 01:04:18,320 আমি দুঃখিত দেরি করে ফেলেছি. আমি একদম প্রস্তুত। 677 01:04:18,520 --> 01:04:21,090 কোনেলি কাজটা করছে। কোন শালায় দিলো? 678 01:04:21,280 --> 01:04:22,720 তুমি আমাকে কি বললে? 679 01:04:25,960 --> 01:04:27,000 এটা আমার কাজ। 680 01:04:27,200 --> 01:04:29,880 এটা আমার কাজ আর আমি যাকে চাই তাকেই দেবো। 681 01:04:30,880 --> 01:04:33,960 আর যার কাছে লাঠি নেই তাকে তো দেবোই না। 682 01:04:35,400 --> 01:04:38,000 আমি গাড়িয়ে রেখে এসেছি, আমি এক্ষুনি আসছি! ৫ মিনিট! 683 01:04:38,200 --> 01:04:39,560 আমি এখন ব্যান্ডকে প্রস্তুত করছি। 684 01:04:39,920 --> 01:04:43,160 - আমি রায়ান এর লাঠি ব্যাবহার করি। - নেইম্যান তুমি তোমার কাজটা হারিয়েছো! 685 01:04:43,400 --> 01:04:45,240 না, এটা হতে পারেনা। আপনি এমনটা করতে পারেন না! 686 01:04:45,480 --> 01:04:46,520 - পারিনা?! - হ্যাঁ! 687 01:04:46,720 --> 01:04:49,120 তুমি কোন রাজা এসেছো এটা বলতে, কোনটা আমি পারি আর কোনটা পারিনা? 688 01:04:49,360 --> 01:04:52,200 - শালা গরুর গোবর থেকে উঠে আসা গর্দভ? - আমি কাজটা অর্জন করেছিলাম। 689 01:04:52,400 --> 01:04:55,130 তুমি কখনো কিছু অর্জন করনি। তুমি একটা মাথা মোটা গাধা! 690 01:04:55,480 --> 01:04:58,920 তুমি ফাইল লুকিয়ে রেখেছিলে বলেই মূল বাদক হতে পেরেছিলে! 691 01:04:59,160 --> 01:05:02,480 স্টুডিও ব্যান্ডে তুমি আসতে পেরেছিলে কারণ আমি যা চাই... 692 01:05:02,680 --> 01:05:04,720 তুমি সেটাই করবে এইজন্য! 693 01:05:04,960 --> 01:05:06,160 - ভুল বললাম? - আচ্ছা! 694 01:05:06,360 --> 01:05:07,640 আমি স্টুডিও ব্যান্ডে আসতে পেরেছি, কারণ আমিই সেরা.. 695 01:05:07,880 --> 01:05:08,920 দূর হও। 696 01:05:09,120 --> 01:05:11,640 হ্যাঁয় তুই, চুপ থাক জনির বাচ্চা, আমার পাতা উল্টে দিবি! 697 01:05:12,040 --> 01:05:14,690 হ্যাঁয়, আমি যখন চাই তখনই তোমাকে বের করে দিতে পারি! 698 01:05:14,880 --> 01:05:17,850 আমাকে বের করতে পারবেন না। কি করবি হাঁদারাম এর বাচ্চা! 699 01:05:19,760 --> 01:05:23,520 ৫.৩০ এ, ১১ মিনিট পর, আমার ব্যান্ড স্টেজে যাবে। 700 01:05:23,720 --> 01:05:26,960 যদি তুমি লাঠি নিয়ে ওই সময়ের মধ্যে পাছাটা সিটে দিতে না পারো, 701 01:05:27,160 --> 01:05:29,200 অথবা একটা ভুলও যদি করো, 702 01:05:29,440 --> 01:05:32,360 একটাও, আমি তোমার ড্রাম বাজানোর এমন দশা করবো যে... 703 01:05:32,560 --> 01:05:35,880 তুমি স্নাতক পাশ না করা পর্যন্ত তোমাকে পেইজ পাল্টে যেতে হবে। 704 01:05:36,080 --> 01:05:39,970 যখন সেফার এর সাথে তোমার সম্পর্ক শেষ হবে, তখন যেন সবাইকে সাফল্যের গল্প শুনাতে পারো! 705 01:05:40,200 --> 01:05:43,400 বোঝা গেল? অথবা, জনির বাচ্চাই এই কাজটা করবে। 706 01:05:43,760 --> 01:05:46,440 ভেবে দেখ! এটা আমার কাজ, আমি স্টেজে বাজাবো! 707 01:05:46,640 --> 01:05:48,160 - ধূর শালা! - দশ মিনিট সময় আছে, 708 01:05:48,320 --> 01:05:51,160 যত্তসব বিরক্তিকর জেদি পোলা কোথাকার! 709 01:06:01,120 --> 01:06:03,720 - হ্যাঁয় ফ্লেচারকে বলো আমি আসছি। - এতো দেরি হচ্ছে কেন? 710 01:06:03,920 --> 01:06:07,040 আমরা স্টেজে চলে যাচ্ছি! আমি গাড়ি তালা মারছি, আমি আসছি। 711 01:06:07,240 --> 01:06:09,000 "বামে ঘুরান, ২০০ ফিট" 712 01:06:09,200 --> 01:06:11,080 - তুমি কি গাড়ি চালাচ্ছো? - না! 713 01:06:11,320 --> 01:06:12,840 তাহলে কিসের আওয়াজ শোনা গেলো? 714 01:06:13,040 --> 01:06:17,600 দেখ, ফ্লেচারকে গিয়ে শুধু বল, যে আমি আসছি শালার পুত! 715 01:07:01,800 --> 01:07:03,000 হ্যাঁয়, হ্যাঁয়, হ্যাঁয়. 716 01:07:03,240 --> 01:07:06,160 তুমি ঠিক আছো? তুমি ঠিক আছো? 717 01:07:06,360 --> 01:07:09,250 আমাকে লাঠিগুলো নিতে হবে! না, গাড়ি থেকে দূরে সরে যাও! 718 01:07:09,440 --> 01:07:11,400 আমি পুলিশকে ফোন দিচ্ছি! দেখুন, আমাকে যেতে হবে! 719 01:07:11,600 --> 01:07:13,600 না, না, স্যার! একটু হেঁটে গেলেই যাবো! 720 01:07:13,840 --> 01:07:16,080 স্যার, আপনি যেতে পারবেন না... ছেড়ে দে! 721 01:07:46,800 --> 01:07:49,560 হ্যাঁয়, কিরে! তোমার কি হয়েছে? 722 01:07:55,440 --> 01:07:59,080 সেফার মিউজিক স্কুল, স্টুডিও ব্যান্ড। 723 01:08:56,440 --> 01:08:57,600 নেইম্যান, এসব কি? 724 01:09:10,400 --> 01:09:12,160 ধ্যাত। 725 01:09:39,080 --> 01:09:40,800 নেইম্যান... 726 01:09:44,080 --> 01:09:45,410 তুমি বাদ। 727 01:09:55,800 --> 01:09:58,640 ভদ্রমহিলা ও মহোদয়গণ, আমি দুঃখিত 728 01:09:58,880 --> 01:10:01,720 সেফার মিউজিক স্কুল এর পক্ষ থেকে। 729 01:10:06,520 --> 01:10:08,280 কুত্তার বাচ্চা, আমি তোকে মেরেই ফেলবো! 730 01:10:08,920 --> 01:10:10,490 - মর তুই! - ছেড়ে... 731 01:10:10,720 --> 01:10:13,040 আমাকে ছেড়ে দাও! ছেড়ে দাও! ছাড়! 732 01:10:16,720 --> 01:10:18,050 মর তুই! 733 01:10:18,640 --> 01:10:19,920 মর তুই! 734 01:10:20,120 --> 01:10:22,120 তুই মরবি, ফ্লেচার! তুই মরবি! 735 01:10:22,360 --> 01:10:25,120 ছেড়ে দে। ধ্যাত। কুত্তা! 736 01:10:25,360 --> 01:10:27,040 মর শালা! 737 01:10:42,240 --> 01:10:44,000 তুমি উনার সাথে কখন কথা বললে? 738 01:10:44,200 --> 01:10:46,560 তোমার বাবা এই সপ্তাহে যোগাযোগ করেছে। 739 01:10:47,040 --> 01:10:49,520 শন কেইসির নাম কি তোমার মনে আছে? 740 01:10:50,320 --> 01:10:52,320 তার মৃত্যু সম্পর্কে তুমি জানো? 741 01:10:53,080 --> 01:10:56,050 গত মাসে সে নিজের ঘরে ঝুলে আত্মহত্যা করেছিলো। 742 01:11:00,680 --> 01:11:02,200 সেটার সাথে আমার সম্পর্ক কি? 743 01:11:02,440 --> 01:11:04,680 সে দুশ্চিন্তা আর বিষণ্নতায় ভুগছিলো। 744 01:11:04,880 --> 01:11:08,280 সে ফ্লেচারের ছাত্র থাকা অবস্থায় তার মা সেটা বুঝতে পারে। 745 01:11:09,280 --> 01:11:13,250 এখন, কেইসিরা ধনী নয়, তারা সহজে বিষয়টা মেনে নিচ্ছেনা। 746 01:11:15,200 --> 01:11:18,240 তো...তারা কি চায়? 747 01:11:18,720 --> 01:11:22,320 এটা নিশ্চিত করতে যে টেরান্স ফ্লেচার অন্য ছাত্রদের সাথে যেন এমনটা আর না করে! 748 01:11:47,880 --> 01:11:49,920 হ্যাঁয় বাবা, আমার বাজনা দেখ. 749 01:11:52,040 --> 01:11:54,480 এইতো, আমার ছেলে. 750 01:11:54,680 --> 01:11:58,570 সে কিছুই করেনি। তোমার কি হয়েছে? এটা শেষ তাইনা? 751 01:11:58,760 --> 01:12:01,360 সে তোমার জীবন থেকে চলে গেছে, তুমি তাকে ছেড়ে দেবে কেন? 752 01:12:01,560 --> 01:12:04,920 তুমি কি "উন্মাদ অ্যান্ড্রু" বলার সুযোগটা তাকে দিতে চাও? 753 01:12:05,280 --> 01:12:08,600 সে কি ইচ্ছাকৃতভাবে হতাশা তৈরির চেষ্টা করেছে? 754 01:12:17,560 --> 01:12:20,290 এই কথাগুলো জনসম্মুখে যাবেনা, তুমি সেটা জানো! 755 01:12:20,520 --> 01:12:23,840 ফ্লেচার জানতেও পারবেনা যে তুমিই তার বিরুদ্ধে কথা বলেছো। 756 01:12:29,880 --> 01:12:31,480 তুমি কেন এসব করতে গেলে? 757 01:12:32,600 --> 01:12:35,840 তোমার কি মনে হয় আমার ছেলেকে সে নরকে ফেলে দেবে... 758 01:12:36,080 --> 01:12:38,480 আর কোন কিছু ছাড়াই পার পেয়ে যাবে? 759 01:12:38,800 --> 01:12:41,450 তুমি জানোনা যে আমি সেটা হতে দেবোনা? 760 01:12:41,640 --> 01:12:46,440 আমার কাছে দুনিয়াতে যে তোমার চেয়ে দামি আর কোন কিছুই নেই? 761 01:12:46,640 --> 01:12:48,560 তুমি কি জানোনা? 762 01:12:59,280 --> 01:13:00,960 অ্যান্ড্র? 763 01:13:47,960 --> 01:13:49,680 অ্যান্ড্র? 764 01:13:54,280 --> 01:13:56,440 আমাকে কি বলতে হবে শুধু সেটা বলুন। 765 01:14:09,200 --> 01:14:10,610 হ্যাঁয়! 766 01:14:28,880 --> 01:14:31,450 এইবার সেখানে গেলে যা চাও সব দেবো. 767 01:14:31,640 --> 01:14:33,880 বিয়ে আমার ভালোই লাগে, সেটা সেগুলো আমাদের না হলেও. 768 01:14:34,080 --> 01:14:35,520 বিয়ে স্বাস্থ্যের জন্য ভালো. 769 01:14:35,720 --> 01:14:38,000 বিবাহিতরা ব্যাচেলরদের চেয়ে অনেক দিন বেশি বাঁচে. 770 01:14:38,240 --> 01:14:41,560 তারা চেষ্টা করে কিভাবে বউ থেকে পার পাবে যাতে তারা আবার ব্যাচেলর হতে পারে. 771 01:14:41,760 --> 01:14:43,560 বিয়ে করার চিন্তা আসেনি কখনো? 772 01:14:43,720 --> 01:14:44,760 এসেছিলো. 773 01:14:45,000 --> 01:14:47,080 তরুণী মেয়েটা শেষকালে এসে তার মত বদলে ফেলেছিলো. 774 01:14:47,280 --> 01:14:50,010 আমি সবসময় তার মায়াজালে বন্দী ছিলাম. 775 01:14:50,200 --> 01:14:52,520 আমি লিকুইড দিয়ে রান্নাঘর ধুয়ে দিয়েছি। 776 01:14:52,720 --> 01:14:55,080 দেখেছি। আচ্ছা। 777 01:14:55,360 --> 01:14:56,880 ঠিক আছে। 778 01:14:58,080 --> 01:14:59,570 ধন্যবাদ। 779 01:17:19,600 --> 01:17:21,120 এদিকে এসো, ভাই! 780 01:17:40,440 --> 01:17:42,040 অ্যান্ড্রু। 781 01:17:47,080 --> 01:17:48,520 হ্যাঁয়! 782 01:17:55,280 --> 01:17:57,120 তুমি শুনেছ কিনা জানিনা! আ.. 783 01:17:58,240 --> 01:18:00,400 আমি সেফার থেকে চলে এসেছি। 784 01:18:01,160 --> 01:18:03,810 হ্যাঁ আমি শুনেছি। 785 01:18:04,560 --> 01:18:05,800 আপনি ছেড়ে দিয়েছিলেন? 786 01:18:08,000 --> 01:18:09,880 সেরকম না। 787 01:18:11,200 --> 01:18:15,280 শন কেইসির বর্ষের ছেলেটাকে নিয়ে কিছু পিতামাতা মনে করে... 788 01:18:15,480 --> 01:18:18,370 আমি নাকি কি করেছি। 789 01:18:18,560 --> 01:18:20,880 যদিও আমাকে নিয়ে এই ধরণের কোন... 790 01:18:21,080 --> 01:18:24,050 আলতু ফালতু কথা বললে আমার নিজের অবাক লাগে! 791 01:18:26,160 --> 01:18:27,650 হ্যাঁ. 792 01:18:28,280 --> 01:18:30,120 - এটা ঠাট্টার হাসি তাইনা? - আমি দুঃখিত। 793 01:18:30,320 --> 01:18:32,080 না, শোন...আমি বুঝেছি। আমি দুঃখিত। 794 01:18:32,280 --> 01:18:34,240 আমি জানি আমি শত্রু বানিয়েছি। 795 01:18:35,640 --> 01:18:38,040 আমি একটু খারাপ আচরণ করতাম, ঠিক! 796 01:18:39,400 --> 01:18:42,400 তারা JVC উৎসব এর আয়োজন করেছে এই বছর, 797 01:18:42,600 --> 01:18:45,640 তারা আমাকে কয়েক সপ্তাহের মধ্যে দক্ষ ব্যান্ড নিয়ে ফিরে আসতে বলেছে। 798 01:18:46,680 --> 01:18:48,400 এটা অসাধারণ। 799 01:18:50,160 --> 01:18:51,400 ঠিক আছে। 800 01:18:54,040 --> 01:18:58,840 সত্যিটা হচ্ছে, আমার মনে হয়না মানুষ... 801 01:18:59,080 --> 01:19:01,730 বুঝতে পারে আমি সেফারে আসলে কি করতাম। 802 01:19:01,960 --> 01:19:03,560 আমি আসলে খারাপ আচরণ করতাম না। 803 01:19:03,800 --> 01:19:07,320 কোন একটা পাগলও হাত তুলে রেখে সবাইকে সুর ধরিয়ে দিতে পারবে। 804 01:19:07,520 --> 01:19:12,080 আমি তাদের চিন্তার সীমাটা ছাড়িয়ে যেতেই এমন জোর করতাম। 805 01:19:14,040 --> 01:19:15,920 আমার বিশ্বাস করি যে.. 806 01:19:17,320 --> 01:19:19,840 এটাই আসলে প্রয়োজন। 807 01:19:21,560 --> 01:19:24,760 তা না হলে আমরা দুনিয়াতে কখনো ভালো কোন বাদক পাবোনা! 808 01:19:25,080 --> 01:19:26,520 পরবর্তী চার্লি পার্কার পাবোনা। 809 01:19:28,800 --> 01:19:32,360 আমি চার্লি পার্কার কিভাবে চার্লি পার্কার হয়ে উঠে সেই গল্পটা বলেছিলাম, তাইনা? 810 01:19:32,560 --> 01:19:35,370 - জো জোনস একটা করতাল ছুড়ে মেরেছিলো। - একদম। 811 01:19:35,560 --> 01:19:37,680 পার্কার তরুণ ছেলে ছিলো। বাজনায় ভালো ছিলো। 812 01:19:37,880 --> 01:19:42,520 অবসরেও নিজেকে নিখুঁত করতে চাইতো, আর তাও সে পারতো না। 813 01:19:43,640 --> 01:19:46,530 আর জোনস সেইজন্য তাকে লজ্জা দিতো। 814 01:19:46,760 --> 01:19:49,360 আর সে স্টেজ ছেড়ে চলে যায়। 815 01:19:49,680 --> 01:19:53,320 কেঁদে কেঁদে সে রাতটা পার করেছিলো, কিন্তু পরের সকালবেলা, সে কি করেছিলো? 816 01:19:53,520 --> 01:19:55,480 সে অনুশীলন করেছে। 817 01:19:55,840 --> 01:19:59,640 আর সে অনুশীলন করেই যাচ্ছিলো, একটা লক্ষ্য মাথায় রেখে, 818 01:19:59,840 --> 01:20:02,440 যেন আর কেউ তাকে আর লজ্জা দিতে না পারে। 819 01:20:02,760 --> 01:20:07,600 আর এক বছর পর সে "রেনো" তে ফিরে যায় আর সে স্টেজে প্রবেশ করে, 820 01:20:07,800 --> 01:20:11,320 এবং নিজের জীবনের সেরা একক সুরটা বাজায়, যা পৃথিবী আগে শুনেনি! 821 01:20:14,920 --> 01:20:17,490 তো মনে করো যদি জোনস বলে: 822 01:20:17,680 --> 01:20:22,760 "আচ্ছা ঠিক আছে চার্লি, এটা ঠিক আছে, ভালো করেছো।" 823 01:20:23,640 --> 01:20:28,000 আর চার্লি নিজে নিজে ভাবে, "তাই নাকি, আমি ভালো করেছি তাহলে।" 824 01:20:28,880 --> 01:20:30,040 গল্প শেষ। 825 01:20:30,240 --> 01:20:31,920 মেধার মৃত্যু! 826 01:20:33,800 --> 01:20:37,400 আর এটাই আমার কাছে ভয়ানক দুঃখজনক ব্যাপার। 827 01:20:38,000 --> 01:20:40,760 কিন্তু দুনিয়া এখন সেটাই চায়। 828 01:20:41,080 --> 01:20:44,120 মানুষ ভাবে, Jazz এর এই অবস্থা কেন, 829 01:20:48,360 --> 01:20:52,520 আমি বলছি তোমাকে, প্রত্যেক সেরা Jazz অ্যালবাম আমার 830 01:20:52,720 --> 01:20:55,160 কথাটায় প্রমাণ করে, আসলেই। 831 01:20:55,880 --> 01:21:00,680 ইংরেজি ভাষায় "ভালো হয়েছে"র মত দ্বিতীয় কোন অপকারী শব্দ নেই। 832 01:21:00,880 --> 01:21:02,720 তারপর "ভালো হয়েছে." 833 01:21:07,200 --> 01:21:09,200 কিন্তু তার কি কোন সীমা আছে? 834 01:21:10,200 --> 01:21:13,920 দেখুন, এইতো হতে পারে, আপনি পরবর্তী চার্লি পার্কারকে... 835 01:21:14,120 --> 01:21:18,170 চার্লি পার্কার হয়ে উঠতে নিরুৎসাহিত করলেন? না ভাই, না। 836 01:21:18,360 --> 01:21:21,760 কারণ পরবর্তী চার্লি পার্কার কখনোই নিরুৎসাহিত হবেনা। 837 01:21:22,080 --> 01:21:23,570 হুম। 838 01:21:29,160 --> 01:21:31,640 সত্যটা হচ্ছে, অ্যান্ড্র... 839 01:21:33,360 --> 01:21:36,010 আমি কখনোই চার্লি পার্কার এর মত কাউকে পাইনি। 840 01:21:38,840 --> 01:21:40,720 কিন্তু আমি চেষ্টা করেছি। 841 01:21:41,440 --> 01:21:44,280 আমি জান দিয়ে চেষ্টা করেছি। 842 01:21:44,480 --> 01:21:46,400 আর সেটা অনেক মানুষ এর কর্মের চেয়েও বেশি। 843 01:21:46,600 --> 01:21:51,840 আর আমি যা করেছি তার জন্য আমি নিজেকে কখনো ক্ষমা করবোনা। 844 01:22:05,240 --> 01:22:06,440 ঠিক আছে, পরে দেখা হবে। 845 01:22:06,640 --> 01:22:07,800 আচ্ছা। 846 01:22:09,560 --> 01:22:13,400 হ্যাঁয় অ্যান্ড্রু, শোন, আমি জানিনা বিষয়টা তুমি কিভাবে নেবে, 847 01:22:13,600 --> 01:22:19,760 কিন্তু JVC ব্যান্ড, যেটা আমি পরিচালনা করছি, আমার ড্রামার তাতে খাপ খাওয়াতে পারছে না। 848 01:22:21,320 --> 01:22:23,360 তুমি বুঝতে পারছো আমি কি বলছি? 849 01:22:25,360 --> 01:22:26,440 না। 850 01:22:26,640 --> 01:22:28,920 আমি স্টুডিও ব্যান্ড এর তালিকাটাই করছি। 851 01:22:29,120 --> 01:22:32,480 মানে "ক্যারাভেন", "উইপ্ল্যাস" এগুলো! 852 01:22:33,320 --> 01:22:35,400 আমি এমন কাউকে চাই যে আসলেই এসব জানে। 853 01:22:39,360 --> 01:22:40,960 রায়ান কোনেলির কি হলো? 854 01:22:42,200 --> 01:22:44,680 আমার কাছে রায়ান কোনেলি সবসময় তোমার উদ্দীপনা বাড়াতেই সহায়তা থাকতো। 855 01:22:46,240 --> 01:22:49,760 ট্যানার? ট্যানার দলবদল করেছে। 856 01:22:50,840 --> 01:22:52,330 মনে হয় সে অনুৎসাহিত হয়েছে। 857 01:22:54,840 --> 01:22:56,440 হ্যাঁয়, 858 01:22:56,840 --> 01:22:59,200 এই সপ্তাহটা নাও, এটা নিয়ে ভাবো। 859 01:23:21,280 --> 01:23:23,960 - হ্যালো? - হ্যাঁয় নিকোল, আমি অ্যান্ড্রু। 860 01:23:25,760 --> 01:23:28,440 - হাই! - হ্যাঁয়! 861 01:23:29,320 --> 01:23:35,520 অনেকদিন হয়ে গেলো তোমার সাথে কথা বলেছিলাম! 862 01:23:35,720 --> 01:23:37,600 দেখো, আমি... 863 01:23:37,800 --> 01:23:41,120 আমি খুবই দুঃখিত সবকিছুর জন্য। 864 01:23:41,320 --> 01:23:47,880 এটা আসলে..এটা কিন্তু... আমি আসলে খুবই দুঃখিত। 865 01:23:52,120 --> 01:23:56,400 কিন্তু যাইহোক আমার... এই সপ্তাহে একটা শো আছে, 866 01:23:56,600 --> 01:23:58,280 এটাকে আসলে... 867 01:23:58,480 --> 01:24:01,800 JVC বলে, কারনিগি হলে হবে, যদি তুমি যেতে চাও... 868 01:24:02,000 --> 01:24:07,640 আর আমরা, হয়তো তারপর... পিজ্জা খেতে যেতে পারি। 869 01:24:07,840 --> 01:24:12,600 আমার স্কুল এর ভুলত্রুটি আবার বলতে পারি। 870 01:24:12,800 --> 01:24:14,880 কি...এটা? জাইভিস বললে? 871 01:24:15,080 --> 01:24:18,080 না এটা JVC. 872 01:24:18,320 --> 01:24:22,450 এটা আসলে একটা Jazz...দল। 873 01:24:22,960 --> 01:24:24,400 ওহ. 874 01:24:24,600 --> 01:24:26,280 ওহ, আচ্ছা। 875 01:24:27,160 --> 01:24:33,360 আমি জানিনা আসতে পারবো কিনা... বয়ফ্রেন্ডকে বলে দেখতে হবে. 876 01:24:38,280 --> 01:24:39,640 আচ্ছা। 877 01:24:39,880 --> 01:24:41,400 হ্যাঁ। 878 01:24:42,960 --> 01:24:45,240 আমি দেখি, কিন্তু বলতে পারছি না. 879 01:24:45,440 --> 01:24:47,720 জানিনা সে Jazz পছন্দ করে কিনা. 880 01:24:47,920 --> 01:24:50,680 ঠিক আছে, সবার তো আর পছন্দ না। 881 01:24:53,320 --> 01:24:57,480 আচ্ছা, আশা করি তোমাদেরকে ওখানে দেখতে পাবো। 882 01:24:58,400 --> 01:25:00,920 আচ্ছা। আচ্ছা। 883 01:25:01,120 --> 01:25:02,560 বিদায়। 884 01:26:26,400 --> 01:26:30,120 ঠিক আছে বন্ধুরা, শোনো। এখন যারা এই কাজে নতুন... 885 01:26:30,320 --> 01:26:34,720 যার মানে হয়তো কার্ল ছাড়া এখানে সবাই, আজ রাতে তোমাদের জীবন পাল্টে যেতে পারে। 886 01:26:35,120 --> 01:26:40,330 বাইরের এই মানুষগুলো অনেক গুণী, তুমি সাদা কাগজে একটা কলম এর মত, 887 01:26:40,520 --> 01:26:44,080 একজন খেলোয়াড়, মিউজিক এর নায়ক! 888 01:26:45,080 --> 01:26:46,120 অন্যদিকে, যদি ব্যর্থ হও, 889 01:26:46,320 --> 01:26:49,760 তোমাকে নিশ্চিত অন্য একটা কাজ খুঁজতে হবে কারণ, 890 01:26:49,960 --> 01:26:54,760 এই শিকারিগুলো দাগকাটা শিকারদের কখনো ভুলে না। 891 01:26:58,200 --> 01:26:59,800 সব ঠিকঠাক? 892 01:27:00,000 --> 01:27:02,840 ঠিক আছে, শুভকামনা রইলো। 893 01:28:04,560 --> 01:28:06,800 তোমার মনে হয় আমি একটা গাধা? 894 01:28:07,440 --> 01:28:10,410 কি? আমি জানি এটা তুমিই ছিলে। 895 01:28:24,160 --> 01:28:26,040 ধন্যবাদ, ভদ্রমহিলা ও মহোদয়গণ। 896 01:28:26,240 --> 01:28:29,920 আমরা JVC কে এই বছরের আয়োজনে সম্পৃক্ত করতে পেরে আনন্দিত। 897 01:28:30,120 --> 01:28:33,240 আমি টেরান্স ফ্লেচার, আর এরা হচ্ছে নিউ ইয়র্ক এর কিছু সেরা বাদক, 898 01:28:33,440 --> 01:28:36,200 তার মানে তারা সবাই পৃথিবীর সেরা বাদক। 899 01:28:36,400 --> 01:28:40,450 আজকে আমার টিম "সিমনেস" নতুন একটা সুর বাজাবো। 900 01:28:40,640 --> 01:28:43,320 যাকে বলে টিম সিমোনিক এর উচ্চঘূর্ণন... 901 01:29:28,600 --> 01:29:30,880 এসব কি বাজাচ্ছো?! 902 01:29:43,360 --> 01:29:44,440 কি হচ্ছে! 903 01:30:48,560 --> 01:30:51,040 মনে হয় তোর মাথায় এখনো বিষয়টা ঢুকেনি। 904 01:31:28,480 --> 01:31:32,840 এটা সুর থেকে ছিটকে অনেক দূরে চলে যাওয়ার মত হয়েছে। 905 01:31:42,840 --> 01:31:45,410 কি হলো, চলো বাড়ি যাই। 906 01:31:54,560 --> 01:31:56,160 তুমি কি করছো? 907 01:32:12,760 --> 01:32:14,000 উহ... 908 01:32:14,200 --> 01:32:16,850 এখন আমরা একটু ধীরে করে নেবো! 909 01:32:17,040 --> 01:32:19,000 আমার মনে হয় তোমাদের অনেকেই folks শুনেছো! 910 01:32:32,560 --> 01:32:33,600 আমি তোমাকে ইশারা করবো! 911 01:32:33,800 --> 01:32:35,920 "ক্যারাভেন"। 912 01:32:37,880 --> 01:32:38,920 তিন, চার। 913 01:33:37,000 --> 01:33:39,080 আমি তোমার চোখ উপ্রে ফেলবো। 914 01:37:21,920 --> 01:37:24,890 আন্ড্রু, তুমি করছো টা কি? আমিই ইশারা দেবো!