1 00:00:01,500 --> 00:00:43,500 Moshiur Shuvo Presents 2 00:00:44,921 --> 00:00:48,051 হেই, ওয়াইন কোথায় রাখতে চাও? 3 00:00:48,671 --> 00:00:49,841 এখানে, প্লিজ। 4 00:00:50,421 --> 00:00:53,171 বাড়িওয়ালা এরকম একটা ফ্রিজ রেখে গেছে তোমার বিশ্বাস হয়? 5 00:00:55,213 --> 00:00:57,013 পুরাতন এই সব ফ্রিজ দেখতে 6 00:00:57,796 --> 00:00:59,756 সত্যিই খুব স্মার্ট। 7 00:00:59,838 --> 00:01:02,588 বর্তমানের গুলোতে ওটা থাকে না। 8 00:01:02,671 --> 00:01:04,461 মোটর নিচে রাখা হয়... 9 00:01:04,796 --> 00:01:07,626 যেন গরম বাতাস ফ্রিজের উপরে যায়, 10 00:01:07,713 --> 00:01:10,513 এবং সেগুলোকে পাম্প করে বের করতে হয় যে মোটর সেগুলো তৈরী করে, 11 00:01:10,588 --> 00:01:12,378 মানে বিষয়টা গোলমেলে। 12 00:01:12,713 --> 00:01:14,343 হ্যাঁ, গোলমেলে। 13 00:01:15,630 --> 00:01:17,510 হেই, তোমাকে দেব? 14 00:01:18,171 --> 00:01:20,411 ওহ, হ্যাঁ, একটা বিষয় জানো? ওখানে হয়তো বরফ আছে। 15 00:01:21,838 --> 00:01:24,668 তোমার কোন জিনিসটা ভালবাসি জানো? তোমার ক্লাশ। 16 00:01:24,755 --> 00:01:27,835 মনে হচ্ছে পাথরের মত শক্ত। 17 00:01:34,713 --> 00:01:37,713 - আমাদের প্রত্যেক সেক্সের নামে... - ভাল সময়ের নামে... 18 00:01:37,796 --> 00:01:39,666 - ওটাই বলতে চেয়েছিলাম। - ...আমরা... 19 00:01:39,755 --> 00:01:40,875 - আমাদের নতুন বাড়িতে। - হ্যাঁ। 20 00:01:51,005 --> 00:01:52,755 - এটা কী? - এটা কী? 21 00:01:54,046 --> 00:01:59,256 Gail, তুমি বরফের টুকরার ভেতরে দেখে বল ওটা কী? 22 00:02:04,338 --> 00:02:05,338 ওটা কী... 23 00:02:07,796 --> 00:02:09,916 মনে হয় এখানে কোথাও ম্যাগনিফাই গ্লাস আছে। 24 00:02:17,213 --> 00:02:19,673 - স্লাইডে ওগুলো কি বর্শা? - কী? 25 00:02:21,463 --> 00:02:23,713 ভাবছি ফ্রিজে অমন আরো আছে কিনা! 26 00:02:35,505 --> 00:02:36,505 ওহ, খোদা। 27 00:02:42,296 --> 00:02:43,376 ওরে বাবা! 28 00:02:45,296 --> 00:02:47,666 আমাদের ফ্রিজে পুরো এক সভ্যতা আছে। 29 00:02:48,421 --> 00:02:49,421 Uh-huh. 30 00:03:19,880 --> 00:03:21,510 বুঝতে পারছি না। 31 00:03:22,671 --> 00:03:24,051 - কী মনে হয়? - হ্যাঁ। 32 00:03:24,505 --> 00:03:26,455 ওটা আর্লি মেডাইভাল শহর। 33 00:03:27,046 --> 00:03:27,876 হ্যাঁ? 34 00:03:27,963 --> 00:03:29,963 মানে বলছি, সবাই জানে 35 00:03:30,046 --> 00:03:33,046 সব লোমশ ম্যামথ লেইট লিঠিক প্রিয়ডে মারা যায়। 36 00:03:34,588 --> 00:03:36,838 হ্যাঁ, সবাই তা জানে। 37 00:03:49,046 --> 00:03:50,916 আসলে এটা ভালই সার তৈরী করবে? 38 00:03:51,713 --> 00:03:52,763 খুব শীঘ্রই। 39 00:03:58,755 --> 00:04:00,005 চলো আবার দেখি। 40 00:04:01,005 --> 00:04:04,705 ধ্যাত, আমরা মাত্র ১০ মিনিটের জন্য অন্যদিকে তাকিয়েছিলাম। 41 00:04:04,796 --> 00:04:06,836 সেখানকার সময় হয়তো আলাদা। 42 00:04:06,921 --> 00:04:08,261 ১০০ বছর পেরিয়ে গেছে। 43 00:04:08,338 --> 00:04:10,298 ইন্ডাস্ট্রিয়াল রেভ্যুলুশন শুরু হয়ে গিয়েছে। 44 00:04:10,421 --> 00:04:13,261 - Aww, আমরা বিদ্রোহ মিস করেছি। - ওহ, হায়রে! 45 00:04:14,380 --> 00:04:15,840 ভাবছি আমরা তাদের কাছে গড কিনা? 46 00:04:16,505 --> 00:04:18,875 ঐ দুই বলদ সারাদিন আমাদের দিকে তাকিয়ে আছে কেন? 47 00:04:18,963 --> 00:04:22,213 জানি না। আমি তার দাঁতে আটকে থাকা মাংসের টুকরা দেখে ক্লান্ত। 48 00:04:22,505 --> 00:04:23,875 হ্যাঁ, আমিও। 49 00:04:27,671 --> 00:04:28,881 ওটা কী? 50 00:04:29,380 --> 00:04:33,090 - ওহ, মনে হয় ওগুলো প্লেন। - হাহ। 51 00:04:33,171 --> 00:04:35,421 হ্যাঁ, আমার মনে হয় তারা বর্তমানে পৌছেছে। 52 00:04:35,505 --> 00:04:38,005 ওহ খোদা, দেখো, তাদের স্টারবাক আছে। 53 00:04:38,088 --> 00:04:40,668 - হতেই পারে না। - সেগুলো সব জায়গায়। 54 00:04:41,588 --> 00:04:43,048 ওখানে কী হচ্ছে? 55 00:04:43,588 --> 00:04:44,838 ওহ, বাল! 56 00:04:45,255 --> 00:04:47,045 - বাল! - ঠিক আছ? 57 00:04:47,130 --> 00:04:49,130 মনে হচ্ছে অন্ধ হয়ে গিয়েছি। 58 00:04:49,546 --> 00:04:51,506 - ঠিক আছ? - তারা সেখানে যুদ্ধ করছে! 59 00:04:51,588 --> 00:04:53,188 শান্ত হও। 60 00:04:53,255 --> 00:04:55,375 আমাদের ফ্রিজের ভেতর নিউক্লিয়ার বোমা ফুটছে, 61 00:04:55,463 --> 00:04:56,803 আর তুমি আমাকে শান্ত হতে বলছ? 62 00:04:58,463 --> 00:05:01,673 দুঃখিত। তোমার নিজের তোমার চেহারাটা দেখা দরকার... 63 00:05:01,755 --> 00:05:03,106 কী সমস্যা? 64 00:05:03,130 --> 00:05:04,130 Um... 65 00:05:08,463 --> 00:05:09,843 - ওহ। - হ্যাঁ। 66 00:05:14,963 --> 00:05:17,013 খোদা। 67 00:05:17,380 --> 00:05:20,630 মনে হচ্ছে ধ্বংস হয়ে যাবে। 68 00:05:22,130 --> 00:05:24,880 ভাবিনি কয়েক মিনিটে যুদ্ধ বাঁধবে। 69 00:05:25,505 --> 00:05:27,085 তাহলে, আমরা কী করব? 70 00:05:29,505 --> 00:05:30,625 পিজ্জা অর্ডার দেব। 71 00:05:35,755 --> 00:05:37,205 ১ ঘন্টা হতে চলল। 72 00:05:38,380 --> 00:05:41,170 হয়তো তারা নতুন করে সব তৈরী করার সুযোগ পেয়েছে। 73 00:05:42,630 --> 00:05:43,630 Rob... 74 00:05:44,880 --> 00:05:47,010 আমাদের সেই সম্ভাব্যতা মেনে নিতে হবে যে... 75 00:05:49,671 --> 00:05:51,261 তারা পারে নি। 76 00:05:51,505 --> 00:05:54,005 হ্যাঁ। 77 00:05:59,838 --> 00:06:02,838 - ধ্যাত, তারা পেরেছে! - তারা পেরেছে। 78 00:06:05,296 --> 00:06:06,796 ওগুলো উড়ন্ত গাড়ি? 79 00:06:07,005 --> 00:06:09,955 দেখে ইমারাল্ড সিটি মনে হচ্ছে, তবে তার থেকে একটু কম। 80 00:06:10,046 --> 00:06:11,046 ঠিক। 81 00:06:11,296 --> 00:06:12,546 এটা চমৎকার। 82 00:06:13,255 --> 00:06:15,835 আসলে সত্য বলতে, ওটাকে কেমন যেন বেখাপ্পা দেখাচ্ছে। 83 00:06:15,921 --> 00:06:17,261 ডিলডোর মতো। 84 00:06:18,713 --> 00:06:21,233 মনে হয় তারা একটু পিরামিড ফেজ পার করেছে। 85 00:06:22,755 --> 00:06:24,585 ওগুলো অনেকগুলো ব্রিজ। 86 00:06:25,171 --> 00:06:26,671 - ওহ। - ওয়া। 87 00:06:27,588 --> 00:06:28,668 কী? 88 00:06:29,255 --> 00:06:30,625 ওরে বাবা। 89 00:07:02,421 --> 00:07:03,421 হাহ। 90 00:07:05,296 --> 00:07:06,416 হ্যাঁ। 91 00:07:09,921 --> 00:07:11,671 তোমার মনে হয় তারা ফিরে আসবে? 92 00:07:13,505 --> 00:07:14,835 না, আমার সেরকম মনে হয় না। 93 00:07:31,213 --> 00:07:33,923 - আমরা এটা সকালেও পরিস্কার করতে পারি। - হ্যাঁ। 94 00:07:34,500 --> 00:10:30,500 বঙ্গানুবাদে : মশিউর শুভ