1 00:00:30,000 --> 00:01:33,000 মুভির নামঃ The Purge (2013) অনুবাদেঃ মোহাম্মদ ইউসুফ এবং Tanjidul Islam Sakib সম্পাদনাঃ মোহাম্মদ ইউসুফ 1 00:01:38,865 --> 00:01:40,242 কেমন চলছে, মি.স্যাবিয়ান? 2 00:01:40,300 --> 00:01:41,779 ভালোই,আগের মতোই। ভালো আছি। 3 00:01:41,868 --> 00:01:43,939 বাসায় যাও,ইভা। দেরি হয়ে যাচ্ছে। 4 00:01:44,438 --> 00:01:46,076 সাবধানে যেও 5 00:01:46,139 --> 00:01:48,585 হ্যাঁ. ঠিক আছে, মি.স্যাবিয়ান। 6 00:01:48,642 --> 00:01:50,417 শহরে যানজট দেখা যাচ্ছে 7 00:01:50,477 --> 00:01:53,321 কারন নাগরিকরা সবাই সন্ধ্যার আগে বাসায় যাচ্ছেন 8 00:01:53,413 --> 00:01:55,290 আপনি যদি পার্জে অংশ না 9 00:01:55,382 --> 00:01:57,142 নেন তাহলে দ্রুত বাসায় ফিরুন। 10 00:01:57,217 --> 00:01:58,924 শীঘ্রই পার্জ শুরু হবে। 11 00:01:59,152 --> 00:02:01,223 ধারনা করা হচ্ছে এইবার 12 00:02:01,288 --> 00:02:02,392 পূর্বের তুলনায় অনেক বেশি লোক পার্জে অংশ নেবে... 13 00:02:02,556 --> 00:02:04,297 স্যাবিয়ান চলে গেছে আর কেউ নেই। 14 00:02:04,458 --> 00:02:06,563 কিসের অপেক্ষা করছে ও? শালী আমাদের যেতে দিচ্ছে না কেন? 15 00:02:06,727 --> 00:02:09,173 শান্ত হও। অনেক সময় আছে এখনো। 16 00:02:09,262 --> 00:02:11,105 আজ রাতে কিছু করবে নাকি? 17 00:02:11,231 --> 00:02:13,233 আমি ইভাকে কিডন্যাপ করার কথা ভাবছি। 18 00:02:13,400 --> 00:02:14,970 রাগ করবে না তো, মামি। 19 00:02:16,903 --> 00:02:18,246 দেরি হয়ে যাচ্ছে। 20 00:02:18,405 --> 00:02:20,908 কাল দেখা হবে। সাবধান থেকো 21 00:02:21,074 --> 00:02:22,144 আচ্ছা, ভালো থাকবেন। 22 00:02:22,242 --> 00:02:25,314 অবশেষে, ভালো থাকবেন, মিসেস ক্রলি 23 00:02:30,751 --> 00:02:32,628 ইভা 24 00:02:32,686 --> 00:02:34,165 বাসায় দিয়ে আসব? 25 00:02:34,321 --> 00:02:35,823 না থাক, কার্লোস। 26 00:02:35,989 --> 00:02:40,165 ভালো থেকো। 27 00:02:40,260 --> 00:02:42,433 বাই,কার্লোস আবার দেখা হবে। 28 00:02:44,031 --> 00:02:46,841 আমাকে জিজ্ঞেস করলে, আমি চলে যেতাম, 29 00:02:46,933 --> 00:02:48,037 ও একটা কুকুর। 30 00:02:48,435 --> 00:02:51,279 অহ, তাহলে কুকুরই। 31 00:02:51,438 --> 00:02:53,358 কিন্তু কুকুরটা আমার সাথে কিছু করতে চায় না, 32 00:02:53,373 --> 00:02:54,681 ওর তোমাকেই পছন্দ 33 00:02:54,775 --> 00:02:55,935 চুপ করবে? 34 00:02:55,942 --> 00:02:57,285 সত্যি কথা এটা 35 00:02:59,012 --> 00:03:00,958 আজ রাতেই জিজ্ঞেস করবে? 36 00:03:01,214 --> 00:03:02,693 হ্যা, আজ রাতেই। 37 00:03:02,849 --> 00:03:05,295 আর ওষুধ কেনার টাকা নেই। 38 00:03:06,720 --> 00:03:08,791 আচ্ছা,ভালো থেকো। 39 00:03:09,990 --> 00:03:11,128 সাবধানে যেও। 40 00:03:12,392 --> 00:03:13,962 তুমিও সাবধানে যেও। 41 00:03:18,398 --> 00:03:19,809 ওকে। 42 00:04:10,050 --> 00:04:12,731 সরকার এবং জনগন উভয়েই পার্জে আগ্রহী 43 00:04:12,753 --> 00:04:14,596 নতুন জাতির পিতারা আজ অফিসে বসেছিলেন... 44 00:04:14,688 --> 00:04:17,032 তারা দেশকে পরিবর্তন করতে চান এবং সে পক্ষেই ভোট দিয়েছেন। 45 00:04:17,090 --> 00:04:19,866 নতুন শাসন মানুষের ভয়ের ফায়দা লুটছে। 46 00:04:28,602 --> 00:04:30,775 এদিক দিয়ে এসে ভালোই হলো। 47 00:04:30,871 --> 00:04:33,818 হাইওয়েতে অনেক জ্যাম 48 00:04:34,274 --> 00:04:36,948 হ্যাঁ, তাড়াতাড়ি পৌছে যাবো। 49 00:04:37,110 --> 00:04:38,316 হ্যাঁ 50 00:04:48,121 --> 00:04:49,259 কি দেখছ? 51 00:04:51,324 --> 00:04:54,237 কিছু না ঐ কাজের ছবি। 52 00:04:59,332 --> 00:05:00,640 কিছু হয়েছে? 53 00:05:01,902 --> 00:05:04,473 না, কিছু হয়নি। 54 00:05:06,173 --> 00:05:07,777 শিউর? 55 00:05:08,175 --> 00:05:10,246 বললাম তো কিছু হয়নি। 56 00:05:17,584 --> 00:05:19,655 আমার নাম ডোনাল্ড ট্যালবট 57 00:05:19,753 --> 00:05:22,996 আমাদের সরকার ৯ বছর আগে গড়ে উঠেছিল 58 00:05:23,089 --> 00:05:24,796 আর শুরুতেই 59 00:05:24,858 --> 00:05:26,963 আমরা অপরাধ মোকাবেলায় সোচ্চার হই 60 00:05:27,027 --> 00:05:28,870 সেইসব অপরাধ যা এই দেশকে ধংস করছিলো 61 00:05:29,129 --> 00:05:32,008 আর তার একমাত্র পথ হলো পার্জ 62 00:05:37,037 --> 00:05:38,778 আজকে নিরাপত্তা লাগবে? কোন অস্ত্র লাগবে? 63 00:05:38,839 --> 00:05:40,147 এই,আমাদের সাপ্লাই প্রায় শেষ... 64 00:05:40,207 --> 00:05:41,845 আজকে রাতে পার্জ আছে। 65 00:05:41,942 --> 00:05:43,546 চড় থাপ্পড়ে আর কাজ হবে না ... 66 00:05:43,643 --> 00:05:45,054 শক্তিশালী কিছু লাগবে। 67 00:05:45,946 --> 00:05:47,016 এই যে মামা, লাগবে নাকি? 68 00:05:47,113 --> 00:05:49,684 খালি হাতে আর কাজ হবে না। 69 00:05:49,783 --> 00:05:51,319 এই যে সুন্দরী, কিছু লাগবে? লাগবে নাকি? 70 00:05:51,384 --> 00:05:52,488 আজ রাতে কি করে বাঁচবে? 71 00:05:52,619 --> 00:05:54,030 না, না, লাগবে না কিছু পিস্তল? চাপাতি? 72 00:05:54,120 --> 00:05:55,690 সব একদম মাছের দামে। 73 00:05:55,822 --> 00:05:58,200 একটা ছুরি তো নাও নাকি? যা লাগে নাও। 74 00:05:58,692 --> 00:06:00,797 আমরা সবরকম ভাবে পেমেন্ট নেই! 75 00:06:09,469 --> 00:06:10,470 ইভা! 76 00:06:10,570 --> 00:06:12,516 আহ, ডিয়েগো,কেমন চলছে? 77 00:06:12,572 --> 00:06:14,332 ভালো, তুমি? আমি? 78 00:06:14,407 --> 00:06:15,647 না, তেমন ভালো না. আমি ক্লান্ত... 79 00:06:15,709 --> 00:06:16,847 অহ, তাই নাকি 80 00:06:16,910 --> 00:06:18,651 আমাকে ডেকো উপরে একটু প্রটেকশন এর জন্য আরকি 81 00:06:18,712 --> 00:06:19,712 বুঝেছ? 82 00:06:19,813 --> 00:06:20,883 থাক লাগবে না, ডিয়েগো আমি পারব। 83 00:06:20,981 --> 00:06:21,982 কাউকে লাগবে না? 84 00:06:22,048 --> 00:06:23,049 হু? না, থাক, ডিয়েগো। 85 00:06:23,149 --> 00:06:24,890 আমি কিন্তু ফ্রি আছি বুঝেছ তো? 86 00:06:24,985 --> 00:06:28,660 আমাদের মনে শান্তি নেই 87 00:06:29,489 --> 00:06:32,333 আমরা আর ধর্মকর্ম মানি না 88 00:06:32,592 --> 00:06:35,505 মুহাম্মদ,ঈসা 89 00:06:35,662 --> 00:06:39,235 আমরা কামার আর অস্ত্র ব্যাবসায়ীর আনুগত্য করি। 90 00:06:39,332 --> 00:06:42,336 না জেনে বুঝেই 91 00:06:42,502 --> 00:06:45,711 ফালতু, এই পাগলকে কোথায় পেয়েছো? 92 00:06:45,772 --> 00:06:47,581 পাড়ায় তার পোস্টারে ভরপুর। 93 00:06:47,741 --> 00:06:49,345 এই এলাকায়ই থাকে আমাদেরই মতো। 94 00:06:49,409 --> 00:06:52,754 এখন, চুপ করো। আর শোন সে পাগল না। 95 00:06:52,846 --> 00:06:55,258 পার্জ আত্মাকে পরিশুদ্ধ করার কুযুক্তি 96 00:06:55,348 --> 00:06:58,352 দিয়ে নির্বিচারে মানুষ হত্যার লাইসেন্স দিয়েছে। 97 00:06:58,418 --> 00:07:01,524 এটা আসলে টাকা পয়সার ব্যাপার 98 00:07:02,355 --> 00:07:05,962 আজ কারা মরবে? গরিবেরা। 99 00:07:06,459 --> 00:07:09,201 কারন আমাদের নিজেদের বাঁচানোর সামর্থ নেই 100 00:07:09,362 --> 00:07:11,103 যথেষ্ট হয়েছে এসব বন্ধ করো। 101 00:07:11,197 --> 00:07:12,477 অন্য নেতাদের মতো এও দূর্নীতিবাজ। 102 00:07:12,532 --> 00:07:15,206 না, সে ঠিক বলেছে। দেখো এসব জনসংখ্যা কমানোর জন্য 103 00:07:15,268 --> 00:07:17,544 আমাদের মতো মানুষদের মেরে আমাদের খরচ গুলো মেরে খাবে ওরা 104 00:07:17,704 --> 00:07:19,775 বলা সহজ, ক্যালি. উমম-হুমম 105 00:07:19,873 --> 00:07:22,319 সে হয়ত ঠিক, কিন্তু এ ব্যাপারে সে কিইবা করতে পারে। 106 00:07:22,776 --> 00:07:24,449 এসে গেছি আমি। 107 00:07:29,716 --> 00:07:30,717 এই, কি খবর সোনা? 108 00:07:30,817 --> 00:07:33,388 -আমাকে "সোনা বলো না" -কোথায় ছিলে? 109 00:07:33,453 --> 00:07:35,262 আর মাত্র ২ ঘন্টা আছে পার্জ শুরু হতে। 110 00:07:35,388 --> 00:07:36,628 আর তুমি ঘুরে বেড়াচ্ছো বাইরে। 111 00:07:36,723 --> 00:07:38,225 ঘুরছি? তোমার ওষুধ কিনছিলাম। 112 00:07:38,391 --> 00:07:41,395 দেখ কান্ড, পয়সা আর সময়ের কি নিদারুন অপচয়! 113 00:07:41,561 --> 00:07:43,666 ধুর, ইভা তোমাকে এসব করতে মানা করেছিলাম। 114 00:07:43,763 --> 00:07:45,333 প্রতিদিন এক কথা বলো তুমি। 115 00:07:45,432 --> 00:07:46,872 এসব কোন কাজের না... আমি আর খাব না এসব! 116 00:07:46,900 --> 00:07:48,743 -হ্যাঁ, তোমাকে খেতেই হবে। -না, এসব ছাইপাশ আর খাবো না। 117 00:07:48,802 --> 00:07:51,078 -হ্যাঁ, তুমি খাবে! -না আমি খাবো না. তুমি এসব ফেরত দিয়ে আসবে। 118 00:07:51,137 --> 00:07:52,673 আরেহ, কি হয়েছে? 119 00:07:52,772 --> 00:07:53,773 থামবে তোমরা? 120 00:07:56,676 --> 00:08:00,089 দেখ বাবা, হতে পারে এটা কোন কাজের না, কিন্তু তুমি কী খাবে? 121 00:08:00,513 --> 00:08:02,083 আমার জন্য হলেও? 122 00:08:06,753 --> 00:08:08,096 আচ্ছা! 123 00:08:08,254 --> 00:08:11,667 দরজা লাগিয়ে দাও। পার্জ শুরু হলে খাবার খাবো। 124 00:08:11,758 --> 00:08:12,862 আমি খাবো না। 125 00:08:13,760 --> 00:08:16,673 একটু ঘুমিয়ে নেই, আর আমাকে ডাকবে না। 126 00:08:17,163 --> 00:08:20,269 আজকের দিনটায় অন্তত একটু ঘুমুতে দেও। 127 00:08:24,037 --> 00:08:27,780 দেখ, রাগ করো না আমি একটু বেশি রাগি, বুঝেছ। 128 00:08:28,341 --> 00:08:30,548 এই রাতটা আমার ভালো লাগে না. 129 00:08:31,011 --> 00:08:33,787 তাই, ক্ষমা করো. 130 00:08:39,119 --> 00:08:41,497 আমাকে পাগল বানিয়ে ছাড়বে। 131 00:08:45,825 --> 00:08:46,997 উহ... 132 00:08:47,460 --> 00:08:49,701 সব দরজা জানালা লাগিয়ে দিও ভালো ভাবে। 133 00:08:51,064 --> 00:08:53,305 আমি আমার রুমে যাচ্ছি। 134 00:08:55,035 --> 00:08:56,708 আমি তোমাদের অনেক ভালোবাসি। 135 00:08:57,470 --> 00:08:59,143 অনেক বেশি। 136 00:09:01,141 --> 00:09:02,643 আমি জানি 137 00:09:10,250 --> 00:09:12,161 কেমন আজব লাগলো ব্যাপারটা। 138 00:09:12,318 --> 00:09:13,991 আজ রাতের চিন্তায় হয়তো। 139 00:09:15,088 --> 00:09:16,226 হ্যাঁ। 140 00:09:17,657 --> 00:09:20,103 আমি গোসলে যাচ্ছি, আসলে সব আটকে দেব। 141 00:09:20,260 --> 00:09:23,070 আচ্ছা, দাঁড়াও মিসেস. ক্রলি কি বললেন? 142 00:09:23,596 --> 00:09:25,507 বেতন বাড়িয়েছে? 143 00:09:27,934 --> 00:09:30,005 খোদা, কিরকম মহিলারে বাবা। 144 00:09:30,170 --> 00:09:31,513 তর্ক করেছিলে তো? 145 00:09:31,571 --> 00:09:34,074 আমরা যেভাবে প্র্যাকটিস করেছিলাম? 146 00:09:36,676 --> 00:09:38,349 আমি সরি, সোনা। 147 00:09:40,180 --> 00:09:41,591 হ্যাঁ 148 00:09:57,363 --> 00:09:59,240 ওকে বলতে চেয়েছিলাম, শেন 149 00:10:07,040 --> 00:10:09,384 এই, শুনছ? 150 00:10:09,709 --> 00:10:11,086 তোমার বোনকে বলতে চেয়েছিলাম... 151 00:10:11,144 --> 00:10:12,555 হ্যাঁ, শুনেছি। 152 00:10:12,612 --> 00:10:15,650 বলতে মন সায় দিচ্ছিল না। 153 00:10:16,282 --> 00:10:17,556 কেন? 154 00:10:19,385 --> 00:10:22,298 কারন আরেক জনকে বললে, 155 00:10:23,123 --> 00:10:24,966 এটা আর ফেরত নেয়া যাবে না। 156 00:10:26,960 --> 00:10:28,962 চাবি আছে তোমার কাছে? 157 00:10:29,129 --> 00:10:30,335 হ্যাঁ 158 00:10:30,563 --> 00:10:31,837 হাতে আছে? 159 00:10:32,232 --> 00:10:33,302 এইতো এখানে. 160 00:10:34,234 --> 00:10:35,474 দরজা খুলবে, প্লিজ? 161 00:10:35,568 --> 00:10:36,740 এটা তো খোলাই 162 00:10:37,137 --> 00:10:38,343 না, এটা বন্ধ। 163 00:10:38,738 --> 00:10:39,910 এইতো 164 00:11:31,224 --> 00:11:32,794 গাড়িতে বসো। 165 00:11:37,130 --> 00:11:38,507 এরকম করলো কেন? 166 00:11:38,665 --> 00:11:40,736 জানি না। 167 00:11:40,833 --> 00:11:43,211 পার্জের কিন্তু আর বেশি বাকি নেই, শেন। 168 00:11:43,303 --> 00:11:46,409 সমস্যা নেই কিছু হবে না, আমি বলছি। 169 00:12:02,822 --> 00:12:03,823 হ্যাঁ। 170 00:12:06,826 --> 00:12:08,669 কল দিচ্ছিলাম। ধরোনি কেনো? 171 00:12:10,163 --> 00:12:11,665 কি জন্যে এসেছ? 172 00:12:20,540 --> 00:12:22,577 তুমি পার্জে যেতে পারো না। তুমি জানো কতটা বিপজ্জনক এটা... 173 00:12:22,675 --> 00:12:24,177 তুমি ফিরে যাও। চলে যাও তুমি। 174 00:12:26,446 --> 00:12:28,016 দেরি হয়ে যাচ্ছে। 175 00:12:29,549 --> 00:12:31,426 এরকম করো না। 176 00:12:33,186 --> 00:12:35,928 এতে তোমার কোন পরিবর্তন হবে না। 177 00:12:38,258 --> 00:12:40,204 তোমার নতুন স্বামীর কাছে ফিরে যাও, 178 00:12:40,860 --> 00:12:43,136 তোমার নতুন পরিবারের কাছে। 179 00:12:44,564 --> 00:12:46,134 যাও। 180 00:12:53,573 --> 00:12:55,314 সাবধানে থেকো। 181 00:13:06,552 --> 00:13:08,122 তুমিও। 182 00:13:22,068 --> 00:13:24,412 যাই ঘটুক না কেন আপনার সেরাটা দিন, 183 00:13:25,605 --> 00:13:27,812 "আপনি ক্লান্ত, 184 00:13:27,907 --> 00:13:32,151 "আপনার না বলা কথাগুলো আমাদের বলুন" 185 00:13:32,912 --> 00:13:35,620 ধনী গরিবের বিভেদের 186 00:13:35,682 --> 00:13:37,593 এই হত্যাকান্ড থামাতে হবে। 187 00:13:38,685 --> 00:13:40,494 আমাদের প্রতিবাদ করতে হবে 188 00:13:42,755 --> 00:13:45,599 এই বছর, আমরা প্রতিবাদ করব! 189 00:14:37,310 --> 00:14:39,483 লোকটা তো আমাকে ভয় পাইয়ে দিয়েছিল। 190 00:14:39,812 --> 00:14:41,814 দেখতেই পাইনি 191 00:14:41,981 --> 00:14:44,757 আমি ভেবেছিলাম তুমি ঠিক আছো 192 00:14:47,220 --> 00:14:49,860 না, তুমি সবসময় নিজেই ভেবে নেও, 193 00:14:49,922 --> 00:14:52,061 আর পরে ভাবো আমরা একসাথে ভেবেছি। 194 00:14:52,158 --> 00:14:53,535 তুমি তো প্রায়ই আমার সিধান্ত মেনে নেও, 195 00:14:53,593 --> 00:14:54,731 আর একসপ্তাহ পরে বলো, 196 00:14:54,827 --> 00:14:56,307 "তোমার মনে নেই" 197 00:14:56,396 --> 00:14:57,670 তো, তুমি আমাকে মিথ্যুক বলছো? 198 00:14:57,830 --> 00:14:59,741 আর তুমি আমাকে ছেচ্ছড় বলছো। 199 00:15:00,266 --> 00:15:01,939 এটুকু বললে তো হয় যে মত পাল্টেছ, 200 00:15:02,034 --> 00:15:04,514 এটা না বলে যে আমরা একসাথে সিধান্ত নেই নি। 201 00:15:05,338 --> 00:15:07,011 এইজন্যেই... 202 00:15:14,680 --> 00:15:17,752 দেখছ, এইকারনেই তোমার বোনকে এ ব্যাপারে জানাতে হবে। 203 00:15:17,850 --> 00:15:19,261 যে আমরা ডিভোর্স নিচ্ছি. 204 00:15:19,752 --> 00:15:21,754 ঠিক আছে, আমি বলব, 205 00:15:21,854 --> 00:15:24,027 কিন্তু ভালো করে বুঝিয়ে বলতে হবে' 206 00:15:24,190 --> 00:15:26,397 সে না বুঝলেও চলবে। 207 00:15:30,463 --> 00:15:32,064 আরে, আরে, আরেহ। 208 00:15:32,365 --> 00:15:33,537 এ কি হলো? 209 00:15:33,599 --> 00:15:34,771 পাওয়ার স্টিরিং নস্ট হয়ে গেছে। 210 00:15:34,867 --> 00:15:36,278 "নস্ট হয়ে গেছে মানে"? 211 00:15:36,369 --> 00:15:38,144 জানি না। গাড়ি নস্ট হয়ে গেছে। 212 00:15:38,304 --> 00:15:40,306 ঠিক করতে পারবে না? দেখছি। 213 00:15:50,750 --> 00:15:51,888 ধুর। 214 00:15:51,951 --> 00:15:53,430 আবার দেখো। 215 00:15:58,291 --> 00:15:59,929 একদম নস্ট। 216 00:16:23,182 --> 00:16:26,959 ৬ষ্ঠ বার্ষিক পার্জের আর ৪৫ মিনিট বাকি আছে 217 00:16:45,705 --> 00:16:46,809 যদি লাগে আরকি। 218 00:16:46,973 --> 00:16:48,008 হ্যাঁ। 219 00:16:51,344 --> 00:16:52,448 এই 220 00:16:53,312 --> 00:16:55,053 কিচ্ছু হবে না। 221 00:16:55,648 --> 00:16:57,389 প্রতি বছর এর মতো। 222 00:16:58,684 --> 00:17:00,061 হ্যাঁ। 223 00:17:01,988 --> 00:17:03,968 এখন আসলে ৩গুন ভাড়া দিব... 224 00:17:04,123 --> 00:17:06,483 না,না,না, গাড়ির কথা ছাড়ো একটা হলেই হলো। 225 00:17:06,492 --> 00:17:07,664 শুনছেন... হ্যালো? এই, আরেহ!আরেহ! 226 00:17:08,694 --> 00:17:10,571 এই! আরেহ, আরেহ, এইযে! 227 00:17:13,299 --> 00:17:14,972 থামো! ধুর। 228 00:17:15,134 --> 00:17:16,511 প্লিজ! 229 00:17:18,971 --> 00:17:21,474 শেন,আমাদের বাসায় যেতে হবে। 230 00:17:21,641 --> 00:17:24,053 আমরা শহরে সবাই, এইখানে আসে পার্জের জন্য 231 00:17:24,210 --> 00:17:25,746 শোন, শোন। কিচ্ছু হবে না আমাদের 232 00:17:25,912 --> 00:17:28,392 কোন উপায় বের করবই, প্রমিজ 233 00:17:31,017 --> 00:17:33,088 গাড়ির থেকে এটা কি বের হচ্ছে? 234 00:17:37,523 --> 00:17:39,093 ধুর ছাই। 235 00:18:12,191 --> 00:18:14,262 তারটা ওই কেটেছে, শেন 236 00:18:14,360 --> 00:18:15,395 হ্যাঁ। 237 00:18:22,234 --> 00:18:23,645 আমাদের দৌড়াতে হবে। 238 00:18:23,736 --> 00:18:24,737 যাও! যাও! 239 00:18:35,247 --> 00:18:36,988 খবর ১৩ সকলকে শুভ কামনা জানাচ্ছে 240 00:18:37,083 --> 00:18:40,428 যারা অংশগ্রহন করবেন এই বছর 241 00:18:40,486 --> 00:18:43,956 এবং নিজেকে বিশুদ্ধ মানুষে পরিণত করতে একধাপ এগিয়ে যাবেন। 242 00:18:44,056 --> 00:18:45,091 গুডলাক 243 00:18:45,157 --> 00:18:46,602 বাবাকে ডাকব? 244 00:18:47,093 --> 00:18:49,004 বাবা রাগ করবে ঘুমাচ্ছে ঘুমুক। 245 00:18:49,161 --> 00:18:50,640 এটা কোন টেস্ট না 246 00:18:50,896 --> 00:18:53,308 এটা ইমারজেন্সি ব্রডকাস্ট সিস্টেম 247 00:18:53,399 --> 00:18:55,606 এই বছর পার্জ শুরু হলো 248 00:18:55,668 --> 00:18:58,114 সরকার কর্তৃক অনুমোদনপ্রাপ্ত 249 00:18:58,938 --> 00:19:00,815 চতুর্থ মাত্রার অস্ত্র 250 00:19:00,906 --> 00:19:03,614 সহ সকল অস্ত্র 251 00:19:03,776 --> 00:19:05,778 পার্জের সময় ব্যাবহার করা যাবে 252 00:19:05,945 --> 00:19:09,415 253 00:19:13,152 --> 00:19:17,294 সাইরেন বাজার সাথে সাথে ১২ ঘন্টার জন্য 254 00:19:17,456 --> 00:19:20,300 সকল অপরাধ বৈধ, এই সময় 255 00:19:20,359 --> 00:19:23,636 পুলিশ,ফায়ার সার্ভিস,মেডিকেল সার্ভিস বন্ধ থাকবে 256 00:19:23,696 --> 00:19:26,836 আগামীকাল সকাল ৭টা পর্যন্ত 257 00:19:26,932 --> 00:19:28,468 এই অবস্থা জারি থাকবে। 258 00:19:28,634 --> 00:19:32,878 জয় হোক আমেরিকার এবং নতুন জাতির পিতার। 259 00:19:33,005 --> 00:19:35,645 খোদা যেন সকলের প্রতি সহায় হন। 260 00:22:22,007 --> 00:22:24,214 আসো, আসো, আসো, এখনো পিছনে আছে বলে মনে হয়? 261 00:22:24,310 --> 00:22:25,812 বুঝতে পারছি না। ওকে। 262 00:22:25,945 --> 00:22:27,822 এখান থেকে বেরিয়ে যাই তাহলে। 263 00:22:30,482 --> 00:22:32,359 অহ,খোদা, তাড়াতাড়ই চলো এখান থেকে চলো! 264 00:22:35,221 --> 00:22:36,291 কোথায় যাব? 265 00:22:36,822 --> 00:22:38,301 এটাতে ঢোক. ঢুকে পড়ো! 266 00:22:38,457 --> 00:22:40,835 এখানে লুকিয়ে থাকব। আসো। 267 00:22:43,195 --> 00:22:44,469 - আসো. - ও, মোর খোদা! 268 00:22:47,800 --> 00:22:49,074 এখান থেকে চলো আগে। 269 00:22:51,203 --> 00:22:52,580 আসো,আসো। ভালোই দৌড়াচ্ছ। 270 00:23:05,584 --> 00:23:07,029 ধুর, আবার ওরা। 271 00:23:07,720 --> 00:23:10,166 পালাতে হবে, এখান থেকে পালাতে হবে আমাদের। 272 00:23:33,846 --> 00:23:35,757 বাবাকে ডেকে আনি। 273 00:23:35,915 --> 00:23:37,258 ডাকতে মানা করেছিল বাবা। 274 00:23:37,416 --> 00:23:39,692 হ্যা,শুধু দেখে আসি জেগে আছে কিনা। 275 00:23:45,524 --> 00:23:46,764 মা! 276 00:23:47,693 --> 00:23:49,570 কি? কি হয়েছে? মা, এখানে আসো! 277 00:23:50,696 --> 00:23:51,731 কি হয়েছে? 278 00:23:52,264 --> 00:23:53,265 বাবা কোথায়? 279 00:23:53,432 --> 00:23:54,706 দেখ এটা। 280 00:23:56,702 --> 00:23:59,046 "প্রিয় ইভা আর ক্যালি, 281 00:23:59,204 --> 00:24:02,378 আমার জীবন বলতে শুধু তোমরা দুইজনই 282 00:24:02,441 --> 00:24:04,421 "তোমরা এত কস্ট করছ আমার জন্য 283 00:24:05,144 --> 00:24:08,250 "আমি মারা যাব তাড়াতাড়ি, তোমরাও জানো এটা 284 00:24:09,448 --> 00:24:13,089 "আজরাতে আমি এক পরিবারের শিকার হবো। 285 00:24:13,419 --> 00:24:15,729 "তারা আমাকে এর জন্য টাকা দিয়েছে। 286 00:24:16,288 --> 00:24:20,634 ১০ লাখ টাকা তোমাদের একাউন্টে পৌছে যাবে। 287 00:24:22,094 --> 00:24:24,096 "টাকাটা নিয়ে নিও। 288 00:24:24,263 --> 00:24:28,006 "আজ রাতটার পরে এক সুখী জীবন কাটাও। 289 00:24:28,667 --> 00:24:30,112 "আমি তোমাদের ভালোবাসি" 290 00:24:32,171 --> 00:24:36,677 জয় হোক আমেরিকার। 291 00:24:54,994 --> 00:24:56,940 আমি কিছু বুঝলাম না। 292 00:24:57,496 --> 00:25:00,340 ধনীরা এভাবেই পার্জ করে, সোনা। 293 00:25:01,300 --> 00:25:03,940 তারা অসুস্থ গরিবদের টাকা দিয়ে কিনে নেয়, 294 00:25:04,003 --> 00:25:05,710 আর তাদের নিজেদের বাসায় নিয়ে যায় 295 00:25:05,804 --> 00:25:08,444 তারা তাদের বাড়িতেই পার্জ পালন করে। 296 00:25:09,208 --> 00:25:10,778 কি বলছ এসব। 297 00:25:11,343 --> 00:25:13,823 কার্মেলো যা বলেছিল ঠিক তাই। 298 00:25:14,713 --> 00:25:17,233 বাবা কেন? কেন এরকম করবে। 299 00:25:18,851 --> 00:25:20,023 ওকে,সে হয়তো কিছু ফেলে গেছে। 300 00:25:20,119 --> 00:25:21,291 যা আমাদের তার ঐ বাড়িতে নিয়ে যাবে। 301 00:25:21,353 --> 00:25:23,390 ক্যালি, ক্যালি, যেমন তার ফোন। তার ফোনে কল দেও। 302 00:25:23,555 --> 00:25:24,829 আমরা তাকে বাঁচাব। 303 00:25:24,990 --> 00:25:26,430 - ক্যালি... - ওকে, এটা এরকমই। 304 00:25:26,492 --> 00:25:28,130 আমরা কিছু করব। কিন্তু বুঝতে পারছি না কি, 305 00:25:28,227 --> 00:25:29,570 কিন্তু কিছু একটা করব। ক্যালি, থামো। 306 00:25:29,661 --> 00:25:30,969 থামো তুমি। সে চলে গেছে। 307 00:25:31,997 --> 00:25:33,476 ও চলে গেছে। 308 00:26:14,840 --> 00:26:16,786 এসব কি? 309 00:26:18,510 --> 00:26:19,921 এরা আবার কারা? আর্মির মতো। 310 00:26:20,079 --> 00:26:22,184 আমি জানিনা। 311 00:26:25,017 --> 00:26:26,587 ওরা এসে গেছে। না, ওরা আসেনি। 312 00:26:26,752 --> 00:26:27,856 এখনো ভিতরে ঢুকতে পারেনি। 313 00:26:27,920 --> 00:26:30,093 আমি মাত্র দেখে আসলাম। 314 00:26:36,628 --> 00:26:37,868 ইভা! 315 00:26:38,797 --> 00:26:40,606 আমি তোমাকে বাঁচাতে এসেছি। 316 00:26:41,366 --> 00:26:43,471 আমার থেকে বাঁচাতে এসেছি। 317 00:26:43,569 --> 00:26:46,209 মা, পিস্তল টা কোথায়? 318 00:26:48,807 --> 00:26:50,582 এটা রান্নাঘরে। 319 00:27:16,001 --> 00:27:17,912 কোথায় লুকিয়ে আছিস, শালি? 320 00:27:18,437 --> 00:27:21,748 বাপ মা ভদ্রতা শেখায় নি? 321 00:27:22,774 --> 00:27:24,412 কারন না শেখালে, 322 00:27:25,577 --> 00:27:27,750 আজ আমি তোকে ভদ্রতা শেখাব! 323 00:27:28,080 --> 00:27:31,823 ডিয়েগো, খবরদার এদিকে আসবি না। আমার কাছে পিস্তল আছে গুলি করে দিব। 324 00:27:32,818 --> 00:27:34,161 ক্যালি? 325 00:27:34,920 --> 00:27:36,593 তুই নাকি? 326 00:27:38,357 --> 00:27:40,530 অহ, বোনাস হিসাবে আরেকটা। 327 00:27:40,626 --> 00:27:43,505 একটা মারলে আরেকটা ফ্রি অফার। 328 00:27:44,196 --> 00:27:48,269 আজ আমি আমার সব রাগ উগড়ে দেব। 329 00:27:48,433 --> 00:27:50,879 তোদের দুই শালির উপরে। 330 00:27:51,870 --> 00:27:53,679 এটা আমার অধিকার। 331 00:27:53,772 --> 00:27:56,878 নতুন জাতির পিতারা আমাকে দিয়েছে। 332 00:28:08,187 --> 00:28:09,867 তোরা কি ভাবছিলি তোদের ঐ নড়বড়ে দরজা 333 00:28:09,888 --> 00:28:11,868 আমাকে আটকাবে? 334 00:28:12,224 --> 00:28:13,294 তাহলে শোন। 335 00:28:14,293 --> 00:28:16,204 এই জিনিস নিয়ে তা হবে না 336 00:28:16,361 --> 00:28:18,642 অনেক খরচা করে এটা কিনেছি, বুঝেছিস? 337 00:28:18,797 --> 00:28:20,333 ডিয়েগো,বিল্ডিং এ চ্যাঁচামেচি হচ্ছে না? 338 00:28:20,499 --> 00:28:22,137 চুপ কর একদম! 339 00:28:24,469 --> 00:28:27,150 এখন ভাবো কে আগে মরবে। 340 00:28:27,206 --> 00:28:28,480 হুহ? 341 00:28:28,707 --> 00:28:29,708 কে? 342 00:28:29,875 --> 00:28:30,979 আমার মেয়েকে ছেড়ে দেও। 343 00:28:31,043 --> 00:28:32,044 মা, না 344 00:28:32,211 --> 00:28:33,815 আমাকে যা খুশি কর,ডিয়েগো 345 00:28:33,979 --> 00:28:36,482 করব,অবশ্যই করব। 346 00:28:36,648 --> 00:28:38,252 নিজেকে প্রস্তুত কর। 347 00:28:38,350 --> 00:28:40,762 'কারন আজরাতেই খেলা হবে শালি। 348 00:28:40,852 --> 00:28:42,559 কারন আজকে আমার রাত। 349 00:28:42,654 --> 00:28:45,157 আমার পার্জের অধিকার। 350 00:28:45,924 --> 00:28:47,665 আমার ইচ্ছা পুরণের সময়! 351 00:29:14,119 --> 00:29:17,191 প্রতিদিন আমার সামনে দিয়ে যাস 352 00:29:17,256 --> 00:29:18,758 যেন আমি কেউ না। 353 00:29:19,458 --> 00:29:23,600 আজকে সেটা পাল্টাবে 354 00:29:24,529 --> 00:29:25,906 আমি পায়ে পড়ছি তোমার,প্লিজ! 355 00:29:26,131 --> 00:29:28,111 অহ,শালি পড় পায়ে আমার, 356 00:29:28,267 --> 00:29:30,247 আমার কিচ্ছু যায় আসে না। 357 00:29:30,402 --> 00:29:32,882 প্লিজ, এরকম করো না। 358 00:29:33,038 --> 00:29:34,210 ভিক্কা, চা। 359 00:29:34,239 --> 00:29:35,809 আমার মেয়েকে ছেড়ে দেও। 360 00:29:35,907 --> 00:29:37,147 প্লিজ, ওকে ছেড়ে দেও। 361 00:29:37,276 --> 00:29:39,222 বলো তুমি ওর কিছু করবে না। 362 00:29:39,278 --> 00:29:40,655 প্লিজ। 363 00:29:43,115 --> 00:29:44,719 কে আসলো?হু? 364 00:29:45,317 --> 00:29:46,819 তোর বাপে? জানি না আমি। 365 00:29:48,120 --> 00:29:49,929 - তোর বাপে? - প্লিজ' প্লিজ। 366 00:29:50,455 --> 00:29:51,957 আহ সেই হইব। 367 00:29:55,460 --> 00:29:58,441 আয়,শালা তোকেও ভরে দেই। 368 00:29:58,597 --> 00:29:59,940 আয় এদিকে। 369 00:30:00,299 --> 00:30:01,300 কই তুই? 370 00:30:29,261 --> 00:30:30,604 কই? 371 00:30:45,377 --> 00:30:46,947 বস এদেরকেই চাইছিলো। 372 00:30:47,012 --> 00:30:48,787 নিচে নিয়ে চলো। 373 00:30:48,947 --> 00:30:51,621 বস, আপনার পার্জের শিকার পেয়ে গেছি। 374 00:30:51,683 --> 00:30:53,287 নিয়ে আসছি নিচে। 375 00:30:56,722 --> 00:30:57,792 ছাড়ো আমাকে! 376 00:31:08,066 --> 00:31:09,306 ক্যালি! 377 00:31:42,100 --> 00:31:43,170 না,না! 378 00:31:43,235 --> 00:31:44,236 ক্যালি! 379 00:31:45,237 --> 00:31:47,239 অহ,খোদা,ছাড় আমাকে! 380 00:31:47,406 --> 00:31:48,908 না! 381 00:31:49,074 --> 00:31:51,452 ছেড়ে দে বলছি আমাকে! 382 00:31:51,610 --> 00:31:53,112 প্লিজ! 383 00:31:53,245 --> 00:31:54,280 আমার মেয়েকে ছেড়ে দে! 384 00:32:01,953 --> 00:32:03,933 প্লিজ, না. প্লিজ, প্লিজ, প্লিজ. 385 00:32:10,529 --> 00:32:13,806 চলে যা। চলে যা চলে যা। 386 00:32:23,141 --> 00:32:24,745 ছাড় আমাকে! 387 00:32:24,810 --> 00:32:25,811 মা! 388 00:32:31,249 --> 00:32:33,456 চলে যা বলছি। 389 00:32:33,618 --> 00:32:36,098 প্লিজ! আমার মেয়েকে ছেড়ে দেও! 390 00:32:36,254 --> 00:32:37,426 ক্যালি! 391 00:32:37,489 --> 00:32:38,797 না,ছাড় বলছি... 392 00:32:39,558 --> 00:32:40,832 মা! 393 00:32:41,460 --> 00:32:42,632 মা! 394 00:33:25,136 --> 00:33:27,275 জানি না। পেছনেই ছিলো। 395 00:33:28,673 --> 00:33:29,674 ওটা কি? 396 00:33:31,276 --> 00:33:32,949 ধুর. কি করব? 397 00:33:34,145 --> 00:33:36,284 এইযে, বসো। এটা খোলা। 398 00:33:43,722 --> 00:33:44,962 না! 399 00:33:50,061 --> 00:33:51,472 ছাড়ো! 400 00:34:12,851 --> 00:34:14,057 কি হচ্ছে এসব? 401 00:34:14,219 --> 00:34:16,179 আমরা নিরাপদ আছি এখন। 402 00:34:48,286 --> 00:34:50,027 চলো। 403 00:35:07,472 --> 00:35:09,145 - এই! বের হও গাড়ি থেকে! - না, না, না! 404 00:35:09,307 --> 00:35:10,581 প্লিজ! প্লিজ, না! 405 00:35:10,742 --> 00:35:12,380 বের হও নইলে করলাম গুলি! 406 00:35:12,544 --> 00:35:14,114 আমরা পার্জ করছি না! আমাদের কাছ কোন অস্ত্র নেই! প্লিজ. 407 00:35:14,279 --> 00:35:15,952 - গুলি করব আমি! - না প্লিজ গুলি করবেন না! 408 00:35:16,114 --> 00:35:17,286 বের হও বলছি! 409 00:35:17,382 --> 00:35:18,452 না, আমাদের কাছে অস্ত্র নেই! 410 00:35:18,650 --> 00:35:19,810 বের হও এক্ষুনি! 411 00:35:19,884 --> 00:35:20,954 প্লিজ না! ওরা আমাদের পিছনে লেগেছে! 412 00:35:21,119 --> 00:35:23,622 দেখ, দেখ, দেখ আমাদের যেতে হবে! প্লিজ, নিয়ে চলো আমাদের! 413 00:35:24,255 --> 00:35:25,928 আমরা কাউকে কিছু করব না! 414 00:35:26,257 --> 00:35:28,237 প্লিজ, না... চুপ! একদম চুপ! 415 00:35:28,393 --> 00:35:29,593 হাত উপরে, মুখ বন্ধ! 416 00:35:30,228 --> 00:35:31,298 - প্লিজ,প্লিজ। - হাত উপরে! 417 00:35:31,396 --> 00:35:32,477 ধন্যবাদ আপনাকে, অনেক ধন্যবাদ। 418 00:35:32,564 --> 00:35:33,885 ঢোকো, ঢুকে পড়ো, বসো। 419 00:35:39,571 --> 00:35:41,642 শেন? কি? 420 00:35:44,309 --> 00:35:45,947 ওরা আসছে। আমাদের পালাতে হবে! 421 00:35:46,611 --> 00:35:47,612 এদিক দিয়েও! 422 00:35:47,679 --> 00:35:50,119 এদিকেও, লোক আছে! চালাও জলদি! 423 00:35:50,281 --> 00:35:51,282 প্লিজ চালাও! প্লিজ। 424 00:35:53,251 --> 00:35:54,321 চোপ! 425 00:35:54,419 --> 00:35:55,420 চালাও! 426 00:36:15,273 --> 00:36:17,514 মোটর সাইকেলে গুলি করছে ফিরে যাচ্ছে ওরা! 427 00:36:30,155 --> 00:36:31,190 আর আসছে না। 428 00:36:31,289 --> 00:36:32,825 চলে গেছে, সবাই চলে গেছে। সব কয়টা চলে গেছে। 429 00:36:32,991 --> 00:36:34,163 শিওর? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ. 430 00:36:34,225 --> 00:36:35,306 হ্যাঁ আর কেউ নেই ওখানে, কেউ নেই! 431 00:36:35,326 --> 00:36:36,361 কিছু হয়নি তো, সোনা? 432 00:36:36,461 --> 00:36:37,804 না, কিছু হয়নি। তুমি? 433 00:36:38,196 --> 00:36:39,231 না। 434 00:36:39,898 --> 00:36:41,468 স্যার,আপনি ঠিক আছেন? 435 00:36:43,635 --> 00:36:45,740 তোমার বিল্ডিং এ আর্মি ছিলো কেন? 436 00:36:45,870 --> 00:36:46,871 তোমাদের খুঁজছে কেনো? জানি না। 437 00:36:46,971 --> 00:36:47,931 তোমাদের ধরেছিল কেনো? 438 00:36:48,006 --> 00:36:49,046 জানি না! আমি জানি না। 439 00:36:49,908 --> 00:36:51,854 তোমরা এখানে কেনো? আমাদের গাড়ি নস্ট হয়ে গেছিলো। 440 00:36:51,910 --> 00:36:54,186 আমরা পার্জে বের হয়নি। আমরা কাউকে কিছু করব না। 441 00:36:54,245 --> 00:36:56,589 সাথে অস্ত্র আছে? না! না! 442 00:36:56,815 --> 00:36:59,489 তুমি বাইরে কেনো? তুমি কি করছিলে? 443 00:37:25,210 --> 00:37:26,621 হায়, খোদা 444 00:37:27,045 --> 00:37:30,026 মা,সব ঠিক আছে.... আমরা এখন নিরাপদ। 445 00:37:30,181 --> 00:37:31,683 না, নিরাপদ নই আমরা। 446 00:37:32,851 --> 00:37:35,058 স্যার, আমরা কোথায় যাচ্ছি? 447 00:37:35,787 --> 00:37:38,791 সত্যি বলতে যেকোন জায়গায় চলো,খালি... 448 00:37:40,759 --> 00:37:42,534 ধুর ছাই! 449 00:37:46,564 --> 00:37:48,635 মনে হয় কোথাও যেতে পারব না। 450 00:38:17,962 --> 00:38:20,238 ট্রাকে আর্মর নস্ট করার গুলি ছিল। 451 00:38:20,298 --> 00:38:21,470 গাড়ি অচল। 452 00:38:21,566 --> 00:38:23,239 তো,আবার আটকে গেলাম পার্জে। 453 00:38:23,301 --> 00:38:24,405 কি করব আমরা? 454 00:38:24,636 --> 00:38:28,413 লুকিয়ে থাকা যাবে না? সকালের আর সাতঘন্টা বাকি আছে। 455 00:38:29,841 --> 00:38:31,445 বাইরে লোকেরা কুকুর নিয়ে ঘুরছে। 456 00:38:31,509 --> 00:38:33,750 এখন নইলে পরে একসময়ই পাবেই। 457 00:38:34,279 --> 00:38:35,349 কিন্তু যা ইচ্ছা করো। 458 00:38:36,247 --> 00:38:37,624 তোমাদের দায়িত্ব তোমাদের। হুহ? 459 00:38:38,016 --> 00:38:39,154 কি বললেন? আরেহ! 460 00:38:39,784 --> 00:38:41,385 আরেহ, কি বললেন আপনি? 461 00:38:41,419 --> 00:38:43,524 তোমাদের গাড়িতে নেয়াই উচিত হয়নি। 462 00:38:43,621 --> 00:38:45,692 কিন্তু, আপনি নিয়েছেন এখন এটা আপনারো দায়িত্ব। 463 00:38:45,790 --> 00:38:46,825 তো, কি করব আমরা? 464 00:38:46,925 --> 00:38:49,496 এটা রাখো। গুলি আছে। রেখে দেও। 465 00:38:50,762 --> 00:38:52,969 নেও। আপনি আমাদের বন্দুক দিচ্ছেন? 466 00:38:56,634 --> 00:38:57,704 আপনি কোথায় যাচ্ছেন? 467 00:38:57,836 --> 00:38:59,338 সকালের আগে একজায়গায় পৌছাতে হবে। 468 00:38:59,504 --> 00:39:01,006 তোমাদের নিতে পারব না তোমরা আমার গতি কমাবে। 469 00:39:01,172 --> 00:39:03,152 তাই বলে, আমাদের ফেলে যাবেন? 470 00:39:05,643 --> 00:39:08,681 রাস্তায় থেকোনা। অন্য কোথাও যাও। 471 00:39:08,847 --> 00:39:09,951 প্লিজ, আমাদের সাথে নিন। 472 00:39:10,014 --> 00:39:11,960 আজরাতে আমরা একা একা বাঁচব না। 473 00:39:12,116 --> 00:39:13,390 যাক সে, লাগবে না তার সাহায্য। 474 00:39:13,484 --> 00:39:14,792 - শেন, চুপ করো! - যাক সে... 475 00:39:14,953 --> 00:39:18,025 আমাদের বাঁচালে কেন যদি এভাবে ফেলে যাও এখানে? 476 00:39:18,189 --> 00:39:19,463 প্লিজ, যেও না! 477 00:39:19,624 --> 00:39:21,331 দাঁড়াও!আমি তোমাকে একটা গাড়ি জোগাড় করে দিতে পারব। 478 00:39:23,394 --> 00:39:25,874 আমার একবন্ধু আছে ওর বাসা এখান থেকে কাছেই। 479 00:39:26,231 --> 00:39:28,142 আমি ওর সাথে অনেক দিন ধরে কাজ করেছি। 480 00:39:28,299 --> 00:39:30,074 যদি তুমি আমাদের ওখানে পৌছে দেও, 481 00:39:30,235 --> 00:39:33,546 আমি তোমাকে ওর গাড়ি দিয়ে দিবো। 482 00:39:34,172 --> 00:39:35,651 সে কোথায় থাকে? 483 00:39:36,574 --> 00:39:38,053 ব্রিয়ান্ট এর ৩ নাম্বার রোডে। 484 00:39:38,209 --> 00:39:39,916 গাড়ি দেবে তো? উমম-হমম। 485 00:39:40,211 --> 00:39:41,212 তুমি নিশ্চিত? 486 00:39:41,746 --> 00:39:42,816 উমম-হমম. 487 00:39:43,681 --> 00:39:44,887 পুরোপুরি নিশ্চিত হও। 488 00:39:47,318 --> 00:39:48,490 আচ্ছা! 489 00:39:54,425 --> 00:39:56,405 শুনছ, ইভা বলছি। 490 00:39:56,895 --> 00:39:58,272 শোন,আমরা বিপদে পড়েছি। 491 00:39:58,429 --> 00:40:00,568 কাজটা বলদের মতো করলে, বুঝেছ? 492 00:40:00,665 --> 00:40:02,008 চলে গিয়ে আবার ফিরে এলে। 493 00:40:02,166 --> 00:40:05,113 অনেক ধন্যবাদ, আমরা আসছি এক্ষুনি। 494 00:40:05,270 --> 00:40:07,841 আর শোনো তোমার গাড়িটাও লাগবে আমাদের। 495 00:40:09,207 --> 00:40:11,710 পরে সব বলব, ঠিক আছে 496 00:40:11,876 --> 00:40:13,287 কি খুঁজছ? 497 00:40:14,045 --> 00:40:15,353 স্নাইপার 498 00:40:20,551 --> 00:40:22,553 অনেক ধন্যবাদ তোমাকে। 499 00:40:23,588 --> 00:40:26,034 ও ওর বাবা মায়ের সাথে আছে আমরা গেলে কোন সমস্যা নেই। 500 00:40:26,457 --> 00:40:30,234 যদি আমাদের ওখানে পৌছে দিতে পারো তবে গাড়িটা তোমার। 501 00:40:30,295 --> 00:40:31,706 আমরাও কি যাব? 502 00:40:32,230 --> 00:40:33,368 হ্যাঁ 503 00:40:34,032 --> 00:40:35,102 ধন্যবাদ। 504 00:40:36,467 --> 00:40:37,707 সে গাড়ি দেবে আমাকে? 505 00:40:40,972 --> 00:40:43,578 আচ্ছা,আমি তোমাদের পৌছে দেব কিন্তু গাড়িটা আমার চাই। 506 00:40:43,808 --> 00:40:45,048 ঠিক আছে। 507 00:40:46,077 --> 00:40:47,988 আচ্ছা,সবাই একসাথে থাক। 508 00:40:48,079 --> 00:40:50,719 আমাকে দেরি করালে, রেখে চলে যাব বুঝেছ? 509 00:40:50,782 --> 00:40:52,056 হ্যাঁ, হ্যাঁ 510 00:40:55,787 --> 00:40:58,825 আচ্ছা, চলো সবাই। 511 00:41:22,613 --> 00:41:24,183 আমি খোদার সাহায্য করছি। 512 00:41:25,116 --> 00:41:28,154 জনসংখ্যা কমাতে 513 00:41:29,687 --> 00:41:31,633 খোদা ভূমিকম্প, মহামারী ছড়ায়। 514 00:41:31,689 --> 00:41:33,760 এসব করেই জনসংখ্যা নিয়ন্ত্রণে থাকে। 515 00:41:34,993 --> 00:41:37,303 আজ আমি নিয়ন্ত্রণ করব তা 516 00:41:38,029 --> 00:41:41,340 আমি একা হয়েও এ কাজ করব। 517 00:41:41,432 --> 00:41:42,968 আর তোমরা সবাই আমার শত্রু 518 00:41:44,502 --> 00:41:46,846 আমিই হলাম খোদা বান্দা আমি তার প্রিয় বান্দা 519 00:41:46,938 --> 00:41:48,212 আমি তার বান্দা। 520 00:41:48,306 --> 00:41:51,879 আমিই সবকিছু 521 00:41:51,976 --> 00:41:55,788 আমার সাথে থাকবে, জটলা করবে না 522 00:41:56,314 --> 00:41:57,315 বুঝেছ? 523 00:41:57,382 --> 00:42:02,525 আর আমার সঙ্গী মারুফের কালো বন্দুক 524 00:42:02,620 --> 00:42:06,397 এক হাতে বন্দুক আমার অন্যহাত খালি 525 00:42:06,557 --> 00:42:07,797 আসো! 526 00:42:09,794 --> 00:42:15,210 এক গুলিতেই মেরে ফেলব সব কয়টাকে। 527 00:42:15,566 --> 00:42:18,069 ৫ নাম্বার গলি দিয়ে গেলে কাছে হবে তোমার বন্ধুর বাসা। 528 00:42:18,302 --> 00:42:19,406 বাজারের রোড দিয়ে গেলে ভালো হয়। 529 00:42:19,504 --> 00:42:21,745 গুন্ডা পান্ডাদের হাত থেকে বাঁচা যাবে। 530 00:42:25,476 --> 00:42:27,149 ১ মিনিট। 531 00:42:38,489 --> 00:42:40,662 সরো, সরো। 532 00:42:41,993 --> 00:42:44,701 না! প্লিজ, না! 533 00:42:46,597 --> 00:42:49,601 না! না! 534 00:42:50,268 --> 00:42:51,440 কি করছে ওরা? কোথায় নিয়ে যাচ্ছে? 535 00:42:51,602 --> 00:42:52,603 আমাদের চিন্তার বিষয় না। 536 00:42:52,703 --> 00:42:54,944 এরা আমদেরও পিছনে লেগেছিল। 537 00:42:55,073 --> 00:42:56,713 সব ঠিক আছে, আমাদের 538 00:42:57,075 --> 00:42:58,452 আমাদের দেখা লাগবে না এসব। 539 00:42:58,543 --> 00:43:00,023 আমাদের সাথে লোকজন আছে, 540 00:43:00,078 --> 00:43:01,785 চলতে থাকলে কিচ্ছু হবে না আমাদের। 541 00:43:01,946 --> 00:43:03,186 ব্যাংকের পাশ দিয়ে যাবো। 542 00:43:03,247 --> 00:43:04,487 না, না ওদিক দিয়ে পথ বেশি। 543 00:43:04,549 --> 00:43:06,350 এদিকে পথ অল্প সময় বাঁচবে। 544 00:43:12,457 --> 00:43:13,527 এটা কি? 545 00:43:13,925 --> 00:43:15,461 ছাড়াও আমাকে, আমি ফেঁসে গেছি! 546 00:43:15,626 --> 00:43:16,798 এটা ফাঁদ, আমাদের দেরি হয়ে যাচ্ছে। 547 00:43:16,961 --> 00:43:18,282 সরো, আমি গুলি করছি। 548 00:43:18,362 --> 00:43:19,306 কি? কি করবে তুমি? 549 00:43:19,397 --> 00:43:20,398 গুলি করব। সরো! 550 00:43:20,531 --> 00:43:21,566 কি? ওকে। 551 00:43:24,302 --> 00:43:25,440 গুলি করো! তারে গুলি করো! 552 00:43:29,040 --> 00:43:30,110 করো! 553 00:43:32,376 --> 00:43:33,946 শেন, দ্রুত! 554 00:43:34,479 --> 00:43:35,651 উঠো, উঠো! 555 00:43:45,490 --> 00:43:47,094 - চলো! - ঠিক আছে, চলো! 556 00:43:58,469 --> 00:44:00,642 পার্জের আর ৬ ঘন্টা বাকি 557 00:44:02,573 --> 00:44:06,180 এই NFFA এর হারামিরা সব কয়টা বদমাশ 558 00:44:07,311 --> 00:44:10,656 দেদারসে টাকা কামানো কোন শাসন না 559 00:44:11,149 --> 00:44:15,120 জাগো,জনগন জাগো 560 00:44:15,987 --> 00:44:18,991 তাই, আজ আমারা জাগব আর রক্তের বন্যা বইয়ে দেব 561 00:44:19,457 --> 00:44:21,266 ওদের রক্তের 562 00:44:27,331 --> 00:44:29,140 এত নিশ্চুপ কেন সব। 563 00:44:29,467 --> 00:44:31,310 এই এলাকা পার্জের রাতে এইরকমই থাকে। 564 00:44:31,369 --> 00:44:34,179 ব্যাংক নিজেদের টাকা সরিয়ে নেয় বলে কেউ এদিকে আসে না। 565 00:44:34,438 --> 00:44:35,815 চলো। 566 00:44:45,483 --> 00:44:46,621 থামো। 567 00:44:51,956 --> 00:44:53,867 আমরা তোমাদের নামও জানি না। 568 00:44:53,958 --> 00:44:55,460 আমি লিজ, আর ও শেন। 569 00:44:55,626 --> 00:44:56,661 হাই। 570 00:44:56,727 --> 00:44:58,638 আমি ইভা, আমার মেয়ে, ক্যালি। 571 00:44:58,796 --> 00:45:01,868 আজ রাতে দেখা হয়ে ভালই লাগলো। 572 00:45:01,966 --> 00:45:02,967 হ্যাঁ। 573 00:45:05,236 --> 00:45:07,739 এই লোকরে কেউ চিনো? 574 00:45:08,239 --> 00:45:09,912 আমি তো ও আমাদের সাথে আছে বলেই খুশি। 575 00:45:10,141 --> 00:45:11,142 হ্যাঁ, আমিও। 576 00:45:11,209 --> 00:45:13,655 কিন্তু আমরা সবাই বিপদে পড়লাম আর ও আমাদের 577 00:45:13,711 --> 00:45:14,883 মানে সে তো পার্জ করছে। 578 00:45:15,046 --> 00:45:16,923 এই,সবাই আসো। 579 00:45:17,481 --> 00:45:20,257 তুমি বলছ সে বিশ্বাস ঘাতকতা করবে? 580 00:45:20,351 --> 00:45:21,830 সে আমাদের বাঁচিয়েছে। 581 00:45:21,886 --> 00:45:23,832 আমি শুধু বলছি সে একা বেরিয়েছে 582 00:45:23,888 --> 00:45:26,767 পার্জের রাতে অস্ত্রসস্ত্র নিয়ে প্রস্তুত হয়ে 583 00:45:26,924 --> 00:45:28,494 তারমানে সে খারাপ কিছু করবে। 584 00:45:28,559 --> 00:45:30,061 আমি শুনতে পাচ্ছি। 585 00:45:32,196 --> 00:45:34,836 সরি।তুমি কিছু মনে করো না। 586 00:45:41,272 --> 00:45:43,445 এই,তুমি ঠিক আছো তো? 587 00:45:45,543 --> 00:45:48,456 হ্যাঁ,হ্যাঁ আমি ঠিক আছি। 588 00:45:50,414 --> 00:45:51,859 আমি উনার সাথে কথা বলব। 589 00:45:52,016 --> 00:45:53,188 ক্যালি। 590 00:45:54,252 --> 00:45:55,253 ক্যালি... 591 00:45:55,419 --> 00:45:57,365 তোমার নাম কি? চুপ। 592 00:46:00,558 --> 00:46:02,799 তুমি ভালো বন্দুক চালাও। 593 00:46:02,893 --> 00:46:05,066 তুমি হয় পুলিশ নয় সন্ত্রাসী, ঠিক না? 594 00:46:05,229 --> 00:46:09,644 হ্যাঁ আর তুমি অতি উৎসাহী একটা মেয়ে। 595 00:46:12,403 --> 00:46:14,542 তুমি পার্জ করতে এসেছ, তাই না? 596 00:46:14,905 --> 00:46:18,751 এটাই তোমার মুল উদ্দেশ্য, ঠিক না? 597 00:46:18,809 --> 00:46:19,810 এখন কি করবে? 598 00:46:19,910 --> 00:46:21,150 থামো। 599 00:46:21,245 --> 00:46:24,249 নতুন নিয়ম। তুমি কথা বলবে না। 600 00:46:25,082 --> 00:46:28,256 সবাই চুপ, একদম চুপ। 601 00:46:28,319 --> 00:46:30,595 তোমার মত আবালের সাথে কথা বলার চেয়ে চুপ থাকাটাই ভাল, ওকে? 602 00:46:30,655 --> 00:46:31,793 এর মানে এই না যে তুমি বলেছো বলে মুখ বন্ধ রাখছি। 603 00:46:31,889 --> 00:46:33,061 ক্যালি। 604 00:46:34,091 --> 00:46:35,434 হেই, হেই, হেই! 605 00:46:37,461 --> 00:46:38,804 ওকে! 606 00:46:47,071 --> 00:46:48,311 হে ঈশ্বর! 607 00:46:48,406 --> 00:46:52,980 "স্টকব্রোকার ডেভিড নিউস্ট্যাডারকে ফাঁসিতে ঝুলানো হয়েছে, কারণ আমাদের পেনশন সে হাপিশ করেছে" 608 00:46:53,144 --> 00:46:55,146 "এখন, সে পরপারে।" 609 00:46:58,149 --> 00:46:59,787 হয়তোবা ডেভিডের এটাই প্রাপ্য। 610 00:47:02,153 --> 00:47:04,099 অত্যন্ত ফালতু একটা রসিকতা। 611 00:47:20,371 --> 00:47:22,317 ওখানে হচ্ছেটা কী? 612 00:47:26,310 --> 00:47:27,880 এটা কী টিয়ার গ্যাসের ধোঁয়া? 613 00:47:28,045 --> 00:47:30,047 স্মোক ক্যানিস্টার। 614 00:47:30,214 --> 00:47:32,888 কাছাকাছি থাকো, কাছাকাছি থাকো, কাছাকাছি থাকো! 615 00:47:38,389 --> 00:47:39,663 বাঁচাও আমাকে! 616 00:47:39,890 --> 00:47:41,699 অই, ছাড়! ছাড় ওকে! 617 00:47:41,859 --> 00:47:42,860 ছেড়ে দে ওকে! 618 00:47:46,630 --> 00:47:48,576 আমরা শুধু আমাদের দায়িত্বটা পালন করছি। 619 00:47:48,733 --> 00:47:49,734 ও ঠিক আছে? 620 00:47:49,900 --> 00:47:50,901 আমাকে পুরোপুরি ভড়কে দিয়েছিল। 621 00:47:51,001 --> 00:47:52,002 ঠিক আছে, তুমি তো নিরাপদ এখন। 622 00:47:53,170 --> 00:47:55,290 নিঃশ্বাস নাও, লম্বা করে একটা নিঃশ্বাস নাও। 623 00:47:56,907 --> 00:47:58,250 তার ইউনফর্মের দিকে তাকাও। 624 00:47:59,977 --> 00:48:02,480 যারা আমাদের বিল্ডিঙে এসেছিল, এই জানোয়ারটা তাদের মধ্যে একজন ছিল। 625 00:48:03,314 --> 00:48:05,055 অইটাও তাদের ট্রাকের মতই লাগছে। 626 00:48:05,916 --> 00:48:08,192 আচ্ছা, এখানেই থাকো। আমি আসছি। 627 00:48:10,020 --> 00:48:11,761 ট্রাক ৩, চলে এসো। 628 00:48:17,495 --> 00:48:18,667 চলে এসো, প্লিজ। 629 00:48:18,696 --> 00:48:20,369 চলো, চলো। আস্তে, সাবধানে! 630 00:48:20,531 --> 00:48:22,738 শুধু একসাথে থাকবে সবাই। চলো, যাওয়া যাক। 631 00:48:22,900 --> 00:48:24,243 ওহ ঈশ্বর! 632 00:48:25,002 --> 00:48:28,006 ট্রাক ৩, সাড়া দাও! 633 00:48:28,539 --> 00:48:31,247 ক্যাবটা গিয়ে চেক করোতো, দেখোতো এটা কাজ করে কিনা। 634 00:48:31,409 --> 00:48:33,089 সতর্ক থেকো! সতর্ক থেকো! 635 00:48:35,446 --> 00:48:37,448 এবার যাও। যাও, যাও, যাও যাও! 636 00:48:37,615 --> 00:48:39,356 এটা খুবই হাই-টেক একটা মাল! 637 00:48:41,085 --> 00:48:42,428 কেউ একজন অঢেল অর্থ ব্যায় করেছে 638 00:48:42,520 --> 00:48:44,625 পার্জের ডিউটিটা নিষ্ঠার সাথে পালন করার জন্য! 639 00:48:45,122 --> 00:48:47,323 দেখো কান্ড! তারা শহরের রাস্তার সিসি ক্যামেরাগুলোও হ্যাক করেছে। 640 00:48:48,759 --> 00:48:50,295 সম্ভবত, শিকারের খোঁজে। 641 00:48:50,461 --> 00:48:52,532 রাস্তার সিসি ক্যামেরাগুলো নিয়ন্ত্রিত হয় সরকার দ্বারা। 642 00:48:52,696 --> 00:48:54,141 তারা কিভাবে এটার নিয়ন্ত্রন নিয়ে নিল? 643 00:48:54,298 --> 00:48:55,800 মানে, এই লোকগুলো আসলে কারা? 644 00:48:55,900 --> 00:48:58,073 হয়তো, তোমার প্রশ্নের উত্তর তুমি নিজেই দিয়ে দিয়েছ। 645 00:48:58,402 --> 00:49:00,712 দেখো এটা। রোড নাম্বার সাত। 646 00:49:00,871 --> 00:49:02,145 এটা কী তোমার বিল্ডিং? 647 00:49:02,306 --> 00:49:03,808 হু, কিন্তু সব এরকম লাল মার্ক কেন? 648 00:49:03,908 --> 00:49:05,114 তোমাদেরটা সহ বাকি বিল্ডিংগুলোকে নিশানা, 649 00:49:05,209 --> 00:49:06,313 করার পেছনে কোন উদ্দেশ্য রয়েছে। 650 00:49:06,410 --> 00:49:08,219 এখানে দেখো, পুরো শহরজুড়ে। 651 00:49:08,279 --> 00:49:09,553 ছড়িয়ে আছে তারা। 652 00:49:10,114 --> 00:49:11,457 মনে হয়, তুমিই ঠিক ছিলে ক্যালি। 653 00:49:11,615 --> 00:49:13,993 দেখো, তোমাদের কিন্তু বলেছিলাম এ হচ্ছে আমাদের নতুন জাতির পিতা। 654 00:49:14,084 --> 00:49:15,256 -এই সরকার... -এই ট্রাকটা বাতিল মাল। 655 00:49:15,319 --> 00:49:18,391 -কিছু পাওয়া যায় নি? -না, ইঞ্জিনগুলো সব অকেজো। 656 00:49:19,957 --> 00:49:21,129 হেই, এটা দেখো। 657 00:49:22,827 --> 00:49:24,329 এটা কার্মেলোর মার্ক, মম। 658 00:49:26,464 --> 00:49:27,966 আব্বুকে বলেছিলাম, আসল টার্গেট হচ্ছে সেই। 659 00:49:28,065 --> 00:49:29,476 তার দল এই বদমাশদের বাইরে বের করেছে। 660 00:49:29,567 --> 00:49:30,888 সবার কাছে কী অস্ত্র আছে? 661 00:49:33,404 --> 00:49:36,476 হেই, ধরো। অস্ত্রটা নাও। চলো, চলো! 662 00:49:37,274 --> 00:49:38,685 বাল, আরেকটা ট্রাক আসছে! 663 00:49:38,843 --> 00:49:40,186 দেখে মনে হচ্ছে আর্মি। চলো। 664 00:49:40,344 --> 00:49:42,187 নিচে নামো। 665 00:50:34,164 --> 00:50:35,336 ধরো। 667 00:51:33,090 --> 00:51:34,694 দ্রুত 668 00:52:01,251 --> 00:52:02,423 হেই 669 00:52:02,486 --> 00:52:05,228 আমাদের বিল্ডিঙের সামনে থেমেছিলে কেন? 670 00:52:05,289 --> 00:52:07,269 কেন আমাদের সাহায্য করছো? 671 00:52:08,892 --> 00:52:11,338 আমাদের মধ্যে কথাবার্তা না নিষেধ? 672 00:52:12,129 --> 00:52:14,769 নির্বিচারে মানুষ হত্যা চলছে পুরো শহর জুড়ে। 673 00:52:14,832 --> 00:52:16,812 কেন শুধু আমাদেরকেই সাহায্য করছো তুমি? 674 00:52:19,003 --> 00:52:22,815 তোমাকে দেখছিলাম, কীভাবে মরনের দ্বারপ্রান্তে চলে যাচ্ছিলে। 675 00:52:23,974 --> 00:52:25,954 কারও কথা মনে করিয়ে দিচ্ছিল সেটা? 676 00:52:26,910 --> 00:52:28,014 কার কথা। 677 00:52:31,915 --> 00:52:36,489 দেখো, পার্জিং, যে যাই বলুক, এটা ভুল। 678 00:52:36,954 --> 00:52:38,831 হত্যা কোন কিছুর সমাধান দেয় না। 679 00:52:38,922 --> 00:52:39,957 কারও ব্যাথার উপশমও করে না। 680 00:52:40,124 --> 00:52:42,365 যথেষ্ট হয়েছে! 681 00:52:44,428 --> 00:52:46,704 তুমি তোমার মমের সাথে যাও। 682 00:52:47,798 --> 00:52:49,209 যাও। 683 00:53:08,218 --> 00:53:10,391 এখানে দম নেবার মত বাতাসটাও নেই। 684 00:53:18,495 --> 00:53:20,497 এখানে আসো, পড়ো এটা। 685 00:53:20,664 --> 00:53:22,104 -দরকার নেই। -পরতে বলেছি, পরো! 686 00:53:22,166 --> 00:53:23,975 -বললাম তো, লাগবে না এটা, -পরতে বলেছি। 687 00:53:28,372 --> 00:53:30,318 কনুইটা এদিক দিয়ে ঢোকাও। 688 00:53:34,011 --> 00:53:36,150 এখন, শুধু প্রার্থনা করো এটার যেন দরকার না পরে। 689 00:53:37,648 --> 00:53:39,252 চলো, যাওয়া যাক। 690 00:53:47,591 --> 00:53:49,002 -ওটা কী ছিল? -শশশশ! 691 00:53:58,168 --> 00:53:59,670 এখানে ভয়ের কিছু নেই। 692 00:53:59,837 --> 00:54:02,283 তারা শুধু রাতটা পার করার চেষ্টা করছে। 693 00:54:03,073 --> 00:54:04,746 যেতে থাকো। 694 00:54:12,015 --> 00:54:13,619 হেই, তুমি ঠিক আছো? 695 00:54:13,784 --> 00:54:15,730 আমি শুধু এখান থেকে বের হতে চাই। 696 00:54:33,804 --> 00:54:34,976 ওহ, শিট! 697 00:54:36,273 --> 00:54:37,377 চলো! 698 00:54:37,708 --> 00:54:39,051 চলো! দ্রুত! 699 00:54:46,884 --> 00:54:48,261 দৌড়াও! দৌড়াও! 700 00:55:00,631 --> 00:55:01,769 চলো! 701 00:55:07,404 --> 00:55:09,577 উঠো! উঠে পড়ো! 702 00:55:09,740 --> 00:55:10,980 উঠে পরো, উঠে পরো! 703 00:55:11,141 --> 00:55:13,417 মম, এখুনি এখান থেকে সরে যেতে হবে আমাদের। 704 00:55:13,811 --> 00:55:15,654 তাড়াতাড়ি করতে হবে! হাতে সময় নেই! 705 00:55:21,251 --> 00:55:22,787 চলো, চলো! 706 00:55:26,590 --> 00:55:27,660 উঠো, উঠো, উঠো! 707 00:55:35,966 --> 00:55:39,038 আমরা পারবো না! ধুর! 708 00:55:43,006 --> 00:55:44,178 শেন! 709 00:55:45,142 --> 00:55:46,678 -করছো কী তুমি? -নিচু হও! 710 00:55:46,844 --> 00:55:48,846 -আমরা কী করবো? -শুধু গুলি করতে থাকো! 711 00:55:58,856 --> 00:56:00,028 শেন! 712 00:56:06,163 --> 00:56:08,200 -ওহ ঈশ্বর! -আমি ঠিক আছি, ঠিক আছি! 713 00:56:08,365 --> 00:56:10,367 গুলি করা বন্ধ করবে না, চালিয়ে যেতে থাকো! যাও! 714 00:56:28,218 --> 00:56:30,892 ঠিক আছে, তোমরা এখন নিরাপদ! 715 00:56:31,755 --> 00:56:32,927 এখানেই থাকো! ওটা আমার হাতে দাও! 716 00:56:33,090 --> 00:56:36,594 আমি অত্যান্ত দুঃখিত! আমি অত্যান্ত দুঃখিত! আমি অত্যান্ত দুঃখিত! 717 00:56:37,361 --> 00:56:39,204 আমি অনেক ভয় পেয়ে গিয়েছিলাম! 718 00:56:41,498 --> 00:56:42,772 তোমার রক্ত বেরুচ্ছে! 719 00:56:42,866 --> 00:56:44,266 একটু কেটে গিয়েছে শুধু। আমি ঠিক আছি। 720 00:56:44,268 --> 00:56:45,468 তোমায় সাহায্য করবো আমরা। শুধু বলো আমাদের... 721 00:56:45,502 --> 00:56:46,537 আমি বলেছি, আমি ঠিক আছি! 722 00:56:48,572 --> 00:56:49,710 উঠো! উঠো! 723 00:56:54,378 --> 00:56:56,187 ওদের এত সময় লাগছে কেন? 724 00:57:07,724 --> 00:57:10,534 বাঁচাও! ওর গুলি লেগেছে! জানি না কতটা খারাপ এটা! 725 00:57:13,397 --> 00:57:15,357 সব কিছু ঠিক হয়ে যাবে, ওকে? 726 00:57:15,365 --> 00:57:18,608 তোমার বন্ধুকে ফোন দিয়ে বলো, আমরা কাছাকাছি চলে এসেছি। ওকে ওখানে নিয়ে যেতে হবে। 727 00:57:18,769 --> 00:57:21,045 ওকে। আমার দিকে তাকাও, আমার দিকে তাকাও, শেন। হ্যাঁ? 728 00:57:21,204 --> 00:57:23,445 এক, দুই, তিন। উঠাও ওকে! 729 00:57:23,540 --> 00:57:24,917 চলো! 730 00:57:32,449 --> 00:57:34,725 ৪ ঘন্টা ৪০ মিনিট অবশিষ্ট আছে 731 00:57:34,785 --> 00:57:37,231 এই বছরের পার্জ শেষ হতে। 732 00:57:37,387 --> 00:57:40,834 দোড়াও! টেনশনের কিছু নেই! শুধু যেতে থাকো! 733 00:57:45,228 --> 00:57:46,400 চলতে থাকো! 734 00:57:46,563 --> 00:57:49,567 চলো! থেমো না! চলতে ত্থাকো! 737 00:57:52,736 --> 00:57:54,738 ক্যালি! একটু থামো! 738 00:58:03,947 --> 00:58:05,824 হেই, দেখো, এটা ওর বিল্ডিং! 739 00:58:05,916 --> 00:58:07,759 ও বলেছিল, বাড়ির পেছনে গিয়ে দেখা করতে। 740 00:58:18,428 --> 00:58:20,203 আমরা টার্গেটদের পেয়েছি যারা 741 00:58:20,297 --> 00:58:23,005 ট্রাক ২ তে আক্রমন করেছিল। 742 00:58:31,308 --> 00:58:33,948 ও বলেছিল,"বাড়ির পেছনে দেখা করতে" 743 00:58:36,179 --> 00:58:37,522 তানিয়া! আমাদেরকে ঢুকতে দাও! 744 00:58:38,115 --> 00:58:39,788 ইভা আর ক্যালি এসেছি! 745 00:58:43,186 --> 00:58:45,223 হায় ঈশ্বর! দেখে মনে হচ্ছে, জাহান্নাম পেরিয়ে এসেছো! 746 00:58:45,389 --> 00:58:47,494 চলো, তাড়িতাড়ি বাসায় ঢোকো, তাড়াতাড়ি! 747 00:58:47,657 --> 00:58:49,830 ধন্যবাদ। বাইরে একতা ফোটাও থাকতে চাচ্ছি না, চলে এসো। 748 00:58:55,365 --> 00:58:56,571 ঠিক আছে। 749 00:58:58,502 --> 00:59:00,140 গুলিটা এখান দিয়ে বেরিয়ে গেছে। 750 00:59:03,340 --> 00:59:05,081 বিশ্বাসই করতে পারছি না, তোমরা যে আসতে পেরেছ শেষ পর্যন্ত! 751 00:59:05,242 --> 00:59:06,880 ভয়াবহ অবস্থা! 752 00:59:08,078 --> 00:59:10,524 পার্জ শেষ হওয়ার পর ওকে হাসপাতালে নিয়ে যেতে হবে। 753 00:59:10,580 --> 00:59:12,526 হুম, তুমি ঠিক হয়ে যাবে। 754 00:59:12,582 --> 00:59:14,528 নরক যন্ত্রনা ভোগ করবে, তবে আশার কথা ঠিক হয়ে যাবে তুমি। 755 00:59:14,584 --> 00:59:16,928 ধন্যবাদ, তোমার ঋন শোধ করতে পারবো না কখনও। 756 00:59:17,087 --> 00:59:19,930 হিরো হলে এই বাসি ধন্যবাদ ছাড়া আর কিছুই পাওয়া যায় না। 757 00:59:28,098 --> 00:59:29,907 -গাড়িটা আমার দরকার। -জানি। 758 00:59:30,067 --> 00:59:31,444 সবাই, চলে এসো। খাবে, পান করবে! 759 00:59:31,535 --> 00:59:33,242 হ্যাঁ, আমার তো পান না করলে চলছেই না! 760 00:59:33,336 --> 00:59:35,096 সন্ধ্যের বিশ্রি অভিজ্ঞতাটা ভুলে থাকার জন্য এটাই শ্রেষ্ঠ উপায়। 761 00:59:35,372 --> 00:59:36,544 খাবারও কিন্তু বেশ সুস্বাদু। 762 00:59:36,606 --> 00:59:37,766 আমার মা, একজন দক্ষ রাধুনী। 763 00:59:37,874 --> 00:59:39,512 আমার বোন তার প্রধান সাক্ষী। 764 00:59:39,676 --> 00:59:41,280 এর মানে কী? 765 00:59:41,378 --> 00:59:43,380 যে সে একজন ভাল রাঁধুনি। 766 00:59:43,447 --> 00:59:44,892 দেখো, তোমাদের এত কষ্ট করতে হবে না। 767 00:59:44,948 --> 00:59:46,723 এখানে রাতটা পার করতে পারলেই আমাদের জন্য যথেষ্ট। 768 00:59:46,783 --> 00:59:48,785 তোমরা জঘন্য একটা রাত পার করে এসেছো। 769 00:59:48,952 --> 00:59:50,260 ইঞ্জিনে একটু মবিল না ঢাললে কী হয়! 770 00:59:50,353 --> 00:59:51,923 পরিস্থিতি আমরা সবাই মিলেই পার করবো! 771 00:59:52,089 --> 00:59:53,227 মাফ করবেন। 772 00:59:54,624 --> 00:59:56,035 ক্যালি? 773 00:59:56,093 --> 00:59:58,801 ভাবতেই পারছি না, কেউই আমার সাথে পান করছে না। 774 00:59:58,895 --> 01:00:00,101 তোমার কী অবস্থা, পাষান মানুষ? 775 01:00:00,197 --> 01:00:01,232 ড্রিংক চাই? 776 01:00:01,431 --> 01:00:02,603 না, ধন্যবাদ। 777 01:00:03,266 --> 01:00:05,143 ওকে! 778 01:00:05,235 --> 01:00:06,737 তুমি সত্যিই আবার বাইরে যাচ্ছো? 780 01:00:12,242 --> 01:00:14,602 শান্ত হও! উনি আমার বাবা আর ও আমার দেবর! সে দারুন জিনিস! 781 01:00:14,711 --> 01:00:17,214 তারা শুধু বিল্ডিং টা চেক করছিল। সব কিছু ঠিক আছে। 782 01:00:18,582 --> 01:00:21,791 সবাই, প্লিজ আমার স্বামীর কাপড়চোপড় দেখে মাইন্ড করবেন না। 783 01:00:22,252 --> 01:00:23,492 সে কিন্তু পার্জিং করতে চায়নি। 784 01:00:23,587 --> 01:00:25,658 সে শুধু ভাবছিল, কেমন হয় 785 01:00:25,755 --> 01:00:28,065 যদি বাইরে গিয়ে কী ঘটছে সেটা দেখে আসা যায়। 786 01:00:28,125 --> 01:00:29,399 হ্যাঁ, ভালোই দেখে এসেছি। 787 01:00:29,559 --> 01:00:31,664 আমি বাবা আর যাচ্ছি না বাইরে! 788 01:00:31,761 --> 01:00:33,832 এই মরার আইডিয়াটা মাথায় কীভাবে আসল কে জানে। 789 01:00:33,997 --> 01:00:36,409 ধন্যবাদ ঈশ্বর, ওর জ্ঞান ফিরেছে মাত্র। মানে, দেখো ওকে। 790 01:00:36,566 --> 01:00:39,445 কোন গলিতে কুকুরের মত গুলি খেয়ে মরে পরে থাকার সম্ভাবনা ছিল। 791 01:00:40,804 --> 01:00:42,977 এরকম বিশ্রি রসিকতার মানে নেই, লোরেইন। 792 01:00:43,140 --> 01:00:45,814 সরি, কথাটা মন থেকে বলিনি। 793 01:00:45,976 --> 01:00:47,819 যেভাবেই বলো, কথাটা সত্য। 794 01:00:49,146 --> 01:00:50,284 কেমন দেখলে, ড্যাডি? 795 01:00:50,347 --> 01:00:51,451 সব খাপে খাপ, সোনা। 796 01:00:51,615 --> 01:00:53,754 পুরো বিল্ডিং লক ডাউন অবস্থায়, ভালই আছে। 797 01:00:53,917 --> 01:00:55,021 সব শান্ত। 798 01:00:55,185 --> 01:00:57,961 তোমার তো অবস্থা বেশ খারাপ, বন্ধু! 799 01:00:58,021 --> 01:00:59,432 -ওহ, হ্যা। -বিশ্রাম নাও। 800 01:00:59,589 --> 01:01:01,865 বাড়িটাকে নিজের মনে করো। এখানে নিরাপদ তুমি। 801 01:01:01,958 --> 01:01:03,995 আমরা ঘরের সবাই পার্জের বিরুদ্ধে। 802 01:01:04,094 --> 01:01:06,267 হাসি আটকে রাখতে পারলাম না, ড্যাডি। 803 01:01:06,830 --> 01:01:08,173 এর মানে কী? 804 01:01:08,331 --> 01:01:09,731 আমি এমন কিছু পরিস্থিতির কথা ভাবছিলাম 805 01:01:09,766 --> 01:01:11,609 যেখানে পার্জিংই হতে পারে একমাত্র সমাধান। 806 01:01:12,802 --> 01:01:14,645 -ঠিক কখন? -বলবো না। 807 01:01:14,804 --> 01:01:17,307 শুধু এটা বলবো, মেজাজটা খারাপ করিস না, কুত্তি। 808 01:01:19,342 --> 01:01:21,447 -ওহ, প্লিজ আমার মেয়ের ব্যাপারে কিছু মনে করবেন না। -না, ঠিক আছে। 809 01:01:21,545 --> 01:01:24,321 আর প্লিজ, যদি আর কিছুর দরকার পরে, শুধু জানাবে। 810 01:01:24,481 --> 01:01:26,119 আমার পরিষ্কার একটা শার্টের দরকার। 811 01:01:26,183 --> 01:01:28,356 নিচে যাও। বায়ের ২য় দরজার 812 01:01:28,518 --> 01:01:31,158 উপরের ড্রয়ারটাতে পাবে। যা আমার তা এখন তোমার। 813 01:01:37,160 --> 01:01:38,332 ওকে, মাফ করবেন। 814 01:01:38,461 --> 01:01:39,941 আমি একটু ছোট ঘর থেকে আসছি 815 01:01:39,996 --> 01:01:41,676 কারণ, মনে হচ্ছে না ওয়াইনটা পেটের সহ্য হচ্ছে 816 01:01:41,798 --> 01:01:44,472 আসো সবাই। খাও আর পান করো প্লিজ। 817 01:01:44,534 --> 01:01:46,480 আসো, সোনা? 818 01:02:20,270 --> 01:02:23,615 নিউজ ১০ থেকে দেশজুড়ে পার্জের ব্যাপারে লাইভ খবরাখবর জানাচ্ছি। 819 01:02:24,174 --> 01:02:26,211 পূর্ব লস অ্যাঞ্জেলসে দাঙ্গা চলছে। 820 01:02:26,276 --> 01:02:28,722 পিটসবুর্গের মানুষ সতস্ফূর্তভাবে পার্জে অংশ নিচ্ছে। 821 01:02:29,212 --> 01:02:30,623 সে মিথ্যা বলেনি। 822 01:02:31,114 --> 01:02:32,184 নরক যন্ত্রনা ভোগ করছি। 823 01:02:32,249 --> 01:02:33,785 আমি সরি। 824 01:02:40,056 --> 01:02:42,058 তুমি আমাকে ভয় পাইয়ে দিয়েছিলে। 825 01:02:43,460 --> 01:02:45,371 ভেবেছিলাম, তোমাকে হারাতে যাচ্ছি। 826 01:02:52,902 --> 01:02:55,906 তবে এখনও মনে হয়, তোমার বোনকে বলে দেয়া উচিত ব্যাপারটা। 827 01:03:04,047 --> 01:03:05,253 তুমি আসলেই মাথা নষ্ট পাবলিক! 828 01:03:05,315 --> 01:03:06,988 -আমি সরি। -ওটা মজা করার বিষয় না। 829 01:03:07,083 --> 01:03:09,154 -আমি সরি। -না, আমার গুলি লেগেছে। 830 01:03:09,386 --> 01:03:11,832 ওহ, এই উসিলা কি তুমি আজীবন ব্যবহার করবে? 831 01:03:11,921 --> 01:03:13,127 আচ্ছা, অন্তত আজকের রাতটা পর্যন্ত। 832 01:03:13,223 --> 01:03:14,759 ওকে। 833 01:03:14,824 --> 01:03:17,668 ঠিক আছে, বন্ধুরা। এই গুমোট পরিবেশের নিকুচি করা যাক। 834 01:03:17,761 --> 01:03:20,970 আর কোন পার্জ নিউজ নয়। আর কোন হতাশা নয়। 835 01:03:21,131 --> 01:03:24,943 শুধু গান ছেড়ে একটু শরীটা দুলিয়ে নিয়ে চাঙা হওয়া যাক, কী বলো? 836 01:03:25,001 --> 01:03:26,681 আসো। নাচবে? 837 01:03:27,237 --> 01:03:28,580 কেন নয়? 838 01:03:28,738 --> 01:03:30,581 পার্টিতে মেতে উঠা যাক, চলো। 839 01:03:31,107 --> 01:03:34,088 চলো নাচি! চলো নাচি! 840 01:03:34,277 --> 01:03:36,086 ওকে, আমাকে এখন যেতে হবে। গাড়িটা দরকার আমার। 841 01:03:37,080 --> 01:03:38,855 -জানি। -তুমি এসব মানুষকে বিশ্বাস করো? 842 01:03:39,015 --> 01:03:41,154 কারন, তোমার বন্ধু পান করতে পছন্দ করে, 843 01:03:41,251 --> 01:03:42,821 আর আড়ালে দেখলাম ইয়াবাও খেল। 844 01:03:42,986 --> 01:03:45,466 হ্যাঁ, ও একটু তাড়ছিড়া টাইপের। 845 01:03:45,622 --> 01:03:48,159 তবে, আমরা নিরাপদে থাকবো। ও খুব ভাল একটা বন্ধু। 846 01:03:48,325 --> 01:03:50,498 কী? নাচতে চাও না? কেন? 847 01:03:50,593 --> 01:03:52,266 লোরেইন, আমরা নাচলে কী তুমি রাগ করবে? 848 01:03:52,429 --> 01:03:54,136 সে কোন চুলের পাত্তাও দেবে না। তার এদিকে কোন খেয়ালই নেই। 849 01:03:54,197 --> 01:03:55,335 আর উনি... দেখ উনাকে। 850 01:03:55,432 --> 01:03:56,934 ঘুমুচ্ছে। 851 01:03:58,268 --> 01:04:00,214 জানি না তোমায় কিভাবে ধন্যবাদ জানাবো। 852 01:04:00,870 --> 01:04:04,477 আচ্ছা, যদি তাকে গাড়িটার ব্যাপারে গিয়ে বলো, 853 01:04:04,641 --> 01:04:06,518 তাহলে আমার বেশ উপকার হয়। 854 01:04:06,676 --> 01:04:08,883 আমি জানি, বাকি রাতটাতে তুমি কী করবে। 855 01:04:10,213 --> 01:04:13,126 যারা তোমাকে এক সময় কাঁদিয়েছিল তাদেরকে পরপারে পাঠাবে। 856 01:04:13,283 --> 01:04:14,557 তুমিও এই রাতকে বিশ্বাস করো, তাই না? 857 01:04:14,718 --> 01:04:16,718 মনে হয়, শুধু তোমার মেয়ের প্রতি একটু যত্ন নেওয়া উচিত। 858 01:04:16,886 --> 01:04:19,890 সে অনেক স্পেশাল আর তুমিও বেশ ভাগ্যবতী। 859 01:04:20,190 --> 01:04:22,397 আমার গাড়িটা দরকার। 860 01:04:25,795 --> 01:04:27,536 কোন গাড়ি নেই এখানে। 861 01:04:28,231 --> 01:04:29,733 কী? 862 01:04:30,467 --> 01:04:32,140 আমি সরি। তাদের কাছে কোন গাড়ি নেই। 863 01:04:32,736 --> 01:04:34,875 কিন্তু, তোমাকে দরকার ছিল আমাদের। 864 01:04:35,805 --> 01:04:37,182 আর আমার প্রয়োজন ছিল গাড়িটার। 865 01:04:37,340 --> 01:04:39,752 আমাকে যা করার তাই করতে হয়েছে, শুধু আমার মেয়েটার জন্য। 866 01:04:39,909 --> 01:04:42,082 আমি এটা করছিলাম আমার ছেলের জন্য। 867 01:04:42,479 --> 01:04:44,390 তোমাকে বিশ্বাস করেছিলাম। 868 01:04:46,316 --> 01:04:49,559 তুমি জানো না, আজ রাতে কী কেড়ে নিয়েছ আমার কাছ থেকে। 869 01:04:55,825 --> 01:04:58,032 হেই! 870 01:04:58,094 --> 01:04:59,903 দেখো, আমি জানি আমার মায়ের ওপর তুমি বিরক্ত, 871 01:04:59,996 --> 01:05:01,839 তবে তোমার এখানেই থাকা উচিত বলে আমি মনে করি। 872 01:05:01,998 --> 01:05:04,672 রাতটা আমাদের সাথে পার করো, কেমন? 873 01:05:07,170 --> 01:05:10,049 আমি শুনেছি, কাজটা করছো তোমার সন্তানের জন্য। 874 01:05:10,707 --> 01:05:11,913 যদিও তার ব্যাপারে কিছু জানি না। 875 01:05:12,008 --> 01:05:13,419 তবে, আমি শিউর সে থাকলে এই কাজটা তোমাকে করতে দিতো না। 876 01:05:13,510 --> 01:05:15,030 যেটাই তুমি করতে যাও না কেন। 877 01:05:16,012 --> 01:05:17,923 -বাই, ক্যালি। -প্লিজ, এখানে তুমি নিরাপদ। 878 01:05:18,081 --> 01:05:19,560 -সামনে থেকে সরে যাও। -প্লিজ, শুধু... 879 01:05:19,716 --> 01:05:20,786 আমাকে যেতেই হবে। বিদায়। 880 01:05:20,950 --> 01:05:22,551 -এখানেই থাকো, জায়গাটা নিরাপদ। -সরো তো সামনে থেকে! 881 01:05:22,552 --> 01:05:23,553 পিছু হটো! 882 01:05:25,455 --> 01:05:26,798 না! 883 01:05:27,891 --> 01:05:28,926 লোরেইন! 884 01:05:29,092 --> 01:05:30,252 কী করছো তুমি? 885 01:05:31,628 --> 01:05:33,733 তানিয়া! তানিয়া! 886 01:05:36,299 --> 01:05:37,369 লোরেইন! 887 01:05:38,802 --> 01:05:41,043 এটা কী করলে তুমি? কী হয়েছে, লোরেইন? 888 01:05:41,204 --> 01:05:42,808 হে ঈশ্বর! ও মারা গেছে! 889 01:05:42,972 --> 01:05:45,418 তুমি তোমার বোনকে খুন করেছ! ও তোমার বোন ছিল! 890 01:05:45,575 --> 01:05:46,781 লোরেইন! এসব কী করছো? 891 01:05:46,943 --> 01:05:48,047 দেখছোই তো কী করছি। 892 01:05:48,978 --> 01:05:51,322 তোমার সবগুলো ইমেইল পড়েছি আমি। শালা প্রতারকের বাচ্চা! 893 01:05:51,648 --> 01:05:53,127 তোদের দুজনেরই মরা উচিত! 894 01:05:54,984 --> 01:05:56,964 ওকে লোরেইন! লোরেইন, থামো! 895 01:05:57,787 --> 01:05:59,664 না! পিছু হটো! পিছু হটো! 896 01:05:59,823 --> 01:06:00,927 আমি সরি, ওকে? আমি সরি। 897 01:06:01,090 --> 01:06:02,570 -কী করছো এসব? -লোরেইন। 898 01:06:02,625 --> 01:06:04,935 যদি আমায় গুলি করো, গুলিটা এই মেয়েটার গায়ে লাগবে। 899 01:06:04,994 --> 01:06:06,166 ওকে ছেড়ে দে! 900 01:06:06,563 --> 01:06:07,906 নিশ্চয়ই এরকমটা চাও না তোমরা! 901 01:06:08,064 --> 01:06:10,066 লোরেইন, আমি সরি! এতে আমার কোন দোষ নেই। 902 01:06:10,233 --> 01:06:13,077 আমার কোন দোষ নেই এতে। সে তোমাকে কোন ধোঁকা দেয়নি। 903 01:06:13,236 --> 01:06:14,772 ওকে? তাই, একটু শান্ত হও! 904 01:06:15,138 --> 01:06:19,280 নিকুচি করি তোর! এটা আমার অধিকার যেটা সরকার দিয়েছে আমাকে। 905 01:06:21,978 --> 01:06:23,423 ওকে একা ছেড়ে দে! ও আমার শিকার! 906 01:06:27,450 --> 01:06:29,088 দরজা, এখুনি। যাও। 907 01:06:31,287 --> 01:06:32,857 দরজা! যাও! 908 01:06:33,690 --> 01:06:34,998 দরজা, দরজা, দরজা! 909 01:06:35,158 --> 01:06:36,296 এক্ষুনি! 910 01:06:38,194 --> 01:06:39,502 চলো, চলো, চলো!! 911 01:06:49,005 --> 01:06:50,450 যাও, যাও! 912 01:06:56,813 --> 01:06:58,793 তানিয়ার মৃত্যুটা বিশ্বাসই করতে পারছি না! 913 01:06:59,115 --> 01:07:00,958 এখন আমরা কী করবো? কোথায় যাবো? 914 01:07:28,978 --> 01:07:30,321 তুমি কী এখন আমাদের ছেড়ে চলে যাবে? 915 01:07:30,547 --> 01:07:31,719 কী? 916 01:07:31,848 --> 01:07:33,259 তুমি কী আমাদের ছেড়ে চলে যাবে? 917 01:07:49,532 --> 01:07:51,011 বিপদ আসলে সব দিক দিয়েই আসে! 918 01:07:51,100 --> 01:07:52,408 ওরা আমাদের খুঁজে পেল কিভাবে? 919 01:07:53,169 --> 01:07:54,239 এখানেই থাকো। 920 01:07:54,404 --> 01:07:55,508 কোথাও যাবে না! 921 01:08:14,057 --> 01:08:15,934 ও ফিরে আসবে বলে মনে হয়? 922 01:08:16,092 --> 01:08:18,629 যদি ফিরে না আসে তো কী করবো আমরা? 923 01:08:20,797 --> 01:08:22,902 চলো, বন্ধুরা। যাওয়া যাক, ঠিক আছে? 924 01:08:23,066 --> 01:08:25,979 পুরো রাত নেই আমাদের হাতে। পুরো বিল্ডিংটা ঘিরে ফেলো। 925 01:08:27,437 --> 01:08:28,541 সে এখানেই আছে। 926 01:08:28,705 --> 01:08:32,312 আমি জানি এবং ওকে চাই আমি। বুঝেছো? 927 01:08:32,475 --> 01:08:33,545 সে আমাকে গুলি করেছে। 928 01:08:33,977 --> 01:08:37,789 আমার দলের অর্ধেকের ওপর গুলি চালিয়েছে। ওকে মৃত চাই 930 01:08:46,623 --> 01:08:49,160 অই দু'জন মহিলাকেও চাই যাদেরকে ও বাচিয়েছে। 931 01:08:49,258 --> 01:08:50,669 তারাও আমার শিকার। 932 01:08:50,760 --> 01:08:52,740 ওদেরকে জীবিত চাই আমার। 933 01:08:57,800 --> 01:08:59,677 প্লিজ, ফিরে আসো! 934 01:09:02,739 --> 01:09:05,310 তারা আমাদের খোঁজ পেয়ে গেছে! সড়ে পরতে হবে এখান থেকে। চলো। 935 01:09:09,245 --> 01:09:10,417 এখুনি সড়ে পরতে হবে। ৩০ সেকেন্ড সময় আছে হাতে। 936 01:09:10,580 --> 01:09:12,992 সিড়ি বেয়ে ওপরে, দ্রুত। এখুনি, উঠে পড়ো! 937 01:09:13,616 --> 01:09:15,027 এরপর। যাও, যাও, যাও! 938 01:09:22,525 --> 01:09:24,664 আমার কথা শোনো, তুমি সিড়ি বেয়ে ওপরে উঠার পরপরই দৌড়াবে। 939 01:09:24,827 --> 01:09:25,999 একটুও থামবে না। শুধুমাত্র দৌড়ালেই জীবনটা বাঁচাতে পারবে। 940 01:09:26,162 --> 01:09:27,869 মাথায় ঢুকেছ? আমার জন্য বালের অপেক্ষা করা লাগবে না। 941 01:09:28,031 --> 01:09:30,102 যাও, যাও, যাও, যাও! 942 01:09:34,370 --> 01:09:35,371 ধ্যাত! 943 01:11:13,936 --> 01:11:15,745 আমাদের খুঁজে পেলে কিভাবে? 944 01:11:15,905 --> 01:11:17,646 না, ক্যালি। না। 945 01:11:32,054 --> 01:11:33,624 ভাগ্য বলতে হবে। 946 01:11:33,790 --> 01:11:36,293 মানে, পুরো রাতজুড়ে আমরা রাস্তায় ঘুরে বেড়াই। 947 01:11:36,459 --> 01:11:39,838 শুধুমাত্র তাদের উদ্ধারের জন্য, যারা অই ইবলিশগুলোর হাত থেকে পালিয়ে বেড়াচ্ছে। 948 01:11:41,297 --> 01:11:42,674 ওদেরকেও পরপারের টিকেই দিই আমরা। 949 01:11:44,267 --> 01:11:46,338 কেন তোমরা আমাদের হত্যা করছো না? 950 01:11:47,770 --> 01:11:49,272 আমরা রাতে পার্জিং করতে বের হইনি। 951 01:11:49,338 --> 01:11:50,681 মানুষ মারার দরকার নেই আমাদের। 952 01:11:52,909 --> 01:11:55,788 আমাদের শুধু টাকার দরকার। ঠিক, ভায়া? 953 01:11:59,081 --> 01:12:00,458 টাকা! 955 01:12:04,854 --> 01:12:06,424 ঠিক আছে, যাওয়া যাক। 956 01:12:06,656 --> 01:12:08,192 নামো, নামো, নামো! 957 01:12:08,357 --> 01:12:10,030 তাড়াতাড়ি, তাড়াতাড়ি। নামো, নামো! 958 01:12:10,126 --> 01:12:12,538 না, না, না! 959 01:12:14,096 --> 01:12:15,370 এই লোকগুলো কারা আবার? 960 01:12:16,098 --> 01:12:18,442 তোরা কী করতে চাচ্ছিস আমাদের সাথে? 961 01:12:18,601 --> 01:12:21,013 আমাদের শুধু টাকার দরকার ভাই! দিয়ে দিন এবার! 962 01:12:21,170 --> 01:12:23,150 তারা করছেটা কী? 963 01:12:24,340 --> 01:12:26,342 -পুরোটাই আছে। -ইয়াহ! 964 01:12:26,509 --> 01:12:28,785 চল সব, এখান থেকে কেটে পরি! 965 01:12:36,652 --> 01:12:38,393 -ভেতরে ঢোকো! -না! 966 01:12:44,694 --> 01:12:46,571 -ক্যালি? -মম! 967 01:12:46,729 --> 01:12:47,867 সিড়ি বেয়ে উঠ, এখুনি। 968 01:12:54,170 --> 01:12:55,877 উঠ! উঠ! 969 01:12:57,406 --> 01:13:00,546 হাটু গেড়ে বসো। বসো! বসো! 970 01:13:01,510 --> 01:13:03,148 হাটু গেড়ে বসো। 971 01:13:03,479 --> 01:13:04,924 হাটু গেড়ে বসতে বলেছি! 972 01:13:09,085 --> 01:13:10,723 কোথায় আমরা? এসব কী? 973 01:13:10,887 --> 01:13:11,991 যদি গলা দিয়ে একটা শব্দও বের হয়, 974 01:13:13,089 --> 01:13:14,363 গুলি করে ঝাঁজরা করে দেয়া হবে। 975 01:13:14,757 --> 01:13:19,604 লেডিজ এন্ড জ্যান্টলম্যান। পরের ব্যাচ চলে এসেছে। 976 01:13:20,029 --> 01:13:22,066 একটু চোখ বুলানো যাক তাদের ওপর। 977 01:13:47,523 --> 01:13:49,901 অনেক আকর্ষনীয় প্যাকেজ, তাই না? 978 01:13:51,694 --> 01:13:56,074 লেডিজ এন্ড জেন্টলম্যান, যেহেতু এটা আজ রাতের শেষ পার্জিং, 979 01:13:56,232 --> 01:14:00,237 প্রবেশ মূল্যও তাই ২ লাখ ডলার। 980 01:14:04,540 --> 01:14:06,110 মি. লকহার্ট! 981 01:14:06,275 --> 01:14:08,653 এবং তার পরামাসুন্দরী স্ত্রী, লোরেন। 982 01:14:09,245 --> 01:14:10,747 দারুন। 983 01:14:12,481 --> 01:14:13,619 অই দুটো বোন! 985 01:14:15,284 --> 01:14:17,764 প্রতিটা ক্ষন আজ আপনার আওয়াজ শুনতে উদগ্রীব ছিলাম। 986 01:14:17,820 --> 01:14:19,265 দারুন। 987 01:14:19,388 --> 01:14:23,598 আশা করবো, আপনি আপনার ধারালো ব্লেডটা এনেছেন। 988 01:14:24,293 --> 01:14:26,466 ঠিক আছে, আর একজন বাকি, আছেন কেউ? 989 01:14:27,830 --> 01:14:30,606 মি. হার্স্ট! ওহ, অপূর্ব! 990 01:14:30,766 --> 01:14:32,973 আপনার সুদর্শন ছেলেটিও কী যোগ দেবে আপনার 991 01:14:33,135 --> 01:14:35,215 ছেলেরা, তোমাদের কী অভিমত? চলো, যোগ দেই। 992 01:14:35,604 --> 01:14:39,746 লেডিজ এন্ড জেন্টলম্যান, চার্লস এবং টমের প্রথম পার্জ হবে এটা। 993 01:14:41,243 --> 01:14:44,520 ভেবে খুব ভাল লাগছে, দুজনেই যোগ দান করছো বলে। 994 01:14:46,515 --> 01:14:48,517 ওহ, আরেকটা কথা মনে করিয়ে দেই, 995 01:14:48,684 --> 01:14:53,861 অস্ত্রশস্ত্র একদম হালনাগাদ এবং সেরাদের সেরাটা আছে, 996 01:14:54,323 --> 01:14:56,132 আর আমার ব্যাক্তিগতভাবে প্রিয় হচ্ছে, 997 01:14:56,192 --> 01:15:01,301 Mauser Elite SSX Double Barrel. 998 01:15:01,464 --> 01:15:04,172 এটার আছে একটা পলকা ট্রিগার, 999 01:15:04,333 --> 01:15:06,540 আর দ্রুত গুলি নিক্ষেপনের ব্যবস্থা। 1000 01:15:06,969 --> 01:15:09,779 এটা খুবই দামি। 1001 01:15:09,939 --> 01:15:13,682 যেন ঈশ্বর নিজে এসে আমার হাতে তুলে দিয়েছে এটা। 1002 01:15:14,677 --> 01:15:16,350 আচ্ছা, এবার শুরু করা যাক! 1003 01:15:16,512 --> 01:15:19,686 পার্জাররা, প্রস্তুত হোন! 1004 01:15:20,282 --> 01:15:21,352 শুভ কামনা রইলো। 1005 01:15:21,484 --> 01:15:25,057 গুড লাক, শিকারের ময়দানে দেখা হবে আবার। 1006 01:15:25,955 --> 01:15:28,959 উঠে পড়! উঠে পড়! 1009 01:15:34,897 --> 01:15:36,877 -পা-টা দ্রুত চালা! -ওকে! 1011 01:15:40,736 --> 01:15:43,080 ভেতরে ঢোক। 1012 01:15:48,744 --> 01:15:50,690 আমার কাছাকাছি থাকবে। 1013 01:15:50,980 --> 01:15:52,891 অনুসরন করো আমাকে। চলো। 1014 01:15:54,050 --> 01:15:55,529 নিচু হও। 1015 01:15:56,085 --> 01:15:58,531 নিচু হও, নিচু হও। 1016 01:15:58,687 --> 01:15:59,825 দাঁড়াও। 1017 01:16:01,357 --> 01:16:02,700 এসব কী হচ্ছে? 1018 01:16:02,858 --> 01:16:04,201 আমাদের শিকার করা হবে। 1019 01:16:04,360 --> 01:16:05,839 কী? 1020 01:16:34,190 --> 01:16:36,727 নতুন জাতির পিতার প্রতি শ্রদ্ধা ও সম্মান জানিয়ে 1021 01:16:36,792 --> 01:16:39,238 শুরু করছি পার্জ যাতে আমাদের আত্মা বিশুদ্ধ হয়। 1022 01:16:39,395 --> 01:16:43,275 আমেরিকা দীর্ঘজীবি হোক। 1023 01:16:43,365 --> 01:16:44,867 আচ্ছা, ওরা চলে এসেছে। 1024 01:17:06,589 --> 01:17:09,593 তারা আসছে, চোখে নাইট ভিশনও আছে তাদের। 1025 01:17:09,658 --> 01:17:10,636 ওদের একজনকে কতল করবো আমি। 1026 01:17:10,726 --> 01:17:11,807 ঠিকমত দেখতে না পেলে, আমরা মারা পড়বো। 1027 01:17:11,827 --> 01:17:13,067 তোমার সাথে যাওয়া উচিত আমাদের। 1028 01:17:13,129 --> 01:17:14,301 না, না, না। আমি চাই এখানেই থাকো তোমরা। 1029 01:17:14,463 --> 01:17:15,771 যেও না। খুব ভয় করছে! 1030 01:17:15,931 --> 01:17:18,741 আমি আসছি। আবার ফিরে আসছি, এখানেই থাকো। 1031 01:17:55,971 --> 01:17:57,211 না! 1032 01:20:19,114 --> 01:20:20,354 -ঠিক আছো? -ঠিক আছি। 1033 01:20:20,516 --> 01:20:23,497 আমাদের হাতে দুটো সেট নাইট ভিশন আছে, ওকে? ওগুলো পরে নাও। 1034 01:20:23,652 --> 01:20:25,495 চারটাকে মেরে নরমে পাঠিয়েছি। 1035 01:20:25,587 --> 01:20:26,759 আরও তিনটা বাকি আছে। 1036 01:20:26,922 --> 01:20:29,596 লোড করা। নিশানা তাক করে গুলি করবে। 1037 01:20:30,526 --> 01:20:31,698 কেউ ঠিক আমাদের দিকেই আসছে! 1038 01:20:31,794 --> 01:20:32,795 উড়িয়ে দাও ওকে। 1039 01:20:45,007 --> 01:20:46,008 তারা চলে যাচ্ছে। 1040 01:20:46,475 --> 01:20:47,613 সব গুলো পালিয়েছে। 1041 01:20:48,544 --> 01:20:51,047 -তারা চলে গেছে! -নিচু হও, নিচু হও! 1042 01:20:51,347 --> 01:20:52,621 শেষ এটা? 1043 01:20:56,018 --> 01:20:57,725 নিচু হয়ে থাকো। 1044 01:20:58,187 --> 01:21:00,997 আমাদের এক্ষুনি সাহায্যের দরকার। 1045 01:21:01,056 --> 01:21:04,003 তারা ৫ জনকে মেরেছে! আমাদের ৫ জনকে মেরেছে তারা! 1046 01:21:06,395 --> 01:21:07,874 তারা চলে গেছে। 1047 01:21:10,899 --> 01:21:12,344 বাল! 1048 01:21:12,401 --> 01:21:14,176 ওটা কী ছিল? 1049 01:21:31,553 --> 01:21:34,090 একটা পুরো আর্মি আসতেছে! 1050 01:21:34,189 --> 01:21:36,726 আমার কাছে আর বুলেট নেই। 1051 01:21:40,829 --> 01:21:43,901 সোনা, আমার হাত ধরে রাখো। 1052 01:21:46,101 --> 01:21:48,513 তারা আমাদের এখান থেকে বের হতে দেবে না। 1053 01:21:49,171 --> 01:21:50,673 যতগুলোকে পারা যায় মারবে। 1054 01:21:52,941 --> 01:21:56,286 সব কিছুর জন্য দুঃখ প্রকাশ করছি। 1055 01:21:58,414 --> 01:22:00,615 তোমাকে প্রচন্ড ভালবাসি। এটা জেনে রাখো। 1056 01:22:07,790 --> 01:22:08,860 না! 1057 01:22:09,024 --> 01:22:12,198 না, ওকে! কথা বলো! 1058 01:22:15,264 --> 01:22:16,572 কথা বলো! 1059 01:22:22,304 --> 01:22:23,715 ঠিক আছে! 1060 01:22:24,306 --> 01:22:25,478 সব কিছু ঠিক হয়ে যাবে। 1061 01:22:29,545 --> 01:22:30,751 তুমি ঠিক আছো। 1062 01:22:35,083 --> 01:22:36,756 ওকে, ওকে 1063 01:22:46,295 --> 01:22:47,501 কী হচ্ছে? 1064 01:22:48,630 --> 01:22:49,631 হে ঈশ্বর! 1065 01:22:49,798 --> 01:22:51,106 ক্লাস ৪ লেভেলের চেয়েও বৃহৎ বিস্ফোরক 1066 01:22:51,166 --> 01:22:54,636 পার্জ নাইটে ব্যবহার করা নিষিদ্ধ। 1067 01:22:54,803 --> 01:22:56,077 আপনাদের বিচারের আওতায় আনা হবে। 1068 01:22:59,475 --> 01:23:02,786 ক্লাস ৪ লেভেলের চেয়েও বৃহৎ বিস্ফোরক পার্জ নাইটে ব্যবহার করা নিষিদ্ধ। 1069 01:23:07,182 --> 01:23:10,755 ক্লাস ৪ লেভেলের চেয়েও বৃহৎ বিস্ফোরক পার্জ নাইটে ব্যবহার করা নিষিদ্ধ। 1070 01:23:11,753 --> 01:23:13,960 আপনাদের বিচারের আওতায় আনা হবে। 1071 01:23:15,090 --> 01:23:19,095 ক্লাস ৪ লেভেলের চেয়েও বৃহৎ বিস্ফোরক পার্জ নাইটে ব্যবহার করা নিষিদ্ধ। 1072 01:23:19,695 --> 01:23:20,867 আপনাদের বিচারের আওতায় আনা হবে। 1073 01:23:21,029 --> 01:23:22,531 গুলি করবেন না! আমরা আপনাদের সাহায্য করতে এসেছি! 1074 01:23:22,631 --> 01:23:23,671 ওখানে পজিশন নিন। 1075 01:23:23,799 --> 01:23:25,836 আমাদের একটা ফায়ারিং লাইন দরকার! 1076 01:23:36,612 --> 01:23:37,989 আপনারা আবার কারা? 1077 01:23:38,180 --> 01:23:39,625 বিশেষ কেউ না। 1078 01:23:40,048 --> 01:23:42,460 শুধু কিছু মানুষ যারা তথাকথিত পার্জ নাইটে বিশ্বাস করে না। 1079 01:23:45,187 --> 01:23:47,633 আপনি কার্মেলো জোন্সের সাথে এসেছেন। 1080 01:23:48,290 --> 01:23:49,564 হ্যাঁ। 1081 01:23:49,658 --> 01:23:51,331 নতুন জাতির পিতার গুষ্টি কিলাই! 1082 01:23:54,530 --> 01:23:56,066 ধ্বংস হ তোরা! 1083 01:23:56,164 --> 01:23:59,873 তোদের অর্থের নিকুচি করি! আর সাথে বালের এই পার্জেরও! 1084 01:23:59,968 --> 01:24:01,289 কার্মেলো! 1085 01:24:01,737 --> 01:24:04,013 আমরা এখানে। 1086 01:24:08,677 --> 01:24:09,849 আমি চিনি আপনাকে 1087 01:24:10,479 --> 01:24:11,514 আপনি একবার বলেছিলেন, 1088 01:24:11,580 --> 01:24:12,888 বাজার ব্যবস্থার মেকি অগ্রগতি 1089 01:24:12,981 --> 01:24:14,585 আমেরিকানদের বেশিদিন ভুলিয়ে রাখতে পারবে না। 1090 01:24:15,050 --> 01:24:17,394 আমরাও পাল্টা প্রত্যুত্তর দিচ্ছি। 1091 01:24:18,987 --> 01:24:20,933 তোমার সাথে দেখা হয়ে ভাল লাগল, মেয়ে। 1092 01:24:22,190 --> 01:24:23,863 বাইরে ওদের আরও অনেক লোক আছে। 1093 01:24:24,693 --> 01:24:26,413 হুম, তার চেয়েও বেশি লোক আমাদের আছে। 1094 01:24:26,495 --> 01:24:27,496 আমরা আরও হিংস্র। 1095 01:24:28,230 --> 01:24:30,540 ওদেরকে বুঝিয়ে দেয়ার সময় এসেছে, পার্জের শিকার হতে কেমন লাগে। 1096 01:24:30,832 --> 01:24:32,539 মরণ ঘনিয়ে আসলেই বুঝবে তারা বিষয়টা। 1097 01:24:36,438 --> 01:24:39,851 আপনাদের উচিত এখান থেকে বেরিয়ে যাওয়া, খুব নৃশংসতা হবে একটু পরে, 1098 01:24:42,878 --> 01:24:44,050 হেই। 1099 01:24:44,846 --> 01:24:46,018 আমাদের যেতে হবে। 1100 01:24:46,415 --> 01:24:48,190 আমার দিকে তাকাও। 1101 01:24:48,450 --> 01:24:50,623 ও চলে গেছে। 1102 01:24:50,719 --> 01:24:51,720 চলো। 1103 01:24:52,788 --> 01:24:54,233 আমি পার্জে অংশ নিতে চাই। 1104 01:24:57,593 --> 01:24:59,038 আচ্ছা, আমরা উনার খেয়াল রাখবো। 1105 01:25:01,597 --> 01:25:02,871 আপনি শিউর? 1106 01:25:04,800 --> 01:25:06,609 যান। আমরা দেখছি। 1107 01:25:07,803 --> 01:25:09,305 চলে আসো। 1108 01:25:10,939 --> 01:25:12,384 আমি সরি। 1109 01:25:25,887 --> 01:25:28,800 এটা নাও। 1110 01:25:31,259 --> 01:25:36,402 মরার জন্য তৈরী হ, ধনী শুয়োরের বাচ্চারা! এখন আমাদের পালা! 1111 01:25:58,520 --> 01:25:59,692 গাড়ি থেকে বের হোন। 1112 01:26:00,789 --> 01:26:03,929 চাবিটা রেখে গাড়ি থেকে বের হ! বের হ বলছি! 1113 01:26:06,762 --> 01:26:08,207 ওহ! ওশ, ঈশ্বর না! 1114 01:26:08,296 --> 01:26:10,276 না, গুলি করবেন না। না, না। গুলি করবেন না! 1115 01:26:10,365 --> 01:26:13,710 -প্লিজ, গুলি করবেন না। -তোর মত খানকির বেঁচে থাকার কোন অধিকার নেই! 1116 01:26:13,835 --> 01:26:17,180 আমার কথা মনে রাখবি, ওকে? 1117 01:26:17,272 --> 01:26:18,376 না! 1118 01:26:19,207 --> 01:26:20,982 দৌড়া! 1119 01:26:21,043 --> 01:26:22,886 দৌড়া! দৌড়া! 1120 01:26:24,513 --> 01:26:25,992 আরও দ্রুত! 1121 01:26:31,720 --> 01:26:33,028 দেখ, সময় প্রায় শেষের দিকে। 1122 01:26:33,188 --> 01:26:35,828 না, এখনও সময় আছে। পারবো আমি। 1123 01:26:39,628 --> 01:26:41,073 আমি পারবো। 1124 01:26:41,363 --> 01:26:45,038 পার্জের আর বেশি সময় বাকি নেই, 1125 01:26:45,133 --> 01:26:49,548 ঘর থেকে বের হোন, আর নিজেদের আদর্শ নাগরিক হিসেবে পরিচয় দিন। 1126 01:26:50,305 --> 01:26:52,148 ঈশ্বর আপনাদের সবার সহায় হোন। 1127 01:26:54,042 --> 01:26:56,522 এখানে করছিটা কী আমরা বলবে একটু? 1128 01:26:59,347 --> 01:27:01,657 কোণায় অই বাড়িটা দেখেছ? 1129 01:27:07,055 --> 01:27:11,401 অই বাড়ির মালিক আমার সন্তানকে খুন করেছে ঠিক এক বছর আগে। 1130 01:27:14,396 --> 01:27:16,069 নিকোলাস। 1131 01:27:17,999 --> 01:27:19,603 স্কুল থেকে ফিরছিল, 1132 01:27:19,701 --> 01:27:21,840 রাস্তাতেই গুলি করে ঝাঝড়া করে দেয় ওকে। 1133 01:27:25,941 --> 01:27:27,614 অই বেজন্মা বাচ্চার অ্যালকোহলের মাত্রা 1134 01:27:27,709 --> 01:27:28,949 তিন ডিগ্রি বেশি ছিল, 1135 01:27:29,010 --> 01:27:33,618 কিন্তু, জানোই তো, কায়দাকানুন করে ছাড়া পেয়ে যায়, সুতরাং.. 1136 01:27:34,282 --> 01:27:36,193 সে, তার স্ত্রী আর তার দু'টো ছোট বাচ্চা, 1137 01:27:36,251 --> 01:27:37,457 তারা অই বাড়িতে বসবাস করছে, 1138 01:27:38,120 --> 01:27:40,122 সুখে শান্তিতে। 1139 01:27:42,758 --> 01:27:44,135 দুই সপ্তাহ এখানে আসি... 1140 01:27:44,226 --> 01:27:45,569 তার ব্যাপারে সকল তথ্য জোগাড় করি। 1141 01:27:45,727 --> 01:27:47,934 সেজন্যই আমরা এখন এখানে। 1142 01:27:52,634 --> 01:27:55,740 তোমরা দুজনেই গাড়িতে থাকবে, বুঝতে পেরেছ আমার কথা? 1143 01:27:55,904 --> 01:27:58,976 তোমরা বাইরে না হলেই ভাল হয়, নিরাপদে থাকবে। 1144 01:27:59,141 --> 01:28:00,552 -রাত প্রায় শেষ হতে চলেছে। -না, প্লিজ। 1145 01:28:00,942 --> 01:28:01,977 আমার গা থেকে হাতটা সরাও। 1146 01:28:02,077 --> 01:28:03,317 তুমি আমাদের সাথে থাকতে পারো। 1147 01:28:03,478 --> 01:28:05,719 আমরা ড্রাইভ করে এখান থেকে সরে যাব, সেটাই ভাল হবে। -আমার গা থেকে হাতটা সরাও। 1148 01:28:06,214 --> 01:28:07,284 তোমার হাতটা সরাও। 1149 01:28:07,382 --> 01:28:09,828 -না, প্লিজ। -আমি সরি। 1150 01:28:09,918 --> 01:28:12,660 তোমার সন্তানের ভাগ্যে যা ঘটেছে তার জন্য আমি অনেক সরি। 1151 01:28:12,821 --> 01:28:14,732 তোমার হাতটা সরাও! 1152 01:28:20,228 --> 01:28:22,003 গাড়িতেই থাকবে। 1153 01:29:43,345 --> 01:29:47,691 পার্জের এখনও ৫ মিনিট বাকি আছে। 1154 01:30:07,702 --> 01:30:09,181 হেই। 1155 01:30:11,006 --> 01:30:12,542 না! চিৎকার করবেন না! 1156 01:30:12,707 --> 01:30:15,278 মুখ বন্ধ রাখুন। আপনার সন্তানদের মারতে আসিনি। 1157 01:30:15,443 --> 01:30:17,116 -আমি এসেছি তোর জন্য। -ওকে। 1158 01:30:17,245 --> 01:30:18,280 উঠ তুই! 1159 01:30:18,380 --> 01:30:20,223 না, না, না, 1160 01:30:23,251 --> 01:30:25,356 উঠ, উঠ, উঠ! 1161 01:30:25,420 --> 01:30:26,524 না, প্লিজ ওরকম করো না... 1162 01:30:26,588 --> 01:30:28,431 চুপ কর, নইলে তোর মুখেই গুলি করবো! 1163 01:30:28,590 --> 01:30:30,570 -চুপ কর!নিচু হ! -ওকে! ওকে! ওকে! 1164 01:30:30,892 --> 01:30:33,236 শুয়ে থাকুন। 1165 01:30:34,029 --> 01:30:36,737 -আমার দিকে টাকা! টাকা আমার দিকে! -ওকে, ওকে। 1166 01:30:36,865 --> 01:30:38,139 -দেখ আমাকে। -ওকে। 1167 01:30:38,199 --> 01:30:41,078 মনে পরে আমাকে? দেখ আমাকে! ওকে 1168 01:30:41,236 --> 01:30:42,874 -আমার থেকে কি ছিনিয়ে নিয়েছিস, জানিস? -আমি জানি। 1169 01:30:42,971 --> 01:30:44,746 -আমার থেকে কি ছিনিয়ে নিয়েছিস, জানিস? -আমি জানি। 1170 01:30:44,906 --> 01:30:49,218 আমার ছেলেকে কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে! আমার ছেলেকে কেড়ে নিয়েছিস আমার কাছ থেকে! 1171 01:30:49,377 --> 01:30:51,448 -আমি অনেক সরি। -তুই আমার ছেলেকে কেড়ে নিয়েছিস। 1172 01:30:51,613 --> 01:30:53,593 তুই আমার নির্দোষ বাচ্চাকে খুন করেছিস, শুয়োরের বাচ্চা! 1173 01:30:53,748 --> 01:30:56,729 প্লিজ! ওটা করবেন না! 1174 01:30:57,786 --> 01:30:59,595 টাকা! আমার মুখের দিকে টাকা! 1175 01:30:59,754 --> 01:31:02,496 ওকে খুন করার সময় ওর মুখ দেখেছিলি? দেখেছিলি ওকে? 1176 01:31:02,657 --> 01:31:03,697 বল, ও দেখতে কেমন ছিল। 1177 01:31:03,725 --> 01:31:04,726 বল, ও দেখতে কেমন ছিল। 1178 01:31:04,793 --> 01:31:06,773 -কেমন দেখতে ছিল ও বল। -আমি আমার কৃতকর্মের জন্য সরি। 1179 01:31:06,828 --> 01:31:08,307 বল, ওর মুখ দেখেছিলি! 1180 01:31:09,130 --> 01:31:11,440 -বল, ওর মুখ দেখেছিলি! -আমি দেখেছিলাম। 1181 01:31:11,599 --> 01:31:13,636 আমার যে ক্ষতি করেছিস তার শাস্তি তোকে পেতে হবে! 1182 01:31:14,235 --> 01:31:16,306 -আমার ছেলেকে যা করেছিস তার জন্য হলেও। -না, প্লিজ! 1183 01:31:16,471 --> 01:31:17,506 প্লিজ! 1184 01:32:06,955 --> 01:32:09,731 আপনার গাড়ি আমরা খুঁজে পেয়েছি, সার্জেন্ট। 1185 01:32:10,492 --> 01:32:13,234 আপনার প্লেটসই বলে দিয়েছিল আপনার অবস্থান। 1186 01:32:14,629 --> 01:32:17,974 কোথায় যাচ্ছেন সেটা বের করা তেমন মুশকিল ছিল না। 1187 01:32:20,001 --> 01:32:22,641 খোদা, একই কাজ আমিও করতাম! 1188 01:32:27,242 --> 01:32:30,689 পার্জের একটা অলিখিত নীতি আছে, সার্জেন্ট। 1189 01:32:31,746 --> 01:32:33,487 কাউকে বাচানো যাবে না। 1190 01:32:34,883 --> 01:32:36,920 রাতে, আমরা শুধু জীবন নেই। 1191 01:32:38,086 --> 01:32:41,033 আমাদের মনের ক্ষোভ মেটাই। 1192 01:32:42,924 --> 01:32:46,167 দুঃখজনক হলেও সত্য, জনগণ যথেষ্ট পরিমানে নিধন করতে পারছিল না। 1193 01:32:47,762 --> 01:32:52,438 তাই, আমরা ভারসাম্য রক্ষার্থে নিজেরাই মাঠে নামি। 1194 01:32:54,269 --> 01:32:57,250 NFFA-এর গুরুত্বপূর্ন কাজ এটা। 1195 01:32:57,338 --> 01:32:59,784 আর সেখানে আমরা কোন নাক গলানো সহ্য করবো না। 1196 01:33:00,842 --> 01:33:02,549 আমাদের কোন হিরো থাকা চলবে না। 1197 01:33:03,344 --> 01:33:05,119 ওহ, না, স্যার। 1198 01:33:06,014 --> 01:33:07,755 কোন হিরো না। 1199 01:33:15,423 --> 01:33:17,460 আশা করি, আপনি প্রশান্তি অনুভব করছেন। 1200 01:33:25,366 --> 01:33:27,437 আমেরিকা দীর্ঘজীবি হোক। 1201 01:33:28,903 --> 01:33:30,974 পুনরায় জন্ম নিক। 1202 01:34:24,692 --> 01:34:26,467 ওহ, না। হে ঈশ্বর! 1205 01:34:29,964 --> 01:34:31,102 আপনার গাড়ি আছে? 1206 01:34:31,366 --> 01:34:33,539 -ওহ, হ্যাঁ। -তোর আছে কোন গাড়ি? 1207 01:34:33,701 --> 01:34:35,305 -যা, নিয়ে আয়! -হ্যাঁ, আনছি, আনছি! 1208 01:34:35,370 --> 01:34:36,474 ওকে! 1209 01:34:37,105 --> 01:34:38,550 ওকে,আসো। ক্যালি। 1210 01:34:38,940 --> 01:34:41,443 আসো, সাহায্য করো আমাকে! 1211 01:34:41,509 --> 01:34:43,216 টাকা আমার দিকে! চাও ওকে বাঁচাতে? 1212 01:34:43,378 --> 01:34:46,655 তাহলে ওকে বাচাই চলো, ওকে? ওকে? 1213 01:34:46,814 --> 01:34:48,350 তিন গুনি, তারপর উনাকে তুলবো। . 1214 01:34:48,449 --> 01:34:51,794 এক, দুই, তিন! 1217 01:34:57,125 --> 01:34:59,002 তাড়াতাড়ি গাড়িটা নিয়ে আসুন! 1218 01:35:11,005 --> 01:35:12,177 ওকে! 1219 01:35:16,211 --> 01:35:18,555 হাসপাতাল বেশি দূরে না। আমরা মিনিটেই পৌছে যেতে পারবো। 1220 01:35:18,646 --> 01:35:21,752 ওকে, গাড়ি স্টার্ট দিন! যান, যান, যান! 1221 01:35:27,255 --> 01:35:29,496 তুমি পেরেছ! 1222 01:35:30,658 --> 01:35:32,604 আমাদের বাঁচিয়েছ! 1223 01:35:33,595 --> 01:35:36,337 এখন প্লিজ, তোমাকে বাঁচাতে দাও, ওকে? 1224 01:36:09,564 --> 01:36:12,568 এটার শেষ হয়েছে। রাতটা শেষ হয়েছে। 1225 01:36:16,704 --> 01:36:19,116 ৭ টা বাজে, ২২শে মার্চ 1226 01:36:19,207 --> 01:36:21,414 এবং বাৎসরিক পার্জের সমাপ্ত হলো। 1227 01:36:21,476 --> 01:36:24,047 আমেরিকার সকালের নিউজ প্রোগ্রামে স্বাগত জানাচ্ছি। 1228 01:36:24,112 --> 01:36:26,956 দেশব্যাপি বিভিন্ন জায়গা থেকে রিপোর্ট আসতে শুরু করেছে! 1229 01:36:27,048 --> 01:36:30,257 পুলিশ, অগ্নিনির্বাপক সংস্থা আর সেবাসংস্থা গুলো রাস্তার নিয়ন্ত্রন নিয়েছে, 1230 01:36:30,418 --> 01:36:31,954 গত রাতের ভিক্টিমদের সাহায্য করছে। 01:36:32,418 --> 01:36:36,954 বাংলা সাবটাইটেল দিয়ে মুভিটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।