1 00:00:20,950 --> 00:00:27,150 অনুবাদঃ শুভ মোহাম্মদ শাওন 1 00:00:27,950 --> 00:00:30,150 সাবটাইটেল সম্পর্কে আপনাদের মুল্যবান মতামত জানাতেঃ- 1 00:00:30,950 --> 00:00:34,150 অনুবাদকের ফেসবুক আইডিঃ- Facebook.com/ksawon 1 00:00:34,950 --> 00:00:38,150 আমাদের ফেসবুক গ্রুপঃ- Bangla Subtitle 1 00:00:38,950 --> 00:00:40,150 প্রথমেই একটু কষ্ট দেওয়ার জন্য আন্তরিকভাবে দুঃখিত। 1 00:02:20,950 --> 00:02:23,150 হে ইশ্বর, 2 00:02:25,450 --> 00:02:28,650 তুমি আমার পাপের প্রায়শ্চিত্ব চাও, 3 00:02:28,670 --> 00:02:30,540 তাহলে তুমি আমার প্রাণ নিয়ে নাও। 4 00:02:30,560 --> 00:02:34,530 কিন্তু এই বাচ্চাটার জীবন রক্ষা করো... 5 00:02:34,997 --> 00:02:39,377 এর অপেক্ষায় থাকা মায়ের জন্য একে বাঁচতে হবে। 6 00:02:39,397 --> 00:02:42,647 মাহেশ্মতি সিংহাসনের জন্য একে বেঁচে থাকতে হবে। 7 00:02:43,027 --> 00:02:47,067 মাহেন্দ্র বাহুবালিকে বাঁচতেই হবে... 8 00:03:18,777 --> 00:03:20,977 এটা কি? 9 00:03:25,966 --> 00:03:28,166 দ্রুত গিয়ে উদ্ধার কর। 10 00:03:30,607 --> 00:03:32,807 দেখে, সাবধানে... 11 00:03:57,924 --> 00:04:00,093 কি হয়েছে? -কে জানে। 12 00:04:00,113 --> 00:04:02,613 হাতের আংটি দেখে তো মনে হয় কোনো রাণী-মহারাণীই হবে। 13 00:04:02,822 --> 00:04:05,232 ওই উপরের দিকে আঙ্গুল দিয়ে ইশারা করছিলো... 14 00:04:08,588 --> 00:04:10,788 উস্তাদ... 15 00:04:13,123 --> 00:04:13,892 কিরে কি হয়েছে? 16 00:04:13,912 --> 00:04:16,055 মনে হয় এরা সেই মা কে মারতে এসেছিলো, 17 00:04:16,075 --> 00:04:18,275 আর মা জননী বুদ্ধি খাটিয়ে এদেরকেই মেরে ফেলেছে। 18 00:04:21,052 --> 00:04:23,252 উস্তাদ... 19 00:04:26,415 --> 00:04:29,785 আরে এটা তো দেখি গুহা, এটার সমন্ধে তো আমরা কিছু জানতাম ই না। 21 00:04:32,592 --> 00:04:35,382 মনে হয় এই গুহা থেকে কোনো রাস্তা বের হয়। 22 00:04:35,402 --> 00:04:38,481 সেই মা জননী উপরের দিকে ইশারা করেছিলো... 23 00:04:38,482 --> 00:04:40,481 যাতে বাচ্চাটাকে সেখানে নিয়ে যাওয়া হয়। 24 00:04:40,482 --> 00:04:41,941 পাগল হয়ে গেছো নাকি, 25 00:04:41,942 --> 00:04:43,941 একটা দুধের শিশুকে মারার জন্য সৈন্য পাঠানো হয়েছে, 26 00:04:43,942 --> 00:04:48,522 তাহলে ভাবো উপরে সেখানে কতো বড় বিপদ অপেক্ষা করতেছে। -তো কি করবো এখন... 27 00:04:49,322 --> 00:04:51,191 ও এখন থেকে আমার সন্তান। 28 00:04:51,192 --> 00:04:53,392 এই বাচ্চাটাকে আমার কোলে এই গঙ্গা মা পাঠিয়েছে... 30 00:04:55,280 --> 00:04:57,480 আর যে আমার কথা শুনবে না... 31 00:04:57,591 --> 00:04:59,791 তাকে আমি পা দিয়ে পিষেই মেরে ফেলবো। 32 00:05:00,711 --> 00:05:03,091 সবাই চুপ হয়ে আছো কেনো, বন্ধ করে দাও এই গুহা টাকে। 33 00:05:22,034 --> 00:05:23,613 তুই এখানে কি করছিস? 34 00:05:23,633 --> 00:05:25,833 ওই উপরে কি আছে, মা? 35 00:05:34,308 --> 00:05:36,221 উপরে শয়তান আছে, 36 00:05:36,241 --> 00:05:38,257 বাচ্চাদের টুকরো টুকরো করে খেয়ে ফেলে। 37 00:05:38,277 --> 00:05:39,971 আমি উপরে যাবো, মা। 38 00:05:39,992 --> 00:05:41,474 আবার সেই একই কথা, 39 00:05:41,494 --> 00:05:43,694 আয়... 40 00:06:02,300 --> 00:06:04,550 জলপর্বতে উঠতে তোকে মানা করেছি না, 41 00:06:04,570 --> 00:06:06,699 তবু বারবার কেনো যাস ওখানে? 42 00:06:06,700 --> 00:06:08,990 আমার সোনা ছেলে, আরতো এখানে আসবি না, তাইনা? 43 00:07:00,797 --> 00:07:02,997 মনে হছে এবার উঠেই যাবে, 44 00:07:03,017 --> 00:07:05,517 উঠে যাবে মানে, তুই জল পর্বত দেখেছিস? 45 00:07:05,537 --> 00:07:07,186 মেঘে স্পর্শ করে উপরে উঠে গেছে পর্বত... 46 00:07:07,206 --> 00:07:09,219 ও ওই চল্লিশ গজ থেকে কতবার পরেছে? 47 00:07:09,239 --> 00:07:10,828 মিনিমাম তো একশো বার হবেই... 48 00:07:10,848 --> 00:07:13,758 তুই দেখিস, এইবার আবারো পরবে। 49 00:07:48,237 --> 00:07:53,377 ছি... - দেখে যা তোর মা এখানে কি কাণ্ড ঘটাচ্ছে... 50 00:07:56,432 --> 00:07:58,310 শিবা...শিবা... 51 00:07:58,330 --> 00:08:01,268 শিবা...শিবা... 52 00:08:02,707 --> 00:08:04,296 পনেরো বার... 53 00:08:04,297 --> 00:08:06,626 একশো এক বার আরো করো... 54 00:08:06,627 --> 00:08:08,756 তাহলে তোমার মনোকামনা অবশ্যই পূর্ন হবে। 55 00:08:08,757 --> 00:08:12,377 বাবা, আমার পুজা করা শেষ হয়ে গেলে আমার ছেলে আমার কথা শুনবে ? 56 00:08:12,942 --> 00:08:15,142 ও ওই জলপর্বতে যাওয়া ছেড়ে দিবে? 57 00:08:15,162 --> 00:08:17,872 হুমম, শিবের শক্তি জানো তুমি? 58 00:08:17,892 --> 00:08:20,142 মন থেকে মহাকালের অভিষেক করো... 59 00:08:20,787 --> 00:08:24,235 তাহলে ওনি তোমার ছেলেকে সঠিক পথ দেখাবেন। 60 00:08:24,255 --> 00:08:26,830 ঠিক আছে বাবা। 61 00:08:26,850 --> 00:08:29,797 মা, তুমি নিজেকে ছোট বাচ্চা মনে করেছো নাকি? 62 00:08:30,808 --> 00:08:32,967 এতো দৌড়াঝাপ করলে কি অবস্থা হবে তোমার? 63 00:08:32,968 --> 00:08:36,097 সর সামনে থেকে, - মা...মা...মা... আমার কথা শুনো না একটূ... 64 00:08:36,098 --> 00:08:38,298 সর তুই, কখনো তুই আমার কথা শুনেছিস? 65 00:08:38,518 --> 00:08:40,718 বাবা, মাকে বুঝাও না একটু... 66 00:08:41,098 --> 00:08:42,597 সাঙ্গা... - কি? 67 00:08:42,598 --> 00:08:44,927 আরে অকুল তুই কি করছিস এখানে... 68 00:08:44,928 --> 00:08:46,387 বাবা...বাবা... -ছাড়, ছাড় আমাকে। 69 00:08:46,388 --> 00:08:47,807 তাহলে তোমার জায়গায় আমি করে দিবো? 70 00:08:47,808 --> 00:08:50,008 মেনে নাও না একটূ...? - না...... 71 00:08:50,218 --> 00:08:52,347 শিব(হিন্দুদের ভগবান) মানবে না। 72 00:08:52,760 --> 00:08:55,220 যে প্রার্থনা করেছে তাকেই করতে হবে। 73 00:08:55,808 --> 00:08:56,807 বাবা 74 00:08:56,827 --> 00:08:59,157 তুমি তোমার হাত পেচিয়ে থাকো চুপ করে। 75 00:09:00,339 --> 00:09:01,838 মা...মা... - কি হয়েছে রে? 76 00:09:01,839 --> 00:09:04,077 মা আমি তোমাকে এভাবে তুলে নিবো... 77 00:09:04,097 --> 00:09:06,429 তারপর, শিবকে ইচ্ছেমতো গোসল করিয়ে নিও, রাজি হয়ে যাও না... 78 00:09:06,429 --> 00:09:09,088 না, শিব মানবে না। 79 00:09:09,089 --> 00:09:11,088 যে প্রার্থনা করেছে তাকেই সব করতে হবে... 80 00:09:11,089 --> 00:09:13,289 আর পায়ে চলে পুরো করতে হবে। 81 00:09:15,429 --> 00:09:16,838 বাবা... 82 00:09:16,839 --> 00:09:19,088 আপনি আর আপনার শিবাজী আমার মায়ের জীবন নিবে নাকি? 83 00:09:19,089 --> 00:09:22,219 জানিনা, শিবের মনে কি চলছে সেটা আমি কি করে জানবো? 84 00:09:32,719 --> 00:09:34,218 সাঙ্গা... 85 00:09:34,219 --> 00:09:36,419 দেখে যা তোর ছেলে কি করছে... 86 00:09:36,439 --> 00:09:38,639 এখন আবার কি করতেছে? 87 00:09:44,219 --> 00:09:45,088 শিবু... 88 00:09:45,089 --> 00:09:46,338 থাম 89 00:09:46,339 --> 00:09:48,508 কি করতেছিস এটা? 90 00:09:48,509 --> 00:09:49,678 জাহান্নামে যাবি। 91 00:09:49,698 --> 00:09:52,198 শিবু বন্ধ কর এইসব, থাম। 92 00:09:56,929 --> 00:09:59,129 শিবা 93 00:10:16,049 --> 00:10:18,249 _না_ 94 00:12:49,339 --> 00:12:53,770 মা, শিবকে এখন হাজার বার নয়, 95 00:12:53,879 --> 00:12:55,968 এখন সবসময়ই গোসল করাও... 96 00:12:55,969 --> 00:12:58,169 এখন তো খুশি হয়েছো? 97 00:13:59,332 --> 00:14:00,251 বাবা, 98 00:14:00,252 --> 00:14:02,452 আপনি যেটা বলেছেন সেটাই হয়েছে। 99 00:14:02,502 --> 00:14:05,251 গত আমাবর্ষা থেকে আমার শিবা ওই জলপর্বতের দিকে, 100 00:14:05,252 --> 00:14:07,161 ফিরেও তাকায়নি। 101 00:14:07,162 --> 00:14:09,752 তো, কি ভেবেছিলে শিবকে? 102 00:14:10,502 --> 00:14:12,041 কিন্তু... 103 00:14:12,042 --> 00:14:14,081 যখন দেখি তখনি সেই মুখোশ, 104 00:14:14,082 --> 00:14:17,372 যেটা শিবলিঙ্গ স্পর্শ করে নিচে পরেছিলো... সেটা নিয়ে সবসময় বসে থাকে। 105 00:14:18,002 --> 00:14:20,202 ওটা জিনিসটা কি? 106 00:14:20,542 --> 00:14:21,751 কে জানে... 107 00:14:21,752 --> 00:14:24,042 শিব কাকে কি দিতেছে, সেটার আমি কি জানি! 108 00:14:24,452 --> 00:14:26,041 সেটা শিবকেই জিজ্ঞাস করতে হবে... 109 00:14:26,042 --> 00:14:28,041 বাবা, উনার(শিবের) অভিষেক তো 110 00:14:28,042 --> 00:14:30,792 আমাদের ছেলে শিবা করেছে, তাইনা? 111 00:14:31,122 --> 00:14:36,102 তাহলে উপরে যাওয়ার জন্য ওর আশা পূর্ন হবে নাকি সাঙ্গার আশা? 112 00:14:36,122 --> 00:14:37,831 আগুন লাগুক তোমার মুখে, 113 00:14:37,832 --> 00:14:40,032 আমার ছেলে যা করেছে তা আমার জন্য করেছে... 114 00:14:40,292 --> 00:14:41,701 তাহলে উনি আমার আশাই পুরণ করবেন। 115 00:14:41,702 --> 00:14:43,902 তাইনা, বাবা? 116 00:14:44,002 --> 00:14:45,541 শিব যা ভাবে... 117 00:14:45,542 --> 00:14:48,452 তাই করে 118 00:14:51,122 --> 00:14:53,322 কি বললো!! 120 00:14:59,372 --> 00:15:00,291 আরে শিবা... 121 00:15:00,292 --> 00:15:02,643 আর কতোদিন এই মুখোশ ধরে বসে থাকবি? 122 00:15:03,252 --> 00:15:04,641 উপরে কেউ তো একটা আছে... 123 00:15:04,642 --> 00:15:06,892 আরে তো, তোর তাতে কি? ওখানে তোর মা কখন থেকে চিল্লাইতেছে... 124 00:15:06,912 --> 00:15:07,911 তারাতারি বাড়ি চল, 125 00:15:07,912 --> 00:15:10,371 তুই যা এখন, আমি পরে আসবো। 126 00:15:10,372 --> 00:15:12,572 সবাই চল। 127 00:15:15,252 --> 00:15:17,041 কে গো তুমি? 128 00:15:17,042 --> 00:15:19,242 আমার কাছে কেনো এসেছো? 129 00:21:24,262 --> 00:21:34 ,462 অনুবাদঃ শুভ মোহাম্মদ শাওন 129 00:21:36,262 --> 00:21:42 ,462 আমাদের ফেসবুক গ্রুপঃ Bangla Subtitle 129 00:22:05,262 --> 00:22:07,462 বৈশালী, 130 00:22:08,352 --> 00:22:10,802 কোথায় যাচ্ছো? - এখনি আসছি... 131 00:23:57,512 --> 00:24:01,262 আমাদের লক্ষে পৌছানোর জন্য আরো এক সোনালী সুযোগ আমাদের কাছে এসেছে, 132 00:24:01,282 --> 00:24:02,951 আসছে সামনের চতুর্দশীতে... 133 00:24:02,971 --> 00:24:06,841 ভল্লাল দেবের জন্মদিন অনেকই উৎসবের সাথে পালন করা হবে, 134 00:24:06,861 --> 00:24:09,440 পুরো রাজ্য সেই উৎসবের কাজে ব্যস্ত থাকবে। 137 00:24:11,490 --> 00:24:15,330 রাণী দেবসেনাকে ছাড়ানোর সৌভাগ্য...? 138 00:24:18,392 --> 00:24:20,592 এবার অবন্তিকাকে দেয়া হবে... 140 00:24:37,432 --> 00:24:39,632 অবন্তিকা এটা কি? 141 00:24:42,472 --> 00:24:44,672 এটা কোথা থেকে এলো? 142 00:24:44,802 --> 00:24:47,002 সেখান থেকেই, যেখানে তুমি সংঘর্ষ ভুলে 143 00:24:47,182 --> 00:24:49,382 স্বাভাবিক জীবনের দিকে চলে গেছো। 144 00:24:50,435 --> 00:24:55,022 যে নিজের শরীরকে ভালোবাসে সে নিজের প্রান বাজি রাখতে পারেনা। 145 00:24:55,472 --> 00:24:57,802 তুই এই সৌভাগ্যের যোগ্য নও, যাও...... 146 00:25:09,302 --> 00:25:12,222 বেঈমানীর ভয়ে বেরিয়েছে আমার এই জল, 147 00:25:13,972 --> 00:25:16,172 কিন্তু ব্যাথার জন্য তো কখনোই নয়। 148 00:25:18,012 --> 00:25:22,642 এটা আমার রক্ত যা পানি হয়ে চোখ দিয়ে ঝরে পরছে । 149 00:25:24,512 --> 00:25:26,722 আর যদি এই চোখের তাপ আপনার পর্যন্ত পৌছায় তাহলে, 150 00:25:29,472 --> 00:25:31,672 তাহলে আমাকে যেতে দিন। 151 00:25:39,924 --> 00:25:43,294 দুই দিন পরে তোমাকে যেতে হবে, রেডি হয়ে নাও। 152 00:25:43,314 --> 00:25:45,864 ভালোভাবে নিজের কাজ পুরো করে আসো, অবন্তিকা। 153 00:25:45,884 --> 00:25:48,386 আর যদি তুমি অসাবধানতার জন্য ধরা পরে যাও 154 00:25:48,406 --> 00:25:52,026 তাহলে ভল্লালদেব তোমাকে কষ্ট দিতে দিতে ধীরে ধীরে মারবে। 155 00:28:04,118 --> 00:28:07,908 প্রভু, ও ষাঁড়টাকে জঙ্গল থেকে আনা হয়েছে দুদিন হয়ে গেছে। 156 00:28:07,928 --> 00:28:11,537 এখন পর্যন্ত আমরা ওকে বসে আনতে পারিনি। ওটার সাথে টক্কর নিলে নিজের জীবন নিয়ে টানাটানি...... 157 00:28:11,557 --> 00:28:13,556 এই মহামন্ত্রী... 158 00:28:13,762 --> 00:28:16,891 ভল্লালদেবের সাথে টক্কর দিতে হলে শুধু একটা না, 159 00:28:16,932 --> 00:28:20,242 দশ দশটা ষাঁড় নিয়ে মাঠে নামতে হবে। 160 00:28:20,262 --> 00:28:22,462 আপনি এসে পরূন। 161 00:29:22,892 --> 00:29:25,092 মোচড় দাও ভল্লাল... 162 00:30:38,549 --> 00:30:41,425 বাবা, আমার বাবা ওটাকে মেরে ফেলেছে। 163 00:30:41,541 --> 00:30:44,411 কেউ দেখেছো এরকম বীর কেউ দেখেছো? -না যুবরাজ। 164 00:30:51,318 --> 00:30:55,818 তোমার নিষ্ঠা দেখে সত্যিই আমি হয়রান হয়ে যাই, কাটাপ্পা। 165 00:30:58,529 --> 00:31:03,909 তোমার মনে আমার জন্য কতোটা ঘৃনা আছে সেটা আমি জানি। 166 00:31:05,159 --> 00:31:07,989 তবুও নিজের জীবন বিপন্ন করে আমাকে রক্ষা করে থাকো, 167 00:31:08,409 --> 00:31:10,609 কিভাবে কাটাপ্পা? 168 00:31:10,909 --> 00:31:13,109 কিভাবে করো তুমি এটা ? 169 00:31:13,699 --> 00:31:14,528 ঠিক আছে, 170 00:31:14,529 --> 00:31:16,779 চাও কি চাওয়ার আছে। 171 00:31:18,329 --> 00:31:20,529 যেকোনো কিছুই চাইতে পারো। 172 00:31:22,449 --> 00:31:24,198 মহারাজ, 173 00:31:24,199 --> 00:31:26,399 আমার একটাই অনুরোধ আছে, 174 00:31:26,779 --> 00:31:29,779 ২৫ বছর ধরে দেবসেনা শাস্তি পাচ্ছে, 175 00:31:30,989 --> 00:31:33,189 তাকে মুক্ত করে দিন 176 00:31:38,529 --> 00:31:42,068 ঠিক আছে, কথা দিয়েছি তো দিয়েছি। 177 00:31:42,088 --> 00:31:44,007 যাও 178 00:31:44,027 --> 00:31:46,227 দেবসেনাকে মেরে ফেলে ওকে মুক্ত করে দাও। 179 00:31:48,949 --> 00:31:53,047 মৃত্যু থেকে বড় মুক্তি আর কি হতে পারে কাটাপ্পা? 180 00:31:53,489 --> 00:31:55,689 যাও 181 00:31:56,369 --> 00:31:58,569 লাগবে না? 182 00:31:59,353 --> 00:32:01,553 তাহলে শাস্তি ভোগ করতে দাও... 183 00:32:02,489 --> 00:32:06,075 শুধু পঁচিশ বছরই না জীবনের শেষ নিঃশ্বাস পর্যন্ত শাস্তি ভুগতে দাও। 184 00:32:42,627 --> 00:32:47,037 এই বুড়ি উঠ... 185 00:33:32,398 --> 00:33:37,503 কি খবর দেবসেনা? তোমার উপর হওয়া অত্যাচারের কোনো কমতি তো পড়ছে না? 187 00:33:40,573 --> 00:33:42,517 তুমি আমাকে না বলেছো 188 00:33:42,537 --> 00:33:43,836 আর ওকে চেয়েছো? 189 00:33:45,436 --> 00:33:47,636 এখন বলো কোথায় ও? 190 00:33:49,477 --> 00:33:52,247 একটা কথা জিজ্ঞাস করতেছি সত্যি বলো দেবসেনা। 191 00:33:52,267 --> 00:33:59,266 এতো বছরে কেউ, কখনো, কোথাও ওর নাম পর্যন্ত বলেছে কি? 194 00:34:00,683 --> 00:34:03,523 সেই অন্ধকার রাতগুলোতে, 195 00:34:03,543 --> 00:34:06,516 জেলখানার নিঃস্তব্ধতায় ... 196 00:34:06,517 --> 00:34:11,646 কখনো তুমার নিজের শিকলের শব্দেও কি কখনো ওর নাম শুনতে পেয়েছো? 199 00:34:16,302 --> 00:34:18,502 না। 200 00:34:19,413 --> 00:34:22,012 মাহিস্মতি ভুলে গেছে, দেবসেনা। 201 00:34:22,615 --> 00:34:25,405 ওর নাম শুধু মুখ থেকেই নয়, 202 00:34:25,785 --> 00:34:27,985 ভাবনা থেকেও মুছে গেছে। 203 00:34:29,325 --> 00:34:32,785 এই রাজ্যে শুধু দুজন ওর নাম নিয়ে থাকে, 204 00:34:33,195 --> 00:34:35,825 সেটা হলো তুমি আর আমি। 205 00:34:35,945 --> 00:34:39,195 তুমার কারন হলো মৃত্যুর আগে ওকে শেষবারের মতো দেখা, 206 00:34:40,510 --> 00:34:44,959 আর আমি যাতে ওকে আরো একবার ওকে নিজের হাতে মারতে পারি। 207 00:34:47,575 --> 00:34:49,865 দুজনের ইচ্ছাই অসম্পুর্ন... 208 00:36:08,325 --> 00:36:10,525 মা দেবসেনা... 209 00:36:11,995 --> 00:36:14,195 এবার তো রাজি হয়ে যান। 210 00:36:14,325 --> 00:36:15,614 আপনি হুকুম দিলে... 211 00:36:15,615 --> 00:36:18,325 শিকল ভেঙে আপনাকে মুক্ত করে দিবো। 212 00:36:20,615 --> 00:36:23,405 সারা জীবন কি আপনি কয়েদী হয়েই থাকবেন ? 213 00:36:25,365 --> 00:36:27,565 না, কাটাপ্পা। 214 00:36:27,825 --> 00:36:30,025 আমার ছেলে আসবে, 215 00:36:30,520 --> 00:36:32,720 আর ও ই আমাকে মুক্ত করে নিয়ে যাবে। 216 00:36:34,862 --> 00:36:37,062 মারা যাওয়া ছেলে কিভাবে ফেরত আসবে, মা? 217 00:36:37,082 --> 00:36:39,282 আমার ছেলে জীবিত আছে। 218 00:36:40,777 --> 00:36:43,278 আর ও আমাকে খুজতে খুজতে অবশ্যই আসবে। 219 00:36:43,298 --> 00:36:45,498 যে ছেলে জীবিতই নেই 220 00:36:45,518 --> 00:36:48,498 তার জন্য আপনি কেনো এতো কষ্ট করছেন? 221 00:36:49,265 --> 00:36:51,885 এটা থেকে মুক্ত করতে দিন আমায় । 222 00:36:51,905 --> 00:36:54,745 আপনাকে মুক্ত করার সুযোগ আমার কাছে বার বার আসবে না। 223 00:36:56,115 --> 00:36:58,845 রাতের পহরীরা যেকোনো সময় এখানে এসে পরবে, 224 00:36:58,865 --> 00:37:01,065 দয়া করে রাজি হয়ে যান। 225 00:37:01,695 --> 00:37:03,895 রাজি হয়ে যান, মা। 226 00:37:04,285 --> 00:37:06,535 আমি আপনার কাছে অনুরোধ করছি, 227 00:37:06,555 --> 00:37:09,697 আর আপনি এটা কি পাগলামো করছেন? 228 00:37:20,407 --> 00:37:26,282 আমার এই লাকরি একত্র করা তোমার কাছে পাগলামো লাগে তাইনা, কাটাপ্পা! 229 00:37:27,369 --> 00:37:29,579 চিতা সাজাচ্ছি। 230 00:37:34,135 --> 00:37:40,361 ভল্লালদেবের রক্ত, প্রান, শরীর, হাড্ডি সব পুড়ে ছারখার করার জন্য। 231 00:37:40,865 --> 00:37:43,075 চিতা সাজাছি। 232 00:37:46,136 --> 00:37:47,805 আমার ছেলে অবশ্যই আসবে, 233 00:37:47,825 --> 00:37:52,074 আর ওই ভল্লালদেবকে টেনে হিচরে এই চিতার আনবে। 234 00:37:52,094 --> 00:37:57,609 আর আমার ছেলে ভল্লালদেবের চিতায় আমার হাত দিয়ে আগুন দেওয়াবে। 236 00:37:57,489 --> 00:38:00,079 আর মৃত্যুর ভয়ে যখন ও চিল্লাবে 237 00:38:00,775 --> 00:38:04,447 তখন মহেস্মতি মহল খুশিতে নেচে উঠবে। 238 00:38:05,554 --> 00:38:07,754 আমার ছেলে আসবেই। 239 00:38:20,695 --> 00:38:22,895 কি হয়েছে, অবন্তিকা? 240 00:38:22,995 --> 00:38:25,865 কাল এখানেই ও আমার হাতে চিহ্ন করে দিয়েছিলো। 241 00:38:27,655 --> 00:38:32,855 আমাকে দেখলে ও আবার আসবে। 243 00:40:17,066 --> 00:40:18,105 অবন্তিকা 244 00:40:18,138 --> 00:40:20,338 এটা কি তোমার কাধে? 245 00:40:29,050 --> 00:40:30,549 অবন্তি? 246 00:40:30,940 --> 00:40:33,140 তুই যা, আমি আসতেছি। - অবন্তি শুনো। 247 00:40:58,918 --> 00:41:00,367 তোমার কাঁধে আমার প্রতিভা দেখেছো? 248 00:41:00,368 --> 00:41:02,568 পছন্দ হয়েছে তো? 249 00:41:03,288 --> 00:41:06,328 মুখ ভার করে কেনো বসে আছো, হাসতে পারো না ? 250 00:41:18,618 --> 00:41:20,167 ও মোর খুদা 251 00:41:20,168 --> 00:41:22,167 এই, তীর কেনো চালাইতেছিস? 252 00:41:22,168 --> 00:41:24,368 তুই কি অনন্ত জলিলের বোন টোন লাগস নাকি? 253 00:41:26,078 --> 00:41:27,167 কে তুমি? 254 00:41:27,168 --> 00:41:29,367 হ্যা, এটাই হলো কথা, 255 00:41:29,368 --> 00:41:30,117 আমি শিবা... 256 00:41:30,118 --> 00:41:32,788 আম্বুলি গ্রাম থেকে এসেছি, তোমার জন্য ওই জলপর্বত চড়ে... 256 00:41:37,118 --> 00:41:39,788 কি জিনিসরে বাপ 257 00:42:04,248 --> 00:42:06,457 এই জন্যই লোকে বলে কথা শুনতে হয়। 258 00:42:06,458 --> 00:42:08,867 এখন বুঝেছো, কিভাবে গর্তে পরে গেলে? 260 00:42:12,168 --> 00:42:14,368 অবন্তিকা! 261 00:42:22,368 --> 00:42:25,118 এখন বল, কে তুই? 262 00:42:25,138 --> 00:42:28,008 আমি সত্যি বলছি, আমি ওই জলপর্বত চড়ে... -চুপ। 263 00:42:28,028 --> 00:42:30,117 শুধুমাত্র মহাশিবই এরকম করতে পারেন। 264 00:42:30,118 --> 00:42:32,318 সেটাই তো, আমিও তো শিবই। 265 00:42:36,364 --> 00:42:37,474 বলছি, 266 00:42:37,475 --> 00:42:38,744 সব বলছি, 267 00:42:38,764 --> 00:42:39,960 সব কথা বলছি... 268 00:42:41,163 --> 00:42:43,042 কিন্তু তার আগে 269 00:42:43,062 --> 00:42:45,453 একটা কথা জিজ্ঞাস করার আছে, - কি সেটা? 270 00:42:45,634 --> 00:42:47,834 তুমি কে? 271 00:42:48,027 --> 00:42:49,366 তুমি.... 272 00:42:49,386 --> 00:42:51,586 কে? 273 00:42:57,616 --> 00:43:02,526 হাতে তলোয়ার, শরীরে কবচ, চেহেরায় রাগ, চোখে আক্রমনের নেশা। 275 00:43:02,235 --> 00:43:05,043 উপরে যে মুখোশ আছে সেটার সমন্ধে জিজ্ঞাস করছি না। 277 00:43:05,574 --> 00:43:07,774 এর পিছনে, 278 00:43:07,944 --> 00:43:10,144 সত্যিই তুমি কে? 279 00:43:13,736 --> 00:43:15,936 আমি বলবো? 280 00:43:17,744 --> 00:43:19,783 তুমি একটা মেয়ে, 281 00:43:19,784 --> 00:43:21,984 আর আমি একটা ছেলে। 282 00:43:23,994 --> 00:43:26,194 আর আমি তোমাকে ভালোবাসতে এসেছি। 283 00:44:04,959 --> 00:44:07,159 অখন... অখন ব্যাথা পাইয়ালচি... 284 00:46:17,478 --> 00:46:19,678 এটা তো আমার.... 285 00:46:20,326 --> 00:46:22,526 ঝর্নার পাশেই পড়ে গিয়েছিলো। 286 00:46:24,536 --> 00:46:26,736 তারমানে... 287 00:46:26,756 --> 00:46:29,786 তুমি সত্যি সত্যি সব পর্বত পার করে এখানে এসেছো... 288 00:46:31,986 --> 00:46:34,186 আমার জন্য? 289 00:46:35,148 --> 00:46:38,028 এটার পিছনে যে হাসি আছে, সেটা দেখতেই তো এসেছিলাম এতো দূর থেকে। 290 00:46:40,536 --> 00:46:42,736 কিন্তু এখন পর্যন্ত দেখলামই না!!! 291 00:49:49,866 --> 00:49:53,886 পৃথিবীর ইতিহাসে এবারই প্রথম, 292 00:49:53,906 --> 00:49:56,676 ৫০ গজ উঁচু স্বর্ণ প্রতিমা, 293 00:49:56,696 --> 00:49:59,785 দেবতাদেরও এই সৌভাগ্য প্রাপ্ত হয় না। 294 00:49:59,786 --> 00:50:01,905 এটার প্রতিষ্ঠা হওয়ার সাথে সাথেই... 295 00:50:01,906 --> 00:50:04,575 আপনার ছেলে মহারাজ ভল্লালদেবের গুনগান... 297 00:50:05,406 --> 00:50:07,606 সবদিকেই ছড়িয়ে পড়বে। 298 00:50:08,595 --> 00:50:10,760 সকল প্রকার প্রস্তুতি কি নেওয়া হয়েছে? 299 00:50:10,780 --> 00:50:13,150 হ্যা সব ঠিক ঠাক আছে। 300 00:50:13,170 --> 00:50:15,228 স্থাপনা খুবই অদ্ভুদ হবে। 301 00:50:15,248 --> 00:50:17,327 সমস্ত পৃথিবী... 302 00:50:17,347 --> 00:50:19,547 খুশিতে নেচে উঠবে... 303 00:50:43,367 --> 00:50:45,567 অবন্তিকা... 304 00:51:22,765 --> 00:51:24,965 যাও খুজো... 305 00:51:59,483 --> 00:52:01,683 >>আক্রমন>> 306 00:53:01,304 --> 00:53:03,504 বা...হু...বা...লি 307 00:53:04,966 --> 00:53:08,749 আমাকে ক্ষমা করে দিন প্রভু... 308 00:53:08,769 --> 00:53:10,768 আমাকে দয়া করে মারবেন না। 309 00:53:10,769 --> 00:53:12,768 আমাকে ক্ষমা করে দিন, প্রভু... 311 00:55:52,877 --> 00:55:55,077 আমাকে ক্ষমা করে দাও, শিবু। 312 00:55:55,097 --> 00:55:57,297 আমি তখন কিছুই ভাবিনি। 313 00:55:58,186 --> 00:56:00,015 আমি তোমাকে ছাড়তে পারবো না। 314 00:56:00,035 --> 00:56:02,175 কিন্তু আমার লক্ষটাকেও আমার... 315 00:56:02,195 --> 00:56:04,395 তুমি আমার অবন্তিকা, 316 00:56:04,943 --> 00:56:07,143 আর তোমার সাথে সম্পর্কিত সবকিছুই আমার। 317 00:56:09,349 --> 00:56:11,549 আর তোমার লক্ষটাও আমার... 318 00:56:21,301 --> 00:56:23,511 ও দেবসেনা কে সেটা আমি জানি না, 319 00:56:24,166 --> 00:56:26,876 কিন্তু যদি তুমি তার মুক্তি চাও তাহলে... 320 00:56:28,729 --> 00:56:30,929 আমি ওকে নিয়ে আসবো। 321 00:56:31,935 --> 00:56:34,135 ---কথা দিলাম--- 323 00:58:02,276 --> 00:58:08,990 মাহেস্মতি, শান্তির নিঃশ্বাস নাও, আমার ছেলে এসে গেছে। 324 00:58:09,010 --> 00:58:12,372 বাহুবালি ফিরে এসেছে। 325 01:00:23,859 --> 01:00:25,858 শান্ত হও সবাই, 326 01:00:25,878 --> 01:00:30,822 ৫০ গজের প্রতিমা কি দু-একশ লোকের বলি না দিয়ে হয় নাকি!! 327 01:01:45,066 --> 01:01:47,266 -বাহুবালি- 328 01:01:47,648 --> 01:01:49,437 -বাহুবালি- ? 329 01:01:49,457 --> 01:01:51,206 -বাহুবালি- 330 01:01:51,226 --> 01:01:58,226 =-বাহুবালি-= 330 01:02:03,226 --> 01:02:12,226 ==-বাহুবালি-== 331 01:02:29,771 --> 01:02:31,971 কে সে? 332 01:02:35,374 --> 01:02:41,374 =-বাহুবালি-= 333 01:03:13,196 --> 01:03:19,196 =-বাহুবালি-= 334 01:03:47,946 --> 01:03:50,146 বাহুবালি! 335 01:03:53,026 --> 01:03:59,026 ==--বাহুবালি--== 336 01:04:54,279 --> 01:04:56,819 পনেরো দিন হয়ে গেছে আমার ছেলে যাওয়ার পর থেকে, 336 01:04:57,279 --> 01:05:01,819 আর ও এখন পর্যন্তও ফিরে আসেনি। কে জানে কোন অবস্থায় আছে ও? 336 01:05:02,279 --> 01:05:06,819 শিবলিঙ্গ উঠিয়ে নিয়েছিলো শিবা, ওর কি হবে? -কিছুই হয়নি তাহলে এখন পর্যন্ত ফিরে কেনো আসেনি? 336 01:05:07,279 --> 01:05:11,819 হতে পারে ওর নিজের লোক পেয়ে গেছে, আর ও জেনে গেছে আমরা ওর আপন লোক না। 336 01:05:12,279 --> 01:05:14,819 তাহলে ও আমার কাছে আর ফিরে আসবে না, আমাকে মা বলে ডাকবে না! 336 01:05:14,279 --> 01:05:16,819 এই তারাতারি হাত চালা... 336 01:05:30,279 --> 01:05:32,819 চলো সবাই... 336 01:05:39,279 --> 01:05:47,819 আমার চোখের জল দেখে আপনি আমাকে বিশ্বাস করেছিলেন, আর এখন আমার হিম্মত দেখে আরো একবার আমার উপর বিশ্বাস করুন। 336 01:05:48,279 --> 01:05:50,819 আমার শিবা, রাণী দেবসেনা কে ছাড়িয়েই আনবে। 336 01:05:51,279 --> 01:05:53,819 আমার সাথে আসুন। 336 01:05:54,279 --> 01:05:55,819 ঠিক আছে। 336 01:06:11,279 --> 01:06:14,819 সত্যের পথ দেখাতো যে বাহুবালি, সে এখন নেই এটা কে বলে? 336 01:06:20,279 --> 01:06:29,819 আমি জীবিত থেকেও মরে গেছি, আর আপনি মৃত্যুর পরেও সবার মনে জীবিত আছেন। 336 01:06:38,279 --> 01:06:42,819 বাহুবালি...বাহুবালি... বাহুবালি নামের প্রতিশব্দ চারপাশ থেকে শুনে 336 01:06:43,279 --> 01:06:48,090 মনে হচ্ছে আমার না, বরং ওর প্রতিমাই স্থাপন করা হচ্ছে । 337 01:06:49,107 --> 01:06:52,517 লোকজনের মনের ভেতর চেপে থাকা শব্দ বাইরে বেরিয়েছে, 338 01:06:55,533 --> 01:06:58,413 নাকি কেউ ওদের সামনে এসেছে? 339 01:06:59,185 --> 01:07:01,385 অসম্ভব। 340 01:07:02,573 --> 01:07:04,973 যারা পাহারায় ছিলো তাদের ডেকে জিজ্ঞাস করা হোক, 341 01:07:04,993 --> 01:07:08,675 তাহলেই বুঝা যাবে এ নাম কার মুখ থেকে বেরিয়েছে আর কেনো বেরিয়েছে। 342 01:07:48,022 --> 01:07:49,691 তুমি এখানে কি করছো? 343 01:07:49,692 --> 01:07:51,892 মহারাজ সবাইকে ডেকেছেন, চলো। 344 01:08:04,613 --> 01:08:08,203 আজ লোকজনদের মধ্যে সবার প্রথম বাহুবালির নাম কে নিয়েছিলো? 345 01:08:12,862 --> 01:08:15,972 শালার পুতেরা কথার জবাব দে তারাতারি... 346 01:08:15,992 --> 01:08:17,731 তোমরা মুখ দিয়ে কিছু বলবে? 347 01:08:17,732 --> 01:08:19,691 নাকি আমি জবান কেটে দিবো? 348 01:08:19,692 --> 01:08:22,522 আমরা কিছু জানিনা, মহারাজ। 349 01:08:22,892 --> 01:08:25,092 চুপ হও 350 01:08:25,891 --> 01:08:28,521 তোদের গাঁধার এই পালে কেউই দেখিস নি? 351 01:08:28,541 --> 01:08:30,741 আমি দেখেছি, মহারাজ। 352 01:09:15,772 --> 01:09:17,972 সেই চোখ... 353 01:09:19,192 --> 01:09:21,392 এই চোখ আমি আগে কোথাও দেখেছি... 354 01:09:22,330 --> 01:09:23,829 ভাদ্রা, 355 01:09:23,982 --> 01:09:25,641 আমি ওকে জীবিত চাই। 356 01:09:25,642 --> 01:09:27,842 চলো 358 01:09:40,982 --> 01:09:42,351 এই, কে তুমি? 360 01:09:59,022 --> 01:10:01,222 শালার পুতেরে পাইছি, ধর...... 361 01:11:35,772 --> 01:11:37,972 সকল সৈন্যদের সাবধান করো। 361 01:11:54,772 --> 01:11:56,972 আমি আপনাকে মুক্ত করতে এসেছি, মা। 362 01:11:57,571 --> 01:12:00,479 কাটাপ্পা, মহলের ভিতরে কোনো খুনি প্রবেশ করেছে। 363 01:12:00,480 --> 01:12:02,149 আর সে সারা মহলে আগুন লাগিয়ে দিয়েছে। 364 01:12:02,150 --> 01:12:04,350 আপনারা উত্তরের দিকে যান। 365 01:12:23,046 --> 01:12:24,085 ওকে আমার জীবিত লাগবে। 366 01:12:24,086 --> 01:12:28,993 হাত-পা কেটে গেলেও সমস্যা নেই। -ঠিক আছে, মহারাজ। 367 01:12:30,796 --> 01:12:32,996 চলো ... 368 01:13:50,753 --> 01:13:54,165 আঘাত করো ... 369 01:14:55,417 --> 01:14:57,617 এই, উঠ... উঠ... 370 01:15:00,217 --> 01:15:02,689 বেঈমান, বুড়ি। 371 01:15:03,872 --> 01:15:08,692 এতো বছর ধরে সাজা ভুগ করছিস তবুও শিক্ষা হয় নাই? 372 01:15:10,712 --> 01:15:15,662 পুরুষ মানুষ দেখেছিস আর লোভ লামলাতে পারস নাই? 373 01:16:21,955 --> 01:16:24,729 আমাকে মেরে ফেলবে, কাটাপ্পা... 374 01:16:24,749 --> 01:16:26,222 যুবরাজ। 375 01:16:26,241 --> 01:16:28,441 আপনার রক্ষা করা আমার দায়িত্ব, 376 01:16:30,953 --> 01:16:34,233 ওকে আপনার পর্যন্ত পৌছাতে হলে... 377 01:16:35,783 --> 01:16:37,983 আমাকে ভেদ করে যেতে হবে। 378 01:17:59,203 --> 01:18:01,403 দেবসেনা... 379 01:18:05,113 --> 01:18:08,203 এরা দেবসেনার জন্য আসতেছে, থামাও ওদের। 380 01:18:41,363 --> 01:18:43,563 শিবু... - সাঙ্গা। 381 01:18:47,913 --> 01:18:50,113 সীতা... 382 01:20:18,993 --> 01:20:20,193 মানিলা... 383 01:21:03,613 --> 01:21:07,113 বাহু......বালি...... 384 01:22:32,493 --> 01:22:35,253 আমাদের মরে যাওয়া আশাকে জীবিত করে... 385 01:22:35,273 --> 01:22:37,973 মহাবীর বানিয়ে আপনি আমাদের ফিরিয়ে দিয়েছেন । 386 01:22:37,993 --> 01:22:43,913 জন্ম জন্মান্তর ধরে মহেস্মতি সাম্রাজ্য আপনার কাছে ঋনী থাকবে। 387 01:23:00,803 --> 01:23:03,593 আজ আমার মায়ের চোখে... 388 01:23:03,613 --> 01:23:05,813 ভালোবাসার জায়গায় মায়া কেনো? 389 01:23:09,577 --> 01:23:12,917 এইসব লোক যাদেরকে আমি চিনিনা পর্যন্ত, আমি তাদের ভগবান কিভাবে হয়ে গেলাম? 390 01:23:15,393 --> 01:23:17,893 যে মাকে আমি কখনো দেখিওনি... 391 01:23:17,913 --> 01:23:20,113 তার শরীরের আঘাত দেখে... 392 01:23:20,823 --> 01:23:24,113 আমার চোখে পানি কেনো এসেছিলো? 393 01:23:25,243 --> 01:23:26,862 কেনো? 394 01:23:26,863 --> 01:23:29,063 আমি আসলে কে? 395 01:23:30,391 --> 01:23:33,181 আমাদের ভগবান অম্রেন্দ্র বাহুবালির ... 396 01:23:33,570 --> 01:23:35,770 বংশধর তুমি। 397 01:23:36,402 --> 01:23:41,272 নিজের মা দেবসেনার ২৫ বছরের প্রতিক্ষার ফল হলে তুমি। 398 01:23:42,712 --> 01:23:46,853 রাজমাতা শিবগামী দেবীর মৃত্যুর ... 399 01:23:46,873 --> 01:23:48,752 ফল হলে তুমি। 400 01:23:48,772 --> 01:23:52,203 এই ইতিহাসের শুরু ৫০ বছর পুর্বে শুরু হয়েছিলো। 402 01:23:52,627 --> 01:23:54,831 মহেস্মতির রাজসিংহাসনে... 403 01:23:54,851 --> 01:23:57,888 তোমার দাদা বিক্রম দেব বসেন। 404 01:23:58,160 --> 01:24:01,360 রাজার বড় ভাই বিজ্জল দেবের পরিবারের লোকজনের কারনেই তাকে .... 405 01:24:01,380 --> 01:24:03,960 সিংহাসন প্রদান করা হলো না। 406 01:24:04,366 --> 01:24:09,158 কিন্তু ওনি ভাবলেন, প্রতিবন্ধি হওয়ার জন্যই উনার সাথে এরকম অন্যায় করা হলো.... 407 01:24:09,186 --> 01:24:13,254 উনি রাগে টগবগ করতে থাকলেন। 408 01:24:13,274 --> 01:24:17,603 একদিন হঠাৎ ই রাজার অকাল মৃত্যু হয়ে যায়। 409 01:24:17,623 --> 01:24:20,954 রয়ে গেলো উনার সন্তানের মতো প্রজারা আর ... 410 01:24:20,974 --> 01:24:24,182 ছয় মাস ধরে গর্ভবতী উনার স্ত্রী। 411 01:24:24,202 --> 01:24:27,760 তিন মাস পর্যন্ত মহেস্মতি রাজ্য শোকের সাগরে ডুবে থাকে। 412 01:24:27,780 --> 01:24:29,830 রাজ্য সামলানোর দায়িত্ব... 413 01:24:29,850 --> 01:24:32,089 মহারাজের ভাবী, 414 01:24:32,110 --> 01:24:36,615 আর বিজ্জলদেবের স্ত্রী শিবগামী নিজের কাঁধে তুলে নিলেন। 415 01:24:36,922 --> 01:24:40,132 তিনি নিজের বিবেক-বুদ্ধি দ্বারা মহেস্মতির রক্ষা, 416 01:24:40,493 --> 01:24:42,863 নিজের সন্তানের মতো করা শুরু করলেন। 417 01:24:43,030 --> 01:24:46,502 কিন্তু বাইরে শয়তানদের চিৎকার, 418 01:24:46,522 --> 01:24:49,902 উনার কান পর্যন্ত আসতো না। 419 01:24:50,370 --> 01:24:52,570 সেদিন রাতে আমাবশ্যা ছিলো... 420 01:24:52,990 --> 01:24:56,682 যেদিন মহারাণী একটা বাচ্চার জন্ম দিতে যাচ্ছিলো। 421 01:25:02,966 --> 01:25:05,636 মহারাণীকে বাঁচাতে পারিনি, মা। 422 01:25:09,780 --> 01:25:11,980 ছেলে হয়েছে। 423 01:25:36,243 --> 01:25:38,443 -বাহুবালি- 424 01:25:43,740 --> 01:25:48,530 এই সিংহাসন কি রাজা ছাড়া, বিধবার সিঁদুরের মতো লাগছে না? 425 01:25:48,550 --> 01:25:53,477 কেননা এর উপরে বসে আমি একে আবার রাঙ্গিয়ে তুলি!!! 426 01:25:53,497 --> 01:25:57,663 আপনারা সবাই কথা দিয়েছিলেন, আপনারা সবাই মহেস্মতির বিশ্বস্ত হয়ে থাকবেন... 427 01:25:57,683 --> 01:26:00,498 মহারাজের মৃত্যুর এই কঠিন সময়ে, 428 01:26:00,518 --> 01:26:03,533 রাজ বিদ্রোহ করা ঠিক না... 429 01:26:03,553 --> 01:26:07,383 শাসন নিজের হাতে নেওয়াই ঠিক কাজ মহামন্ত্রী। 430 01:26:17,357 --> 01:26:19,557 শিবগামী দেবী... 431 01:26:38,965 --> 01:26:41,165 যারা রাজ পরিবারের বিশ্বস্ত 432 01:26:41,909 --> 01:26:43,828 তারা এখানে আসো সবাই। 433 01:26:43,848 --> 01:26:47,509 মেয়ে মানুষের পিছনে কে দাঁড়াবে, শিবগামী? 434 01:26:57,128 --> 01:26:59,328 কাটাপ্পা 435 01:27:02,544 --> 01:27:06,204 এদের কাপড়ের ময়লায় মহেস্মতি নোংরা হয়ে গেছে, 436 01:27:06,624 --> 01:27:08,824 রক্ত দিয়ে গোসল করিয়ে দাও... 437 01:27:16,430 --> 01:27:20,454 ও আমাদের লোকদের মারছে, আর তোমরা হা করে কি দেখতেছো? 438 01:27:23,297 --> 01:27:24,796 যাও 439 01:27:24,816 --> 01:27:27,816 ওই গোলামের বাচ্চাটাকে আর এই শিবগামীকে মেরে ফেলো। 440 01:27:28,977 --> 01:27:31,864 মারো, এই কাটাপ্পাকে মেরে ফেলো... 441 01:27:48,834 --> 01:27:51,164 আমার লোকদেরকেই উগ্রে দিয়েছিস! 442 01:27:51,914 --> 01:27:54,114 কিরকম ষড়যন্ত্র করেছিসরে তুই? 443 01:27:56,437 --> 01:27:58,637 এটা ষড়যন্ত্র না, মারতন্ড। 444 01:27:59,294 --> 01:28:01,494 এটা হলো রাজতন্ত্র। 445 01:28:16,431 --> 01:28:21,079 দেবী, আপনার যুদ্ধরীতি আর রাজনীতি আমরা নিজের চোখে দেখেছি। 446 01:28:21,099 --> 01:28:24,729 আপনি এই সিংহাসনে বসে এই রাজ্যের দেখাশুনা করুন। 447 01:28:24,749 --> 01:28:26,458 না, মহামন্ত্রী। 448 01:28:26,478 --> 01:28:27,967 ওটা আমার স্থান নয়। 449 01:28:27,987 --> 01:28:31,809 তাহলে ওটা কার স্থান? - এটা কিভাবে জিজ্ঞাস করো মহামন্ত্রী? 450 01:28:31,829 --> 01:28:35,099 ওই সিংহাসনের জন্যই তো জন্মেছে আমার ছেলে, 451 01:28:35,119 --> 01:28:38,300 ...ভল্লালদেব... বলো শিবগামী... 452 01:28:58,357 --> 01:29:02,567 আমার দুই ছেলেরই এই সিংহাসনের উপর সমান অধিকার। 453 01:29:02,938 --> 01:29:06,108 এদের মধ্যে যেই বড় হয়ে মহাবীর হবে, 454 01:29:06,128 --> 01:29:09,000 দেশবাসীর মানসম্মান রক্ষা করবে, 455 01:29:09,020 --> 01:29:11,360 সেই হবে মহারাজা 456 01:29:12,911 --> 01:29:16,361 এটা আমার জবান। আর আমার কথাই শেষ কথা। 457 01:30:50,800 --> 01:30:52,639 যুবরাজ 458 01:30:53,119 --> 01:30:54,453 আপনারা সবাই দাঁড়িয়ে কেনো পড়লেন? 459 01:30:54,473 --> 01:30:56,647 বসুন 460 01:30:57,888 --> 01:31:01,269 এখন খাইয়ে দিন - যুবরাজ। 461 01:31:01,289 --> 01:31:02,918 আপনার এখানে আসা উচিৎ নয়। 462 01:31:02,920 --> 01:31:05,655 আর আমাদের সাথে বসা তো একেবারেই নয়। 463 01:31:05,675 --> 01:31:09,042 ক্ষুধা লেগেছে তো কথা শুনিয়েই পেট ভরিয়ে দিবে নাকি? 464 01:31:09,062 --> 01:31:12,218 যুবরাজ আপনার জন্য রাজমন্দিরে পাঁচ প্রকার খাবার রান্না হয়েছে। 465 01:31:12,219 --> 01:31:15,169 তো হবে, কিন্তু এই খাবারে কি খারাপ আছে? 466 01:31:15,189 --> 01:31:17,389 গন্ধে তো মুখে পানি এসে পরছে। 467 01:31:17,409 --> 01:31:19,699 ভুল কি আপনি সেটা জানেন, যুবরাজ! 468 01:31:19,719 --> 01:31:21,388 আপনি রাজবংশের 469 01:31:21,408 --> 01:31:22,880 আর আমরা ছোট বংশের। 470 01:31:22,900 --> 01:31:26,360 তাহলে ঠিক আছে, মহেস্মতির যুবরাজ আপনাকে আদেশ দিচ্ছে... 471 01:31:29,069 --> 01:31:31,269 খাইয়ে দাও মামা। 472 01:32:51,569 --> 01:32:53,769 অস্থির হইছে 473 01:33:03,635 --> 01:33:09,619 সাবাশ ভাল্লা, যখন আমি রাজা হবো তখন তুমি হবে আমার সেনাপতি। 474 01:33:33,401 --> 01:33:35,901 অস্ত্রবিদ্যা আর শাস্ত্র জ্ঞানে ... 475 01:33:35,921 --> 01:33:39,549 আমাদের দুই যুবরাজই একই সমান শিক্ষিত 476 01:33:39,569 --> 01:33:42,988 তাহলে আমাদের ভবিষ্যৎ মহারাজ 477 01:33:42,989 --> 01:33:45,189 আপনি কিভাবে নির্ণয় করবেন? 478 01:33:46,989 --> 01:33:49,921 ভগবান আমার দুই ছেলের উপর সমান কৃপা করে, 479 01:33:50,021 --> 01:33:52,441 আমার পরিক্ষা নিচ্ছেন। 480 01:33:52,461 --> 01:33:55,719 এটা নির্ণয় করতে যে এদের মধ্যে কে বেশি জ্ঞানী। 481 01:33:55,739 --> 01:33:57,318 মহামন্ত্রী... 482 01:33:57,319 --> 01:34:00,109 সামনের পরিক্ষা আরো কঠিন করে দিন। 483 01:34:07,233 --> 01:34:10,035 কে রাজা হবে এটা নির্নয় হওয়ার আগেই ... 484 01:34:10,056 --> 01:34:17,081 রাজমাতার সামনে এক নতুন সমস্যা এসে হাজির হলো, উনারই বিশ্বাসঘাতক সাগের এর রুপে। 485 01:34:19,386 --> 01:34:23,596 সাগের পাহারাদারদের মেরে সেনাদের রহস্য নিয়ে পালিয়ে গেছে, রাজমাতা। 486 01:34:25,783 --> 01:34:28,508 যুবরাজদের এখনি ডেকে নিয়ে আসো। -ঠিক আছে, রাজমাতা। 487 01:34:28,509 --> 01:34:31,799 দুই যুবরাজ মিলে মহেস্মতি সীমানা পেরিয়ে... 488 01:34:31,819 --> 01:34:34,439 দুরের দেশে এসে রাজদ্রোহীকে খুজতে থাকে। 489 01:34:34,459 --> 01:34:37,118 তখনি উনাদের কাছে খবর আসে যে 490 01:34:37,138 --> 01:34:39,391 রাজদ্রোহী সিঙ্গাপুরামে লুকিয়ে আছে। 491 01:34:39,411 --> 01:34:42,075 যেখানে চোর-ডাকাত লুকানোর জন্য এখানে আসে। 492 01:34:42,095 --> 01:34:48,590 আর যদি ভুলেও কোনো পাহারাদার এখানে এসে পরে .. তাহলে ওর প্রান নিয়ে ফিরে আসা অসম্ভব। 493 01:34:57,556 --> 01:34:59,215 এর আগে তো তোমাকে কখনো দেখিনি? 494 01:34:59,235 --> 01:35:01,569 আমি এখানে নতুন। - ছুরি, 495 01:35:01,589 --> 01:35:02,798 ছুরি কেনো লাগবে তোর? 496 01:35:02,799 --> 01:35:05,089 তারমানে তুই গুপ্তচর? 497 01:35:10,890 --> 01:35:13,049 আমাদের পাহারাদাররা যদি এরকম সচেতন হতো... 498 01:35:13,249 --> 01:35:15,449 তাহলে আমাদের দেশ-বিদেশ ঘুরার জন্য সৌভাগ্য হতো কিভাবে! 499 01:35:18,710 --> 01:35:20,379 বেঈমানী নাকি ইমানদারী? 500 01:35:20,380 --> 01:35:22,580 যেটা করলে ভালো হয়। 501 01:35:29,540 --> 01:35:31,740 বাংলা মদ আছে? 502 01:35:38,670 --> 01:35:40,870 বড় আছে? 503 01:35:49,130 --> 01:35:51,330 আর বড় নাই? 504 01:35:58,080 --> 01:35:59,539 মালপানি কিছু আছে? 506 01:36:08,540 --> 01:36:11,606 আমার সব ভাইদের পিপাসা মুছে যাবে এতো টাকা আছে। 508 01:36:39,580 --> 01:36:42,750 এখানেই শেষ নয়, আরো অনেক কিছু আছে। 509 01:41:13,960 --> 01:41:17,250 তোমাদের দুজনের হাতে ধীরে ধীরে মরার থেকে ভালো... 510 01:41:17,270 --> 01:41:19,470 ভাল্লা... 511 01:42:23,556 --> 01:42:25,960 রহস্য চুরি করে তুই কাকে দিয়েছিস? 512 01:42:26,298 --> 01:42:27,377 বল, 513 01:42:27,378 --> 01:42:30,287 কালকেয়া... 514 01:42:32,897 --> 01:42:35,227 কালকেয়া রাজনীতি মানে না। 515 01:42:35,897 --> 01:42:37,436 উনার শয়তানি বুদ্ধি... 516 01:42:37,437 --> 01:42:39,436 আমাদের চিন্তারও বাইরে। 517 01:42:39,437 --> 01:42:41,727 যদি ও রাজ্যে প্রবেশ করতে পারে তাহলে, 518 01:42:42,557 --> 01:42:43,976 এক এক করে বাচ্চাদের মেরে ফেলবে ... 519 01:42:43,977 --> 01:42:46,177 কুকুরের মতো, 520 01:42:46,778 --> 01:42:49,398 মহিলাদের উপর ঝাপিয়ে পড়বে। 521 01:42:50,647 --> 01:42:54,107 পুরো ঘর লুট করে আগুন লাগিয়ে দিবে। 522 01:42:54,702 --> 01:42:57,332 এরকম কথায় ছোটখাটো রাজ্য ভয় পাবে, 523 01:42:57,857 --> 01:42:59,870 আমাদের কাছে ২৫ হাজার সৈনিক আছে, 524 01:42:59,890 --> 01:43:01,662 তাহলে আমরা কেনো ভয় পাবো? 525 01:43:01,682 --> 01:43:06,722 কালকেয়ার কাছে কতো সৈনিক আছে? -এক লক্ষ । 526 01:43:42,720 --> 01:43:47,720 দুইটা গাভীর সাথে একটা ষাঁড় এক ঘরে আর রাজ্যে কালকেয়া আসলে অবস্থা একই হয়। 526 01:43:58,720 --> 01:44:01,720 আমাদের রাজ্যের সুরক্ষাও করতে হবে, 527 01:44:01,928 --> 01:44:07,018 আর শত্রুর উপর ভয়াবহ আক্রমনও... আমাদের কৌশল কোনটা হওয়া উচিৎ? 528 01:44:07,038 --> 01:44:09,238 ত্রিশুন ভিউ। 529 01:44:11,682 --> 01:44:15,302 ত্রিশুন ভিউ শুধু বইয়ে পড়া হয়েছে, 530 01:44:15,329 --> 01:44:17,529 এর থেকে বেশি কেউ কিছু জানেনা। 531 01:44:17,742 --> 01:44:19,781 আর এরকম কৌশলে তুমি যুদ্ধ করবে? 532 01:44:19,782 --> 01:44:21,781 কেউ যখন জানেনা, 533 01:44:21,782 --> 01:44:23,982 তখন কালকেয়াও জানেনা অবশ্যই। 534 01:44:24,202 --> 01:44:26,402 এটার প্রয়োগ করে দেখা উচিৎ। 535 01:44:26,742 --> 01:44:28,741 আমি একমত পোষন করছি। 536 01:44:28,742 --> 01:44:30,942 আমি অনুমতি দিলাম। 537 01:44:31,112 --> 01:44:34,039 আমাদের রাজ্যে প্রবেশ করার এটাই একমাত্র রাস্তা। 538 01:44:34,059 --> 01:44:35,939 কাটাপ্পা... 539 01:44:36,282 --> 01:44:40,482 শত্রুদের আটকানোর জন্য আপনার কতোজন সৈনিক লাগবে? 541 01:44:40,952 --> 01:44:42,821 পাঁচহাজার, রাজমাতা। 542 01:44:42,822 --> 01:44:47,790 আমি সৈন্যদের সাথে অস্ত্র দিয়ে একটা লোহার দেওয়াল তৈরি করবো... 543 01:44:47,810 --> 01:44:50,010 সেনাদের মোকাবেলার জন্য আমি তৈরি করে ফেলবো, 544 01:44:52,026 --> 01:44:54,990 আমি উত্তর দিক থেকে সেনাদের নেতৃত্ব করবো। 545 01:44:57,201 --> 01:45:00,401 দক্ষিনের সেনাদের দায়িত্ব আমার থাকবে। 546 01:45:02,413 --> 01:45:03,987 আমাদের কাছে গোপন খবর এসেছে যে 547 01:45:04,016 --> 01:45:06,654 কালকেয়ার সেনানায়েক নিজে পেছনে থেকে, 548 01:45:06,674 --> 01:45:08,982 নিজের অর্ধেক সৈন্যদের সামনে পাঠিয়ে দেবে... 549 01:45:10,074 --> 01:45:12,024 আমাদের ভিউ(দ্রৃশ্য) রচনা আর হাতিয়ারের শক্তিতে, 551 01:45:13,063 --> 01:45:16,344 আমরা যেকোন সৈন্যদের একবেলা পর্যন্ত আটকে রাখতে পারবো। 552 01:45:16,364 --> 01:45:21,895 কিন্তু এই একবেলার মধ্যেই আমাদের কালকেয়ার সেনানায়েক কে মেরে ফেলতে হবে। 553 01:45:21,915 --> 01:45:22,494 ওর মারা যাওয়ার সাথে সাথেই... 554 01:45:22,514 --> 01:45:24,673 সেনারা সব ভেঙ্গে পড়বে আর পালিয়ে যাবে। 555 01:45:24,693 --> 01:45:27,597 যুদ্ধের মাঝখানে সঠিক সময় দেখে... 556 01:45:27,617 --> 01:45:28,996 দুই যুবরাজই... 557 01:45:28,997 --> 01:45:32,982 নিজেদের ঘোড়াসহ সেনাদের সাথে কালকেয়ার উপর আক্রমন করবে। 558 01:45:33,002 --> 01:45:35,871 এটা আমাদের জাল ভেবে আমাদের উপর পালটা আক্রমন করতে, 559 01:45:35,891 --> 01:45:37,672 ওদের আরো মিনিমাম... 560 01:45:37,673 --> 01:45:39,017 একবেলা লাগবে। 561 01:45:39,037 --> 01:45:41,657 বিজয়ের জন্য এই সময় অনেক, মা। 562 01:45:41,677 --> 01:45:45,523 আধাবেলাও অনেক ওর মাথা শরীর থেকে আলাদা করার জন্য। 563 01:45:45,543 --> 01:45:46,792 ফাটাফাটি 564 01:45:46,812 --> 01:45:51,062 এই যুদ্ধের সাথে নতুন রাজার নির্ণয়ও হয়ে যাবে। 565 01:45:52,862 --> 01:45:55,612 যে কালকেয়াকে মারতে পারবে, 566 01:45:56,147 --> 01:45:58,347 সেই পাবে মহেস্মতির সিংহাসন। 567 01:46:00,152 --> 01:46:01,941 মহারাজ খুব ভালো পরামর্শ দিয়েছেন... 568 01:46:01,942 --> 01:46:04,142 =-হ্যা-= 569 01:46:05,982 --> 01:46:10,072 দুই যুবরাজের মধ্যে সেনা সমান ভাগে ভাগ করে দাও। 570 01:46:13,925 --> 01:46:17,675 ভাল্লা আর বাহু, মাতৃভুমির ঋণ পরিশোধ করার সুযোগ এসেছে, 571 01:46:17,695 --> 01:46:19,895 এটাকে স্বীকার করো... 572 01:46:20,282 --> 01:46:23,282 জয় মহেস্মতি। 573 01:46:27,353 --> 01:46:30,191 তোমার চাচা তোমার সাথে অন্যায় করেছে, বাহু। 574 01:46:30,522 --> 01:46:34,675 তোমাকে এমন সেনা দেওয়া হয়েছে যা শুধু একটা দেওয়াল ভাঙ্গার কাজেই আসতে পারে। 575 01:46:35,068 --> 01:46:37,975 খোলা যুদ্ধময়দানে এইরকম সেনা দিয়ে কি হবে!! 576 01:46:39,220 --> 01:46:42,902 তলোয়ার চালানোর ঘোড়া আর তীর চালানোর হাতিয়ার তো ভল্লালদেবকে দেওয়া হয়েছে। 577 01:46:45,442 --> 01:46:47,642 তোমাকে এটার প্রতিবাদ করা উচিৎ ছিলো, বাহু। 578 01:46:50,774 --> 01:46:52,193 মহেস্মতি সিংহাসন... 579 01:46:52,213 --> 01:46:54,388 এখন আপনার ছেলেরই প্রভু... 580 01:46:54,408 --> 01:46:57,835 বাহুবালিকে অনেক চালাকির সাথে... -এখানে চালাকির কি আছে? 581 01:46:57,855 --> 01:47:00,765 যে এটাও বলতে পারে না যে আমার এই সৈন্য লাগবে, 582 01:47:00,785 --> 01:47:02,985 আমার ওই হাতিয়ার লাগবে। 583 01:47:03,005 --> 01:47:05,205 ও কাল যুদ্ধক্ষেত্রে কিসের পতাকা লাগাবে? 584 01:47:06,442 --> 01:47:09,282 শক্তিশালীকে আরো শক্তিশালী করো, 585 01:47:09,922 --> 01:47:13,881 এটাকে চালাকি নয় বরং রাজনীতি বলা হয়। 587 01:47:14,000 --> 01:47:15,669 এই, এখানে কি? 588 01:47:15,689 --> 01:47:20,283 ক্ষমা করুন প্রভু, ছোট যুবরাজ আদেশ দিয়েছেন যে, তাবু ফেড়ে কাপড় নিয়ে যেতে। 589 01:49:06,072 --> 01:49:09,732 বাহুবালি আসো... 590 01:49:15,458 --> 01:49:20,658 =-=-বাহুবালি-=-= 591 01:49:40,215 --> 01:49:43,335 বাহু, এটা আমাদের পুর্বজনদের চালু করা রীতি-নেওয়াজ। 592 01:49:43,355 --> 01:49:45,815 এই বলি না দেওয়া হলে সৈনিকদের অমঙ্গল ভাবা হয়। 593 01:49:45,835 --> 01:49:49,072 যুদ্ধে যাওয়ার আগে এই বলি না দিলে, 594 01:49:49,092 --> 01:49:50,641 দেবীমা, রাগান্বিত হয়ে যাবেন। 595 01:49:50,661 --> 01:49:53,701 দেবীমার পিপাসার জন্য এক বোবাপ্রাণীর বলি কেনো? 596 01:49:54,295 --> 01:49:57,690 আমার ফুটন্ত গরম রক্ত হাজির আছে। 597 01:49:59,644 --> 01:50:00,848 জয় মহেস্মতি 598 01:50:00,868 --> 01:50:08,068 =-=-জয় মহেস্মতি-=-= 599 01:50:22,108 --> 01:50:25,585 মহেস্মতি তোমাদের উপর দয়া করছেন। 600 01:50:27,672 --> 01:50:28,530 আমরা শেষ সুযোগ দিচ্ছি, 601 01:50:28,550 --> 01:50:32,851 যুদ্ধক্ষেত্র ছেড়ে পালিয়ে যাও, তোমাদের প্রাণভিক্ষা দেওয়া হবে। 602 01:50:47,248 --> 01:50:50,901 শুনলাম, তোমার দুই ছেলের মধ্যে যে আমাকে মারবে, তুমি তাকে রাজা ঘোষণা করবে। 603 01:50:50,902 --> 01:50:53,102 এটা কি সত্য? 604 01:50:57,945 --> 01:51:01,235 আর যদি ওরা দুজন আমার হাতে মারা যায় তো... 605 01:51:17,113 --> 01:51:19,993 তোমার রাজ্য আর তোমাকে বস করে, 606 01:51:20,013 --> 01:51:23,633 আমি যে ছেলে জন্ম দিবো তাকে রাজা বানিয়ে দিও। 607 01:51:31,731 --> 01:51:33,931 ও যেনো জীবিত থাকে। 608 01:51:34,523 --> 01:51:36,723 ওর হাত পা কেটে যাক, 609 01:51:36,743 --> 01:51:39,055 সারা শরীরের সব রক্ত বয়ে গেলেও... 610 01:51:39,075 --> 01:51:42,245 ও যেনো জীবিত থাকে। 611 01:51:47,750 --> 01:51:50,580 শকুন ওর দুচোখ খেয়ে ফেলুক আর 612 01:51:50,600 --> 01:51:52,850 পেট থেকে সব নাড়িভুরি বের হয়ে আসুক। 613 01:51:52,870 --> 01:51:55,070 তবুও জীবিত থাকতে হবে। 614 01:51:56,498 --> 01:51:58,417 কাটাপ্পা, 615 01:51:58,437 --> 01:52:01,647 যুদ্ধের হুইশেল বাজিয়ে দাও। 615 01:53:45,437 --> 01:53:50,647 সামনে যাকে পাবি মেরে চুর্ণ-বিচুর্ন করে দিবি। (নিজ লিখা) 01:53:55,647 কেউ যেনো না বাঁচে... (নিজ লিখা) 01:55:29,647 আক্রমন... 615 01:57:24,437 --> 01:57:27,647 তোরা কি এখনি ভয় পেয়ে গেলি? =-না-= 615 01:57:28,437 --> 01:57:30,647 তাহলে যা, গিয়ে মার সালাদের। 616 02:03:15,942 --> 02:03:17,142 যুবরাজ 617 02:03:28,536 --> 02:03:29,485 যুবরাজা 618 02:03:29,505 --> 02:03:31,705 সেনা... 619 02:06:00,164 --> 02:06:02,587 আমাদের রক্ষা বন্ধন ছুটে গেছে। 620 02:06:02,607 --> 02:06:05,687 মহেস্মতির মাটিতে প্রথমবার শত্রুদের পতাকা দেখা যাচ্ছে। 621 02:06:07,032 --> 02:06:08,821 মৃত্যু... এটা তো মৃত্যুই... 622 02:06:08,822 --> 02:06:10,893 মৃত্যু... 623 02:06:10,913 --> 02:06:13,113 মৃত্যু... 624 02:06:48,692 --> 02:06:54,692 মৃত্যু... 625 02:07:02,385 --> 02:07:04,585 মৃত্যু... 626 02:07:06,256 --> 02:07:08,456 মৃত্যু... 627 02:07:11,386 --> 02:07:13,586 মহাসেনা। 628 02:07:20,374 --> 02:07:22,574 এই মৃত্যু জিনিসটা কি...? 629 02:07:23,553 --> 02:07:28,513 আমাদের নিজেদের শক্তি থেকে শত্রুদের শক্তি বেশি,...এটা ভাবাই মৃত্যু। 630 02:07:29,853 --> 02:07:34,163 যুদ্ধক্ষেত্রে শত্রুদের ভয়ে জীবিত থাকার নামই মৃত্যু। 631 02:07:35,374 --> 02:07:41,374 যে শয়তান আমাদের মাতৃভুমির অপমান করেছে, সে আমাদের চোখের সামনে ঘুরছে... 632 02:07:42,453 --> 02:07:48,043 ওর মাথা শরীর থেকে আলাদা করার জায়গায়, পিঠ দেখিয়ে পালানোর নামই মৃত্যু। 633 02:07:53,187 --> 02:07:56,397 সেই মৃত্যুকে মারতে যাচ্ছি আমি। 634 02:07:57,242 --> 02:08:01,972 আমার মা আর মাতৃভুমিকে কোন শয়তান ছুতেও পারবেনা... 636 02:08:01,698 --> 02:08:06,658 ওদের কলিজা বের করে ওদেরকে এটা বুঝাতে যাচ্ছি আমি... 637 02:08:11,325 --> 02:08:14,982 আমার সাথে কে আসবে? 638 02:08:15,002 --> 02:08:16,875 আমি... 639 02:08:16,895 --> 02:08:19,176 আমার সাথে কে আসবে? 640 02:08:19,196 --> 02:08:20,038 আমি... 641 02:08:20,058 --> 02:08:23,649 সেই মৃত্যুকে পার করে আমার সাথে অমর হবে কে? 642 02:08:23,669 --> 02:08:26,487 আমি... 642 02:08:26,669 --> 02:08:28,487 আমি... 643 02:08:28,507 --> 02:08:30,507 --জয় মহেস্মতি-- 644 02:08:30,527 --> 02:08:37,033 =--জয় মহেস্মতি--= 646 02:14:13,815 --> 02:14:18,015 শকুন ওর দুচোখ খেয়ে ফেলুক আর পেট থেকে সব নাড়িভুরি বের হয়ে আসুক। 646 02:14:19,815 --> 02:14:24,015 ওর হাত পা কেটে শরীরের সারা রক্ত বয়ে যেনো যায়... 646 02:15:17,815 --> 02:15:20,015 আমার ছেলে, 647 02:15:20,035 --> 02:15:21,962 আমার বীর ছেলে... 648 02:15:21,982 --> 02:15:27,402 যে কালকেয়াকে মেরে এসেছে, আর যুদ্ধে বিজয়ী হয়েছে। 649 02:15:31,737 --> 02:15:35,827 আমাদের ভবিষ্যৎ মহারাজা হলো ভল্লালদেব। 650 02:15:35,847 --> 02:15:39,847 =-জয় ভল্লালদেব-= 651 02:15:40,645 --> 02:15:43,212 ভল্লালের বীরতা আমাদের রাজ্যের ইতিহাসে, 652 02:15:43,232 --> 02:15:45,531 অনেক খুশি এনে দিয়েছে। 653 02:15:45,532 --> 02:15:47,908 সারা রাজ্যে ওর গুনগান গাওয়া হোক। 654 02:15:47,928 --> 02:15:51,911 ওর বিজয়ের গুনগান গাওয়া হোক ওর মুর্তি বানানো হোক। 655 02:15:52,055 --> 02:15:54,576 মহাবীর ভল্লালদেবকে আজ আমি, 656 02:15:54,596 --> 02:15:58,156 মহেস্মতির সর্বসেনার অধিপতি ঘোষণা করছি। 658 02:16:01,263 --> 02:16:06,792 আর বাহুবালিকে আপনাদের হতে চলা ভবিষ্যৎ মহারাজ ঘোষনা করছি। 659 02:16:13,845 --> 02:16:17,358 এই শিবগামী, এটা কিভাবে নির্নয় করলে? 660 02:16:17,378 --> 02:16:24,378 কালকেয়ার বধ আমার ছেলে করেছে,...আমাদের ছেলে করেছে। তুমি কি নিজের চোখে দেখো নাই? 661 02:16:25,698 --> 02:16:27,898 ও ই তো রাজা তাইনা? 662 02:16:27,918 --> 02:16:29,957 ওই তো নাকি? 663 02:16:29,977 --> 02:16:34,112 একটা রাজার ধর্ম শুধু শত্রুদের মেরে ফেলাই নয়... 664 02:16:34,132 --> 02:16:37,132 প্রজাদের বাঁচাতেও হয়। 665 02:16:37,152 --> 02:16:41,578 যুদ্ধে ভল্লালদেব দুইহাতে শুধু শত্রুদের বিনাশ করেছে। 666 02:16:41,598 --> 02:16:44,678 কিন্তু বাহুবালি একহাতে শত্রুকে মেরেছে... 667 02:16:44,698 --> 02:16:47,448 আর আরেক হাতে প্রজাদের রক্ষা করেছে। 668 02:16:47,886 --> 02:16:51,926 এটাই হলো একটা রাজা আর একটা সিপাহীর পার্থক্য। 669 02:16:53,325 --> 02:16:56,655 যুদ্ধে একশজনকে যে মারতে পারে সে হলো নায়েক... 670 02:16:57,354 --> 02:17:03,354 কিন্তু যে একজনেরও জীবন বাঁচায় সে হলো দেবতা। 671 02:17:04,774 --> 02:17:13,684 হ্যা... এই দুইচারজনকে বাঁচিয়েই রাজা হয়ে যাবে? -বাহুবালিকে শুভসময় দেখে মহেস্মতির রাজমুকুট পরানো হবে। 672 02:17:14,643 --> 02:17:19,803 এটা আমার জবান। আর আমার কথাই শেষ কথা। 673 02:17:23,528 --> 02:17:36,528 ==-বাহুবালি-== 674 02:17:52,744 --> 02:17:54,944 অমরেন্দ্র বাহুবালি, 675 02:18:03,425 --> 02:18:07,425 অমরেন্দ্র বাহুবালি, 676 02:18:17,099 --> 02:18:24,111 আমাদের শিবা মহারাজের ছেলে, উনার সমন্ধে জেনে তো আমরা ধন্য হয়ে গেছি। 677 02:18:24,580 --> 02:18:28,416 সেই মহাপুরুষকে একবার নিজের চোখে দেখা যাবে কি? 678 02:18:30,032 --> 02:18:32,232 উনি নেই। 679 02:18:33,639 --> 02:18:35,839 সেই দেবতা এখন আর নেই। 680 02:18:42,654 --> 02:18:44,854 শত্রু উনার কাছে ঘেষতে পারতো না, 681 02:18:45,242 --> 02:18:47,442 হাতিয়ারও তাকে ছুতে ভয় পেতো... 682 02:18:48,819 --> 02:18:53,082 এরকম মহাবীরের মৃত্যু কিভাবে হলো? 683 02:18:53,102 --> 02:18:57,416 তলোয়ারের আঘাত আর তীরের আঘাতের থেকেও অধিক যন্ত্রনাদায়ক হলো... 684 02:18:57,436 --> 02:18:59,636 ...বিশ্বাসঘাতক... 685 02:18:59,656 --> 02:19:02,616 কে সে দাদা? কে......? 686 02:19:05,682 --> 02:19:08,512 সেই পাপী হলো... 687 02:19:09,238 --> 02:19:11,438 -আমি নিজে- 687 02:19:14,238 --> 02:19:40,438 অনুবাদঃ শুভ মোহাম্মদ শাওন