1
00:00:00,000 --> 00:00:12,000
সাবটাইটেলটি ভাল লেগে থাকলে যেকোনো পরিমাণ অর্থ Bkash, Nagad, Rocket করে অনুবাদককে সাপোর্ট করতে পারেন।
নাম্বার: 01915487398
2
00:00:14,916 --> 00:00:16,666
এখন, প্রায় সাত মাস হয়ে গেছে,
3
00:00:16,750 --> 00:00:19,041
সাধারণ সম্পদের ব্যবহার নিয়ন্ত্রণ করতে,
4
00:00:19,125 --> 00:00:21,708
ইউরোপিয়ানদের উপর মাপন পদ্ধতি শুরু করে।
5
00:00:21,791 --> 00:00:24,416
তারা পরিকল্পনাটার নাম দিয়েছিল
" সবার জন্য যথেষ্ট নয়"
6
00:00:24,500 --> 00:00:26,083
যেটা ফলাফল দেখানো শুরু করেছিল।
7
00:00:26,166 --> 00:00:29,125
কিন্তু এখন স্পেন, আশেপাশের প্রতিবেশী দেশ
8
00:00:29,208 --> 00:00:31,916
নাগরিকদের উপরে টিকে থাকতে পারবে না যতক্ষণ...
9
00:00:34,333 --> 00:00:37,375
নিজেদের জায়গায় যাও।
চল। শেষবার ঠিক যেখানে ছিলে।
10
00:00:37,458 --> 00:00:38,875
চল করে ফেলি।
চল।
11
00:00:38,958 --> 00:00:40,916
ট্রাকগুলোর পিছনে দেখা কর।
সাবধানে, ঠিক আছে?
12
00:00:42,750 --> 00:00:44,392
চল। দ্রুত আর নীরবে।
দ্রুত দৌড়াও।
13
00:00:44,416 --> 00:00:48,166
মালামাল নিয়ে এসো। দ্রুত। চল।
এসো। সরাও, সরাও। চল, চল, চল।
14
00:00:49,208 --> 00:00:51,791
চল, চল, দ্রুত।
এসো, মিয়া। চল।
15
00:00:55,250 --> 00:00:56,833
দ্রুত, দ্রুত।
কোথায়?
16
00:00:56,916 --> 00:00:57,916
এই পথে।
17
00:01:04,750 --> 00:01:05,750
সরাও।
সরাও।
18
00:01:07,166 --> 00:01:09,375
তোমরা দুজন, আমাকে অনুসরণ কর।
এই পথে। চল।
19
00:01:13,000 --> 00:01:14,000
এই পথে।
20
00:01:15,875 --> 00:01:17,166
দ্রুত।
21
00:01:18,416 --> 00:01:19,666
দ্রুত।
চল।
22
00:01:21,541 --> 00:01:23,916
এসো।
চল।
23
00:01:26,583 --> 00:01:27,583
তুমি ঠিক আছো?
না।
24
00:01:28,000 --> 00:01:29,166
থেমো না।
চল।
25
00:01:33,625 --> 00:01:35,625
ওই পথে।
চল, চল। তুমি প্রথমে যাও।
26
00:01:35,708 --> 00:01:38,125
আচ্ছা।
27
00:01:48,041 --> 00:01:49,500
নিকো।
আমি এখানে।
28
00:01:51,708 --> 00:01:53,875
বের হতে পারব না। পারব না।
তুমি পারবে।
29
00:01:53,958 --> 00:01:54,875
ধাক্কা দাও।
আচ্ছা।
30
00:01:54,958 --> 00:01:56,500
সরি।
31
00:01:59,000 --> 00:02:00,875
ঠিক আছো? হ্যাঁ, আছো।
কি?
32
00:02:00,958 --> 00:02:02,875
পিছিয়ে এসো।
33
00:02:06,875 --> 00:02:07,875
চল।
34
00:02:08,458 --> 00:02:09,458
চল।
আমাকে অনুসরণ কর।
35
00:02:11,875 --> 00:02:12,875
আমার হাত ধর।
36
00:02:16,166 --> 00:02:17,166
এসো।
37
00:02:17,208 --> 00:02:18,333
চল, জান।
38
00:02:19,958 --> 00:02:21,458
পেছনে থাকো,
নড় না।
39
00:02:23,666 --> 00:02:24,666
এখন।
40
00:02:27,625 --> 00:02:29,041
এদিকে ছোড়।
প্রায় চলে এসেছি।
41
00:02:29,125 --> 00:02:31,416
অ্যাটেনশন!
হাত উপরে তোলো।
42
00:02:31,500 --> 00:02:33,083
যেখানে আছো, ওখানেই থাকো।
43
00:02:33,166 --> 00:02:36,458
পুলিশ।
তোমাদেরকে গ্রেফতার করা হল।
44
00:02:36,541 --> 00:02:37,541
টাকাটা দাও।
45
00:02:38,958 --> 00:02:39,958
এখানে অপেক্ষা কর।
46
00:02:40,416 --> 00:02:41,958
ঠিক আছো?
হ্যাঁ।
47
00:02:45,375 --> 00:02:47,215
দুইজনের ব্যাপারে আমাকে বলনি।
ওকে নিয়ে এসো।
48
00:02:47,291 --> 00:02:48,291
তুমি, এদিকে এসো।
49
00:02:49,166 --> 00:02:50,166
সমস্যা নেই।
50
00:02:51,958 --> 00:02:54,625
কোন সমস্যা?
অবস্থা যা আশা করেছিলাম, তার থেকেও খারাপ।
51
00:02:54,708 --> 00:02:55,791
আরও টাকা লাগবে।
52
00:02:55,875 --> 00:02:57,958
না, না, না।
আমাদের কাছে আর কোন টাকা নেই।
53
00:03:01,708 --> 00:03:02,833
দেখি কি করা যায়।
54
00:03:04,666 --> 00:03:07,375
জান, তোমার আংটিটা দাও।
না।
55
00:03:07,458 --> 00:03:10,416
আমাদের যেতে হবে।
না, সব দিয়ে দিয়েছি। আংটিটা দিতে পারব না।
56
00:03:10,500 --> 00:03:12,458
মিয়া, আমাদের এক্ষনি যেতে হবে।
57
00:03:12,541 --> 00:03:13,541
নাও।
58
00:03:13,958 --> 00:03:14,958
এসো।
59
00:03:15,000 --> 00:03:17,125
এসো। আমাদের কাছে সারারাত সময় নেই।
চল।
60
00:03:18,000 --> 00:03:19,000
দারুন।
এই পথে।
61
00:03:19,458 --> 00:03:20,458
যাত্রা নিরাপদ হোক।
62
00:03:24,416 --> 00:03:25,875
আমরা পারব।
63
00:03:27,041 --> 00:03:29,083
এই তো সেটা।
আমাদের বিলাসবহুল নৌকা।
64
00:03:29,166 --> 00:03:30,166
এগো, হারামজাদা।
65
00:03:31,083 --> 00:03:32,166
এসো।
চল।
66
00:03:32,250 --> 00:03:33,250
এখন।
67
00:03:34,000 --> 00:03:42,000
অনুবাদ ও সম্পাদনায়
কে এন হাসান
68
00:03:42,791 --> 00:03:44,000
পেছনে যাও।
69
00:03:44,500 --> 00:03:45,500
ঠিক আছো তুমি?
না।
70
00:03:58,958 --> 00:04:00,125
কোন খাবার নেই এখানে।
71
00:04:00,208 --> 00:04:02,250
সংকটের আলাপটা আমরা মেনে নিয়েছিলাম।
72
00:04:02,333 --> 00:04:05,125
সর্বসাধারণের মঙ্গলের জন্য,
ত্যাগের ব্যাপারটা মেনে নিয়েছিলাম।
73
00:04:05,208 --> 00:04:07,666
মেনে নিয়েছি,
এ পরিমাপন হয়ত অস্থায়ী।
74
00:04:08,166 --> 00:04:09,000
কিন্তু এখন কি করব?
75
00:04:09,083 --> 00:04:10,958
দেখুন,
তারা কতদূর আমাদের ঠেলে দিয়েছে।
76
00:04:11,041 --> 00:04:14,083
প্রথমে তারা সংকটের কথা বলে
বয়ষ্কদের সাথে রফাদফা করেছে।
77
00:04:14,166 --> 00:04:16,541
এখন নিশানা করেছে,
গর্ভবতী মহিলা আর বাচ্চাদের।
78
00:04:16,625 --> 00:04:19,583
দেখতে পাচ্ছেন?
গর্ভবতী মহিলা আর বাচ্চা!
79
00:04:19,666 --> 00:04:21,708
সরকার সংকট শেষ করছে না।
80
00:04:21,791 --> 00:04:23,375
আর কিছু চালানোর নেই?
81
00:04:23,458 --> 00:04:25,625
পরিমাপনের বিকল্প হচ্ছে তারা।
82
00:04:25,708 --> 00:04:28,625
আয়ারল্যান্ড, আইসল্যান্ড আর নরওয়ের মত দেশ
থামাতে চেষ্টা করছে.....
83
00:04:28,708 --> 00:04:30,541
হ্যাঁ, খুলে ফেলো ওটা।
আচ্ছা।
84
00:04:30,625 --> 00:04:32,875
উদাহরণ আর সাহায্য হিসেবে,
আমাদের দেশের উচিত তাদের অনুসরণ করা...
85
00:04:34,458 --> 00:04:35,708
দেখি।
86
00:04:35,791 --> 00:04:37,458
ওয়াও।
87
00:04:39,666 --> 00:04:40,666
ভাল লাগছে।
88
00:04:40,750 --> 00:04:42,083
আচ্ছা? এখানে।
হ্যাঁ।
89
00:04:51,083 --> 00:04:52,541
চুপ করাও ওকে।
90
00:05:05,000 --> 00:05:06,125
কোথায় পেলে?
91
00:05:06,208 --> 00:05:07,041
আহ.....
92
00:05:07,125 --> 00:05:08,125
বল।
93
00:05:08,750 --> 00:05:09,750
সিক্রেট।
94
00:05:11,000 --> 00:05:12,583
এখন খেও না।
95
00:05:12,666 --> 00:05:14,875
বাঁচিয়ে রাখো,
ওখানে পৌছে খেও।
96
00:05:14,958 --> 00:05:16,875
সেলিব্রেট করতে?
একদম।
97
00:05:22,083 --> 00:05:24,125
তোমার মনে হয় সরকার আমাদের ওখানেও যেতে দেবে?
98
00:05:25,250 --> 00:05:27,166
আয়ারল্যান্ড এটার বিপক্ষে অবস্থান নিয়েছে।
99
00:05:27,833 --> 00:05:30,250
তাতে কিছু যায় আসে না।
সরকারী লোকজন সবখানে ছড়িয়ে আছে।
100
00:05:30,333 --> 00:05:32,583
আইরিশদের সম্পর্কে তোমাকে কিছু বলব।
কী?
101
00:05:33,083 --> 00:05:34,958
তাদেরকে টপকানো অসম্ভব।
102
00:05:35,041 --> 00:05:37,333
তারা ডার্ক বিয়ার খায়।
আচ্ছা।
103
00:05:37,416 --> 00:05:38,875
আয়ারল্যান্ড আশা ছাড়ে না।
104
00:05:40,750 --> 00:05:42,750
ভয় পাবার জন্য তুমি অনুমতি প্রাপ্ত।
105
00:05:43,791 --> 00:05:46,625
দেখবে, সব ঠিক হয়ে যাবে।
হুম।
106
00:05:47,500 --> 00:05:49,583
নিশ্চিত জানো না।
খারাপ অংশের শেষ হয়েছে।
107
00:05:49,666 --> 00:05:50,708
তুমি জানো না।
108
00:05:52,375 --> 00:05:53,833
একটা জিনিস জানি।
109
00:05:55,125 --> 00:05:56,125
কী?
110
00:05:56,666 --> 00:05:58,666
গতকালকের থেকে আজকে তোমাকে বেশি ভালবাসি।
111
00:05:59,708 --> 00:06:00,958
কিন্তু আগামীকালের থেকে কম।
112
00:06:23,666 --> 00:06:25,250
কি হচ্ছে?
কোথায় আমরা?
113
00:06:28,041 --> 00:06:29,041
ছেড়ে যাচ্ছি।
114
00:06:34,375 --> 00:06:36,750
গেম খেলা বন্ধ কর।
115
00:06:45,500 --> 00:06:48,333
তাকে গর্ভবতী মনে হচ্ছে?
পুরো একা।
116
00:06:53,791 --> 00:06:55,875
গর্ভবতী হলে সে একা নয়।
117
00:07:03,958 --> 00:07:05,375
আমাদের ছোট্ট নোয়া কি করছে?
118
00:07:06,875 --> 00:07:08,208
জানতাম না তুমি সিদ্ধান্ত নিয়ে ফেলেছ।
119
00:07:08,291 --> 00:07:10,375
নোয়া।
120
00:07:10,458 --> 00:07:13,083
তুমি কি নাম রাখতে চাও?
মনে হয় না সে মেয়ে হবে।
121
00:07:13,791 --> 00:07:14,791
জানি আমি।
122
00:07:15,708 --> 00:07:18,166
আমার মনে হয় মেয়ে,
একজন যোদ্ধা।
123
00:07:19,166 --> 00:07:20,416
ঠিক তার মায়ের মত।
124
00:07:20,500 --> 00:07:21,500
অনুভব করতে পারছি না।
125
00:07:22,750 --> 00:07:23,750
কী?
126
00:07:24,500 --> 00:07:26,666
গত দুইদিনে সে কোন লাথি মারেনি।
127
00:07:28,666 --> 00:07:30,208
ভাল লক্ষণ না।
128
00:07:31,916 --> 00:07:33,083
আমাকে বলনি কেন?
129
00:07:33,958 --> 00:07:34,958
জানি না।
130
00:07:40,416 --> 00:07:41,416
কি করছ?
131
00:07:42,208 --> 00:07:43,208
লক্ষ করনি?
132
00:07:44,291 --> 00:07:46,250
সে সবসময় এখানেই ধাক্কা দেয়।
133
00:07:47,333 --> 00:07:48,625
মনে হয় এটা পা।
134
00:07:50,000 --> 00:07:51,000
এমন করছ কেন?
135
00:07:52,708 --> 00:07:53,708
কী?
136
00:07:57,125 --> 00:07:58,875
এমন করছ যেন সব ঠিক আছে।
137
00:08:00,166 --> 00:08:01,875
আমাদের সাথে যেন কিছুই হয়নি।
138
00:08:02,375 --> 00:08:03,708
জানো তো সত্যি না।
139
00:08:06,750 --> 00:08:08,208
জানো, তাই না?
হুম।
140
00:08:14,625 --> 00:08:16,208
আমার হাঁস নিয়ে এসেছো।
141
00:08:16,291 --> 00:08:18,583
হেই।
কি হয়েছে?
142
00:08:22,416 --> 00:08:24,416
না, না, না।
কেঁদো না।
143
00:08:25,375 --> 00:08:28,125
হাঁসটা কি বলছে?
হিস, কেঁদোনা। সব ঠিক আছে।
144
00:08:28,208 --> 00:08:29,541
শশ..
নিকো।
145
00:08:29,625 --> 00:08:30,625
হ্যাঁ।
146
00:08:33,750 --> 00:08:35,000
যদি সে বেঁচে থাকে,
147
00:08:35,583 --> 00:08:37,125
আর আমরা তাকে ছেড়ে চলে গেলে কি হবে?
148
00:08:39,125 --> 00:08:40,125
একাকী।
149
00:08:42,250 --> 00:08:43,250
সে বেঁচে নেই।
150
00:08:44,458 --> 00:08:45,458
তারা ওকে নিয়ে গিয়েছে,
151
00:08:46,583 --> 00:08:47,666
আর মেরে ফেলেছে।
152
00:08:55,000 --> 00:08:56,000
হুম।
153
00:09:25,166 --> 00:09:26,541
হেই। হেই। হেই।
154
00:09:26,625 --> 00:09:27,625
নিকো।
নিকো।
155
00:09:28,958 --> 00:09:30,541
মিয়া।
156
00:09:31,250 --> 00:09:32,708
চল, এখন।
দ্রুত। এগোও।
157
00:09:32,791 --> 00:09:34,208
চল।
এক্ষনি ওখানে ওঠো। চল।
158
00:09:34,291 --> 00:09:36,791
কি করছেন কি?
থামুন। অনেক বেশি। পিছিয়ে যাও।
159
00:09:36,875 --> 00:09:38,500
নিকো। নিকো।
মিয়া।
160
00:09:40,250 --> 00:09:43,583
শোনো।
এখনে তোমরা অনেক।
161
00:09:43,666 --> 00:09:45,250
আরেকটা ট্রাক আসছে।
162
00:09:45,333 --> 00:09:47,791
অর্ধেক বের হয়ে এসো। এখনি।
শুনেছ তার কথা। বেশি ভরে গেছে।
163
00:09:47,875 --> 00:09:50,666
কিছু বের হয়ে এসো।
চল। চল। বের হও।
164
00:09:50,750 --> 00:09:53,625
মিয়া। মিয়া। মিয়া।
165
00:09:53,708 --> 00:09:55,208
নিকো।
বের হও।
166
00:09:55,291 --> 00:09:57,017
দাঁড়াও। মিয়া।
চল, এগোও। হেই...
167
00:09:57,041 --> 00:09:58,750
তুমি থাকতে পারবে না।
168
00:09:58,833 --> 00:10:01,416
হেই, কানে কালা নাকি?
ট্রাক থেকে বের হ।
169
00:10:01,500 --> 00:10:04,041
না না।
আমি এখানে আমার স্ত্রীর সাথে ছিলাম।
170
00:10:04,125 --> 00:10:05,250
বের হ।
বের হ।
171
00:10:06,875 --> 00:10:08,791
নিকো।
বাকিরা পিছিয়ে যাও।
172
00:10:08,875 --> 00:10:11,666
পেছাও।
না, না, না, না, না, না। প্লিজ, না।
173
00:10:21,583 --> 00:10:24,583
না, না, না, না। নিকো।
না, না, না।
174
00:10:32,500 --> 00:10:34,625
এগোও। চল।
পেছনের দিকে।
175
00:10:35,125 --> 00:10:37,333
নিকো।
নিকো।
176
00:10:39,916 --> 00:10:41,208
নিকো।
177
00:10:41,291 --> 00:10:42,416
নিকো।
না।
178
00:10:43,000 --> 00:10:44,125
নিকো, নিকো।
179
00:10:44,208 --> 00:10:45,333
১০৭ সবুজ।
180
00:10:45,416 --> 00:10:47,833
না, না, প্লিজ।
দাঁড়াও, দাঁড়াও।
181
00:10:53,916 --> 00:10:55,625
মিয়া।
সোনা, তুমি ঠিক আছো?
182
00:10:55,708 --> 00:10:57,166
হ্যাঁ, হ্যাঁ,
ঠিক আছি।
183
00:10:57,250 --> 00:10:58,875
নিকো।
হ্যাঁ?
184
00:10:59,500 --> 00:11:02,833
আমরা একে অন্যকে খুঁজে পাবো কিভাবে?
সমস্যা নেই। তোমাদের ট্রাকের পিছনেই আমারটা থাকবে।
185
00:11:02,916 --> 00:11:04,333
আমি একা পারব না।
কী?
186
00:11:04,416 --> 00:11:06,583
না, না।
একা পারব না, সম্ভব না।
187
00:11:06,666 --> 00:11:10,708
শোনো। কাউকে বিশ্বাস করবে না।
বুঝেছ? সবকিছু থেকে দূরে থাকবে।
188
00:11:10,791 --> 00:11:11,833
সাবধানে থেকো, জান।
189
00:11:12,333 --> 00:11:13,458
হ্যাঁ।
190
00:11:14,083 --> 00:11:15,708
শুনতে পাচ্ছ?
191
00:11:15,791 --> 00:11:17,750
মিয়া, আছো ওখানে?
মিয়া।
192
00:11:17,833 --> 00:11:19,250
নিকো, আমার কথা শোনো।
193
00:11:19,333 --> 00:11:21,541
তুমি নিশ্চিত যে আমাদের একই জায়গায় নিয়ে যাবে?
194
00:11:21,625 --> 00:11:23,666
হ্যাঁ, যখন থামবে,
আমরা পালিয়ে যাবো।
195
00:11:23,750 --> 00:11:25,791
এই সপ্তাহে শুধু আমাদের জাহাজটাই ভাসবে।
196
00:11:25,875 --> 00:11:27,083
নিকো।
হ্যাঁ?
197
00:11:28,291 --> 00:11:29,708
আজীবন তোমার সাথে থাকতে চাই।
198
00:11:29,791 --> 00:11:31,000
আমিও।
ভালবাসি, মিয়া।
199
00:11:31,083 --> 00:11:33,083
চিন্তা কর না,
সব ঠিক হয়ে যাবে।
200
00:11:33,166 --> 00:11:34,541
আচ্ছা।
সব ঠিক হয়ে যাবে।
201
00:11:35,041 --> 00:11:36,583
আচ্ছা।
শীঘ্রই কথা হবে, ঠিক আছে?
202
00:11:36,666 --> 00:11:38,500
যেও না,
ফোনটা রেখো না।
203
00:11:38,583 --> 00:11:40,958
জান, আমরা ব্যাটারি নষ্ট করতে পারব না।
204
00:11:41,041 --> 00:11:42,416
প্লিজ কেটো না।
205
00:11:42,500 --> 00:11:44,583
দেখো, দ্রুত আবার আমরা এক হব।
206
00:11:44,666 --> 00:11:45,791
নিকো।
হ্যাঁ।
205
00:11:49,041 --> 00:11:49,916
দ্রুত এসো।
207
00:11:50,000 --> 00:11:51,958
আসব।
যত দ্রুত পারব আসব।
208
00:11:52,041 --> 00:11:53,083
আচ্ছা।
209
00:11:58,166 --> 00:12:00,541
আমাদের থেকে নিজেকে সেরা ভাবিস?
210
00:12:26,166 --> 00:12:27,375
ছোট্ট মেয়ে,
আস্তে।
211
00:12:45,000 --> 00:12:46,000
বাচ্চাদের ফিরিয়ে দিন।
212
00:12:46,083 --> 00:12:47,625
না, প্লিজ,
না।
213
00:12:51,083 --> 00:12:52,083
না।
214
00:12:59,375 --> 00:13:01,541
খুনি।
এটা সঠিক পথ না।
215
00:13:59,000 --> 00:14:00,333
কি হচ্ছে?
216
00:14:02,500 --> 00:14:03,500
হেই।
217
00:14:06,541 --> 00:14:08,500
কি হচ্ছে?
পিছিয়ে যাও।
218
00:14:09,375 --> 00:14:10,375
কথা বল না।
219
00:14:31,666 --> 00:14:32,916
কি অবস্থা?
220
00:14:33,000 --> 00:14:34,041
ভাল,
ধন্যবাদ।
221
00:14:34,125 --> 00:14:35,875
বেরিয়ে আসুন।
কাগজপত্র নিয়ে আসুন।
222
00:14:35,958 --> 00:14:37,250
বের হয়ে আসতে হবে?
223
00:14:37,333 --> 00:14:39,291
পরিবহন?
পরিকল্পনার বাইরে।
224
00:14:40,875 --> 00:14:43,208
খুব ভাল।
পিছনের দিকে আসুন, প্লিজ।
225
00:14:43,291 --> 00:14:44,333
আহ, অবশ্যই।
226
00:14:54,166 --> 00:14:55,583
এটাই পুরোটা?
227
00:14:55,666 --> 00:14:56,666
হ্যাঁ।
228
00:14:57,583 --> 00:14:59,083
কি নিচ্ছেন বলতে পারবেন না?
229
00:15:00,041 --> 00:15:01,833
ছোট্ট একটা লোড।
সব লেখা আছে কাগজে।
230
00:15:01,916 --> 00:15:04,000
জানি এটা কি বলছে।
231
00:15:04,541 --> 00:15:06,083
সমস্যা হচ্ছে আপনি জানেন না।
232
00:15:06,166 --> 00:15:08,541
দেখুন, এক সপ্তাহ হয়ে গেছে।
অনেক মাইল পাড়ি দিয়েছি।
233
00:15:08,625 --> 00:15:10,125
প্রচুর চালান।
234
00:15:10,208 --> 00:15:11,208
থামো।
235
00:15:11,666 --> 00:15:13,166
কোন সমস্যা?
236
00:15:20,375 --> 00:15:21,666
আরেকটা ভেতরে ঢুকেছে।
237
00:15:30,750 --> 00:15:31,750
ওখানে পার্ক করতে পারে।
238
00:15:34,625 --> 00:15:35,958
আমার সব ঠিক আছে?
239
00:15:36,041 --> 00:15:37,041
ব্যাস্ত নাকি?
240
00:15:38,416 --> 00:15:41,208
আহ, আসলে....যদি দেরি হয়,
তাহলে শাস্তি হবে।
241
00:15:41,916 --> 00:15:43,916
আচ্ছা, ট্রাকের ভেতরটা চেক করা
আমি আবশ্যকীয় মনে করছি।
242
00:15:44,500 --> 00:15:48,208
তার কোন প্রয়োজন আছে?
সবেমাত্র কিছু নেওয়া শুরু করেছি।
243
00:15:48,291 --> 00:15:50,791
চিন্তা করবেন না।
নোটে সব লিখে দিব।
244
00:16:51,000 --> 00:16:52,041
ট্রাভিস, পেছনে এসো।
245
00:17:19,708 --> 00:17:21,000
গুলি চালাও।
246
00:17:35,708 --> 00:17:37,458
গ্রেট, ধন্যবাদ।
247
00:17:37,541 --> 00:17:38,541
খুব ভাল।
248
00:17:40,541 --> 00:17:41,541
এখন বেরিয়ে আসতে পারো।
249
00:17:42,458 --> 00:17:44,625
ভয় পেয়ো না।
আমরা কিছু করব না।
250
00:17:46,541 --> 00:17:47,958
বের হবে না?
251
00:17:58,083 --> 00:18:00,875
জানি কঠোরভাবে পরিমাপন বেশ যন্ত্রণাদায়ক।
252
00:18:00,958 --> 00:18:03,458
বিশেষ করে মহিলা আর শিশুদের উপরে তারা চড়াও হয়।
253
00:18:03,541 --> 00:18:06,666
বুঝতে পারছি,
আমাদেরকে বিশ্বাস করা ঠিক হবে কি না ভাবছ।
254
00:18:07,666 --> 00:18:10,416
কাকে বিশ্বাস করবে সেটা জানা খুব কষ্টকর, তাই না?
হুম?
255
00:18:10,500 --> 00:18:12,916
তাদেরকে তো নয়
যারা জোর করে তোমাদের কন্টেইনারে ঢুকিয়েছে।
256
00:18:13,000 --> 00:18:15,281
এমন একটা জায়গায় আটকেছে
যেখানে শ্বাস নেওয়ার মত বাতাসের পরিমাণ খুব কম।
257
00:18:15,333 --> 00:18:17,708
আর যত টাকা ছিল
সব লুটে নিয়েছে।
258
00:18:17,791 --> 00:18:19,083
প্রতিজ্ঞা করেছে...
259
00:18:20,166 --> 00:18:23,041
তোমাদের ভাল জীবন আর ভাল জায়গা দেবে।
260
00:18:23,125 --> 00:18:24,208
মিথ্যা বলেছে।
261
00:18:24,291 --> 00:18:26,041
ভাল জায়গার কোন অস্তিত্ব নেই।
262
00:18:26,125 --> 00:18:27,291
তাই তোমাদের বেরিয়ে আসা উচিত।
263
00:18:28,000 --> 00:18:30,208
কারণ, যদি না আসো,
তাহলে গুলি চালাতে হবে।
264
00:18:31,416 --> 00:18:34,833
ধুর। আমাকে অর্ডার মানতে বাধ্য কর না।
অনেকটা সময় দিয়ে ফেলেছি।
265
00:18:36,041 --> 00:18:38,083
তোমাদের জীবন বাঁচাতে পারি আমি।
266
00:18:40,583 --> 00:18:41,583
যাইহোক, চেষ্টা করেছি।
267
00:19:00,666 --> 00:19:02,375
এসো।
আমার হাত ধর।
268
00:19:03,416 --> 00:19:05,625
হেই।
ভাল করেছ।
269
00:19:07,458 --> 00:19:09,250
উঠে এসো।
আমার হাত ধর।
270
00:19:10,166 --> 00:19:11,916
ঠিক আছে, ছেলেরা।
তোমরা জানো কি করতে হবে।
271
00:19:42,791 --> 00:19:45,000
কুকুরের বাচ্চা।
272
00:19:58,125 --> 00:20:00,958
দেহগুলো বাইরে বের কর,
আর জঞ্জালগুলো ধ্বংস করে দাও।
273
00:20:15,833 --> 00:20:17,000
এইটাকে ধর।
274
00:20:21,166 --> 00:20:22,333
অনেক হয়েছে।
চল।
275
00:20:23,708 --> 00:20:25,333
সব ঠিক আছে, বস।
দারুন।
276
00:20:50,500 --> 00:20:54,625
নিকো।
তোমাকে লুকাতে হবে। লুকাও, নিকো।
277
00:20:54,708 --> 00:20:55,833
তারা সবাইকে মেরে ফেলেছে।
278
00:20:57,041 --> 00:21:01,250
তোমাকে লুকাতে হবে।
সবাইকে মেরে ফেলবে। লুকাও, নিকো।
279
00:21:57,708 --> 00:22:00,916
হ্যালো, নিকো বলছি।
এখন কথা বলতে পারছি না, পরে চেষ্টা করুন।
280
00:22:11,291 --> 00:22:12,291
নিকো।
281
00:22:13,875 --> 00:22:15,500
আমি ঠিক আছি,
বন্দরে পৌছে গেছি।
282
00:22:15,583 --> 00:22:16,833
কোথায় তুমি?
283
00:22:17,458 --> 00:22:19,375
কোথায় আছো?
ফোন তুলছ না কেন?
284
00:22:20,958 --> 00:22:22,000
একবার ফোন কর।
285
00:24:05,500 --> 00:24:08,000
দেখে, এটা আলগা হয়ে যাচ্ছে।
সাহায্য কর।
286
00:24:09,375 --> 00:24:11,083
আমার সাহায্য লাগবে।
287
00:24:15,041 --> 00:24:16,708
এসো, চল।
288
00:24:25,416 --> 00:24:26,958
এটা ডুবতে চাচ্ছে।
দেখে।
289
00:24:27,041 --> 00:24:28,041
দয়াকরে সাহায্য করুন।
290
00:24:29,458 --> 00:24:32,291
হেই। হেই।
আমি এখানে।
291
00:24:33,125 --> 00:24:35,208
আমাকে বের করুন।
প্লিজ, আমি এখানে।
292
00:24:35,291 --> 00:24:36,750
হেই।
হেই।
293
00:24:36,833 --> 00:24:38,000
আমি এখানে।
294
00:24:48,000 --> 00:24:49,000
সাহায্য করুন।
295
00:24:49,083 --> 00:24:51,041
সাহায্য করুন।
এটা ডুবে যাচ্ছে।
296
00:24:51,125 --> 00:24:52,125
প্লিজ, সাহায্য করুন।
297
00:24:52,208 --> 00:24:55,916
কেউ আছেন এখানে?
হ্যাঁ, আমি এখানে। সাহায্য করুন, প্লিজ।
298
00:25:20,916 --> 00:25:21,916
ঈশ্বর।
299
00:25:39,333 --> 00:25:40,333
সাহায্য করুন।
300
00:26:44,583 --> 00:26:45,583
কী?
301
00:27:05,833 --> 00:27:07,750
না, না, না, না।
302
00:27:08,541 --> 00:27:09,541
এ হতে পারে না।
303
00:27:43,666 --> 00:27:44,666
প্লিজ।
304
00:27:45,208 --> 00:27:47,166
প্লিজ।
প্লিজ।
305
00:27:47,250 --> 00:27:48,416
চল..
306
00:28:04,875 --> 00:28:06,583
পিন নাম্বার প্রবেশ করুন।
307
00:28:12,791 --> 00:28:13,791
ভুল পিন।
308
00:28:19,416 --> 00:28:20,416
পিন ব্লক।
309
00:29:16,416 --> 00:29:17,416
আচ্ছা।
310
00:29:27,166 --> 00:29:28,166
বাল।
311
00:29:31,541 --> 00:29:32,583
ধুর।
312
00:29:39,291 --> 00:29:41,333
না, না, না, না,না, না, না, না।
313
00:30:38,375 --> 00:30:39,375
ওহ, না
314
00:31:00,791 --> 00:31:01,791
কী?
315
00:31:03,000 --> 00:31:04,208
হেই।
316
00:31:05,000 --> 00:31:06,000
হেই
317
00:31:08,291 --> 00:31:09,333
নিকো, আমি এদিকে
318
00:31:09,916 --> 00:31:10,833
নিকো।
319
00:31:10,916 --> 00:31:12,541
এদিকে।
320
00:31:13,041 --> 00:31:14,166
না, না, না।
321
00:31:14,250 --> 00:31:15,250
হেই।
322
00:31:16,083 --> 00:31:18,291
নিকো।
নিকো।
323
00:31:19,625 --> 00:31:21,041
নিকো।
324
00:31:22,083 --> 00:31:23,000
নিকো।
325
00:31:23,083 --> 00:31:26,166
কোথায় তুমি?
ধরে থাকো। একটু ধরে থাকো। দাঁড়াও।
326
00:31:27,708 --> 00:31:28,750
ঠিক আছে।
327
00:31:33,208 --> 00:31:34,208
নিকো
328
00:31:34,833 --> 00:31:36,791
দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও, দাঁড়াও।
329
00:31:40,000 --> 00:31:41,166
দাঁড়াও, দাঁড়াও।
330
00:31:42,291 --> 00:31:43,291
নিকো।
331
00:31:44,083 --> 00:31:45,708
এটা আমি।
চল, ফোন ধর।
332
00:31:45,791 --> 00:31:48,541
প্লিজ ধর।
না, না, না, না।
333
00:31:48,625 --> 00:31:49,958
না।
334
00:31:50,041 --> 00:31:51,291
না।
প্লিজ, আমি এখানে।
335
00:31:51,375 --> 00:31:53,500
না।
336
00:31:55,750 --> 00:31:58,500
হ্যালো, নিকো বলছি।
এখন কথা বলতে পারছি না, পরে চেষ্টা করুন।
337
00:32:48,458 --> 00:32:51,208
হ্যালো, নিকো বলছি।
এখন কথা বলতে পারছি না, পরে চেষ্টা করুন।
338
00:32:54,916 --> 00:32:57,750
হ্যালো, নিকো বলছি।
এখন কথা বলতে পারছি না, পরে চেষ্টা করুন।
339
00:33:03,250 --> 00:33:06,125
হ্যালো, নিকো বলছি।
এখন কথা বলতে পারছি না, পরে চেষ্টা করুন।
340
00:33:46,583 --> 00:33:47,583
হা।
341
00:33:48,125 --> 00:33:49,125
হাহ?
342
00:33:53,833 --> 00:33:55,000
তুমি আছো?
343
00:33:59,541 --> 00:34:00,541
না।
344
00:34:03,791 --> 00:34:04,791
না।
345
00:34:09,958 --> 00:34:10,958
হ্যালো?
346
00:34:18,291 --> 00:34:19,291
হাই।
347
00:35:52,500 --> 00:35:54,000
না।
কী হল?
348
00:35:55,375 --> 00:35:56,375
কী হচ্ছে?
349
00:36:32,750 --> 00:36:33,750
আচ্ছা।
350
00:37:03,291 --> 00:37:05,000
আসলেই? আরও টুপ্পারওয়ার?
(টুপ্পারওয়ার- রান্নার কাজে ব্যবহৃত যন্ত্র বিশেষ)
351
00:37:06,500 --> 00:37:08,291
বালের টুপ্পারওয়ার।
ধুর।
352
00:37:23,833 --> 00:37:24,833
আচ্ছা।
353
00:37:28,708 --> 00:37:29,791
দূর্দান্ত।
354
00:38:01,166 --> 00:38:04,916
দ্বিতীয় দিন।
355
00:38:12,250 --> 00:38:13,833
সর্বোচ্চ।
356
00:38:13,916 --> 00:38:14,916
ঠিক আছে।
357
00:38:17,958 --> 00:38:19,833
৯১১
358
00:38:22,666 --> 00:38:23,666
হ্যালো?
359
00:38:27,625 --> 00:38:28,625
সিগন্যাল নেই।
360
00:39:07,666 --> 00:39:09,041
কী?
ওহ।
361
00:39:09,125 --> 00:39:10,625
অপরিচিত নাম্বার।
362
00:39:10,708 --> 00:39:13,458
মিয়া। মিয়া, প্রিয়তমা।
নিকো?
363
00:39:13,541 --> 00:39:15,541
হ্যাঁ।
ওহ। ওহ।
364
00:39:15,625 --> 00:39:17,083
ওহ ঈশ্বর।
ধন্যবাদ তোমাকে।
365
00:39:17,166 --> 00:39:20,250
নিকো, ভাবতে পারছি না তুমি বেঁচে আছো।
জান, তুমি ঠিক আছো?
366
00:39:20,333 --> 00:39:22,166
কল দিতে না পারার জন্য দুঃখিত।
ব্যাটারি শেষ হয়ে গেছিলো।
367
00:39:22,250 --> 00:39:24,875
ড্রাইভার আমাদেরকে মারা দিয়েছে।
শহরের এরিয়ার বাইরে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছে।
368
00:39:24,958 --> 00:39:26,375
তোমার কাছে পৌছাতে কিছুদিন সময় লাগবে।
369
00:39:26,458 --> 00:39:28,500
না। আমার কথা শোনো।
কিছু ঘটে গেছে, নিকো।
370
00:39:28,583 --> 00:39:31,333
কি হয়েছে?
এখানে আটকে গেছি, বের হতে পারব না।
371
00:39:31,416 --> 00:39:33,583
আমি আসছি তোমার কাছে।
আসছি। দ্রুত আসব।
372
00:39:33,666 --> 00:39:37,041
না, না, না। আমার কথা শোনো।
পারব না... তুমি পারবে না...
373
00:39:37,125 --> 00:39:38,333
কী?
কি হয়েছে?
374
00:39:38,416 --> 00:39:39,583
আমি নৌকাতে না।
375
00:39:39,666 --> 00:39:41,625
তার মানে কি?
আমি নৌকাতে না।
376
00:39:41,708 --> 00:39:44,625
আমার কন্টেইনার সাগরে।
দাঁড়াও। তোমার... কী? কোথায় তুমি?
377
00:39:45,208 --> 00:39:48,750
জানি না। সাগরে ভাসছি।
ভেসে চলেছি। জানি না কোথায়।
378
00:39:48,833 --> 00:39:50,875
এখন ঠিক আছি,
কিন্তু ভেতরে পানি ঢুকছে।
379
00:39:50,958 --> 00:39:54,333
ওহ ঈশ্বর, মিয়া।
বাইরে কিছু দেখতে পাচ্ছ?
380
00:39:54,416 --> 00:39:56,851
হ্যাঁ পাচ্ছি, তবে সব পানি।
শুধুই পানি।
381
00:39:56,875 --> 00:39:58,675
অন্য কিছু নেই?
না। শুধু পানি।
382
00:39:58,708 --> 00:40:00,833
সাগরের মাঝে আমি, নিকো।
বাল।
383
00:40:02,666 --> 00:40:04,500
কিছু বল।
আমার ভয় করছে।
384
00:40:05,333 --> 00:40:09,125
চিন্তা কর না, মিয়া।
আমি উদ্ধার করব তোমাকে। প্রতিজ্ঞা করছি।
385
00:40:09,208 --> 00:40:10,916
নিকো..
শুধু বেঁচে থাকার চেষ্টা কর।
386
00:40:11,000 --> 00:40:13,208
চেষ্টা করছি, কিন্তু...
বাচ্চাটার জন্য কর।
387
00:40:13,291 --> 00:40:15,250
মনে হয় না খুব বেশি সময় পারব।
388
00:40:15,333 --> 00:40:17,253
তুমি পারবে।
তোমাকে শুধু মিস করছি, নিকো।
389
00:40:17,291 --> 00:40:18,375
না, না, না, না, না, না।
390
00:40:18,458 --> 00:40:21,208
জান, এরকম কর না। এখন না।
আবার সব উল্টাপাল্টা করে ফেলেছি।
391
00:40:22,041 --> 00:40:24,083
তোমার কোন দোষ নেই।
বুঝেছ?
392
00:40:24,583 --> 00:40:26,750
উমার যা হয়েছে,
সেটা তোমার দোষ নয়।
393
00:40:26,833 --> 00:40:28,041
প্রিয়তমা।
ছিল না?
394
00:40:28,125 --> 00:40:30,833
আমার দেখা সব থেকে শক্তিশালী মানুষ তুমি।
395
00:40:30,916 --> 00:40:32,708
প্রতিজ্ঞা কর, আশা ছাড়বে না?
হ্যাঁ।
396
00:40:33,541 --> 00:40:34,791
মিয়া...
হ্যাঁ?
397
00:40:35,958 --> 00:40:37,250
গতকালের থেকেও তোমাকে বেশি ভালবাসি।
398
00:40:38,208 --> 00:40:39,625
কিন্তু আগামীকালের থেকে কম।
399
00:40:39,708 --> 00:40:42,458
যতদ্রুত সম্ভব পরিকল্পনা করে,
তোমাকে ফোন করব।
400
00:40:42,541 --> 00:40:44,416
খোঁজো আমাকে। বাই।
ফোনটাকে ছেড়ো না।
401
00:40:57,458 --> 00:41:00,791
ওহ না, না, না, না, না। এখন না।
এখন না। এখন এমন কর না।
402
00:41:00,875 --> 00:41:03,416
অপেক্ষা কর।
অপেক্ষা করে মাকে সাহায্য কর।
403
00:41:04,166 --> 00:41:06,875
বাবা আসছে।
আসার অপেক্ষা কর।
404
00:41:55,666 --> 00:41:57,000
না, না, না, না।
405
00:41:57,791 --> 00:41:59,833
না, না, না, না, না, না।
406
00:41:59,916 --> 00:42:05,708
প্লিজ, অপেক্ষা কর। একটু অপেক্ষা কর।
প্লিজ, প্লিজ অপেক্ষা কর।
407
00:42:08,625 --> 00:42:10,958
আমি চাই, তুমি অপেক্ষা কর।
408
00:42:15,625 --> 00:42:16,625
নিকো।
409
00:42:19,375 --> 00:42:20,375
না।
410
00:42:23,791 --> 00:42:25,583
আহ।
না, না, না।
411
00:42:26,833 --> 00:42:27,833
না।
412
00:44:20,833 --> 00:44:23,208
কী?
চল, চল, চল, চল।
413
00:44:25,375 --> 00:44:29,083
শ্বাস নাও, প্লিজ। প্লিজ।
নাও।
414
00:44:29,583 --> 00:44:31,958
চল, শ্বাস নাও।
শ্বাস নাও। শ্বাস নাও।
415
00:44:34,291 --> 00:44:35,291
ওহ প্লিজ, শ্বাস নাও।
416
00:45:27,583 --> 00:45:28,625
হুমম..
417
00:45:37,166 --> 00:45:38,708
ওহ।
ওহ।
418
00:46:08,458 --> 00:46:11,875
দ্বিতীয় দিন।
419
00:46:12,458 --> 00:46:14,250
তৃতীয় দিন।
420
00:46:15,250 --> 00:46:16,958
মা।
সোনা।
421
00:46:18,208 --> 00:46:19,208
কি হয়েছে?
422
00:46:20,583 --> 00:46:22,166
ফ্রেশ ডাইপার চাই?
হ্যাঁ?
423
00:46:25,666 --> 00:46:27,750
আচ্ছা, আচ্ছা।
ঠিক আছে, শুনতে পাচ্ছি।
424
00:46:27,833 --> 00:46:29,416
ভীষণ চেঁচাও।
জানি, জানি।
425
00:46:29,500 --> 00:46:33,000
ক্ষুদা লেগেছে, তাই না?
আচ্ছা, এটা আসছে। ঠিক আছে। আরেকটু।
426
00:46:35,916 --> 00:46:36,916
আসছে।
427
00:46:38,833 --> 00:46:41,166
চল, মা।
জানি তুমি ক্ষুদার্ত।
428
00:46:41,916 --> 00:46:42,916
খাও, সোনা।
429
00:46:43,750 --> 00:46:45,625
তুমি ক্ষুদার্ত, কিন্তু খেতে চাও না।
430
00:46:46,791 --> 00:46:47,625
ঠিক আছে।
431
00:46:47,708 --> 00:46:50,666
আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
সব ঠিক আছ।
432
00:46:53,916 --> 00:46:55,458
মায়েরও খাওয়া প্রয়োজন।
433
00:46:58,291 --> 00:46:59,375
হুম...
434
00:47:09,875 --> 00:47:12,958
আর কোন পথ নেই।
বাল।
435
00:47:20,083 --> 00:47:21,833
হ্যাঁ, জানি, জানি।
ঠিক আছে।
436
00:47:23,708 --> 00:47:26,375
আচ্ছা।
খাও।
437
00:47:30,000 --> 00:47:32,791
সোনা, খেতে চাচ্ছ না কেন?
438
00:47:37,250 --> 00:47:39,125
হেই, শোনো, শোনো, শোনো।
439
00:47:39,208 --> 00:47:42,166
তোমার কাজ হচ্ছে খাওয়া,
আর আমার কাজ তোমার দেখাশোনা করা, ঠিক আছে?
440
00:47:42,250 --> 00:47:44,875
আমরা এখান থেকে বেরিয়ে যাবো, প্রতিজ্ঞা করছি।
441
00:47:44,958 --> 00:47:46,750
প্লিজ কান্না কর না, মা।
442
00:48:09,166 --> 00:48:10,791
হেই। অনেক হয়েছে।
443
00:48:10,875 --> 00:48:14,833
এটা করতে হবে,
যাতে বের হয়ে সাহায্য নিয়ে আসতে পারি। ঠিক আছে?
444
00:48:14,916 --> 00:48:16,166
শান্ত থাকো
আর আমাকে কাজ করতে দাও।
445
00:48:16,250 --> 00:48:18,000
একটু ধর্য্য ধরার চেষ্টা কর, প্লিজ।
446
00:48:27,708 --> 00:48:29,333
আচ্ছা, আমি আসছি।
447
00:48:31,166 --> 00:48:32,916
আচ্ছা, সোনা।
আমি এখানেই।
448
00:48:33,583 --> 00:48:34,875
সোনা, ঠিক আছে।
449
00:48:34,958 --> 00:48:36,791
আচ্ছা।
তুমি ক্ষুদার্ত।
450
00:48:40,333 --> 00:48:41,333
সোনা...
451
00:48:42,958 --> 00:48:47,041
চল, চল, চল,
চল, চল, চল।
452
00:48:47,125 --> 00:48:51,166
চুপ থাকো। থামো।
কান্না থামাও। অনেক হয়েছে।
453
00:48:51,250 --> 00:48:53,833
তোমাকে খেতে হবে, নয়ত মারা যাবে।
মারা যেতে চাও?
454
00:48:53,916 --> 00:48:55,291
হা?
মরতে চাও?
455
00:48:59,333 --> 00:49:01,208
সরি।
সরি, সোনা।
456
00:49:01,291 --> 00:49:04,541
মা তোমাকে ভালবাসে।
সরি। মাফ করে দাও। এমনটা বলতে চাইনি।
457
00:49:04,625 --> 00:49:06,041
আমি তোমার যত্ন নিব।
458
00:49:07,666 --> 00:49:08,833
জানি, জানি।
459
00:49:08,916 --> 00:49:10,083
ভীষণ দুঃখিত।
460
00:49:11,333 --> 00:49:12,333
সব ঠিক আছে।
461
00:49:32,333 --> 00:49:33,833
এদিকে এসো,
আমার ছোট্ট যোদ্ধা।
462
00:49:35,125 --> 00:49:36,500
চল আবার চেষ্টা করি।
ঠিক আছে?
463
00:49:36,583 --> 00:49:37,583
এখনো ক্ষুদার্ত?
464
00:49:38,750 --> 00:49:40,458
জানি,
আমরা আবার চেষ্টা করব।
465
00:49:42,833 --> 00:49:46,291
অনেক সময় ধরে অপেক্ষা করছ।
দেরি হবার জন্য দুঃখিত।
466
00:49:46,375 --> 00:49:48,041
জানি, জানি, জানি।
467
00:49:48,958 --> 00:49:49,958
রেডি?
468
00:49:51,583 --> 00:49:53,375
এই নাও সোনা।
469
00:49:53,458 --> 00:49:54,458
এই তো।
470
00:49:54,833 --> 00:49:56,708
মায়ের সাথে লেগে থাকো।
471
00:50:15,791 --> 00:50:17,333
মায়ের দুধ খেতে থাকো।
472
00:50:18,958 --> 00:50:20,125
মায়ের দুধ আসছে।
473
00:50:21,291 --> 00:50:22,291
অবশেষে।
474
00:50:23,916 --> 00:50:24,916
এই তো।
475
00:50:27,416 --> 00:50:30,333
ভাল মেয়ে।
আমরা ভাল, ভাল।
476
00:52:16,083 --> 00:52:18,500
এই তো।
প্রায় হয়ে গেছে।
477
00:52:23,458 --> 00:52:25,791
হা?
কি হল?
478
00:52:25,875 --> 00:52:28,625
না।
চালু হ।
479
00:52:29,625 --> 00:52:30,916
প্লিজ কাজ কর।
480
00:52:31,666 --> 00:52:32,666
চল।
481
00:52:33,583 --> 00:52:34,583
কাজ কর।
482
00:52:37,000 --> 00:52:38,000
না।
483
00:52:38,833 --> 00:52:39,875
না।
484
00:52:54,000 --> 00:52:55,000
না।
485
00:53:27,458 --> 00:53:29,083
হ্যাঁ।
486
00:53:30,833 --> 00:53:31,833
কাজ কর।
487
00:53:33,000 --> 00:53:34,583
না।
না।
488
00:53:34,666 --> 00:53:36,375
প্লিজ কাজ কর।
কাজ কর।
489
00:53:39,125 --> 00:53:40,708
ফিরে আয়।
প্লিজ।
490
00:53:40,791 --> 00:53:42,375
এমনটা করিস না।
491
00:53:42,458 --> 00:53:45,250
আহ। কাজ কর।
না, না, না, না। হেই।
492
00:53:45,333 --> 00:53:46,333
আহ।
493
00:53:46,416 --> 00:53:47,416
না।
494
00:54:40,500 --> 00:54:43,875
ঠিক আছে।
সব ঠিক আছে, সোনা। আমি জানি।
495
00:54:45,333 --> 00:54:48,791
এটা ভাল, তাই না?
শস..ওখানে, এটা ভাল।
496
00:54:49,583 --> 00:54:50,625
খুব, খুব ভাল।
497
00:55:08,291 --> 00:55:09,291
মম..
498
00:55:12,166 --> 00:55:13,166
হুম...
499
00:55:14,958 --> 00:55:15,958
মম...
500
00:55:53,333 --> 00:55:54,333
এহ..
501
00:56:56,250 --> 00:56:57,833
আমি এখানে। এখানে। এখানে।
502
00:56:57,916 --> 00:57:01,125
কেঁদো না। সব ঠিক আছে।
আমি এখানে, মা। মা এখানে।
503
00:57:01,833 --> 00:57:03,333
চিন্তা কর না।
আমি এখানে।
504
00:57:06,958 --> 00:57:08,875
ভয় পেয় না।
ঠিক আছে, ঠিক আছে।
505
00:57:12,375 --> 00:57:13,375
আচ্ছা।
506
00:57:19,000 --> 00:57:20,000
চলে যা।
507
00:57:20,333 --> 00:57:21,583
চলে যা এখান থেকে।
508
00:57:40,166 --> 00:57:41,541
আচ্ছা।
চলে গেছে।
509
00:57:43,000 --> 00:57:44,750
ধরেছি তোমাকে।
আমি এখানে।
510
00:57:46,041 --> 00:57:47,041
চলে গেছে।
511
00:57:49,125 --> 00:57:50,125
চলে গেছে।
512
00:57:52,125 --> 00:57:53,250
ষষ্ঠ দিন।
513
00:58:08,083 --> 00:58:09,083
হা?
514
00:59:25,666 --> 00:59:26,666
মম..
515
01:00:21,750 --> 01:00:24,208
মা?
উমা, সোনা আমার।
516
01:00:25,791 --> 01:00:27,625
উমা, এদিকে এসো।
517
01:00:28,500 --> 01:00:30,708
কাছে এসো।
আমি তোমাকে দেখতে চাই।
518
01:00:38,000 --> 01:00:39,000
সোনা।
519
01:00:40,166 --> 01:00:42,541
মা, আমরা এখন বাড়ি যেতে পারি, প্লিজ?
520
01:00:44,083 --> 01:00:46,291
তোমাকে অনেক মিস করি উমা।
521
01:00:46,375 --> 01:00:49,291
মা, তাদেরকে আমাকে নিয়ে যেতে দিচ্ছ কেন?
522
01:00:50,541 --> 01:00:51,583
আমি দুঃখিত।
523
01:00:55,583 --> 01:00:56,583
দুঃখিত।
524
01:00:57,791 --> 01:00:59,000
আমার দোষ ছিল।
525
01:01:00,416 --> 01:01:03,541
আমি প্লেনটার সাথে খেলরে চেয়েছিলাম।
526
01:01:05,583 --> 01:01:07,791
জানি, ভুল ছিল।
527
01:01:21,000 --> 01:01:22,041
না, থাকো।
528
01:01:24,625 --> 01:01:25,625
দুঃখিত।
529
01:01:28,000 --> 01:01:30,541
আমার দোষ ছিল।
সব উল্টাপাল্টা করে ফেলেছিলাম।
530
01:01:33,916 --> 01:01:35,000
দুঃখিত।
531
01:01:39,416 --> 01:01:40,666
তোমার দোষ ছিল না।
532
01:01:52,708 --> 01:01:53,833
তোমার দোষ ছিল না।
533
01:02:59,250 --> 01:03:01,291
মা তোমাকে এখান থেকে বের করবে, ঠিক আছে?
534
01:05:09,708 --> 01:05:12,333
সোনা।
দুনিয়াটাকে দেখো।
535
01:05:14,500 --> 01:05:16,250
উপরে আকাশ।
536
01:05:16,333 --> 01:05:18,166
নিচে সুমুদ্র।
537
01:05:19,166 --> 01:05:22,041
আর ওই দূরে,
আমরা যাচ্ছি।
538
01:05:26,625 --> 01:05:28,541
নিকো, কোথায় তুমি?
539
01:05:40,208 --> 01:05:41,750
বাইরে ভাল লাগছে, তাই না?
540
01:05:42,250 --> 01:05:44,625
হ্যাঁ,
তোমাকে বেশি চনমনে মনে হচ্ছে
541
01:05:44,708 --> 01:05:46,416
সূর্য আর তাজা বাতাস তুমি পছন্দ কর।
542
01:06:07,791 --> 01:06:09,250
এই পথে।
এইদিকে।
543
01:06:09,333 --> 01:06:10,333
এখানে।
544
01:06:11,000 --> 01:06:12,791
এসো। এদিকে।
এই পথে।
545
01:07:59,458 --> 01:08:00,666
এখানে।
আমি এখানে।
546
01:08:42,625 --> 01:08:46,208
শসস..সব ঠিক আছে সোনা।
আমি এখানে। ঠিক আছে। ঠিক আছে।
547
01:08:46,291 --> 01:08:47,416
আমি এখানে।
এখানে।
548
01:09:08,166 --> 01:09:09,916
ওহ ঈশ্বর। ঈশ্বর।
ঈশ্বর।
549
01:09:11,541 --> 01:09:12,583
আমি পারব।
550
01:09:33,708 --> 01:09:35,541
ওহ।
551
01:09:37,416 --> 01:09:38,541
চিন্তা কর না, সোনা।
552
01:11:52,250 --> 01:11:55,125
ওভাবে তাকাবে না। হতাশ আমি।
জানো তো কেমন লাগে।
553
01:12:07,166 --> 01:12:08,458
সর্বোচ্চ।
554
01:12:08,541 --> 01:12:13,041
নবম দিন।
555
01:12:48,625 --> 01:12:50,875
খুব ভাল।
মায়ের ভাল মেয়ে।
556
01:12:54,083 --> 01:12:55,250
ছোট্ট গোসলের সময় হয়ে গেছে।
557
01:13:17,541 --> 01:13:20,541
কোথায় তুমি? কোথায়?
ফোন কর। চল, নিকো। ফোন কর।
558
01:13:20,625 --> 01:13:22,583
ফোন কর, প্লিজ।
ফোন কর।
559
01:13:46,833 --> 01:13:50,583
১২তম দিন।
560
01:14:09,541 --> 01:14:10,791
দেখো, এটা আমি।
561
01:14:10,875 --> 01:14:11,875
স্কুলে।
562
01:14:13,166 --> 01:14:15,791
আমার এক ছাত্রের সাথে।
তোমাকে বলেছি আমি শিক্ষিকা?
563
01:14:17,000 --> 01:14:19,500
এটা তোমার বাবা।
ওর নাম নিকো।
564
01:14:19,583 --> 01:14:21,416
আমাদের দোকানে কাজ করত।
565
01:14:22,750 --> 01:14:26,375
বেশি খাবার বিক্রি না হওয়ায়,
জোর করে দোকানটা বন্ধ করতে হয়েছিল।
566
01:14:26,875 --> 01:14:31,625
শেষে, কিছুই ছিল না।
কিন্তু লোকজন তার সাথে দেখা করতে আসত।
567
01:14:32,208 --> 01:14:33,666
কারণ সে তাদের পরওয়া করত।
568
01:14:33,750 --> 01:14:36,541
জানি, এখান থেকে আমাদের বের করতে
সে কোন পথ খুঁজে বের করবে।
569
01:14:36,625 --> 01:14:39,958
কারণ... কি করতে হবে সেটা সে সবসময় জানে।
570
01:14:44,833 --> 01:14:47,083
এটা তোমার দাদী, নোয়া।
571
01:14:48,041 --> 01:14:50,083
নামটা পছন্দ হয়েছে? নোয়া।
572
01:14:50,875 --> 01:14:52,083
মনে হয় এটা সুন্দর।
573
01:14:52,166 --> 01:14:54,708
এটার মানে "দীর্ঘ জীবন"।
এইচ অক্ষর দিয়ে ব্যাখ্যা করা হয়েছে।
574
01:14:55,750 --> 01:14:57,291
কিন্তু ওটা ছাড়াই ভাল লাগছে।
575
01:14:57,375 --> 01:14:59,583
নোয়া আর্ক,
একটা গল্প।
576
01:15:00,500 --> 01:15:02,291
তারা বেঁচে গিয়ে জমিতে পৌছেছিল।
577
01:15:04,500 --> 01:15:07,166
ওটাতে জীবজন্তুও ছিল।
কোন একদিন তোমাকে পড়ে শোনাবো।
578
01:15:11,833 --> 01:15:12,875
এইটা উমা।
579
01:15:14,041 --> 01:15:15,916
তার ব্যাপারে জানতে চাও, তাই না?
580
01:15:20,416 --> 01:15:23,500
জানো,
তার চোখের মত তোমার চোখ।
581
01:15:23,583 --> 01:15:24,583
একদম।
582
01:15:24,958 --> 01:15:27,958
আর সে যখন বাচ্চা ছিল,
ঠিক তোমার মুখের মত তার মুখ ছিল।
583
01:15:28,041 --> 01:15:30,416
সে উড়োজাহাজ চালক হতে চেয়েছিল।
584
01:15:30,916 --> 01:15:33,125
উড়োজাহাজ চালক বলতে পছন্দ করত।
585
01:15:33,708 --> 01:15:35,375
তুমি তার সাথে মজা করতে পারতে।
586
01:15:38,750 --> 01:15:40,375
আর তখন হল কি...
587
01:15:43,583 --> 01:15:45,250
সরকার তাকে নিয়ে গেল,
588
01:15:45,333 --> 01:15:47,875
আমাদেরকে জোর করে বাড়িতে আটকে রাখা হয়েছিল।
589
01:15:47,958 --> 01:15:50,416
খাবার আমার জন্য তোমার বাবা বাইরে যেতে পারত।
590
01:15:51,250 --> 01:15:53,791
প্রথমদিকে ভাল ছিল,
কিন্তু সময়ের সাথে..
591
01:15:56,916 --> 01:15:59,458
উমাও বাইরে যেতে চাইত।
592
01:16:01,708 --> 01:16:04,416
কারণ কোন মেয়ে
বন্দি অবস্থায় বেশিদিন তার বাড়িতে
593
01:16:05,583 --> 01:16:07,250
থাকতে পারে না।
594
01:16:12,750 --> 01:16:14,625
খেলার জন্য যথেষ্ট ঘর ছিল না,
595
01:16:16,000 --> 01:16:17,375
তাই একদিন...
596
01:16:19,041 --> 01:16:21,916
সে আমার কাছে ভিক্ষা চাইতে লাগলো
বাইরে নিয়ে যেতে।
597
01:16:24,083 --> 01:16:25,333
আর, উম,
598
01:16:25,916 --> 01:16:27,250
বললাম, ঠিক আছে।
599
01:16:28,583 --> 01:16:31,291
আমরা মাত্র পাঁচ মিনিট বাইরে ছিলাম,
কিন্তু ওরা তাকে নিয়ে গেল।
600
01:16:41,000 --> 01:16:42,000
সব আমার দোষ ছিল।
601
01:16:42,791 --> 01:16:44,041
আর ভাল করে সব জানা উচিত ছিল।
602
01:16:46,333 --> 01:16:47,416
সব তালগোল পাকিয়ে ফেলেছিলাম।
603
01:17:08,000 --> 01:17:09,750
কী হয়েছে?
604
01:17:10,541 --> 01:17:12,583
কী হল?
তুমি ঠিক আছো?
605
01:17:12,666 --> 01:17:14,125
ঠান্ডা হয়ে যাচ্ছ।
606
01:17:26,500 --> 01:17:27,500
এই তো।
607
01:17:34,000 --> 01:17:36,291
ছোট্ট হয়ে কম্বলে আরাম করছ তুমি।
608
01:17:37,291 --> 01:17:38,750
সুন্দর লাগছে তোমাকে।
609
01:17:41,583 --> 01:17:43,625
আগামীকাল আরও ভাল লাগবে, ঠিক আছে?
610
01:17:44,791 --> 01:17:46,000
সবাই একত্রিত করব।
611
01:17:47,416 --> 01:17:48,541
উষ্ণ আর আরামদায়ক হবে।
612
01:20:03,541 --> 01:20:07,000
মিষ্টি সোনা।
আচ্ছা। ধরেছি তোমাকে।
613
01:20:14,500 --> 01:20:15,625
১২তম দিন।
614
01:20:17,500 --> 01:20:19,166
না, না, না।
615
01:20:19,250 --> 01:20:21,041
সর্বোচ্চ।
616
01:21:05,000 --> 01:21:06,666
নিকো।
নিকো।
617
01:21:06,750 --> 01:21:08,833
ওহ, চল কানেক্ট হ।
প্লিজ, কানেক্ট হ
618
01:21:08,916 --> 01:21:11,708
প্লিজ কাজ কর।
কানেক্ট, কানেক্ট
619
01:21:13,208 --> 01:21:14,833
নিকো, নিকো।
620
01:21:14,916 --> 01:21:16,875
মিয়া।
আমার কথা শুনতে পাচ্ছ?
621
01:21:16,958 --> 01:21:19,541
আহ, হ্যাঁ, অবশেষে।
অবশেষে তোমার ফোন, জান।
622
01:21:19,625 --> 01:21:21,000
তোমাকে ফোন করতে না পারার জন্য ভীষণ দুঃখিত।
623
01:21:21,083 --> 01:21:23,333
সিগন্যাল ছিল না।
আর ফোন ভেঙে গেছে।
624
01:21:23,416 --> 01:21:25,916
না, না, মানে স্ক্রিন ভেঙে গেছে।
কোথায় তুমি?
625
01:21:26,000 --> 01:21:28,291
আমার কথা শোনো, সোনা।
কী হয়েছে, নিকো?
626
01:21:29,500 --> 01:21:31,166
আমি তোমার জন্য আসতে পারব না।
627
01:21:31,666 --> 01:21:33,375
তোমার নিজেকেই সব করতে হবে।
628
01:21:34,625 --> 01:21:35,625
প্রতিজ্ঞা কর করবে।
629
01:21:37,250 --> 01:21:38,250
প্রতিজ্ঞা কর।
630
01:21:38,750 --> 01:21:40,458
নিকো, কী হয়েছে?
631
01:21:41,041 --> 01:21:43,625
প্লিজ, নিকো।
ভয় লাগছে। কী হয়েছে?
632
01:21:43,708 --> 01:21:44,750
সোনা, বল আমাকে।
633
01:21:48,791 --> 01:21:51,583
নিকো...
আমি..আমি একটা কন্টেইনারে লুকিয়েছিলাম।
634
01:21:52,458 --> 01:21:56,541
লুকিয়ে একটা জাহাজে চড়েছিলাম,
কিন্তু ওরা আমাকে পেয়ে গেছিলো।
635
01:21:57,208 --> 01:21:59,125
যখন পালাতে গেলাম,
তখন গুলি করলো।
636
01:22:01,125 --> 01:22:02,375
আহত হয়েছ?
637
01:22:03,625 --> 01:22:05,083
অনেক রক্ত ঝরছে।
638
01:22:06,000 --> 01:22:07,500
কী?
সোনা...
639
01:22:09,250 --> 01:22:12,458
সোনা?
আমি শুধু...শুধু বিদায় বলতে চেয়েছিলাম।
640
01:22:14,875 --> 01:22:17,125
জানাতে চেয়েছিলাম
সংগ্রাম করেছি।
641
01:22:18,041 --> 01:22:20,458
কঠোর সংগ্রাম করেছি।
যতটা পারা যায়।
642
01:22:21,833 --> 01:22:23,041
প্রতিজ্ঞা করে বলছি,
আমি করেছি।
643
01:22:23,125 --> 01:22:25,750
আর...তুমি ঠিক বলতে।
644
01:22:26,250 --> 01:22:27,625
সবসময় ঠিক বলতে।
645
01:22:28,458 --> 01:22:29,708
আমিও আশাবাদী।
646
01:22:30,541 --> 01:22:31,916
আমাদের সাথে থাকা উচিত ছিল।
647
01:22:33,083 --> 01:22:35,833
না। না। নিকো, আমার কথা শোনো।
আমি দুঃখিত।
648
01:22:35,916 --> 01:22:37,196
কথা শোনো, নিকো।
ভীষণ দুঃখিত।
649
01:22:37,250 --> 01:22:38,541
প্লিজ সোনা,
আমার কথা শোনো।
650
01:22:38,625 --> 01:22:40,750
তুমি আমাদের জীবন বাঁচিয়েছ।
কিভাবে?
651
01:22:40,833 --> 01:22:44,041
বুঝতে পেরেছ?
কিভাবে? 'আমাদের জীবন' বললে?
652
01:22:44,125 --> 01:22:45,833
হ্যাঁ, সোনা।
সে এখানেই।
653
01:22:48,416 --> 01:22:50,750
এখানে, নিকো।
জন্ম নিয়েছে।
654
01:22:52,875 --> 01:22:54,583
সুন্দর ছোট্ট একটা মেয়ে।
655
01:22:54,666 --> 01:22:56,125
অসাধারণ।
হ্যাঁ।
656
01:22:56,208 --> 01:22:58,375
মেয়ে, হা?
দেখলে, আমি জানতাম।
657
01:22:59,541 --> 01:23:00,625
তুমি ঠিক আছো?
658
01:23:00,708 --> 01:23:03,875
হ্যাঁ। আমরা ভাল আছি। ভাল আছি।
যদি তোমাদের সাথে থাকতে পারতাম।
659
01:23:03,958 --> 01:23:07,208
তুমি আছো, নিকো।
আছো। সবসময় এখানেই আছো।
660
01:23:07,291 --> 01:23:09,583
আমার হৃদয়ে আছো।
661
01:23:09,666 --> 01:23:12,375
এখানে আছো বলেই,
শেষপর্যন্ত কন্টেইনারটা খুলতে পেরেছি।
662
01:23:14,291 --> 01:23:16,250
প্রতিজ্ঞা করছি, আশা ছাড়ব না।
সংগ্রাম করে যাবো।
663
01:23:16,333 --> 01:23:20,458
কঠোর সংগ্রাম।
আর তুমি এখানে, যখন তাকে গান গেয়ে শোনাচ্ছিলাম।
664
01:23:20,541 --> 01:23:21,875
সবসময় আমার সাথে আছো।।
665
01:23:21,958 --> 01:23:25,458
কী? তুমি গান গাচ্ছিলে?
হ্যাঁ।
666
01:23:27,333 --> 01:23:30,458
সোনা,
সে দেখতে কেমন হয়েছে?
667
01:23:32,708 --> 01:23:33,708
ঠিক তোমার মত।
668
01:23:33,791 --> 01:23:36,875
ভীষণ সুন্দরক্স
শক্তিশালী আর মজার।
669
01:23:36,958 --> 01:23:39,833
আমাকে হাসায়,
ঠিক তোমার মত যত্ন নেয়।
670
জানো?
সে এখানেই আছে।
671
01:23:43,000 --> 01:23:46,541
ফোনটা তার কাছে ধরছি,
যাতে তার আওয়াজ শুনতে পারো।
672
01:23:46,625 --> 01:23:48,125
আচ্ছস।
সোনা মা।
673
01:23:48,208 --> 01:23:49,666
বাবা তোমার সাথে কথা বলতে চায়।
674
01:23:49,750 --> 01:23:51,750
ফোনে আছে।
কিছু বল।
675
01:23:54,208 --> 01:23:57,791
হ্যালো, আমার রাজকুমারী কেমন আছে?
আমি তোমার বাবা।
676
01:23:59,125 --> 01:24:02,166
বিরক্তিকর একটা লোক আমি,
যে সবসময় তোমাকে পায়ে ঠেলেছে,
677
01:24:02,250 --> 01:24:04,166
যখন তুমি তোমার মায়ের পেটে ছিলে।
678
01:24:05,416 --> 01:24:07,708
আচ্ছা।
শোনো এখন।
679
01:24:08,833 --> 01:24:10,333
একটা সিক্রেট বলছি তোমাকে।
680
01:24:12,083 --> 01:24:14,958
যদি কখনো কষ্ট লাগে,
জীবনকে নিয়ে বিভ্রান্তির সৃষ্টি হয়,
681
01:24:15,875 --> 01:24:19,875
তাহলে চোখ বন্ধ করে
মা কে জড়িয়ে ধরে কিছুক্ষণ বসে থেকো।
682
01:24:21,041 --> 01:24:26,250
দেখবে, যখন তার বাহুতে থাকবে,
তখন সব ঠিক হয়ে যাবে। সবকিছু।
683
01:24:31,250 --> 01:24:33,000
তার কথা শুনতে পাচ্ছ?
ব্রিলিয়ান্ট মেয়ে।
684
01:24:34,708 --> 01:24:35,875
ওর নাম নোয়া।
685
01:24:36,833 --> 01:24:37,833
নোয়া?
686
01:24:39,250 --> 01:24:40,250
সত্যি?
687
01:24:42,416 --> 01:24:44,166
সে দেখতে নোয়ার মত।
688
01:24:44,250 --> 01:24:47,791
তাই সে অনুসারে,
নোয়া ই আদর্শ নাম।
689
01:24:49,791 --> 01:24:50,791
নিকো।
690
01:24:51,541 --> 01:24:52,541
হ্যাঁ?
691
01:24:53,416 --> 01:24:55,291
নিকো, তোমাকে গতকালের থেকেও বেশি ভালবাসি।
692
01:24:56,583 --> 01:24:58,000
কিন্তু আগামীকালের থেকে কম।
693
01:26:57,291 --> 01:26:58,833
১৮ তম দিন।
১৫ তম দিন।
694
01:26:58,916 --> 01:26:59,750
২০ তম দিন।
695
01:26:59,833 --> 01:27:01,291
২২ তম দিন।
696
01:27:01,375 --> 01:27:02,375
সর্বোচ্চ।
697
01:27:02,458 --> 01:27:04,541
২৬ তম দিন।
698
01:27:15,833 --> 01:27:18,958
১৪ তম দিন।
মাছ খেতে খেতে অসুস্থ।
699
01:27:19,041 --> 01:27:20,916
২০ তম দিন।
সে সারাদিন ঘুমাচ্ছে।
700
01:27:25,666 --> 01:27:27,625
২৪ তম দিন।
পানি বন্ধ করতে পারছি না।
701
01:27:27,708 --> 01:27:30,125
আমাকে বেঁচে ফিরতে হবে।
702
01:28:13,958 --> 01:28:15,333
ঠিক আছে।
ধরেছি।
703
01:28:26,583 --> 01:28:27,583
হেই।
704
01:28:29,083 --> 01:28:30,083
নোয়া।
705
01:28:30,583 --> 01:28:32,791
একটা সিগাল।
706
01:28:32,875 --> 01:28:34,500
জানো তার মানে কি, সোনা?
707
01:28:48,750 --> 01:28:51,875
সর্বোচ্চ।
708
01:29:06,125 --> 01:29:07,125
আচ্ছা।
709
01:29:13,291 --> 01:29:14,458
হা?
710
01:29:17,750 --> 01:29:18,791
না।
711
01:29:53,500 --> 01:29:54,500
না।
712
01:29:56,250 --> 01:29:57,666
বাল হচ্ছে যতসব।
713
01:30:29,750 --> 01:30:31,125
কী হচ্ছে?
714
01:30:32,083 --> 01:30:33,083
না।
715
01:31:49,708 --> 01:31:50,875
নোয়া।
716
01:31:53,500 --> 01:31:54,833
নোয়া।
717
01:31:54,916 --> 01:31:55,958
নোয়া।
718
01:31:56,750 --> 01:31:57,875
নোয়া।
719
01:32:02,708 --> 01:32:03,750
নোয়া।
720
01:32:09,125 --> 01:32:10,708
না।
চলে যাও।
721
01:32:10,791 --> 01:32:12,375
নোয়া।
নোয়া।
722
01:32:14,291 --> 01:32:15,291
নোয়া।
723
01:32:17,208 --> 01:32:18,333
নোয়া।
724
01:32:40,875 --> 01:32:41,875
নোয়া।
725
01:32:41,958 --> 01:32:45,500
নোয়া। নোয়া। নোয়া।
726
01:32:46,416 --> 01:32:47,666
নোয়া।
727
01:33:04,416 --> 01:33:06,625
নোয়া
আমি আসছি।
728
01:33:06,708 --> 01:33:08,916
নোয়া।
729
01:33:13,250 --> 01:33:14,583
নোয়া।
730
01:33:41,250 --> 01:33:42,750
এসে গেছি।
চিন্তা কর না।
731
01:33:42,833 --> 01:33:46,333
এসেছি। নোয়া। নোয়া।
732
01:33:57,541 --> 01:33:58,875
সব ঠিক আছে।
733
01:34:32,875 --> 01:34:33,875
হুম...
734
01:34:47,708 --> 01:34:48,708
প্রায় চলে এসেছি।
735
01:34:52,000 --> 01:34:54,375
প্রায় হয়ে গেছে।
এখন আশা ছেড়ো না।
736
01:34:54,458 --> 01:34:55,958
আরেকটু যেতে থাকো।
737
01:34:56,541 --> 01:34:57,625
সামান্য দূরে।
738
01:34:58,500 --> 01:34:59,583
ধরে রেখো।
739
01:34:59,666 --> 01:35:02,208
আমাদের বেঁচে থাকার গল্প,
সবাইকে বলতে হবে, নোয়া।
740
01:35:05,000 --> 01:35:07,041
হ্যাঁ, জানি।
ওরা আমাদের পাগল ভাববে।
741
01:35:07,916 --> 01:35:09,583
কিন্তু আমরা জানি এটা সত্য, তাই না?
742
01:35:12,500 --> 01:35:14,000
আমাদের লড়াই চালিয়ে যেতে হবে, মা।
743
01:35:17,791 --> 01:35:19,500
যা করার মত,
সব আমরা করব, তাই না?
744
01:35:24,416 --> 01:35:26,000
সোনা, তুমি আমাকে বাঁচিয়েছো।
745
01:35:28,166 --> 01:35:29,416
জীবন বাঁচিয়েছো।
746
01:35:34,166 --> 01:35:35,166
মাফ করে দাও।
747
01:35:35,875 --> 01:35:37,208
ভয় পেয়ে গেছিলাম।
748
01:35:39,000 --> 01:35:40,875
কিন্তু তুমি আমাকে শক্তি দিয়েছ।
749
01:35:44,708 --> 01:35:46,250
আর করার মত সব আমি করেছি....
750
01:35:49,583 --> 01:35:50,875
তাই না?
751
01:35:50,958 --> 01:35:52,375
যেটুকু পারতাম,
সব করেছি।
752
01:35:56,041 --> 01:35:57,458
আর পারব না।
753
01:36:02,666 --> 01:36:04,000
যেটুকু পারতাম,
সব করেছি।
754
01:36:50,958 --> 01:36:53,000
কোন মাছ নেই, বাবা।
এটা দিয়ে চেষ্টা করব?
755
01:36:53,083 --> 01:36:55,166
কিছু বলতে চাও?
না,না। মজা করছিলাম।
756
01:36:55,250 --> 01:36:56,833
না, শুধুমাত্র তখনই রেডিও ব্যবহার করি...
757
01:36:59,375 --> 01:37:02,041
বলেছিলাম তোমাকে।
মনে হয় তোমাকে সরাতে হবে।
758
01:37:16,666 --> 01:37:18,750
সিগালগুলোকে দেখতে পাচ্ছ?
759
01:37:18,833 --> 01:37:20,208
আরেকটু কাছে যেতে পারি?
760
01:37:39,416 --> 01:37:40,666
ওটা কী?
761
01:38:04,166 --> 01:38:05,625
Jesus Christ.
762
01:38:07,250 --> 01:38:08,250
হেই।
763
01:38:10,000 --> 01:38:11,041
ওর পরিবার কোথায়?
764
01:39:53,291 --> 01:39:54,458
চল।
765
01:40:00,833 --> 01:40:02,625
তুমি পারবে।
আরও জোরে।
766
01:40:06,916 --> 01:40:08,916
এই তো।
এই তো। ওকে ঘুরিয়ে দাও।
767
01:40:09,500 --> 01:40:11,208
ঠিক আছে।
768
01:40:12,208 --> 01:40:14,708
ঠিক আছে।
ঠিক আছে।
769
01:40:14,791 --> 01:40:15,791
ঠিক আছে।
770
01:40:16,458 --> 01:40:18,250
ঠিক আছে।
771
01:40:22,416 --> 01:40:24,833
উঠাও ওকে।
772
01:40:26,000 --> 01:40:28,875
চল। ওর বিপরীতে বসাও।
আস্তে। এই তো।
773
01:40:29,875 --> 01:40:32,291
আচ্ছা। এখানে বসাও।
হেই।
774
01:40:34,375 --> 01:40:37,166
তুমি ঠিক আছো।
ঠিক আছো।
775
01:40:40,375 --> 01:40:42,166
আমার মেয়ে?
মেয়ে।
776
01:40:42,250 --> 01:40:44,125
এখনে। এখানে।
আমার মেয়ে।
777
01:40:44,208 --> 01:40:46,208
মে ডে, মে ডে।
এখানে জরুরী অবস্তার সৃষ্টি হয়েছে।
778
01:40:46,291 --> 01:40:48,208
একটা মহিলা,
আর একটা বাচ্চাকে পানি থেকে টেনে তুলেছি।
779
01:40:48,291 --> 01:40:49,375
মহিলাটা ঠিক আছে।
780
01:40:49,458 --> 01:40:51,791
তার...
আমরা তাকে CPR দিয়েছি, সে বেঁচে আছে।
781
01:40:51,875 --> 01:40:53,666
সে ঠিক আছে।
কোন সমস্যা নেই।
782
01:40:58,166 --> 01:40:59,208
হেই।
সে ঠিক আছে।
783
01:41:02,000 --> 01:41:03,916
হ্যাঁ, হ্যাঁ।
আমরা এখন ফিরে আসছি।
784
01:41:04,458 --> 01:41:06,375
বিশ মিনিটের ভেতরে বন্দরে ফিরে আসছি।
785
01:41:09,791 --> 01:41:11,631
তোমার জ্যাকেট ভিজে গেছে।
খুলে ফেলা প্রয়োজন।
786
01:41:11,666 --> 01:41:13,291
না না। খুল না।
আমি এটা রাখতে চাই।
787
01:41:13,375 --> 01:41:14,975
প্লিজ, প্লিজ।
ঠিক আছে, ঠিক আছে।
788
01:41:19,375 --> 01:41:20,791
আহত হয়েছ?
789
01:41:23,000 --> 01:41:24,458
অন্য কোন বাচ্চা আছে?
790
01:41:26,083 --> 01:41:27,500
তোমার সাথের কেউ আশেপাশে আছে?
791
01:41:29,833 --> 01:41:31,541
আচ্ছা, এখন তুমি নিরাপদ।
ঠিক আছে?
792
01:41:32,000 --> 01:41:45,000
ধন্যবাদ সাব দিয়ে মুভিটি উপভোগ করার জন্য।
ভাল লাগলে সাবসিনেতে রেটিং দিতে ভুলবেন না।