1 00:00:10,000 --> 00:01:00,000 নিত্যনতুন সকল মুভির খবরাখবর সবার আগে পেতে যুক্ত হোন আমাদের "PROJAPOTI-MOVIE ZONE" গ্রুপে 2 00:03:00,000 --> 00:03:17,999 অনুবাদ আয়োজনে Team PROJAPOTI -টিম প্রজাপতি 3 00:03:18,541 --> 00:03:23,041 ভেবেছিলাম তুমি প্রথমে উইশ করবে। কিন্তু তুমি মিস করেছো। 4 00:03:24,333 --> 00:03:25,166 এলেক্সা! 5 00:03:25,958 --> 00:03:26,833 লাইট জ্বালাও! 6 00:03:27,833 --> 00:03:29,666 স্যরি সোনা! অ্যাপের কাজে ব্যস্ত থাকায় ভুলে গেছি। 7 00:03:29,750 --> 00:03:32,166 আমরা কি সন্ধ্যায় ডিনার করতে পারি? 8 00:03:33,541 --> 00:03:34,625 ঠিক আছে! আমার বাসায় এসো। 9 00:03:34,708 --> 00:03:39,791 জন্মদিনের জন্য বিশেষ কিছু আছে? 10 00:03:39,958 --> 00:03:41,791 চুপ! 11 00:03:45,041 --> 00:03:47,666 সন্ধ্যায় দ্রুত এসো। 12 00:03:54,875 --> 00:03:55,958 স্যার। আপনার ডেলিভারি, স্যার। 13 00:03:58,375 --> 00:03:59,375 এলেক্সা! কয়টা বাজে? 14 00:04:05,083 --> 00:04:06,541 হায়, আঙ্কেল! 15 00:04:11,625 --> 00:04:13,625 ভিডিয়ো কল দিচ্ছি। 16 00:04:20,625 --> 00:04:21,500 তাহলে, আমি অপেক্ষা করতে পারছি না, কল করো। 17 00:04:21,583 --> 00:04:22,458 তুমি কোথায়? 18 00:04:22,666 --> 00:04:23,916 মেট্রোতে আছি,বেবি। তুমি? 19 00:04:24,166 --> 00:04:25,541 আমি গোসল করতে যাচ্ছি। 20 00:04:25,625 --> 00:04:26,708 ভিডিও কল চালু করতে পারবে? 21 00:04:26,875 --> 00:04:28,250 - তোমাকে এখনি দেখতে চাই। - একদমই না! 22 00:04:28,333 --> 00:04:29,583 আমি বার্থডে গার্লকে দেখতে চাই। 23 00:04:29,666 --> 00:04:31,041 - সন্ধ্যায় আসবে, তাই না? - স্যরি। 24 00:04:31,125 --> 00:04:33,583 - তখনই দেখতে পাবে। - এটা আমাদের জন্য নতুন না। অভ্যস্ত হয়ে গেছি। 25 00:04:33,791 --> 00:04:35,375 - প্লিজ! - না, দাঁড়াও। 26 00:04:35,500 --> 00:04:37,500 - মানুষ এদিকে যাচ্ছে। - অপেক্ষা করার মধ্যে একটা রোমাঞ্চ আছে। 27 00:04:41,125 --> 00:04:42,125 এই, সিদ্ধু! 28 00:04:42,291 --> 00:04:43,958 - সিদ্ধু, কী হয়েছে, সিদ্ধু? - দেখতে পাচ্ছিস না? 29 00:04:44,041 --> 00:04:45,791 - প্রীতি লাইনে আছে। - সিদ্ধু, তোমাকে বলছি। 30 00:04:45,916 --> 00:04:47,416 - ও তোকে কী দেখাচ্ছে? - সমস্যা কী? 31 00:04:47,500 --> 00:04:48,416 আমাকেও দেখা। 32 00:04:48,500 --> 00:04:49,916 উত্তর দিচ্ছো না কেন? সিদ্ধু! 33 00:04:50,000 --> 00:04:51,333 কোনো মেয়ে আমার পাশে থাকলে প্রীতি তা পছন্দ করে না। 34 00:04:51,875 --> 00:04:54,208 কাজ... কাজ....কাজ.... আমরা সবাই খুব ব্যস্ত। 35 00:04:55,333 --> 00:04:56,750 সীমাবদ্ধ সময়ের জীবনধারার কারণে, 36 00:04:56,875 --> 00:04:59,208 সামাজিক দায়িত্বাবলি পালন করা আমাদের জন্য বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। 37 00:04:59,958 --> 00:05:02,375 ইউএস-এ থাকা কাজিন কি আপনার বিয়েতে আসতে পারেনি? 38 00:05:02,583 --> 00:05:04,166 ক্লায়েন্টের বাড়িতে যাওয়ায় গার্লফ্রেন্ড 39 00:05:04,291 --> 00:05:05,625 আপনার বার্থডে পার্টিতে আসতে পারেননি? 40 00:05:05,791 --> 00:05:08,375 শ্বশুরবাড়িতে থাকা মেয়ে আপনাকে মিস করছে? 41 00:05:08,750 --> 00:05:10,458 আমরা এসব রুটিনমাফিক সমস্যার সম্মুখীন হচ্ছি। 42 00:05:10,541 --> 00:05:14,250 এজন্যই অ্যাপট্রি টেকনোলজি আপনাদেরকে সম্পূর্ণ নতুন অ্যাপের সাথে পরিচয় করিয়ে দিচ্ছে। 43 00:05:14,500 --> 00:05:15,375 "সি ইউ" 44 00:05:19,833 --> 00:05:20,791 এই অ্যাপের মাধ্যমে, 45 00:05:20,916 --> 00:05:23,958 আপনার কাজিন ভার্চুয়ালি বিয়েতে উপস্থিত থাকতে পারবে এবং অতিথিদের বরণ করতে পারবে। 46 00:05:24,416 --> 00:05:26,875 আপনার গার্লফ্রেন্ডের বার্থডে পার্টিতে এসে আপনার সাথে ছবি তুলতে পারবে। 47 00:05:27,041 --> 00:05:29,416 আপনার মেয়ের পাশে বসে কার্টুন দেখতে পারবেন। 48 00:05:29,958 --> 00:05:34,500 হলোগ্রাম প্রযুক্তি এবং 3D ইমেজিং এর মাধ্যমে ভার্চুয়ালি আপনি যেকোনো জায়গায় যেতে পারবেন। 49 00:05:42,541 --> 00:05:45,208 যদিও ইতোমধ্যেই এই সেগমেন্টে কিছু অ্যাপ এবং প্রযুক্তি রয়েছে, 50 00:05:45,375 --> 00:05:47,625 আমাদের সবচেয়ে বহনযোগ্য এবং মাপযোগ্য অ্যাপ। 51 00:05:47,875 --> 00:05:48,750 দুঃখিত। 52 00:05:50,083 --> 00:05:53,041 এবং এই মুহূর্তে, বর্তমানে এই অ্যাপটা বিশ্বের সবচেয়ে হটেস্ট জিনিস। 53 00:05:58,166 --> 00:05:59,458 পরীক্ষা-নিরীক্ষা করা প্রায়ই শেষ। 54 00:05:59,625 --> 00:06:01,125 আমরা খুব শিঘ্রই বিটা ভার্সন রিলিজ করবো। 55 00:06:01,208 --> 00:06:03,125 -বেশ তাহলে, ব্যস। -ভাই, কোডিং দিয়ে মেরে ফেলুন! 56 00:06:03,291 --> 00:06:04,166 বায় গাইজ। 57 00:06:04,958 --> 00:06:06,541 - সিদ্ধু! - হ্যাঁ। 58 00:06:06,708 --> 00:06:07,625 সিদ্ধু! 59 00:06:07,708 --> 00:06:08,583 - কী? - এই, সিদ্ধু! 60 00:06:09,541 --> 00:06:11,250 প্রেজেন্টেশনের মাঝখানে এত ফোনকল কিসের? 61 00:06:11,458 --> 00:06:12,583 পরেরবার থেকে সাইলেন্ট মোডে রাখবি। 62 00:06:12,791 --> 00:06:14,208 প্রীতি ডিনারে দেখা করার জন্য টেক্সট করেছিল। 63 00:06:14,583 --> 00:06:15,541 আজকে ওর জন্মদিন, তুই তো জানিসই। 64 00:06:15,666 --> 00:06:17,041 তো? তুই যাচ্ছিস? 65 00:06:20,916 --> 00:06:21,958 সারপ্রাইজ? 66 00:06:22,250 --> 00:06:23,791 তুই আসলেই একটা কিছু। 67 00:06:28,333 --> 00:06:29,875 বেবি। আমি খুবই দুঃখিত, সোনা। 68 00:06:30,125 --> 00:06:31,416 আজ রাতে ডিনারে আসতে পারবো না। 69 00:06:31,666 --> 00:06:33,083 আমাকে ব্যাঙ্গালোর যেতে হবে। 70 00:06:33,250 --> 00:06:35,041 প্লিজ কিছু মনে করো না, সোনা! তোমাকে ভালোবাসি। 71 00:06:37,083 --> 00:06:38,125 স্যার, বুকে। 72 00:06:39,375 --> 00:06:41,500 ওহ! কিছু একটা পরিকল্পনা করেছিস! 73 00:06:42,083 --> 00:06:43,333 এয়ারপোর্টে পৌঁছে গেছ? 74 00:06:43,916 --> 00:06:45,000 আমি এয়ারপোর্টেই আছি। 75 00:06:45,708 --> 00:06:46,666 আমার ফ্লাইটের সময় হয়ে গেছে। 76 00:06:46,750 --> 00:06:48,958 সিদ্ধু। তোমায় সত্যিই মিস করছি। 77 00:06:49,333 --> 00:06:50,875 আমিও মিস করছি, বেবি। আমি তোমাকে ভালোবাসি। 78 00:06:50,958 --> 00:06:52,375 আমি তোমাকে অনেক ভালোবাসি, বেবি। 79 00:06:52,875 --> 00:06:55,000 যদি এই মুহূর্তে তোমার সামনে এসে পড়ি তাহলে কী করবে? 80 00:06:55,125 --> 00:06:56,666 আমি জানি যে তোমার কিছু কাজ আছে। 81 00:06:58,291 --> 00:06:59,666 ঠিক বলেছ। খুবই ব্যস্ত। 82 00:07:00,000 --> 00:07:01,166 কিন্তু যদি ওখানে চলে আসতাম 83 00:07:01,291 --> 00:07:02,541 তাহলে বার্থডে গার্লকে দেখতে পেতাম। 84 00:07:02,833 --> 00:07:04,750 - ভালো একটা সুযোগ হাত ছাড়া করলাম। - তুমি শুধু বলছো, 85 00:07:04,833 --> 00:07:06,583 - যদি আমি তোমার সামনে আসি এসে পড়ি? - কিন্তু তুমি আসবে না। 86 00:07:06,666 --> 00:07:07,583 ধরে নাও আমি এসেছি... 87 00:07:07,958 --> 00:07:09,375 প্রায় তোমার সামনে। 88 00:07:10,125 --> 00:07:11,166 এই, প্রীতি! 89 00:07:14,083 --> 00:07:15,125 প্রীতি? 90 00:07:15,875 --> 00:07:16,833 সিদ্ধু? 91 00:07:22,125 --> 00:07:24,875 সিদ্ধু, তুমি তো এয়ারপোর্টে ছিলে... এক সেকেন্ড.... 92 00:07:30,125 --> 00:07:31,000 সিদ্ধু! 93 00:07:31,083 --> 00:07:32,375 - প্রীতি! - সিদ্ধু! 94 00:07:33,125 --> 00:07:34,083 সিদ্ধু! 95 00:11:13,500 --> 00:11:16,541 ৪ দিনের মধ্যে অ্যাপের বিটা টেস্টিং রয়েছে এবং অ্যাপ লঞ্চের মাত্র ১০ দিন বাকি আছে। 96 00:11:16,791 --> 00:11:18,416 আর তুই এখানে মাতাল হয়ে পড়ে আছিস? 97 00:11:18,708 --> 00:11:20,666 ওদিকে ম্যানেজার রেগে আগুন হয়ে আছে। 98 00:11:21,166 --> 00:11:22,833 উঠ। তাড়াতাড়ি উঠ। 99 00:11:23,375 --> 00:11:25,416 গিয়ে গোসল কর। যা। 100 00:11:32,208 --> 00:11:33,083 যাওয়া যাক? 101 00:11:34,291 --> 00:11:35,291 এভাবে যাবি? 102 00:11:35,500 --> 00:11:36,916 সমস্যা কী? ওহ। 103 00:11:38,416 --> 00:11:39,291 প্যান্ট পরে নে। 104 00:11:51,250 --> 00:11:54,958 আমার মতো ডিভোর্স নেওয়ার চেয়ে ব্রেকআপ হওয়া ভালো। তাই খুশি থাক। 105 00:12:03,375 --> 00:12:04,333 ব্রো? 106 00:12:04,791 --> 00:12:07,666 তুমি যখন তাদের দেখেছ, তখন তারা ঠিক কোন অবস্থায় ছিল? 107 00:12:09,208 --> 00:12:10,541 বিস্তারিত জানলে ভালো হতো। 108 00:12:11,208 --> 00:12:12,416 আমার একটা খটকা আছে, ব্রো। 109 00:12:12,625 --> 00:12:16,708 তাদের দেখার পর তোমার অনুভূতি ঠিক কেমন ছিল? 110 00:12:16,958 --> 00:12:18,208 তাকে সাইপ্রাইজ দিতে চেয়েছিল। 111 00:12:18,750 --> 00:12:19,666 কে জানে... 112 00:12:21,166 --> 00:12:24,416 হারামি! মেয়েদের ব্যাপারে এভাবে কথা বলার সাহস কী করে হয়? মেয়েদের নিয়ে মন্তব্য করার সাহস কী করে হলো? 113 00:12:24,500 --> 00:12:26,666 - সিদ্ধু! সিদ্ধু! ছাড় তাকে! - সিদ্ধু! 114 00:12:26,958 --> 00:12:28,041 - সিদ্ধু! ছাড় তাকে! - সিদ্ধু! 115 00:12:28,125 --> 00:12:29,250 মেরে ফেলবি না-কি? 116 00:12:31,041 --> 00:12:33,583 তার কথায় বিরক্ত হচ্ছিস কেন? 117 00:12:33,750 --> 00:12:35,250 আরেকজনের রাগ ওর ওপর দেখাবি না। 118 00:12:35,333 --> 00:12:37,000 না-কি বারবার এটা করবি। 119 00:12:38,291 --> 00:12:39,333 বাইকের চাবি দে। 120 00:12:40,375 --> 00:12:41,333 কেন লাগবে? 121 00:12:52,291 --> 00:12:53,250 এটা কী? 122 00:12:53,666 --> 00:12:56,208 - এই! - ভেঙ্কি! তুমি ঠিক আছো? ভেঙ্কি! 123 00:12:58,000 --> 00:12:59,583 ভেঙ্কি! তুমি ঠিক আছো? 124 00:13:04,541 --> 00:13:05,458 ভেঙ্কি! 125 00:13:06,166 --> 00:13:07,083 ভেঙ্কি! 126 00:13:08,208 --> 00:13:09,250 থামো! 127 00:13:17,000 --> 00:13:18,875 এই! জনসাধারণের মাঝে মারামারি কিসের? 128 00:13:19,500 --> 00:13:20,875 - আয়। - স্যার। 129 00:13:20,958 --> 00:13:21,958 - ভেঙ্কি? - গাড়িতে উঠ। 130 00:13:27,458 --> 00:13:28,541 আপনার অভিযোগ কী? 131 00:13:29,000 --> 00:13:30,750 আমার বাড়িতে ডাকাতি হয়েছে। 132 00:13:31,291 --> 00:13:33,000 - ঠিক আছে। - আমি আমার প্রতিবেশীকে সন্দেহ করছি। 133 00:13:33,125 --> 00:13:34,166 নমস্কার, মি. এসআই। 134 00:13:34,458 --> 00:13:36,333 মি. সঞ্জয়! থানায় আসার কারণ কী? 135 00:13:36,416 --> 00:13:37,458 আপনার বাবার কারণে? 136 00:13:38,291 --> 00:13:39,583 আপনাকে আর কতবার বলবো, স্যার? 137 00:13:40,625 --> 00:13:43,625 সকল বয়স্ক নাগরিকদের নিখোঁজ মামলা আত্মহত্যা বলে গণিত করা হয়েছে। 138 00:13:44,208 --> 00:13:47,500 আসলে, আমি এখানে বাবার জন্য আসিনি, আমার ছেলের জন্য এসেছি। 139 00:13:50,416 --> 00:13:51,625 সে আপনার ছেলে? 140 00:13:54,875 --> 00:13:57,333 তোমার দাদার কারণে আগে থেকেই স্টেশনের চক্কর কাটছি, 141 00:13:57,875 --> 00:13:59,041 আর এখন তুমি সমস্যা হয়ে উঠেছ। 142 00:13:59,291 --> 00:14:01,291 আমি একটি গুরুত্বপূর্ণ বিজনেস মিটিংয়ে ছিলাম, যখন আমি ফোন পেলাম... 143 00:14:01,500 --> 00:14:03,000 যে তোমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। 144 00:14:03,208 --> 00:14:04,125 এখন আপনার চিন্তা কী নিয়ে? 145 00:14:04,541 --> 00:14:06,666 আমি গ্রেপ্তার হয়েছি বলে না-কি বিজনেস মিটিং মিস হয়েছে বলে? 146 00:14:06,791 --> 00:14:07,666 সিদ্ধু! 147 00:14:08,166 --> 00:14:09,125 ভাগি, বাইক স্টার্ট কর। 148 00:14:09,208 --> 00:14:11,291 বাইক নিয়ে আসিনি। তোর বাবার সাথে এসেছি। 149 00:14:11,500 --> 00:14:13,750 নিজস্ব বাড়ি থাকা সত্ত্বেও ভিন্ন বাড়িতে থাকো কেন? 150 00:14:13,833 --> 00:14:15,333 - চল বাড়ি যাই। - আমি যেতে চাই না। 151 00:14:15,500 --> 00:14:16,666 - তোমার সমস্যাটা কী? - সিদ্ধু! 152 00:14:16,750 --> 00:14:18,916 তোমার দাদা বাড়ি ছেড়ে চলে গেলে আমি কী করবো? 153 00:14:19,000 --> 00:14:20,041 থানায় অভিযোগ করেছি। 154 00:14:20,125 --> 00:14:21,500 পরিচিতদের সাহায্য নিচ্ছি। 155 00:14:21,625 --> 00:14:23,000 সাধ্যমতো চেষ্টা করছি। 156 00:14:23,083 --> 00:14:24,666 তুমি কি কখনো আমাদের ফোন করেছো? 157 00:14:25,333 --> 00:14:26,666 তোমার কারণে তোমার মা চিন্তিত। 158 00:14:27,791 --> 00:14:29,375 আমাদের জন্য তোমার কোনো চিন্তাই নেই। 159 00:14:29,958 --> 00:14:32,666 আপনার যদি কোনো চিন্তা থাকতো, তাহলে দাদা বাড়ি ছেড়ে যেতো না। 160 00:14:32,750 --> 00:14:34,083 - সিদ্ধু! না। - তুই কিছুই জানিস না, ভাগি। 161 00:14:34,833 --> 00:14:36,708 প্রথমে গিয়ে উনাকে ঘরে নিয়ে আসুন, পরে এ ব্যাপারে ভেবে দেখবো। 162 00:14:37,000 --> 00:14:40,000 অনুবাদে: তানজীর খান 163 00:14:40,001 --> 00:14:43,000 অনুবাদে: তানজীর খান সাজ্জাত হোসেন 164 00:14:43,001 --> 00:14:46,000 অনুবাদে: তানজীর খান সাজ্জাত হোসেন আহমেদ জয়নুদ্দিন 165 00:14:46,001 --> 00:14:49,000 অনুবাদে: তানজীর খান সাজ্জাত হোসেন আহমেদ জয়নুদ্দিন কবির হোসেন তইবুর 166 00:14:49,001 --> 00:14:52,000 অনুবাদে: তানজীর খান সাজ্জাত হোসেন আহমেদ জয়নুদ্দিন কবির হোসেন তইবুর ইমরুল হাসান নাসিম 167 00:14:52,001 --> 00:14:55,000 অনুবাদে: তানজীর খান সাজ্জাত হোসেন আহমেদ জয়নুদ্দিন কবির হোসেন তইবুর ইমরুল হাসান নাসিম আহনাফ মুজাহিদ অনিক 168 00:14:55,100 --> 00:15:15,000 সম্পাদনায়: তানজীদ আহমেদ 169 00:15:15,100 --> 00:15:48,000 সাবটাইটেল পরিবেশনায়: টিম প্রজাপতি 170 00:15:48,083 --> 00:15:49,166 তোমার কি ফেসবুক নেই? 171 00:15:53,125 --> 00:15:54,041 না। 172 00:15:54,250 --> 00:15:55,125 কেন? 173 00:15:57,916 --> 00:15:59,375 আমি জানি না। 174 00:15:59,666 --> 00:16:01,125 একাউন্ট থাকলে ছবি পোস্ট করতে পারতে। 175 00:16:02,125 --> 00:16:03,083 পোস্ট করলে কী হবে? 176 00:16:03,250 --> 00:16:04,458 সবাই ছবি দেখবে। 177 00:16:05,750 --> 00:16:06,625 আর তারপর? 178 00:16:06,708 --> 00:16:07,833 অনেক লাইকস পাবে। 179 00:16:09,083 --> 00:16:10,583 অনেক লাইক পেলে কী হবে? 180 00:16:11,125 --> 00:16:13,666 মানে, অনেক লাইক পেলে কী হবে? 181 00:16:14,416 --> 00:16:15,416 আমি জানি না। 182 00:16:16,666 --> 00:16:18,666 একদম। তুমি জানো না কী হবে। 183 00:16:19,083 --> 00:16:20,166 এজন্য আমি ব্যবহার করছি না। 184 00:16:20,458 --> 00:16:21,708 তো, তুমি ফোন ব্যবহার করো না? 185 00:16:21,958 --> 00:16:22,875 না। 186 00:16:23,041 --> 00:16:24,000 কেন? 187 00:16:25,458 --> 00:16:26,625 কখনই প্রয়োজনীয় বলে মনে হয়নি। 188 00:17:01,083 --> 00:17:02,291 আয়! আয় আমাকে মার! 189 00:17:10,666 --> 00:17:11,750 হারামি... 190 00:17:27,916 --> 00:17:29,125 আমি নন্দিনী। 191 00:17:29,625 --> 00:17:31,250 আমি বিএসসি এগ্রিকালচার পড়েছি। 192 00:17:32,833 --> 00:17:34,416 - গ্রামের নাম আলাজাঙ্গি, - আলাজাঙ্গি? 193 00:17:34,500 --> 00:17:35,541 জেলা বিজয়নগরম। 194 00:17:35,916 --> 00:17:39,500 পোস্ট বক্স নম্বর ৫৩৫৫৭৩ 195 00:17:39,625 --> 00:17:42,291 ধীরে ধীরে সূর্যোদয় হচ্ছে। 196 00:17:42,750 --> 00:17:47,416 আমার সামনের মেয়েটা এই স্মৃতিটাকে ধরে রাখার জন্য সেলফি তুলছে। 197 00:17:48,833 --> 00:17:49,875 সবাই এরকম। 198 00:17:50,125 --> 00:17:53,625 আমরা এসব সৌন্দর্যকে স্মৃতিতে পরিণত করে ধরে রাখার কথা ভাবি। 199 00:17:54,500 --> 00:17:56,125 কিন্তু সেলফিতে কী থাকবে? 200 00:17:56,458 --> 00:17:57,708 সূর্য থাকবে। 201 00:17:57,833 --> 00:17:58,833 বৃষ্টি থাকবে। 202 00:17:59,166 --> 00:18:03,625 কিন্তু আমরা ওসব দেখে যে অনুভূতি পেয়েছি তা ছবিতে থাকবে না। 203 00:18:04,458 --> 00:18:07,083 এজন্যই হয়তো আমি ডায়েরি লিখতে পছন্দ করি। 204 00:18:07,666 --> 00:18:09,125 প্রকৃতি দেখার আনন্দের সাথে সাথে, 205 00:18:09,416 --> 00:18:12,666 প্রকৃতি দেখে আমাদের যে অনুভূতি হয়েছে তাও বর্ণমালায় লেখা যেতে পারে। 206 00:18:14,041 --> 00:18:17,291 স্মৃতিতে পরিণত হওয়ার মতো কিছু ঘটলে, সেটা স্মৃতিতে পরিণত হবে। 207 00:18:18,916 --> 00:18:22,250 যেসব কিছু আমরা মনে রাখি, তা-ই হবে আমাদের জীবন। 208 00:18:23,375 --> 00:18:27,250 আমরা যে পোশাক পরেছি, যে রেস্টুরেন্টে গিয়েছি, 209 00:18:27,541 --> 00:18:29,416 এবং যে বিষয়গুলো নিয়ে কথা বলেছি তা যদি আমাদের মনে না থাকে, 210 00:18:30,208 --> 00:18:31,583 তাহলে আমরা কী ওই মুহূর্তটা উপভোগ করেছি? 211 00:18:32,458 --> 00:18:36,791 এই ডায়রিতে আমি যা কিছু লিখছি তা আমার কাটানো মুহূর্ত ছিল না... 212 00:18:37,333 --> 00:18:38,500 এই মুহূর্তগুলো আমি উপভোগ করেছি। 213 00:18:39,416 --> 00:18:41,083 আমি প্রথমবার হায়দ্রাবাদে এসেছি। 214 00:18:49,791 --> 00:18:51,416 আসুন! আসুন! ক্যাব, ম্যাডাম? 215 00:18:51,666 --> 00:18:52,625 না, ধন্যবাদ। 216 00:18:53,166 --> 00:18:54,750 - আমার বন্ধু আসছে। - মজা করবেন না, ম্যাডাম। 217 00:18:54,875 --> 00:18:57,041 আজকাল কেউ কাউকে নিতে আসে না। সবাই ক্যাব নেয়। 218 00:18:57,125 --> 00:18:58,000 ঠিক বলেছেন। 219 00:18:58,791 --> 00:18:59,833 তুমি কোনো ফোন ব্যবহার করো না। 220 00:18:59,916 --> 00:19:02,708 যদি ব্যবহার করতে, তাহলে একটা ক্যাব বুক করে, কোনো ঝামেলা ছাড়াই বাসায় আসতে পারতে। 221 00:19:02,833 --> 00:19:03,916 সাঞ্জু! 222 00:19:04,291 --> 00:19:06,750 কিন্তু এখানে আসার সাথে সাথেই তোমাকে দেখতে পেতাম না। 223 00:19:07,166 --> 00:19:09,500 আমাকে হয়তো আরো ৪৫ মিনিট অপেক্ষা করতে হতো। 224 00:19:09,583 --> 00:19:10,833 যা আমি পারবো না। 225 00:19:13,250 --> 00:19:15,000 হঠাৎ করে হায়দ্রাবাদে আসার কারণ কী? 226 00:19:18,666 --> 00:19:21,666 আমাকে ভেঙ্কেট রাও নামের একজনের সাথে দেখা করতে হবে। 227 00:19:21,750 --> 00:19:24,083 দাদা আমাকে ব্যক্তিগতভাবে এই কভারটা দিতে বলেছেন। 228 00:19:24,166 --> 00:19:26,500 - কভারের ভেতরে কী আছে? - আমি জানি না। 229 00:19:26,625 --> 00:19:28,875 এই কভারটা উনার কাছে গুরুত্বপূর্ণ। 230 00:19:45,500 --> 00:19:48,208 এই! হায়, আমি ডা. সন্দীপ। আপনার নতুন প্রতিবেশী। 231 00:19:48,291 --> 00:19:49,791 - আমরা আজই এসেছি। - তো? 232 00:19:49,875 --> 00:19:50,750 আসলে.... 233 00:19:50,875 --> 00:19:52,291 বস, বস, বস! এক সেকেন্ড। 234 00:19:52,375 --> 00:19:53,916 আমার সব আত্মীয়-স্বজনরা বাসায় এসেছে। 235 00:19:54,000 --> 00:19:56,583 আমাদের দুধ ফুটাতে হবে, মানে, দুধ কিনেছি কিন্তু ম্যাচবক্স ভুলে গেছি। 236 00:19:56,791 --> 00:19:57,958 ভাই, সবাই অপেক্ষা করছে। 237 00:20:00,208 --> 00:20:01,791 তাই, আমার একটা ম্যাচবক্স লাগবে, প্লিজ। 238 00:20:01,875 --> 00:20:02,875 এক মিনিট। 239 00:20:04,875 --> 00:20:06,500 পুরো ফ্ল্যাট ধোঁয়ায় ভরে আছে কেন? 240 00:20:08,250 --> 00:20:09,333 আমার কাছে ম্যাচবক্স নেই। 241 00:20:09,500 --> 00:20:11,916 কিন্তু আগুন আছে, নিন। 242 00:20:16,750 --> 00:20:17,625 শ্রুজানা। 243 00:20:17,708 --> 00:20:18,625 হায়, শ্রুজানা! 244 00:20:19,291 --> 00:20:21,166 ও এমনই। তুমি আমার সাথে আসো। 245 00:20:21,250 --> 00:20:24,416 এক জায়গায় বসে গল্প করলে আমরা তাদেরকে বন্ধু বলি। 246 00:20:24,500 --> 00:20:27,875 কিন্তু এখানে তারা একে অপরের সাথে কথা বলছে না। 247 00:20:28,500 --> 00:20:30,541 সানজানা তাদের সাথে আমার পরিচয় করে দিয়েছে। 248 00:20:30,791 --> 00:20:33,291 কিন্তু প্রথমে, তাকে তাদের একে অপরের সাথে পরিচয় করিয়ে দেওয়া উচিত। 249 00:20:36,875 --> 00:20:41,625 - এই! মার এটাকে! ওখানে। - মার এটাকে! ওদিকে যাচ্ছে। 250 00:20:41,708 --> 00:20:45,833 - এই! কী করছিস? - মার এটাকে। ভালো করে দেখ। 251 00:20:46,333 --> 00:20:48,125 - মার এটাকে, প্লিজ! - কী করছো?? 252 00:20:48,208 --> 00:20:50,625 - ওদিকে দেখ! মার। - দাঁড়াও! মেরো না। 253 00:20:51,708 --> 00:20:53,541 এখন কী এটা খাবে? 254 00:20:53,666 --> 00:20:54,875 মেরে ফেললে কি খাওয়া উচিত? 255 00:20:55,041 --> 00:20:56,916 যতদূর আমি জানি, 256 00:20:57,041 --> 00:21:00,625 একটা জীব অন্য জীবের খাবার না হলে মারা উচিত না। 257 00:21:02,041 --> 00:21:03,625 পারফেক্ট! তোমরা করতে পেরেছ। 258 00:21:04,166 --> 00:21:06,916 আমার মনে হয় প্রেজেন্টটেশনে কোনো সমস্যা নাই, তাই না? 259 00:21:07,583 --> 00:21:09,416 - সবাই চেক করেছে? - তুই মশা খাবি কেন? 260 00:21:10,000 --> 00:21:11,375 কোনো কিছু মারলে, সেটা খাওয়া উচিত। 261 00:21:12,791 --> 00:21:14,458 ক্লায়েন্ট বেটা ভার্শন দেখবে। 262 00:21:14,875 --> 00:21:17,250 - সবকিছু ঠিকঠাকভাবে হলে... - তুই কি মানসিক হাসপাতাল থেকে এসেছিস? 263 00:21:17,333 --> 00:21:18,541 তোকে ডায়েরির ব্যাপারে বলছিলাম, তাই না? 264 00:21:18,625 --> 00:21:19,833 - ডায়েরির মেয়েটা আমাকে বলেছে। - আর রঘু, 265 00:21:19,916 --> 00:21:21,250 তুমি পিপিটি সামলাও। 266 00:21:21,750 --> 00:21:23,625 আমি সিরিয়াসলি বিরক্ত। 267 00:21:23,875 --> 00:21:25,083 সে আর কিছু বলেনি? 268 00:21:25,458 --> 00:21:26,958 এখন ওটার কী করবি? 269 00:21:28,291 --> 00:21:29,250 লালনপালন করা যাক! 270 00:21:30,833 --> 00:21:32,125 তুমি সমস্ত ডকুমেন্টেশন সামলাও। 271 00:21:32,208 --> 00:21:36,291 একটা পিরিয়ডিক মুভির পিরিয়ডিক মেয়ে। ১৯৯০ সালে নির্মিত। 272 00:21:36,875 --> 00:21:40,000 এমন লোক থাকতে পারে যাদের কাছে এটা ভালো লাগে। 273 00:21:40,083 --> 00:21:41,083 কিন্তু কেউ কী এমন হতে পারে? 274 00:21:41,791 --> 00:21:43,541 দুই বছর ওই মেয়েটাকে ডেট করেছিস। 275 00:21:43,791 --> 00:21:45,041 ওকে বুঝতে পারিসনি। 276 00:21:45,208 --> 00:21:47,041 আর তুই এখন এই মেয়েটার চেহারা পর্যন্ত দেখিসনি। 277 00:21:47,166 --> 00:21:48,625 তার সাথে জড়ানোটা কী জরুরি? 278 00:21:49,708 --> 00:21:50,875 সে খুবই ভিন্ন। 279 00:21:51,291 --> 00:21:53,041 এজন্যই আমি এটা পড়তে চাই। 280 00:21:54,416 --> 00:21:55,291 হায়, সুজিত। 281 00:21:55,916 --> 00:21:56,791 এই, ভাগি! 282 00:21:57,291 --> 00:21:59,625 অরুণ তোমার সাথে ক্লায়েন্ট মিটিংয়ের জন্য আসবে। 283 00:21:59,916 --> 00:22:02,375 কিন্তু অজিত, সিদ্ধু সম্পূর্ণ কোডিং করেছে। 284 00:22:02,541 --> 00:22:04,833 তাই কেবল ও-ই সব প্রশ্নের উত্তর দিতে পারবে। 285 00:22:05,916 --> 00:22:08,625 কাম অন, ভাগি! ক্লায়েন্টের মনঃক্ষুণ্ণ হবে এমনকিছু ও করলে 286 00:22:08,708 --> 00:22:10,083 আমরা কোনো তহবিল পাবো না। 287 00:22:10,583 --> 00:22:12,791 আর তারপর অফিস বন্ধ করে বাড়িতে বসে থাকতে হবে। 288 00:22:13,166 --> 00:22:14,375 আসল কথা বলো, অজিত। 289 00:22:14,541 --> 00:22:16,875 - এ ব্যাপারে কেবল সে-ই ভালো জানে। - ঠিক আছে। 290 00:22:17,666 --> 00:22:19,958 কোনো ভুলভাল কিছু হলে, দুজনেই চাকবি হারাবে। 291 00:22:28,208 --> 00:22:29,708 এই মেয়েটা হায়দ্রাবাদ কেন এসেছে? 292 00:22:34,333 --> 00:22:36,708 নান্দু, এই ফোন নাও আর গুগোল ম্যাপে লোকেশন খোঁজো। 293 00:22:37,250 --> 00:22:40,125 সহজেই ঠিকানা পেয়ে যাবে। জলদি গিয়ে তাকে এটা দিয়ে দিতে পারবে। 294 00:22:40,958 --> 00:22:41,916 প্রয়োজন নেই। 295 00:22:42,166 --> 00:22:43,083 কীভাবে যাবে? 296 00:22:43,166 --> 00:22:44,708 বাসে যাবো। 297 00:22:45,000 --> 00:22:46,250 খামোখা সময় নষ্ট হবে। 298 00:22:46,916 --> 00:22:49,416 আমার হাতে অনেক সময় আছে। চিন্তা কোরো না। 299 00:22:50,083 --> 00:22:51,083 বায়। 300 00:22:51,791 --> 00:22:54,208 সাঞ্জু, সন্ধ্যায় জলদি বাসায় এসো। 301 00:22:54,291 --> 00:22:55,375 - ঠিক আছে? বায়। - নিশ্চয়ই। 302 00:23:07,041 --> 00:23:10,000 ঠিকানা জানার জন্য সবাইকে জিজ্ঞেস করে বিরক্ত করবো কেন? 303 00:23:10,083 --> 00:23:11,541 এটাকে মানুষের মিথস্ক্রিয়া বলে, ভাগি। 304 00:23:11,750 --> 00:23:14,208 নন্দীনির দর্শনের মতে, ভ্রমণ করার সময় 305 00:23:14,291 --> 00:23:17,583 সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভ্রমণ এবং তাতে দেখা হওয়া মানুষজন, গন্তব্য নয়। 306 00:23:17,708 --> 00:23:19,000 প্লিজ এভাবে তাকে সমর্থন করবি না। 307 00:23:19,083 --> 00:23:20,375 এমন কোনো দর্শন নেই। 308 00:23:20,666 --> 00:23:22,416 আমাদেরকে ওই দর্শনের অভিজ্ঞতা অর্জন করতে হবে। 309 00:23:22,625 --> 00:23:23,541 গুগল ম্যাপ, বন্ধ। 310 00:23:23,625 --> 00:23:25,041 মানুষের মিথস্ক্রিয়ার ব্যাপার ভুলে যা, 311 00:23:25,125 --> 00:23:27,625 যদি মিটিং মিস করি, তাহলে আমাদেরকে পশুর মিথস্ক্রিয়ার মুখোমুখি হতে হবে হয়তো। 312 00:23:30,291 --> 00:23:31,166 ভাই! 313 00:23:32,416 --> 00:23:34,041 আপনি কি জানেন সনাতন আশ্রম কোথায়? 314 00:23:34,250 --> 00:23:36,583 ওহ, ভাই! রোল্ড রিসোর্টটা কোথায় জানেন? 315 00:23:36,791 --> 00:23:37,916 ম্যাপে দেখুন। 316 00:23:38,166 --> 00:23:39,958 ওহ, আমাদের ম্যাপের প্রয়োজন নেই। 317 00:23:40,083 --> 00:23:41,333 আমাদের মানুষের মিথস্ক্রিয়ার প্রয়োজন। 318 00:23:41,500 --> 00:23:42,750 - তাই না, সিদ্ধু? - হ্যাঁ। 319 00:23:42,916 --> 00:23:43,791 কোথায়? 320 00:23:44,125 --> 00:23:45,041 আপনার জানা দরকার কেন? 321 00:23:45,208 --> 00:23:47,041 আমাকে মি. ভেঙ্কেট রাও এর সাথে দেখা করতে হবে। 322 00:23:47,833 --> 00:23:48,958 ওইযে খোলা দরজাটা। 323 00:23:49,333 --> 00:23:50,375 - ওটা? - হুম। 324 00:23:51,541 --> 00:23:52,416 ধন্যবাদ ভাই। 325 00:24:02,541 --> 00:24:03,458 ধ্যাত! 326 00:24:09,708 --> 00:24:10,583 অজিত। 327 00:24:10,666 --> 00:24:12,333 অনেকক্ষণ অপেক্ষা করার পর ক্লায়েন্ট চলে গেছে। 328 00:24:13,083 --> 00:24:13,958 ওহ, ভগবান! 329 00:24:14,041 --> 00:24:15,291 অজিত, আমি সত্যিই দুঃখিত, অজিত। 330 00:24:15,416 --> 00:24:17,500 সুজিতের বদলে তুমি ইচ্ছাকৃতভাবে সিদ্ধুকে সাথে নিয়েছ। 331 00:24:17,625 --> 00:24:19,541 তোমাকে বলেছিলাম, সে খুবই দায়িত্বজ্ঞানহীন ছেলে। 332 00:24:19,625 --> 00:24:20,500 কিন্তু তবুও তুমি এটা করেছ। 333 00:24:20,583 --> 00:24:22,666 এখন, এ কারণে প্রজেক্টটা হারালাম। 334 00:24:23,000 --> 00:24:23,958 অজিত! 335 00:24:25,500 --> 00:24:26,500 ধ্যাত! 336 00:24:27,458 --> 00:24:30,333 ভাগি, নন্দীনির দর্শন ঠিকই আছে। কিন্তু ক্লায়েন্ট ব্যস জলদি চলে গেছে। 337 00:24:32,541 --> 00:24:35,666 মেয়েটাকে একবার হাতে পেলে সেই পেটাবো। 338 00:24:38,416 --> 00:24:40,500 আপু, আপু! শুভ জন্মদিন! 339 00:24:40,875 --> 00:24:41,833 জন্মদিন? 340 00:24:43,875 --> 00:24:46,291 দুঃখিত বাবু, আজকে আমার জন্মদিন না। 341 00:24:50,333 --> 00:24:51,541 কেক! কেক! 342 00:24:51,708 --> 00:24:53,750 এই, ছোটু! উনার আজকে জন্মদিন না। যা তুই। 343 00:24:57,125 --> 00:24:58,750 উনার জন্মদিন না। 344 00:25:03,083 --> 00:25:04,833 - মি. ভেঙ্কেট রাও? - মি. ভেঙ্কেট রাও? 345 00:25:05,791 --> 00:25:08,000 অনেক দিন হয়ে গেছে মি. ভেঙ্কেট রাও এখানে আসেনি। 346 00:25:08,208 --> 00:25:10,166 আমার মনে হয় অন্তত দেড় বছর হয়ে গেছে। 347 00:25:10,750 --> 00:25:13,500 উনার সাথে দেখা করাটা আমার জন্য খুব গুরুত্বপূর্ণ। 348 00:25:13,750 --> 00:25:15,500 আমার কাছে উনার কোনো ডিটেইল নেই। 349 00:25:22,291 --> 00:25:23,250 শুনো, ব্যাটি। 350 00:25:24,083 --> 00:25:27,000 শুনেছি, মি. ভেঙ্কট রাও কোনো কেসের ব্যাপারে ক্রিমিনাল লইয়ার 351 00:25:27,083 --> 00:25:29,833 মি. পদ্মানাভামের সাথে নামপাল্লি কোর্টে নিয়মিত দেখা করে। 352 00:25:29,958 --> 00:25:32,583 উনার সাথে দেখা করলে কোনো তথ্য পেতে পারো। 353 00:25:34,625 --> 00:25:37,166 আইনজীবী পদ্মানাভাম। 354 00:25:38,916 --> 00:25:39,791 হ্যালো! হ্যালো! হ্যালো! 355 00:25:39,875 --> 00:25:41,666 স্যার! স্যার! প্লিজ থামেন! 356 00:25:42,166 --> 00:25:43,750 ওহ, তরুণরা! ধন্যবাদ! 357 00:25:44,458 --> 00:25:45,791 - নমস্কার, ভাই। - জি, স্যার। 358 00:25:45,875 --> 00:25:46,916 আমার গাড়ি নষ্ট হয়ে গেছে। 359 00:25:47,000 --> 00:25:49,125 আমাকে এয়ারপোর্টে যেতে হবে। ফ্লাইটের জন্য দেরী হয়ে যাচ্ছে। 360 00:25:49,208 --> 00:25:50,291 আমাকে একটু লিফট দিতে পারবেন, প্লিজ? 361 00:25:50,375 --> 00:25:51,583 আসুন। আসুন, স্যার। 362 00:25:51,666 --> 00:25:52,875 অসংখ্য ধন্যবাদ। 363 00:25:53,416 --> 00:25:55,708 আমার পিঠে ব্যাথা। আমাকে কি সামনের সিটে বসতে দিবে, প্লিজ? 364 00:25:57,541 --> 00:26:00,375 আমার মাথার উপর বসাবো। সে সামনে বসতে চায়। 365 00:26:00,708 --> 00:26:02,083 উনি বুড়ো মানুষ। পিছনে গিয়ে বস। 366 00:26:02,208 --> 00:26:03,458 - উঠুন, স্যার। - ভালো ছেলে। 367 00:26:06,500 --> 00:26:08,708 এই, আমার পা! এটা কী! 368 00:26:08,791 --> 00:26:10,583 ওহ! ব্যাথা পেয়েছ? আমি দুঃখিত। 369 00:26:10,916 --> 00:26:12,833 অন্য পাশে বসো। তাহলে কিছু হবে না। 370 00:26:14,583 --> 00:26:15,708 পান করার জন্য কিছু আছে? 371 00:26:16,666 --> 00:26:18,666 না, সেটা না। আমি পানি চাইছি। 372 00:26:18,750 --> 00:26:19,875 - আমার পান করার পানি চাই। - ওহ, আচ্ছা। 373 00:26:20,791 --> 00:26:22,000 ধন্যবাদ। 374 00:26:22,916 --> 00:26:23,833 এটা কি মিনারেল পানি? 375 00:26:23,916 --> 00:26:26,083 আমরা এমনিতেই ফেঁসে আছি, 376 00:26:26,166 --> 00:26:27,958 - আর আপনি মামার বাড়ির আবদার করছেন। - ওহ, তাই না-কি? 377 00:26:28,041 --> 00:26:30,333 আমরা এমনিতেই চিন্তায় আছি। যা দিচ্ছি তা নেন। 378 00:26:30,916 --> 00:26:33,208 চিন্তা? চিন্তিত কেন? 379 00:26:33,458 --> 00:26:35,541 এই অ্যাপ নিয়ে আমরা তিন বছর কঠোর পরিশ্রম করেছি,স্যার। 380 00:26:35,750 --> 00:26:36,833 ক্লায়েন্ট আমাদের সাথে দেখা না করেই চলে গেছে। 381 00:26:36,916 --> 00:26:41,083 ওই অ্যাপ? এটা কি ফেসবুক বা হোয়াটসঅ্যাপের মতো? 382 00:26:41,458 --> 00:26:42,875 উনি কী বলছে আমি কিছুই বুঝছি না। 383 00:26:42,958 --> 00:26:44,291 চুপ কর তুই। আমি উনাকে বলছি। 384 00:26:44,541 --> 00:26:46,458 হোয়াটসঅ্যাপ বা ফেসবুকের মতো সাধারণ অ্যাপ নয়, স্যার। 385 00:26:46,583 --> 00:26:47,708 এটা তার চেয়েও ভালো। 386 00:26:59,041 --> 00:27:00,291 এটা তো সুপার অ্যাপ! 387 00:27:00,583 --> 00:27:01,791 - থামুন। - কেন? 388 00:27:01,875 --> 00:27:03,833 এখানেই আপনাকে নামতে হবে। আপনি যেতে পারেন। 389 00:27:07,208 --> 00:27:09,083 তাই না-কি , ব্যাটি? বায়, ভাই। 390 00:27:09,208 --> 00:27:10,291 - অসংখ্য ধন্যবাদ। - বায়! বায়! 391 00:27:10,375 --> 00:27:11,250 ধন্যবাদ। 392 00:27:11,333 --> 00:27:13,250 ভাই, বোর্ডিং পাস কোথা থেকে সংগ্রহ করতে হয় জানেন তো? 393 00:27:13,333 --> 00:27:15,541 ওখানে একটা বোর্ড আছে। এসব সামলে নিতে পারবো। 394 00:27:15,625 --> 00:27:16,500 - আপনি এখন যেতে পারেন। - বায়। 395 00:27:16,750 --> 00:27:18,166 - ধন্যবাদ, স্যার। - বায়। 396 00:27:18,333 --> 00:27:19,750 সামনে এসে বস। 397 00:27:22,333 --> 00:27:25,000 অজিথ, সিদ্ধুর কোনো দোষ নাই। আালে ভুল আমি করেছি। 398 00:27:25,166 --> 00:27:26,750 আমিই ওকে জিপিএস বন্ধ করতে বাধ্য করেছি। 399 00:27:27,500 --> 00:27:28,875 - আসলে, স্যার....ডায়েরীতে... - এই! 400 00:27:29,208 --> 00:27:30,125 থাম! 401 00:27:30,250 --> 00:27:32,000 - আসলে.... - দুজনকেই বরখাস্ত করা হলো। 402 00:27:32,333 --> 00:27:33,375 মিস ইউ, ব্রো। 403 00:27:35,291 --> 00:27:36,416 এবার খুশি? 404 00:27:38,458 --> 00:27:40,041 - আমি এটা নিচ্ছি। - এই! 405 00:27:40,625 --> 00:27:41,708 শুভকামনা রইলো, ব্রো। 406 00:27:42,250 --> 00:27:43,166 ধন্যবাদ। 407 00:27:45,291 --> 00:27:46,791 - ফোন দিও। - আচ্ছা, দেবো। 408 00:27:47,708 --> 00:27:48,875 যা তো! 409 00:27:50,125 --> 00:27:51,166 দেখা হবে, সিদ্ধু। 410 00:27:53,166 --> 00:27:54,583 - স্যার! স্যার! স্যার! - কী? 411 00:27:54,708 --> 00:27:56,291 ক্লায়েন্ট লাইনে আছে, স্যার। 412 00:27:58,625 --> 00:27:59,541 চলো। 413 00:27:59,958 --> 00:28:00,958 বাটন চাপো। 414 00:28:05,833 --> 00:28:08,125 দাঁড়াও, সিদ্ধু! সিদ্ধু! সিদ্ধু! 415 00:28:09,583 --> 00:28:10,875 ক্লায়েন্ট তোমার সাথে কথা বলতে চায়। 416 00:28:12,833 --> 00:28:13,708 প্লিজ আসো। 417 00:28:13,875 --> 00:28:14,875 - এই, আসো। - গাইজ, আসো। 418 00:28:15,083 --> 00:28:16,375 কী খবর, ভাগি বোন? 419 00:28:16,458 --> 00:28:18,458 ভালো আছো? তুমি কেমন আছো? 420 00:28:18,541 --> 00:28:19,416 এই! 421 00:28:19,500 --> 00:28:21,125 এই, ভাই! আপনি? 422 00:28:21,500 --> 00:28:23,333 - কেমন আছেন? ভালো আছেন? - সিদ্ধু, সে-ই ক্লায়েন্ট! 423 00:28:23,416 --> 00:28:25,041 - কায়েন্ট? সে ক্লায়েন্ট? - ক্লায়েন্ট? 424 00:28:25,333 --> 00:28:30,125 স্যার... দুঃখিত স্যার। আমি আশা করিনি আপনি এতটা সাধারণ হবেন, এজন্য ভাই বলে ডেকেছি। 425 00:28:30,333 --> 00:28:31,333 প্লিজ মাফ করে দেন, স্যার। 426 00:28:31,958 --> 00:28:35,041 না, না, সমস্যা নাই, বোন। আমি খুবই সাধারণ। 427 00:28:35,208 --> 00:28:37,041 একদম তোমাদের মতোই। হ্যাঁ। 428 00:28:37,208 --> 00:28:38,750 - সিদ্ধু! - স্যার। 429 00:28:38,958 --> 00:28:42,291 দেখো, ব্যাটা। তোমার অ্যাপ আমার খুব ভালো লেগেছে। 430 00:28:42,708 --> 00:28:45,083 আর তোমার ক্যারেক্টার আরো বেশি ভালো লেগেছে। 431 00:28:45,166 --> 00:28:46,500 এটা অসাধারণ। 432 00:28:46,750 --> 00:28:47,625 কী!? 433 00:28:47,708 --> 00:28:48,875 দেখো, ব্যাটা। 434 00:28:49,041 --> 00:28:54,166 অ্যাপ তো ফোনে থাকবে। কিন্তু ব্যবহারকারী তো মানুষই হবে। 435 00:28:54,458 --> 00:28:56,291 তোমার ক্যারেক্টার আমার খুবই ভালো লেগেছে। 436 00:28:56,375 --> 00:28:58,083 তুমি কিছু একটা বলেছিলে... হ্যাঁ! 437 00:28:58,250 --> 00:29:00,458 মানুষের মিথস্ক্রিয়া। এটা আমার অনেক পছন্দ হয়েছে। 438 00:29:01,708 --> 00:29:04,375 এজন্যই আমি তোমাকে এই প্রজেক্টটা দিচ্ছি! 439 00:29:04,541 --> 00:29:06,250 এটা তোমার জন্য! 440 00:29:06,333 --> 00:29:08,000 উপভোগ করো! 441 00:29:25,666 --> 00:29:27,125 জানু, সাঞ্জু কোথায়? 442 00:29:30,666 --> 00:29:32,833 সঞ্জু! তোর সাথে কথা বলছি। 443 00:29:33,000 --> 00:29:35,250 একা একা এখানে বসে কী করছো? 444 00:29:53,666 --> 00:29:55,833 এই, সাঞ্জু! ওয়াইফাই কাজ করছে না। 445 00:29:56,791 --> 00:29:58,875 আমার মোবাইল নেটওয়ার্কও কাজ করছে না। 446 00:30:00,166 --> 00:30:01,416 তোর মোবাইলটা দে তো। 447 00:30:03,416 --> 00:30:05,000 তোর মোবাইলটা দে, প্লিজ। 448 00:30:05,500 --> 00:30:06,416 এই! 449 00:30:09,208 --> 00:30:10,916 সাঞ্জু! কী হয়েছে? 450 00:30:11,291 --> 00:30:12,458 কান্না করছিস কেন? 451 00:30:14,375 --> 00:30:15,791 কিরণ আমাকে ধোঁকা দিয়েছে। 452 00:30:17,708 --> 00:30:20,666 সে আমার পাশাপাশি আরেকটা মেয়ের সাথেও রিলেশনে ছিল। 453 00:30:22,083 --> 00:30:26,041 দাঁড়া, সোশ্যাল মিডিয়া প্লাটফর্মে তাকে ট্রল করি। 454 00:30:27,250 --> 00:30:28,583 তোর পোস্টে #ধোঁকাবাজ লেখ। 455 00:30:29,041 --> 00:30:30,041 হ্যাঁ, এটাই কর। 456 00:30:31,333 --> 00:30:32,916 তোমরা একই ফ্ল্যাটে থাকো। 457 00:30:33,125 --> 00:30:34,625 কিন্তু তোমরা জানো না তোমাদের বন্ধু কান্না করছে কেন? 458 00:30:34,875 --> 00:30:36,541 ওর কি তোমাদের ম্যাসেজ করতে হবে? 459 00:30:38,041 --> 00:30:41,000 ওহ ভগবান! চোখ দেখ! লাল হয়ে গেছে। 460 00:30:44,583 --> 00:30:48,000 এই! দাঁড়া! সাঞ্জু, আমি কি কিছু বলতে পারি? 461 00:30:49,875 --> 00:30:51,791 সে তোকে মন থেকে ভালোই বাসেনি। 462 00:30:52,125 --> 00:30:57,250 মন থেকে ভালোবাসলে... অন্য মেয়ের প্রতি আকর্ষিত হতো না। 463 00:31:00,541 --> 00:31:01,791 কিন্তু সে আকর্ষিত হয়েছে। 464 00:31:02,416 --> 00:31:04,041 আর তার মানে সে কখনো তোমাকে মন থেকে ভালোবাসেনি। 465 00:31:07,666 --> 00:31:09,583 তুমিও মন থেকে তাকে ভালোবাসোনি। 466 00:31:09,875 --> 00:31:11,500 কী বলছো তুমি? 467 00:31:12,333 --> 00:31:14,291 তুমি যদি তাকে সত্যিই ভালোবাসতে, 468 00:31:15,000 --> 00:31:18,916 তাহলে তার দুর্বলতা স্বীকার না করলেও, তাকে ক্ষমা করে দিতে। 469 00:31:20,708 --> 00:31:22,166 তো, এটা আসলে ভালোবাসা ছিল না, তাই না? 470 00:31:27,916 --> 00:31:30,958 যেখানে কোনো ভালোবাসা নেই, সেখানে ব্রেকআপ আর ধোঁকা আছে। 471 00:31:39,875 --> 00:31:40,833 হায়, প্রীতি! 472 00:31:45,833 --> 00:31:46,875 আমি অত্যন্ত দুঃখিত, ব্রো। 473 00:31:47,083 --> 00:31:48,166 অতিরিক্ত প্রতিক্রিয়া দেখিয়েছি। 474 00:31:48,291 --> 00:31:49,208 প্রীতি! 475 00:31:51,000 --> 00:31:52,208 আমি খুবই, খুবই দুঃখিত। 476 00:31:55,541 --> 00:31:57,958 তোমাদের জীবন সুখের হোক, তোমাদের জন্য শুভকামনা। 477 00:32:00,500 --> 00:32:01,500 দুঃখিত, ব্রো। 478 00:33:20,041 --> 00:33:22,416 সাঞ্জু ,আশেপাশের পোষ্ট বক্স কোথায়? 479 00:33:22,666 --> 00:33:23,791 পোষ্ট বক্স? 480 00:33:23,958 --> 00:33:25,125 পাগল মেয়ে। 481 00:33:27,000 --> 00:33:30,416 এটা কাজ করে না। এখানে চিঠি দিলেন কেন? তারা এটা খোলেও না। 482 00:33:34,333 --> 00:33:35,875 যখন বাসায় ছিলাম তখন তারা কিছুই বলেনি। 483 00:33:36,250 --> 00:33:39,083 বাইরে আসার পর, তারা বলেছে "জলদি সুস্থ হও এবং খেয়াল রেখো।" 484 00:33:39,208 --> 00:33:40,875 তারা আমাকে ওষুধপত্র নিতে বলছে। 485 00:33:41,000 --> 00:33:43,500 আর্তি, কিন্তু তারা কী বলেছে তাতে সমস্যা কোথায়? 486 00:33:43,583 --> 00:33:46,083 তুমি কি কখনো তাদের জন্য রান্না করেছ? 487 00:33:48,833 --> 00:33:51,250 কিংবা অন্তত তাদের সাথে বসে খাবার খেয়েছ? 488 00:33:51,958 --> 00:33:53,750 ফোন ছাড়া একটা দিন ব্যয় করো। 489 00:33:54,125 --> 00:33:56,416 তাহলেই জানতে পারবে কথা বলার জন্য কত মানুষ আছে। 490 00:34:10,916 --> 00:34:13,625 আপা, মায়ের জন্য ওষুধ কিনতে হবে। 491 00:34:13,708 --> 00:34:15,875 - প্লিজ কলমগুলো কিনেন, আপা। প্লিজ। - এই, ছোটু! 492 00:34:16,166 --> 00:34:17,041 এদিকে আসো। 493 00:34:18,125 --> 00:34:19,000 নাও। 494 00:34:20,500 --> 00:34:21,541 কলমগুলো দাও। 495 00:34:22,291 --> 00:34:24,208 না, আপনাকে দিবো না। আপনাকে দয়ালু মনে হচ্ছে। 496 00:34:24,958 --> 00:34:25,916 এই কলমগুলা নষ্ট। 497 00:34:26,041 --> 00:34:26,916 সমস্যা নাই। 498 00:34:27,375 --> 00:34:28,250 আমাকে দাও। 499 00:34:28,333 --> 00:34:30,916 যাও, গিয়ে মায়ের জন্য ওষুধ কিনে নাও, ঠিক আছে? 500 00:34:31,958 --> 00:34:32,833 মা, তোমার টিকেট। 501 00:34:37,875 --> 00:34:40,458 একটু আগে ওই বাচ্চাটাকে সব টাকা দিয়ে দিয়েছ, তাই না? 502 00:34:41,166 --> 00:34:42,916 - আমি দেখেছি৷ - না… না , আমি নেমে যাবো। 503 00:34:45,416 --> 00:34:46,708 নাও, এই টাকাটা রাখো৷ 504 00:34:47,000 --> 00:34:48,500 - কেন? - রাখো, মা। 505 00:34:48,583 --> 00:34:50,000 তোমাকেও তো বাড়ি ফিরে যেতে হবে। 506 00:34:50,291 --> 00:34:52,666 এই রুটেই আমার ডিউটি। পরে কখনো ফেরত দিতে পারবে। 507 00:34:58,125 --> 00:34:59,625 সে তার মোবাইল ব্যবহার করা বন্ধ করে দিয়েছে। 508 00:35:00,333 --> 00:35:01,875 ব্রো, তোমাকে নিমন্ত্রণ পাঠাবো কীভাবে? 509 00:35:03,291 --> 00:35:04,666 - পোস্ট করে দিও। - পোস্ট? 510 00:35:05,000 --> 00:35:06,625 তোমার কাছে কোনো ফোন নেই, তাই না? 511 00:35:06,708 --> 00:35:08,708 বাইরে গেলে আমাদের সাথে যোগাযোগ করবে কীভাবে? 512 00:35:37,791 --> 00:35:41,500 আমার বাবা একজন দারোয়ান। আমাদের ঘরে খরচ অনেক বেশি। 513 00:35:41,708 --> 00:35:43,000 এজন্য আমি পড়াশোনা ছেড়ে দিয়েছি। 514 00:35:44,583 --> 00:35:46,458 চিন্তা কোরো না, আমি তোমার স্কুল ফি দিয়ে দেবো। 515 00:36:41,041 --> 00:36:43,208 - হ্যাঁ, বেবি। আমরা দেখা-- - যদি একটানা ফোন ব্যবহার করো 516 00:36:43,291 --> 00:36:45,416 তাহলে তোমার মস্তিষ্ক ক্ষতিগ্রস্ত হবে। এটাকে একটু আরাম দাও, এক মিনিট। 517 00:36:45,541 --> 00:36:46,541 পানি দূষণ! 518 00:36:46,625 --> 00:36:47,625 প্রতিরোধ করতে হবে! 519 00:36:47,708 --> 00:36:49,625 - বিশুদ্ধ পানি! - সরবরাহ করতে হবে! 520 00:36:49,708 --> 00:36:51,333 - এই সিদ্ধু, থামলে কেন? - পানি দূষণ! 521 00:36:51,416 --> 00:36:52,291 প্রতিরোধ করতে হবে! 522 00:36:52,375 --> 00:36:54,666 - এই, সিদ্ধু, তোমাকে বলছি। - চলো। 523 00:36:54,833 --> 00:36:56,833 - পানি দূষণ! - প্রতিরোধ করতে হবে। 524 00:36:56,916 --> 00:36:59,083 - পানি দূষণ! - প্রতিরোধ করতে হবে। 525 00:36:59,166 --> 00:37:00,750 বিশুদ্ধ পানি… 526 00:37:38,375 --> 00:37:39,291 দাদা! 527 00:37:44,416 --> 00:37:45,375 দাদা! 528 00:38:02,875 --> 00:38:03,791 সিদ্ধু? 529 00:38:12,125 --> 00:38:13,083 বাবা! 530 00:38:16,083 --> 00:38:17,208 দাদা! 531 00:38:34,833 --> 00:38:37,583 দাদা! প্লিজ বসো। 532 00:38:46,750 --> 00:38:48,416 উনাকে সেরা চিকিৎসা দেওয়া হোক। 533 00:38:51,625 --> 00:38:53,291 সিদ্ধু, আসো। খেয়ে নাও। 534 00:38:53,666 --> 00:38:55,125 তোমার পছন্দের খাবার রান্না করেছি। 535 00:38:55,916 --> 00:38:57,083 কোথায় যাচ্ছিস? 536 00:38:57,250 --> 00:38:58,333 তাতে তোমার কী আসে যায়? 537 00:38:58,791 --> 00:38:59,666 চলো, দাদা৷ 538 00:39:01,458 --> 00:39:02,541 দাঁড়াও, ব্যাটা। 539 00:39:03,375 --> 00:39:04,583 উনার চিকিৎসা করানো দরকার। 540 00:39:04,875 --> 00:39:06,333 মাত্রই ডাক্তারের সাথে কথা হয়েছে। 541 00:39:08,041 --> 00:39:11,208 খুবই সুস্বাদু। 542 00:39:11,333 --> 00:39:14,541 যদি সে মাঝেমধ্যে একটু আচার আর তরকারি খায়, তাহলে অনেক স্বাদের হবে। 543 00:39:20,125 --> 00:39:21,750 বাবা, এ মুহূর্তে উনার চিকিৎসার দরকার নেই। 544 00:39:22,875 --> 00:39:24,166 উনার একটু ভালোবাসা আর সময় দরকার। 545 00:39:25,541 --> 00:39:27,833 দাদি মারা যাবার পর তুমি কী কখনো উনার মনের অবস্থার ব্যাপারে ভেবেছো, 546 00:39:27,916 --> 00:39:30,000 তার সাথে উনি ৫০ বছর কাটিয়েছেন? 547 00:39:30,208 --> 00:39:31,791 মানুষ ডিপ্রেশনে চলে যায়। 548 00:39:33,833 --> 00:39:35,958 এখানে উনার সাথে কথা বলার মতো কেউ নেই। তাই উনি চলে গেছে... 549 00:39:37,041 --> 00:39:38,333 আর মানসিকভাবে অসুস্থতার কারণে নয়। 550 00:39:41,833 --> 00:39:43,666 - এটা খুবই সুস্বাদু। - সিদ্ধু! সিদ্ধু! 551 00:39:43,791 --> 00:39:44,750 সিদ্ধু, দাঁড়াও। 552 00:39:46,291 --> 00:39:48,083 তুমি যে টাকা আয় করো, তা যেকেউ আয় করতে পারবে। 553 00:39:48,875 --> 00:39:50,875 কিন্তু আপনার কাছে যে সময় আছে, তা কেবল আপনিই দিতে পারেন। 554 00:39:51,333 --> 00:39:54,583 তোমাদের কাছে ওই সময় না থাকলে বলে দাও। আমি উনাকে সাথে করে নিয়ে যাবো। 555 00:39:57,541 --> 00:40:00,625 ১৬তম ধাঁধাঁ হলো... কোন জিনিসটা আমাদের সুখ এনে দেয়? 556 00:40:00,708 --> 00:40:03,416 আনান্দী.. এটা মিলছে না। 557 00:40:06,250 --> 00:40:07,666 স্যার, বিচারকদের আসার সময় হয়ে গেছে। 558 00:40:07,791 --> 00:40:09,708 দাঁড়াও, শর্মা। আমি এখানে আটকে গেছি। 559 00:40:11,000 --> 00:40:12,750 কোন জিনিসটা আমাদের সুখ এনে দেয়? 560 00:40:13,166 --> 00:40:14,791 নমস্কার। আমি নন্দিনী। 561 00:40:14,958 --> 00:40:17,375 আমি এখানে উকিল পদ্মানাভামের সাথে দেখা করতে এসেছি। 562 00:40:17,458 --> 00:40:20,416 - নন্দিনী। - উনি ভেতরে আছেন, গিয়ে খোঁজ করুন। 563 00:40:20,500 --> 00:40:23,125 ব্যাটা... আমিই উকিল পাদ্মানাভাম। 564 00:40:23,208 --> 00:40:24,083 এখানে আসো। 565 00:40:24,416 --> 00:40:25,500 - ধন্যবাদ, স্যার৷ - সমস্যা নাই। 566 00:40:26,625 --> 00:40:28,000 স্যার, আমি... 567 00:40:28,083 --> 00:40:29,625 জানি। তুমি নন্দিনী৷ 568 00:40:30,000 --> 00:40:31,541 মাত্রই একটা ধাঁধাঁর সমাধান করে এখানে এলাম। 569 00:40:31,625 --> 00:40:32,500 বলো। 570 00:40:32,625 --> 00:40:35,125 - আমার মি. ভেঙ্কেট রাও এর সাথে দেখা করা দরকার... - ভেঙ্কেট রাও... 571 00:40:36,041 --> 00:40:37,541 মি. আকুলা ভেঙ্কেট রাও। 572 00:40:37,666 --> 00:40:39,291 আমাদের আকুলা ভেঙ্কেটরাও? 573 00:40:39,541 --> 00:40:41,250 ওই ভেঙ্কেট রাও, যে কোর্টে আসে না? 574 00:40:41,333 --> 00:40:43,041 - এটা আমাদের অনাথশ্রমের কেস। - জি, স্যার৷ 575 00:40:43,166 --> 00:40:45,375 এদিকে আসো, মি. শর্মা। দাঁড়িয়ে পড়লে কেন? 576 00:40:45,833 --> 00:40:48,750 হ্যাঁ, ব্যাটি। তার সাথে তোমার কী কাজ? 577 00:40:49,916 --> 00:40:53,083 আমার দাদা এই কভারটা উনাকে দিতে বলেছেন। 578 00:40:53,208 --> 00:40:55,291 - এজন্যই এখানে এসেছি। - কভারের ভেতরে কী আছে? 579 00:40:55,916 --> 00:40:57,083 আমি জানি না। 580 00:40:57,708 --> 00:40:59,166 - মি. শর্মা! - স্যার। 581 00:40:59,500 --> 00:41:01,833 ভেঙ্কেট রাও এর পরবর্তী সেশন কবে? 582 00:41:04,083 --> 00:41:06,958 কেস হলো মাত্র ৩টা আর তুমি পাতা উল্টাচ্ছ ৩০টা। 583 00:41:07,333 --> 00:41:08,625 স্যার, তৃতীয় দিন উনার একটা সেশন আছে৷ 584 00:41:08,791 --> 00:41:10,083 - সোমবারে। - নমস্কার, স্যার৷ নমস্কার 585 00:41:10,166 --> 00:41:11,291 নমস্কার। নমস্কার। 586 00:41:11,833 --> 00:41:14,750 এক কাজ করো, ব্যাটি। তাকে কভারটা দিয়ে তুমি চলে যাও। 587 00:41:14,958 --> 00:41:16,500 সে সোমবারে ভেঙ্কেট রাওকে ওটা দিয়ে দিবে। 588 00:41:17,083 --> 00:41:18,083 আসলে... 589 00:41:18,416 --> 00:41:20,916 আমাকে ব্যক্তিগতভাবে এটা মি. ভেঙ্কেট রাওকে দিতে হবে। 590 00:41:21,000 --> 00:41:21,916 ঠিক আছে, ব্যাটি। 591 00:41:22,500 --> 00:41:24,250 সোমবারে বিকেলে এখানে এসো৷ 592 00:41:24,333 --> 00:41:26,250 তুমি সরাসরি উনাকে দিয়ে দিও, ঠিক আছে? 593 00:41:26,333 --> 00:41:27,750 উনি সোমবারে আসবেন তো? 594 00:41:27,833 --> 00:41:28,750 হ্যাঁ, আসবে। 595 00:42:31,541 --> 00:42:32,875 সবজি নেন! 596 00:42:32,958 --> 00:42:34,750 আসেন, সবজি নেন। 597 00:43:01,666 --> 00:43:02,916 হ্যাঁ, তোমার জন্য অপেক্ষা করছি। 598 00:43:04,500 --> 00:43:05,833 খেলা ইতোমধ্যে শেষ হয়ে গেছে। 599 00:43:08,208 --> 00:43:09,750 - চাবিটা দে তো। - মেইল চেক করেছো? 600 00:43:09,833 --> 00:43:10,750 কোথায় যাচ্ছিস? 601 00:43:11,000 --> 00:43:12,916 ওই ওয়েল্ডিং দোকানের লোকটা! সে নন্দিনীকে ধাওয়া করছে। 602 00:43:13,291 --> 00:43:14,416 ওকে উচিত শিক্ষা দেবো। 603 00:43:15,333 --> 00:43:16,333 ও কান্না করছে। 604 00:43:16,458 --> 00:43:18,666 সে কান্না করছে না, কান্না করছিল। 605 00:43:19,583 --> 00:43:21,208 এটা এক বছর আগে ঘটেছে। 606 00:43:21,625 --> 00:43:23,625 তুই কোনো লাইভ ম্যাচ দেখছিস না৷ 607 00:43:24,000 --> 00:43:26,250 তুই শেষ হয়ে যাওয়া ম্যাচের হাইলাইটস দেখছিস। 608 00:43:27,583 --> 00:43:30,250 এই, নন্দিনী। চলো সন্ধ্যায় Ala Vaikunthapurramuloo মুভিটা দেখতে যাই। 609 00:43:31,625 --> 00:43:33,166 আমরা মুভি দেখতে যাবো। আমার ট্রিট। 610 00:43:33,250 --> 00:43:35,333 চলো Ala Vaikunthapurramuloo দেখবো। তোমাদের কাগজপত্র তৈরি রাখো। 611 00:43:35,416 --> 00:43:37,291 সিদ্ধু আমাদের মুভি দেখাতে নিয়ে যাচ্ছে। চল যাই। 612 00:43:37,375 --> 00:43:39,166 এই! এটা দুই বছর পুরোনো মুভি। 613 00:43:40,333 --> 00:43:42,583 এই, শীতের সময় এসি ব্যবহার করছো কেন? বন্ধ করো। 614 00:43:42,666 --> 00:43:44,916 সে গরমে সোয়েটার পরে আছে কেন? 615 00:43:45,291 --> 00:43:46,791 নন্দিনীর ডায়েরিতে এখনও ডিসেম্বর। 616 00:43:56,250 --> 00:43:57,458 এই, সিদ্ধু। 617 00:43:57,625 --> 00:44:00,291 আগামীকাল আমাদের অ্যাপ পেমেন্ট গেটওয়ে নিয়ে আলোচনা করতে হবে। ভুলে যাবে না। 618 00:44:00,541 --> 00:44:01,416 তুই ভুলে গেছিস? 619 00:44:01,500 --> 00:44:03,375 আগামীকাল নন্দিনী ভেঙ্কেট রাও এর সাথে দেখা করতে কোর্টে যাবে। 620 00:44:03,875 --> 00:44:04,875 নন্দিনীকে কোর্টে যাচ্ছে। 621 00:44:06,708 --> 00:44:10,291 আমি সারাদিন কোর্টে মি. ভেঙ্কেট রাও এর জন্য অপেক্ষা করেছি। 622 00:44:10,583 --> 00:44:11,750 কিন্তু উনি আসেননি। 623 00:44:12,333 --> 00:44:15,375 এখন, উনি কোথায় থাকে বা কীভাবে দেখা করবো আমি জানি না। 624 00:44:22,833 --> 00:44:23,750 নন্দিনী, ব্যাটি। 625 00:44:25,291 --> 00:44:26,416 তুমি কি নন্দিনী? 626 00:44:27,250 --> 00:44:28,125 হ্যাঁ, আমি নন্দিনী। 627 00:44:28,250 --> 00:44:29,833 তুমিই উকিল পাদ্মানাভামের সাথে দেখা করে 628 00:44:29,916 --> 00:44:31,541 মি. ভেঙ্কেট রাও এর ব্যাপারে জিজ্ঞেস করেছ? 629 00:44:31,625 --> 00:44:33,208 - মি. ভেঙ্কেট রাও? - হ্যাঁ, মা। 630 00:44:34,458 --> 00:44:35,541 উনি কোথায়? 631 00:44:35,625 --> 00:44:37,250 মি. ভেঙ্কেট রাও অসুস্থ। 632 00:44:37,375 --> 00:44:39,833 উনি বললো তুমি এই এলাকায় থাকো। 633 00:44:40,250 --> 00:44:43,125 উনি তোমার সাথে দেখা করতে চায়। তুমি কি আসতে পারবে, প্লিজ? 634 00:44:43,291 --> 00:44:45,791 - ওহ! তাই না-কি? আমি নিশ্চয়ই যাবো। - প্লিজ আসো। 635 00:44:46,750 --> 00:44:47,791 তোমার মাথায় কি কিছু নেই? 636 00:44:48,125 --> 00:44:49,000 পাগল! 637 00:44:49,166 --> 00:44:51,875 যখন কেউ এসে বলে, ভেঙ্কেট রাও তোমার সাথে দেখা করতে চায়, 638 00:44:51,958 --> 00:44:53,541 তুমি কি তাদের বিশ্বাস করবে? 639 00:44:58,041 --> 00:45:00,750 ওই উকিলের সাথে কথা বলছো শুনে কেউ তোমাকে ফাঁদে ফেলার চেষ্টা করছে। 640 00:45:03,291 --> 00:45:04,458 এখানে থামালেন কেন? 641 00:45:05,083 --> 00:45:07,625 সে গাড়িতে উঠে গেছে। ওহ ভগবান! 642 00:45:13,833 --> 00:45:14,750 এই! 643 00:45:21,208 --> 00:45:22,375 এই! আপনারা কারা? 644 00:45:31,750 --> 00:45:32,833 ভাগি! 645 00:45:33,291 --> 00:45:34,416 দরজা খুলো। 646 00:45:35,333 --> 00:45:36,583 - সিদ্ধু। - এই, ভাগি! 647 00:45:38,958 --> 00:45:40,541 আয়। এটা খুবই জরুরি। 648 00:45:40,625 --> 00:45:43,583 - এই, সিদ্ধু। কী সমস্যা? বল। - প্লিজ, প্লিজ! শুধু দুই মিনিট। 649 00:45:43,708 --> 00:45:45,166 - আমার শুধু দুই মিনিট লাগবে। - দুই মিনিট, বাবা। 650 00:45:45,333 --> 00:45:46,291 আয়৷ 651 00:45:47,666 --> 00:45:50,291 আমার বাবা হার্ট অ্যাটাক করবে! 652 00:45:50,875 --> 00:45:52,083 তুই কি পাগল? 653 00:45:52,458 --> 00:45:53,750 এলোপাথাড়ি কোনো গাড়িতে উঠবে কেন? 654 00:45:54,458 --> 00:45:55,333 নন্দিনী? 655 00:45:56,250 --> 00:45:58,750 সে নিশ্চয়ই ভালো আছে। চিন্তা করিস না। 656 00:45:59,250 --> 00:46:01,375 সে ভালো আছে তুই কীভাবে জানিস, বল? 657 00:46:02,333 --> 00:46:03,375 ওহ! আমার ডায়েরি। 658 00:46:03,666 --> 00:46:06,583 এই, এত তাড়াহুড়ো করছিস কেন? 659 00:46:07,708 --> 00:46:08,666 মস্তিষ্ক ব্যবহার কর। 660 00:46:08,791 --> 00:46:11,375 যদি কিছু ঘটতো, তাহলে বাকি পৃষ্টাগুলো কীভাবে লেখত? 661 00:46:13,458 --> 00:46:16,000 কে জানে? তারা হয়তো ওর সাথে কিছু করেছে। 662 00:46:16,166 --> 00:46:17,958 সে যত মানসিক আঘাত সহ্য করেছে তা যদি লেখে? 663 00:46:19,583 --> 00:46:21,875 আমি ওসব কীভাবে পড়বো? আমি পড়তে পারবো না। 664 00:46:22,125 --> 00:46:24,250 ওহ, পাগল! এটা এমন একটা গল্প যা ইতোমধ্যেই ঘটেছে। 665 00:46:24,333 --> 00:46:26,125 প্লিজ আমাকে বিরক্ত করবি না। পরের পৃষ্টা পড়। 666 00:46:32,291 --> 00:46:33,208 এই, ভাগি! 667 00:46:34,291 --> 00:46:36,833 আমি এক টন ওজনের একটা পাথর তুলতে পারবো... 668 00:46:37,416 --> 00:46:38,875 কিন্তু আমি একটা পৃষ্ঠা উল্টাতে পারবো না। 669 00:46:39,250 --> 00:46:41,041 আমি কাঁপছি। 670 00:46:41,125 --> 00:46:43,625 এই, প্লিজ! গাছ ছাড়। গাছ তোমার কী করেছে? 671 00:46:43,833 --> 00:46:45,000 নাও! এটা পড়ো। 672 00:46:45,083 --> 00:46:46,625 নাও, পড়ো। আমাকে টেনশন দিবি না। 673 00:46:50,916 --> 00:46:52,625 কী হয়েছে তা আমাকে পড়ে জানতে দে। 674 00:46:52,791 --> 00:46:54,291 খারাপ কিছু ঘটলে তোকে বলবো। 675 00:46:56,208 --> 00:46:57,291 ওহ, ভগবান! 676 00:47:10,250 --> 00:47:13,666 ভাই, প্লিজ কলমগুলো কিনেন। ভাই! 677 00:47:14,708 --> 00:47:15,708 আপা! 678 00:47:16,708 --> 00:47:18,583 আপা! আপা সেদিন আপনি আমাকে টাকা দিয়েছিলেন। 679 00:47:18,666 --> 00:47:20,416 আপা, আমি সাই। আপনার মনে আছে? 680 00:47:27,500 --> 00:47:28,458 আপা! 681 00:47:29,500 --> 00:47:31,583 আপা, এরা কারা? 682 00:47:32,791 --> 00:47:34,000 আপা! আপা! 683 00:47:39,708 --> 00:47:42,541 - ভাই, প্লিজ, আমাকে ছেড়ে দিন, প্লিজ। - চুপ করো! 684 00:47:54,416 --> 00:47:57,875 ভাই, প্লিজ। আমাকে ছেড়ে দিন, প্লিজ। 685 00:48:16,875 --> 00:48:19,250 কিছুই হয়নি। তোর মন খারাপ করতে হবে না। 686 00:48:23,458 --> 00:48:24,541 কিছুই হয়নি? 687 00:48:24,916 --> 00:48:25,791 না। 688 00:48:25,875 --> 00:48:27,666 ওহ, ভাগি! 689 00:48:27,750 --> 00:48:28,958 এই! এই! এই! 690 00:48:29,458 --> 00:48:31,000 - আমার টেডি বিয়ার! - তুই গোসল করিসনি, যা ভাগ! 691 00:48:37,666 --> 00:48:39,208 তুমি আমার সাথে প্রতিদিন কথা বলতে। 692 00:48:39,333 --> 00:48:44,708 কিন্তু আজকে কথা বলোনি। তাই সন্দেহ হয়েছিল। আঙ্কেল সাহায্য করেছে। 693 00:48:52,500 --> 00:48:54,125 - ইয়েস! ইয়েস! - পাগল কোথাকার। 694 00:48:54,875 --> 00:48:57,666 সে নিরাপদে আছে। সে নিরাপদে আছে। সে নিরাপদে আছে! 695 00:48:57,833 --> 00:49:00,208 - প্লিজ, থাম। ওগুলো ছিঁড়বি কেন? - সে নিরাপদে আছে। 696 00:49:01,750 --> 00:49:03,000 এই, সিদ্ধু ! কোথায় যাচ্ছিস ? 697 00:49:23,208 --> 00:49:26,208 হঠাৎ এত চুপচাপ হয়ে গেলি কেন? কী ব্যাপার? 698 00:49:26,500 --> 00:49:29,375 এখন যেহেতু সে নিরাপদ, তোর তাকে নিয়ে চিন্তা করা বন্ধ করা উচিত। 699 00:49:29,500 --> 00:49:30,458 একটা টান দে। 700 00:49:32,333 --> 00:49:34,416 কিন্তু, আমি তাকে বাঁচাতে পারিনি। 701 00:49:35,500 --> 00:49:38,291 আমার ভয় হচ্ছে সে সন্দীপের প্রেমে পড়ে যাবে। 702 00:49:58,958 --> 00:50:00,333 ১৬টা অক্ষর? 703 00:50:01,333 --> 00:50:02,291 কী গুনছেন? 704 00:50:03,000 --> 00:50:04,000 এতগুলো ডিগ্রি... 705 00:50:04,166 --> 00:50:05,041 হ্যাঁ। 706 00:51:25,166 --> 00:51:27,208 জানি না কীভাবে বলবো। 707 00:51:32,750 --> 00:51:34,250 এজন্যই এই চিঠিটা লিখেছি। 708 00:51:34,541 --> 00:51:35,583 এই, সিদ্ধু৷ 709 00:51:36,625 --> 00:51:39,625 ওহ, আবার শুরু করে দিয়েছে! 710 00:51:40,000 --> 00:51:41,041 ছিঃ! 711 00:51:41,625 --> 00:51:45,125 এটা কোন আপদ যা আমাকে প্রতি মাসে মোকাবিলা করতে হচ্ছে? 712 00:51:45,666 --> 00:51:47,375 তুই এসব চিন্তায় নিজেকে মেরে ফেলছিস। 713 00:51:47,458 --> 00:51:50,208 তোকে কল করতে চাই। কিন্তু তুই কোনো ফোনই ব্যবহার করিস না। 714 00:51:50,916 --> 00:51:51,833 তোকে বলছি রে! 715 00:51:55,208 --> 00:51:56,250 সিদ্ধু? 716 00:51:58,458 --> 00:51:59,375 কী হয়েছে? 717 00:52:02,875 --> 00:52:04,750 এখন খুলবেন না। 718 00:52:05,500 --> 00:52:06,375 তাহলে? 719 00:52:06,666 --> 00:52:08,916 বাসায় গিয়ে খুলবেন। ঠিক আছে? 720 00:52:09,458 --> 00:52:10,375 পরে দেখা হবে। 721 00:52:10,500 --> 00:52:11,500 কী হয়েছে, নন্দিনী? 722 00:52:11,583 --> 00:52:12,625 কিছু না৷ 723 00:52:12,791 --> 00:52:13,666 নন্দিনী? 724 00:52:14,875 --> 00:52:18,750 অনেকবার জিজ্ঞেস করা সত্ত্বেও তোকে কখনো বলিনি। কিন্তু আমি সত্যিই তাকে ভালোবাসি। 725 00:52:20,083 --> 00:52:21,500 আমি ওই মেয়েটাকে ভালোবাসি। 726 00:52:22,458 --> 00:52:23,541 মনে হচ্ছে তাকে মিস করি। 727 00:52:23,625 --> 00:52:27,708 বাল... গাধার মতো কথা বলবি না। 728 00:52:28,958 --> 00:52:30,250 এটা অতীতের একটা গল্প। 729 00:52:31,458 --> 00:52:33,708 নন্দিনীর গল্পে তুই একজন পাঠক মাত্র। 730 00:52:34,791 --> 00:52:36,250 গল্পের ক্যারেক্টার হওয়ার চেষ্টা করবি না। 731 00:52:36,458 --> 00:52:37,833 চল, যাওয়া যাক। তৈরি হয়ে নে। 732 00:52:37,958 --> 00:52:39,458 না! না। 733 00:52:39,875 --> 00:52:40,791 উঠ! 734 00:52:41,458 --> 00:52:42,333 সিদ্ধু! 735 00:52:43,291 --> 00:52:44,958 তোর শরীর তো পুড়ে যাচ্ছে। 736 00:52:45,708 --> 00:52:46,708 জ্বর হয়েছে? 737 00:52:47,250 --> 00:52:49,833 পাশেই একজন ডাক্তার আছে। আমি গিয়ে তাকে নিয়ে আসছি। 738 00:52:50,250 --> 00:52:51,541 - সমস্যা নেই, আমার তাকে লাগবে না। - চুপ কর! 739 00:52:52,958 --> 00:52:53,916 এখানেই থাক। 740 00:52:55,041 --> 00:52:56,125 - প্লিজ আসুন, ডাক্তার। - হ্যাঁ। 741 00:52:57,833 --> 00:52:58,791 গভীর নিঃশাস নাও। 742 00:53:01,666 --> 00:53:03,458 চিন্তা করার দরকার নেই। সাধারণ জ্বর হয়েছে মাত্র। 743 00:53:03,583 --> 00:53:04,625 ঠিক আছে। 744 00:53:05,000 --> 00:53:07,708 যদি জ্বর না কমে বা যদি কোনো সহায়তার প্রয়োজন হয়, 745 00:53:07,791 --> 00:53:08,833 - তাহলে শুধু একটা কল দিবেন। - ঠিক আছে। 746 00:53:08,916 --> 00:53:09,791 এই নিন আমার কার্ড। 747 00:53:09,875 --> 00:53:10,833 ঠিক আছে, সিদ্ধু। খেয়াল রেখো। 748 00:53:10,916 --> 00:53:11,833 বায়। 749 00:53:11,916 --> 00:53:12,958 আমি আসছি৷ 750 00:53:28,208 --> 00:53:29,291 ডা. সন্দীপ। 751 00:53:30,250 --> 00:53:31,166 জেজে হাসপাতাল। 752 00:53:31,666 --> 00:53:32,583 ডা. সন্দীপ! 753 00:53:33,291 --> 00:53:34,208 জেজে হাসপাতাল! 754 00:53:34,958 --> 00:53:35,916 ডা. সন্দীপ! 755 00:53:39,833 --> 00:53:41,666 - সিদ্ধু! - এই, সে আমাদের ডা. সন্দীপ। 756 00:53:41,791 --> 00:53:42,833 কোথায় যাচ্ছিস? 757 00:53:46,666 --> 00:53:47,625 সিদ্ধু! 758 00:53:49,416 --> 00:53:50,458 সিদ্ধু! 759 00:53:59,291 --> 00:54:01,666 সিদ্ধু, এটা কী? তোর জ্বর হয়েছে। সেটা কি ভুলে গেছিস? 760 00:54:01,750 --> 00:54:07,708 …বিএস, এম.এস ডিএনবি… ১৬! 761 00:54:07,791 --> 00:54:08,833 অবিকল ১৬ টা অক্ষর আছে। 762 00:54:08,958 --> 00:54:09,833 তো কী হয়েছে? 763 00:54:09,916 --> 00:54:11,750 সে একই সন্দীপ, যার জন্য নন্দিনী প্রেমপত্র লিখেছিল। 764 00:54:11,833 --> 00:54:15,375 ডা. সন্দীপ. বি... ওহ ভগবান! 765 00:54:32,458 --> 00:54:36,041 তার মানে... তার মানে নন্দিনী আমাদের প্রতিবেশী। 766 00:54:36,333 --> 00:54:38,125 - চল, একবার দেখে আসি। - পারবো না, আমি সহ্য করতে পারবো না। 767 00:54:38,333 --> 00:54:39,958 - আমি সহ্য করতে পারবো না। আমি গেলাম। - যা তো। 768 00:54:41,458 --> 00:54:42,416 এই! তুই কি পাগল? 769 00:54:42,791 --> 00:54:44,666 নন্দিনী যদি আমার প্রতিবেশীর বউ হয় তাহলে আমার জীবন নরক হয়ে যাবে। 770 00:54:45,041 --> 00:54:46,500 তুই চোখ বন্ধ কর। আমি দেখবো। 771 00:54:46,583 --> 00:54:47,500 সর তো! 772 00:54:50,125 --> 00:54:51,125 কেন এসেছেন? 773 00:54:51,208 --> 00:54:52,625 - গুরুতর কিছু? - আসলে... 774 00:54:53,000 --> 00:54:55,333 আসলে সন্দীপ, প্রেসক্রিপশন নিয়ে একটু প্রশ্ন আছে। 775 00:54:55,416 --> 00:54:57,250 আমি কিছুই বুঝতে পারিনি। আমরা কি ভিতরে আসতে পারি? 776 00:54:57,333 --> 00:54:59,041 - হ্যাঁ, আসো, প্লিজ আসো৷ - ঠিক আছে। 777 00:54:59,125 --> 00:55:00,750 সিদ্ধু, ওখানে দাঁড়িয়ে গেলে কেন? ভেতরে আসো। 778 00:55:01,291 --> 00:55:02,833 নিজের ঘর মনে করো। প্লিজ আরামদায়ক হোন। 779 00:55:04,625 --> 00:55:06,000 তোমাদের জন্য কী আনবো? চা না-কি কফি? 780 00:55:06,125 --> 00:55:07,416 - দরকার নেই। - প্রথমবারের মতো আমাদের বাসায় এসেছ, 781 00:55:07,500 --> 00:55:09,375 কিছু তো খেতে হবে। আমি কিছু নিয়ে আসছি। 782 00:55:09,500 --> 00:55:11,041 নিজের ঘর ভাবতে পারো। ঠিক আছে? 783 00:55:13,708 --> 00:55:16,208 এই, সিদ্ধু! সে তোর চেয়েও বেশি পসেসিভ। 784 00:55:16,458 --> 00:55:18,250 বাসার কোথাও নন্দিনীর ছবি লাগায়নি। 785 00:55:18,416 --> 00:55:20,291 বাসাটা খুব সুন্দর। 786 00:55:21,166 --> 00:55:22,958 এখন আমি নিশ্চিত। সে আমাদের নন্দিনী... 787 00:55:23,041 --> 00:55:26,083 প্লিজ শান্ত থাক, হাত জোড় করছি। এখনো নিশ্চয়তা নেই। দেখা যাক। 788 00:55:26,250 --> 00:55:27,166 চুপ কর। 789 00:55:28,208 --> 00:55:31,541 শব্দ শোনা যাচ্ছে। সম্ভবত তারা রান্নাঘরে রোমান্স করছে। 790 00:55:33,916 --> 00:55:35,583 - ছিঃ! আমি যাচ্ছি। - প্লিজ, সিদ্ধু! যাস না। 791 00:55:35,666 --> 00:55:37,708 - প্লিজ, না, তুই আমাকে যন্ত্রণা দিয়েছিস। - না, আমাকে ছাড়। 792 00:55:37,791 --> 00:55:39,625 - প্লিজ, ছাড় আমাকে... - আমি তোকে সহ্য করতে পারবো না। 793 00:55:39,708 --> 00:55:40,666 প্লিজ, যাস না। 794 00:55:41,083 --> 00:55:43,041 সে আসছে। প্রায়ই এসে গেছে। 795 00:55:43,833 --> 00:55:44,833 সে এসে গেছে। 796 00:55:46,833 --> 00:55:48,333 - স্যরি, দেরি হয়ে গেছে। - বারবার সে-ই কেন আসে? 797 00:55:49,500 --> 00:55:52,125 তুমি এসেছ কেন? তোমার স্ত্রী কোথায়? 798 00:55:52,250 --> 00:55:54,166 ওহ, আমার স্ত্রী? আজ ওর জন্মদিন। 799 00:55:54,500 --> 00:55:55,416 জন্মদিন? 800 00:55:56,541 --> 00:55:57,916 বেশি উত্তেজিত হবি না, 801 00:55:58,166 --> 00:56:00,708 অন্যের স্ত্রীর জন্মদিন নিয়ে তোকে উত্তেজিত হতে দেখে বিরক্তিকর লাগছে। 802 00:56:00,791 --> 00:56:01,666 বসে যা। 803 00:56:02,833 --> 00:56:04,916 ও জন্মদিন অনেক পছন্দ করে। 804 00:56:05,250 --> 00:56:07,000 ও বন্ধুদের সাথে কেনাকাটা করতে বাইরে গেছে। 805 00:56:07,083 --> 00:56:08,500 - কেনাকাটা করতে গেছে? - হ্যাঁ। 806 00:56:08,750 --> 00:56:10,166 তার মানে সে বাসায় নেই। 807 00:56:10,666 --> 00:56:11,875 জন্মদিনের পার্টি কোথায়? 808 00:56:12,250 --> 00:56:14,083 পার্টি ক্লাব হাউসে আজ সন্ধ্যা ৬ টায়! 809 00:56:14,166 --> 00:56:15,833 - ভুলে যাবে না, তোমাদের আসতেই হবে। ওকে? - নিশ্চয়ই, নিশ্চয়ই। 810 00:56:15,916 --> 00:56:17,291 ক্লাব হাউসে, তাই না? ঠিক আছে, ঠিক আছে। 811 00:56:17,375 --> 00:56:19,250 - চল। - এই, এক সেকেন্ড, কফি তো খেয়ে যাও। 812 00:56:19,333 --> 00:56:20,541 সমস্যা নেই, পার্টির জন্য দেরি হচ্ছে। 813 00:56:20,625 --> 00:56:22,291 - কফি খাও, এটা আসলেই দারুণ। - অন্য কোনো সময়। 814 00:56:22,375 --> 00:56:23,250 ঠিক আছে। 815 00:56:25,041 --> 00:56:27,791 বাহ! কী সুন্দর সাজসজ্জা। 816 00:56:27,916 --> 00:56:30,041 মনে হচ্ছে সন্দীপ সত্যিই নন্দিনীকে পছন্দ করে। 817 00:56:31,625 --> 00:56:33,458 - এমন আচরণ করলে আমি যাবো না। - এই, আয়। 818 00:56:33,666 --> 00:56:35,791 তোর ভালোবাসাই খাঁটি। আয়। 819 00:56:35,916 --> 00:56:37,958 - এক্সকিউজ মি, এক সেকেন্ড। - এই, হায় গাইজ। 820 00:56:38,083 --> 00:56:39,000 হায়, সন্দীপ। কেমন আছো? 821 00:56:39,083 --> 00:56:40,541 - এই, হায়... আসার জন্য ধন্যবাদ... - এই! এই, সন্দীপ। 822 00:56:40,625 --> 00:56:41,666 বার্থডে গার্ল কোথায়? 823 00:56:41,750 --> 00:56:42,625 তার সাথে দেখা করতে পারি? 824 00:56:42,708 --> 00:56:44,000 সে কেক কাটতে যাচ্ছে। 825 00:56:44,208 --> 00:56:45,125 জানো? 826 00:56:45,208 --> 00:56:46,583 ওর জন্য বড়ো সারপ্রাইজের প্ল্যান করেছি। 827 00:56:46,666 --> 00:56:47,875 আসো, আসো। চলো, ওকে সারপ্রাইজ করি। 828 00:56:47,958 --> 00:56:48,833 সারপ্রাইজ? 829 00:56:49,125 --> 00:56:50,250 আসো, আসো। আসো! 830 00:56:50,333 --> 00:56:51,708 এই, তুমি কিছু খাচ্ছ না কেন? 831 00:56:51,791 --> 00:56:52,791 - কিছু খাও। - আয়। 832 00:56:59,791 --> 00:57:02,500 এই, সন্দীপ। আমার ফোন কোথায়?খুঁজে পাচ্ছি না। 833 00:57:04,666 --> 00:57:06,000 এখানেই তো রেখেছিলাম। 834 00:57:06,625 --> 00:57:09,541 আজ আমার জন্মদিন। ইন্সটাগ্রামে পোষ্টও করেছি। 835 00:57:09,708 --> 00:57:12,500 ভাবছি কত লাইক আর মেসেজ পেয়েছি। 836 00:57:12,916 --> 00:57:14,250 আমি সবকিছু মিস করছি। 837 00:57:14,583 --> 00:57:16,041 সন্দীপ, একটু খুঁজে দাও তো। 838 00:57:16,291 --> 00:57:18,333 ভাবছি যে ইউরোপ আর আমেরিকার 839 00:57:18,416 --> 00:57:20,541 কত বন্ধু শুভেচ্ছা জানাতে আমাকে ফোন করেছে। 840 00:57:20,625 --> 00:57:21,958 প্লিজ আমাকে একটু সাহায্য করবে? 841 00:57:22,041 --> 00:57:23,583 তুমি সবসময় ফোন কোথাও রেখে ভুলে যাও। 842 00:57:23,708 --> 00:57:24,666 আমি অন্য কোথাও রাখিনি। 843 00:57:24,750 --> 00:57:26,041 ভুলে ফ্ল্যাটে রেখে এসেছ? 844 00:57:26,583 --> 00:57:27,625 না, সাথেই নিয়ে এসেছি। 845 00:57:27,708 --> 00:57:28,750 এখানেই রেখেছি। 846 00:57:29,208 --> 00:57:30,500 ভাবছি কোথায় রেখেছি। 847 00:57:31,500 --> 00:57:33,291 ওহ, ধন্যবাদ ভগবান। খুঁজে পেয়েছি। 848 00:57:35,166 --> 00:57:36,083 জরুরিভাবে পোস্ট চেক করতে হবে। 849 00:57:36,166 --> 00:57:37,625 তুমি বারবারই ফোন ভুলে যাচ্ছ। 850 00:57:39,000 --> 00:57:40,208 সারপ্রাইজ! 851 00:57:40,500 --> 00:57:43,000 সুইজারল্যান্ডের বিশেষ কেক। শুধু তোমার জন্য, সুইটহার্ট।। 852 00:57:45,375 --> 00:57:47,250 শুভ জন্মদিন! 853 00:57:47,708 --> 00:57:50,583 তুমি নন্দিনী না! ব্রো, সে নন্দিনী না। 854 00:57:50,875 --> 00:57:52,041 শুভ জন্মদিন! 855 00:57:55,083 --> 00:57:56,208 ব্রো, সে নন্দিনী না। 856 00:57:56,583 --> 00:57:57,791 - ভাগি, সে নন্দিনী না। - হ্যাঁ। 857 00:58:28,750 --> 00:58:29,666 এসব কী? 858 00:58:30,666 --> 00:58:31,708 তোমার জন্য। 859 00:58:42,708 --> 00:58:43,666 এই, হায়! 860 00:58:43,916 --> 00:58:46,208 সন্দীপ, সেদিন আমাকে কফি অফার করেছিলে, মনে আছে? 861 00:58:46,291 --> 00:58:48,250 - হ্যাঁ। - আমি অনেক ইমপ্রেসড হয়েছিলাম। 862 00:58:48,333 --> 00:58:49,208 ঠিক আছে। 863 00:58:49,500 --> 00:58:51,666 আমার বন্ধুও সেদিন আমাকে কফি অফার করেছিল। 864 00:58:52,333 --> 00:58:54,208 আর আমি আবারো একই অনুভূতি পেয়েছি। 865 00:58:54,458 --> 00:58:55,375 ঠিক আছে। 866 00:58:55,458 --> 00:58:58,208 - মনে আছে আমাকে একটা গণেশ মূর্তি দিয়েছিলে? - হ্যাঁ। 867 00:58:58,291 --> 00:59:00,041 আমার সত্যিই পছন্দ হয়েছিল। 868 00:59:00,166 --> 00:59:01,041 আচ্ছা! 869 00:59:01,458 --> 00:59:05,458 কিন্তু আজ যখন ঘুম থেকে উঠলাম, আমার বন্ধু এই জামাটা কিনে দিল। 870 00:59:06,125 --> 00:59:07,166 সুন্দর না? 871 00:59:07,333 --> 00:59:08,750 হ্যাঁ, সুন্দর। 872 00:59:09,000 --> 00:59:10,083 আবারো একই অনুভূতি। 873 00:59:11,708 --> 00:59:14,041 তখনো একই অনুভূতি পেয়েছিলাম... 874 00:59:16,291 --> 00:59:18,291 তাহলে এটা ভালোবাসা না, তাই না? 875 00:59:20,541 --> 00:59:21,500 আসলে... 876 00:59:21,625 --> 00:59:24,583 কাউকে ভালোবাসতে কোনো কারণের প্রয়োজন নেই। 877 00:59:25,958 --> 00:59:29,083 যদি কেউ জিজ্ঞেস করে কাউকে কেন ভালোবাসো, তখন আমাদের কাছে উত্তর থাকাটা উচিত না। 878 00:59:43,833 --> 00:59:45,833 - সাঞ্জু, আজ কী হয়েছে জানো? - এই, এত দেরি করলে কেন? 879 00:59:46,750 --> 00:59:47,625 না, আমার কথা শোনো--- 880 00:59:47,708 --> 00:59:49,166 তুমি কী জানো ওই ভেঙ্কেট রাও তোমার সাথে দেখা করতে এসেছে? 881 00:59:49,666 --> 00:59:50,666 আমার পানি লাগবে! 882 00:59:50,750 --> 00:59:52,166 মি. ভেঙ্কেট রাও এখানে এসেছে? 883 00:59:52,250 --> 00:59:54,750 উনি বলেছে যে, রোববার দিবাকর শিশু পার্কে তোমার সাথে দেখা করবে। 884 00:59:59,083 --> 01:00:02,500 দিবাকর শিশু পার্ক 885 01:00:12,958 --> 01:00:14,625 মি. ভেঙ্কেট রাও বলেছে উনি আমার সাথে এখানে দেখা করবে। 886 01:00:15,291 --> 01:00:16,750 উনাকে যদি কভারটা দিয়ে দিই, 887 01:00:17,083 --> 01:00:18,458 তাহলে দাদার দেওয়া কাজটা শেষ হবে। 888 01:00:18,541 --> 01:00:23,125 মা-বাবার মৃত্যুবার্ষিকীর আচারানুষ্ঠানের জন্য আমাকে কাশি যেতে হবে। 889 01:00:23,208 --> 01:00:24,375 আপা, মুন্থা মাসালা খেতে চান? 890 01:00:26,333 --> 01:00:28,041 - ঠিক আছে। - আপা, এটা আমার বিশেষত্ব। 891 01:00:28,166 --> 01:00:29,625 আজকে ভিন্ন প্রকারের বানিয়ে দেবো। 892 01:00:29,750 --> 01:00:31,125 তার মুন্থা মাসালা স্বাদের না। 893 01:00:31,208 --> 01:00:34,458 এই! কী যা-তা বলছিস? তোর চেহারার চেয়ে ভালো হয়। 894 01:00:37,041 --> 01:00:38,916 এই, ওভাবে না। 895 01:00:40,000 --> 01:00:41,333 লেবুর রস কেবল দুই ফোটা দিবে। 896 01:00:41,750 --> 01:00:42,750 শুধু দুই ফোটা? ঠিক আছে, আপা। 897 01:00:44,625 --> 01:00:46,666 কুচিকুচি করে কাটা কাঁচা মরিচ দাও। 898 01:00:48,375 --> 01:00:50,666 সাধারণ লবণ দিবে না। বিট লবণ দাও। 899 01:00:55,000 --> 01:00:56,708 না! না! এখানে নিয়ে আসো। 900 01:01:04,333 --> 01:01:05,583 - চোখ বন্ধ করো। - কী? 901 01:01:06,000 --> 01:01:07,000 চোখ বন্ধ করো। 902 01:01:10,333 --> 01:01:11,458 আপা, চোখ খুলতে পারি? 903 01:01:11,541 --> 01:01:12,708 এক মিনিট। 904 01:01:13,458 --> 01:01:14,750 চিটিং করছো না, তাই না? 905 01:01:15,458 --> 01:01:16,666 জলদি করেন, আপা! 906 01:01:28,208 --> 01:01:29,208 চোখ খোলো। 907 01:01:30,833 --> 01:01:32,541 - কী হয়েছে, আপা? - তোমার হাত দাও। 908 01:01:43,125 --> 01:01:44,500 সেই হইছে, আপা। 909 01:01:45,041 --> 01:01:46,083 আরেকটু দিবেন? 910 01:01:51,041 --> 01:01:52,458 সিক্রেটটা কি বলতে পারবেন? 911 01:01:54,625 --> 01:01:55,541 আপা, আপা। প্লিজ, আপা। 912 01:01:55,625 --> 01:01:57,750 না, এটা নন্দিনীর সিক্রেট। 913 01:01:58,708 --> 01:01:59,666 আমি বলবো না। 914 01:02:00,041 --> 01:02:01,208 হ্যালো, মুন্থা মাসালা! 915 01:02:02,375 --> 01:02:03,375 আসছি, স্যার। 916 01:02:13,750 --> 01:02:16,000 তুমি কি নন্দিনী, মা? 917 01:02:17,083 --> 01:02:19,375 হ্যাঁ। আপনি? 918 01:02:19,458 --> 01:02:20,666 আমার নাম ভেঙ্কেট রাও। 919 01:02:22,541 --> 01:02:24,000 - আপনি ভেঙ্কেট রাও? - হ্যাঁ, মা। 920 01:02:27,833 --> 01:02:29,583 জানেন আপনাকে কত খুঁজেছি? 921 01:02:29,666 --> 01:02:30,583 তাই না-কি? 922 01:02:30,750 --> 01:02:32,000 - এক মিনিট। - ঠিক আছে, মা। 923 01:02:33,208 --> 01:02:34,458 মি. ভেঙ্কেট রাও চলে এসেছে। 924 01:02:35,291 --> 01:02:36,458 পরে কথা হবে। 925 01:03:00,041 --> 01:03:01,125 কী আর ঘটবে? 926 01:03:01,375 --> 01:03:02,833 নন্দিনী ভেঙ্কেট রাওকে কভার দিয়ে 927 01:03:02,916 --> 01:03:04,250 নিশ্চয়ই তার গ্রামে চলে গেছে। 928 01:03:06,291 --> 01:03:07,250 না, ভাগি। 929 01:03:08,458 --> 01:03:12,708 এই ডায়রি পড়ার পুরো সময়টা মনে হয়েছিল যেন নন্দিনী আমার সাথে ছিল। 930 01:03:14,125 --> 01:03:15,833 কিন্তু এখন এটা শেষ হয়ে যাওয়ায়... 931 01:03:16,666 --> 01:03:19,708 মনে হচ্ছে সে আমাকে ঠিকমতো বিদায় না বলেই চলে গেছে। 932 01:03:24,791 --> 01:03:25,791 সিদ্ধু, শুন। 933 01:03:26,833 --> 01:03:29,625 তুই তাড়াহুড়োয় ভুল মানুষের প্রেমে পড়েছিস। 934 01:03:30,833 --> 01:03:33,666 কিন্তু এবার দ্রুত পদক্ষেপ না নিয়ে সঠিক মানুষটাকে মিস করিস না। 935 01:03:52,125 --> 01:03:54,083 বিজয়নগরম জেলার গ্রাম আলাজাঙ্গিতে স্বাগতম। 936 01:03:54,166 --> 01:03:55,500 গ্রাম পরিষদ। 937 01:03:58,291 --> 01:03:59,958 দাদী, ভাস্তু বিশ্বনাথামের বাড়িটা কোথায়? 938 01:04:00,916 --> 01:04:02,250 সামনের ওই বাড়িটা। 939 01:04:05,166 --> 01:04:06,125 ঠিক আছে। 940 01:04:51,250 --> 01:04:52,125 নন্দি..... 941 01:04:56,458 --> 01:04:57,333 কেউ আছেন? 942 01:05:02,333 --> 01:05:03,291 কে? 943 01:05:03,833 --> 01:05:04,708 তুমি কে, বাবা? 944 01:05:05,666 --> 01:05:06,958 আমি সিদ্ধু। 945 01:05:07,750 --> 01:05:09,583 আমি নন্দিনীর বন্ধু। 946 01:05:10,250 --> 01:05:12,291 আমি হায়দ্রাবাদ থেকে ওর সাথে দেখা করতে এসেছি। 947 01:05:12,875 --> 01:05:13,791 আপনি কি..... 948 01:05:13,875 --> 01:05:16,500 নিজেকে নন্দিনীর বন্ধু বলছো। ওর ব্যাপারে কি জানো না? 949 01:05:17,041 --> 01:05:19,125 জানি। আমি নন্দিনীকে বেশ ভালো করেই জানি। 950 01:05:20,000 --> 01:05:21,541 যদি আমার নন্দিনীকে জানতে… 951 01:05:22,708 --> 01:05:25,083 তাহলে তুমি এটাও জানতে যে নন্দিনী আর ওর বন্ধু... 952 01:05:25,166 --> 01:05:27,916 ১ বছর আগে গাড়ি দুর্ঘটনায় মারা গেছে। 953 01:05:30,333 --> 01:05:32,208 আপনি কি নন্দিনীর দাদী? 954 01:05:34,875 --> 01:05:36,291 আমি ভুল ঠিকানায় এসেছি। 955 01:05:37,500 --> 01:05:39,500 - দুঃখিত। - না, ব্যাটা। না, দাঁড়াও। 956 01:06:06,208 --> 01:06:07,625 ওর দুর্ঘটনা হওয়ার পর, 957 01:06:08,500 --> 01:06:10,083 তারা ওকে যখন হাসপাতালে নিয়ে যাচ্ছিল, 958 01:06:10,250 --> 01:06:12,041 কিন্তু পথেই ও মারা গিয়েছিল। 959 01:06:13,083 --> 01:06:15,500 আমি পৌঁছানোর আগেই সবকিছু শেষ হয়ে গেছে। 960 01:06:20,500 --> 01:06:21,916 সড়ক দুর্ঘটনা। দুই তরুণীর নির্মম মৃত্যু। 961 01:07:26,458 --> 01:07:27,333 স্যার। 962 01:07:37,416 --> 01:07:40,291 বাবা, আপনার রানী এখন খতম। 963 01:07:41,083 --> 01:07:42,000 চেক। 964 01:07:44,125 --> 01:07:45,125 বাবা! 965 01:07:46,208 --> 01:07:47,333 আপনি খুব ভালো খেলেছেন। 966 01:07:48,208 --> 01:07:49,083 এই, সিদ্ধু! 967 01:07:49,208 --> 01:07:51,958 ডাক্তার উনার মানসিক ক্ষমতা শক্তিশালী করতে উনাকে দাবা খেলার পরামর্শ দিয়েছেন। 968 01:07:52,083 --> 01:07:53,208 দেখো উনি এখন কতটা সুস্থ। 969 01:07:53,458 --> 01:07:54,708 বাবা! আপনি অনেক ভালো খেলেছেন। 970 01:07:55,000 --> 01:07:56,291 - দাদা। - আপনি অনেক উন্নতি করেছেন। 971 01:07:56,958 --> 01:07:58,291 - ব্যস। - ধন্যবাদ। 972 01:07:58,458 --> 01:07:59,458 এটা খান। 973 01:08:00,750 --> 01:08:01,875 - সিদ্ধু! - হায়, মা। 974 01:08:03,000 --> 01:08:04,166 - সিদ্ধু! - সিদ্ধু! 975 01:08:05,666 --> 01:08:07,375 তুমি আমাদের কলও দাওনি। 976 01:08:07,666 --> 01:08:08,666 আসলে... 977 01:08:17,208 --> 01:08:18,791 বাবাকে ফিরিয়ে দেবার জন্য ধন্যবাদ। 978 01:08:21,666 --> 01:08:22,833 ওর রুম তৈরি করো। 979 01:08:23,708 --> 01:08:24,666 লক্ষী! 980 01:08:35,750 --> 01:08:38,083 সাইকেল দিয়ে যাচ্ছ কেন? গাড়ী নিয়ে যাও। 981 01:08:38,541 --> 01:08:39,416 সমস্যা নেই, বাবা। 982 01:08:39,791 --> 01:08:40,875 আমার সাইকেলই ভালো লাগে। 983 01:09:02,041 --> 01:09:02,916 চল! 984 01:09:03,083 --> 01:09:04,250 কী হয়েছে? 985 01:09:04,375 --> 01:09:05,333 আমরা কোথায় যাচ্ছি? 986 01:09:05,708 --> 01:09:08,208 যদি সে দুর্ঘটনায় মারা যায়, তাহলে থানায় নিশ্চয়ই মামলা হবে। 987 01:09:08,541 --> 01:09:09,708 চলো খতিয়ে দেখি। 988 01:09:10,166 --> 01:09:11,250 কিসের দুর্ঘটনা? 989 01:09:14,291 --> 01:09:15,666 সেটা বলছি না, সিদ্ধু! 990 01:09:16,333 --> 01:09:19,666 ওর সমাধি দেখলেই কেবল তুই মুক্ত হবি। 991 01:09:20,333 --> 01:09:25,041 তুই কি জোর করে আমাকে বিশ্বাস করাতে চাচ্ছিস যে নন্দিনী মারা গেছে? 992 01:09:26,458 --> 01:09:31,500 ভাগি! নন্দিনী তখনো আমার জীবনে ছিল না, আর এখনো নেই। 993 01:09:32,291 --> 01:09:33,375 কিন্তু সবসময় আমার সাথে ছিল। 994 01:09:35,208 --> 01:09:36,083 বায়, গাইজ। 995 01:09:36,208 --> 01:09:37,166 সিদ্ধু! 996 01:09:38,833 --> 01:09:40,250 প্লিজ। সিদ্ধু! 997 01:09:47,791 --> 01:09:48,791 ভগবান। 998 01:09:49,666 --> 01:09:50,583 দাদা? 999 01:09:52,416 --> 01:09:54,958 এই, সুব্বা রাও! দ্বিধা করবে না, আর যত খুশি তত খাও। 1000 01:09:55,416 --> 01:09:56,416 আরো ভাত নাও। 1001 01:09:56,916 --> 01:09:58,875 - দাদা? - সিদ্ধু! 1002 01:09:58,958 --> 01:10:00,625 - পরিবেশন করো। - আমাকে দাও। 1003 01:10:01,833 --> 01:10:04,625 আপনি তো অসুস্থ, এসব করার কোনো প্রয়োজন ছিল? 1004 01:10:05,083 --> 01:10:06,250 সিদ্ধু! 1005 01:10:06,750 --> 01:10:10,208 তোমার দাদী যখন মারা গিয়েছিল, 1006 01:10:10,833 --> 01:10:12,250 আমি ডিপ্রেশনে চলে গিয়েছিলাম। 1007 01:10:13,291 --> 01:10:15,083 একজন মানুষ যতই ভালো কিংবা খারাপ হোক না কেন, 1008 01:10:17,666 --> 01:10:21,416 মারা যাওয়ার পর আমরা কেবল তাদের ভালো কাজগুলোই স্মরণ করবো। 1009 01:10:21,916 --> 01:10:25,458 জীবিত থাকা অবস্থায় কোনো মানুষ যদি কিছু করতে চায়, আর আমরা যদি তা পূরণ করি। 1010 01:10:25,541 --> 01:10:27,166 এর মানে হলো ওই ব্যক্তিটা জীবিত আছে, তাই না? 1011 01:10:27,750 --> 01:10:30,333 অন্নপূর্ণা সবাইকে খাওয়াতে চেয়েছিল। 1012 01:10:31,125 --> 01:10:32,833 আর এখন সেটাই হচ্ছে। দেখো ব্যস এতটুকুই। 1013 01:10:35,208 --> 01:10:36,083 দাদা। 1014 01:10:36,750 --> 01:10:40,916 আমরা যদি মৃত ব্যক্তির ইচ্ছা পূরণ করি, তাহলে ওই ব্যক্তি বেঁচে আছে, তাই না? 1015 01:10:41,333 --> 01:10:42,458 - হ্যাঁ! - হ্যাঁ? 1016 01:10:52,291 --> 01:10:53,625 বলো, তুমি কী চাও? 1017 01:10:53,875 --> 01:10:55,166 যা চাইবো তাই দিবেন? 1018 01:10:55,500 --> 01:10:56,375 হ্যাঁ। 1019 01:10:56,458 --> 01:10:57,708 যা চাইবে তাই দেবো। 1020 01:10:58,166 --> 01:10:59,916 আমি দুটো পিজ্জা চাই। 1021 01:11:18,083 --> 01:11:19,208 তুমি কি খেলনা চাও? 1022 01:11:31,000 --> 01:11:32,958 এই, তোমার কিছু লাগবে না? 1023 01:11:33,416 --> 01:11:35,041 আমি খাওয়ার কিছু চাই না। 1024 01:11:35,125 --> 01:11:37,875 আমি অপারেশন করলে আমার ক্ষত থেকে মুক্তি পাবো। আমাকে সাহায্য করবেন? 1025 01:12:16,958 --> 01:12:19,083 জীবনে এই প্রথমবার কাউকে উত্তমমধ্যম দিতে চাই। 1026 01:12:45,916 --> 01:12:46,791 এটা ঠিক আছে। 1027 01:12:48,208 --> 01:12:49,708 এটা কি আমার জন্য সরিয়ে রাখবেন? 1028 01:12:49,791 --> 01:12:50,875 আমি আবার এসে এটা কিনবো। 1029 01:13:07,958 --> 01:13:10,666 ওই কন্ডাক্টর আঙ্কেলকে টাকা পাঠাতে হবে। 1030 01:13:33,166 --> 01:13:35,125 যেভাবেই হোক উনার ঠিকানা খুঁজে বের করে 1031 01:13:35,208 --> 01:13:36,208 - ধন্যবাদ জানাবো। - আমার ব্যাগ! 1032 01:13:42,583 --> 01:13:43,583 এই নিন আপনার ব্যাগ। 1033 01:13:46,083 --> 01:13:47,000 ধন্যবাদ। 1034 01:13:49,416 --> 01:13:50,583 অনেক ধন্যবাদ। 1035 01:13:51,416 --> 01:13:52,666 - ভাই! - হ্যাঁ, স্যার। 1036 01:13:53,083 --> 01:13:54,000 একটা মাসালা দিও। 1037 01:13:54,333 --> 01:13:55,458 ঠিক আছে, স্যার। 1038 01:13:56,083 --> 01:13:58,333 দুই ফোঁটা লেবুর রস। 1039 01:14:00,000 --> 01:14:02,166 আর কুচিকুচি করে কাটা কাঁচামরিচ দিবে। 1040 01:14:15,708 --> 01:14:16,583 চোখ বন্ধ করো। 1041 01:14:24,291 --> 01:14:26,916 স্যার, এটা নন্দিনী আপার সিক্রেট রেসিপি, তাই না? 1042 01:14:54,375 --> 01:14:55,416 তুমি কে? 1043 01:14:57,416 --> 01:14:58,291 আমি নন্দিনীর বয়ফ্রেন্ড। 1044 01:15:13,666 --> 01:15:14,833 সিদ্ধু! তোমার একটা চিঠি এসেছে। 1045 01:15:26,875 --> 01:15:30,166 নন্দিনী, আমি রামকৃষ্ণ, 41 D বাসের কন্ডাক্টর। 1046 01:15:30,375 --> 01:15:33,458 আমার উপকার স্মরণ রাখার জন্য ধন্যবাদ। 1047 01:15:33,666 --> 01:15:35,875 আর আমাকে ১২০ রুপি দেয়ার জন্য। 1048 01:15:36,000 --> 01:15:37,625 কেমন আছো? 1049 01:15:37,708 --> 01:15:42,000 সেদিন তোমাকে গান্ধী হাসপাতালের আইসিইউ'তে দেখে অনেক চিন্তা হয়েছিল। 1050 01:15:42,416 --> 01:15:45,708 তুমি এখন সুস্থ এবং আমাকে চিঠি লিখেছ দেখে অনেক খুশি লাগছে। 1051 01:15:46,041 --> 01:15:47,333 তোমাকে বলতে ভুলে গেছি। 1052 01:15:47,500 --> 01:15:49,541 তোমার পরামর্শ আমার অনেক উপকারে এসেছে। 1053 01:15:49,666 --> 01:15:52,750 এক গ্লাস পানিতে আজওয়াইনের গুঁড়া… 1054 01:15:52,916 --> 01:15:54,708 অ্যাজমা এখন পুরোপুরি কমে গেছে। 1055 01:15:54,833 --> 01:15:56,791 নিজের স্বাস্থের খেয়াল রেখো। 1056 01:15:57,125 --> 01:15:59,041 এবার ওদিকে গেলে তোমার সাথে দেখা করবো। 1057 01:15:59,416 --> 01:16:02,375 আশা করি সব ঠিকঠাক হবে। রামকৃষ্ণ। 1058 01:16:03,416 --> 01:16:04,458 চিঠিটা কে দিলো? 1059 01:16:05,583 --> 01:16:06,750 বন্ধু, দাদা। 1060 01:16:08,291 --> 01:16:09,208 আসো। 1061 01:16:09,666 --> 01:16:12,125 প্রতিদিন ফোন নিয়ে পড়ে থাকতে। কিন্তু এখন ভালো হলো যে তুমি এটা করছো। 1062 01:16:12,208 --> 01:16:16,208 দুর্ঘটনার পর ওকে জেজে হাসপাতালে নেয়ার সময়… 1063 01:16:17,041 --> 01:16:18,958 - কিসের জন্য অপেক্ষা করছো? - এক মিনিট। 1064 01:16:20,625 --> 01:16:22,583 ও পথেই মারা যায়। 1065 01:16:22,708 --> 01:16:23,833 কী ভাবছো তুমি? 1066 01:16:34,083 --> 01:16:34,958 ভাগি! 1067 01:16:37,708 --> 01:16:39,791 - স্যার! মি. রামকৃষ্ণ? - ওই বাসে দেখুন। 1068 01:16:42,000 --> 01:16:43,083 আমি সিদ্ধু। 1069 01:16:44,125 --> 01:16:45,500 আমি নন্দিনীর বন্ধু। 1070 01:16:46,666 --> 01:16:47,875 নন্দিনীর বন্ধু? 1071 01:16:48,291 --> 01:16:50,875 সেই নন্দিনী যে আপনাকে পোস্ট করে ১২০ টাকা পাঠিয়েছে। 1072 01:16:51,083 --> 01:16:52,083 হ্যাঁ। 1073 01:16:53,916 --> 01:16:55,333 ও এখন কেমন আছে? 1074 01:16:56,041 --> 01:16:56,916 ও সুস্থ আছে তো? 1075 01:16:57,208 --> 01:16:58,666 শেষবার ওকে কবে দেখেছেন? 1076 01:17:02,375 --> 01:17:07,750 আমরা সরোজার বাইপাস সার্জারির জন্য সরকারি হাসপাতালে গিয়েছিলাম। 1077 01:17:08,166 --> 01:17:09,958 ওকে আইসিইউ'তে দেখেছিলাম। 1078 01:17:11,583 --> 01:17:12,625 আইসিইউ? 1079 01:17:14,500 --> 01:17:16,125 আপনার সেদিনের তারিখ মনে আছে? 1080 01:17:16,916 --> 01:17:17,875 হ্যাঁ। 1081 01:17:18,541 --> 01:17:19,708 জানুয়ারির ২০ তারিখ। 1082 01:17:19,875 --> 01:17:20,875 ভালো করেই মনে আছে। 1083 01:17:22,416 --> 01:17:23,458 হ্যালো, মাস্টার! 1084 01:17:23,625 --> 01:17:27,333 কিন্তু, জানুয়ারির ১৮ তারিখে পত্রিকায় ওর মৃত্যুর খবর বেরিয়েছে। 1085 01:17:27,583 --> 01:17:29,416 ২০ তারিখে ওকে কীভাবে দেখলেন? 1086 01:17:29,791 --> 01:17:31,666 উনি হয়তো অন্য কাউকে দেখেছেন। 1087 01:17:32,083 --> 01:17:33,541 উনার অবসরের বয়স হয়ে গেছে। 1088 01:17:34,333 --> 01:17:37,625 না! আমি ওকে দেখেছি। ওটা নন্দিনী-ই ছিল। 1089 01:17:37,833 --> 01:17:39,541 সেটা কীভাবে সম্ভব? 1090 01:17:40,583 --> 01:17:41,458 স্যার 1091 01:17:41,916 --> 01:17:42,958 কিছু মনে করবেন না। 1092 01:17:43,625 --> 01:17:45,166 একবার আমাদের সাথে হাসপাতালে যাবেন? 1093 01:17:46,375 --> 01:17:47,250 প্লিজ। 1094 01:17:51,708 --> 01:17:54,250 নন্দিনী! নন্দিনী! নন্দিনী! 1095 01:17:55,083 --> 01:17:59,208 আপনার বলা নামটা তো রেকর্ডে নেই। 1096 01:18:06,875 --> 01:18:10,083 সিদ্ধু, নন্দিনী মারা গেছে। বিশ্বাস করিস বা না করিস। 1097 01:18:10,458 --> 01:18:13,125 না! আমি আর সরোজা সেদিন এখানে ছিলাম। 1098 01:18:13,208 --> 01:18:14,458 আমি নন্দিনী'কে দেখেছি। 1099 01:18:14,666 --> 01:18:17,000 ও আমার স্বাস্থ্যের ব্যাপার প্রতিকার বলেছিল। 1100 01:18:17,375 --> 01:18:19,583 তাই আমার তাকে মনে আছে। 1101 01:18:20,041 --> 01:18:22,375 ১৮ তারিখে ও জেজে হাসপাতালে ছিল, 1102 01:18:22,875 --> 01:18:25,083 তাহলে ২০ তারিখে ও সরকারি হাসপাতালে কীভাবে গেলো? 1103 01:18:25,250 --> 01:18:29,166 তারা তাকে সরকারি হাসপাতালে রেফার করেছে হয়তো, কারণ এটা এক্সিডেন্ট কেস ছিল। 1104 01:18:29,541 --> 01:18:31,083 সিদ্ধু, এ ধরনের কেসে এসব স্বাভাবিক। 1105 01:18:36,666 --> 01:18:40,250 স্যার, ওকে স্ট্রেচারে দেখেছেন না-কি আইসিইউতে? 1106 01:18:41,250 --> 01:18:42,625 আইসিইউ'তে দেখেছিলাম। 1107 01:18:42,708 --> 01:18:46,291 ওর মুখে কি অক্সিজেন মাস্ক দেখেছিলেন? 1108 01:18:46,500 --> 01:18:47,416 - সিদ্ধু। - দাঁড়া। 1109 01:18:47,500 --> 01:18:49,416 মাস্ক... 1110 01:18:50,500 --> 01:18:51,916 হ্যাঁ। মাস্ক ছিল। 1111 01:18:52,000 --> 01:18:53,166 তার মানে ও বেচেঁ ছিল। 1112 01:18:53,375 --> 01:18:57,208 স্যার, ড্রিপে ড্রপস পড়তে দেখেছেন? 1113 01:18:57,583 --> 01:18:58,666 ড্রপস? 1114 01:18:59,875 --> 01:19:01,125 হ্যাঁ, ড্রপ পড়ছিল। 1115 01:19:01,208 --> 01:19:02,250 তার মানে ও এখনো বেঁচে আছে। 1116 01:19:02,416 --> 01:19:03,708 - স্যার - এই, সিদ্ধু! 1117 01:19:03,833 --> 01:19:09,458 আইসিইউতে একটা মনিটর আছে। তার হার্টবিট দেখেছেন? 1118 01:19:10,333 --> 01:19:12,416 হ্যাঁ, লাইন নড়াচড়া করছিল। 1119 01:19:12,625 --> 01:19:13,916 নন্দিনী বেঁচে আছে! 1120 01:19:14,166 --> 01:19:15,166 - হ্যাঁ। - স্যার! 1121 01:19:15,500 --> 01:19:18,416 - তার কথা বারবার শোনার পর... - সিদ্ধু... 1122 01:19:18,666 --> 01:19:20,875 এখন আমার মনে হচ্ছে ওটা নন্দিনী ছিল না। 1123 01:19:20,958 --> 01:19:21,833 দেখেছ? 1124 01:19:22,000 --> 01:19:23,000 বাদ দিন, স্যার। 1125 01:19:24,125 --> 01:19:26,000 নন্দিনী জীবিত ছিল। 1126 01:19:45,708 --> 01:19:47,375 তুমি শুধু নিজের সময় নষ্ট করছো। 1127 01:19:47,958 --> 01:19:49,041 - সন্দীপ! - এই! 1128 01:19:49,583 --> 01:19:52,375 - এই, সিদ্ধু! কেমন আছো, ভাই? - এক মিনিট কথা বলতে চাই। 1129 01:19:52,500 --> 01:19:53,458 - হ্যাঁ, বলো। - এই! 1130 01:19:54,166 --> 01:19:55,250 নন্দিনী'কে মনে আছে? 1131 01:19:55,875 --> 01:19:57,500 সিদ্ধু, এসব কী? 1132 01:19:58,416 --> 01:20:01,125 দুই বছর আগে যখন হায়দ্রাবাদ প্রথম এসেছিলাম তখন দেখা হয়েছিল। 1133 01:20:01,291 --> 01:20:02,291 সে ভালো মেয়ে। 1134 01:20:02,875 --> 01:20:04,166 তারপর আর দেখা হয়নি, ব্রো। 1135 01:20:04,833 --> 01:20:06,375 তুমি নন্দিনী'কে কীভাবে চেনো? 1136 01:20:06,916 --> 01:20:08,916 ১ বছর আগে ওর সাথে আমার দেখা হয়েছিল। 1137 01:20:09,583 --> 01:20:12,041 তোমাদের প্রেম কাহিনি আর চিঠির ব্যাপারে আমি সব জানি। 1138 01:20:13,500 --> 01:20:15,458 আচ্ছা, ভালো। ও এখন কেমন আছে? 1139 01:20:15,541 --> 01:20:17,375 সে মারা গেছেৃ একটা এক্সিডেন্টে মারা গেছে। 1140 01:20:17,458 --> 01:20:18,833 - কী? - তুই কীভাবে জানিস? 1141 01:20:18,916 --> 01:20:21,083 ও বেঁচে আছে। কন্ডাক্টার ওকে দেখেছে না? 1142 01:20:22,000 --> 01:20:23,416 ব্রো, আবার মনে করার চেষ্টা করো। 1143 01:20:24,750 --> 01:20:27,041 এক্সিডেন্টের পরে কি ওকে দেখেছ? 1144 01:20:28,166 --> 01:20:31,166 ব্রো, তোমার কারণেই আমি দুর্ঘটনার কথা জানতে পারলাম। 1145 01:20:31,666 --> 01:20:32,583 আমি জানি না। 1146 01:20:33,875 --> 01:20:36,041 সন্দীপ জানে না। 1147 01:20:36,208 --> 01:20:38,166 - এটাই তো আমি বলছি। - সন্দীপ জানে না, কিন্তু… 1148 01:20:39,083 --> 01:20:40,500 - চলো। - সিদ্ধু, কী হয়েছে? 1149 01:20:40,583 --> 01:20:41,458 সনাতন ট্রাষ্ট। 1150 01:20:42,291 --> 01:20:43,208 ম্যাম। 1151 01:20:43,708 --> 01:20:44,916 অনেকদিন পর এসেছ। 1152 01:20:45,291 --> 01:20:47,416 জি, ম্যাম! নন্দিনী ২ বছর আগে এখানে এসেছিল, তাই না? 1153 01:20:47,583 --> 01:20:49,750 ও কী বলেছিল? নিজের ব্যাপারে কিছু বলেছিল? 1154 01:20:49,833 --> 01:20:51,416 ও কী তার পরবর্তী কাজের ব্যাপারে কিছু বলেছে? 1155 01:20:51,583 --> 01:20:52,958 মি. সিদ্ধু। সে কিছুই বলেনি। 1156 01:20:58,916 --> 01:20:59,958 রশিদ! 1157 01:21:01,250 --> 01:21:02,375 নন্দিনী'কে শেষবার কোথায় দেখেছিলে? 1158 01:21:02,583 --> 01:21:05,625 আমি কীভাবে জানবো সে কোথায়? সেবারই তাকে প্রথম দেখেছিলাম। 1159 01:21:06,666 --> 01:21:08,916 - আমি জানি না সে কে। - রশিদ! প্লিজ! 1160 01:21:09,541 --> 01:21:11,708 আমি সত্যিই জানি না। তারপর আর তাকে দেখিনি। 1161 01:21:56,333 --> 01:21:58,166 নন্দিনী এই ফ্ল্যাটেই থাকতো। 1162 01:23:01,875 --> 01:23:02,833 কে তুই? 1163 01:23:03,375 --> 01:23:05,000 শুনলাম আমার খোঁজ করছিস। 1164 01:23:05,666 --> 01:23:07,333 হ্যালো, নারসিমহা! 1165 01:23:08,250 --> 01:23:09,875 আমার ব্যাপারে তদন্ত করছিস। 1166 01:23:10,875 --> 01:23:13,125 তার সাথে তোর মধ্যে কী সম্পর্ক? 1167 01:23:14,541 --> 01:23:18,291 রশিদ বলেছে মেয়েটা পার্কে থাকবে। 1168 01:23:21,083 --> 01:23:23,333 আমি ভেঙ্কেট রাও'কে মেরেছি। 1169 01:23:26,958 --> 01:23:29,166 তুমি কি নন্দিনী? 1170 01:23:29,708 --> 01:23:31,791 - আপনি কে? - আমি ভেঙ্কেট রাও। 1171 01:23:32,375 --> 01:23:34,666 - আপনিই ভেঙ্কেট রাও, তাই না? - হ্যাঁ, কেন জিজ্ঞেস করছ? 1172 01:23:35,916 --> 01:23:39,125 কিছু মনে না করলে, আপনার উকিলের নামটা বলতে পারবেন? 1173 01:23:39,333 --> 01:23:40,500 উকিলের নাম কেন? 1174 01:23:40,666 --> 01:23:44,541 আপনার সাথে দেখা করতে চাওয়ার পর থেকে অনেক খারাপ ঘটনা ঘটেছে। 1175 01:23:45,166 --> 01:23:46,208 সেজন্যই জানতে চাচ্ছি। 1176 01:23:46,958 --> 01:23:48,250 সুন্দর রাও। 1177 01:23:49,791 --> 01:23:52,208 আপনি বয়সে বড়ো, তাই মিথ্যে বলবেন না। 1178 01:23:52,625 --> 01:23:55,875 সে বলেছিল আমি ভেনঙ্কেট রাও পরিচয়ে এখানে এলে টাকা দেবে। 1179 01:23:56,416 --> 01:23:57,625 এজন্যই মিথ্যা বলেছি। 1180 01:24:14,208 --> 01:24:15,166 কভার কোথায়? 1181 01:24:16,750 --> 01:24:17,708 কভার কোথায়? 1182 01:24:19,666 --> 01:24:21,166 আমি তাকে কভার দিতে বলেছিলাম। 1183 01:24:21,708 --> 01:24:22,625 ও সেটা দেয়নি, 1184 01:24:23,791 --> 01:24:24,875 আর পালানোর চেষ্টা করেছে। 1185 01:24:26,625 --> 01:24:32,250 আমি তার চুল ধরে টানলাম, যেহেতু সে তার জীবনের জন্য লড়ছিল। 1186 01:24:37,125 --> 01:24:38,083 চুল টেনে ধরেছিস? 1187 01:24:38,458 --> 01:24:43,458 শুধু চুল না, অন্যান্য জিনিসও ধরেছিলাম। 1188 01:24:49,916 --> 01:24:52,666 কী হয়েছে? ব্যথা পেয়েছ? 1189 01:24:52,916 --> 01:24:54,750 রক্ত বের হচ্ছে। 1190 01:24:55,208 --> 01:24:56,708 আর কী? আর কী করেছ? 1191 01:24:56,833 --> 01:24:58,583 চুল ধরেছ। ধরো, ধরো। 1192 01:24:59,041 --> 01:25:02,125 বলো, এরপর কী করেছ? 1193 01:25:04,458 --> 01:25:06,666 ধরো, ধরো, ধরে রাখো, ধরে রাখো। 1194 01:25:08,541 --> 01:25:09,500 কভার কোথায়? 1195 01:25:12,208 --> 01:25:13,750 ওর হাতে মোচড় দিয়েছ? আমার হাত নাও। 1196 01:25:34,750 --> 01:25:35,833 হারামি! 1197 01:25:39,208 --> 01:25:41,625 মেয়েদের হাত ভাঙবি? 1198 01:25:42,041 --> 01:25:43,250 ব্যথা লাগছে, তাই না? 1199 01:25:49,208 --> 01:25:52,041 সর তো! সর না! সর! 1200 01:25:53,000 --> 01:25:54,041 সরে যা! 1201 01:25:58,916 --> 01:26:00,083 রক্তপাত না হওয়া পর্যন্ত মেরেছিস? 1202 01:26:08,000 --> 01:26:09,083 রক্তপাত না হওয়া পর্যন্ত মেরেছিস? 1203 01:26:10,166 --> 01:26:11,833 কীভাবে মেরেছিস? 1204 01:26:12,625 --> 01:26:14,666 তার গলা চেপে ধরেছিস? কর এটা। কর। 1205 01:26:14,833 --> 01:26:16,041 মার আমাকে। মার। 1206 01:26:16,166 --> 01:26:17,916 এই! শান্ত হ! রিলাক্স! 1207 01:26:18,083 --> 01:26:19,458 আমার রক্ত বের না হওয়া পর্যন্ত মারতে হবে, ঠিক আছে? 1208 01:26:19,583 --> 01:26:20,458 মার। 1209 01:26:25,458 --> 01:26:28,541 আমি একজন পুরুষ হয়েও সহ্য করতে পারছি না। 1210 01:26:29,375 --> 01:26:31,250 বেচারি মেয়ে। 1211 01:26:32,458 --> 01:26:34,791 তুই কি ভাবতে পারছিস সে কীভাবে সহ্য করেছে? 1212 01:26:35,500 --> 01:26:37,541 একটা মেয়েকে কীভাবে মারতে পারলি? 1213 01:26:50,791 --> 01:26:51,666 বল! 1214 01:26:51,750 --> 01:26:53,250 উঠ! 1215 01:26:54,291 --> 01:26:57,916 - নন্দিনী কোথায়? - বলছি! 1216 01:26:58,000 --> 01:26:59,958 মোজো। মোজো বলেছিল। 1217 01:27:00,041 --> 01:27:01,541 - মোজো। - মোজো বলেছিল। 1218 01:27:02,625 --> 01:27:03,583 মোজো কে? 1219 01:27:04,541 --> 01:27:05,708 মোজো কে? 1220 01:27:06,583 --> 01:27:08,291 এই! এই! 1221 01:27:10,083 --> 01:27:11,125 মোজো কে? 1222 01:27:14,666 --> 01:27:17,166 মোজো কে? বল। 1223 01:27:17,541 --> 01:27:18,916 বলছি। 1224 01:27:19,791 --> 01:27:22,166 আমি জানি না সে কে। সে আমাদের কল করে। 1225 01:27:25,791 --> 01:27:27,208 - দাঁড়া! দাঁড়া! - বল! 1226 01:27:27,875 --> 01:27:31,416 কাহিনী বড়ো। শ্বাস নিতে দিলেই তো বলবো। 1227 01:27:31,500 --> 01:27:32,375 বল! 1228 01:27:36,208 --> 01:27:37,708 আমিও জানি না মোজো কে। 1229 01:27:38,166 --> 01:27:42,041 সে ফোন করে বলে কী করতে হবে। তার পরে, সে টাকা দিয়ে দিবে। 1230 01:27:42,375 --> 01:27:45,041 এবার আমাকে ভেঙ্কেট রাও এর খোঁজ করতে বলেছিল। 1231 01:27:45,416 --> 01:27:46,875 তাই, আমি রশিদকে এই কাজের দায়িত্ব দিয়েছিলাম। 1232 01:27:47,000 --> 01:27:49,333 মেয়েটার পিছু নেয়ার সময়, 1233 01:27:49,708 --> 01:27:55,541 পদ্মানাভাম উকিলের মাধ্যেমে আমরা ভেঙ্কেট এর কভারের ব্যাপারে জানতে পারি। 1234 01:27:55,916 --> 01:27:56,916 কভার? 1235 01:27:57,000 --> 01:28:00,166 কভারের জন্যই তাকে অপহরণ করেছি। 1236 01:28:00,875 --> 01:28:02,041 কিন্তু সে পালিয়ে গেছে। 1237 01:28:03,625 --> 01:28:05,083 কভার কোথায়? 1238 01:28:06,458 --> 01:28:07,500 ওখানে। 1239 01:28:10,166 --> 01:28:11,166 আমি খোঁজ করেছি 1240 01:28:11,375 --> 01:28:12,416 কিন্তু কভারটা খুঁজে পাইনি। 1241 01:28:14,583 --> 01:28:15,916 আর সে এখান থেকেও পালিয়ে গিয়েছিল। 1242 01:28:18,125 --> 01:28:19,208 যাও! যাও। 1243 01:29:04,625 --> 01:29:05,583 এক্সিডেন্ট? 1244 01:29:07,041 --> 01:29:08,166 এক্সিডেন্ট তুই করেছিস? 1245 01:29:15,541 --> 01:29:16,791 বেচারী নন্দিনী। 1246 01:29:19,875 --> 01:29:20,875 এই! এই! 1247 01:29:37,833 --> 01:29:39,500 সেই কভারের কারণে তারা আক্রমণ করবে এবং খুন করবে। 1248 01:29:39,875 --> 01:29:43,125 ওই কভারটা খুঁজে পেলে, নন্দিনীর ব্যাপারে কিছু সূত্র পাবো। 1249 01:29:46,416 --> 01:29:47,666 এই, সিদ্ধু! 1250 01:29:48,250 --> 01:29:49,125 অন্ধ না-কি? 1251 01:29:50,291 --> 01:29:51,458 রাস্তায় নজর দে। 1252 01:29:52,083 --> 01:29:55,666 কিন্তু কভারটা বাড়িতেও নেই, দুর্ঘটনাস্থলেও নেই। 1253 01:29:56,250 --> 01:29:57,458 ও এখানে কভার লুকিয়ে রাখতে পারতো। 1254 01:29:57,625 --> 01:29:59,041 আমি নিশ্চিত যে কভারটা এই এলাকাতেই আছে। 1255 01:29:59,458 --> 01:30:02,208 নন্দিনীর মতো ভাবো। 1256 01:30:02,625 --> 01:30:04,000 এখানে পোস্ট বক্স কোথায়? 1257 01:30:05,708 --> 01:30:07,750 ওটা অকেজো। 1258 01:30:11,875 --> 01:30:12,875 এই, সিদ্ধু! 1259 01:30:14,791 --> 01:30:15,750 সিদ্ধু! 1260 01:30:16,958 --> 01:30:18,500 জলদি যাও, যাও! 1261 01:30:24,208 --> 01:30:27,416 মেয়েটা বুঝতে পারে না যে এটা কাজ করছে না। 1262 01:30:43,625 --> 01:30:44,500 ভেঙ্কেট রাও! 1263 01:31:41,041 --> 01:31:43,291 স্যার, সিদ্ধু নামের একজন আপনার সাথে দেখা করতে এসেছে। 1264 01:31:43,875 --> 01:31:44,750 ভেতরে আসতে বলো। 1265 01:31:46,416 --> 01:31:47,750 স্যার! আমি সিদ্ধার্থ। 1266 01:31:48,625 --> 01:31:50,625 হ্যালো? হ্যালো, মি. আগারওয়াল 1267 01:31:51,166 --> 01:31:52,750 সব ঠিক আছে! 1268 01:31:53,541 --> 01:31:55,583 সমস্যা নেই। চিন্তা করার দরকার নেই। 1269 01:31:55,666 --> 01:31:57,625 চুক্তি হয়ে গেলে অবিলম্বে রেজিস্ট্রেশন করতে যাবো। 1270 01:31:57,958 --> 01:31:59,000 রিলাক্স, স্যার! 1271 01:31:59,458 --> 01:32:00,458 স্যার! নন্দিনী... 1272 01:32:00,833 --> 01:32:01,791 নন্দিনী কে? 1273 01:32:02,166 --> 01:32:05,208 স্যার! ছয় মাস আগে কেউ তাকে হত্যার চেষ্টা করেছিল। 1274 01:32:05,291 --> 01:32:06,208 হ্যাঁ। 1275 01:32:06,541 --> 01:32:07,458 এক মিনিট, প্লিজ। 1276 01:32:07,750 --> 01:32:10,333 মনে হয় ভুল জায়গায় এসেছো। তোমার পুলিশ স্টেশনে যাওয়া উচিত। 1277 01:32:11,833 --> 01:32:12,833 আচ্ছা। 1278 01:32:13,291 --> 01:32:14,958 হ্যাঁ, সময়মতো পৌঁছে যাবো। 1279 01:32:15,375 --> 01:32:17,416 - নন্দিনী একটা কভার রেখে গেছে। - চিন্তা করবেন না। 1280 01:32:17,500 --> 01:32:18,958 এটাতে "ভাজরা কনস্ট্রাকশন" এর নাম লেখা ছিল। 1281 01:32:19,041 --> 01:32:19,916 বলুন। 1282 01:32:20,166 --> 01:32:21,291 মনে হচ্ছে এটা আপনার। 1283 01:32:22,166 --> 01:32:23,041 দেখুন। 1284 01:32:27,625 --> 01:32:30,250 মি. আগারওয়াল, পরে কথা বলবো। বায়। 1285 01:32:34,541 --> 01:32:38,250 স্যার, মনে হচ্ছে এটা আমাদের MNC কোম্পানির নকশা। 1286 01:32:39,791 --> 01:32:41,500 - তুমি কি গিয়ে তোমার কাজ করবে প্লিজ? - অবশ্যই, স্যার। 1287 01:32:41,708 --> 01:32:42,583 ধন্যবাদ। 1288 01:32:45,166 --> 01:32:47,000 এটা তো... কেবল একটা নকশা। 1289 01:32:47,666 --> 01:32:49,458 এরকম নকশা আমাদের আছে অনেক আছে। 1290 01:32:50,208 --> 01:32:51,416 আমাদের ওয়েবসাইটে দেখতে পারো। 1291 01:32:51,750 --> 01:32:52,625 অনেকগুলো পাবে। 1292 01:32:53,375 --> 01:32:57,375 কিন্তু এই কাগজের জন্যই তারা তাকে হত্যার চেষ্টা করে। 1293 01:33:00,166 --> 01:33:02,166 এটা একটা আজাইরা কাগজের টুকরো মাত্র। 1294 01:33:06,125 --> 01:33:10,083 কিন্তু আমি নিশ্চিত এই আজাইরা কাগজের টুকরার জন্যই তারা তাকে হত্যার চেষ্টা করেছিল। 1295 01:33:10,625 --> 01:33:16,125 আমি খুঁজে বের করবো কেন এই কভারের জন্য একটা মেয়েকে হত্যা করতে চেয়েছিল। 1296 01:33:17,000 --> 01:33:18,791 - তুমি এটা রাখতে পারো, সমস্যা নেই। - ধন্যবাদ। 1297 01:33:21,666 --> 01:33:24,416 মি. রাকেশ, আপনি কি মোজো নামের কাউকে চেনেন? 1298 01:33:25,250 --> 01:33:26,125 সুন্দর নাম। 1299 01:33:26,958 --> 01:33:27,833 আমি চিনি না। 1300 01:33:28,083 --> 01:33:29,041 তথ্যের জন্য ধন্যবাদ। 1301 01:33:36,291 --> 01:33:37,166 এই! 1302 01:33:40,833 --> 01:33:44,458 অবশেষে, নন্দিনীকে খুঁজতে খুঁজতে সিদ্ধু তোমার কাছে এসেছে। 1303 01:33:44,791 --> 01:33:46,250 তার কাছে ওই কভার আছে। অবিলম্বে ওটা হাতিয়ে নাও। 1304 01:33:46,875 --> 01:33:48,416 এতদিন ধরে তুমি ওই কভারটা খুঁজছিলে। 1305 01:33:48,666 --> 01:33:49,916 কিন্তু পাওয়ার পর, যেতে দিয়েছ। 1306 01:33:50,000 --> 01:33:51,625 এখন অবিলম্বে আমার ওই কভারটা চাই। নয়তো… 1307 01:33:52,625 --> 01:33:53,500 নয়তো... 1308 01:33:53,625 --> 01:33:55,875 আমার এখন পুরোই বিভ্রান্ত হয়ে গেছি। 1309 01:33:56,708 --> 01:33:58,208 ইঞ্জিনিয়ারের কাছে একই কপি আছে। 1310 01:33:58,416 --> 01:34:00,791 একই কপি জিএইচএমসি এবং আমাদের কাছেও রয়েছে। 1311 01:34:01,083 --> 01:34:02,625 কিন্তু তুমি সেটা নেওয়ার জন্য জোর করছো কেন? 1312 01:34:02,958 --> 01:34:03,833 এটাতে কী আছে? 1313 01:34:03,916 --> 01:34:05,583 আমার ওই কভারটা চাই। 1314 01:34:08,125 --> 01:34:10,000 যুক্তি দিয়ে ব্যাখ্যা করলেই কেবল আমি আগ্রহী হবো। 1315 01:34:10,083 --> 01:34:11,333 - যুক্তি? - আমি যুক্তি চাই। 1316 01:34:11,416 --> 01:34:12,375 কিসের যুক্তি? 1317 01:34:14,791 --> 01:34:18,750 দেখো! এই ঘড়িটা কাজ করছে কারণ এটার ব্যাটারি ভালো। 1318 01:34:19,625 --> 01:34:20,500 এটাই যুক্তি। 1319 01:34:21,916 --> 01:34:23,041 দেখো, 1320 01:34:23,958 --> 01:34:27,041 আমরা এই ফল খাচ্ছি কারণ এটাতে ভিটামিন আছে। 1321 01:34:27,375 --> 01:34:28,250 এটাই যুক্তি। 1322 01:34:28,375 --> 01:34:29,666 তাই, ওই কভারের ভেতরে কী আছে... 1323 01:34:32,250 --> 01:34:33,208 এটা বন্দুক। 1324 01:34:34,166 --> 01:34:35,208 আর এতে বুলেট আছে। 1325 01:34:36,583 --> 01:34:37,500 এটাই তো যুক্তি। 1326 01:34:37,791 --> 01:34:39,291 এভাবে বললে না শুনি কী করে? 1327 01:34:43,583 --> 01:34:45,708 যাই হোক... ধন্যবাদ। 1328 01:34:46,000 --> 01:34:46,875 কেন? 1329 01:34:47,458 --> 01:34:49,208 কারণ তুমি বলেছো মোজো একটা সুন্দর নাম। 1330 01:34:49,416 --> 01:34:51,833 জোগিনাথাম মোক্কাজোন্না! কভারটা আনো। যাও! 1331 01:34:52,458 --> 01:34:53,416 সে কে? 1332 01:34:53,791 --> 01:34:54,791 আমি মোজো। 1333 01:34:55,291 --> 01:34:56,166 সুন্দর নাম। 1334 01:35:04,416 --> 01:35:05,375 কে. ভেঙ্কেট রাও ১-১৬৫/১২৩ পাঞ্জাগুট্টা, হায়দ্রাবাদ। 1335 01:35:05,708 --> 01:35:06,750 তুমি কী করবে? 1336 01:35:08,416 --> 01:35:09,500 কার্টুন দেখতে ভালো লাগে। 1337 01:35:09,583 --> 01:35:11,375 - কিন্তু বেশি দেখবে না। - উহ! ওইতো কভার। 1338 01:35:12,625 --> 01:35:16,541 ম্যাডাম, তাকে দিয়ে কোনো খেলা খেলান। ক্রিকেট, ফুটবল। 1339 01:35:17,208 --> 01:35:18,083 তুমি কি ফুটবল খেলতে পছন্দ করো? 1340 01:35:18,291 --> 01:35:19,166 - হ্যাঁ। - টিকেট! টিকেট! 1341 01:35:19,833 --> 01:35:20,708 - টিকেট! টিকেট! - হায়। 1342 01:35:20,833 --> 01:35:21,875 ম্যাডাম, টিকেট নিন! 1343 01:35:22,666 --> 01:35:23,666 আপনি কোথায় যাবেন? 1344 01:35:23,750 --> 01:35:24,958 কোন্ডাপুরের একটা টিকেট দিন। 1345 01:35:25,625 --> 01:35:26,708 এটাই কোন্ডাপুর। 1346 01:35:26,875 --> 01:35:27,958 এত তাড়াতাড়ি কীভাবে চলে এলাম? 1347 01:35:28,125 --> 01:35:29,041 হ্যাঁ। 1348 01:35:29,875 --> 01:35:31,000 জীবন কত ছোট। 1349 01:35:31,083 --> 01:35:32,625 - জি, স্যার। - আমি কোন্ডাপুরেই আছি। 1350 01:35:32,833 --> 01:35:34,250 আমি কভারও পেয়েছি। 1351 01:35:35,625 --> 01:35:36,708 ম্যাডাম, টিকেট নিন! 1352 01:35:36,833 --> 01:35:37,708 আপনি নিয়েছেন? 1353 01:35:43,166 --> 01:35:44,250 হ্যালো, মি. মোজো। 1354 01:35:45,583 --> 01:35:47,708 কলার ধরলে তোমাকে কভার দিয়ে দেবো ভেবেছ? 1355 01:35:48,250 --> 01:35:50,041 কভার নেওয়ার পরে তোমার কলার ধরেছি। 1356 01:35:50,125 --> 01:35:51,083 আমি পরোয়া করি না। 1357 01:35:51,541 --> 01:35:52,750 কভার। 1358 01:35:55,958 --> 01:35:57,041 স্বাগতম। 1359 01:35:57,125 --> 01:35:58,125 টেপ? 1360 01:36:00,208 --> 01:36:01,291 মোজো, ওই কভারের ভেতরে কী আছে? 1361 01:36:03,666 --> 01:36:04,791 এ ব্যাপারে আমাকে জিজ্ঞেস করবে না! 1362 01:36:04,916 --> 01:36:07,125 কভার! কভার! এটা ছাড়া অন্য সব জিজ্ঞেস করো। 1363 01:36:08,750 --> 01:36:10,041 তোমার বাড়িতে ট্রেডমিল আছে? 1364 01:36:12,458 --> 01:36:15,208 না, ভাই! আমি দৌড়ানো ঘৃণা করি। 1365 01:36:15,916 --> 01:36:16,958 তাহলে তুমি আমাকে ঘৃণা করবে। 1366 01:36:17,458 --> 01:36:18,333 কেন? 1367 01:36:21,083 --> 01:36:23,250 ভাই! বাস থামান। 1368 01:36:23,875 --> 01:36:26,166 ভাই, তাকে থামতে বলো। 1369 01:36:26,708 --> 01:36:27,958 ভাই! ভাই! 1370 01:36:28,208 --> 01:36:30,333 চলমান বাসে উঠার প্রবণতা আছে। বাস থামাবেন না। 1371 01:36:30,416 --> 01:36:33,375 তবে শুধু বাস নয়, আমিও এটার সাথে দৌড়াচ্ছি। 1372 01:36:33,833 --> 01:36:34,958 ওই কভারে কী আছে বলো। 1373 01:36:35,375 --> 01:36:38,166 কভারের ভিতরে কী আছে তা ওই গাধা বলছে না। কিন্তু সে কভারটা চায়। 1374 01:36:38,375 --> 01:36:40,875 তুমিও জানো না ভেতরে কী আছে। কিন্তু তুমি আমাকে দিতে চাও না। 1375 01:36:41,291 --> 01:36:43,666 এখানে আমি তোমাদের দুজনের মধ্যে আটকে আছি। 1376 01:36:44,708 --> 01:36:45,791 ওহ ভগবান! 1377 01:36:46,000 --> 01:36:46,875 পিলার! 1378 01:36:47,000 --> 01:36:49,375 ডানে! ডানে! ডানে! 1379 01:36:57,250 --> 01:36:58,291 বাস কোথায়? 1380 01:36:58,791 --> 01:36:59,916 রাস্তা কোথায়? 1381 01:37:01,958 --> 01:37:05,250 কভারের জন্য নন্দিনীর পিছনে গেলে কেন? ওই কভারের ভেতরে কী আছে? 1382 01:37:07,375 --> 01:37:09,208 তুমি যুক্তি অনুসরণ করছো না। 1383 01:37:09,666 --> 01:37:11,916 আমার বস তোমার থেকে কভার না নিয়ে, তার বদলে আমাকে পাঠিয়েছে। 1384 01:37:12,000 --> 01:37:12,875 কেন? 1385 01:37:13,583 --> 01:37:15,958 কারণ আমি মরে গেলেও সে বেঁচে থাকতে চায়। 1386 01:37:18,125 --> 01:37:20,083 রাজারা সৈন্যদের কাছে তাদের গোপন কথা বলবে না। 1387 01:37:22,041 --> 01:37:23,708 তারা শুধু তাদেরকে যুদ্ধে পাঠায়। 1388 01:37:25,583 --> 01:37:27,125 থেমেছে। থেমেছে। 1389 01:37:30,958 --> 01:37:32,583 সৈন্যরা রাজার জন্য তাদের জীবন উৎসর্গ করে... 1390 01:37:32,916 --> 01:37:33,875 কিন্তু "এসব"? 1391 01:37:35,166 --> 01:37:37,291 এটা যুক্তি। 1392 01:37:37,666 --> 01:37:39,041 চলো বসে কথা বলি। 1393 01:37:45,291 --> 01:37:47,083 জমির প্রতি বিশ্বাসী ব্যক্তিই হলো কৃষক। 1394 01:37:49,083 --> 01:37:50,416 এই প্রবাদটা গ্রামাঞ্চলে প্রচলিত। 1395 01:37:50,708 --> 01:37:53,791 কিন্তু শহরে, আমরা তাদের নির্মাতা বলি। 1396 01:37:54,750 --> 01:37:57,375 সেই ভিত্তিতেই, সে এই শহরের শীর্ষ নির্মাতা হয়ে উঠে। 1397 01:37:57,750 --> 01:38:01,916 তার মনোযোগ অবিলম্বে শহরের সনাতন ট্রাস্টের দিকে চলে যায়। 1398 01:38:04,083 --> 01:38:06,166 মানুষ ধনী হওয়ার পরে কুসংস্কারে বিশ্বাস করে, 1399 01:38:06,291 --> 01:38:07,708 তারা আগে নাস্তিক থাকলেও। 1400 01:38:08,208 --> 01:38:10,375 তারা জ্যোতির্বিদ্যা এবং ভাস্তুশাস্ত্রে বিশ্বাস করতে শুরু করবে। 1401 01:38:11,666 --> 01:38:15,708 এজন্য সে নন্দিনীর দাদা মি. ভাস্তু বিশ্বনাথ শাস্ত্রীর কাছে 1402 01:38:15,791 --> 01:38:17,583 বিল্ডিংয়ের ব্লুপ্রিন্ট পাঠিয়েছে। 1403 01:38:17,666 --> 01:38:20,083 আমি সবকিছু দেখেছি। 1404 01:38:20,500 --> 01:38:23,916 আপনার সবগুলো সাইটের মধ্যে, এটা সেরাগুলোর একটা। 1405 01:38:24,000 --> 01:38:25,416 যে করেই হোক এই সাইটটা হাত ছাড়া করবেন না। 1406 01:38:25,708 --> 01:38:27,083 আর সেই কারণে… 1407 01:38:28,000 --> 01:38:29,750 ওটা নামিয়ে রাখবে প্লিজ? আমি টেনশনে আছি। 1408 01:38:30,333 --> 01:38:31,750 - প্লিজ! - বলো। 1409 01:38:31,833 --> 01:38:34,333 আর সেই কারণে, সে সরাসরি বাবাজির সাথে দেখা করতে যায়। 1410 01:38:37,416 --> 01:38:39,083 নমস্কার, বাবাজি! আপনি কি ব্লুপ্রিন্ট দেখেছেন? 1411 01:38:39,625 --> 01:38:40,666 এটা ভালোভাবেই কাজ করেছে। 1412 01:38:41,000 --> 01:38:42,583 জিএইছএমসি থেকেও অনুমোদন পেয়ে গেছি। [GHMC=GREATER HYDERABAD MUNICIPAL CORPORATION] 1413 01:38:43,166 --> 01:38:45,541 বাবাজি, বিল্ডিংস আর কমার্শিয়াল কমপ্লেক্সেস এর জন্য জায়গাটা সুন্দর 1414 01:38:45,625 --> 01:38:47,750 মি. ভাস্তু বিশ্বনাথ শাস্ত্রীও এটা অনুমোদন করেছে। 1415 01:38:48,041 --> 01:38:49,541 আপনি স্বাক্ষর করলেই যথেষ্ট হবে। 1416 01:38:49,625 --> 01:38:52,208 আমরা বিক্রি করতে বা আপনাকে দিতে চাই না। 1417 01:38:52,416 --> 01:38:56,083 একই কথা বারবার বলে আমাদের বিরক্ত করছেন। 1418 01:39:01,625 --> 01:39:03,041 এতে সে ক্ষুব্ধ হয়ে যায়। 1419 01:39:03,166 --> 01:39:07,708 ওই রাতেই সে কিছু লোক পাঠায় জায়গাটাতে আগুন দেওয়ার জন্য। 1420 01:39:07,791 --> 01:39:10,541 ওই অগ্নি দুর্ঘটনায় ছয় শিশু ও বাবাজি মারা যায়। 1421 01:39:10,791 --> 01:39:13,958 বাবাজি মারা যাওয়ার পরে ট্রাস্ট নতুন চেয়ারম্যান নিযুক্ত করে। 1422 01:39:14,958 --> 01:39:17,625 স্বাক্ষর করিয়ে কাজ শেষ করার জন্য সে নতুন চেয়ারম্যান পেয়ে যায়। 1423 01:39:19,166 --> 01:39:21,541 বাবাজির ছাত্র ভেঙ্কেট রাও সবকিছুর ব্যাপারে জানতে পেরে... 1424 01:39:21,708 --> 01:39:22,791 আদালতে মামলা করে। 1425 01:39:22,875 --> 01:39:25,041 উকিল পদ্মানাভাম দীর্ঘদিন ধরে চেষ্টা করলেও... 1426 01:39:25,166 --> 01:39:28,458 কোনো প্রমাণ না পাওয়ায় মামলাটা বিচারাধীন রয়েছে। 1427 01:39:30,166 --> 01:39:32,166 আমার বস পুরোপুরি শান্ত ছিল যখন... 1428 01:39:32,541 --> 01:39:38,583 শাস্ত্রী নন্দিনীকে হায়দ্রাবাদে পাঠায় ভেঙ্কেট রাওকে ওই কভারটা দিতে। 1429 01:39:38,708 --> 01:39:40,208 আমি জানি না ওই কভারের ভেতরে কী আছে। 1430 01:39:40,666 --> 01:39:44,666 শাস্ত্রী হৃদরোগে মারা গেছে, ভেঙ্কেট রাওকে আমরা মেরেছি, 1431 01:39:45,083 --> 01:39:48,125 এবং আমার বসকেও, শুধু এই কয়জন মানুষই জানে ওই কভারের ভেতরে কী আছে। 1432 01:39:49,083 --> 01:39:50,083 সেসব তো ঠিক আছে… 1433 01:39:51,916 --> 01:39:52,791 কিন্তু নন্দিনী কোথায়? 1434 01:39:53,750 --> 01:39:55,083 নন্দিনী কোথায় মানে কী? 1435 01:39:55,666 --> 01:39:56,666 সে তো মারা গেছে। 1436 01:40:00,333 --> 01:40:01,666 এটা না করতে বলেছি কিন্তু। 1437 01:40:02,500 --> 01:40:04,333 আমি বলেছি সে মারা গেছে, আমি মেরেছি সেটা বলিনি। 1438 01:40:04,666 --> 01:40:06,375 আবেগকে সরিয়ে রেখে যুক্তিযুক্তভাবে ভাবো। 1439 01:40:08,125 --> 01:40:09,583 আমার বস ওই কভারটা চায়। 1440 01:40:10,875 --> 01:40:12,500 একমাত্র নন্দিনীই জানে কভারটা কোথায়। 1441 01:40:13,250 --> 01:40:15,125 কভার কোথায় আছে তা না জেনে নন্দিনীকে মারবো কেন? 1442 01:40:15,375 --> 01:40:16,708 তোমরা একদমই যুক্তি ব্যবহার করো না। 1443 01:40:16,791 --> 01:40:18,333 তাহলে কীভাবে বলতে পারলে নন্দিনী মারা গেছে? 1444 01:40:18,958 --> 01:40:22,166 আমিই জেজে হাসপাতালের অ্যাম্বুলেন্সে নন্দিনীর লাশ উঠিয়েছি। 1445 01:40:27,375 --> 01:40:29,916 এই মৃত্যুর সনদ দেখো। তুমিই জানতে পারবে। 1446 01:40:42,958 --> 01:40:44,208 ডা. সন্দীপ! 1447 01:40:51,083 --> 01:40:51,958 সন্দীপ! 1448 01:40:52,083 --> 01:40:52,958 থামো, সিদ্ধু। 1449 01:40:53,916 --> 01:40:55,041 তোমাকে কতবার বলতে হবে? 1450 01:40:55,250 --> 01:40:56,375 নন্দিনীর ব্যাপারে আমি কিছু জানিনা। 1451 01:40:56,625 --> 01:40:58,291 আমাকে যেতে হবে। রোগীরা আমার জন্য অপেক্ষা করছে। 1452 01:41:03,958 --> 01:41:05,625 তাহলে তাদেরকে নন্দিনীর মৃত্যুর সনদ দিয়েছ কেন? 1453 01:41:10,958 --> 01:41:12,666 ডা. সন্দীপ বি, 1454 01:41:13,708 --> 01:41:16,291 এমবিবিএস, এফআরসিএইছ। 1455 01:41:17,041 --> 01:41:18,333 একদম ১৬ অক্ষর। 1456 01:41:21,500 --> 01:41:22,750 আমার মনে হয় এটা তোমার স্বাক্ষর। 1457 01:41:38,375 --> 01:41:39,583 নন্দিনী কোনো ভুল করবে না। 1458 01:41:41,458 --> 01:41:43,625 যদি ও অনুভব করে যে ও তোমার প্রেমে পড়েছে, 1459 01:41:45,333 --> 01:41:46,833 তাহলে অবশ্যই বলতে পারি যে তুমি একজন ভালো মানুষ। 1460 01:41:48,791 --> 01:41:50,125 আমার নন্দিনী কোনো ভুল করবে না। 1461 01:41:51,208 --> 01:41:52,291 আর তুমিও। 1462 01:41:55,208 --> 01:41:56,291 নন্দিনী বেঁচে আছে। 1463 01:41:57,250 --> 01:41:58,291 নন্দিনী নিরাপদে আছে। 1464 01:41:59,458 --> 01:42:00,708 নন্দিনী তোমার সাথে আছে। 1465 01:42:01,875 --> 01:42:02,916 ভাগি! 1466 01:42:03,750 --> 01:42:04,833 নন্দিনী বেঁচে আছে। 1467 01:42:06,541 --> 01:42:07,791 সে ডা. সন্দীপের সাথে আছে। 1468 01:42:11,416 --> 01:42:13,458 শুধু একবার বলো নন্দিনী বেঁচে আছে। 1469 01:42:20,083 --> 01:42:22,041 ডাক্তার, দুর্ঘটনার শিকার মেয়েদের কী অবস্থা? 1470 01:42:22,166 --> 01:42:25,375 সানজানা মারা গেছে, কিন্তু নন্দিনীর অবস্থা আশঙ্কাজনক। 1471 01:42:25,583 --> 01:42:26,750 আমরা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। 1472 01:42:28,583 --> 01:42:31,416 তুমি কী করো তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু নন্দিনীকে বাঁচতে হবে। 1473 01:42:31,958 --> 01:42:34,250 কিন্তু কেউ যেন জানে না যে নন্দিনী এখনো বেঁচে আছে। 1474 01:42:35,791 --> 01:42:37,583 - যত টাকা লাগে, পরোয়া..... - ডাক্তার! 1475 01:42:38,208 --> 01:42:39,083 সে মারা গেছে। 1476 01:42:41,291 --> 01:42:42,416 মারা গেছে? 1477 01:42:58,791 --> 01:42:59,666 এটাই যথেষ্ট। 1478 01:43:00,416 --> 01:43:01,916 অনেক কাজ আছে যা নন্দিনীর করার আছে। 1479 01:43:02,750 --> 01:43:04,500 আমার অনেক কাজ আছে। এখন যাচ্ছি। 1480 01:43:06,375 --> 01:43:07,375 নন্দিনীকে দেখতে চাও? 1481 01:44:30,666 --> 01:44:31,583 এই, সিদ্ধু! 1482 01:44:32,333 --> 01:44:33,666 এখন চলে যাচ্ছ কেন? 1483 01:44:35,250 --> 01:44:36,166 তাকে কী বলবো? 1484 01:44:36,583 --> 01:44:39,041 তোমার জন্য অনেক করেছি। আমাকে ভালোবাসতে পারবে? 1485 01:44:40,041 --> 01:44:42,625 ও তো জানেও না যে সিদ্ধু নামে কেউ আছে। 1486 01:45:12,958 --> 01:45:13,875 নন্দিনী? 1487 01:45:21,125 --> 01:45:23,708 তোমাকে যারা মারতে চেয়েছিল তাদেরকে পুলিশ গ্রেফতার করেছে। 1488 01:45:26,958 --> 01:45:27,916 কীভাবে? 1489 01:45:32,000 --> 01:45:33,000 নন্দিনী, তুমি একজন ভালো মানুষ। 1490 01:45:33,541 --> 01:45:34,750 ভগবান তোমার সাথে ভালোই করবে। 1491 01:46:08,625 --> 01:46:09,541 আপা? 1492 01:46:13,083 --> 01:46:14,791 - এই, আনিতা। - কেমন আছ, আপা? 1493 01:46:15,500 --> 01:46:17,375 - আমি ভালো আছি। - কখন এসেছ? 1494 01:46:17,458 --> 01:46:18,333 মাত্রই এলাম। 1495 01:46:18,458 --> 01:46:19,791 তুমি অনেক বদলে গেছ। 1496 01:46:21,583 --> 01:46:23,583 আমার তোমাকে স্যরি বলতে হবে। 1497 01:46:23,916 --> 01:46:26,708 সেদিন তোমাকে কথা দিয়েছিলাম যে তোমার ফি দিবো। 1498 01:46:26,958 --> 01:46:30,083 সমস্যা নেই। আমি এখন TCS-এ চাকরি করছি। [TSC=Tata Consultancy Services] 1499 01:46:32,666 --> 01:46:35,916 সিদ্ধু আমাকে পড়ালেখায় এবং চাকরি পেতে সাহায্য করেছে। 1500 01:46:44,375 --> 01:46:46,833 আচ্ছা, আপু। আমার অফিসের সময় প্রায় হয়ে গেছে। 1501 01:46:47,041 --> 01:46:50,208 কোনো সাহায্যের প্রয়োজন হলে কল করবে। ভুলে যেও না। 1502 01:47:03,708 --> 01:47:07,833 সিদ্ধু কে? সে কেন ফি দিয়েছে? 1503 01:47:23,875 --> 01:47:27,875 নন্দিনী। সিদ্ধু। 1504 01:47:32,875 --> 01:47:33,916 হ্যালো, উঠুন! 1505 01:47:35,000 --> 01:47:36,416 ওটা নন্দিনীর বসার জায়গা। 1506 01:47:36,500 --> 01:47:38,875 মি. সিদ্ধু দেখলে রাগ করবে। প্লিজ উঠুন! 1507 01:47:44,375 --> 01:47:46,833 ভাই, এখানে একটা পোস্ট বক্স ছিল। এটা এখন কোথায়? 1508 01:47:46,916 --> 01:47:48,791 ওহ! আপনি! 1509 01:47:48,875 --> 01:47:50,625 তারা এটা অনেক আগেই বন্ধ করে দিয়েছে। 1510 01:47:58,208 --> 01:48:01,291 দাদা, এখানে সনাতন ট্রাস্ট ছিল, তাই না? 1511 01:48:01,875 --> 01:48:03,166 সনাতন ট্রাস্ট? 1512 01:48:04,458 --> 01:48:06,916 অনাথদের জন্য আশ্রম। 1513 01:48:07,958 --> 01:48:11,666 বাচ্চারা অনেকদিন এখানে ছিল কিন্তু জায়গাটা তাদের জন্য যথেষ্ট ছিল না। 1514 01:48:11,750 --> 01:48:16,000 তাই সিদ্ধু এসে বাচ্চাদের নতুন ভবনে নিয়ে যায়। 1515 01:48:18,166 --> 01:48:19,208 সিদ্ধু? 1516 01:48:20,750 --> 01:48:21,791 কোথায়? 1517 01:48:27,416 --> 01:48:28,416 ছোটু! 1518 01:48:28,916 --> 01:48:29,791 আপা? 1519 01:48:30,083 --> 01:48:30,958 আপনি? 1520 01:48:31,166 --> 01:48:32,041 কেমন আছো? 1521 01:48:32,583 --> 01:48:34,916 আমি খুশি। মাও ভালো আছে। 1522 01:48:35,833 --> 01:48:39,041 সিদ্ধু স্কুলে ভর্তি হতে সাহায্য করেছে। 1523 01:48:39,125 --> 01:48:41,375 দেখো! এটা আমাদের নতুন সনাতন স্কুল। 1524 01:48:45,125 --> 01:48:49,000 সনাতন স্কুল তো একই আশ্রম যেখানে একদল অনাথ বাস করত, তাই না? 1525 01:48:49,083 --> 01:48:51,500 আগে তেমন ছিল। কিন্তু এখন সম্পুর্ণ ভিন্ন। 1526 01:48:51,916 --> 01:48:53,541 আপা, এটা আমাদের ট্রাস্ট ভবন। 1527 01:48:54,875 --> 01:48:55,750 এটা কী? 1528 01:48:55,833 --> 01:48:57,791 আপা, ট্রাস্টের ভেতরে ফোন ব্যবহার করার অনুমতি নেই। 1529 01:48:59,166 --> 01:49:00,791 আপা, আমি এখানে পড়ি। 1530 01:49:03,208 --> 01:49:04,500 আপা, তুমি? 1531 01:49:04,791 --> 01:49:07,083 এই! কেমন আছো? 1532 01:49:07,166 --> 01:49:10,166 সেদিন বলেছিলে তুমি আসবে। কিন্তু আর আসোনি। 1533 01:49:10,375 --> 01:49:12,041 হঠাৎ চলে যেতে হয়েছিল। 1534 01:49:12,583 --> 01:49:13,916 কিন্তু আমার তালিকাটা মনে আছে। 1535 01:49:14,208 --> 01:49:15,958 কিন্তু তুমি তালিকাটা ভাইয়াকে দিয়েছ, তাই না? 1536 01:49:16,250 --> 01:49:17,125 ভাইয়া? 1537 01:49:17,208 --> 01:49:18,208 সিদ্ধু ভাইয়াকে। 1538 01:49:19,750 --> 01:49:21,625 আমরা যা চেয়েছি সে আমাদের সবই দিয়েছে। 1539 01:49:23,375 --> 01:49:24,250 আপা! 1540 01:49:24,750 --> 01:49:27,000 সিদ্ধু আমাকে অপারেশন করতে সাহায্য করেছে। দেখো। 1541 01:49:28,333 --> 01:49:29,458 আমি কি সুন্দরী? 1542 01:49:30,250 --> 01:49:31,541 এই! তুমি অনেক সুন্দর। 1543 01:49:31,625 --> 01:49:32,708 আপা! 1544 01:49:32,958 --> 01:49:34,250 ব্যাটি? 1545 01:49:34,625 --> 01:49:36,750 তুমি নন্দিনী, তাই না? 1546 01:49:40,750 --> 01:49:42,708 এতদিন ভেবেছিলাম যে তুমি মারা গেছ। 1547 01:49:43,750 --> 01:49:47,416 সিদ্ধু আমাকে না বলা পর্যন্ত জানতামই না তুমি বেঁচে আছো। 1548 01:49:49,875 --> 01:49:50,750 স্যার! 1549 01:49:51,708 --> 01:49:53,458 সিদ্ধু কে? 1550 01:49:54,041 --> 01:49:54,958 সিদ্ধু! 1551 01:49:55,666 --> 01:50:00,541 তার কারণেই এই এতিমরা এখানে বসবাস করছে। 1552 01:50:01,291 --> 01:50:04,416 আপনি মামলায় অভিযোগ প্রমাণ করতে ব্যর্থ হয়েছেন। 1553 01:50:04,625 --> 01:50:05,958 এবং আরও সময় চেয়ে, 1554 01:50:06,041 --> 01:50:07,208 আপনি আদালতের সময় নষ্ট করছেন। 1555 01:50:07,375 --> 01:50:08,708 আমি এই স্থগিতাদেশ খারিজ করছি। 1556 01:50:08,875 --> 01:50:12,750 মি. মূর্তি! আদালতের দরকার সত্য এবং প্রমাণ, আবেগ নয়। 1557 01:50:15,375 --> 01:50:16,291 স্যার। 1558 01:50:16,500 --> 01:50:17,583 আমার কাছে প্রমাণ আছে। 1559 01:50:29,541 --> 01:50:30,708 ওই কভারে কী আছে? 1560 01:50:30,791 --> 01:50:31,708 স্যার, ভবনের কাগজপত্র। 1561 01:50:34,583 --> 01:50:37,041 আপনি অনুমতি দিলে আমি কি তালওয়ারকে কয়েকটা প্রশ্ন করতে পারি? 1562 01:50:37,125 --> 01:50:39,666 একজন সাধারণ মানুষকে জিজ্ঞাসাবাদের অনুমতি কীভাবে দিতে পারেন? 1563 01:50:40,000 --> 01:50:42,791 আমি বিচারক। আমাদের হাতে এখনো ১০ মিনিট সময় আছে। 1564 01:50:45,291 --> 01:50:46,208 তুমি প্রশ্ন করতে পারো। 1565 01:50:46,375 --> 01:50:47,250 ধন্যবাদ, স্যার। 1566 01:50:47,708 --> 01:50:48,625 হায়, মি. তালওয়ার। 1567 01:50:49,666 --> 01:50:50,875 আপনি কোম্পানি কবে শুরু করেছেন? 1568 01:50:52,125 --> 01:50:54,625 ১৯৯৩, ভাজরা কনস্ট্রাকশন। 1569 01:50:55,041 --> 01:50:59,083 মুম্বাই, পুনে, হায়দ্রাবাদ এবং দিল্লীতে আমাদের শাখা আছে। আরো অনেক জায়গায় আছে। 1570 01:50:59,333 --> 01:51:00,875 আপনি এই ট্রাস্ট কবে কিনেছেন? 1571 01:51:01,291 --> 01:51:02,166 ২০১৮ সালে। 1572 01:51:02,250 --> 01:51:04,541 তার মানে বাবাজির মৃত্যুর পর, তাই না? 1573 01:51:04,625 --> 01:51:05,666 অবশ্যই, হ্যাঁ। 1574 01:51:06,041 --> 01:51:08,000 উনার ছোটো ভাই আমাদের প্রস্তাব দেওয়াতে কিনি। 1575 01:51:08,791 --> 01:51:10,500 তাহলে আপনি ২০১৮ সালে জমি কিনেছেন? 1576 01:51:10,583 --> 01:51:12,791 ২০১৮ সালের ফেব্রুয়ারীতে। 1577 01:51:13,500 --> 01:51:15,000 আপনি কীভাবে জানেন যে ওখানে কেনার জমি আছে? 1578 01:51:15,250 --> 01:51:16,375 এটা প্রাইম প্রপার্টি। [প্রাইম প্রপার্টি- আকাঙ্ক্ষিত এবং ব্যয়বহুল সম্পত্তি।] 1579 01:51:16,875 --> 01:51:18,333 আমরা এটার খোঁজ নিয়েছি, আর কিনে নিয়েছি। 1580 01:51:18,416 --> 01:51:20,875 তার মানে এর আগে আপনি বাবাজিকে চিনতেন না? 1581 01:51:21,291 --> 01:51:22,833 - না! - জমির ব্যাপারেও জানতেন না? 1582 01:51:23,000 --> 01:51:24,083 অবশ্যই, না! 1583 01:51:24,250 --> 01:51:25,833 ভবনের নির্মাণকাজ কবে শুরু করেছিলেন? 1584 01:51:28,208 --> 01:51:29,541 স্যার, প্লিজ। 1585 01:51:30,666 --> 01:51:31,833 ২০১৯ সালের ২০ মার্চ। 1586 01:51:32,708 --> 01:51:33,666 না, না। 1587 01:51:34,166 --> 01:51:35,250 পরেরদিন কাজ শুরু করি। 1588 01:51:35,708 --> 01:51:36,916 শুভ দিন ছিল। 1589 01:51:37,250 --> 01:51:38,750 তো, মি. তালওয়ার। ২০১৯ সালে-- 1590 01:51:38,833 --> 01:51:41,000 মিস্টার! তোমার হাতে মাত্র ১০ মিনিট ছিল... 1591 01:51:41,250 --> 01:51:42,500 এক মিনিট, স্যার। 1592 01:51:46,625 --> 01:51:47,583 মি. তালওয়ার, 1593 01:51:47,666 --> 01:51:50,000 আপনি যখন ২০১৮ সাল পর্যন্ত জমিটার ব্যাপারে জানতেন না, 1594 01:51:50,666 --> 01:51:52,666 তাহলে ২০১৭ সালে পরিকল্পনা করলেন কীভাবে? 1595 01:51:56,666 --> 01:51:57,750 মানে কী? 1596 01:51:57,833 --> 01:52:00,791 স্যার! ওই নকশার তারিখটা দেখুন। 1597 01:52:05,375 --> 01:52:06,583 ২০১৭। 1598 01:52:06,875 --> 01:52:10,000 স্যার, ২০১৭ সালে মি. তালওয়ার কীভাবে ওই জমির নকশা বানাতে পারে, 1599 01:52:10,166 --> 01:52:12,875 যখন ২০১৮ সালে তিনি এটার ব্যাপারে জানতেনই না? 1600 01:52:13,416 --> 01:52:16,750 বাবা মারা যাওয়ার আগে যদি ২০১৭ সালের নকশা বেরিয়ে আসতো, 1601 01:52:17,166 --> 01:52:21,958 তাহলে সত্যও বেরিয়ে আসতো। তাই তারা নকশাটা লুকানোর যথাসাধ্য চেষ্টা করেছিল, স্যার। 1602 01:52:34,708 --> 01:52:36,208 সে কেবল ভাস্তুতে বিশ্বাসই করে না... 1603 01:52:36,791 --> 01:52:39,208 মধ্যরাতে নরবলি দিতেও ভালোবাসে। 1604 01:52:39,833 --> 01:52:44,625 সেই মহাযজ্ঞে... বাবাজির সাথে ৬টা বাচ্চাও মারা যায়। 1605 01:52:45,375 --> 01:52:48,791 ভগবান তাদের অবিভাবক সমান বাবাজিকে ছিনিয়ে নিয়ে ভুল করেছে। 1606 01:52:49,666 --> 01:52:51,958 তালওয়ার বাবাজিকে খুন করে ভুল করেছে... 1607 01:52:52,791 --> 01:52:54,791 যে ছোটবেলা থেকেই বাচ্চাগুলোর খেয়াল রাখতো। 1608 01:52:55,916 --> 01:52:57,500 অন্তত, আপনার ভুল করা উচিত হবে না। 1609 01:52:58,916 --> 01:53:00,375 তারা যাতে আশ্রম ফিরে পায় সেটা নিশ্চিত করুন। 1610 01:53:01,416 --> 01:53:02,375 প্লিজ। 1611 01:53:04,625 --> 01:53:06,208 আমরা এই মামলার পোক্ত প্রমাণ পেয়েছি। 1612 01:53:06,750 --> 01:53:09,125 তালওয়ারের উপর ষড়যন্ত্র এবং হত্যা মামলা দায়ের করা হোক। 1613 01:53:09,625 --> 01:53:11,583 এই আদালত ব্যক্তিগতভাবে তদন্ত পর্যালোচনা করবে। 1614 01:53:16,208 --> 01:53:18,208 সিদ্ধু তোমাকে খুঁজতে এখানে এসেছে। 1615 01:53:18,291 --> 01:53:19,500 স্যার, আপনার কাছে তার নাম্বার আছে? 1616 01:53:21,833 --> 01:53:24,291 কী? কিন্তু তুমি তো ফোন ব্যবহার করো না, তাই না? 1617 01:53:26,958 --> 01:53:28,166 সিদ্ধুও ফোন ব্যবহার করে না। 1618 01:53:29,708 --> 01:53:30,708 হ্যাঁ। 1619 01:53:34,375 --> 01:53:35,958 তাহলে তুমি আমাকে এ ব্যাপারে বলোনি কেন? 1620 01:53:37,000 --> 01:53:38,041 সে বলতে মানা করেছিল। 1621 01:53:38,750 --> 01:53:40,041 সে তোমার জন্য হাসপাতালে এসেছিল। 1622 01:53:40,458 --> 01:53:41,875 কিন্তু দেখা না করেই চলে গেছে। 1623 01:53:44,083 --> 01:53:45,208 আমি সিদ্ধুর সাথে দেখা করতে চাই। 1624 01:53:45,833 --> 01:53:48,125 সে এখন কোথায় থাকে জানি না। 1625 01:53:49,833 --> 01:53:52,208 সিদ্ধু কীভাবে জানলো যে আমি তোমার সাথে ছিলাম? 1626 01:53:53,791 --> 01:53:57,375 হয়তো কন্ডাক্টর জানিয়েছে, কারণ সে আমাদেরকে হাসপাতালে দেখেছে। 1627 01:53:57,875 --> 01:53:59,291 আমি আসল ব্যাপারটা জানি না। 1628 01:54:00,250 --> 01:54:03,041 সিদ্ধু নামের একটা ছেলে আপনার সাথে দেখা করতে এসেছিল, তাই না? 1629 01:54:03,125 --> 01:54:05,666 - হ্যাঁ। হ্যাঁ। - সে এখন কোথায় জানেন? 1630 01:54:05,750 --> 01:54:11,708 সিদ্ধুকে তো না, তবে তার বন্ধু ভাগিকে গান ফাউন্ড্রির আশেপাশে দেখেছি। 1631 01:54:12,083 --> 01:54:14,083 - চলো গিয়ে খুঁজে দেখি। চলো। - ঠিক আছে। 1632 01:54:16,625 --> 01:54:17,583 ব্যাটি, ভাগি! 1633 01:54:19,125 --> 01:54:20,166 আঙ্কেল? 1634 01:54:20,541 --> 01:54:21,583 আপনি হঠাৎ এখানে? 1635 01:54:21,708 --> 01:54:22,791 একবার এদিকে আসবে? 1636 01:54:24,041 --> 01:54:24,916 এক সেকেন্ড। 1637 01:54:26,083 --> 01:54:27,625 - সে আমাকে আংটিটি ফিরিয়ে দিলো। - আঙ্কেল? 1638 01:54:35,000 --> 01:54:35,875 নন্দিনী? 1639 01:54:36,958 --> 01:54:39,833 তুমি....নন্দিনী, তাই না? 1640 01:54:40,583 --> 01:54:41,500 হ্যাঁ। 1641 01:54:41,708 --> 01:54:42,750 আপনি আমাকে কীভাবে জানেন? 1642 01:54:43,416 --> 01:54:45,958 তোমার কথা না জানবো কী করে? 1643 01:54:48,041 --> 01:54:52,875 সিদ্ধু তোমার কথা বলেছে। সে যেমন বলেছে ঠিক তেমনই দেখতে তুমি। 1644 01:54:54,083 --> 01:54:55,083 ভাগি! 1645 01:54:55,166 --> 01:54:56,083 জলদি আসো। 1646 01:54:57,291 --> 01:54:58,875 সমস্যা নেই। এটা আমার দ্বিতীয় বিয়ে। 1647 01:54:59,208 --> 01:55:00,125 ভাগি! 1648 01:55:00,875 --> 01:55:01,916 সময় প্রায় হয়ে গেছে। 1649 01:55:03,791 --> 01:55:06,416 সে আমার বাগদত্তা, সমস্যা নেই। এটা তারও দ্বিতীয় বিয়ে। 1650 01:55:06,500 --> 01:55:07,416 নন্দিনী! 1651 01:55:08,000 --> 01:55:08,875 সিদ্ধু! 1652 01:55:09,125 --> 01:55:10,000 সিদ্ধু? 1653 01:55:11,791 --> 01:55:13,250 সিদ্ধুর ব্যাপারে কী বলবো? 1654 01:55:14,541 --> 01:55:15,708 সিদ্ধু মানে... 1655 01:55:16,166 --> 01:55:18,416 নন্দিনীর লেখা ১৮ পৃষ্ঠা। 1656 01:55:21,041 --> 01:55:23,375 ডায়েরিতে তুমি লিখেছিলে যে হায়দ্রাবাদে খুব ঠান্ডা পড়ে, তাই না? 1657 01:55:23,541 --> 01:55:27,875 পরে সে মে মাসে ৪২ ডিগ্রি তাপমাত্রায় সোয়েটার পরে হায়দ্রাবাদ আসে। 1658 01:55:28,708 --> 01:55:30,916 ডায়েরিতে লিখেছিলে যে কেউ তোমার অপহরণ করেছে? 1659 01:55:31,125 --> 01:55:33,416 ওই মুহুর্তে তুমি কতটা চিন্তিত ছিলে জানি না, 1660 01:55:34,208 --> 01:55:36,250 কিন্তু একমাত্র সিদ্ধুই সবচেয়ে বেশি আতঙ্কিত ছিল। 1661 01:55:36,875 --> 01:55:39,541 তাকে পৃষ্ঠা উল্টাতে বললাম যাতে জানতে পারি কী হয়েছে। 1662 01:55:39,833 --> 01:55:41,875 পৃষ্ঠা উল্টাতে গিয়ে তার হাত কাঁপছিল। 1663 01:55:43,083 --> 01:55:45,750 সন্দীপকে প্রেমপত্র লিখেছিলে যে মনে আছে? 1664 01:55:45,958 --> 01:55:47,708 ও প্রায় মারা গিয়েছিল। 1665 01:55:50,541 --> 01:55:55,333 নন্দিনী, তখন বুঝেছি যে একজন মানুষ আরেকজনকে অনেক ভালোবাসতে পারে। 1666 01:55:57,416 --> 01:55:58,541 আমার মনে হয়... 1667 01:55:59,666 --> 01:56:01,791 তোমার প্রতি ওর বিশ্বাস তোমাকে বাঁচিয়ে রেখেছে... 1668 01:56:02,250 --> 01:56:03,625 এবং তোামকে মৃত্যুর সাথে লড়তে বাধ্য করেছে। 1669 01:56:06,166 --> 01:56:07,291 এতকিছু করার পর, 1670 01:56:07,541 --> 01:56:09,625 সেদিন হাসপাতালে এসে আমার সাথে দেখা করেনি কেন? 1671 01:56:11,833 --> 01:56:14,416 কী বলবো তাকে? তোমার জন্য অনেক করেছি। আমাকে ভালোবাসতে পারবে? 1672 01:56:15,333 --> 01:56:17,916 ও তো জানেও না যে সিদ্ধু নামে কেউ আছে। 1673 01:56:20,375 --> 01:56:21,583 একটা কথা কী জানো? 1674 01:56:21,791 --> 01:56:23,333 কাউকে ভালোবাসার জন্য কোনো কারণ থাকা উচিত না। 1675 01:56:23,875 --> 01:56:26,333 আর তাকে কেন ভালোবাসি, তার কোনো উত্তর থাকা উচিত না। 1676 01:56:29,583 --> 01:56:31,208 নন্দিনী, কোথায় যাচ্ছ? 1677 01:56:33,125 --> 01:56:34,083 সিদ্ধুর সাথে দেখা করতে। 1678 01:56:36,000 --> 01:56:39,833 আজ আমার জন্য শুভ দিন, কিন্ত সে এখানে নেই। 1679 01:56:42,125 --> 01:56:45,000 নন্দিনীর জন্য ওর এখনো কিছু করার আছে বলে সে চলে গেছে। 1680 01:56:47,000 --> 01:56:49,083 ও কোথায় গেছে কেউ জানে না। 1681 01:56:51,375 --> 01:56:52,291 আমি জানি। 1682 01:56:55,375 --> 01:56:57,541 আমার মায়ের মৃত্যুবার্ষিকী ঘনিয়ে এসেছে। 1683 01:56:58,208 --> 01:57:01,541 মি. ভেঙ্কেট রাওকে কভারটা দিয়ে আমাকে কাশী যেতে হবে। 1684 01:57:02,625 --> 01:57:04,541 এই একটা কাজই সিদ্ধুর করা বাকি। 1685 01:57:06,541 --> 01:57:08,666 আমি, যে সিদ্ধুর খোঁজ করছি... 1686 01:57:08,750 --> 01:57:11,083 বুঝতে পারলাম যে সিদ্ধু মানে নন্দিনীর স্মৃতি, 1687 01:57:11,166 --> 01:57:14,958 নন্দিনীর ভাবনা, এবং নন্দিনীর অভিজ্ঞতা। 1688 01:57:33,375 --> 01:57:34,250 সিদ্ধু? 1689 01:57:35,291 --> 01:57:36,458 এক মিনিট! লাইনে থাকো। 1690 01:57:42,500 --> 01:57:43,541 দুঃখিত। 1691 01:58:37,625 --> 01:58:39,250 মুন্থা মাসালা! মুন্থা মাসালা! 1692 01:58:39,375 --> 01:58:40,375 - ম্যাডাম, মুন্থা মাসালা? - ভাইয়া! 1693 01:58:40,500 --> 01:58:41,625 - স্যার। - একটা মুন্থা মাসালা দাও। 1694 01:58:42,125 --> 01:58:43,041 ঠিক আছে, স্যার। 1695 01:58:43,500 --> 01:58:44,333 না। 1696 01:58:44,833 --> 01:58:46,583 দু-ফোঁটা লেবুর রস দাও। 167 01:58:47,833 --> 01:59:07,583 অনুবাদে: তানজীর খান সাজ্জাত হোসেন আহমেদ জয়নুদ্দিন 167 01:59:08,833 --> 01:59:28,583 অনুবাদে: কবির হোসেন তইবুর ইমরুল হাসান নাসিম আহনাফ মুজাহিদ অনিক 167 01:59:29,833 --> 01:59:39,583 সম্পাদনায়: তানজীদ আহমেদ 1697 02:01:21,291 --> 02:01:24,333 কাউকে ভালোবাসার জন্য কারণ থাকা উচিত না... 1698 02:01:25,083 --> 02:01:29,458 কিন্তু সুন্দর কারণ থেকে সৃষ্ট মহান ভালোবাসাকে আমরা কীভাবে অস্বীকার করতে পারি? 1699 02:01:29,938 --> 02:01:45,588 বাংলা সাবটাইটেলটি ভালো লাগলে অবশ্যই আপনার ভালো-মন্দ মতামত জানাবেন। ধন্যবাদ 💖